PDA

View Full Version : মেটা ট্রেডার ৪ ও ৫



NILSKY
2016-12-03, 10:37 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার হচ্ছে মেটা ট্রেডার। বিভিন্ন বোকার জন্য মেটা ট্রেডার আলাদা আলাদা হয়। মেটা ট্রেডার ৪ সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়। মেটা ট্রেডার ৫ এ অনেক বেশি ফিচার থাকলেও বেশিভাগ মানুষ মেটা ট্রেডার ৪ ব্যাবহার করে মজা পায়।

Momen
2017-07-24, 08:10 AM
হ্যা, এক এক ব্রোকার এর জন্য মেটা ট্রেডার এক এক রকম হয়ে থাকে। তবে সবগুলোর কাজ একই হয়। মেটা ট্রেডার ৪ ই আমি ব্যবহার করে থাকি। তবে মেটা ট্রেডার ৫ এ নাকি অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তবে এখনও ব্যবহার করে দেখি নাই। আমার কাছে মেটা ট্রেডার ৪ এ বেস্ট। কোন ধরনের সার্ভার সমস্যা করে না মেটা ট্রেডার ৪। এছাড়াও অনেক জনপ্রিয় কিছু ফিচার এর মধ্যে ডিফল্ট ভাবে দেওয়া আছে।

Yousuf Ahamad
2017-12-17, 04:25 PM
কোনটা বেটার!
যারা ফরেষ্ক শুরু করেন, তাদের অনেক কনফিউসের কারন হয়ে দাড়ায় কিসে ট্রেড করবে৷ মেটা ট্রেডের মারকেটিং সবথেকে উচ্চে থাকলেও, যে সব ব্রোকার'রা মেটা ট্রেড ফাইভ এর লাইছেন্ছ নিছেন৷ তারা মেটা ট্রেড ফাইভের মারকেটিং করতে কম করেন না৷ তাই বিগেনারদের জন্য দুনোটার ভিতরে পার্থক্যে বহুত কাঠিন্য হয়ে দাড়ায় ৷ এ সবএর ভিতরে সঠিকটাই বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে৷ ;):o:yahoo:

Grimm
2018-01-19, 12:59 AM
ফরেক্স এ ট্রেড করার জন্য সবচেয়ে ভাল সফটওয়্যার হচ্ছে মেটা ট্রেডার। বিভিন্ন বোকার জন্য মেটা ট্রেডার আলাদা আলাদা হয়। মেটা ট্রেডার ৪ সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়। মেটা ট্রেডার ৫ এ অনেক বেশি ফিচার থাকলেও বেশিভাগ মানুষ মেটা ট্রেডার ৪ ব্যাবহার করে মজা পায়।

আমার জানামতে আপনি একটি মেটাট্রেডার সফটয়্যারে একাধিক ব্রোকারের একাউন্ট যোগ করে ট্রেড করতে পারেন। আরেকটা বিষয় মনে হয় আপনি ভুল জানেন। মেটাট্রেডার ৪ এর থেকে মেটাট্রেডার ৫ এ বেশি ফিচার নেই আর তার কারণেই মেটাট্রেডার ৫ এতটা জনপ্রিয় নয়। আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন মেটাট্রেডার ৪ এর জন্য অনেক ট্রেডিং সামগ্রী পাবেন যেটা আপনি মেটাট্রেডার ৫ এর জন্য পাবেন না।