PDA

View Full Version : কয়টা পেয়ারে এনালাঈসিস করা উচিত?



mostafa
2014-03-16, 02:35 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে যেমন ঈউরো/ঈউ এস ডি,ঈউ এস ডি/জাপান ঈত্যাদি । এখন আমার প্রশ্নো হল একজন ট্রেডর কি সব পেয়ারের উপর এনালাঈসিস করবে নাকি যেকোন একটি পেয়ারে তার এনালাঈসিস করবে।দয়া করে অভজ্ঞ ট্রেডারা পোষ্ট করুন।

zahidbd9
2014-03-16, 11:13 PM
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ফরেক্স মার্কেট এ অনেক গুলো পিয়ার রয়েসে ট্রেড এর জন্য তাদের মধ্যে অনেক পিয়ার আসে যাদের কিনা স্প্রেড অনেক বেশি আমাদের বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার

zhbony
2014-03-25, 07:18 AM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। এর সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব নয়। এছাড়া কিছু পিয়ার আছে যেগুলোর স্প্রেড অনেক বেশি এবং আমাদের প্রায় অভিজ্ঞতার বাইরে। এ ধরণের পিয়ার ট্রেড করে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। তাই আমি মনে করি কম সেব্প্রড এর কয়েকটি পিয়ার বেছে নিয়ে এনালাইসিস করা ভাল। এতে আপনার একটা ভাল ধারণা তৈরী হবে ঔসব পিয়ার সম্পর্কে। এতে করে আপনার প্রফিট করতে সুবিধা হবে।

mamun4earn
2014-03-25, 10:11 PM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন।আর তা ছারা সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব না।তাই আপনি দুইটা কি তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন তা আবার মার্কেট বুঝে পেয়ার সিলেক্ট করতে হবে তা না হলে আপনি অনেক ক্ষতি করতে পারেন।আমি সব সময় ইউড়ো ইউ এস ডি তে এনালাইসিস করি কিন্তু আজ কে দেখলাম এখানে আমি সফল না।তাই আমি আজকে Usoil এনালাইসিস করি আর লাভ করি।

shezankhan
2014-05-24, 03:53 PM
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি বলবো যে ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত কারন ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে হয় কারন কোন কোন পেয়ার আছে যেগুলোতে অনেক স্পড্র থাকে তাই কম ব্যালেন্স হলে কম স্পড্রের ট্রেড করা উচিত বলে আমি মনে করি। তাই আপনি কম স্পড্র থেকে ট্রেড করুন এবং বেশিরভাগ লকোই কম প্রেয়ারের স্পেড্র দেখে ট্রেড করে । তাই বেশি ব্যালেন্স থাকলেও আপনি কম স্পড্র দেখে ট্রেড করুন।

zaman
2015-01-24, 10:34 AM
আমার দেখামতে অনেকেই অনেক বেশী সংখ্যক পেয়ার নিয়ে এনালাইসিস করে থাকে।আমার মতে যেটা মোটেই উচিত নয়।কারন আপনার ফোকাস যখন অনেকগুলো পেয়ারের উপর থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ার থেকেই ভালো ফল পাবেন না।তাই আমার মতে ৩-৪ টা পেয়ার নিয়ে এনালাইসিস করুন ভালোভাবে এনালাইসিস করুন।আমার পছন্দের পেয়ারগুলো হল ইউরো-ইউএসডি,জেবিপি-ইউএসডি,ইউএসডি-জেপিওইয়াই।

ahmed
2015-01-25, 08:04 PM
আপনি যে পেয়ারে ট্রেড করেন সেই পেয়ারের সাথে কোরিলেটেড পেয়ারগুলি অবশ্যয় এনালাইসিস করতে হবে ভাল ফল পাওয়ার জন্য।ধরুন আপনি eur/usd পেয়ারে ট্রেড করেন,সেক্ষত্রে আপনাকে eur/chf,usd/gbp, usd/chf,eur/gbp ইত্যাদি পেয়ারের মুভমেন্ট সম্পরকে ধারনা রাখতে হবে।

amitbd
2015-01-25, 09:07 PM
আমি আমার কাছে সব থেকে দুইটা পেয়ার বাল লাগে তা হল eur/usd , usd/gbp , এই দুইটায় আমার কাজ করতে সবথেকে ভাল লাগে । এছাড়া যে যার মত বিভিন্ন পেয়ার ইউজ করতে পারে ।

FHGCXB
2015-01-25, 09:41 PM
ফরেক্স মার্কেটে অনেকগুলো পেয়ার আছে। কয়টা পেয়ারে এনালাইসিস করতে হবে এর কোন ঠিক নেই। তবে এত বেশি পেয়ারে এনালাইসিস করা ঠিক নয় যে মাথায় ঠিকমত না থাকে।

Sacrifice
2015-02-04, 12:35 PM
আপনি যেসকল কারেন্সি পেয়ার নিয়ে ব্যবসা করবেন সেসকল কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস করলেই চলবে। আমার মতে সর্বোচ্চ তিনটি পেয়ারের বেশি এনালাইসিস না করাই ভালো। কারন অন্যথায় আপনি গুলিয়ে ফেলবেন। হয়তো দেখা যাবে অর্ডার বাই এর জায়গায় সেল এবং সেল এর জায়গায় বাই দিয়ে ফেলবেন!!! তাই বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম।

জাহাঙ্গীর
2015-02-05, 11:20 AM
কয়টা পেয়ার নিয়ে এনালাইসিস করবেন সেটা নির্ভর করছেন আপনার উপর। আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে এবং মূলধনের পরিমাণ বেশি হয় তা হলে কয়েকটি পেয়ার এনালাইসস করে ট্রেড করতে পারেন। তবে আমি বলবো প্রথম দিকে যে কোন একটি পেয়ার এনালাইসিস করে ট্রেড করা শুরু করতে পারেন।

emonrahman112
2015-02-11, 12:52 PM
হ্যা আমি ফরেক্স ট্রেড করতে পেরে খুব আনন্দিত।কেননা ফরেক্স ট্রেডিং করে আমি কিছু কৌশল এনালাইসিস করে অনেক মুনাফা অর্জন করতে পারি।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন।

TselimRezaa
2015-02-12, 10:18 AM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার রয়েছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সব পেয়ারের স্প্রেড এক নয়। কিছু পেয়ারের স্প্রেড অনেক বেশি। আবার কিছু পেয়ার আছে যাদের মুভমেন্ট খুব এলোমেলো ফলে তাদের নিয়ে এনালাসিস করা অনেক কষ্টসাধ্য। আমাদের উচিত যেসব পেয়ারের স্প্রেড কম এবং মুভমেন্ট মোটামুটি স্বাভাবিক শুধু তাদের নিয়েই এনালাইসিস করা। এক্ষেত্রে ৫-৬ টা পেয়ারই যথেষ্ঠ।

Eraulhaque
2015-02-13, 12:27 PM
কারেন্সির পেয়ার নিয়েই ফরেক্সের সব কিছু। কে কয়টা পেয়ারে অ্যানালাইসিস করবে তা নির্ভর করবে তার নির্দিষ্ট কারেন্সির ওপর।ব্যক্ত যে কারেন্সির ট্রেড করবে তাকে সেই কারেন্সির পেয়ারের অ্যানালাইসিস করতে হবে। সচরারচর সব কারেন্সির অ্যানালাইসিস যেহেতু মনে রাখা সম্ভব নয় সেহেতু ২-৩টি পেয়ারের অ্যানালাইসিস করলেই আমার মনে হয় ভালো মনে থাকবে এবং ভালো হবে।

samirgain
2015-02-13, 12:34 PM
সঠিকভাবে একটি পেয়ার সম্পর্কে এনালাইসিস করা , একাধিক পেয়ার এ অসম্পূর্ণভাবে এনালাইসিস করা থেকে অনেক ভাল। অনেকে বিভিন্ন পেয়ার এ ট্রেড দেন কিন্তু কোন পেয়ার এই ভালভাবে এনালাইস না করেই ট্রেড দিয়ে থাকেন। এখত্রে বড় লসের সম্ভাবনা থাকে। তাই আপনি যতগুলো পেয়ার এ খুব ভাল এনালাইসিস করতে পারবেন ঠিক ততগুল পেয়ার নিয়ে নাড়াচাড়া করবেন। যদি একটা পেয়ার ভাল মনে করেন তবে একটা পেয়ার নিয়ে থাকবেন।

fxtdr
2015-02-20, 10:34 PM
আমার মনে হয় সবগুলো পেরায় এ ট্রেড না করে কোন একটি নির্দিষ্ট পেয়ার এ ট্রেড করা উচিৎ । কারন একজন স্বাভাবিক মানুষ এক সাথে সবকিছু তে অভিজ্ঞ হতে পারে না । তাই আপনি কোন একটা নির্দিষ্ট পেয়ার বেছে নিয়ে এনালাইসিস করতে পারেন । আপনি যদি সবগুলো পেয়ার নিয়ে কাজ করতে যান তাহলে কোন পেয়ার নিয়ে দক্ষতা অর্জন করতে পারবেন না ।

rahman56
2015-02-20, 10:42 PM
আমি ফরেক্সে নতুন।আমার মতে বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম।কারন যদি বেশি পেয়ার নিয়ে কাজ করতে চান তাহলে এক সাথে সমান মনোযোগ দিতে পারবেন না।

Shimanto754
2015-05-16, 04:53 PM
ফরেক্সের অনেক পেয়ারের মধ্যে সর্বোচ্চ হলেও ৮ টা পেয়ারে অ্যানালাইসিস করা ভালো।পেয়ারগুলো হল -ইউরো/ইউএসডি,ইউরো/জিবিপি,ইউরো/সিএইচএফ,ইউএসডি/সিএডি,,এইউডি/ইউএসডি,এনজেডডি/ইউএসডি এসব পেয়ারগুলো।এগুলো মেজর কারেনসির পেয়ার।আমার মতে যেকোনো পেয়ারের চাইতে এই পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।

pallabbd
2015-05-18, 12:16 AM
আসলে সত্যি কথা বলতে যত পেয়ার এনালাইসিস করতে পারবেন তা আপনার জন্য ভাল। কিছু রয়েছে একটি আরেকটির সাথে সম্পর্ক। যেমন eurusd এবং gbpusd প্রায় একই। এটি হচ্ছে একটি প্লাস পয়েন্ট আমাদের জন্য। তেমনি আপনি যত বেশি এনালাইসিস করতে পারবেন তা আপনার জন্য লাভ। ধন্যবাদ

Dulal
2015-05-18, 01:57 AM
যে যে কয়টা পেয়ারে ট্রেড করবে সে সে কয়টা পেয়ারে এনালাইজিস করতে পারে। তবে আমার মতে আমেরিকারন ডলার, ইউরো এবং পাউন্ড এই তিনটা কারেন্সির জন্য ইউরোইউএসডি, জিবিপিইউএসডি এবং ইউরোজিবিপি পেয়ার এনালাইজিস করা যেতে পারে তাহলে এনালাইজিস সঠিক হবার সম্ভাবনা বেশি। এভাবে সকল পেয়ার এনালাইজিস করতে হয়।

Bappy01
2015-05-22, 07:01 PM
আমি মনে করি 2-3 টা পেয়ারে সিমা বদ্ধ থাকা ভাল। কারন আপনি যদি বেশি পেয়ারে ট্রেড করে তাহলে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে মাঝে মাঝে অাপনার মাথা কাজ করবেনা যে আপনি কোন পেয়ার রেখে কোন পেয়ারে ট্রেড করবেন। তাই আমার মতে হাতে গোনা কিছু ভাল পেয়ারে থাকা অনেক ভাল তাহলে আপনি ট্রেডও ঠান্ডা মাথায় করতে পারবেন আর আপনি অনেক লাভবান হতে পারবেন।

rakib22
2015-05-23, 03:15 PM
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এখানে প্রতিদিন হাজার মানুষ ট্রেড করছে তাই একানে কুভ সাবধানে আপনার ট্রেড করতে হবে এবং প্রবেশ করতে হবে এবং এনালাইছিস করতে হবে খুভ বেভে চিন্তা করে তাই অনেক বেশি পেয়ারে এনালাইছিস করতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে জেতে পারে তাই খুভ আল্প কিছু পেয়ার নিয়ে এনালাসিছ করলে ভাল হয়।

musa
2015-05-24, 05:13 PM
আসলে ফরেক্সের এনালাইসিস এর কোন শেষ নেই। আপনি যত এনালাইসিস করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। কিন্তু আপনি সর্বনিম্ন দুইটি পেয়ারে এনালাইসিস করা উচিৎ বলে আমি মনে করি। এছাড়া ডেমোতে আরও এনালাইসিস করতে পারেন। ধন্যবাদ

shimulmoni
2015-05-28, 03:07 PM
বন্ধু ফরেক্স মেজর কোরেন্সিতে অনেকগুলো পেয়ার আছে যেগুতে ইনস্টাফরেক্স ব্রোকারে কম স্পেড তাই আপনি এই মেজর পেয়ারেই সিমাবদ্ধ থাকুন আর এনালাইজ করবেন কয়টা আসলে ট্রেড করা উচিত হল আপনি যে পেয়ারটা সব থেকে ভাল বুঝেন সেই পেয়ারে তাই আপনার উচিত এরকম সবথেকে ভাল বোঝা পেয়ারেই এনালাইজ করা। ধন্যবাদ।

roni11
2015-06-13, 11:45 PM
ফরেক্স মার্কেটে অনেক গুল পেয়ার আছে এর মধ্যে সব গুল পেয়ারে ট্রেড করতে চাইলে ট্রেড করা জায় কিন্তু সবসময় মনে রাক্টে হবে ট্রেড করার আগে প্রত্যক পেয়ারে এনালাইসিস করতে হয় তাই আপনাকে অবশ্যই কিছু নিরদিস্ট পেয়ারে ট্রেড করতে হবে ১-২টা পেয়ারে ট্রেড করা ভালো।

daredevilcps9
2015-06-14, 10:25 AM
ফরেক্স মার্কেটে সবগুলো কারেনসি পেয়ার নিয়ে এনালাইসিস করা সম্ভব নয় তবে আমরা কিছু বহুল ব্যবহৃত পেয়ার যেমন: Eur/usd, gbp/usd, usd/jpy, eur/gbp ইত্যাদি কারেনসি পেয়ার নিয়ে এনালাইসিস করতে পারি।

mpapayar
2015-06-28, 04:53 PM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। আমি আমার কাছে সব থেকে দুইটা পেয়ার ভাল লাগে তা হল eur/usd , usd/gbp , এই দুইটায় আমার কাজ করতে সবথেকে ভাল লাগে ।

salim16
2015-06-28, 05:58 PM
আমার মতে আমাদের সকলের একটি নির্দিষ্ট করেন্সি পেয়ারে ট্রেড করা উচিত তবে সর্বাধিক দুটি পেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। একটি নির্দিষ্ট পেয়ারে ট্রেড করলে আমরা খুব সহজে ট্রেডিং স্ট্যাটিজি বুঝতে পরবো এবং অ্যানালাইসিসে সুবিধা পেতে পারি।

Harun1650
2015-06-28, 06:05 PM
ফরেক্স মার্কেটে আপনারা দেখবেন অনেক ধরনের পেয়ার আছে যেমন ইউরো-ইউএসডি, এইউডি-ইউএসডি,জিবিপি-ইউএসডি এই সকল পেয়ার সম্পর্কে আপনাকে জানতে হলে আপনাকে ট্রেড মার্কেটে এ অনেক দিন ধরে লেগে থাকতে হবে তা না হলে এর সম্পর্কে ভাল কিছু এনালাইসিস করতে পারবেন না। আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনাকে দুইটা পেয়ার সম্পর্কে ভালভাবে জানতে হবে, যেমন এটা কি কারনে ফল করছে বা কি কারনে একটার কারনে অন্যটা ইফেক্ট হচ্ছে এইসব কিছু খেয়াল অবশ্যই রাখতে হবে।

raju0000
2015-06-28, 06:23 PM
আসলে আমরা এক সময়ে একাধিক পেয়ার সাথে ট্রেড করতে হলে অনেক সময় দেয়া প্রয়োজন হয়. এজন্য সকল সময়ে পেয়ার এ একাধিক পেয়ারের উপর এনালাইসিস করা কঠিন হয়ে পারে. আমরা যদি স্কাল্পিং করতে চাই তাহলে হয়তবা আমরা একসাথে দ্রুত কয়েকটা পেয়ারের উপর সল্দ্প সমের জন্য এনালাইসিস করতে পারব, কিন্তু লং টার্ম এর জন্য ইটা কঠিন হয়ে পরে.

Tamim Al Mamun
2015-06-29, 05:48 AM
আমার মতে ২-৩ টা পেয়ারেই সিমা বদ্ধ থাকাই ভাল। কারন আপনি যদি এক সাথে অনেক গুলো পেয়ারে এনালাইসিস করতে চান তাহলে আপনি একটাও পেয়ার ঠিক ভাবে এনালাইসিস করতে পারবেন না এবং মাথা ঠিক রাখতে পারবেন না। আর আপনি যদি ২-৩ টা পেয়ারে থাকে তাহলে আপনি ঠান্ডা মাথায় সঠিক ভাবে এনালাইসিস করতে পারবেন।

Zakariea
2015-06-29, 02:18 PM
আমার মতে এক জন ট্রেডার সব গুলো পেয়ারে এনালাইসিসেস করা উচিত নয়। কারন তাহলে তার আর ট্রেড করা হবে না। আপনি চার্টে গিয়ে দেখতে পারেন আপনার স্টাটিজি চার্টের সাথে মেচ করে কি না।

Tamim Al Mamun
2015-06-30, 04:18 AM
আমি মনে করি ২-৩ টা পেয়ারে তাকাই ভাল আর ২-৩ টা পেয়ারে এনালাইসিস করাই ভাল। কারন আপনি যদি এক সাথে অনেক গুলো পেয়ারে এনালাইসিস করতে চান তাহলে আপনি ঠিক ভাবে একটা পেয়ারেও এনালাইসিস করতে পারবেন না আপনি কোনটা রেখে কোনটা করবেন এই ভেবে আপনার মাথা ঠিক থাকবে না। তাই আপনি যদি ঠিক ভাবে এনালাইসিস করতে চান তাহলে বেশি পেয়ারে এনালাইসিস না করে অল্প পেয়ারেই এনালাইসিস করুন তাতে আপনি মাথা ঠান্ডা রেখে ঠিক ভাবে এনালাইসিস করতে পারবেন।

Fxaziz
2015-07-02, 05:47 PM
ফোরেক্স মার্কেট এ আমরা চারটি পেয়ার এ ট্রেড কোরে থাকি।যেমন-_ইউরু ইঊ এস ডী ইত্যাদি পেয়ার এ আমরা ট্রেড করি। আমার মতে ঈঊ এস সেশন এ ট্রেড করা বালো।কারন ইউ এস সেশন শুরু হই রাত ৭টার সমই।তখন আমরা ভাল বাবে ফরেক্স মারকেট এ ট্রেড করতে পারব।ইউ এস সেশন চারাও আমরা মারকেট এ ট্রেড করতে পারব।চীডনি সেশনেও মার্কেট ট্রেড টা ভাল হই।জেহেতু আমরা ৪টী সেশনে ট্রেড করী তাই চারটীঈ বাল সেশোণ।,

RichMahfuz
2015-07-02, 05:50 PM
নির্ধারিত নাই, ফরেক্স এ অনেক কারেন্সি পেয়ার আছে, সেগুলো থেকে আপনি আপনার পছন্দের পেয়ার বেছে নিয়ে, সেই পেয়ার ভালভাবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে আপনি ট্রেড করতে পারেন, এতে আপনি লাভবান হবেন। এছাড়াও অভিজ্ঞটা অরজনের জন্য বেশি বেশি এনালাইসিস করতে পারেন। এতে আপনার অভিজ্ঞটা অনেক বেরে যাবে। ট্রেড করা আপনার জন্য সহজ হবে,

mamun93
2015-07-07, 03:47 AM
আমি নিয়মিত দুটি কারেন্সি পেয়ার অ্যানালাইসিস করি আর তা হল ইউরো/ইউ.এস.ডি এবং ইউ.এস.ডি/জাপানী ইয়েন।আমি এই দুটি কারেন্সি পেয়ার অ্যানালাইসিস করি তার কারন হল এ দুটির মূল্য/দর অনেক বেশি প্রতিনিয়ত উঠা নামা করে। তবে আমি মনে করি ট্রেডারদের ঐ সকল পেয়ার অ্যানালাইসিস করা উচিত যে পেয়ার গুলোর মূল্য/দর প্রতিনিয়ত চাহিদার দরুন উঠা নামা করে।

roni11
2015-08-10, 01:19 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অবশ্যই এনালাইসিস করতে হয় তবে তখন যদি বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করা হয় তখন মাথায় অনেক সময় ভাল কাজ করে না তাই ফরেক্স মার্কেটে সবসময় বেশি পেয়ার নিয়ে এনালাইসিস না করা ভাল ২ টা পেয়ার নিয়ে এনালাইসিস করা ভাল।

sunil
2015-08-12, 12:11 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বেশি পেয়ার এনালাইসিস করা ভাল না ২ থেকে ৩ টা পেয়ার এনালাইসিস করা ভাল অনেক পেয়ার এনালাইসিস করতে গেলে অনেক সময় এনালাইসিস ভাল হয় লস করতে হয় তাই কম পেয়ার নিয়ে এনালাইসিস করা ভাল।

afzalforex11
2015-08-12, 12:21 AM
নতুন ব্যবসায়ী eur / ডলার যে প্রধান জোড়া উপর ফোকাস করা উচিত. এটা কিভাবে ট্রেড তাদের একটি ভাল ধারণা দিতে হবে. এবং এটা তাদের অভিজ্ঞ করতে হবে.

Vimri
2015-08-13, 03:15 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক কিছু এনালাইসিস করতে হয় তার মধ্যে পেয়ার এনালাসিস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় একবারে ২-৩ পেয়ারের বেশি এনলাইসিস করা উচিৎ নয় এতে লসের সম্বাভনা খুব কম থাকে কিন্তু এর চেয়ে যদি অধিক পেয়ার একবারে এনালাইসিস করা হয় তবে লসের সম্বাবনা বেশি থাকে

maziz6989
2015-08-13, 03:20 PM
এই বিষয়টা্ নিয়ে বিতর্ক বেশ পুরনো। কেউ বলেন আপনি যে পেয়ারে ট্রেড করেন শুধু তার উপর এনালাইস করেন । আবার কেউ বলেন কো রিলেশান বুঝতে হলে অন্যাণ্য পেয়ারও এনালাইসিস করেন। কেউ বলেন একটা পেয়ারের উপর বিশেষজ্ঞ হয়ে উঠুন আবার কেউ বলেন সব মেজর পেয়ারে কম বেশি চোখ রাখবেন( সব গুলোতে তো আর সব সময় ট্রেড সেট আপ তৈরী হয় না।)। এটা ব্যক্তির উপর নির্ভরশীল।

mirza
2015-08-13, 03:37 PM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে আপনি আপনার ইচ্ছামত নিতে পারেন।আতে কোন নিয়ম নাই। তবে বাসি পেয়ারে ট্রেড করা ঠিক না। তবে মার্কেট এর উপর নজর রেখে পেয়ার থিক করা ভাল ।তা না হলে লস হতে পারে ।আর আপনি ইউরো বা ইউ এস পেয়ার নিয়ে ট্রেড করা ভাল।

Doom
2015-08-21, 04:55 PM
আমার মনে হয় ফরেক্স থেকে ভাল কোন বাবসা বরতমান প্রিথিবিতে নেই তাই আমাদের সকলের উচিত ভাল কোন অভিজ্ঞ ত্রেডার কাস থেকে এই বাবসা শেকআ। আমরা যদি ট্রেড শিক্তে পারি আমরা অনেক টাকা আয় করতে পারব ট্রেড করে।আমি সাধারন্ত ১ তি পেয়ারে আনাল্যসিস করে থাকি।

azizulhaque
2015-08-23, 05:18 PM
মার্কেটে অনেক পেয়ার রয়েছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সব পেয়ারের স্প্রেড এক নয়। কিছু পেয়ারের স্প্রেড অনেক বেশি। আবার কিছু পেয়ার আছে যাদের মুভমেন্ট খুব এলোমেলো ফলে তাদের নিয়ে এনালাসিস করা অনেক কষ্টসাধ্য। আমাদের উচিত যেসব পেয়ারের স্প্রেড কম এবং মুভমেন্ট মোটামুটি স্বাভাবিক শুধু তাদের নিয়েই এনালাইসিস করা। এক্ষেত্রে ৫-৬ টা পেয়ারই যথেষ্ঠ।

lota
2015-08-28, 08:10 PM
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে গেলে অনেক পেয়ারে ফরেক্স ট্রেড করা যায় তবে ফরেক্স ট্রেড করার জন্য বেশি পেয়ারে ফরেক্স ট্রেড করা ভাল না কারন ফরেক্স ট্রেড করতে গেলে অনেক বেশি পেয়ারে এনালাইসিস করা ভাল না ভাল এনালাইসিস করা যায় না ।

chor
2015-08-28, 08:45 PM
মার্কেটে অনেক পেয়ার রয়েছে এটা সম্পূর্ণ আপনার উপর নিওরভর করে যে আপনি কোন পেয়ারে বেশি গুরুত্ব দেবেন তবে একসাথে অনেক পেয়ারে ট্রেড না করা সব থেকে ভালো কারণ এটা এনালাইসিস করতে খুব ভালো হয় না

Fxaziz
2015-08-28, 09:39 PM
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত চারটি কারেঞ্চি পেয়ার ট্রেড করি। তার মধ্যে আমি ইউরো এউ এসডি কে বেসি প্রাধান্য দিয়ে থাকি।কারন ফরেক্স মার্কেট এ এই দুইটি কারেঞ্চিতে বেসি আয় করা যাই। তবে আমি বাকি সব কারেঞ্চিতেও ট্রেড করি। আমার কাছে সবছেয়ে বেসি ভালো লাগে গোল্ড বা সিল্বার এ ট্রেড করা। কারন আমি এখান থেকে ভালো একটি এমাওউন্ট আয় করেছি।তবে এই কারেঞ্চি গুলো তে ট্রেড করা একটু রিস্ক হয়ে যাই। তাই না করা ভালো।

MotinFX
2015-08-28, 09:48 PM
ফরেক্স মার্কেটে অনেক গুলো ফেয়ার আছে। আমার মতে eur/usd,gbp/usd,jyp/usd এরকম কয়েক টি ভাল ফেয়ার দেখে ট্রেড করা ভাল।

Jobless
2015-08-28, 09:56 PM
আপনি কয়টা পেয়ার নিয়ে কাজ করবেন তা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। ট্রেড করার জন্য সাধারন ভাবে ২ বা ৩ টা নিয়ে ট্রেড করা যেতে পারে।তবে এনালাইসিস করার জন্য অই সব পেয়ার নেওয়া উচিত যাদের স্প্রিড কম থাকে তাহলে লস কম হওয়ার সম্ভাবনা থাকে।বেশি পেয়ার নিয়ে কাজ করলে এনালাইসিসের সময় মনে রাখা কস্ট সাধ্য।তাই আপনার সুবিধা মত ২ বা তিনটা পেয়ায়ে এনালাইসিস করতে পারেন।

maziz6989
2015-08-29, 07:29 AM
এর কোন নির্দিষ্ট কোন সুত্র নেই। আপনার পছন্দের সব পেয়ারে এনালাইসিস করবেন। তবে অনেক সময় যে পেয়ারে ট্রেড করেন না সেটাও এনালাইসিস হতে পারে অন্য কোন পেয়ারের কো-রিলেশান বুঝার জন্য। পেয়ারের শক্তি জানার জন্য। আমি সব মেজর পেয়ারই এনালাইসিস করি। আর কিছু ক্রস পেয়ারও এই তালিকায় আছে।

lopa
2015-08-29, 07:54 AM
ফরেক্স ট্রেদকরারজন্ন বেশি পেয়ার নিয়ে এনালাইসিস্করা ভাল কেন বেশ কোন কিছু ভাল না বেশি করতে গেলে সবকিছু এলমেল হয়ে যায় তাই ফরেক্স মার্কেটে এনালাইসস করার জন্য ১ থেকে ২ টি পেয়ারে এনালালাইইসিস করা ভাল।

Reaz Uddin
2015-08-29, 07:56 AM
আপনি যে পায়ার এ ট্রেড করবেন সেই পেয়ারেই এনালাঈসিস করেন কিন্তু আপনাকে ২ রকম এনালাঈসিস ই করতে হবে। টেকনিকেল এবং ফাউন্ডামেন্টাল এবং আমি মনে করি যদি আপনি ভাল এনালাঈসিস এর সাথে ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারেন তবে আপনি লস করবে না।

Imran2
2015-09-29, 11:05 PM
আমি মনে করি ২-৩ টা পেয়ার করাই ভাল । কারন আপনি যদি বেশি পেয়ারে ট্রেড করতে যান আপনি ঠিক ঠাক মত কাজ করতে পারবেন না ।একাধিক পেয়ার এর সাথে ট্রেড করতে হলে অনেক সময় দেয়া প্রয়োজন হয় । এজন্য সকল সময়ে পেয়ার এ একাধিক পেয়ারের উপর এনালাইসিস করা কঠিন হয়ে পরে ।তাই আমি মনে করি আপনার অল্প পেয়ার করাই ভাল ।

shakawath
2015-10-26, 04:08 PM
যত পেয়ার নিবেন এনালাইসিস করার জন্য তত ঝামেলা হবে। যে পেয়ারে ট্রেড করবেন শুধু সেই পেয়ারে এনালাইসিস করাই যথেষ্ট। আর যদি দুই বা তিনটি পেয়ারে ট্রেড করেন তাহলে সবকটির জন্য আলাদা চার্টে এনালাইসিস করতে হবে। যখন কোন পেয়ারে এনালাইসিস বেশি বেশি করবেন একসময় দেখবেন যে আপনার এনালাসিস করতে সময় কম লাগছে। তখন অন্য পেয়ারে হাত দিলে সুবিধা পাবেন।

Diction Barua
2015-10-29, 01:43 PM
ফরেক্স মার্কেটে পেয়ার নির্বাচন একটি গুরুত্ব বিষয়, একগাদা পেয়ার নিয়ে এনালাইসিস করা একটু কঠিন এবং অগোছালো হয়ে পড়ে।কম স্প্রেডের সর্বোচ্চ দুটি পেয়ার নির্বাচন করে ট্রেড করাটা উচিত বলে আমি মনে করি।এক্ষেত্রে এনালাইসিস করাটা অনেক সহজ হয়। বেশি বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করার চেয়ে একটি বা দুটি পেয়ার নিয়ে এনালাইসিস করে ট্রেড করলে ভাল ফল আসবে বলে মনে করি।

skemon5747
2015-10-29, 02:32 PM
আসলে দেখুন উচিত বা নিয়মেরতো কোন শেষ নেই আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের উচিত ভাল চাহিদাপূর্ন কারেন্সি পেয়ার নিয়ে কাজ করা আর সেক্ষেত্রে আমি মনে করি দুই একটি কারেন্সি পেয়ার অ্যানালাইসিস করে সেগুলো নিয়েই কাজ করা ভাল।

pips
2015-10-29, 07:59 PM
ফরেক্স যারা কাজ করেন আমার মনে হয় যে তাদের কাছে পেয়ার এনালাইসিস করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবার ই সব পেয়ারের উপরই কম বেশি ধারনা থাকা দরকার। আমরা আরো লক্ষ্য করলে দেখতে পাব যে ফরেক্স শুধু মাত্র একটি পেয়ার না, ফরেক্সে অনেক পেয়ার রয়েছে। আমার মতে যে পেয়ারগুলোর স্প্রেড কম সেই পেয়ারগুলো নিয়েই এনালাইসিস করা বুদ্ধিমানের কাজ।

mlbasumata
2015-10-29, 08:06 PM
আপনি যে কয়টা পেয়ারে ট্রেড করবেন সেই কয়টা পেয়ারে আপনাকে এনালাইসিস করতে হবে। এনালাইসিস ছাড়া কোন পেয়ারের মার্কেট মুভমেন্ট আপনি বুঝতে পারবেন না আর মার্কেট মুভমেন্ট না বুঝলে সেই পেয়ারে আপনি ট্রেড করতে পারবেন না।

yasir arafat
2015-10-29, 10:42 PM
আমি মনে করি এনালাইসিসটা আমাদের স্ট্রাটেজির উপর নির্ভর করে।যার যেরকম স্ট্রাটেজি সে ঠিক সেরকম করে এনালাইসিস করে থাকে।যেমন কেউ যদি পেয়ার এনালাইসির মাধ্যমে ট্রেড করে থাকে তাহলে সে পেয়ার এনালাইসিস করে।আর যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে তারা সেটাই করে।এছাড়া আমি পেয়ার এনালাইসিসের সময় eur/usd,gbp/usd,aud/usd এবং usd/cadবেশি দেখি।

AbuRaihan
2015-12-16, 10:25 PM
আপনার প্রশ্নটা যথেষ্ট যুক্তিযুক্ত ৤ আমরা যখন একটা ট্রেড নিব বলে ভাবি ঠিক তখনই আমাদেরকে এনালাইসিস করতে হবে যে আমি যে ট্রেডটা নিব তা কতটা প্রফিটের সম্ভাবনা থাকবে নাকি লস হবে ৤ অর্থ্যাৎ মার্কেটের মুভমেন্ট এনালাইসিস করতে হবে যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ট্রেডটা নেওয়া ঠিক হবে কিনা ৤ কিন্ত আমাদেরকে সব পেয়ার এনালাইসিস করতে হবে না ৤ কারণ সব পেয়ার এনালাইসিস করার মত সময় আমাদের থাকে না ৤ তাই যে পেয়ারে ট্রেড নিবেন শুধু সেই পেয়ারের সার্বিক অবস্থা বিশ্লেষণ করুন ৤

tonmoy7
2015-12-17, 12:05 AM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন।আর তা ছারা সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব না।তাই আপনি দুইটা কি তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন তা আবার মার্কেট বুঝে পেয়ার সিলেক্ট করতে হবে তা না হলে আপনি অনেক ক্ষতি করতে পারেন।

Realifat
2015-12-17, 08:51 AM
ফরেক্স মার্কেটে হাজারো কারেন্সির পেয়ার রয়েছে তা আমরা সকলেই জানি। তবে এতোসব পেয়ারে ট্রেড করা অ্যানালাইসিস করা কিছুই আমরা পারবো না এবং সম্ভবও না। এজণ্য কিছু পেয়ারকে নির্দিষ্ট করে ট্রেড এবং অ্যানালাইসিস করা যেতে পারে।বিশেষ করে মেজর কারেন্সির পেয়ারগুলোতে ট্রেড করা এবং সেগুলোর অ্যানালাইসিস করাই অধিকতর ভালো বলে আমি মনে করি।,

uzzalbd
2015-12-17, 08:56 AM
আসলেই ফরেক্স এ এটি একটি কমন প্রশণ যে আমি কয়টা পেয়ার নিইয়ে ট্রেড এবং আনালাইসিস করব। ফরেক্স মার্কেট এ অনেক পেয়ার আচে যা আপনি ট্রেড করতে পারেন। তবে আম্র মতে ২-৩টা কারেনশি ট্রেদ করাই ভালো।

HKProduction
2015-12-17, 09:04 AM
ফরেক্স মার্কেটে যদি ৪০ টি পেয়ার থাকে আর আপনি যদি একটি পেয়ারে এক বছর করে প্রাকটিস করেন তবে আপনার ফরেক্স শিখতে ৪০ বছর লাগবে। এবার আপনার প্রশ্নের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আপনি কত বছরে ট্রেড শিখবেন। আমরা সব কিছু একটি পেয়ারে শিখে অন্য পেয়ারে কমপেয়ার করি।

shihab
2015-12-17, 11:28 AM
আপনি যদি নতুন ত্রেদার হয়ে থাকেন তবে আমি বলব আপনি শুধু মেজর পেয়ার গুলতে ট্রেড করুন, আপনার ট্রেডিং এর বয়স বারার সাথে সাথে আস্তে আস্তে পেয়ার এর শঙ্খা বারান এর কারন হল আপনি প্রতিদিং ৬য়া তাপেয়ার ট্রেড করলে ৬টা পেয়ার এই এন্ট্রি অরদার পাবেন না হয়ত ১ টা বা ২ টা পেলে পেতে পারেন, তাই পেয়ার এর সংখ্যাটা বেশি হলে এন্ট্রি নেয়ার শম্ভবনাতাও বেশি বেরে যায়।

Selim BU
2015-12-17, 05:59 PM
ফরেক্স মার্কেট হলো আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে বিভিন্ন দেশের মূদ্রা, তেল, মেটাল ইত্যাদির বিনিময় হয়। পৃথিবীর সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়ে ফরেক্স মার্কেট ২০ গুন বড়। এখানে রয়েছে অসংখ্য পেয়ার। কিন্তু সব পেয়ার নিয়ে এনালাইসিস করা সম্ভব না। সব পেয়ার এনালাইসিস করতে গেলে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে। সেকারনে ৫-৬টা পেয়ার নির্দিষ্ট করে এনালাইসিস করা উচিত। এক্ষেত্রে মেজর কারেন্সীকেই গুরুত্ব দেয়া উচিত।

Selim BU
2015-12-17, 06:41 PM
ফরেক্স মার্কেট অনেক বড় একটা মার্কেট । এখানে বিভিন্ন দেশের মূদ্রার বিনিময় করা হয়। এখানে রয়েছে অসংখ্য মূদ্রার পেয়ার। একজনের পক্ষে সব গুলো পেয়ার এনালাইসিস করা সম্ভব না। সবগুলো পেয়ার এনালাইসিস করা ঠিকও না, কারন সব পেয়ারে গ্রামাটিক্যাল মুভমেন্ট হয় না। আমার মতে ৫-৬ টি পেয়ার নিয়েই কাজ করা উচিত। এতে পেয়ার গুলো সম্পর্কে ভালো দক্ষতা হয়।

sumekus
2015-12-17, 07:21 PM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। এর সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব নয়। এছাড়া কিছু পিয়ার আছে যেগুলোর স্প্রেড অনেক বেশি এবং আমাদের প্রায় অভিজ্ঞতার বাইরে। এ ধরণের পিয়ার ট্রেড করে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। তাই আমি মনে করি কম সেব্প্রড এর কয়েকটি পিয়ার বেছে নিয়ে এনালাইসিস করা ভালো।

lima1
2015-12-17, 08:31 PM
ফরেক্স মারকেটে সবসময় একটি বিসয় খেয়াল রাখতে হবে অনেক বেশি কিছু না করা ভাল কারন ফরেক্স মারকেটে ট্রেড করতে গেলে অনেক পেয়ার নিয়ে এনালাইসিস করে ফরেক্স মারকেটে কখন ট্রেড করা উচিৎ না তাই অল্প কিছু পেয়ার নিয়ে ফরেক্স মারকেটে ট্রেড করা ভাল তাহলে ১ থেকে ২ টি পেয়ার নিয়ে এনালাইসিস করা ভাল অনেক পেয়ার নিয়ে এনালাইসিস করলে ভুল হতে পারে এনালাইসিস করা ।

rafiqfx619
2015-12-17, 09:23 PM
মেজর পেয়ারগুলো এনালাইসিস করা উচিত। কেননা অধিকাংশ ক্রস পেয়ারে স্প্রেড অনেক বেশি আর এনালাইসিস করাও বেশ জটিল। তবে অনেকে একটা মাত্র পেয়ার এনালাইসিস করে ট্রেড করেন। প্রাইস একশন ট্রেডার নেইল ফুলার মেজর পেয়ার এর সাথে আবার জাপানীজ ইয়েন এর পেয়ারগুলোতেও ট্রেড করেন। তাই আমাদের ভালো পেয়ারগুলোতেই শুধু ট্রেড করা উচিত।

basaki
2015-12-26, 12:06 AM
ব্যবসার মত ব্যাবসা একটা করতে পারলেই যতেস্ট। আর ফরেক্স ব্যবসায় পেয়ারের অবাব নেই। আপনি ইচ্ছে করলে সব পেয়ারে ট্রেড করতে পারেন। তবে কয়েটা পেয়ারে ট্রেড করলে আপনি অই পেয়ারে ট্রেড সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করতে পারবেন।

Marufa
2015-12-26, 08:54 AM
আপনি যদি খুব ভালভাবে এনালাইসিস করতে চান আমার মতে দুই তিনটা পেয়ার এ এনালাইসিস করা উচিত । বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করলে কোনটাই ভালভাবে বোঝা যাবে না । তাই যত কম পেয়ার তত বেশি সফলতা আসবে বলে আমি মনে করি ।

sumon37
2015-12-26, 09:09 AM
মানুষ এক সাথে অনেক গুলো কাজ করতে পারে না। কিন্তু ফরেক্স মার্কেট আমরা যখন ট্রেড করতে যায় তখন দেখি একজন ট্রেডার একসাথে অনেক গুলো পেয়ার নিয়ে ট্রেড করে। কিন্তু তাতে তারা সফল হতে পারে না। কারন আপনি একসাথে সব কটিতে নজর দিতে পারেন না। আর যেকারনে আপনি সফল হতে পারেন না। তাই কম স্পেড এ কয়েকটি পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত। এতে আপনি সহজ ভাবে ফরেক্স এ সফল হতে পারবেন।

HKProduction
2015-12-26, 09:19 AM
আমি শুধু একটি পেয়ারেই ট্রেড করি। আমি ডেমোতে লক্ষ্য করেছি। প্রত্যেক পেয়ারের মোভমেন্টের ধরন এক রকম নয়। তাই একটি পেয়ার নিয়ে অভিজ্ঞতা অর্জন করলে প্রফিট নিশ্চিত করা যায়। এতে আমাদের ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পায়। দক্ষতা বাড়লে আমাদের মানসিক প্রশান্তি বাড়ে। আমাদের ভয় কমে যায়।

uzzalbd
2015-12-26, 11:37 AM
ফরেক্স মারকেট এ অনেক কারেন্সি পেয়ার আছে। আপনি আপনার ইছমতো যেকোন কারেন্সীতে ট্রেড করতে পারেন। এখানে ধরাবাধা কোন নিয়ম নেই যে আপনাকে ফিক্সড কোন কারেন্সিতে ট্রেড করতে হবে। আপনি ২-৫ টি পেয়ারে ট্রেড ওপেন করতে পারেন।

sharifulbaf
2015-12-26, 11:50 AM
ফরেক্স মার্কেট এ বেশি কারেন্সি পেয়ারে এনালাইসিস না করে ৫ও ৬ টা কারেন্সি পেয়ারে এনালাইসিস করা অনেক ভাল,যথা ইউরো, ইউএসডি,জিবিপি,সিএইচএফ গোল্ড,সিলভার,এই কারেন্সি তে ফরেক্স ট্রেডিং করে অনেক ভাল প্রফিট করা যায়,তাই কম পেয়ারে এনালাইসিস করা।

monorom
2015-12-26, 12:05 PM
আমার মতে নতুন ট্রেডারদের জন্য ইউরো/ ইউ এস ডি এবং জি বি পি/ ইউ এস ডি তে ট্রেড করা উচিত । এছাড়া আপনি এনালাইসিস করার জন্য সব গুলো পেয়ার দেখতে পারেন । আর যারা ফরেক্স ট্রেডিং এ অনেক দক্ষ তারা অন্যান্য পেয়ারে ট্রেড করতে পারে । তবে ট্রেড করার সময় আপনার ব্যালেন্স এর দিকে লক্ষ রাখতে হবে এবং কোন পেয়ারে কত স্প্রেড তা দেখতে হবে ।

Talha
2015-12-26, 12:30 PM
আমার মনে হয় একদিনে দুইটা তিনটের বেশি অ্যানালাইসিস করাটা ঠিক হবে না কারন মানসিক ভাবে বিচলিত হওয়ার সম্ভবনা থাকে তাতে করে ট্রেডের সম্পর্কে বাজে চিন্তা আসতে পারে নিজের উপর চাপ কম রাখাটা ভাল ট্রেডারেরবৈশিষ্ট্য

anita
2015-12-31, 11:03 PM
ফরেক্স মার্কেটে বেশি পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ভাল না কারন বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করা ভাল না কারন বেশি পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে বেশি ভুল হতে পারে তাই এই জন্য কম পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ভাল এই জন্য ভাল এনালাইসিস করা ভাল হয়।

MdRazu128890
2016-01-01, 12:07 AM
আমি মনে করি একজন ফরেক্স ট্রেডারের ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে সেই সকল কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা উচিত যে কারেন্সি পেয়ার সমূহের ব্যাপক চাহিদা বা ডিমান্ড রয়েছে আর তাকে ঐ সকল কারেন্সি পেয়ারের উপরই নিয়মিত অ্যানালাইসিস করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা উচিত এতে করে অনেক ভাল ভাবে ফরেক্স থেকে প্রফিট লাভ করা যায়।

yasir arafat
2016-04-03, 08:36 PM
হবে।প্রতিদিন অ্যানালাইসিস করে যেতে হবে।আর বাকিরা যারা কিভাবে সফল হচ্ছে তাদের ট্রেডগুলোও আমাদের দেখতে হবে।তাদের এ সব সফলতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।মানুষ আসলে চেষ্টা করলে সব করতে পারে।

md mehedi hasan
2016-08-31, 09:04 AM
ফরেক্স মার্কেটে অনেক পিয়ার আছে।ট্রেডাররা আদের পছন্দের পিয়ার বেছেনিয়ে ট্রেড করে থাকে।তবে ফরেক্স মার্কেটে অনেক গুলো পিয়ারে ট্রেড করার চাইতে দু একটি পিয়ারে ট্রেড করাই ভালো।কারন ফরেক্স মার্কেটে একএক ধরনের পিয়ার একএক ধরনের আচারণ করে।যা সহজেই বুঝে উঠা সম্ভব নয়।তাই ফরেক্স মার্কেটে একটি বা দুটি পিয়ারে এনালাইসিস করে ট্রেড করাই ভালো।

Rana mollah
2016-08-31, 09:54 AM
ফরেক্স মার্কেটে এনালাইসিস করতে হলে বিভিন্ন ধরনের পেয়ার আছে , যে সব পেয়ারে ট্রেড করলে ট্রেড অপেনে কম স্প্রেড খায় সেই সব পেয়ারে এনালাইসিস করা ভাল । যাতে ট্রেড করে ভাল কিছু পাওয়া যায় । যেসব কম পেয়ারের মার্কেট আছে সেই সব ২/৩ মার্কেট এনালাইসিস করলে ভাল হয় । সেই মার্কেটে সুবিধা সেই মার্কেটে ট্রেড করা যাবে । ২/৩ টা পেয়ারে এনালাইসিস করা হলে সেই সব মার্কেট সম্পর্কে ভাল জানা যায় । সব সময় কম স্প্রেডে পেয়ার এনালাইসিস করা ভাল ।

Md Sanuwar Hossain Hossai
2016-08-31, 10:28 AM
আমি মনেকরি,, ফরেক্স ট্রেড করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।। ফরেক্স ট্রেড করার জন্য আমাদের আগে ফরেক্স বাজার এনালাইসিস করে ট্রেড করা উচিৎ।।। ফরেক্সএ যে কোনো দুইটি কারেন্সি এর মধ্যে ট্রেড করা হয়।। ফরেক্স আমরা যে দুইটি কারেন্সি নিয়ে ট্রেড করব সেই দুইটি কারেন্সি সিম্পরকে আমাদের এনালাইসিস করা উচিৎ।।।

md arif khan
2016-08-31, 10:48 AM
আপনি চাইলে একসাথে অনেকগুলো পেয়ারে ট্রেড করতে পারবেন।তবে একাধিক পেয়ারে ট্রেড না করে কোন নির্দিষ্ট পেয়ারে ট্রেড করাই ভালো।আমার কাছে সব থেকে দুইটা পেয়ার ভালো লাগে তা হলusd/gbp , eur/usd ।কারন এখানে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে।

অনিক বিশ্বাস
2016-08-31, 11:37 AM
এটা নিজের ইচ্ছা মত করা যায় । তবে যেটা মনে রাখতে হবে সেটা হছে যে আমাদের এনালাইসিসটা করতে হবে সঠিকভাবে । তাহলে আমাদের কয়েকটা পেয়ার নেয়া ঠিক হবে । আমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। আর সেটা আসবে অনেক পেয়ারে নজর রাখলে । অন্যথায় সময় বেশি নষ্ট হয়ে যাবে । মার্কিন ডলারের যেসব পেয়ার আছে সেগুলায় আমাদের নজর রাখতে হবে ।

SAHADAT
2016-08-31, 03:00 PM
আমার মতে সর্বোচ্চ তিনটি পেয়ারের বেশি এনালাইসিস না করাই ভালো। কারন অন্যথায় আপনি গুলিয়ে ফেলবেন। হয়তো দেখা যাবে অর্ডার বাই এর জায়গায় সেল এবং সেল এর জায়গায় বাই দিয়ে ফেলবেন!!! তাই বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম

Achraf
2016-09-01, 02:11 AM
ফরেক্স মার্কেটে অনেকগুলো পেয়ার আছে। কয়টা পেয়ারে এনালাইসিস করতে হবে এর কোন ঠিক নেই। তবে এত বেশি পেয়ারে এনালাইসিস করা ঠিক নয় যে মাথায় ঠিকমত না থাকে।

MD ALAMIN ARIF
2016-09-01, 02:19 AM
ফরেক্স মার্কেট এ অনেক গুলো পিয়ার রয়াছে ট্রেড এর জন্য তাদের মধ্যে অনেক পিয়ার আসে যাদের কিনা স্প্রেড অনেক বেশি আমাদের বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ।

udaydebnath
2016-10-04, 07:25 PM
ফরেক্সে ভাল রেজাল্ট করতে হলে যে কোন একটি বা দুইটি পেয়ার নিয়ে ট্রেড করা উচিৎ, এতে করে উক্ত পেয়ার সম্পর্কে ভাল ধারনা তৈরী হবে। পেয়ারটি কখন কেমন আচরন করে তা জানা যায়। যেমন ইউরো/ইউএসডি পেয়ার গত 1 বছর হল একটি নিদ্দিষ্ট সীমার মধ্যে আছে।

nisho5533
2016-10-04, 09:01 PM
টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে মার্কেট এর বর্ত্মান এবং অতীত এর প্রাইস এর মুভমেন্ট দেখে এর প্রাইস ভবিষ্যতে কি হতে পারে তার একটা নির্দেশনা বের করা । মার্কেট এ কণ নিউজ এর প্রভাব না থাকলে মার্কেট সাধারনত টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করেই মুভ করে থাকে । তাই মার্কেট এর স্বাভাবিক গতিবিধি বুঝতে হলে আমাদসেরকে অবশ্যই ভালো টেকনিক্যাল এনালাইসিস করতে হবে তাহলে আমরা মার্কেট থেকে বেশ ভালো পিপস লাভ করতে পারব ।

MoinFX
2016-10-06, 11:56 AM
ফরেক্স মার্কেটে আমাদের কে ট্রেড করা দরকার শুধু কারেন্সিতে কারন ফরেক্স মার্কেট অনেক বেশি বড় বাজার যা আমাদের কে সব কিছু নিয়ে অনেক কঠিন তাই আমাদের কে মেজর কারেন্সি নিয়ে এনলাইসিস করা উচিত।

shimul77ss
2016-10-06, 03:59 PM
এটা নির্ভর করে আপনার মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার উপর।আপ্নি যে পেয়ার এনালাইসিস করবেন তা নিয়ে বেশি অনুশীলন করুন।আর আমার মতে কম স্পেড এর পেয়ার নিয়ে জ্ঞান চর্চা করা সবথেকে বেশি ভাল।

nisho5533
2016-10-06, 04:22 PM
টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?

tarekbsl101
2016-10-09, 11:25 AM
আমি আসলে অনেক ভুল করতাম এত দিন যান্তাম নাহ এই বেপার টা নাহ
জাইনাহ
১৫ ১৬ তা প্যেয়ার নিয়া এনালাইসিস করতম
আশা করি এখন দিয়া কম প্যেয়ার নিয়া কাজ করব

Tazul Islam
2016-10-09, 12:29 PM
আপনি যে পেয়ারে ট্রেড করেন সেই পেয়ারের সাথে যে কোন একটির সাথে অন্য পেয়ারগুলি অবশ্যয় এনালাইসিস করতে হবে এতে ভাল ফল পাওয়াা যায়। ধরুন আপনি eur/usd পেয়ারে ট্রেড করেন,সেক্ষত্রে আপনাকে eur/chf এনালাইসিস করতে হবে। অনুরুপ ,usd/gbp, usd/chf,eur/gbp ইত্যাদি পেয়ারের মুভমেন্ট সম্পরকে ধারনা রাখতে হবে।

RUBEL MIAH
2017-04-27, 04:21 PM
সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার । কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম । আমার পছন্দের পেয়ারগুলো হল ইউরো-ইউএসডি, জেবিপি-ইউএসডি ,ইউএসডি-জেপিওইয়াই । কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম ।

uzzal05
2017-05-23, 10:26 PM
ফরেক্স মার্কেট এ কম পেয়ার এ ট্রেড করা ভালো। কারন কম পেয়ার এ ট্রেড করলে আমাদের মাথা ঠিক থাকবে। তা না হলে নানাবিধ পেয়ার এ ট্রেড করলে আমরা কোণ কিছুই আয়ত্ত করতে পারব না। কম পেয়ার ট্রেড করেও অনেক লাভবান হওয়া যায়।

uzzal05
2017-05-24, 05:09 AM
আমি ব্যাক্তিগত ভাবে কয়েকটা পেয়ার এ এনালাইসিস করে থাকি। আর মনে করি যার যার ট্রেডিং সিস্টেম অনুযায়ী এনালাইসিস করা উইচত। এতে নিজদের লস কমে হতে পারে। কেননা শুধু বেশী কারন্সিতে ট্রেড করলেই যে প্রফিট করা যায় তা কিন্তু নয়। একটা কারেন্সিতে ট্রেড করলেও প্রফিট করা যায়।

Mamun13
2017-11-27, 09:06 PM
আসলে অনভিজ্ঞ ও নতুন ট্রেডারদের পক্ষে অনেকগুলো পেয়ারে একইসাথে এনালাইসিস করা সম্ভব বা সঠিক হয় না৷তাই দুই তিনটা পেয়ারে মনযোগের সাথে এনালাইসিস করে ট্রেড করতে পারলেই যথেষ্ঠ৷যেমন মেজর কারেন্সী পেয়ার-eur/usd,gbp/usd এবং usd/jpy পেয়ারে এনালাইসিস করে ট্রেড করতে পারলে নতুন অবস্হায় টিকে থাকা সম্ভব হবে৷এর বেশি প্রয়োজন হয়না৷

yasir
2017-11-28, 10:11 AM
ফরেক্স মার্কেটে আমাদের কে ট্রেড করা দরকার শুধু কারেন্সিতে কারন ফরেক্স মার্কেট অনেক বেশি বড় বাজার যা আমাদের কে সব কিছু নিয়ে অনেক কঠিন তাই আমাদের কে মেজর কারেন্সি নিয়ে এনলাইসিস করা উচিত।

nahida
2017-11-30, 11:48 PM
আপনি যদি খুব ভালভাবে এনালাইসিস করতে চান আমার মতে দুই তিনটা পেয়ার এ এনালাইসিস করা উচিত । বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করলে কোনটাই ভালভাবে বোঝা যাবে না । তাই যত কম পেয়ার তত বেশি সফলতা আসবে বলে আমি মনে করি ।

01797733223
2017-12-01, 11:59 AM
এক্ষেত্রে আমি বিশেষভাবে বলব যে আপনি শুধু যেকোন একটা পেয়ার নিয়ে কাজ করে যান, একটা পেয়ারেই শুধু সময় দেন এবং আপনার লাইফের সবরকম অভিজ্ঞতা, দক্ষতা, পরিশ্রম, ধৈর্য, সততা এ সবকিছু সেখানেই ঢেলে দেন যে কোন একটা পেয়ারের মধ্যে । তাহলে এখান থেকে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারবেন, কিন্তু এর থেকে অধিক দুই চারটা পেয়ার নিয়ে যদি কাজ করেন বা ঘাটাঘাটি করতে যান, তাহলে লাইফে আর কিছুই অর্জন করতে পারবেননা শুধু সময় নষ্ট হবে । সুতরাং একটা নিয়ে কাজ করা অনেক ভাল ।

expkhaled
2017-12-01, 12:18 PM
ফরেক্স মার্কেট এ অনেকগুরো কারেন্সি পেয়ার রয়েছে যার সব গুলোতেই ট্রেড করা সম্ভব। তবে আমরা দেখবো কম স্প্রেড থাকে সেই পেয়ার গুলোকে ট্রেড করতে হবে। তবে আমাদের উচিত সর্বোচ্চ সব সময় ৪-৫ পেয়ারে করা, কারণ যত বেশী পেয়ার নিবেন সবগুলো ভালভাবে এনলাইসিস করে ট্রেড করতে হবে। urousd, usdjpy, urojpy, nzjpy ইত্যাদি খুব ভাল পেয়ার এই পেয়ার গুলোতে স্প্রেড কম।

morshed naim
2017-12-01, 08:52 PM
ফরেক্স মার্কেটে সবগুলো কারেনসি পেয়ার নিয়ে এনালাইসিস করা সম্ভব নয় তবে আমরা কিছু বহুল ব্যবহৃত পেয়ার যেমন: Eur/usd, gbp/usd, usd/jpy, eur/gbp ইত্যাদি কারেনসি পেয়ার নিয়ে এনালাইসিস করতে পারি। আমরা যদি স্কাল্পিং করতে চাই তাহলে হয়তবা আমরা একসাথে দ্রুত কয়েকটা পেয়ারের উপর সল্দ্প সমের জন্য এনালাইসিস করতে পারব আমি আমার কাছে সব থেকে দুইটা পেয়ার ভাল লাগে তা হল eur/usd , usd/gbp , এই দুইটায় আমার কাজ করতে সবথেকে ভাল লাগে ।

abdul malek
2017-12-02, 02:52 AM
কেউ বলেন আপনি যে পেয়ারে ট্রেড করেন শুধু তার উপর এনালাইস করেন । আবার কেউ বলেন কো রিলেশান বুঝতে হলে অন্যাণ্য পেয়ারও এনালাইসিস করেন।আপনার পছন্দের সব পেয়ারে এনালাইসিস করবেন। তবে অনেক সময় যে পেয়ারে ট্রেড করেন না সেটাও এনালাইসিস হতে পারে অন্য কোন পেয়ারের কো-রিলেশান বুঝার জন্য। পেয়ারের শক্তি জানার জন্য।ফরেক্স মার্কেটে অনেক গুলো ফেয়ার আছে। আমার মতে eur/usd,gbp/usd,jyp/usd এরকম কয়েক টি ভাল ফেয়ার দেখে ট্রেড করা ভাল।

iloveyou
2018-04-21, 08:56 PM
ভাই আমার মতে প্রতিটি ট্রেডারকে যে কোন একটা পেয়ার নিয়ে কাজ করা এবং এ্যানালাইসিস করা উচিত। কারন একি জিনিস নিয়ে যখন আপনি বার-বার চর্চা করবেন, বার-বার দেখবেন তখন সে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার আরও সহজ থেকে সহজতর হতে থাকবে। আর একসাথে দুটো কিংবা তিনটা পেয়ার সঠিকভাবে এ্যানালাইসিস করা কখনই উচিত হবে না। কারন তাতে ভুল হবার সম্ভাবনা বেশি থেকে যায়।

alamsat
2018-04-21, 10:33 PM
আমি ২ মাস হলো ট্রেডিং করছি. ট্রেডিং করে মাত্র ২ টি ট্রেড এ লস করছি আর বাকি সব ট্রেড এ লাভ করছি কারণ একটি আমি একটি পেয়ার নিয়ে পড়ে আছি এবং উক্ত পেয়ার এর সম্পর্কে অনেক কিছু জানতে পারছি. তাই আমি পেয়ার টি কখন নামবে কখন উঠবে বলতে পারি. তাই আমি বলবো যে কোনো একটি পেয়ার নিয়ে অন্তত ২ মাস পড়ে থাকতে হবে তারপর সবকিছু জানতে হবে তারপর ওই পেয়ার এ ট্রেডিং করলে আর লস কম হবে. আমি eurusd পেয়ার নিয়ে কাজ করি আপনারাও eurusd পেয়ার নিয়ে কাজ করতে পারেন.

riponinsta
2018-04-22, 10:13 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনার ১ টা পেয়ার থেকে ৩ টা পেয়ার এ আনাল্যসিস করা উচিত তাহলে আপনি ফরেক্স মার্কেট ভাল করে বুঝতে পারবেন এতে করে আপনার ট্রেড করাও অনেক সহজ হয়ে যাবে যখন আপনি ভাল করে বুঝতে পারবেন তখন আপনি মেজর ৭ টা পেয়ার এ ট্রেড করতে পারেন এতে আপনার লাভ এর পরিমান বারবে

uzzal05
2018-06-05, 10:10 AM
একজন নতুন ট্রেডারের প্রথম দিকে যে কোন একটি পেয়ারে ট্রেড করা উচিত। কারন একটি পেয়ার কিভাবে মুভ করে সেটা বুঝার জন্য একটি কারেন্িসতে ট্রেড করাই উত্তম। বেশি পেয়ার মানে মাথায় বেশি চাপ নেওয়া আর এনালাইসিস এ ভুল করা।

Md_MhorroM
2018-09-17, 10:35 AM
ফরেক্স মার্কেটের অভিজ্ঞতা থেকে আমি বলবো ২-৩ টা পেয়ারে সিমা বদ্ধ থাকা ভাল। কারন আপনি যদি বেশি পেয়ারে ট্রেড করে তাহলে আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে মাঝে মাঝে অাপনার মাথা কাজ করবেনা যে আপনি কোন পেয়ার রেখে কোন পেয়ারে ট্রেড করবেন। তাই আমার মতে হাতে গোনা কিছু ভাল পেয়ারে থাকা অনেক ভাল তাহলে আপনি ট্রেডও ঠান্ডা মাথায় করতে পারবেন আর আপনি অনেক লাভবান হতে পারবেন।

expkhaled
2018-09-17, 11:05 AM
নবাগত অবস্থায় যেকোন সহজ একটি পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত। কারন একটি পেয়ারে যখন এনালাইসিস করবেন তখন অনেক ফোকাস করতে পারবেন এবং ফলাফল ভাল আসবে। আর যেকোন একটি পেয়ার নিয়ে যদি সঠিক ভাবে লেগে থাকতে পারেন তাহলে ঐ একটি পেয়ারই যথেষ্ঠ আপনার লাভ করার জন্য। যত পেয়ার এক সঙ্গে এনালাইসিস করবেন তত বেশী মার্কেট এ সময় দিতে হবে এবং অনেক ডাটা নিয়ে এনালাইসিস করতে হবে তাতে অনেক সময় সমস্যা হতে পারে।

al amin
2018-09-17, 05:53 PM
আপনি যেসকল কারেন্সি পেয়ার নিয়ে ব্যবসা করবেন সেসকল কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস করলেই চলবে। আমার মতে সর্বোচ্চ তিনটি পেয়ারের বেশি এনালাইসিস না করাই ভালো। কারন অন্যথায় আপনি গুলিয়ে ফেলবেন। হয়তো দেখা যাবে অর্ডার বাই এর জায়গায় সেল এবং সেল এর জায়গায় বাই দিয়ে ফেলবেন!!! তাই বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম।

sr ritu
2018-09-17, 06:00 PM
যে যে কয়টা পেয়ারে ট্রেড করবে সে সে কয়টা পেয়ারে এনালাইজিস করতে পারে। তবে আমার মতে আমেরিকারন ডলার, ইউরো এবং পাউন্ড এই তিনটা কারেন্সির জন্য ইউরোইউএসডি, জিবিপিইউএসডি এবং ইউরোজিবিপি পেয়ার এনালাইজিস করা যেতে পারে তাহলে এনালাইজিস সঠিক হবার সম্ভাবনা বেশি। এভাবে সকল পেয়ার এনালাইজিস করতে হয়।

martin
2018-09-17, 08:38 PM
ফরেক্স এ অনেক কারেন্সি পেয়ার আছে, সেগুলো থেকে আপনি আপনার পছন্দের পেয়ার বেছে নিয়ে, সেই পেয়ার ভালভাবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে আপনি ট্রেড করতে পারেন, এতে আপনি লাভবান হবেন। এছাড়াও অভিজ্ঞটা অরজনের জন্য বেশি বেশি এনালাইসিস করতে পারেন। এতে আপনার অভিজ্ঞটা অনেক বেরে যাবে। ট্রেড করা আপনার জন্য সহজ হবে,

marjahan
2018-09-17, 09:08 PM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। আমি আমার কাছে সব থেকে দুইটা পেয়ার ভাল লাগে তা হল eur/usd , usd/gbp , এই দুইটায় আমার কাজ করতে সবথেকে ভাল লাগে ।

Panna1989
2019-08-25, 10:50 AM
আমরা জানি টেকনিক্যাল অ্যানালাইসিসে ট্রেডাররা প্রাইসের মুভমেন্টের ওপর ভিত্তি করে ট্রেড করে। মুল বিষয় হল একজন ট্রেডার পূর্বের প্রাইস মুভমেন্ট দেখতে পারে, বর্তমানের প্রাইস মুভমেন্ট বুঝতে পারে এবং ভবিষ্যতের প্রাইস কেমন হবে সে সম্পর্কে ধারনা অর্জন করতে পারে।আপনার চার্টে পূর্বের সকল প্রাইসের মুভমেন্ট চার্ট আকারে দেয়া থাকবে। তাই আপনি চাইলেই পূর্বে কি হয়েছিল তা দেখতে পারবেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, "ইতিহাস বারবার প্রতিফলিত হয়"?

Mazharul777
2019-09-05, 08:48 PM
সঠিকভাবে একটি পেয়ার সম্পর্কে এনালাইসিস করা , একাধিক পেয়ার এ অসম্পূর্ণভাবে এনালাইসিস করা থেকে অনেক ভাল। অনেকে বিভিন্ন পেয়ার এ ট্রেড দেন কিন্তু কোন পেয়ার এই ভালভাবে এনালাইস না করেই ট্রেড দিয়ে থাকেন। এখত্রে বড় লসের সম্ভাবনা থাকে। তাই আপনি যতগুলো পেয়ার এ খুব ভাল এনালাইসিস করতে পারবেন ঠিক ততগুল পেয়ার নিয়ে নাড়াচাড়া করবেন। যদি একটা পেয়ার ভাল মনে করেন তবে একটা পেয়ার নিয়ে থাকবেন।

Rion
2019-09-07, 11:27 AM
আসলে ফরেক্সের এনালাইসিস এর কোন শেষ নেই। আপনি যত এনালাইসিস করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। কিন্তু আপনি সর্বনিম্ন দুইটি পেয়ারে এনালাইসিস করা উচিৎ বলে আমি মনে করি। এছাড়া ডেমোতে আরও এনালাইসিস করতে পারেন।

KGF
2019-09-07, 11:36 AM
ফরেক্স এ অনেক কারেন্সি পেয়ার আছে, সেগুলো থেকে আপনি আপনার পছন্দের পেয়ার বেছে নিয়ে, সেই পেয়ার ভালভাবে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে আপনি ট্রেড করতে পারেন, এতে আপনি লাভবান হবেন। এছাড়াও অভিজ্ঞটা অরজনের জন্য বেশি বেশি এনালাইসিস করতে পারেন। এতে আপনার অভিজ্ঞটা অনেক বেরে যাবে। ট্রেড করা আপনার জন্য সহজ হবে।

KaziBayzid162
2019-09-07, 12:20 PM
একজন ট্রেডার চাইলে সবগুলো পেয়ারে এনালাইসিস করতে পারবেনা, কেননা ফরেক্স মার্কেটে কারেন্সি বা পেয়ারের সংখ্যা অনেক বেশি, যার ফলে কেউ এনালাইসিস করলেও সবগুলো পেয়ার সম্পর্কে সে মনে রাখতে পারবে না। তাই বলবো এনালাইসিস করে ভালো ফল পেতে হলে সর্বোচ্চ ২ থেকে ৩ টা পেয়ারে এনালাইসিস করা ভালো, এতে করে সে পেয়ার এর বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে খুব ভালো ধারণা অর্জন করতে পারবে,তবে আমার মতে ২ থেকে ৩ টা পেয়ারে এলাইসিস করলেও কখনো একটার বেশি পেয়ারে ট্রেড ওপেন করা উচিত নয়, কারণ একাধিক পেয়ারের ওপেন করলে মার্কেট যদি আপনার বিপরীত দিকে যায় তাহলে যেকোনো সময় আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই অনাখাঙ্কিত লসের হাত থেকে বাঁচার জন্য যে সকল পেয়ারের এর স্পেড কম,এরকম ২ থেকে ৩ টা পেয়ারে এনালাইসিস করে একটি করে পিয়ারে ট্রেডিং করা উচিত, করে খুব ভাল প্রফিট করার সম্ভাবনা থাকবে।

TanjirKhandokar1994
2019-09-07, 06:08 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানি তারা কমবেশি সবাই জানি যে ফরেক্স ট্রেডিং এ অনেক গুলো পেয়ার আছে। আর একজন ট্রেডারএর পক্ষে সবগুলো পেয়ার এনালাইসিস করা আমার কাজে মনে হয় যৌক্তিক বলে মনে হয় না। এখানে একেকটা পেয়ার বা কারেন্সি একেক সময়ে পরিবর্তন হতে থাকে। আর এতো গুলো কারেন্সি কখনোই এনালাইসিস করে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয় তাই আমি মনে করি একজন দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার ৩/৪ টা কারেন্সি তে এনালাইসিস করলেই মনে হয় সবচেয়ে বেশি সফল হতে পারবেন। যেমন ধরেন usdcad,gbpusd,eurusd, ইত্যাদি কারেন্সি গুলো এনালাইসিস করলে বিশেষ ভালো ফলাফল পাওয়া সম্ভব। আর অধিক দক্ষ ও অবিজ্ঞ হতে পারলে তখন আপনি আপনার ইচ্ছে মতো কারেন্সি এনালাইসিস করে ট্রেড করতে পারেন এতে কোন বাধানিষেধ নাই। সেটা আপনার জন্যই ভালো।

sofiz
2019-09-15, 02:08 AM
ট্রেড করার জন্য কিছু মেজর কারেন্সি বেছে নেওয়াই ভালো এতে করে ভালো সুবিধা নিতে পারবেন কারন অনেক বেশি এনালাইসিস করতে হবেনা একটি নির্দিষ্ট পেয়ারে এনালাইসিস করে ট্রেড করলে আরো বেশি ভালো ফল পাওয়া যাবে।আমি সাধারনত জিবিপি ইউএসডি এই কারেন্সিটাকেই ফলো করে ট্রেড করি।

badboy
2019-09-15, 02:45 AM
ফরেক্স মার্কেটে লক্ষ্য করলে দেখা যাবে সব পেয়ারের স্প্রেড এক নয়। কিছু পেয়ারের স্প্রেড অনেক বেশি। আবার কিছু পেয়ার আছে যাদের মুভমেন্ট খুব এলোমেলো ফলে তাদের নিয়ে এনালাসিস করা অনেক কষ্টসাধ্য। আমাদের উচিত যেসব পেয়ারের স্প্রেড কম এবং মুভমেন্ট মোটামুটি স্বাভাবিক শুধু তাদের নিয়েই এনালাইসিস করা। এক্ষেত্রে ৫-৬ টা পেয়ারই যথেষ্ঠ।

MANIK6642
2019-09-15, 05:02 AM
ফরেক্স মার্কেট এ আমরা জানি অনেকগুলো পেয়ার রয়েছে।যেমন ইউরো/ইউএসডি, জিবিপি /ইউএসডি,ইউএসডি/জিপিওয়াই, ইউরোচীফ এমন অনেক পেয়ার রয়েছে।আমরা যদি সব পেয়ারে ট্রেড করতে যাই আমার তো মনে হয় এটা বোকামী হবে।আমরা আমাদের ব্যালেন্স কেমন সেই হিসাবে কয়েকটা পেয়ার যদি বেছে বেছে ট্রেড করি আমার মনে হয় এটাই আমাদের জন্য পারফেক্ট।সব পেয়ারে আপনি এনালাইসিস করতে পারবেন না বা করা সম্ভব না।এজন্য আমাদের সকলের উচিত নির্দিষ্ট করে কয়েকটা পেয়ার সিলেক্ট করা।ওগুলোতে এনালাইসিস করুন লাভ করতে পারবেন।অনেকেই দ্বিধাদ্বন্ধে থাকে অনেকগুলো পেয়ার নিয়ে যে এটাই করব না ওটাই শেষে কোনটাই ঠিকমতো এনালাইসিস করতে পারেনা শেষমেষ ট্রেড এন্টি করে লস করে।আমাদের এজন্য উচিত হবে কয়েকটা ট্রেড ঠিক করে ওগুলোতে এনালাইসিস করে ট্রেড করা।

Hredy
2019-09-15, 05:26 AM
কয়টা পেয়ারে এনালাইসিস করতে হবে এটা নির্ভর করে ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং কৌশল এর ওপর। কোন কোন ট্রেডার শুধুমাত্র একটা পেয়ার নিয়ে কাজ করে তবে আমি মনে করি বেশি পেয়ারে এনালাইসিস করা উচিত। এর ফলে ট্রেডিং দক্ষতা বাড়ার সাথে সাথে ভালো ভালো পজিশন ও পাওয়া যায় ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য। একাধিক পেয়ার যেগুলোর ভলাটিলিটি বেশি সেগুলো এনালাইসিস করা উচিত ভালো লাভের জন্য।

Fxhuman
2019-09-15, 05:17 PM
আসলে কে কয়টা পেয়ারে অ্যানালাইসিস করবে তা নির্ভর করবে তার নির্দিষ্ট কারেন্সির ওপর।ব্যক্ত যে কারেন্সির ট্রেড করবে তাকে সেই কারেন্সির পেয়ারের অ্যানালাইসিস করতে হবে। সচরারচর সব কারেন্সির অ্যানালাইসিস যেহেতু মনে রাখা সম্ভব নয় সেহেতু ২-৩টি পেয়ারের অ্যানালাইসিস করলেই আমার মনে হয় ভালো মনে থাকবে এবং ভালো হবে।

reser
2019-09-15, 11:11 PM
কারন আপনার ফোকাস যখন অনেকগুলো পেয়ারের উপর থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ার থেকেই ভালো ফল পাবেন না।তাই আমার মতে ৩-৪ টা পেয়ার নিয়ে এনালাইসিস করুন ভালোভাবে এনালাইসিস করুন।আমার পছন্দের পেয়ারগুলো হল ইউরো-ইউএসডি,জেবিপি-ইউএসডি,ইউএসডি-জেপিওইয়াই।

IFXmehedi
2019-09-16, 12:20 AM
আসলে ফরেক্স মার্কেট আপনার জন্য একটা উন্মুক্ত বাজার , আপনি যেকোনো ভাবে আপনার কাঙ্ক্ষিত লাভ করবার জন্য যেকোনো ট্রেডিং কওশল ব্যাবহার করতে পারেন । ফরেক্স মার্কেট এ আমাদের কোন পেয়ার আনালায়সিস করে ট্রেড দিতে হয় । কিন্তু এমন কোন বাঁধা নিষেধ নাই যে আপনাকে কোন নির্দিষ্ট পেয়ার আনালায়সিস করতে হবে । আপনি ইচ্ছে করলে যেকোনো পেয়ার আনালস্যসিস করতে পারেন । তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি যদি রেগুলার একটা কারেন্সি পেয়ারে ট্রেড করেন তাহলে ওই পেয়ার সম্পর্কে আপনার ধারণা অনেক ভাল হবে ।

Rajib_Biswas
2020-04-03, 07:08 PM
ফরেক্স মার্কেটে যেকোনো একটি কারেন্সি পেয়ারে এনালাইসিস এবং একটিই কারেন্সি পেয়ারে ট্রেডিং করা উচিত। এতে ওই কারেন্সি পেয়ারের উপর একজন ট্রেডারের ভালো ধারণা তৈরি হয়। মার্কেটের খুঁটিনাটি অনেক কিছুই তখন জানা থাকে। তাই কম পরিমাণ সময় দিয়ে প্রফিট অর্জন করা যায়। আর বারবার একই কারেন্সিতে ট্রেডিং করলে এনালাইসিস করতেও সময় কম লাগে।

Suriya Sultana Hira
2020-04-03, 07:29 PM
ট্রেড মার্কেটে অনেক কারেন্সি পেয়ার আছে । আর সেই কারেন্সি পেয়ারের মধ্যে আপনি যে পেয়ারগুলাতে ট্রেড করতে পছন্দ করবেন শুধুমাত্র সেই পেয়ারগুলি এনালাইসিস করে ট্রেড করবেন । তাতে করে আপনার দক্ষতা ও বৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনার ট্রেডিং দক্ষতা ভালো থাকলে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করতে পারবেন,,,,, ধন্যবাদ ।

Habibur shaikh
2020-04-03, 07:50 PM
প্রকৃত অর্থে ফারেক্স মাধ্যমে কাজ করে অর্থ উপার্জনের জন্য এনালাইসিস করার বিশেষ প্রয়োজন রয়েছে। সঠিকভাবে এনালাইসিস করে কাজ করতে পারলে স্বল্প সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জন করা সম্ভব..... ধন্যবাদ।

FREEDOM
2020-04-03, 08:24 PM
যেকোন দুইটি বা একটি পেয়ারে এনালাইসিস করা ভালো বলে আমি মনে করি। কারন একসাথে একাধিক পেয়ার এনালাইসিস করতে গেলে অনেক বেশি সময় যাবে এবং সঠিকভাবে এনালাইসিস করাও অনেক কষ্টকর। অথচ কিছু নির্দিষ্ট পেয়ার যেমন ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি অথবা গোল্ড এরকম যেকোন একটি টার্গেট করে এনালাইসিস করলে প্রায় সময়ই ট্রেড করার ভালো সুযোগ পাওয়া যাবে এবং যথেষ্ট প্রফিটও আসবে।

ABDUSSALAM2020
2020-04-03, 10:21 PM
ইন্সটাফরেক্সে বিভিন্ন পেয়ার আছে যার যেটা পছন্দ সেটাই এনালাইসিস করে তারপর ট্রিট করে তবে সেক্ষেত্রে মার্কেট এনালাইসিস এর উপর এবং বিভিন্ন পেয়ার উঠা আমার উপর অনেক কিছু ডিপেন্ড করে অধিকাংশ লোক যেটা বেশি আপডাউন করে সেখানেই একটা বেশি করে থাকে কারণ সেখানে লাভ করার সম্ভাবনা বেশি তবে নির্দিষ্ট এমন না যে একটা মেসেজ করে একটাতেই কাজ করে পরিবেশ পরিস্থিতি যখন যেরকম সেরকম ভাবেই পদক্ষেপ নেয়া জরুরী।

mdmoshin1988
2020-04-03, 10:36 PM
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ফরেক্স মার্কেট এ অনেক গুলো পিয়ার রয়েসে ট্রেড এর জন্য তাদের মধ্যে অনেক পিয়ার আসে যাদের কিনা স্প্রেড অনেক বেশি আমাদের বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা ।আপনি যেসকল কারেন্সি পেয়ার নিয়ে ব্যবসা করবেন সেসকল কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস করলেই চলবে। আমার মতে সর্বোচ্চ তিনটি পেয়ারের বেশি এনালাইসিস না করাই ভালো। কারন অন্যথায় আপনি গুলিয়ে ফেলবেন। হয়তো দেখা যাবে অর্ডার বাই এর জায়গায় সেল এবং সেল এর জায়গায় বাই দিয়ে ফেলবেন!!! তাই বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম।

XXXTentacion
2020-04-04, 07:56 AM
চ্যাট চ্যাট লাউঞ্জ এগুলি সব আমাদের পক্ষে বিশ্লেষণ করা সম্ভব নয়। কিছু সমবয়সীও রয়েছেন যাদের স্প্রেড বেশি এবং আমাদের অভিজ্ঞতার বাইরেও। এই জাতীয় পিয়ার ট্রেডিং দ্বারা লাভ করা খুব কঠিন। সুতরাং আমি মনে করি কম সামুদ্রিক বার্ডের কয়েকটি মরিচ বেছে নেওয়া এবং সেগুলি বিশ্লেষণ করা ভাল। এটি আপনাকে সেই সমবয়সীদের সম্পর্কে একটি ভাল ধারণা দেবে। এটি আপনার লাভের উপকারে আসবে।

rakib.r
2020-04-04, 12:40 PM
ফরেক্সে অনেক অনেক পেয়ার পাবেন আপনি। এর মধ্যে কিছু কিছু পেয়ার দেখবেন সারাদিনে খুব মুভ করতেছে কোথাও এক মিনিটের জন্য ও থেমে থাকতেছে না, আবার কিছু কিছু পেয়ার পাবেন যেখানে দেখবেন যে সকালে যেখানে দেখছেন বিকেলেও ওখানেই আছে বা দুই তিন পিপ মুভ করেছে। আপনার টার্গেট থাকবে যে পেয়ার গুলা রানিং থাকবে সেগুলা থেকে ১ বা ২ টা পেয়ার খুজে নেওয়া যেটা আপনার সাথে বেশি সিটেবল হবে সেটা নিয়েই এনালাইজ করা আর ট্রেড করা

KF84
2020-04-22, 12:14 AM
রেক্স মার্কেট আমরা যখন ট্রেড করতে যায় তখন দেখি একজন ট্রেডার একসাথে অনেক গুলো পেয়ার নিয়ে ট্রেড করে । কিন্তু তাতে তারা সফল হতে পারে না। কারন আপনি একসাথে সব কটিতে নজর দিতে পারেন না । আর যেকারনে আপনি সফল হতে পারেন না । তাই কম স্পেড এ কয়েকটি পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত । সেই সকল কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা উচিত যে কারেন্সি পেয়ার সমূহের ব্যাপক চাহিদা বা ডিমান্ড রয়েছে আর তাকে ঐ সকল কারেন্সি পেয়ারের উপরই নিয়মিত অ্যানালাইসিস করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা উচিত ।

smbiplob
2020-04-23, 01:02 AM
ফরেক্স মারকেটে ট্রেড করতে গেলে অনেক পেয়ার নিয়ে এনালাইসিস করে ফরেক্স মারকেটে কখন ট্রেড করা উচিৎ না তাই অল্প কিছু পেয়ার নিয়ে ফরেক্স মারকেটে ট্রেড করা ভাল তাহলে ১ থেকে ২ টি পেয়ার নিয়ে এনালাইসিস করা ভাল অনেক পেয়ার এখান থেকে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারবেন কিন্তু এর থেকে অধিক দুই চারটা পেয়ার নিয়ে যদি কাজ করেন বা ঘাটাঘাটি করতে যান তাহলে লাইফে আর কিছুই অর্জন করতে পারবেননা শুধু সময় নষ্ট হবে ।

kashed
2020-04-23, 03:41 AM
এক একটা সময় এক একটি পেয়ার উঠানামা করে তখন অনেক ট্রেডার এক একটি ট্রেড করতে করতে অারাকটি পেয়ারে চলে যায় তখন কিনতু মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা একটি কঠিন হয়ে পড়ে, আমার মনে হয় এটা না করে শুধুই যে কোন একটি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম, এজন্য যেকোন একটি পেয়ার নিয়ে আমরা কার ট্রেড করবো।

Kane
2020-04-23, 05:41 AM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। এর সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব নয়। এছাড়া কিছু পিয়ার আছে যেগুলোর স্প্রেড অনেক বেশি এবং আমাদের প্রায় অভিজ্ঞতার বাইরে। এ ধরণের পিয়ার ট্রেড করে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। তাই আমি মনে করি কম সেব্প্রড এর কয়েকটি পিয়ার বেছে নিয়ে এনালাইসিস করা ভাল। এতে আপনার একটা ভাল ধারণা তৈরী হবে ঔসব পিয়ার সম্পর্কে। এতে করে আপনার প্রফিট করতে সুবিধা হবে।

Kane
2020-04-23, 05:42 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি বলবো যে ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত কারন ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে হয় কারন কোন কোন পেয়ার আছে যেগুলোতে অনেক স্পড্র থাকে তাই কম ব্যালেন্স হলে কম স্পড্রের ট্রেড করা উচিত বলে আমি মনে করি। তাই আপনি কম স্পড্র থেকে ট্রেড করুন এবং বেশিরভাগ লকোই কম প্রেয়ারের স্পেড্র দেখে ট্রেড করে । তাই বেশি ব্যালেন্স থাকলেও আপনি কম স্পড্র দেখে ট্রেড করুন।

Fxxx
2020-04-25, 01:14 PM
মার্কেটে অনেক পেয়ার রয়েছে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সব পেয়ারের স্প্রেড এক নয়। কিছু পেয়ারের স্প্রেড অনেক বেশি। আবার কিছু পেয়ার আছে যাদের মুভমেন্ট খুব এলোমেলো ফলে তাদের নিয়ে এনালাসিস করা অনেক কষ্টসাধ্য। আমাদের উচিত যেসব পেয়ারের স্প্রেড কম এবং মুভমেন্ট মোটামুটি স্বাভাবিক শুধু তাদের নিয়েই এনালাইসিস করা। এক্ষেত্রে ৫-৬ টা পেয়ারই যথেষ্ঠ।

Lubna1212
2020-05-27, 10:21 PM
আমাদের মধ্যে যারা ফরেক্স শোকেসটি বিনিময় করে, আমরা তদন্তের অফ দ্য সুযোগে, আমরা দেখতে পাচ্ছি যে ফরেক্স মার্কেটে এক্সট্রা করার জন্য এক টন সাহাবী রয়েছেন, তাদের মধ্যে যথেষ্ট সংখ্যক সহকর্মী আছেন যারা এক টন স্প্রেড রেখেছিলেন, এটি হবে কেবলমাত্র তাদের সাথে বন্ধুদের কম ছড়িয়ে দেওয়া আমাদের জন্য বুদ্ধিমান হন be ভেঙে পড়ুন এবং সেই সমস্ত সাহাবীর প্রত্যেকের সাথে বিনিময় করুন যেহেতু সমস্ত বন্ধুকে পরীক্ষা করা অনুমেয় এবং পুনরুক্তি করা আশা করা অবাস্তব এবং এটি উল্লেখযোগ্যভাবে আরও ঝামেলাজনক।

smbiplob
2020-05-28, 03:56 AM
নতুন ট্রেডারদের পক্ষে অনেকগুলো পেয়ারে একইসাথে এনালাইসিস করা সম্ভব বা সঠিক হয় না৷তাই দুই তিনটা পেয়ারে মনযোগের সাথে এনালাইসিস করে ট্রেড করতে পারলেই যথেষ্ঠ৷যেমন মেজর কারেন্সী পেয়ার-eur/usd,gbp/usd এবং usd/jpy পেয়ারে এনালাইসিস করে ট্রেড করতে পারলে নতুন অবস্হায় টিকে থাকা সম্ভব হবে ।আপনার লাইফের সবরকম অভিজ্ঞতা, দক্ষতা, পরিশ্রম, ধৈর্য, সততা এ সবকিছু সেখানেই ঢেলে দেন যে কোন একটা পেয়ারের মধ্যে । তাহলে এখান থেকে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারবেন, কিন্তু এর থেকে অধিক দুই চারটা পেয়ার নিয়ে যদি কাজ করেন বা ঘাটাঘাটি করতে যান, তাহলে লাইফে আর কিছুই অর্জন করতে পারবেননা শুধু সময় নষ্ট হবে ।

zakia
2020-06-12, 09:43 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানি তারা কমবেশি সবাই জানি যে ফরেক্স ট্রেডিং এ অনেক গুলো পেয়ার আছে। আর একজন ট্রেডারএর পক্ষে সবগুলো পেয়ার এনালাইসিস করা আমার কাজে মনে হয় যৌক্তিক বলে মনে হয় না। এখানে একেকটা পেয়ার বা কারেন্সি একেক সময়ে পরিবর্তন হতে থাকে। আর এতো গুলো কারেন্সি কখনোই এনালাইসিস করে ভালো ফলাফল পাওয়া সম্ভব নয় তাই আমি মনে করি একজন দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার ৩/৪ টা কারেন্সি তে এনালাইসিস করলেই মনে হয় সবচেয়ে বেশি সফল হতে পারবেন। আর যেকোন একটি পেয়ার নিয়ে যদি সঠিক ভাবে লেগে থাকতে পারেন তাহলে ঐ একটি পেয়ারই যথেষ্ঠ আপনার লাভ করার জন্য। যত পেয়ার এক সঙ্গে এনালাইসিস করবেন তত বেশী মার্কেট এ সময় দিতে হবে এবং অনেক ডাটা নিয়ে এনালাইসিস করতে হবে তাতে অনেক সময় সমস্যা হতে পারে।

konok
2020-07-01, 12:01 AM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। এর সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব নয়। এছাড়া কিছু পিয়ার আছে যেগুলোর স্প্রেড অনেক বেশি এবং আমাদের প্রায় অভিজ্ঞতার বাইরে। এ ধরণের পিয়ার ট্রেড করে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। কয়টা পেয়ারে এনালাইসিস করতে হবে এর কোন ঠিক নেই। তবে এত বেশি পেয়ারে এনালাইসিস করা ঠিক নয় যে মাথায় ঠিকমত না থাকে।

muslima
2020-07-01, 12:34 AM
একাধিক পেয়ার এর সাথে ট্রেড করতে হলে অনেক সময় দেয়া প্রয়োজন হয় । এজন্য সকল সময়ে পেয়ার এ একাধিক পেয়ারের উপর এনালাইসিস করা কঠিন হয়ে পরে ।তাই আমি মনে করি আপনার অল্প পেয়ার করাই ভাল । আপনি একসাথে সব কটিতে নজর দিতে পারেন না। আর যেকারনে আপনি সফল হতে পারেন না। তাই কম স্পেড এ কয়েকটি পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত। এতে আপনি সহজ ভাবে ফরেক্স এ সফল হতে পারবেন।

samun
2020-07-01, 02:50 AM
ফরেক্স মার্কেট এ অনেকগুরো কারেন্সি পেয়ার রয়েছে যার সব গুলোতেই ট্রেড করা সম্ভব নয়। তবে আমরা দেখবো কম স্প্রেড থাকে সেই পেয়ার গুলোকে ট্রেড করতে হবে। নতুন অবস্থায় সবগুলো পেয়ার এনালাইসিস করা সম্ভব নয়।তাই Eur/usd, gbp/usd, usd/jpy, eur/gbp ইত্যাদি কারেন্সি গুলো স্প্রেড অনেক কম থাকে। ফলে অল্প লটে ট্রেড করে মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারনা বা জ্ঞান অর্জন করা যায়।

Devdas
2020-07-04, 06:05 PM
কতগুলো পেয়ার এ এনালাইসিস করা উচিৎ সেটা কোন ধরনের শর্ত নেই। এনালাসিস সব পেয়ারেই করা যায়। যার যার চাহিদা অনুযায়ী পেয়ার এ এনালাসিস করে থাকেন। তবে কিছু *কিছু পেয়ার এ ভাল করে এনালাসিস করলে ভাল কাজ হয় আবার কিছু *কিছু পেয়ার আছে যেগুলোতে এনালাসিস করলেও সাফলতা খুব কম হয়। আমি বেশীর ভাগ gbp/usd, eur/usd, jpy/usd, usd/chf পেয়ার গুলোতে এনালাসিস করে থাকি এবং এগুলোতে এনালাসিস ভাল কাজ করে।

Hredy
2020-07-04, 07:26 PM
আপনি যে পেয়ারে ট্রেড করেন সেই পেয়ারের সাথে কোরিলেটেড পেয়ারগুলি অবশ্যয় এনালাইসিস করতে হবে ভাল ফল পাওয়ার জন্য।ধরুন আপনি eur/usd পেয়ারে ট্রেড করেন,সেক্ষত্রে আপনাকে eur/chf,usd/gbp, usd/chf,eur/gbp ইত্যাদি পেয়ারের মুভমেন্ট সম্পরকে ধারনা রাখতে হবে।

milu
2020-07-05, 01:00 AM
ফরেক্স মেজর কোরেন্সিতে অনেকগুলো পেয়ার আছে যেগুতে ইনস্টাফরেক্স ব্রোকারে কম স্পেড তাই আপনি এই মেজর পেয়ারেই সিমাবদ্ধ থাকুন আর এনালাইজ করবেন।আমার কাছে সবচেয়ে বেসি ভালো লাগে গোল্ড বা সিল্বার এ ট্রেড করা। কারন আমি এখান থেকে ভালো একটি এমাওউন্ট আয় করেছি।তবে এই কারেঞ্চি গুলো তে ট্রেড করা একটু রিস্ক হয়ে যাই। তাই না করা ভালো।

HASIBURRAHMAN
2020-07-05, 06:43 AM
বেশি পেয়ারে এনালাইসিস করার কোন প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র যে পেয়ারে ট্রেড করতে চান সেটাই ভালো করে এনালাইসিস করুন।

FATEMARUMA
2020-07-05, 06:58 AM
আপনি যে কয়টা পেয়ারে ট্রেডিং করতে চান সেই কয়টা পেয়ার এনালাইসিস করা উচিত। বিনা কারণে অতিরিক্ত এনালাইসিস আপনার ব্রেইনকে এলোমেলো করে দিতে পারে। আর তাই যতটুকু প্রয়োজন ততটুকু এনালাইসিস করুন আশা করি সফল হবেন ইনশাআল্লাহ।

FATEMAKHATUN
2020-07-05, 07:00 AM
আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এনালাইসিস করবেন। অর্থাৎ যে পেয়ারে ট্রেডিং করতে চান সেই পেয়ার এনালাইসিস অবশ্যই করবেন। অন্য কোন প্লেয়ার এনালাইসিস আপনার জন্য জরুরী নয়। কারণ প্রত্যেকটি পেয়ারের আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে।

MdRubelShaikh
2020-07-05, 07:11 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ট্রেড অ্যান্টি দেওয়ার জন্য অনেক পেয়ার আছে।আপনি চাইলে যে কোন পেয়ারে ট্রেড অ্যান্টি দিতে পারেন।তবে আমার মতে আপনি যে পেয়ারে ট্রেড অ্যান্টি দেওয়ার আগে ওই পেয়ার সম্পর্কে ভালোভাবে জেনে ট্রেড অ্যান্টি দেওয়া ভালো।

jimislam
2020-08-11, 07:12 PM
যত পেয়ার নিবেন এনালাইসিস করার জন্য তত ঝামেলা হবে। যে পেয়ারে ট্রেড করবেন শুধু সেই পেয়ারে এনালাইসিস করাই যথেষ্ট। আর যদি দুই বা তিনটি পেয়ারে ট্রেড করেন তাহলে সবকটির জন্য আলাদা চার্টে এনালাইসিস করতে হবে। আর যেকারনে আপনি সফল হতে পারেন না। তাই কম স্পেড এ কয়েকটি পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত। এতে আপনি সহজ ভাবে ফরেক্স এ সফল হতে পারবেন।

Soh1952
2020-08-11, 11:36 PM
কোন নির্দিষ্ট কোন সুত্র নেই। আপনার পছন্দের সব পেয়ারে এনালাইসিস করবেন। তবে অনেক সময় যে পেয়ারে ট্রেড করেন না সেটাও এনালাইসিস হতে পারে অন্য কোন পেয়ারের কো-রিলেশান বুঝার জন্য। পেয়ারের শক্তি জানার জন্য। আমি সব মেজর পেয়ারই এনালাইসিস করি। বেশি পেয়ার নিয়ে কাজ করলে এনালাইসিসের সময় মনে রাখা কস্ট সাধ্য।তাই আপনার সুবিধা মত ২ বা তিনটা পেয়ায়ে এনালাইসিস করতে পারেন।

Starship
2020-08-12, 12:04 AM
ফরেক্স মার্কেটের বিভিন্ন ধরনের পিয়ারে আমরা ট্রেড করে থাকে। সাধারণত যে প্রয়ারে ট্রেড করা হবে সে সকল পেয়ারে এনালাইসিস করা উচিত। বিভিন্ন ধরনের পেয়ার গুলোর মধ্যে অ্যানালিসিস করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তাই উচিত যে সকল পেয়ারে ট্রেড করা হবে সেগুলোই অ্যানালাইসিস করা উচিত। এনালাইসিস এর উপর নির্ভর করে আমাদের প্রফিট তাই এনালাইসিস করা বাধ্যতামূলক।

Sid
2020-08-24, 05:34 PM
আমার দেখামতে অনেকেই অনেক বেশী সংখ্যক পেয়ার নিয়ে এনালাইসিস করে থাকে।আমার মতে যেটা মোটেই উচিত নয়।কারন আপনার ফোকাস যখন অনেকগুলো পেয়ারের উপর থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ার থেকেই ভালো ফল পাবেন না।তাই আমার মতে ৩-৪ টা পেয়ার নিয়ে এনালাইসিস করুন ভালোভাবে এনালাইসিস করুন।আমার পছন্দের পেয়ারগুলো হল ইউরো-ইউএসডি,জেবিপি-ইউএসডি,ইউএসডি-জেপিওইয়াই।

sss21
2020-10-21, 02:17 PM
ফরেক্স মার্কেটে অনেক গুল পেয়ার আছে এর মধ্যে সব গুল পেয়ারে ট্রেড করতে চাইলে ট্রেড করা জায় কিন্তু সবসময় মনে রাক্টে হবে ট্রেড করার আগে প্রত্যক পেয়ারে এনালাইসিস করতে হয় তাই আপনাকে অবশ্যই কিছু নিরদিস্ট পেয়ারে ট্রেড করতে হবে ১-২টা পেয়ারে ট্রেড করা ভালো।

Rubel115878
2020-10-22, 08:03 PM
বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার।

Smd
2020-10-22, 09:41 PM
ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত কারন ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে হয় কারন কোন কোন পেয়ার আছে যেগুলোতে অনেক স্পেড থাকে তাই কম ব্যালেন্স হলে কম স্পেডের ট্রেড করা উচিত বলে আমি মনে করি।হয়তো দেখা যাবে অর্ডার বাই এর জায়গায় সেল এবং সেল এর জায়গায় বাই দিয়ে ফেলবেন!!! তাই বেশি কারেন্সি পেয়ার নিয়ে এনালাইসিস না করে কম স্প্রেডের ২ অথবা ৩ টি পেয়ার নিয়ে ট্রেড করা উত্তম বলে আমি মনে করি।

Md.shohag
2020-10-22, 09:50 PM
ফরেক্স মার্কেটে আসলে অনেকগুলো পিয়ার রয়েছে। এর সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব নয়। এছাড়া কিছু পিয়ার আছে যেগুলোর স্প্রেড অনেক বেশি এবং আমাদের প্রায় অভিজ্ঞতার বাইরে। এ ধরণের পিয়ার ট্রেড করে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। তাই আমি মনে করি কম সেব্প্রড এর কয়েকটি পিয়ার বেছে নিয়ে এনালাইসিস করা ভাল। এতে আপনার একটা ভাল ধারণা তৈরী হবে ঔসব পিয়ার সম্পর্কে। এতে করে আপনার প্রফিট করতে সুবিধা হবে।

FRK75
2020-10-25, 09:05 PM
ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনার ১ টা পেয়ার থেকে ৩ টা পেয়ার এ আনাল্যসিস করা উচিত তাহলে আপনি ফরেক্স মার্কেট ভাল করে বুঝতে পারবেন এতে করে আপনার ট্রেড করাও অনেক সহজ হয়ে যাবে যখন আপনি ভাল করে বুঝতে পারবেন তখন আপনি মেজর ৭ টা পেয়ার এ ট্রেড করতে পারেন এতে আপনার লাভ এর পরিমান বারবে

Sun
2020-11-11, 10:20 AM
আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করা উচিত কারন ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে হয় কারন কোন কোন পেয়ার আছে যেগুলোতে অনেক স্পড্র থাকে তাই কম ব্যালেন্স হলে কম স্পড্রের ট্রেড করা উচিত বলে আমি মনে করি। তাই আপনি কম স্পড্র থেকে ট্রেড করুন এবং বেশিরভাগ লকোই কম প্রেয়ারের স্পেড্র দেখে ট্রেড করে । তাই বেশি ব্যালেন্স থাকলেও আপনি কম স্পড্র দেখে ট্রেড করুন

sss21
2020-12-23, 11:01 PM
যত পেয়ার নিবেন এনালাইসিস করার জন্য তত ঝামেলা হবে। যে পেয়ারে ট্রেড করবেন শুধু সেই পেয়ারে এনালাইসিস করাই যথেষ্ট। আর যদি দুই বা তিনটি পেয়ারে ট্রেড করেন তাহলে সবকটির জন্য আলাদা চার্টে এনালাইসিস করতে হবে। যখন কোন পেয়ারে এনালাইসিস বেশি বেশি করবেন একসময় দেখবেন যে আপনার এনালাসিস করতে সময় কম লাগছে। তখন অন্য পেয়ারে হাত দিলে সুবিধা পাবেন

micky1212
2020-12-24, 09:16 AM
ফরেক্স মার্কেটে প্রচুর সেট রয়েছে, আপনি কোন জুটির বিনিময় করবেন তা বেছে নেওয়া দরকার। এছাড়াও, এটি ব্যতীত, তাদের দ্বারা আমাদের প্রত্যেকে পরীক্ষা করে দেখার আশা করা কল্পনার ক্ষেত্রের বাইরে। আমি সাধারণত ইউরো ইউএসডি তদন্ত এখনও করি আজ আমি দেখতে পেলাম যে আমি এখানে কার্যকর নেই। তাই আমি আজই উসোয়েল পরীক্ষা করি এবং একটি উপকার করি।

EmonFX
2020-12-24, 02:45 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে যেমন ঈউরো/ঈউ এস ডি,ঈউ এস ডি/জাপান ঈত্যাদি । এখন আমার প্রশ্নো হল একজন ট্রেডর কি সব পেয়ারের উপর এনালাঈসিস করবে নাকি যেকোন একটি পেয়ারে তার এনালাঈসিস করবে।দয়া করে অভজ্ঞ ট্রেডারা পোষ্ট করুন।

ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের পেয়ার থাকলেও একই সাথে 2/1 টি পেয়ার এনালাইসিস করে সেটার উপরে ট্রেড নেয়া উচিত বলে আমি মনে করি। একই সাথে অনেকগুলো পেয়ার এনালাইসিস করলে তাতে করে মার্কেটের বাস্তব অবস্থা আইডেন্টিফাই করা অনেকটা কঠিন হয়ে পড়ে। একটির সাথে আরেকটি মিশে যায়। এ অবস্থায় ট্রেড নিলে লস করার সমূহ সম্ভাবনা থাকে। ট্রেড করার সময় দু-একটি পেয়ারে ফলোআপ করে যথাযথভাবে এনালাইসিস করার পরে যথেষ্ট পজিটিভ মনে হলে তখন ট্রেড নেয়া উচিত। এনালাইসিস এর ক্ষেত্রে ইউএসডি বেজড পেয়ারের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত। এসব পেয়ারের মার্কেট অনেকটা ধারাবাহিক আচরণ করে থাকে কিন্তু অন্যান্য পেয়ারগুলোর আচরণ নির্ধারণ করা অনেকটা কঠিন।

Sakib42
2020-12-25, 11:34 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে যেমন ঈউরো/ঈউ এস ডি,ঈউ এস ডি/জাপান ঈত্যাদি । এখন আমার প্রশ্নো হল একজন ট্রেডর কি সব পেয়ারের উপর এনালাঈসিস করবে নাকি যেকোন একটি পেয়ারে তার এনালাঈসিস করবে।দয়া করে অভজ্ঞ ট্রেডারা পোষ্ট করুন।
কয়টি পেয়ার নিয়ে এনালাইসিস করবেন এটাই আপনার নির্দিষ্ট পছন্দের উপর নির্ভর করে থাকে।আমার কাছে মনে হয় যে সব সময় নিউজ ভিত্তিক হয়ে থাকলে ভাল প্রফিট করা যায় কারণ নিউজে যে প্রার্থী সম্পর্কে বলবে কিংবা ব্যাখ্যা করবে আমাদের উচিত সেটিকে এনালাইসিস করে ট্রেড করা। একেক সময় একেক রকম প্লেয়ার হতে পারে তার কোনো নির্দিষ্ট নেই, আমি বলব সব সময় যেকোনো একটি পেয়ারের উপর নির্ভর না করে থেকে বিভিন্ন পেয়ার গুলি এনালাইসিস করুন এবং ট্রেন্ড ফলো করুন এবং ভালোভাবে ট্রেড করুন।

Mas26
2021-04-01, 09:14 PM
আমরা ফরেক্স মার্কেটে যারা ট্রেড করি তারা অনেকেই আছে যে আমরা অনেক বড় বড় পেয়ারে ট্রেড নিয়ে থাকে। আসলে আমরা যদি খুব অল্প পেয়ারে ট্রেড করি তাহলে আমরা হয়তো বা লালে লাল হতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আমরা বেশি বেশি পেয়ারে ট্রেড করার চেষ্টা করি এখানে আমাদের লস হয়। কারণ সব দিকে আমরা মনযোগ দিতে পারিনা।আমাদের উচিত অল্পসংখ্যক পেয়ারে ট্রেড নেওয়া। এবং যে সকল পেয়ারে পেয়ারেড অনেক কম সেগুলোতে আমাদের ট্রেড নেয়া উচিত। তাহলে আমরা হয়তোবা সফল হতে পারব এবং আমাদের একাউন্টটা ও সুরক্ষিত থাকবে।

FRK75
2021-07-19, 10:22 AM
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এখানে প্রতিদিন হাজার মানুষ ট্রেড করছে তাই একানে কুভ সাবধানে আপনার ট্রেড করতে হবে এবং প্রবেশ করতে হবে এবং এনালাইছিস করতে হবে খুভ বেভে চিন্তা করে তাই অনেক বেশি পেয়ারে এনালাইছিস করতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে জেতে পারে তাই খুভ আল্প কিছু পেয়ার নিয়ে এনালাসিছ করলে ভাল হয়।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনাকে দুইটা পেয়ার সম্পর্কে ভালভাবে জানতে হবে, যেমন এটা কি কারনে ফল করছে বা কি কারনে একটার কারনে অন্যটা ইফেক্ট হচ্ছে এইসব কিছু খেয়াল অবশ্যই রাখতে হবে।

Devdas
2021-08-16, 07:44 PM
ফরেক্স এ আমি প্রায় কম আর বেশী অনেক গুলো পেয়ার এ মার্কেট এনালাইসিস করে ট্রেড করে থাকি। আমি যে কোন পেয়ার এ মার্কেট এনালাসিস করে যখন ট্রেড করার মত অনুকূল পজিশন দেখি তখণই আমি ট্রেড করে প্রফিট করার চেষ্টা করে থাকি। তবে আমার কিছু কমন পেয়ার আছে যেগুলোতে আমি প্রতিদিন ই মার্কেট এনালাইসিস করে থাকি তা হল euro/usd, gbp/usd, jpy/usd, aud/usd এই পেয়ার গুলো আমি প্রতিদিন ই এনালাইসিস করে ট্রেড করে প্রফিট করার চেষ্টা করে থাকি।

FREEDOM
2021-08-19, 12:55 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে যেমন ঈউরো/ঈউ এস ডি,ঈউ এস ডি/জাপান ঈত্যাদি । এখন আমার প্রশ্নো হল একজন ট্রেডর কি সব পেয়ারের উপর এনালাঈসিস করবে নাকি যেকোন একটি পেয়ারে তার এনালাঈসিস করবে।দয়া করে অভজ্ঞ ট্রেডারা পোষ্ট করুন।

Mas26
2021-08-19, 03:56 PM
কয়টা পেয়ারে এনালাইসিস করার নিরাপদ এটা সম্পর্কে আপনাকে আমি খুব ভালো একটা ধারণা দিতে পারবো না। তবে আমি মনে করি আপনি যে কারেন্সি পেয়ারের ট্রেড করবেন সেটা কে ভালোভাবে এ্যানালাইসিস করার মাধ্যমে আপনি যদি ট্রেড নিতে পারেন। এবং আপনি যদি মূল পয়েন্টে একটা ট্রেড করতে পারেন তাহলে প্রফিট করতে সক্ষম হবেন।এটা আপনার মাথায় রেখেই আপনার সে সম্পর্কে ধারণা নিয়ে মার্কেটে এনালাইসিস করার পরে আপনার একটা ট্রেড নেওয়া উচিত তাহলে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

Smd
2021-11-05, 07:15 PM
লক্ষ্য করলে দেখা যাবে সব পেয়ারের স্প্রেড এক নয়। কিছু পেয়ারের স্প্রেড অনেক বেশি। আবার কিছু পেয়ার আছে যাদের মুভমেন্ট খুব এলোমেলো ফলে তাদের নিয়ে এনালাসিস করা অনেক কষ্টসাধ্য। আমাদের উচিত যেসব পেয়ারের স্প্রেড কম এবং মুভমেন্ট মোটামুটি স্বাভাবিক। ট্রেড করার জন্য সাধারন ভাবে ২ বা ৩ টা নিয়ে ট্রেড করা যেতে পারে।তবে এনালাইসিস করার জন্য অই সব পেয়ার নেওয়া উচিত যাদের স্প্রিড কম থাকে তাহলে লস কম হওয়ার সম্ভাবনা থাকে।বেশি পেয়ার নিয়ে কাজ করলে এনালাইসিসের সময় মনে রাখা কস্ট সাধ্য।

FRK75
2022-08-13, 10:26 PM
ফরেক্স মার্কেটে পেয়ার নির্বাচন একটি গুরুত্ব বিষয়, একগাদা পেয়ার নিয়ে এনালাইসিস করা একটু কঠিন এবং অগোছালো হয়ে পড়ে।কম স্প্রেডের সর্বোচ্চ দুটি পেয়ার নির্বাচন করে ট্রেড করাটা উচিত বলে আমি মনে করি।এক্ষেত্রে এনালাইসিস করাটা অনেক সহজ হয়। বেশি বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করার চেয়ে একটি বা দুটি পেয়ার নিয়ে এনালাইসিস করে ট্রেড করলে ভাল ফল আসবে বলে মনে করি।এনালাইসিসটা আমাদের স্ট্রাটেজির উপর নির্ভর করে।যার যেরকম স্ট্রাটেজি সে ঠিক সেরকম করে এনালাইসিস করে থাকে।যেমন কেউ যদি পেয়ার এনালাইসির মাধ্যমে ট্রেড করে থাকে তাহলে সে পেয়ার এনালাইসিস করে।আর যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে তারা সেটাই করে।এছাড়া আমি পেয়ার এনালাইসিসের সময় eur/usd,gbp/usd,aud/usd এবং usd/cadবেশি দেখি।

Mas26
2022-08-14, 12:35 AM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন।আর তা ছারা সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব না।তাই আপনি দুইটা কি তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন তা আবার মার্কেট বুঝে পেয়ার সিলেক্ট করতে হবে তা না হলে আপনি অনেক ক্ষতি করতে পারেন।আমি সব সময় ইউড়ো ইউ এস ডি তে এনালাইসিস করি কিন্তু আজ কে দেখলাম এখানে আমি সফল না।তাই আমি আজকে এনালাইসিস করি আর লাভ করি।আমার দেখামতে অনেকেই অনেক বেশী সংখ্যক পেয়ার নিয়ে এনালাইসিস করে থাকে।আমার মতে যেটা মোটেই উচিত নয়।কারন আপনার ফোকাস যখন অনেকগুলো পেয়ারের উপর থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ার থেকেই ভালো ফল পাবেন না।তাই আমার মতে ৩-৪ টা পেয়ার নিয়ে এনালাইসিস করুন ভালোভাবে এনালাইসিস করুন।আমার পছন্দের পেয়ারগুলো হল ইউরো-ইউএসডি,জেবিপি-ইউএসডি,ইউএসডি-জেপিওইয়াই।

md mehedi hasan
2022-08-14, 07:21 AM
ফরেক্স মার্কেটে আপনি কয়টা পিয়ারে এনালাইসিস করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর।তবে ফরেক্স মার্কেটে আমরা একটি কমন ভুল সবাই করি।প্রতিদিন ট্রেড করার জন্য একাধিক পিয়ারেট্রেড করে থাকি।যা অভার ট্রেড এর মধ্যে পরে।আমাদের উচিত ফরেক্স মার্কেটে একটা বা দুটো পিয়ারে এনালাইসিস করা এবং সেই অনুযায়ী ট্রেড করা।এতে করে অভার ট্রেডের হাত থেকে আমরা রক্ষা পাবো।

Mas26
2022-08-14, 11:45 PM
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ফরেক্স মার্কেট এ অনেক গুলো পিয়ার রয়েসে ট্রেড এর জন্য তাদের মধ্যে অনেক পিয়ার আসে যাদের কিনা স্প্রেড অনেক বেশি আমাদের বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার

FRK75
2023-04-01, 07:53 PM
নতুন ট্রেডারদের জন্য ইউরো/ ইউ এস ডি এবং জি বি পি/ ইউ এস ডি তে ট্রেড করা উচিত । এছাড়া আপনি এনালাইসিস করার জন্য সব গুলো পেয়ার দেখতে পারেন । আর যারা ফরেক্স ট্রেডিং এ অনেক দক্ষ তারা অন্যান্য পেয়ারে ট্রেড করতে পারে । তবে ট্রেড করার সময় আপনার ব্যালেন্স এর দিকে লক্ষ রাখতে হবে এবং কোন পেয়ারে কত স্প্রেড তা দেখতে হবে ।একজন ফরেক্স ট্রেডারের ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে সেই সকল কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করা উচিত যে কারেন্সি পেয়ার সমূহের ব্যাপক চাহিদা বা ডিমান্ড রয়েছে আর তাকে ঐ সকল কারেন্সি পেয়ারের উপরই নিয়মিত অ্যানালাইসিস করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা উচিত এতে করে অনেক ভাল ভাবে ফরেক্স থেকে প্রফিট লাভ করা যায়।ফরেক্স মার্কেটে বেশি পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ভাল না কারন বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করা ভাল না কারন বেশি পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে বেশি ভুল হতে পারে তাই এই জন্য কম পেয়ার নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ভাল এই জন্য ভাল এনালাইসিস করা ভাল হয়।

Mas26
2023-04-02, 08:21 AM
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ফরেক্স মার্কেট এ অনেক গুলো পিয়ার রয়েসে ট্রেড এর জন্য তাদের মধ্যে অনেক পিয়ার আসে যাদের কিনা স্প্রেড অনেক বেশি আমাদের বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার।

samun
2023-09-10, 09:33 AM
ফরেক্স মার্কেটের বিভিন্ন ধরনের পিয়ারে আমরা ট্রেড করে থাকে। সাধারণত যে প্রয়ারে ট্রেড করা হবে সে সকল পেয়ারে এনালাইসিস করা উচিত। বিভিন্ন ধরনের পেয়ার গুলোর মধ্যে অ্যানালিসিস করতে গেলে অনেক সময়ের ব্যাপার। যে পেয়ারে ট্রেড করবেন শুধু সেই পেয়ারে এনালাইসিস করাই যথেষ্ট। আর যদি দুই বা তিনটি পেয়ারে ট্রেড করেন তাহলে সবকটির জন্য আলাদা চার্টে এনালাইসিস করতে হবে। আর যেকারনে আপনি সফল হতে পারেন না। তাই কম স্পেড এ কয়েকটি পেয়ার নিয়ে এনালাইসিস করা উচিত। এতে আপনি সহজ ভাবে ফরেক্স এ সফল হতে পারবেন।

Mas26
2023-09-10, 10:11 AM
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন।আর তা ছারা সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব না।তাই আপনি দুইটা কি তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন তা আবার মার্কেট বুঝে পেয়ার সিলেক্ট করতে হবে তা না হলে আপনি অনেক ক্ষতি করতে পারেন।আমি সব সময় ইউড়ো ইউ এস ডি তে এনালাইসিস করি কিন্তু আজ কে দেখলাম এখানে আমি সফল না।তাই আমি আজকে Usoil এনালাইসিস করি আর লাভ করি।