PDA

View Full Version : ট্রেডারের লসের ডলার



vampire
2016-12-03, 04:03 PM
ফরেক্স মার্কেটে আমি একদমই নতুন।আমার একটা প্রশ্নের উত্তর খুজছি।প্রশ্নটি হল যে সব ফরেক্স ট্রেডার লস করে যে ডলার সে ডলারটা কে পাই?ফরেক্স ব্রোকার সাইট না সরাসরি ঐ ডলার টা মার্কেটে চলে যাই।কোনটা?

shimul77ss
2016-12-03, 04:25 PM
আপনি দারুন একটা প্রস্ন ক্রেছেন।আমি মার্কেটে ৫ মাস ধরে কাজ করছি এই বিশয় নিয়ে কখনো ভাবিনি ।তবে আমার মনে হয় যখন কেউ ট্রেড ওপেন করে তখন ঐ ট্রেড একটু লসে থাকে ।এটাকে স্প্রেড বলে ।এই স্প্রেড বা কমিশন এটা ব্রোকার সাইট কেটে নেই আর আপনি যে ডলার লস করছেন এই ডলার মনে হয় মার্কেটে চলে যাই।

RUBEL MIAH
2016-12-03, 09:03 PM
ট্রেডারের লসের ডলার আর ফেরত আসে না । এটা মূল ব্রোকারের কাছে চলে যায় । আমরা সব সময় চিন্তা ভাবনা করব কিভাবে লসকে ঠেকানো যায় । এই পদ্ধতিতে আমরা যদি ট্রেড করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব লস ঠেকাতে আমাদের কঠোর ভূমিকা পালন করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।

uzzal05
2016-12-03, 09:30 PM
আপনি ট্রেড দেয়ার সাথে সাথে ব্রোকার কিছু পাড়ড়শেণতেয কেটে নেই। এখানে লস করলেই পুরাটাই বিভিন্ন ব্রোকার তারা পেয়ে থাকে। অর্থাৎ আপনি যে ব্রোকার এ ট্রেড করবেন সেটি ব্রোকার অই ব্যলেন্স পেয়ে থাকে। আর ট্রেডার রা তাদের প্রফিট হলেই শধু পায়।

vampire
2016-12-03, 10:57 PM
সবার মতামতের জন্য ধন্য বাদ।ফরক্সে লসের টাকা যদি ব্রোকার সাইট পাই তাহলে তো ব্রোকার সাইট রায় আবার আমদের নিউজ দিয়ে হেল্প করে।যাই হোক তাহলে আমরা যদি লাভ করি তাহলে এই টাকাটা কি ব্রোকার সাইট দেই।ধরুন ১ মাসে ট্রেডাররা লস করল ৫০০০০ ডলার আর কিছু ট্রেডাররা লাভ করল ১০০০০০ দলার তাহলে ব্রোকার সাইটের লস হয়ে যাবে না?

NILSKY
2016-12-03, 11:32 PM
কেউ কিছু লস বা লাভ করুক সব টাকা মার্কেট এ থেকে যায়। এক জনের লাভ হলে অন্য জনের লস হয়। তাই এই টাকা মার্কেটে থাকে। আর এই কেনাবেচার সাথে সাথে বোকার কিছু কমিশন নিয়ে থাকে। এই কমিশন হচ্ছে বোকার এর আয়।

nazib72
2016-12-21, 11:06 PM
আম্রা যে ব্রকারের ট্রেড করি সেটা আমাদের মার্কেতের সাথে সম্পর্ক জুড়ে দেয়ার মাধ্যম।তারা সামান্য কমিসনের বিনিময়ে এটা করে থাকে।যখন ট্রেড লস করি তখন পুরো দলার মার্কেটে থেকে যায়।ব্রকার শুধু স্প্রেড এর চার্জ টাই পেয়ে থাকে।

Skfarid
2016-12-22, 02:19 PM
ফরেক্সে যখনই আপনি ট্রেড ওপেন করবেন তখনই আপনার মাইনাস তিন দেখাবে, এটি ব্রোকারের কমিশন হিসাবে কেটে নেয়। অবশ্য ভিবন্ন দেশের কারেন্স ফেয়ারে কমিশন ভিন্ন হয়। আবার ভিবিন্ন ব্রোকার ভেদেও কমিশর ভিন্ন হয়। আপনি লস করলে লস ফেরতে পাবেন না। তবে লস কভার বরে লাভ করা যায়। এর জন্য আপনাকে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। তাহলে আপনি যে কোন ধরণে লস কভার দিয়ে লাভ করতে পােবেন।

shukumar8099
2016-12-22, 05:39 PM
ভাই আমি সথিক জানি না তবে আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ | ফরেক্স মাকেটে আপোণী এমোণ একটা প্রশ্ন করেছে যা আমি জানি না আমি আশা করি আপনার প্রশ্নের মাধ্যমে আমি জানতে পাড়ব সে আশাই থাকলাম ফরেক্স করেন আর ফরেক্স থেক্লে আয় করেন |

Competitor
2016-12-29, 08:50 PM
আমিও বিষয়টা ক্লিয়ারলি জানি না । তবে এটুকু জানি যে ফরেক্সে ট্রেডিং করার সময় অর্থ্যাৎ, প্রতিটা নতুন ট্রেড শুরুর করার সময় আমরা দেখি যে কিছুটা কমে গিয়ে ট্রেডিং শুরু হয় । প্রকৃত পক্ষে এটা হলো ব্রোকারের কমিশন । ব্রোকার নিদ্দিষ্ট হারে কমিশন কেটে নেই এবং আমরা যা লস করি তা মার্কেটে চলে যায় । ফরেক্সে একটা সুনিদ্দিষ্ট প্রক্রিয়া আছে যেটা অণুসরন করেই এই ব্যবসা পরিচালিত হয় ।

maziz6989
2016-12-29, 09:01 PM
আসলেই একটা জটিল বিষয়ে আলোকপাত করেছেন। যদি মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করেন তবে তা ব্রোকারের পকেটে যায় আর যদি ইসিএন বা এনডিডি ব্রোকারে ট্রেড করেন তবে তা অন্য ট্রেডারের পকেটে অথবা ডিরেক্ট মার্কেট এ চলে যায়। তবে সব থেকে বড় জিনিস হল ছোট মাছ যেমন বড় মাছকে খেয়ে ফেলে তেমনি ছোট ডলার বড় ডলারের পকেটে চলে যা্ওয়া কোন ব্যপার না।

Nodi roy
2016-12-29, 10:23 PM
ফরেক্স এ আপনি ট্রেড ওপেন করার সাথে যে ডলার কেটে নেই সেটা ব্রোকার এর কমিশন। আর আপনি যে ডলার লস করেন আমারে মনে হয় ওই ডলার মার্কেট এর। এই প্রশ্ন টা খুভ ভাল প্রশ্ন অনেক নতুন ট্রেডার আছেন তারা হয়তো এই প্রশ্ন টা না ও জানতে পারে। তাই এই ধরনের প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ।

Mamun13
2017-11-13, 09:09 PM
এই প্রশ্নের উত্তরগুলো আরোও যথার্থ,উপযুক্ত এবং সঠিক তথ্যপূর্ণ হওয়া দরকার ছিলো৷যেসব ব্রোকার মার্কেট মেইকার তারা তাদের ক্লায়েন্টদের ট্রেডের বিপরীতে ট্রেড ওপেন করে থাকে৷তাদের ট্রেডার/ক্লায়েন্টগণ যদি লস করেন তবে তা প্রফিট হিসেবে ব্রোকারগণই পেয়ে থাকেন৷এটাও সঠিক যে-ট্রেডারদের প্রফিট ও লস টোটাল ডলারটাই মার্কেটে আসে/যায়৷নতুন অদক্ষ ট্রেডারগণ যা লস করেন তা অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণই প্রফিট আকারে পেয়ে থাকেন৷অর্থাৎ আপনি যা লস করছেন আমিই তা প্রফিট করে পকেটে নিয়ে নিচ্ছি৷

riponinsta
2017-11-14, 11:00 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করলে যে ডলার লস এ ট্রেড ওপেন হয় তা ব্রোকার পাই আর আপনি ট্রেড এ যত ডলার লস করলেন তা ফরেক্স মার্কেট এ অন্য কেও সেম পজিসন এ লাভ করলে তার কাছে চলে যাই তাই আপনি যখন লস করছেন সেই খান এ অন্য কেও লাভ করছে তাই ভাল করে ট্রেড সিখে ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করতে হবে যাতে করে লস ট্রেড এর পরিমান কম হয়

uzzal05
2017-11-14, 12:13 PM
আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সাথে ব্রোকার কিছুটা কমিশন পায়। আর আপনি যদি ট্রেড এ লস করেন তাহলে সেই লস ও আপনার ব্রোকার ই পায়। ব্রোকার আপনার সম্পূর্ন লস পেয়ে থাকে। আমরা ট্রেড করলে লাভ করে আমরা আমাদের প্রফিট আমাদের একাউন্ট এ পাই।

expkhaled
2017-11-14, 12:23 PM
ফরেক্স মার্কেট যখন কোন ট্রেড অপেন করি সেটা আসলে আমরা ব্রোকারের মাধ্যমে সরাসরি ফরেক্স এর নিজস্ব সার্ভারে অপেন করি। কিছু টা বেশী পরিমান দামে সেটাকে স্প্রেড বলে ব্রোকারের কমিশন সহ। আর যখন লস করি সেটা মার্কেটে চলে যায়, সেটা কেউ না কেউ লাভ করছে। আবার যিনি আজ লাভ করছেন তিনিও হয়তো কখনও লস করবেন সে ডলার আবার আপনি লাভ করবেন এভাবে এই ফরেক্স চলমান সারাবিশ্বে এবং চলতেই থাকবে আর মার্কেট দিনে দিনে বাড়তে থাকবে।

01797733223
2017-11-22, 12:49 PM
ভাই আপনি যখন একটা ট্রেড ওপেন করেন, তখন ব্রোকাররা কিন্তু আগেই আপনার চার্জ কেটে নিচ্ছে, আপনি লাভ লস যাই করেননা কেন । আপনি আমি আমরা লাভ লস যাই করিনা কেন এটা কিন্তু হাত বদল হচ্ছে । এখানে কেউ লস করছে, সেই টাকাটাই আবার কেউ লাভ করছে । আর ট্রেডারের লসের টাকাটা ব্রোকারেজ হাউজ পাবেনা ওটা মার্কেটেই থাকছে অন্য কেউ লাভ করছে এই আরকি ।

Foyazur
2017-11-22, 05:21 PM
আমি ফরেক্স মার্কেট এ এই বিষয় নিয়ে কখনো ভাবিনি তবে আমার মনে হয় আমরা যখন ট্রেড ওপেন করি তখন যে ব্রোকারে ট্রেড করি সেই ব্রোকার ট্রেড নেওয়ার সময় কিছু ডলার কেটে নেই সেই ডলার ব্রোকার পাই আর এর বাড়তি যে লস হয় সেই লস মার্কেট এ চলে যাই বলে আমার মনে হয়।

Mahidul84
2017-11-22, 06:34 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করি তখন ব্রোকার তাদের লাভের অংশটা আগেই কেটে নেয়। এতে আমার লাভ বা লস যাই হোক না কেন ব্রোকার তাদের লাভের অংশ আগে কেটে নেয়। আর যদি আমরা ফরেক্স মার্কেটে সমস্ত টাকা লস করি সেটা কিন্তু ব্রোকার কোনভাবেই পাবে না বরং সমস্ত টাকাটা ফরেক্স মার্কেটে থেকে যায়।

maziz6989
2018-03-25, 11:51 PM
চরম একটা প্রশ্ন করেছেন। মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করলে এই ডলারটা ব্রোকারের পকেটে যায় কারণ সে আপনার বিপরীতে ট্রেড নিয়ে থাকে। আর যদি আপনি সেটা ইসিএন বা এসটিপি ব্রোকারে করে থাকেন তবে তা চলে যায় মার্কেট এ অথবা স্মার্ট মানিদের কাছে। আপনি নিজেই বাকীটা বুঝে নেন।

Md.shohag
2020-07-23, 05:50 PM
আপনি দারুন একটা প্রস্ন ক্রেছেন।আমি মার্কেটে ৫ মাস ধরে কাজ করছি এই বিশয় নিয়ে কখনো ভাবিনি ।তবে আমার মনে হয় যখন কেউ ট্রেড ওপেন করে তখন ঐ ট্রেড একটু লসে থাকে ।এটাকে স্প্রেড বলে ।এই স্প্রেড বা কমিশন এটা ব্রোকার সাইট কেটে নেই আর আপনি যে ডলার লস করছেন এই ডলার মনে হয় মার্কেটে চলে যাই।

IFXmehedi
2020-07-24, 10:51 PM
ফরেক্স মার্কেটে আমি একদমই নতুন।আমার একটা প্রশ্নের উত্তর খুজছি।প্রশ্নটি হল যে সব ফরেক্স ট্রেডার লস করে যে ডলার সে ডলারটা কে পাই?ফরেক্স ব্রোকার সাইট না সরাসরি ঐ ডলার টা মার্কেটে চলে যাই।কোনটা?

ভাই দেখেন লস করলে খুবই খারাপ লাগে আর কষ্টটা আসলে কাউকে বোঝানো যায় না । কারণ ফরেক্স মার্কেটে আমার অনেক আশা নিয়ে ট্রেড করি । যখন আমাদের ট্রেনের লস হয় তখন আমাদের এই আশা ভেঙে চুরমার হয়ে যায় । তাই আমি সবসময় চেষ্টা করি খুব কম লটে ট্রেডিং করার । কারণ যদি নষ্ট হয় তাহলে সেটার পরিমাণ যেন অনেক কম থাকে । তবে ভাই ফরেক্স মার্কেটে লস হবে এটা খুব স্বাভাবিক । আমাদের উচিত হবে লস থেকে শিক্ষা নেয়া ।

FREEDOM
2020-07-26, 02:50 PM
ফরেক্সে যখনই আপনি ট্রেড ওপেন করবেন তখনই আপনার মাইনাস তিন দেখাবে, এটি ব্রোকারের কমিশন হিসাবে কেটে নেয়। অবশ্য ভিবন্ন দেশের কারেন্স ফেয়ারে কমিশন ভিন্ন হয়। আবার ভিবিন্ন ব্রোকার ভেদেও কমিশর ভিন্ন হয়। আপনি লস করলে লস ফেরতে পাবেন না। তবে লস কভার বরে লাভ করা যায়। এর জন্য আপনাকে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। তাহলে আপনি যে কোন ধরণে লস কভার দিয়ে লাভ করতে পােবেন।

muslima
2020-08-12, 01:58 AM
আমার মনে হয় যখন কেউ ট্রেড ওপেন করে তখন ঐ ট্রেড একটু লসে থাকে ।এটাকে স্প্রেড বলে ।এই স্প্রেড বা কমিশন এটা ব্রোকার সাইট কেটে নেই আর আপনি যে ডলার লস করছেন এই ডলার মনে হয় মার্কেটে চলে যাই। আর আপনি যদি ট্রেড এ লস করেন তাহলে সেই লস ও আপনার ব্রোকার ই পায়। ব্রোকার আপনার সম্পূর্ন লস পেয়ে থাকে। আমরা ট্রেড করলে লাভ করে আমরা আমাদের প্রফিট আমাদের একাউন্ট এ পাই।

konok
2020-08-12, 01:01 PM
মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করেন তবে তা ব্রোকারের পকেটে যায় আর যদি ইসিএন বা এনডিডি ব্রোকারে ট্রেড করেন তবে তা অন্য ট্রেডারের পকেটে অথবা ডিরেক্ট মার্কেট এ চলে যায়। যদি আপনি সেটা ইসিএন বা এসটিপি ব্রোকারে করে থাকেন তবে তা চলে যায় মার্কেট এ অথবা স্মার্ট মানিদের কাছে। আপনি নিজেই বাকীটা বুঝে নেন।

Mas26
2020-08-12, 01:06 PM
আপনি ট্রেড দেয়ার সাথে সাথে ব্রোকার কিছু পাড়ড়শেণতেয কেটে নেই। এখানে লস করলেই পুরাটাই বিভিন্ন ব্রোকার তারা পেয়ে থাকে। অর্থাৎ আপনি যে ব্রোকার এ ট্রেড করবেন সেটি ব্রোকার অই ব্যলেন্স পেয়ে থাকে। আর ট্রেডার রা তাদের প্রফিট হলেই শধু পায়।

jimislam
2020-09-26, 03:44 PM
আসলেই একটা জটিল বিষয়ে আলোকপাত করেছেন। যদি মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করেন তবে তা ব্রোকারের পকেটে যায় আর যদি ইসিএন বা এনডিডি ব্রোকারে ট্রেড করেন তবে তা অন্য ট্রেডারের পকেটে অথবা ডিরেক্ট মার্কেট এ চলে যায়। ট্রেডারের পকেটে অথবা ডিরেক্ট মার্কেট এ চলে যায়। যদি আপনি সেটা ইসিএন বা এসটিপি ব্রোকারে করে থাকেন তবে তা চলে যায় মার্কেট এ অথবা স্মার্ট মানিদের কাছে। আপনি নিজেই বাকীটা বুঝে নেন।

Sid
2020-09-28, 06:54 PM
সবার মতামতের জন্য ধন্য বাদ।ফরক্সে লসের টাকা যদি ব্রোকার সাইট পাই তাহলে তো ব্রোকার সাইট রায় আবার আমদের নিউজ দিয়ে হেল্প করে।যাই হোক তাহলে আমরা যদি লাভ করি তাহলে এই টাকাটা কি ব্রোকার সাইট দেই।ধরুন ১ মাসে ট্রেডাররা লস করল ৫০০০০ ডলার আর কিছু ট্রেডাররা লাভ করল ১০০০০০ দলার তাহলে ব্রোকার সাইটের লস হয়ে যাবে না?

Sun
2020-12-04, 04:38 PM
ট্রেডারের লসের ডলার আর ফেরত আসে না । এটা মূল ব্রোকারের কাছে চলে যায় । আমরা সব সময় চিন্তা ভাবনা করব কিভাবে লসকে ঠেকানো যায় । এই পদ্ধতিতে আমরা যদি ট্রেড করতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব লস ঠেকাতে আমাদের কঠোর ভূমিকা পালন করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।

sss21
2020-12-06, 08:45 PM
আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সাথে ব্রোকার কিছুটা কমিশন পায়। আর আপনি যদি ট্রেড এ লস করেন তাহলে সেই লস ও আপনার ব্রোকার ই পায়। ব্রোকার আপনার সম্পূর্ন লস পেয়ে থাকে। আমরা ট্রেড করলে লাভ করে আমরা আমাদের প্রফিট আমাদের একাউন্ট এ পাই।

ABDUSSALAM2020
2020-12-06, 10:50 PM
ট্রেডারের লসের ডলার
ফরেক্স মার্কেটে আমি একদমই নতুন।আমার একটা প্রশ্নের উত্তর খুজছি।প্রশ্নটি হল যে সব ফরেক্স ট্রেডার লস করে যে ডলার সে ডলারটা কে পাই?ফরেক্স ব্রোকার সাইট না সরাসরি ঐ ডলার টা মার্কেটে চলে যাই।কোনটা?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Smd
2020-12-06, 11:34 PM
আমার মনে হয় যখন কেউ ট্রেড ওপেন করে তখন ঐ ট্রেড একটু লসে থাকে ।এটাকে স্প্রেড বলে ।এই স্প্রেড বা কমিশন এটা ব্রোকার সাইট কেটে নেই আর আপনি যে ডলার লস করছেন। অবশ্য ভিবন্ন দেশের কারেন্স ফেয়ারে কমিশন ভিন্ন হয়। আবার ভিবিন্ন ব্রোকার ভেদেও কমিশর ভিন্ন হয়। আপনি লস করলে লস ফেরতে পাবেন না। তবে লস কভার বরে লাভ করা যায়। এর জন্য আপনাকে ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে।

FRK75
2021-01-26, 10:35 PM
মার্কেট মেকার ব্রোকারে ট্রেড করেন তবে তা ব্রোকারের পকেটে যায় আর যদি ইসিএন বা এনডিডি ব্রোকারে ট্রেড করেন তবে তা অন্য ট্রেডারের পকেটে অথবা ডিরেক্ট মার্কেট এ চলে যায়। তবে সব থেকে বড় জিনিস হল ছোট মাছ যেমন বড় মাছকে খেয়ে ফেলে তেমনি ছোট ডলার বড় ডলারের পকেটে চলে যা্ওয়া কোন ব্যপার না।আর যদি আপনি সেটা ইসিএন বা এসটিপি ব্রোকারে করে থাকেন তবে তা চলে যায় মার্কেট এ অথবা স্মার্ট মানিদের কাছে। আপনি নিজেই বাকীটা বুঝে নেন।

EmonFX
2021-03-07, 07:54 PM
ফরেক্স মার্কেটে আমি একদমই নতুন।আমার একটা প্রশ্নের উত্তর খুজছি।প্রশ্নটি হল যে সব ফরেক্স ট্রেডার লস করে যে ডলার সে ডলারটা কে পাই?ফরেক্স ব্রোকার সাইট না সরাসরি ঐ ডলার টা মার্কেটে চলে যাই।কোনটা?

আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ফরেক্স মার্কেটে দুই ধরনের ব্রোকার আছে। এক ধরনের ব্রোকার আপনি যে ট্রেড ওপেন করবেন তার এগেনস্টে একটি করে ট্রেড ওপেন করে থাকে, আবার এক ধরনের ব্রোকার আছে যারা আপনি একটি ট্রেড ওপেন করার পরে তার এগেনস্টে ট্রেড ওপেন করার জন্য সরাসরি মার্কেটের কাছে ছেড়ে দেয়। অর্থাৎ আপনি বাই নিলে তার এগেনস্টে একজন সেলার খুঁজতে সাহায্য করে আবার সেল নিলে তার এগেনস্টে একজন বায়ার খুঁজতে সাহায্য করে। এখন ব্যাপারটা হল যেসব ব্রোকার আপনার ট্রেডের এগেইনস্টে ট্রেড ওপেন করে থাকে সেই সব ব্রোকার আপনার লসকৃত ডলার পেয়ে থাকে। আর যেসব ব্রোকার আপনার এগেনস্টে ট্রেডার খুঁজতে সাহায্য করে সেসব ব্রোকার শেখান থেকে একটি লভ্যাংশ পেয়ে থাকেন। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো এমন যে আপনার লসকৃত ডলার কোন ক্ষেত্রে ব্রোকার আবার কোন ক্ষেত্রে অন্য কোন ট্রেডার পেয়ে থাকেন।

KAZIMAJHARULISLAM
2021-03-08, 06:53 AM
আসলে ভাইয়া আপনি চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। কেননা এর আগে আমি কখনই,এই বিষয়টা সম্পর্কে ভাবি নাই।তবে আপনার এই উত্থাপন ও বিভিন্ন মন্তব্য থেকে, এইটুকু বুঝতে পেরেছি যে, আমাদের লস কৃত ডলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে,ব্রো-কার কতৃপক্ষ পেয়ে থাকেন। সেই সাথে কিছুটা পরিমাণ লভ্যাংশ আমাদের,ট্রেডের বিপরীতে এন্ট্রি নেয়া ট্রেডারগন পেয়ে থাকেন।তবে আপনার এই উপস্থাপনে আমার মতো, অসংখ্য ট্রেডার উপকৃত হবে।

samun
2021-03-08, 12:17 PM
সাধারণত সকল টুইটারের মাধ্যমে বোনাস পেয়ে থাকেন ব্রোকার আমাদের যে বোনাস দিয়ে থাকে সেটি থেকে লাভ করে আমাদের প্রফিট অর্জন করতে পারি কিন্তু আমরা ব্রোকার বোনাস কখনোই পাইনা যখন আমরা ব্রোকার বোনাস লস করে থাকি সেটি পরবর্তীতে ব্রোকার এর কাছেই ফেরত চলে যায় যা পরবর্তীতে আমাদের প্রফিট থেকে লস পুষিয়ে পরবর্তী প্রফিট এর জন্য অপেক্ষা করতে হয়

Mas26
2021-03-08, 05:20 PM
ফরেক্স মার্কেটে ব্রোকার হচ্ছে গিয়া বাংলায় আমরা যাকে বলি দালাল। ফরেক্স হচ্ছে গিয়ে একটি মাধ্যম মাত্র আপনার আর আমার মধ্যে একটি ট্রেড আদান-প্রদান করার একটি মাধ্যম দ। এর মাধ্যমে যখন আপনি লাভ করলেন তখন কেউ না কেউ একজন লস করলেন । আপনি লাভবান হলেন অন্য একজন লস করল আর এর মধ্য থেকে ব্রোকার একটা কমিশন পেল। যেমনঃ ধরুন আপনি একটি ট্রেড নিলেন 1 ডলার এ EURUSD এবং সাথে সাথে দেখলেন আপনি 3 ডলার লস্ আছেন কারন এইটা হচ্ছে গিয়া আপনার Broker সে কমিশন পায় সেই কমিশনটা তারা আগে থেকেই কেটে নিল এর মাধ্যমে ব্রোকার কাজ করে থাকেন।

Starship
2021-03-08, 06:07 PM
আমরা যারা ফরেক্স ট্রেডার রয়েছি তা বিভিন্নভাবে ফরেক্স ট্রেড করে লস করে থাকি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। ফরেক্সে আমরা কয়েকটি কারণে লস করে থাকে তার মধ্যে হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিরিক্ত লোভ করা। অতিরিক্ত লোভ করার কারণে আমরা ফরেক্স মার্কেটে লাভ হলেও তা ধরে রাখতে পারে না। আর এ লসকৃত ডলার সাধারণত ব্রোকার পেয়ে থাকে। ব্রোকার স্পেড এর পাশাপাশি লসকৃত ডলারও পেয়ে থাকে।