PDA

View Full Version : ফরেক্সের ভবিষ্যত কি?



Pages : 1 [2]

Mas26
2022-06-25, 11:10 PM
ফরেক্স এর ভবিষ্যত আমি বলোব যে ফরেক্স এক সময় আমাদেরন বাংলাদেশের বেকারত্ব দূর করবে । আর ফরেক্স এর জন্য আমাদের বেকারত্ব দূর করার পাশে পাশে আমাদেন অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে বলে আমি মনে করি। কারন আমাদেন দেশের সমস্র গুরো এটাই আর এই সমস্য থেকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের সমাজেন অনেক উন্নতি হবে বলে আমি মনে করি আর ফরেক্স আমাদের এই সমস্য দূর করতে পারে এই পৃথিবীতে ফোরেক্স মার্কেটের ভবিষ্যত অনেক উজ্জ্বল এটি দিনে দিনে শুধু সম্প্রসারিতই হচ্ছে পৃথিবীর সব দেশেই এখন আন্তর্জাতিক মুদ্রা বাজার বা ফোরেক্স মার্কেট চালু রয়েছে এবং এখানে ট্রেড করে মানুয় কোটি কোটি টাকা কামাচ্ছে যা কিনা একটি দেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখছ্। এই মার্কেটের কোন সমাপ্তি বরে কিছু নেই কারন এটি সমগ্র বিশ্বের অথনৈতিক অবস্থার সাথে মিশে আছে। তাই বলা চলে এটি আরো উজ্জ্বল হবে।

FRK75
2023-05-07, 03:29 PM
ভবিষ্যত আমি বলোব যে ফরেক্স এক সময় আমাদেরন বাংলাদেশের বেকারত্ব দূর করবে । ফরেক্স এর উপর এখন পুরো বিশ্বের অনেক মানুষ নির্ভরশীল। রেক্স মার্কেটের আকার অনেক বড় একানে কারও হাত নেই যে আপনাকে লস করাবে। বেকারত্বের হার দিনে দিনে বেড়েই চলেসে তাই মানুষ হয়ত ভবিস্যতে কোনো একদিন চাকুরীর পেসনে না সুটে ফরেক্স কেই নিজের জব বানিয়ে নিবে।ফরেক্সে কাজ করার মাধ্যমে অবশ্যই নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায়। ফরেক্স একটি উজ্জ্বল ভবিষ্যতের একটি নক্ষত্রের। ফরেক্সে কাজ করে অনেক মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে তুলেছে। অনেকে আবার তার সংসার খুব সুন্দর করে চালিয়ে জাচ্ছে। তাই ফরেক্সের ভবিষ্যৎ অবশ্যই অনেক ভালো।ফরেক্স এ অনেক ভবিসদ আসে।কারন এটি করে মানুস অনেক কিছু করতে পেরেছে জিবনে জা চাকরি করে ও করতে পারে নাই।

Ronaldray
2023-05-22, 05:02 PM
ফরেক্স ট্রেডিং এর ভবিষ্যত তার বড় এবং তরল প্রকৃতির কারণে আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, বর্ধিত অ্যাক্সেসযোগ্যতা এবং নিয়ন্ত্রক উন্নতিগুলি এর বৃদ্ধিতে অবদান রাখে। এআই এবং ব্লকচেইনের মতো উদীয়মান প্রযুক্তি শিল্পকে রূপ দিচ্ছে। বিশ্বব্যাপী প্রবণতা সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেক্স ট্রেডিং গতিশীল থাকতে পারে, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য সুযোগ প্রদান করে।