PDA

View Full Version : কোন দিনে ফরেক্স এ ট্রেড করার উপযুক্ত সময়



Shimul77
2016-11-20, 08:34 PM
ফরেক্স এ আছি বেশ কিছুদিন ধরে সেই সুবাদে অনেক ফরেক্স সাইট ঢুকি। কিন্তু একটা বিষয় আজ নতুন করে নজরে পড়লো। অনেকে বলছে শুক্রবারে কোন স্ক্যাল্পিং নয়,অনেকে বলছে শুক্রবারে এক্সপার্ট রা ট্রেড করেনা,অনেকে বলছে সোমবার দক্ষ রা ট্রেড করেনা, অনেকে বৃহশ্পতিববারে নিউজ ট্রেডিং নয়, কিন্তু আমার তো বৃহশ্পতিবার, শুক্রবার ট্রেডিং করা ভালো হয়। এক্সপার্টদের রিপ্লাই আসা করছি!

shimul77ss
2016-11-20, 08:56 PM
ফরেক্স মার্কেটে যারা দক্ষ তারা সব দিনে ট্রেড করতে পারে।কিন্তু মার্কেটের ট্রেড নির্ভর করে অনেকটা মার্কেটের মুভমেন্ট এর উপর।মার্কেটে যেদিন মুভমেন্ট বেশি থাকে সে দিন যদি মার্কেট এনালাইসিস করে ট্রেদ ওপেন করা যাই তাহলে ভাল আয় করতে পারবেন।

RUBEL MIAH
2016-11-20, 10:11 PM
যে দিন মার্কেট শান্ত থাকে তেমন কোন নিউজ না থাকে সে দিন হল ফরেক্স মার্কেটে ট্রেড করার উর্পযুক্ত সময় । আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও এই মার্কেটে সব সময় থাকেন তাহলেই বুঝতে পারবেন কখন সময় ট্রেড করার আর কখন হয় না । সুতরাং দক্ষতাই হল বড় কথা ।

uzzal05
2017-06-24, 12:20 PM
ফরেক্স মার্কেট এ একেক জনের একেক রকম মত। অনেক ট্রেড্আর আছেন যারা সোমবার ট্রেড করেন না। কারন এটি সপ্তহাএর অপেনিং ডে। এই দিন মার্কেট একটু কম মুভ করে। তাই মার্কেট তেমন মুভ করে না। আবার শুক্রুবার অনেকে ট্রেড করেন না। কারন মার্কেট শেষের দিন। এই দিন ট্রেডাররা ট্রেড ক্লোজ করার চিন্তা করেন। আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি শুক্রবার রাতে এ আর ট্রেড না দেওয়াই ভালো। মার্কেট এ ট্রেডাররা ট্রেড করেন না বিধায় মার্কেট ও তেমন মুভ করে না।

Mamun13
2018-01-29, 11:32 PM
আপনাদের সুবিধামতো আপনারা ট্রেড করবেন এতে কারা কী বলে তা শুনবেন কেন ? আপনার বৃহষ্পতি ও শুক্রবারে ট্রেড ভালো হলে অবশ্যই আপনি ঐ দিনে ট্রেড করবেন৷অনেকেই সোমবার ট্রেড করেন না এবং অনেকেই শুক্রবারেও ট্রেড করেন না৷কারন সবাই তো আর একই চিন্তা চেতনার ট্রেডার নন৷বিভিন্ন ট্রেডারের বিভিন্ন ট্রেডিং সিষ্টেম৷আপনার সিষ্টেমে আপনি ট্রেড করুন৷প্রফিট আসলেই হলো৷

01797733223
2018-01-30, 12:17 PM
ভাই ফরেক্স মার্কেট সবদিনই সমান বলা যায়। কেননা এখানে কোন নির্ধারিত বা উপযুক্ত সময় বলে কিছু নেই। কারন মার্কেটের উপর আপনার যদি ভাল অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ২৪ ঘন্টার মধ্যে যে কোন একটা সময়কে উপযুক্ত মনে করে ট্রেড করে প্রফিট করতে পারবেন। এখানে ট্রেডিং বিষয়টা সম্পূর্ণ একজন ট্রেডারের দক্ষতার উপর নির্ভর করে থাকে। সুতরাং এখানে আপনি যে সময়টাকে বেশি গুরুত্ব দিবেন সেটাই হবে আপনার উপযুক্ত সময়।

expkhaled
2018-01-30, 01:03 PM
ট্রেডিং টা নির্ভর করে একজন ট্রেডারের অভিজ্ঞতা এবং তার নিজস্ব সিস্টেম এর উপর। কোন বিশেষ দিন বা বিশেষ সময় নেই যেকোন সময় ট্রেড করতে পারেন অর্থাত আপনার ট্রেডিং সিস্টেম কি বলে সে অনুযায়ী ট্রেড করবেন। কারণ আপনার ট্রেডিং সম্পূর্ন আপনার সেটা অন্য কেউ ফলো করতে পারবেন না আবার আপনিও অন্য কারও ট্রেডিং সিস্টেমকে ফলো করে ট্রেড করতে পারবেন না। সুতরাং আপনার নিজস্ব সুবিধামত এবং সময় মত আপনি ট্রেড করবেন।

Mahidul84
2018-01-30, 06:02 PM
ভাই এটার কোন নির্দিষ্ট সীমাবদ্ধ নেই যে আপনি নির্দিষ্ট দিন ফলো করে ট্রেড করলে সফলতা লাভ করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে ট্রেড করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভাল কিছু অর্জন করতে পারবেন। তাই আমি মনে করি আপনি যদি সঠিকভাবে ফরেক্স সম্পর্কে দক্ষ হয়ে উঠতে পারেন এমনকি ধীরে ধীরে মার্কেটের ট্রেডিং কৌশল ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিসগুলো সঠিকভাবে ফলোআপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি দক্ষ হয়ে উঠবে। আর তখন আপনার জন্য দিন বাছাই করে ট্রেড করতে হবে না। আপনি যত বেশি মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন তত বেশি এখান থেকে মুনাফা উপার্জন করতে পারবেন।

Grimm
2018-02-05, 11:06 PM
আমার মতে প্রতিদিনই ফরেক্স বাজারে ট্রেড করার উপযুক্ত সময়। আপনার যদি ভাল জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্রতিদিনই এই বাজার থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন কিন্তু আপনার যদি ভাল জ্ঞান না থাকে তখন আপনি চিন্তা করবেন কোনদিন এই ব্যবসার জন্য ভাল। যেহেতু আপনি বর্তমানে এটা খুজতাছেন তার মানে আপনার ভাল জ্ঞান নেই। তাই আমি বলতে চাই আগে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন তারপর এই বাজারে ট্রেড করুন।

iloveyou
2018-02-06, 11:44 AM
ভাইজান এটাতো ঠিক সঠিকভাবে বলতে পারছিনা, কারন আমিও জানিনা কোন দিনে ফরেক্স মার্কেটে ট্রেড করার উপযুক্ত সময়। তবে এতটুকু জানি যে এই মার্কেটটা সপ্তাহে ৫ টা দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে। তাই এই সময়গুলোতে দক্ষ ট্রেডারগণ যে কোন সময়ে ট্রেড করে প্রফিট নিতে পারবেন। তাই বলতে পারি এর মধ্যে যে কোন একটা নির্ধারিত সময় নিজের জন্য বের করে নিলেই সেটাই হবে আপনার উপযুক্ত সময়।

riponinsta
2018-02-06, 01:22 PM
আমি বলব আপনার ট্রেডিং সিস্টেম এ যেই সময় ট্রেড আসবে সেই সময় হল ট্রেড করার জন্য আপনার জন্য ভাল সময় । এখন আপনার দেখতে হবে আপনার ট্রেডিং সিস্টেম এ কোন সময় ভাল ভাল ট্রেড আসে সেই সময় আপনি বসে ট্রেড করবেন ফরেক্স মার্কেট এ অনেকে আছে যে সকালে ট্রেড করে কেও বিকাল এ ট্রেড করে বিভিন্ন জন বিভিন্ন সময় এ ট্রেড করে থাকে

Mahidul84
2018-02-06, 06:32 PM
ভাই যে পারে তার জন্য সব দিনই সমান আর যে না পারে তার জন্য কোন দিনই সহজ নয়। তবে ট্রেড করে ভাল কিছু পেতে চাইলে আপনাকে অবশ্যই নিউজ এর উপর নির্ভর করে ট্রেডে এন্ট্রি নিতে হবে। আর নিউজ এর সময়গুলো বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর আর সন্ধ্যায় এই দুটো সময় আপনি ট্রেড নিউজ ফলো করে সঠিকভাবে ট্রেড করতে পারলে অবশ্যই ভাল কিছু মুনাফা উপার্জন করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে দিনক্ষণের প্রয়োজন হয় না প্রয়োজন হয় আপনার দক্ষতা আর অভিজ্ঞতার।

sofi
2018-04-25, 11:36 PM
যে দিন মার্কেট শান্ত থাকে তেমন কোন নিউজ না থাকে সে দিন হল ফরেক্স মার্কেটে ট্রেড করার উর্পযুক্ত সময় । আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও এই মার্কেটে সব সময় থাকেন তাহলেই বুঝতে পারবেন কখন সময় ট্রেড করার আর কখন হয় না । সুতরাং দক্ষতাই হল বড় কথা ।

alamsat
2018-04-25, 11:46 PM
এক এক জনের এক এক নিয়মে ট্রেড করে থাকে। তবে যে দিন আপনি ট্রেড করে অনেক লাভ কোরতে পারবেন সে দিন অন্যের কথা শুনে ট্রেড বন্ধ করা একদম ঠিক না। কারন একজন ট্রেডার এর কাছে একদিন ট্রেড না করে থাকাটা অনেক লচের কারন হতে পারে, একদিন ট্রেড করে তো ৫ ডলার হলেও ইনকাম করা যায়। তাই আমি বলব আপনার মনের মত করে ট্রেড করেন। কোন দিন বাদ দিয়েন না। হ্য যদি আপনি মনে করেন আজ ট্রেড করলে আমার লচ হতে পারে সে দিন ট্রেড না করাটা ভাল।

uzzal05
2018-06-01, 07:29 AM
বিশেষ যে দিন ফরেক্স নিইজ থাকে সেদিন ট্রেড থেকে বিরত থাকা উচত। আর মার্কেট যেদিন ওপেন হয় সেদিন মার্কেট বেশি মুভ করে না। তবে যে কোন দিন মার্কেট ই পরিবর্তন হতে পারে। সুতরাং কোনদিন বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

edottc
2019-03-27, 10:50 AM
ফরেক্সে ট্রেড করার জন্য সব দিন সমান ।সপ্তাহে দুই ফরেক্স মার্কেট বন্ধ থাকে এই দুদিন বাদে আপনি ফরেক্সে ট্রেড করতে পারেন ।আপনি ফরেক্সে অভিজ্ঞ হলে যে কোন দিন ফরেক্সে ট্রেড করে লাভ করতে পারেন ।আর ট্রেড করার পূর্বে ভাল করে মার্কেট এনালাসিস করতে হবে ।

bdunity
2019-03-27, 12:10 PM
আমার জানামতে সপ্তাহে দুই দিন পরেক্স মার্কেট বন্ধ থাকে । এই দুই *দিন ব্যাতিত মার্কেটের গতিবিধি লক্ষকরে যে কোন দিন ট্রেড করা যায়। তবে সাপ্তহের প্রথম দিন মার্কেটের মুভ তেমন একটা থাকে না তাই সে দিনটা এড়িয়ে চলা ভাল । অন্য যে কোন দিন আপনি ট্রেড করতে পারেন। তবে ট্রেড কর্র আগে অবস্যই আপনাকে মার্কেটের উঠা - নামার খবর রাখতে হবে ।