PDA

View Full Version : একটা আইপি থেকে কয়টা একাউন্ট ওপেন করা যাবে?



eshahid
2016-11-25, 05:45 PM
ফোরাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
আমরা দুই ভাই এক সাথেই থাকি। আমাদের কম্পিউটা মাত্র একটা তাই ইচ্ছা থাকা সত্যেও ফোরামে আমার ভাই এর জন্য অন্য একটি একাউন্ট খুলতে পারছি না এই ভয়ে যে যদি ফোরাম আমার একাউন্ট টি বন্ধ করে দেয়। আমার আসলে জানা নাই যে একটা কম্পিউটার এ কয়টা একাউন্ট থেকে কাজ করা যায়। আমরা দুই ভাই একটা কম্পিউটার এ দুইটা একাউন্ট থেকে কাজ করতে পারবো কিনা। যদি না যায় তাহলে অনুমতি দেয়া যাবে কি না?

RUBEL MIAH
2016-12-29, 07:20 AM
আমরা একটা আইপি থেকে একটা এ্যাকাউন্টটি ওপেন করব । যে ট্রেডার ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট করার সময় স্বচ্ছতা অবলম্বন করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা ধৈর্য্যের সাথে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর একটি কথা হল ধৈর্য্য ছাড়া ফরেক্স মার্কেটে সফলতার আর কোন মাধ্যম নেই ।

FxShuvo
2016-12-29, 09:52 AM
ফোরাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
আমরা দুই ভাই এক সাথেই থাকি। আমাদের কম্পিউটা মাত্র একটা তাই ইচ্ছা থাকা সত্যেও ফোরামে আমার ভাই এর জন্য অন্য একটি একাউন্ট খুলতে পারছি না এই ভয়ে যে যদি ফোরাম আমার একাউন্ট টি বন্ধ করে দেয়। আমার আসলে জানা নাই যে একটা কম্পিউটার এ কয়টা একাউন্ট থেকে কাজ করা যায়। আমরা দুই ভাই একটা কম্পিউটার এ দুইটা একাউন্ট থেকে কাজ করতে পারবো কিনা। যদি না যায় তাহলে অনুমতি দেয়া যাবে কি না?

ফোরামে একটি IP থেকে একাধিক খুললে অ্যাকাউন্ট Ban করা হবে। তবে আপনার বিষয়টি বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনার তথ্য যাচাইয়ের জন্য কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। তথ্য যাচাইয়ের জন্য আপনাদের ভোটার আইডি কার্ডদের উভয় অংশ স্ক্যান কপিসহ আই ডি কার্ড হাতে ধরে মুখের কাছে রেখে ( উদাহরন এই লিঙ্কঃ Support.instaforex.com/en/types_of_client_authentication ) তুলে ছবি তুলে এই support@support@forex-bangla.com ইমেইলে সেন্ড করুন। সেই সাথে আপনার সমস্যার সম্পূর্ণ বিবরন দিয়ে হবে।
ধন্যবাদ

maziz6989
2016-12-29, 10:14 AM
আমার জানামতে একটা আইপি থেকে একটা একাউন্ট ই করা যায় কিন্তু যদি কেউ বেশি করে তবে তার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আমার মনে হয় প্রফিটের জন্য শ খানেক একাউন্ট এর দরকার আছে বলে মনে হয় না। ট্রেড করতে শিখলে এক একাউন্টই যথেষ্ট।

Rahamat123
2016-12-29, 10:47 AM
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন তাই আমি আপনাকে বলতে পারছি না তবে আমার মনে হয় একটা আই পি থেকে একটা একাউন্ট খুলা ভাল আপনার রিক্সি কম থাকে |

Nodi roy
2016-12-29, 05:09 PM
একটা আইপি থেকে একটা একাউন্ট করা ভাল। সব সময় লিগাল ভাবে ফরেক্স এ কাজ করা ভাল। মুল কথা হল আমাদের ভাল করে কাজ শিখতে হবে ভাল করে কাজ শিখলে আমরা একটা একাউন্ট দিয়ে আনেক কিছু করতে পারব আর ভাল করে কাজ না শিখলে আমরা ১০ টা একাউন্ট দিয়ে ও কিছু করতে পারব না। আর এটা প্রমানিত কথা।

ONLINE IT
2016-12-29, 05:20 PM
[QUOTE=eshahid;226596]ফোরাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
আমরা দুই ভাই এক সাথেই থাকি। আমাদের কম্পিউটা মাত্র একটা তাই ইচ্ছা থাকা সত্যেও ফোরামে আমার ভাই এর জন্য অন্য একটি একাউন্ট খুলতে পারছি না এই ভয়ে যে যদি ফোরাম আমার একাউন্ট টি বন্ধ করে দেয়। আমার আসলে জানা নাই যে একটা কম্পিউটার এ কয়টা একাউন্ট থেকে কাজ করা যায়। আমরা দুই ভাই একটা কম্পিউটার এ দুইটা একাউন্ট থেকে কাজ করতে পারবো কিনা। যদি না যায় তাহলে অনুমতি দেয়া যাবে কি না?[/QUOTE

আপনি একটি কম্পিউটার হতে একের অধিক এ্যাকাউন্ট করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার দুটি এ্যাকাউন্টই ব্লক করে দিবে ফোরাম কতৃপক্ষ। তাই আপনি একটি কম্পিউটার হতে একটি এ্যাকাউন্টেই কাজ করতে পারবেন। আর আপনি অনুমতির কথা বলছেন। আমার জানা মতে এ রকম কোন অনুমোতি ফোরাম কর্তপক্ষ কাউকে দেয়নি আর কখনোই দিবে না।

uzzal05
2017-06-20, 08:38 PM
এই ব্যাপারে সঠিক উত্তর পাওয়ার জন্য আপনাকে লাইভ সাপোর্ট এ কথা বলা উচিত। কারন তারা আপনাকে সঠিক কথা বলতে পারবে। আর একই আইপিতে দুইটা একাউন্টয় বোধয় করা যাবে না। এতে ফোরাম ফরেক্স এর নিয়ম বিরুদ্ধে হতে পারে যার ফলে আপনার একাউন্টি ব্লক হতে পারে।

Competitor
2017-06-21, 08:59 PM
আমার জানা মতে একটা একাউন্ট থেকে একটাই ফোরাম একাউন্ট খোলা যায় । আমি নিজেও সেটা ফোরামের আইপি সম্পর্কে আলোচনায় দেখেছি । আর আপনি যদি একটি আইপি থেকে একাধিক একাউন্ট খোলেন তবে সেখানে আপনাকে ব্যান করা হবে । এতে করে আপনি সফর হতে পারবেন না । ফরেক্সে সফল তারাই হতে পারে যারা কিনা অনেক বেশি পরিমাণে নিজের দক্ষতাকে ঝালাই করতে পারে ।

souravkumarhazra6763
2018-06-27, 04:18 PM
আপনি একটি মাত্র একাউন্ট খুলতে পারবেন,একটি কম্পিউটার দিয়ে,আপননি যদি একি আই.পি দিয়ে একাধিক ফোরাম একাউন্ট ওপেন করেন তাহলে আপনার সব ফোরাম একাউন্ট ব্যান্ড হয়ে যাবে,তাই জালিয়াতি না করে একটি একাউন্ট খুলবেন অন্যথায় বিপদ এর মুখে পরবেন।

rafiuqlislam
2018-06-27, 04:53 PM
ফরেক্স ট্রেড এর ম্যানুয়াল অনুযায়ী একটা আইপি থেকে দুইটা এ্যাকাউন্ট গ্রহনযোগ্য নয়।এমনটা করলে নিঃসন্দেহে আপনার এ্যাকাউন্ট ব্লক করে দিবে। তখন আপনি আর আপনার পিসি থেকে ফরেক্স ট্রেডে কোন কাজই করতে পারবেন না।

alamsat
2018-07-03, 06:49 PM
ফোরামের একাউন্ট খোলার ক্ষেত্রে একটি আইপি থেকে একটি একাউন্ট খুলতে পারবেন। তার জন্য আপনি একটি কম্পিউটার থেকে একটি আইডি ব্যাতিত আর একটি আইডি খুললে আপনার একাউন্ট বন্ধ করে দেওয়া হইবে। ভাই এখন মোবাইল এর যুগে এমন প্রশ্ন না করে আপনার এ্যানড্রুয়েড ফোন দিয়ে একাউন্ট খুলে ফোরামে সদস্য হতে পারেন। আমি তো আমার একাউন্টটি মোবাইল এবং কম্পিউটার দুটো দিয়েই চালিয়ে থাকি। তাই মোবাইল দিয়ে আর একটি এ্যাকাউন্ট খুললে আপনার সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি।

rafiuqlislam
2018-07-03, 07:33 PM
ভাই ফরেক্সের কিছু নীতিমালা আছে।যেগুলো আপনি আমি কারও পক্ষে লঙ্ঘন করে ফরেক্সে থাকা অসম্ভব।একটা আইপি থেকে দুইটি এ্যাকাইন্ট খোলা ফরেক্স আইন লঙ্ঘনের সামিল।আপনি একটা আইপি থেকে দুইটি এ্যাকাউন্ট খুললে আপনার এ্যাকাউন্ট ব্যান্ড হতে এক সেকেন্ড ও লাগবে না।

SHARIFfx
2018-07-17, 11:24 AM
আপনি ইচ্ছা করলে একটা আই পি থেকে অনেক গুলো অ্যাকাউন্ট খুলতে পারেন তবে লাভ নাই। কারন একটি আই পি থেকে একটা অ্যাকাউন্ট গ্রহন যোগ্য। আপনি লোভে পরে বেশি অ্যাকাউন্ট ওপেন করলে পরে আপনার রিয়েল অ্যাকাউন্ট এর আয় থেকে বঞ্চিত হবেন। তাই ১ টি আইপি থেকে ১ টি উত্তম। বেশি ওপেন করলে আপনাকে প্রতারনার দায়ে ডিজিবল করে দিবে।

Rokibul7
2019-08-07, 03:48 PM
ভাই সবাই, আমার দুইটা মোবাইল।একটা j2 আকেরটা symphony।আমি j2 দিয়ে ফোরামে একাউন্ট খুলছিলাম এবং সেই একাউন্ট দুই ফোনেই ব্যাবহার করছি।এখন ফোরাফ কি আমার একাউন্টের কোন ঝামেলা করবে??আর আমি কি আমার অন্য মোবাইলsaympgony দিয়ে আর একটা একাউন্ট খুলতে পারবো????কেও জানাবেন plz

habibi
2019-08-09, 01:08 PM
ফোরামের রুল অনুযায়ী আমারা একটির বেশী অ্যাকাউন্ট খুলতে পারবনা। একই IP থেকে যদি একাধিক অ্যাকাউন্ট খোলা হয় তাহলে অ্যাকাউন্ট গুলো Ban হয়ে করে দেয়। আর কেন আমারদের একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন হবে? কেউ মনে করে একাধিক অ্যাকাউন্ট খুলে ডাবল বোনাস দিবে তাহলে তো এটি কোন সৎ উদ্দেশ্য হল না। আমরা যতই চুরিধারি করে একাধিক অ্যাকাউন্ট খুলি না কেন বা রুল ভেঙ্গে বেশী বেশী বোনাস নেয়ার চেষ্টা করি না কেন, এক দিন না একদিন ধরা পড়তে হবেই। এখন ধরুন কেউ একাধিক ফোরাম অ্যাকাউন্ট খুলে টানা একমাস পোস্ট করে দুটি অ্যাকাউন্টতে ১০০ ডলার করে বোনাস নিয়েছেন। এখন যদি সে ধরা পরে তাহলে তার দুটি অ্যাকাউন্টটিই ব্লক গেল তার একমাসের প্ররিশ্রম ২০০ ডলার শেষ। ফোরামের এই ধরনের সসদ্যদের কারনে ফোরাম রুল দিন দিন কঠিন হচ্ছে। তাই আপসোস না করে ফোরামের রুল পোস্টিং করুন।

abilkis7
2019-11-12, 09:14 PM
আমি যতটুকু জানি এক আইপি থেকে একটা এ্যাকাউন্টই ওপেন করা যাবে । যে ট্রেডার ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট করার সময় স্বচ্ছতা অবলম্বন করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা ধৈর্য্যের সাথে ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা সফল হব । তাই আমরা ধৈর্য্য ছাড়া ফরেক্স মার্কেটে সফলতার আর কোন মাধ্যম নেই ।

MINARULRFL100
2019-12-22, 04:05 PM
ফরেক্স ফরাম এর অনেক গুলো রুলস আছে তার ভিতর একটা হলো একটা আইপি ব্যাবহার করে যাবে শুধুমাত্র একটা একাউন্ট এর ক্ষেত্রে।তাই যদি কেউ একটা আইপি দিয়ে একাধিক একাউন্ট অপেন করে তাহলে তাদের একাউন্ট ব্লক করে দিতে পারে।তাই একটার বেশি আইপি ব্যাবহার না করে কাজ করবো।তবে আমার থেকে আর ভাল ধারনা পাবেন লাইভ সাপোর্ট এ তাদের সাথে কথা বললে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন।তাই আপনি লাইভ সাপোর্ট এ কথা বলুন।

fxarif
2020-02-11, 10:52 PM
এক আইপি একটি একাউন্টে করা যায় বলে আমার জানা আছে।

Mas26
2020-02-13, 07:23 PM
আপনি একটি মাত্র একাউন্ট খুলতে পারবেন,একটি কম্পিউটার দিয়ে,আপননি যদি একি আই.পি দিয়ে একাধিক ফোরাম একাউন্ট ওপেন করেন তাহলে আপনার সব ফোরাম একাউন্ট ব্যান্ড হয়ে যাবে,তাই জালিয়াতি না করে একটি একাউন্ট খুলবেন অন্যথায় বিপদ এর মুখে পরবেন।

Md.Nasim Uddin
2020-03-17, 10:18 PM
একটা আইপি দিয়ে একটা একাউন্ট খোলা যাবে। যদি কেউ একটা আইডি দিয়ে দুইটা তিনটা একাউন্ট খোলার চেষ্টা করে তাহলে প্রথম একাউন্ট বন্ধ হয়ে যাবে। তাই প্রতিটা ট্রেডারকে অল্পতে খুশি থেকে ধৈর্যসহকারে একটা একাউন্টে ট্রেড করলে অবশ্যই লাভবান হবেন। ফরেক্স মার্কেট থেকে লাভ করতে হলে অবশ্যই আপনাকে ফরেক্সে রুল মেনে চলতে হবে।,,,,,ধন্যবাদ।

mdmoshin1988
2020-04-06, 08:35 PM
এই ব্যাপারে সঠিক উত্তর পাওয়ার জন্য আপনাকে লাইভ সাপোর্ট এ কথা বলা উচিত। কারন তারা আপনাকে সঠিক কথা বলতে পারবে। আর একই আইপিতে দুইটা একাউন্টয় বোধয় করা যাবে না। এতে ফোরাম ফরেক্স এর নিয়ম বিরুদ্ধে হতে পারে যার ফলে আপনার একাউন্টি ব্লক হতে পারে।আপনি একটি মাত্র একাউন্ট খুলতে পারবেন,একটি কম্পিউটার দিয়ে,আপননি যদি একি আই.পি দিয়ে একাধিক ফোরাম একাউন্ট ওপেন করেন তাহলে আপনার সব ফোরাম একাউন্ট ব্যান্ড হয়ে যাবে,তাই জালিয়াতি না করে একটি একাউন্ট খুলবেন অন্যথায় বিপদ এর মুখে পরবেন।

Hridoy6763
2020-04-12, 09:24 AM
একটা আইপি দিয়ে আপনি একটা একাউন্ট খুলতে পারবেন,আপনার কম্পিউটার একটা টাই একটা একাউন্ট দিয়ে কাজ করা ভালো,যদি আপনি আরেক টি একাউন্ট খুলেন আপনার সব একাউন্ট ব্লক করে দিতে পারে,দরকার হলে আপনার ভাই কে অন্য একটা মোবাইল ডিভাইস এ আলাদা আইপি দিয়ে একটা ফোরাম একাউন্ট খুলে দেন।

Pavel66
2020-07-17, 10:21 PM
ফরেক্স ট্রেড এর ম্যানুয়াল অনুযায়ী একটা আইপি থেকে দুইটা এ্যাকাউন্ট গ্রহনযোগ্য নয়।এমনটা করলে নিঃসন্দেহে আপনার এ্যাকাউন্ট ব্লক করে দিবে। তখন আপনি আর আপনার পিসি থেকে ফরেক্স ট্রেডে কোন কাজই করতে পারবেন না।

rumee
2020-11-09, 08:23 PM
একটা আইপি থেকে একাধিক একাউন্ট এই বিষয়টা মানে হলো আপনি অতিরিক্ত লাভের আশা করেন। কিন্তু সবাই যে অসুদুপায় অবলম্বন করতে চায় তা নয়। অনেকে আছেন বিভিন্ন কারন বসত এক আইপি ব্যবহার করতে চান যেমন দেখা যাচ্ছে আপনারা স্বামী-স্ত্রী বা একই পরিবারের সদস্য সেক্ষেত্রে অবশ্যই বিষয় টি বিবেচনা করা হবে। আর সেজন্য আপনাকে ফরেক্স অথরিটির সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার সমস্যা উল্লেখ করতে হবে। আশা করা যায় আপনি ভাল একটি সমাধান পাবেন।