PDA

View Full Version : Usd কি তার অবস্থান ধরে রাখতে পারবে?



ONLINE IT
2016-12-06, 12:29 PM
সব সময় আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আমেরিকা বিশ্ব অর্থনীতি শাসন করে থাকে। যে কোন দেশেরই রিজার্ভ কারেন্সি কিন্তু ডলারে রেখে থাকে। শুধু অর্থনীতির দিক থেকে নয় সব দিক হতেই আমেরিকা বিশ্বের এক নম্বর দেশ। তাই আমরা ডলারকে দুর্বল ভাবতে পারি না। ডলার সর্বদাই শক্তিশালী। আমরা মাঝে মাঝে ডলার এর পতন দেখি। কিন্তু তা অন্যান্য কারেন্সির মত ব্যাপক সময় ধরে থাকে না। অল্প সময়ের মধ্যেই ডলার তার স্থানে ফিরে আসে। সামনে আমেরিকার ক্ষমতা পরিবর্তনের সময় এসেছে। ওবামা সরকার এবার সরকার গঠনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই আমেরিকার বাতাসে এখন ক্ষমতা পরিবর্তনের হাওয়া। অনেকেই ধারনা করছে এই ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে ডলার তার স্থান হারিয়ে ফেলবে। কেননা অনেক আমেরিকানই ট্রাম্পকে তাদের সরকার প্রধান মানতে নারাজ। তাই বিশেষজ্ঞদের ধারনা যখন ট্রাম্প সরকার প্রধান হবেন তখন দেশের ভিতর অরাজকতা সৃষ্টি হতে পারে। এ কারনে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ডলার দুর্বল হতে থাকবে। যদি অরাজকতা সৃষ্টি হয়েই যায় তাহলে কি ডলার দুর্বল হয়ে যাবে। যদি কোন ক্রমে ডলার দুর্বল হয়ে যায় তাহলে তার অবস্থান কোথায় গিয়ে দাড়াবে। যদিও বর্তমানে ডলারের শাসন চলছে।

RUBEL MIAH
2017-04-27, 03:08 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন রাজনৈতকিভাবে চাপ আসে । আমেরিকানই ট্রাম্পকে তাদের সরকার প্রধান মানতে নারাজ । তাই বিশেষজ্ঞদের ধারনা যখন ট্রাম্প সরকার প্রধান হবেন তখন দেশের ভিতর অরাজকতা সৃষ্টি হতে পারে । সেভাবেই অামরা ভালোভাবে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-06-16, 01:17 PM
মারকেট ট্রেড করার আগে দেখতে হবে কোন কারন্সি স্ট্রং এবং কোনটি শক্তিশালী। ফরেক্স এ ট্রেড করার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বাই করবেন না সেল করবেন। যদি ইউ এস ডলার শক্তিশালী থাকে তাহলে আমরা সেই দেশের কারনেসি ক্রয় করব।

Mamun13
2018-01-24, 11:42 PM
বর্তমানেও usd কারেন্সী খুবই দূর্বল ও নাজুক অবস্হায় দেখছি৷কিন্তু আমার ধারনা usd আবারোও চাঙ্গা হয়ে উঠবে৷সারা বিশ্বের সর্বাধিক শক্তিশালী কারেন্সী হচ্ছে এই usd যা একাই বিশ্ব অর্থনীতিতে 70% ভূমিকা পালন করে থাকে৷তাই usd এভাবে মূখ থুবড়ে পড়ে থাকলে কী চলবে ? উঠে দাড়াঁতেই হবে৷

01797733223
2018-01-25, 11:14 AM
ভাই বর্তমান পেক্ষাপটকে বিবেচনায় নিলে আপনার মত আমারও ঐ একই প্রশ্ন। কারন রাজনৈতিক অস্থিরতার যে নাজুক অবস্থা সেটা আমাদের সকলকেই কিছুটা হলেও সাময়িকভাবে দোলা দিচ্ছে। কিন্তু শুধু অর্থনীতির দিক থেকে সবকিছু বিবেচনা করলে হবেনা, কেননা বর্তমানে সবদিক থেকেই আমেরিকা বিশ্বের এক নম্বর দেশ পজিশনে তার অবস্থানকে ধরে রেখেছে তাই আশা করা যায় যে চিন্তার কোন কারন নেই। সুতরাং usd তার অবস্থান ধরে রাখতে পারবে সে ব্যাপারে আমরা নিশ্চিৎ* থাকতে পারি।

Mahidul84
2018-01-25, 06:52 PM
যদিও বর্তমানে ইউএসডির অবস্থা খুবই দুর্বল আছে কিন্তু আমার ধারণা ইউএসডি আবারও মঙ্গলবার হতে চাঙ্গা হয়ে উঠতে পারে। কেননা ইতিমধ্যে আমেরিকায় শ্রমিকদের মজুরির জন্য একটি বিল পাস হয়েছে। অতএব আমার ঐটার উপর ভিত্তি করে আবারও ইউএসডি মুদ্রার মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার হতে উক্ত আইনটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি নিশ্চিত সেই দিন হতে ইউএসডি আবারও শক্ত অবস্থানে যেতে পারে।

samun
2021-10-25, 04:13 PM
এসকল বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা নতুন ট্রেড আর্গন কারেন্সি সম্পর্কে ভালো জ্ঞান ও ধারণা অর্জন করতে পারি এতে করে একজন নতুন ট্রেডার তার কোন কারেন্সি রেট রেট করবে সে বিষয়ে সুষ্ঠু ধারণা পেয়ে থাকে এবং সঠিকভাবে পর্যালোচনা করে একটি ট্রেড ওপেন করতে পারে