Log in

View Full Version : ফরেক্স এ টিকে থাকতে কিছু গোল্ডেন রুলস



Shimul77
2016-11-21, 04:07 PM
আমরা প্রায়শই মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট না বুঝে বাই বা সেল করে বসি। এই যে টারমিনাল এর সামনে বসলে ভুতে ধরে আমাদের ট্রেড দিতে মনে চায়। এই স্বভাব বাদ দিন। মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝার চেষ্টা করুন আপনার স্ট্রেটেজি এর সাথে মিলিয়ে। যেই এন্ট্রি নিলে আপনি মনে করেন যে না এটা ৮০% পসিবল আছে প্রফিট হওয়ার সেই গুলাই নেন, আগাছা এন্ট্রি গুলা নেওয়ার অভ্যাস পরিবর্তন করুন।
সব সময় চিন্তা করবেন আর আপনার Strategy টা এমন করে তৈরি করুন যার সিগন্যাল নুন্যতম ১ঃ১ রেসিও এর।
একটা পেয়ার এ এক ই সময় মারটেনগেল/একের অধিক ট্রেড নেওয়া থেকে সব সময় বিরত থাকুন।
লট সাইজ সব সময় এক রাখুন, বারাবেন না কমাবেন না কোন সময় যদি না বেলেন্স সেই পরিমানে না বারে। আর এই ভুল টা করলে এক ট্রেড এ লাভ করবেন যা আরেক ট্রেড এ তার ৩ গুন লস করবেন অথবা একাউন্ট খালি করে ফেলবেন।
সব সময় SL সহকারে ট্রেড করবেন, মার্কেট এ বড় ধরনের ঝড় হইতেই পারে। আপনাকে আমাকে বলে কোন ঝড় ঝড় ঝড় আসবে না যদি ও নিউজ সাইট আছে আমরা জানি তবু ও কিছু ঝড় না বলে আসে। সেটা আপনারা আগে ও দেখেছেন।
উপরিউক্ত অভ্যাস গুলা আপনার না থাকলে আপনি একটা সেন্ট একাউন্ত করুন করে এক দম কম লট এ ট্রেড করুন। আপনার লক্ষ্য প্রফিট করে সেটা দিয়ে গার্ল ফ্রেন্ড কে গিফট দেওয়া হবে না এই সময় আপনি আপনার নিজে কে তৈরি করবেন। আমার এই কথা টা সুনেন আপনার লাইফ চেঞ্জ ও হয়ে জেতে পারে। ইন সা আল্লাহ।
আপনার এনলাইসিস এর উপর ভরসা রাখুন যদি সেটা ভাল রেজাল্ট দিয়ে থাকে আগে, তাই আর অন্ন কার এনালাইসিস দেখে আপনার সিদ্ধানত পরিবর্তন করবেন না। যে উনি সেল দিল আমি বাই দিলাম আমার বাই টা ক্লজ করে দেই। (মনে রাখবেন মার্কেট এ কেউ ই গুরু না) (যদি ও অভিজ্ঞ জন আছেন)
যেই স্ট্রেটেজি ই বেবহার করুন না কেন সাপোর্ট রেসিস্টেন্স বের করার চেষ্টা করুন লং টাইম ফ্রেম থেকে। যে কোন স্ট্রেটেজি তেই এটা খুব এ গুরুত্তপূর্ণ।
বিশ্বের টপ ১০ সাকসেসফুল ট্রেডার এর জীবনী পরুন। অনেক কিছু জানতে পারবেন। নিজেকে তৈরি করতে পারবেন।

shimul77ss
2016-11-22, 06:09 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিচের নিয়ম ফলও করতে হবে-
১।মানি ম্যনেজম্যান্ট ঠিক রাখতে হবে
২।অতিরিক্ত লোভ করা যাবে না
৩।ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে
৪।মার্কেত এনালাসিস করতে হবে
৫।উল্টাপাল্টা ট্রেড থেকে বিরত হতে হবে।

RUBEL MIAH
2016-11-22, 06:26 PM
ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই আমাকে কিছু নিয়ম মানতে হবে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) লোভ কমাতে হবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) নিউজ দেখতে হবে ।
এগুলো যদি আমরা ভালোভাবে অায়ত্ব করতে পারি তাহলে অবশ্যই অামরা সফলকাম হতে পারব ।

MONIRABEGUM8080
2016-11-22, 06:29 PM
ফরেক্স মার্কেটপ্লেসে ট্রেড করে সফলতা লাভ করতে হলে অবশ্যই কিছু বিষয় মনে রাখা জরুরী যেমন সব সময় মানিম্যানেজমেন্ট,মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে লোভের বশবর্তি হয়ে কখনই ট্রেড করা যাবে না কারন তাতে করে লাভের তুলনায় লসের সম্ভাবনাই বেশি থাকে।

Competitor
2016-12-31, 04:01 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফল হতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধির জন্য জোর দিতে হবে । যে যত ভালো ট্রেডিং করতে পারে সে তত বেশি পরিমাণে ভালোভাবে এগিয়ে যেত পারে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা যদি খুব ভালোভাবে দক্ষতার বিষয়টাকে ফোকাস করি তবে খুব অল্প দিনের মধ্যই আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারব । তবে সে জন্য ধৈর্য্য ধারণ করা একান্ত অপরিহার্য ।

ONLINE IT
2016-12-31, 04:34 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনার সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হল ধৈর্য্য। ধৈর্য্য ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। একটি ট্রেড ওপেন করার পরে লোভ না করে আপনি ধৈর্য্য ধারন করুন। যতক্ষন পর্যন্ত আপনার উক্ত ট্রেডে প্রফিট না আসে নতুন করে আর কোন এন্ট্রি নিবেন না। নিজের ব্যালেন্স এর দিকে লক্ষ রেখে আপনাকে রিক্স নিতে হবে। কখনোই অতিরিক্ত রিক্স নেয়া চলবে না। তাহলেই আপনি টিকে থাকতে পারবেন।

Skfarid
2017-01-02, 02:28 PM
ফরেক্স ট্রেড করার জন্য গোল্ডেন্ট রুল হল মানি ম্যানেজমেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করেন তাহলে আপনার লাভে সম্ভাবনা আছে, লসের সম্ভাবনা কম।

vampire
2017-01-02, 02:41 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য বেশি কিছু করা লাগে না।প্রথম কাজ করতে হবে মানি ম্যানেজম্যান্ট।আপনি যদি সঠিক ভাবে মানি ম্যানেজম্যান্ট না মেনে ট্রেদ করেন তাহলে আপনি সফল হতে পারবেন না।

riponhosen
2017-01-02, 06:58 PM
ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যার শেখার কোনো সেস নাই ।তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে কিছু নিওম আমদের মেনে চলতে হবে
১। লোভ বাদ দিতে হবে
২। মার্কেট এনালাইসিস ভালো করে যেনে ট্রেড ওপেন করতে হবে
৩। মানি ম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা যাবে না
৪। ধৈর্য্য ধরতে হবে অপেক্ষা করতে হবে
৫। হতাশ হওয়া যাবে না অল্প আল্প করে ট্রেড ওপেন করতে হবে ।

Biswo72
2017-01-04, 10:11 PM
সফল হতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে। অনেক কিছু জানতে হবে। অনেক কিছু বুঝতে হবে।শর্টকাট কোন ওয়েতে এখানে সফলতা আসেনা। অনেক ধৈর্য্য এবং সিস্টেম মেনে চললেই সফলতা আসে।

তাই নতুন কেউ ফরেক্স এ আসার আগে মাথায় রাখতে হবে
** এটা খুবই রিস্কি একটি সেক্টর। এখানে বিনা কষ্টে বিনা পরিশ্রমে বিনা অভিজ্ঞতায় আয় করা যায়না।
** কমপক্ষে ৬ মাস শিখতে হবে, ডেমো প্রাকটিস করতে হবে।
** প্রথম রিয়েল ইনভেষ্টটি হবে সর্বোচ্চ ১০ ডলার তাও সেন্ট একাউন্টে ১০০০ সেন্ট।
** মানি ম্যানেজমেন্ট মানতে হবে। এটাই আপনাকে টিকিয়ে রাখবে।
** কাউকে ফান্ড দিয়ে ট্রেড করানো যাবেনা। নিজে পারলে করবেন। নাহলে না।
** যত স্ক্রীণ শট আর প্রফিট দেখাকনা কেন কোন ইন্ডিকেটর, রোবট, স্ট্রাটেজি কেনা যাবেনা। পরের সিস্টেমের দিকে না তাকিয়ে নিজেই সিস্টেম তৈরি করুন। থলেই ফরেক্স এ তিকে থেকে ট্রেড এ সফল হতে পারবেন।

riponinsta
2017-04-06, 11:05 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে হলে আপনাকে কে কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে আপনি যদি এই নিয়ম মেনে ট্রেড করেন তা হলে আপনাকে লস করতে হবে না যেমন আপনি ১, আপনি আপনার পুর ট্রেডিং সিস্টেম বুঝে ট্রেড করলেন ২, আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত সময় দিলেন তা হলে আপনি ফরেক্স মার্কেট অনেক ভাল বুঝতে পারলেন লাভ ও হল বেশি এই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ করতে হয়

uzzal05
2017-05-28, 12:44 PM
ফরেক্স এ টিকে থাকতে হলে যে কোন একটি স্ট্রেটেজি নিয়ে কাজ করতে হবে। বার বার স্ট্রেটিজি পরিবর্তন করা যাবে না। কারন বার বার স্ট্রেটিজি পরিবর্তন করলে মাথা নষ্ট হয়ে যাবে। আর বার বার যদি স্ট্রেটিজি পরবর্তন করেন তাহলে আপনার সময় নষ্ট হবে। কারন একটা স্ট্রেটিজি ভাল করে শিখতে অনেক সময়ের ব্যাপার। এবং লাইভ ট্রেড কাজে লাগানো বড় সময় দরকার।

Mamun13
2017-12-08, 11:14 PM
ফরেক্স মার্কেটে গোল্ডেন রুলস অনেক কিছুই আছে যেমন-#লিভারেজ খুব কম নিতে হবে,#ওভার ট্রেড করা উচিৎ নয়#ছোট লটে ট্রেড করতে হবে#রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে ট্রেড করতে হবে#স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে ব্যাবহার করা উচিৎ#মেজর কারেন্সী পেয়ারে ট্রেড করা উচিৎ#হাইয়ার টাইমফ্রেমে লংটার্ম ট্রেড করা উত্তম#ইনডিকেটরের উপর নির্ভরশীল না হওয়া...ইত্যাদি৷

01797733223
2017-12-09, 12:24 PM
ফরেক্সে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই অনেকগুলো রুলস যেগুলো আসলেই গোল্ডেন সেগুলো আমাদের সকলকেই অনেক বেশি যত্নসহকারে গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে । যেমন : কোন ট্রেড নেওয়ার আগেই ভালভাবে যাচাই বাছাই করে মার্কেট এনালাইসিসের মাধ্যমে ট্রেড করতে হবে, মাত্রাতিরিক্ত লোভ পরিহার করতে হবে, ধৈর্য নিয়ে নিউজ ফলো করে সঠিক পরিকল্পনার মাধ্যমে লাভের চিন্তা করতে হবে এবং নিজের কনফিডেন্সকে মানে আত্মবিস্বাসকে আরও সুদৃঢ় করতে হবে । কারন এগুলোই হল ফরেক্সে টিকে থাকার একমাত্র গোল্ডেন রুলস ।

expkhaled
2017-12-09, 12:54 PM
ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের কিছু বিষয় এর উপর ভালভাবে নজর দিতে হবে। যেমন অন্তত ১ বছর ডেমো ট্রেড রতে হবে এবং সাথে সাথে ট্রেডিং এর কিছু নিয়ম কানুন শিখতে হবে। ভাল একটি স্ট্রেটেজি দিয়ে ট্রেড করার চেষ্টা করতে হবে। ধৈর্য্য ধারন করতে হবে যে কোন কাজে ধৈ্র্য্্য ভাল ফল দেয়। ছোট একাউন্ট করে ছোট ছোট ট্রেড নিতে হবে। ট্রেডিং এর কলাকোৗশল গলোকে আাপনার ভালভাবে আত্বস্ত করতে হবে।

Starship
2021-03-13, 09:45 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ফরেক্স এর গুরুত্বপূর্ণ কৌশল গুলো অবলম্বন করতে হবে। ফরেক্স মার্কেটে টিকে থাকা উঠা এত সহজ নয় টিকে থাকতে হলে লোভকে পরিহার করতে হবে। তাছাড়া লস হলে ফরেক্স এর লোভ করা যাবে না। পরিশ্রম এনালাইসিস ধৈর্য ও দক্ষতার মাধ্যমে ফরেক্স মার্কেট ধরে রাখতে হবে। ট্রেড দেওয়ার সময় মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড দিতে হবে। বেশি রিস্ক নিয়ে ট্রেড দেওয়া ঠিক নয় এমনকি কম লট নিয়ে ট্রেড করলে টিকে থাকাটাই অনেকটাই সম্ভব। তাছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য অবশ্যই ফরেক্সের সকল নিয়মাবলীগুলো সঠিকভাবে অনুসরণ করা খুবই জরুরী। তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে এমনকি একজন সফল ট্রেডার হিসেবে বিবেচিত হবো।

EmonFX
2021-03-13, 10:38 PM
ফরেক্স মার্কেটে শুরুতে আয় করার চিন্তা না করে বরং টিকে থাকার জন্য চেষ্টা করা উচিত। আপনি মার্কেটে টিকে যেতে পারলে পরবর্তীতে অবশ্যই আয় করতে পারবেন। ফরেক্স মার্কেটে এসেই আয় করার চিন্তা করলে ভুল হবে। শুরুতেই আয় করার থেকে বেশি গুরুত্ব দিতে হবে ফরেক্স দক্ষতা অর্জন করে মার্কেটে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করর প্রতি। আপনি যদি মার্কেটে টিকে থাকার লড়াইয়ে জিততে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আয় নিয়ে টেনশন না করলেও চলবে, একসময় আপনি যথেষ্ট পরিমাণ আয় করতে পারবেন। শুরুর দিকে খুব অল্প অল্প পরিমাণ আয় করার চিন্তা করতে হবে। শুরু থেকে আপনি যদি দৈনিক ৫ ডলার আয় করতে পারেন তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। বেশি আয় করার মানসিকতা নিয়ে ট্রেড করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাতে করে লস করে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।
আপনি যদি কম রিস্ক নিয়ে ছোট লটে ট্রেড করেন তাহলে কম প্রফিট হলেও ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা খুব কম। মূলধন রক্ষা করে ট্রেড করলে ভবিষ্যতে ট্রেড করার এবং প্রফিট করার অনেক সুযোগ হাতে থাকবে। তাই বলব শুরুতে আয় করার থেকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করার প্রতি বেশি গুরুত্ব আরোপ করুন।

KAZIMAJHARULISLAM
2021-03-15, 09:25 AM
আমরা সকলেই ফরেক্স মার্কেটে উপার্জন করতে এসেছি। তাই আমাদের এইখানে স্মার্ট উপায়ে পরিশ্রম করতে হবে। কেননা আমরা গাঁধার মতো নয়, বরং সিংহের মতো পরিশ্রম করবো। তাই অল্প পরিশ্রমে আমাদের বেশি উপার্জন করতে,নিম্নের বিষয় গুলো খেয়াল রাখতে হবে।
১) রিয়েল ট্রেডিং শুরুর পূর্বে পর্যাপ্ত পরিমাণ ডেমো ট্রেডিং করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে।
২) রিয়েল ট্রেডে এন্ট্রি নেওয়ার পূর্বে, ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।
৩)লোভ ও আবেগ নিয়ন্ত্রনে রাখা।
৪) ধৈর্য ধারণ করা।
৫) নিয়মিত ফোরাম ফলো করা।
৬) নিউজ সম্পর্কে আপডেট থাকা।
৭) সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা।
৮) সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা।
৯) মার্কেট ট্রেন্ড সম্পর্কে ধারণা রাখা।
১০) অভিজ্ঞতা বাড়াতে, রিয়েল এর পাশাপাশি ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া।

Smd
2021-05-23, 04:42 PM
আমাদের অনেক বেশি পরিমাণে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধির জন্য জোর দিতে হবে । যে যত ভালো ট্রেডিং করতে পারে সে তত বেশি পরিমাণে ভালোভাবে এগিয়ে যেত পারে । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা যদি খুব ভালোভাবে দক্ষতার বিষয়টাকে ফোকাস করি তবে খুব অল্প দিনের মধ্যই আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারব ।আপনি যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করবেন।

samun
2021-05-24, 11:58 AM
নতুন ট্রেডার হিসেবে হয়তো আমি কিছু বলতে পারব না তারপরও আমার জানা মতে আমার বুঝায় যতটুকু আমি মনে করি সেটি আমি শেয়ার করার চেষ্টা করছি ভুল হলে ক্ষমা করবেন ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন এর পাশাপাশি মার্কেট সম্পর্কিত সকল তথ্য না জানলেই নয় সেগুলো অর্জন করাটা অনেক গুরুত্বপূর্ণ যেমন মানি ম্যানেজমেন্ট এর প্রতি লক্ষ্য রাখা এনটিনিয়ার পূর্বে মার্কেট ভালোভাবে এনালাইসিস করা প্রতিটি কারেন্সি অপর জিনিস গুলো প্রকাশিত হয় অবশ্যই সেই নিউজ গুলো ফলো করা এবং সে অনুযায়ী ট্রেড করা অল্প লটে লং টাইম ফ্রেম এডিট করতে হবে লোভ থেকে দূরে থাকতে হবে তবেই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব

Mas26
2021-05-24, 12:35 PM
foerx market অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে লোভের বশবর্তি হয়ে কখনই ট্রেড করা যাবে না কারন তাতে করে লাভের তুলনায় লসের সম্ভাবনাই বেশি থাকে।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে নিচের নিয়ম ফলও করতে হবে-
১।মানি ম্যনেজম্যান্ট ঠিক রাখতে হবে
২।অতিরিক্ত লোভ করা যাবে না
৩।ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে
৪।মার্কেত এনালাসিস করতে হবে
৫।উল্টাপাল্টা ট্রেড থেকে বিরত হতে হবে।
৬।ধৈর্য্য ধরতে হবে অপেক্ষা করতে হবে
৭। হতাশ হওয়া যাবে না অল্প আল্প করে ট্রেড ওপেন করতে হবে।

FRK75
2021-09-03, 12:20 PM
১।মানি ম্যনেজম্যান্ট ঠিক রাখতে হবে
২।অতিরিক্ত লোভ করা যাবে না
৩।ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে
৪।মার্কেত এনালাসিস করতে হবে
৫।উল্টাপাল্টা ট্রেড থেকে বিরত হতে হবে।

sss21
2021-10-29, 02:32 PM
ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যার শেখার কোনো সেস নাই ।তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে কিছু নিওম আমদের মেনে চলতে হবে
১। লোভ বাদ দিতে হবে
২। মার্কেট এনালাইসিস ভালো করে যেনে ট্রেড ওপেন করতে হবে
৩। মানি ম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা যাবে না
৪। ধৈর্য্য ধরতে হবে অপেক্ষা করতে হবে
৫। হতাশ হওয়া যাবে না অল্প আল্প করে ট্রেড ওপেন করতে হবে ।

Smd
2022-01-26, 07:17 PM
ধৈর্য্য ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। একটি ট্রেড ওপেন করার পরে লোভ না করে আপনি ধৈর্য্য ধারন করুন। যতক্ষন পর্যন্ত আপনার উক্ত ট্রেডে প্রফিট না আসে নতুন করে আর কোন এন্ট্রি নিবেন না। নিজের ব্যালেন্স এর দিকে লক্ষ রেখে আপনাকে রিক্স নিতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করেন তাহলে যে কোন সময় আপনার ব্যালেন্স ০০ হয়ে যাবার সম্ভাবনা বেশি। আর যদি আপনি আপনার ব্যালেন্স অনুপাতে ট্রেড করেন।

IFXmehedi
2022-01-27, 09:47 AM
ফরেক্স মার্কেটপ্লেসে ট্রেড করে সফলতা লাভ করতে হলে অবশ্যই কিছু বিষয় মনে রাখা জরুরী যেমন সব সময় মানিম্যানেজমেন্ট, ার্কেট অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করার চেষ্টা করতে হবে লোভের বশবর্তি হয়ে কখনই ট্রেড করা যাবে না কারন তাতে করে লাভের তুলনায় লসের সম্ভাবনাই বেশি থাকে।

ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য অনেকগুলো গোল্ডেন রুলস রয়েছে এর মধ্যে অন্যতম বা সবার উপরে যেটাই স্থান পায় বলে আমি মনে করি সেটা হল ধৈর্য । একমাত্র এর মাধ্যমে ফরেক্স মার্কেটে দিনের পর দিন টিকে থাকতে পারা যায় । এছাড়া
১. ফোরাম পোস্টিং সঠিকভাবে করা যার মাধ্যমে বোনাস পাওয়া যায় এবং যা দিয়ে খুব সহজে রিয়েল ট্রেড করে অর্থ উপার্জন করা যায় ।
২. ডেমো অ্যাকাউন্ট এ প্রচুর পরিমাণে অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করা ।
৩. বিভিন্ন ধরনের এনালাইসিস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করা।
৪. ইমোশন কে কন্ট্রোল করতে পারা ।
৫. মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
৬. ওভার কনফিডেন্স বিষয়টিকে পরিহার করে চলা ।
৭. লোভের বশবর্তী হয়ে ওভার ট্রেডিং থেকে বিরত থাকা ।
৮. এছাড়াও প্রতিনিয়ত ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করা ও ধৈর্য ধারণ করা ।