PDA

View Full Version : মার্জিন কল সম্পর্কে



Shimul77
2016-11-20, 09:39 PM
ফরেক্স ট্রেডিং করার সময় ব্রোকার থেকে একটা নির্দিষ্ট পরিমান লোন নেওয়া যায়, যার ফলে আপনি অল্প মূলধন ব্যবহার করে অনেক বড় ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু অনেক বেশি লোন পাওয়া গেলেও এবং তা দিয়ে অনেক বেশি লাভ করা গেলেও অনেক বেশি লস কিন্তু করা যাবে না আপনি ঠিক আপনার মূলধনের সম পরিমানই লস করতে পারবেন। আপনার লসের পরিমান আপনার মূলধনের সমান হওয়া মাত্রই অথবা ব্রোকারের নির্ধারিত সীমা অতিক্রম করা মাত্রই ব্রোকার আপনার চলমান ট্রেড জোর করে বন্ধ করে দিবে। এটাকেই মার্জিন কল বলে।

nbfx
2016-12-18, 10:48 PM
ফরেক্স মার্কেট অনেক সময় গুরুত্বপূর্ণ নিউজের কারনে অনেক উঠা-নামা করে। সেক্ষেত্রে একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ট্রেডার মার্জিন কল সেটআপ করে রাখলে মুলধন একটি নিদিষ্ট পরিমান লস করার পর সকল ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। আমি মার্জিন কল সেটআপ না করার পক্ষে। মানি মেনেজম্যান্ট মেনে, ছোট লটে ট্রেড ওপেন করলে এবং স্টপলস ব্যবহার করলে মার্জিন কল সেটআপ করার প্রয়োজন নেই।

RUBEL MIAH
2017-03-08, 06:58 PM
ফরেক্স মার্কেটে আপনার লসের পরিমান আপনার মূলধনের সমান হওয়া মাত্রই কিন্তু চলে যাবে । ব্রোকারের নির্ধারিত সীমা অতিক্রম করা মাত্রই ব্রোকার আপনার চলমান ট্রেড জোর করে বন্ধ করে দিবে । এটাকেই মার্জিন কল বলে । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাহ করার চেষ্টা করব ।

RUBEL MIAH
2017-03-08, 07:08 PM
ফরেক্স মার্কেটে আপনার লসের পরিমান আপনার মূলধনের সমান হওয়া মাত্রই কিন্তু চলে যাবে । ব্রোকারের নির্ধারিত সীমা অতিক্রম করা মাত্রই ব্রোকার আপনার চলমান ট্রেড জোর করে বন্ধ করে দিবে । এটাকেই মার্জিন কল বলে । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাহ করার চেষ্টা করব ।

shohanjacksion
2017-03-18, 05:58 PM
ফরেক্স মার্কেট অনেক সময় গুরুত্বপূর্ণ নিউজের কারনে অনেক উঠা-নামা করে। সেক্ষেত্রে একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ট্রেডার মার্জিন কল সেটআপ করে রাখলে মুলধন একটি নিদিষ্ট পরিমান লস করার পর সকল ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। আমি মার্জিন কল সেটআপ না করার পক্ষে। মানি মেনেজম্যান্ট মেনে, ছোট লটে ট্রেড ওপেন করলে এবং স্টপলস ব্যবহার করলে মার্জিন কল সেটআপ করার প্রয়োজন নেই।
একদম ঠিক বলেছেন ভাই। মার্জিন কল ব্যবহার করি সাধারনত সর্বনিন্ম একটি ঝুকি নিয়ে থাকি। নির্দিষ্ট একটি লেবেল পর্যন্ত গেলেই ট্রেডগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যায় যাতে আমারা অন্তত ব্যালেন্সটা জিরো করলাম না। তবে মার্জিন কল ব্যবহারের চেয়ে স্টপলস সঠিকভাবে ব্যবহার করাটাই ভালো।

Mamun13
2017-03-22, 10:22 PM
সবচেয়ে ভালো হবে স্টপ লস অথবা লিভারেজ কমিয়ে 1:50/1:40/1:30 রেখে ট্রেড করলে৷এতে আপনি চাইলেও কোনো বড় ধরনের লটে এন্ট্রী করতে পারবেন না৷ফলে আপনার পুজিঁ একেবারে দ্রুত শুন্য হবেনা৷অল্প লসেই স্বয়ংক্রীয় ভাবেই ট্রেড ক্লোজ হয়ে যাবে৷পুণরায় ট্রেড করার সুযোগ থেকেই যাবে৷তাই মার্জিন কল সেটাপের কোনোই প্রয়োজন নাই৷

H M R Al Amin
2017-03-25, 10:14 AM
আসলে ফরেক্স মার্কেটে মার্জিন কল হচ্ছে আপনার একাউন্ট যখন জিরে হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনাকে ফরেক্স মার্কেট থেকে একটা সিনগাল দিবে ঐ সিনগারটার নাম হচ্ছে মার্জিন কল । আপনি মার্কেটে ট্রেড ধরলেন বাই বা সেলে কিন্তু আপনার একাউন্টে যে পরমান টাকা আছে তা যখন ছাড়িয়ে যাবে তখনি আপনার স্কিনে ভেসে উঠবে মার্জিন কল । তখন আপনাকে বুঝতে হবে আপনার একাউন্ট জিরো হচ্ছে । আমার ধারনা এটা !!!!!!!!!!