PDA

View Full Version : ফরেক্স এর কৌশল কিভাবে শিখবেন



NILSKY
2016-12-03, 10:14 PM
জন্মের পর একদিনে কেউ হাটতে পারেনা, তেমনি ফরেক্স এ একদিনে সব কিছু শেখা যায় না। ফরেক্স এ প্রতিদিন ট্রেড করতে করতে অনেক কিছু শেখা হয়। অভিজ্ঞ বন্ধুদের সাথে আলোচনা করে, বিভিন্ন ব্লগ ঘুরে, ফরেক্স এর বই পরে ফরেক্স মার্কেট এর বিভিন্ন কৌশল শেখা যায়। তবে সব কিছু শিখতে হবে সহজ ভাবে, শান্ত হয়ে। খুব অল্প সময়ে ফরেক্স শেখা সম্ভব নই।

RUBEL MIAH
2016-12-04, 08:35 PM
ফরেক্স ব্যবসার কৌশল জানার জন্য আমরা সব সময় গুগলে গিয়ে ফরেক্স স্কুল ক্লিক করতে হবে । আমরা যদি এই ফলেক্স স্কুল সর্ম্পকে ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারব । অতএব ধৈর্য্য ধারণ করে অামরা সব সময় ফরেক্স ব্যবসা শেখার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nbfx
2016-12-06, 06:27 PM
ফরেক্স একটি ব্যবসা । বইপত্র পড়ে সম্পূর্ণ ব্যবসা কখনো শেখা যায় না। সাথে প্র্যাকটিক্যাল না শেখা হয়। গুগলে গিয়ে ফরেক্স টিউটোরিয়াল লিখে সার্স করুন হাতের কাছে যা পাবেন সেটা ডেমোতে যাচাই বাছাই করুন।যে কৌশলটি ডেমোতে লাভজনক বলে মনে হয় সেই কৌশলটি রিয়েল একাউন্টে প্রয়োগ করুন।

maziz6989
2016-12-10, 09:50 PM
আমার জানমতে ফরেক্স মার্কেট এ হাজার হাজার স্ট্রেটেজি আছে যা কাজে লাগিয়ে ট্রেডারগণ ট্রেড করে থাকেন। কিন্তু সব ট্রেড স্ট্রেটেজি সবার কাজে নাও লাগতে পারে। এবং সব স্ট্রেটেজিও সবার জন্যও কাজে নাও লাগতে পারে। তাই আপনার জন্য দরকারি স্ট্রেটেজিও খুজে তার আদ্যপান্ত শিখুন।

Mamun13
2017-11-06, 10:11 PM
কয়েক বছর যাবৎ একটানা নিয়মিত একলাইন/আধালাইন করে করে শিখতে হবে৷অনলাইনে অসংখ্য ই-বুক,ফরেক্স টিউটোরিয়াল,লাইভ ভিডিও ওয়েবিনার,ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল,ইন্সটাফরেক্সের ভিডিও টিউটোরিয়াল এবং দেশী/বিদেশী বিভিন্ন ফোরাম থেকে স্টাডি করে করে ফরেক্স মার্কেটের কলা-কৌশলগুলো আয়ত্ব করতে হবে৷সেগুলো দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেডিংএ প্রয়োগ করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷তারপরে আমরা রিয়েল একাউন্টে এসে ট্রেড করলে নিয়মিত প্রফিট করতে পারবো বলে আশা করা যায়৷