PDA

View Full Version : ওয়েব-ট্রেডার (WebTrader)- সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত &a



InstaforexSohel
2014-03-16, 06:01 PM
প্রিয় ট্রেডারগন,
আশা করছি ভালো আছেন। ইন্সটাফরেক্সের গ্রাহকরা জেনে খুশী হবেন যে, ইন্সটাফরেক্স তার গ্রাহকদের জন্য অসাধারণ নতুন এক ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম ইন্সটফরেক্স ওয়েব-ট্রেডার(InstaForex WebTrader) (https://www.instaforex.com/webtrader.php) নিয়ে হাজির হয়েছে। এখন ইন্সটাফরেক্সের এই ওয়েব-ট্রেডারের দিয়ে গ্রাহকরা সরাসরি ওয়েব ব্রাউজারে মাধ্যমে প্রচলিত ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ বৈশিষ্ট্য সহকারে ফরেক্স ট্রেডিং পরিচালনা করতে পারবেন।
111
ফরেক্স বাজারে ট্রেডিং এর বিদ্যমান কার্যকর সকল প্রযুক্তি ট্রেডিং প্ল্যাটফর্ম ইন্সটাফরেক্স ওয়েব-ট্রেডার -এ প্রয়োগ করা হয়েছে। ইন্সটাফরেক্সের গ্রাহকরা অভিনবত্ব এর মাল্টিফাংশনাল তিনটি ইন্টারফেস ক্লাসিক, ড্যাশবোর্ড, এবং চার্ট থেকে তাদের সুবিধা অনুযায়ী যেকোনো ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এদের প্রত্যেকটির তার নিজের আলাদা কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে; অতএব, আপনি আপনার ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট ইন্টারফেস বাছাই করতে পারবেন। ট্রেডিং সুবিধা এছাড়াও, ওয়েব-ট্রেডার (WebTrader) থেকে ব্যবহারকারীরা, চলতি ফরেক্স খবর, আপ টু ডেট বিশ্লেষণ এবং সেইসাথে রিয়েল টাইম মার্কেট কোট সম্পর্কেও জানতে পারবেন। এই ওয়েব-ট্রেডার(WebTrader) (https://www.instaforex.com/webtrader.php) প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্সটাফরেক্সর গ্রাহকরা সবধরনের ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এবং সকল প্রকার ট্রেডিং ইন্সট্রুমেন্ট যেমন ফরেক্স, মেটাল, এবং সিএফডি জন্য এটি ব্যবহার করতে পারবেন।

ইন্সটাফরেক্স সবচেয়ে আরামদায়ক ও কার্যকরী ভাবে তার সকল ক্লায়েন্টদের ট্রেডিং কার্যক্রম পরিচলনা জন্য নিত্যনতুন সেবা উদ্ভাবন করে থেকে। সুতরাং, ব্রাউজার ট্রেডিং প্ল্যাটফর্ম ওয়েব-ট্রেডার (WebTrader)বাস্তবায়ন ফরেক্সের জন্য আরো একটি যুগান্তকারী সেবা।

তাই এখন সর্বত্রই ট্রেড করুন এবং ইন্সটা ফরেক্সের সাথে থাকুন।

mamun4earn
2014-04-01, 05:32 AM
আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ইন্সটফরেক্স ওয়েব-ট্রেডার দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো।আর এটা আমাদের জন্য কতটা লাভ জনক হবে বলে আপনি মনে করেন।আর এটা কিনতে কি কোনো টাকা বা কত ডলার খরচ পড়তে পারে আমাদের জানান।

InstaForex Sushantay
2014-04-08, 07:12 PM
প্রিয় গ্রাহক, ওয়েব ট্রেডার মুলত ইন্টারনেট ভিত্তিক ট্রেডিং প্লাটর্ফম। এটা পিসি বা কম্পিউটাররে মেটাট্রেডার৪ কিংবা ৫ এর মত ইন্সটল করতে হয় না, শুধুমাত্র আপনার ইন্টারনেট সংযোগ থাকলেই এটাতে লগইন করে আপনার সমস্ত ট্রেডিং কাজ এটাতেই করতে পারবেন। এটা সম্পুর্ণ ফ্রি বা বিনামুল্যে ব্যবহার করতে পারবেন।

shawon12
2014-05-22, 01:39 AM
ইন্সটাফরেক্স সম্পর্কে আমার তেমন ধারণা নেই বললে চলে, এখানে আমি অনেক নতুন ।এটা আমি খুব তাড়াতাড়ি শিখতে চাই তাই আপনাকে আমার অনুরোধ এটা আমি কিভাবে শিখতে পারব তা আমাকে একটু বলবেন প্লিজ......................

mishuamld
2014-05-26, 10:08 AM
এটা পিসি বা কম্পিউটাররে মেটাট্রেডার৪ কিংবা ৫ এর মত ইন্সটল করতে হয় না, শুধুমাত্র আপনার ইন্টারনেট সংযোগ থাকলেই এটাতে লগইন করে আপনার সমস্ত ট্রেডিং কাজ এটাতেই করতে পারবেন।

mdtuhinfx
2014-12-30, 07:37 PM
ওয়েব ট্রেডার কি? মেটা ট্রেডার ৪ এর মত কাজ করা যাবে? এ বিষয়ে কি কোন টিউটোরিয়াল পাওয়া যাবে।

জাহাঙ্গীর
2015-02-18, 12:09 PM
ইন্সটাফরেক্স গ্রুপ এর জনসংযোগ ম্যানেজারকে ধন্যবাদ। ইন্সটাফরেক্স তার গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সব সময় নতুন নতুন কিছু দিয়ে উৎসহিত করে থাকে। আমি মনেকরি ওয়েব্ ট্রেডার সফটওয়্যারটি গ্রাহকদের চাহিদা মেটাতে পারবে।

fxtdr
2015-07-01, 10:45 AM
ফরেক্স বাজারে ট্রেডিং এর বিদ্যমান কার্যকর সকল প্রযুক্তি ট্রেডিং প্ল্যাটফর্ম ইন্সটাফরেক্স ওয়েব-ট্রেডার -এ প্রয়োগ করা হয়েছে। ইন্সটাফরেক্সের গ্রাহকরা অভিনবত্ব এর মাল্টিফাংশনাল তিনটি ইন্টারফেস ক্লাসিক, ড্যাশবোর্ড, এবং চার্ট থেকে তাদের সুবিধা অনুযায়ী যেকোনো ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। এদের প্রত্যেকটির তার নিজের আলাদা কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে; অতএব, আপনি আপনার ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট ইন্টারফেস বাছাই করতে পারবেন। ট্রেডিং সুবিধা এছাড়াও, ওয়েব-ট্রেডার (WebTrader) থেকে ব্যবহারকারীরা, চলতি ফরেক্স খবর, আপ টু ডেট বিশ্লেষণ এবং সেইসাথে রিয়েল টাইম মার্কেট কোট সম্পর্কেও জানতে পারবেন। এই ওয়েব-ট্রেডার(WebTrader) প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্সটাফরেক্সর গ্রাহকরা সবধরনের ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এবং সকল প্রকার ট্রেডিং ইন্সট্রুমেন্ট যেমন ফরেক্স, মেটাল, এবং সিএফডি জন্য এটি ব্যবহার করতে পারবেন।

Aunik
2015-08-29, 12:28 PM
ওয়েব ট্রেড বলতে আসলে যেতা বুঝাই সেটা হল ওয়েব পেইজ এর মদ্ধ্যেই একটা প্লাট ফরম আছে যেখানে মার্কেট দেখে আপনি মেটা ট্রেডার এর মতই ট্রেড করতে পারবেন ।। আপনি এন্সটা ফোরেক্স এর পেইজ এ ঢুক্লেই দেক্তে পাবেন ওয়েব পেইজ এর অপশন ।। তার আগে আপনার একটি ইন্সটা ফরেক্স এর একাউন্ট থাকা লাগবে ।। তখন আপনি এই একাউন্ট এর আইডি পাসয়রড দিয়ে লসিন করে ওয়েব প্লাটফরমে যেতে পারবেন এবং ট্রেড করতে পারবেন।।

smartroni1996
2015-09-24, 12:16 PM
এখোনে কি ইচ্ছামত ইন্ডিকেটরও যোগ করা যাবেে? এটা করা গেলে অনলাইনেই করতাম।

HKProduction
2015-12-15, 12:23 PM
ওয়েব ট্রেড কি ? এর বিশদ বিবরণ দিলে সবাই উপকৃত হতো। এখানে কি কাস্টম ইন্ডিকেটর ডিফল্ট সেটিং করা আছে। ওয়েবট্রেডের লিংকটা কি। আমরা এখানে কিভাবে ঢুকব। এটা দিয়ে কি ফোরাম রিলেটেড ট্রেড করা যাবে ? আশাকরি যারা জানেন তারা আমাদেরকে ভালভাবে বুঝিয়ে লিখবেন।

yasir arafat
2016-04-05, 01:33 AM
বর্তমানে ওয়েবেও ইন্সটাফরেক্সের ট্রেডগুলো পরীলক্ষীত করা যায়।ওয়েব ট্রেডার হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে আপনাকে কোন মেটাট্রেডার ইন্সস্টল করতে হবে না।শুধু ওয়েবে লগইন করে আপনার ট্রেডগুলো পরিচালনা করতে পারবেন।এজন্য একে ওয়েব ট্রেডার বলা হয়।

IFXRasel
2016-04-05, 10:15 AM
ওয়েব ট্রেড কি ? এর বিশদ বিবরণ দিলে সবাই উপকৃত হতো। এখানে কি কাস্টম ইন্ডিকেটর ডিফল্ট সেটিং করা আছে। ওয়েবট্রেডের লিংকটা কি। আমরা এখানে কিভাবে ঢুকব। এটা দিয়ে কি ফোরাম রিলেটেড ট্রেড করা যাবে ? আশাকরি যারা জানেন তারা আমাদেরকে ভালভাবে বুঝিয়ে লিখবেন।

ইন্সটাফরেক্সের Web-Trader এর সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা নিতে এই লিঙ্কটি অনুসরণ করুন - https://www.instaforex.com/bd/webtrader.php
ইন্সটাফরেক্সের Web-Trader-এ ডিফল্ট কিছু ইন্ডিকেটর।
আর আপনি Web-Trader এর মাধ্যমেও ট্রেড করতে পারবেন। Web-Trader এর মাধ্যমে ট্রেড করতে এই লিঙ্কটি অনুসরণ করুন – https://webtrader.instaforex.com/login
ধন্যবাদ

dwipFX
2016-05-11, 07:46 PM
আমি মোবাইলে ট্রেড করি ইনস্টা ফরেক্স ওয়েব ট্রেডার এটা কি মোবাইলে ব্যাবহার করা যাবে। আমি ফরেক্স মার্কেট সম্পর্কে কম্পিউটারের চেঢে মোবাইলে বেশি শিখছি যদি করা যায় তা কিভাবে করা সহযোগিতা করবেন।

fatema begum
2016-07-31, 11:20 PM
ওয়েব ট্রেডার চালু হওয়াতে ভালই হয়েছে।আমরা যারা ফরেক্স করছি তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিক ।আসলে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যদি ভাল ট্রেডিং টুলস পায় তাহলে অবশ্যই আমরা কিছু করতে পারব।আর কে না চায় সকল সুবিধা নিয়ে ট্রেড করতে। সুতরাং এটা খুব ভাল।

MoinFX
2016-10-06, 09:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে এমটিপোর প্লাট ফর্মে ট্রেড করছি আমার কাছে অনেক ভাল লাগছে তবে মাঝে মাঝে নেট কানেকশন দিতে দেরি করে। আমার প্রথম একাউন্ট জিরো করে পেলিছি এখন কম বলিউমে ট্রেড করে কম ভলিউমে।

sharpstar
2016-11-11, 01:56 PM
ওয়েব ট্রেডার মূলত কম্পিউটার ব্রাউজার থেকে ট্রেড করার একটি মাধ্যম। কম্পিউটারে কোন ট্রেডিং সফটওয়ার ইন্সটল না করে ওয়েব এপ্লিকেশনের মাধ্যেম ব্রাউজার দিয়ে ট্রেড করার পদ্ধতিকে ওয়েব ট্রেডার বলে অভিহিত করা হয়।