PDA

View Full Version : এক্সপারট ট্রেডারদের সিগন্যাল ঃ



msisohel
2016-12-12, 08:51 PM
এক্সপারট ট্রেডারদের সিগন্যাল এখানে পাওয়া যাবে কি ভাবে।

nbfx
2016-12-14, 03:49 PM
এক্সপার্ট ট্রেডারদের সিগন্যাল সংগ্রহের জন্য একসময় আমিও অনেক চেষ্টা তদবীর করেছি। ভাবতাম তাহলেই সফলতা অর্নিবার্য। আসলে ঘটনা তা নয়। এক্সপার্ট ট্রেডার তার নিজস্ব মেধা দিয়ে সিগন্যাল তৈরী করেছে তার নিজের জন্য। এই সিগন্যালের পুরোপুরি সুবিধা আপনি কখনো নিতে পারবেন না।তবে এক্সপার্ট ট্রেডারদের সিগন্যাল নিতে কোন অসুবিধা নেই । কিন্তু ঐ সিগন্যালের উপর ১০০% নির্ভর কখনো হবেন না। ঐ সিগন্যালের উপর ভিত্তি করে নিজে একটি সিগন্যাল তৈরী করতে চেষ্টা করুন।