PDA

View Full Version : উত্তোলন নিয়ে সমস্যা



Shimul77
2016-11-30, 01:21 AM
একটা বিষয় জানার খুব ইচ্ছা।আমি গত মাসে ৮৯ ডলার লস করেছি।আর এই মাসে আমি যদি বাংলা ফোরামে বোনাস নিয় ৮৮ ডলার তাহলে যখন ট্রেড করব আগের মাসের লস ৮৯ ডলার কভার করে কি আমি যা লাভ করব তাই আমিপাব নাকি আমি এই মাসে ৮৮ ডলার নিয়ে ট্রেড করেছি এর থেকে যা লাভ করব তাই তুলতে পারব।

MONIRABEGUM8080
2016-11-30, 03:15 AM
আপনি যদি আগের মাসেও এই ফোরামে কাজ করে থাকেন এবং সেটি যদি একই ফোরাম অ্যাকাউন্ট হয়ে থাকে তা হলে আপনাকে অবশ্যই পূর্বের মাসের বোনাস থেকে যেটি লস করেছেন ট্রেড করতে গিয়ে সেটি এই মাসের বোনাস দিয়ে ট্রেড করে প্রথমে অর্জন করতে হবে এর পর সেটি পূরন করার পর যে প্রফিট করবেন তা আপনি অবশ্যই উঠাতে পারবেন।তবে অবশ্যই আপনাকে প্রথমে লসের অংশ পূরন করতে হবে।

RUBEL MIAH
2016-11-30, 07:44 AM
আপনি যদি ফরেক্স ব্যবসা করে ডলার উত্তোলন করতে চান তাহলে অবশ্যই কিছু না কিছু নিয়ম মেনে চলতে হবে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) পূর্বের লস সংশোধন করতে হবে ।
(২) এ্যাকাউন্টের লাভ লসের হিসাব রাখতে হবে ।
(৩) ধৈর্য্য ধারণ করতে হবে ।

FxShuvo
2016-11-30, 10:37 AM
একটা বিষয় জানার খুব ইচ্ছা।আমি গত মাসে ৮৯ ডলার লস করেছি।আর এই মাসে আমি যদি বাংলা ফোরামে বোনাস নিয় ৮৮ ডলার তাহলে যখন ট্রেড করব আগের মাসের লস ৮৯ ডলার কভার করে কি আমি যা লাভ করব তাই আমিপাব নাকি আমি এই মাসে ৮৮ ডলার নিয়ে ট্রেড করেছি এর থেকে যা লাভ করব তাই তুলতে পারব।

বিষয়টা একটু ভিন্ন। আমি ধরে নিলাম আপনি stop-out এ পড়েনি তাহলে দেখুন কি হয়। মনে করুন আপনি গত মাসে ১২০ ডলার ফোরাম বোনাস পেয়েছেন। তার মধ্যে লস করেছেন ৮৮ ডলার। তাহলে বাকি থাকে (১২০-৮৮)= ৩২। আবার এমাসে আপনি নতুন করে বোনাস পেলেন ৬০ ডলার। তাহলে আপনার বর্তমান মোট ব্যলান্স হবে(৩২+৬০)= ৯২ ডলার। এখন আপনি যদি প্রফিট উত্তোলন করেতে চান তাহলে আপনাকে মোট প্রাপ্ত বোনাস (১২০+৬০)= ১৮০ এর উপর যত প্রফিট করবেন তা উত্তোলন করতে পারবেন।
ধন্যবাদ

erafiqul
2016-11-30, 12:33 PM
ব্যপারটা নতুনদের জন্য খুব কষ্টকর। কারন নতুনরা তো প্রথমে সাধারনত লস করবেই পরের মাসে যদি সে লস বোনাসের ব্যলেন্স দিয়ে ফিলাপ করতে হয় তাহলে তো নতুনরা প্রফিট এর মুখ দেখতেই পাবে না। পেলেও কঠর পরিশ্রম করে পরের মাসের লস রিকভারি করার জন্য ফোরামের লিখালিখির পরিমান বাড়িয়ে দিতে হবে।

juwel islam
2016-11-30, 12:56 PM
বরতমানে বিষয়টা আমার জানা নাই । তবে আমি জানতাম আপনি যে মাসে লস করবেন সে মাসের লস আগে রিকভার করা লাগবে তারপর আপনি লাভ করে সেটা উত্তোলন করতে পারবেন ।এই মাসের লস পরের মাসে রিকভার করা লাগত না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী লাগতে পারে। যা হোক বিষয়টা জানা হয়ে গেল । এর জন্য আপনাকে ধন্যবাদ তথ্যটা দেওয়ায়।

shukumar8099
2016-11-30, 01:51 PM
ভাই আপনি যে ইনভেস্ট করেছেন তা থেকে আমি যা লাভ করতে পারবেন তা তুলতে পারবেন | আপনার কোণ সমস্যা হবার কথা না যদি কোণ সমস্যা হয় তবে আপনি ম্নে করবেব সারবারের সমস্যা | আপনি পরভতিতে দিতে থাকেন দেখবেন আপনি তা পাবেন |

uzzal05
2017-06-22, 12:02 PM
আপনার একাউন্ট এ প্রথম কত ডিপোজিট করেছিলেন সেটা মনে রাখতে হবে। কারন আপনার প্রথম ডিপোজিট থেকে হিসাব রাখা হবে। এখন আপনি ৫০ ডলার ডিপোজিট করে যদি লস করেন আবার ২০ ডলার ডিপোজিট করেন তাহলে প্রফিট উত্তোলনএর জন্য আপনার ৭০ ডলার এর বেশি করতে হবে।

Mamun13
2018-01-29, 08:27 PM
আমরা ফোরামের বোনাস নিয়ে ট্রেড করি তাই আমাদের ঐ ট্রেডিং একাউন্টের টার্মিনালের একবারে নীচের দিকে ট্রেডিং হিস্টোরী দেখা প্রয়োজন৷ট্রেডিং হিস্টোরীতে দেখা যাবে আমরা কোন মাসে কত বোনাস পাচ্ছি এবং লাভ/লস কত হচ্ছে৷সেখানে কত ডলার প্লাসে বা মাইনাসে রয়েছে তা দেখতে পাওয়া যায়৷প্রফিটের ঘরে যত ডলার প্লাস থাকবে ঠিক তত ডলারই মোটের উপর প্রফিট দেখাবে এবং ঐ প্রফিটই উত্তোলন করা সম্ভব হয়৷

samun
2021-10-26, 11:12 AM
ফোরাম বোনাসের বিষয়টি হলো আপনি সেখান থেকে যেটি লস করবেন অবশ্যই সেটি পূরণ করে তারপর আপনাকে লাভ নিতে হবে এছাড়া ফোরাম একাউন্ট এর বিকল্প কোনো পথ নেই