PDA

View Full Version : স্ক্যপ্লিং করার কৌশল



nbfx
2016-12-12, 11:26 PM
স্ক্যপ্লিং একটি জনপ্রিয় ট্রেডিং কৌশল বিশেষ করে নতুনদের কাছে। কিন্তু স্ক্যপ্লিং এর কৌশল না জানার কারনে বেশিরভাগ নতুন ট্রেডাররা লস করে। আমি ফরেক্স মার্কেটে দীর্ঘ ৬ বছর যাবত আছি। অনেক লস এবং একাউন্ট জিরো করে আজ আমি লস ছাড়া ট্রেড করতে পারছি। আমার ইতিহাস থেকে বলছি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে না জানলে আপনি স্ক্যাপ্লিং করতে পারবেন না। স্ক্যপ্লিং হলো টুয়ান্টি টুয়ান্টি ক্রিকেট খেলার মতো। আমি আপনাদের স্ক্যপ্লিং করার কৌশল বলে দিচ্ছি প্রথমে ডেমোতে চর্চা করে তারপর রিয়েল একাউন্টে ট্রেড করুন । হাতিয়ার হিসেবে মুভিং এভারেজ(ই এম এ ৫০/১৪) ক্রসিং ব্যবহার করুন। সাথে নিয়ে নিন আর এস আই ইন্ডিকেটর। এখন ট্রেড করার পালা । বেস্ট ট্রেডিং সেশন হলো দুপুর ২টা-৩টা। এবং সন্ধ্যা ৬টা-রাত ১১টা। টাইমফ্রেম ব্যবহার ৪ঘন্টা চার্ট এবং ৫মিনিট চার্ট। যেভাবে ট্রেড ওপেন করবেন।৪ঘন্টার চার্টে যখন মুভিং এভারেজ ১৪ মুভিং এভারেজ ৫০ কে ক্রসিং করবে ঠিক তখনই ঐ পেয়ারটি স্ক্যপ্লিং করার জন্য উপযুক্ত হবে। এবার ৫ মিনিট চার্টে ফিরে আসুন যদি ৪ঘন্টার চার্টে বাই মুডে ক্রস করে থাকে তবে অপেক্ষা করুন কখন ৫মিনিট চার্ট মুভিং এভারেজ ১৪ মুভিং এভারেজ ৫০ কে ক্রস করে। তাহলেই বাই ট্রেড ওপেন করবেন। ট্রেড ক্লোজ করা- যখন ট্রেড লাইন মুভিং এভারেজ থেকে ১০-২৫ পিপসের একটা দুরত্ব তৈরী হবে। সর্তকতা-৫মিনিটের চার্টে আবার যখন মুভিং এভারেজ ১৪ মুভিং এভারেজ ৫০ কে ক্রস করে নিচে নামবে তখন কোন ট্রেড ওপেন করবেন না। অপেক্ষা করতে হবে, কখন আবার মুভিং এভারেজ ১৪ বাইমুডে ক্রস করে।মানি মেনেজম্যান্ট অবশ্যই মেনে চলবেন।

RUBEL MIAH
2016-12-14, 07:58 AM
আমরা স্ক্যাল্পিং করার কৌশল আগে শিখব । যে ট্রেডার যত বেশী কৌশলি হবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী স্ক্যাল্পিং করার জন্য টাইম ফ্রেম নির্দেশ করতে হবে । অামরা ৫ মিনিটের চার্টকে দেখে বেশীর ভাগ সময় ট্রেড করার চেষ্টা করব । কারন মুভিং এভারেজের উপর নির্ভর করে যদি আমরা এই স্ক্যাল্পিং করতে পারি তাহলেই সফলতা । কিন্তু নতুনদের কাছে খুবই রিক্স ।

shohanjacksion
2017-01-30, 11:04 AM
ধন্যবাদ আপনাকে,খুব ভাল তথ্য ও মতামত পোষন করার জন্য। খুবই গুরুত্বপূর্ন আলোচনা করা হয়েছে স্ক্যালপারদের জন্য্। আমার মতে শুধু স্ক্যাল্পারই না লং টাইম ট্রেড করা ট্রডারদের জন্যও এই স্ক্যাল্পিং তথ্যগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আমরা অনেকেই লং টাইম ট্রেড করে থাকি আবার মাঝে মাঝে স্ক্যাল্পিং ও করে থাকি।

Mamun13
2017-11-15, 06:08 PM
আমার ট্রেডিং চার্টে যদি এই ভাবে ২টা e.m.a 50+14 ক্রসওভার ট্রেডিং স্ট্র্যাটেজী সেট করি এবং এগুলোর পাশাপাশি r.s.i ইনডিকেটর ব্যাবহার করি তাহলে আমি আধা কানার মতো হয়ে যাই৷তখন আমার ব্রেইনের ফোকাস থাকে শুধুমাত্র এসব ইনডিকেটরের উপর৷ফলে সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী এন্ট্রী লেভেলগুলো পরিষ্কার বুঝতে পারিনা৷তাই এই ধরনের স্ট্র্যাটেজী ব্যাবহার আমি করতে পারিনা৷আমার ট্রেডিং চার্ট হলো ইনডিকেটর মুক্ত পরিষ্কার ঝঁকঝঁকা৷

Syed Moinul
2018-01-29, 06:35 PM
স্ক্যাল্পিং করা একটি জনপ্রিয় কৌশল। অনেকের কাছে এটিই প্রফিট করার হাতিয়ার। সঠিক কৌশলে ট্রড করলে স্ক্যাল্পিং খুবই ভালো।

Grimm
2018-02-07, 11:31 PM
বিভিন্ন ট্রেডাররা এই কৌশলটাকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। তবে হ্যা তাদের মধ্যে একটা মিল আছে যে, তারা সবাই ছোট টাইমফ্রেম ব্যবহার করে থাকেন। তবে আমার মতে সকল কৌশল সফলতা এনে দিতে পারে না। আর আপনিও খুব সহজেই ভাল কৌশলটি বের করতে পারবেন না। আপনি যদি স্ক্যালপিং এর ভাল একটি কৌশল বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে দীর্ঘসময় ডেমোতে অনুশীলণ করতে হবে।

Tofazzal Mia
2018-02-22, 04:29 PM
ডে ট্রেডিং এর কৌশলগুলোর মধ্যে অন্যত্তম হলো স্ক্যাল্পিং, বিভিন্ন ডে অপশনগুলোর মধ্যে এই অপশনে দ্রুত ট্রেড খুলতে হয় এবং বন্ধ করতে হয়। ট্রেডার কয়েক পিপ মুনাফা লাভ করেই ট্রেড বন্ধ করে দেয় এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো সফল ট্রেড সম্পন্ন করে মুনাফা লাভ করতে পারে। স্ক্যাল্পিং ট্রেডিং এ লাভজনক ফলাফল পেতে ফরেক্স মার্কেটের মূল্য ওঠানামার সঠিক পূর্বাভাস করা আবশ্যক, কারন অনেক বাহ্যিক বিষয় ফরেক্স মার্কেটেরে মূল্য ওঠানামার উপর প্রভাব ফেলে। সুতরাং আপনার স্ক্যাল্পিং ট্রেডিং লাভজনক করতে মার্কেটের অবস্থা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং মুদ্রার হারের ওঠানামা সম্পর্কে ধারনা করতে হবে, একটা ট্রেড খোলা অথবা বন্ধ করার সময় এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট সম্পর্কে দ্রুত ধারনা করাও খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে প্রযুক্তিগত বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান অর্জন করলে অপেক্ষাকৃত কম ঝুঁকিতে অর্থ উপার্জন করার সুযোগ থাকে।

Read more: https://www.instaforex.com/bd/forex_day_trading

hasem79
2018-03-17, 10:29 PM
জি ভাই, এক সময় প্রচুর স্ক্যাল্পিং করতাম। অবশ্য তখন বুঝতাম না এটা কি জিনিস। খালি বাই আর সেল। একটু প্রফিটে গেলেই ক্লোজ, আবার ওপেন আবর ক্লোজ। এভাবেই খেলতাম। বেশির ভাগ সময়ই একাউন্ট জিরো করে বসে থাকতাম। এখন যখন কিছুটা বুঝি কি নিয়ে কি ভাবে খেলতে হবে - তখন আর স্ক্যাল্পিং করার মত কলিজা নেই।

riponinsta
2018-03-18, 11:16 AM
ফরেক্স মার্কেট সহ যে কোন মার্কেট এ মুভিং এভারেজ অনেক ভাল একটা ইনডিকেটর অনেক বড় বড় ট্রেডার এই ইনডিকেটর দিয়ে ট্রেড করে থাকে আর আমি মুভিং এভারেজ এর বেশির ভাগ ট্রেডিং সিস্টেম কাজ করতে দেখছি আশা করছি আপনার এই ট্রেডিং সিস্টেম অনেক ভাল কাজ করবে আমি আপনার এই ট্রেডিং সিস্টেম ডেমোতে টেস্ট করে দেখব

Montu Zaman
2019-03-12, 04:09 PM
স্ক্যাপলিং করার বেলায় ফ্যাক্টল সেট করা এবং ৩০ মিনিট চার্ট কে ব্যাস করে ৫ মিনিটের চার্টে ট্রেড করা,৩০ মিনিটের চার্টে সর্বশেষ ফ্যাক্টল যদি ক্যান্ডেলের বোটমে থাকে তাহলে যতক্ষণ না,৩০ মিনিটের চার্টে ফ্র্যাক্টল নতুন কোন ক্যান্ডলের টপে অাসলে ততক্ষণ ৫ মিনিটের চার্টে যত বার বোটমে ফ্র্যাক্টল অাসবে ততবার বাই দিবেন এবং ৫ মিনিট চার্টে নতুন ফ্যাক্টল টপে অাসলে টিপি বুক করবেন,এস দিবেন ৩০ মিনিট চার্টের ফ্যাক্টল বরবার কেননা অনেক ক্ষেত্রে ফ্যাক্টল রিভার্সাল হয়,অথবা দেখা যায় ফ্যাক্টলের হিসেবে ৩ ক্যান্ডেল অাসার অাগেই ফ্যাক্টল ভেঙ্গে যায়।স্ক্যাপলিং জন্য অবশ্যই জিরো স্প্রেড একাউন্ট ব্যাবহার করাটা উত্তম,যদি ব্রোকারের জিরো স্প্রেড না থাকে ব্রোকার পরিবর্তন করতে পারেন,ব্রোকার পরিবর্তন না করতে চাইলে মাইক্রো ট্রাই করে দেখতে পারেন। অারেকটা অাপনাদের এখন শিখিয়ে দিচ্ছি যা সকল টাইম ফ্রেমে কাজ করবে। সেটা হচ্ছে যখন দেখবেন অার এস অাই ২০ তে এবং ট্রেন্ড কোন সাপোর্টে তাহলে ট্রেন্ড অার নামবে না বা সাপোর্ট ব্রেক করবে না,৩০ এব ৫০ এর বেলায় এমন কাজ করবে।অার রেসিটেন্সের বেলায় অার এস অাই ভ্যালু ৮০,৭০,৫০।অাসলে ৮০ বা ৭০ হলেই ট্রেন্ড নামবে এমন কোন কথা নাই,দেখতে হবে রেজিসটেন্স অাছে কিনা,তখন দেখবেন ট্রেন্ড রিট্রেস করছে এবং রেসিটেন্স ভাঙ্গতে না পারায় নেমে গেছে ট্রেন্ড,যা অাপনি স্ক্যাপলিং বা সুইং দুইবেলাতেই উইজ করতে পারবেন।

DhakaFX
2019-03-14, 07:28 PM
আমি স্কাল্পিং সম্পর্কে কিছুটা পড়াশুনা করেছি কিন্তু সবটা জানার জন্য আপনাদের সাহায্য দরকার। স্কাল্পিংয়ে সবচেয়ে খারাপ বিষয় হল ব্রোকারের কমিশন বা স্প্রেড। সেক্ষেত্রে কম কমিশন নেয় কোন ব্রোকার ? এবার আসি লট সাইজ ও লিভারেজে। স্কাল্পিংয়ের ক্ষেত্রে লট ও লিভারেজ কিভাবে বাছাই করব? টাইমফ্রেম হিসেবে আমি কত মিনিট বা ঘন্টার টাইমফ্রেম ইউজ করব? সবশেষে আমাকে পারলে কতগুলো ভিডিওর লিংক দেন যেগুলোতে স্কাল্পিং একাউন্ট ওপেন থেকে শুরু করে স্কাল্পিং ট্রেড করা পর্যন্ত থাকে। ধন্যবাদ সবাইআমি স্কাল্পিং সম্পর্কে কিছুটা পড়াশুনা করেছি কিন্তু সবটা জানার জন্য আপনাদের সাহায্য দরকার। স্কাল্পিংয়ে সবচেয়ে খারাপ বিষয় হল ব্রোকারের কমিশন বা স্প্রেড। সেক্ষেত্রে কম কমিশন নেয় কোন ব্রোকার ? এবার আসি লট সাইজ ও লিভারেজে। স্কাল্পিংয়ের ক্ষেত্রে লট ও লিভারেজ কিভাবে বাছাই করব? টাইমফ্রেম হিসেবে আমি কত মিনিট বা ঘন্টার টাইমফ্রেম ইউজ করব? সবশেষে আমাকে পারলে কতগুলো ভিডিওর লিংক দেন যেগুলোতে স্কাল্পিং একাউন্ট ওপেন থেকে শুরু করে স্কাল্পিং ট্রেড করা পর্যন্ত থাকে। ধন্যবাদ সবাইকে।

SumonIslam
2019-04-28, 03:56 PM
জিরো জিরো স্ক্যাল্পিং স্ট্রাটেজি
শুরুতেই বলে রাখি এটা আমার নিজের লেখা কোনো স্ট্রাটেজি নয়... এটা সংগৃহীত...আপনাদের সাথে শেয়ার করছি...আশা করছি আপনাদের কাজে লাগবে... এই স্ট্রাটেজি টা ২০১৫ সালে একটা ব্লগে পড়েছিলাম... এই স্ট্রাটেজি আমি নিজে ১০০% অনুসরণ না করলেও TP set করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং সেটা বেশ ভাল কাজ করে... যাইহোক অনেক কথা বললাম...আপনারা স্ট্রাটেজি টা ভাল করে পড়ুন, বুঝুন আর Demo তে Test করে দেখুন...
7646
ফরেক্সে একটি ব্যাপার কি খেয়াল করেছেন যে “০০” মানে “শত” এর দিকে প্রাইস ধাবিত হওয়ার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ, মার্কেট যখন ভোলাটাইল, প্রাইস যদি ৫০ ক্রস করে উপরে উঠে তবে তা ১০০ হিট করবে আর যদি ৫০ এর নিচে নেমে যায় তবে তা নিচের ১০০ হিট করার প্রবনতা বেশি, কারন অনেক লং টার্ম ট্রেডার তাদের টার্গেট সেট করে “০০” শত লেভেলে তাই প্রাইস তা টাচ দ্রুত করে আরও উপরে যেতে পারে বা রিট্রেস করে নিচেও নেমে আসতে পারে। যারা নিয়মিত ফরেক্স নিউজ সাইটগুলোর প্রতি নজর রাখেন, তারা দেখবেন সাইটগুলো প্রধানত EURUSD ১.৩৬০০ ব্রেক করতে পারলো কিনা, কিংবা লন্ডন সেশন শেষে ১.৩৭০০ এর ওপর পর্যন্ত প্রাইস থাকতে পারল কিনা এ ধরণের নিউজের প্রতি বেশি প্রাধান্য দেয়। এই ধরণের ০০ প্রাইস লেভেলগুলো সাধারনত শক্তিশালী সাপোর্ট এবং রেসিসট্যান্স হিসেবে ভালো কাজ করে, আর ট্রেডারদের টার্গেট থাকে এগুলো ব্রেক করার। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে এই প্রাইসগুলোর আশে-পাশে তো বারবার ঘোরাফেরা করে আবার ফিরে আসে, তাহলে টেক প্রফিট কি ০০ তেই দেবো? নাকি কয়েক পিপস কমিয়ে দিবো? এটা আসলে সম্পূর্ণরুপে আপনার ইচ্ছা। যেহুতু বেশিরভাগ সময়ি এই ধরণের ০০ লেভেল ব্রেক হয়, তাই ০০ তেই টিপি সেট করতে পারেন।
আর একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, মানে ফান্ডামেন্টাল নির্দেশ করছে পেয়ারটি হয়তো ১.৩৫০০ ক্রস করবে আর কিন্তু আপনি ট্রেড দিতে চাচ্ছেন টার্গেট ১.৩৪০০ নিয়ে তাহলে কিছুই বলার নেই, লস হবেই । তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে সাথে রেখেই ট্রেড করবেন। হয়তো সম্পূর্ণ নির্ভরশীল হয়ে নয়, কিন্তু ধারনা রাখতে হবে।
চলুন দেখে নেই এই সেটাপ দিয়ে একটি ট্রেড আইডিয়াঃ

বাই সিগনালঃ

প্রাইস ৫০-৬০ ক্রস করে উপরে উঠেছে
বাই লিমিট @৮০, মানে প্রাইস ৮০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
স্টপ লস @৬০
আর এক্সিট ০০ তে

সেল সিগনালঃ

প্রাইস ৫০-৪০ ক্রস করে নিচে নেমেছে
সেল লিমিট @২০, মানে প্রাইস ২০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
স্টপ লস @৪০
আর এক্সিট ০০ তে

ব্যাপার হল এই খানে রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও। যদিও স্ক্যাল্পিং ট্রেডে রিস্ক-রিওয়ার্ড রেশিও মেনে চলা কঠিন। এই ক্ষেত্রে আমরা টার্গেটকে দুই ভাবে সিলেক্ট করতে পারি।
সেটাপ ১
প্রাইস ৫০-৬০ ক্রস করে উপরে উঠেছে
বাই লিমিট @৮০, মানে প্রাইস ৮০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
স্টপ লস @৬০
আর টার্গেট ৯০ তে, এতে রিস্ক রিওয়ার্ড ২:১, কারন আপনার স্টপ লস ছোট নিলে তা দ্রুত হিট করবে।

তবে আমরা কিন্তু আমাদের ট্রেড এই ভাবেও সেটাপ করতে পারিঃ
সেটাপ ২
প্রাইস ৫০-৬০ ক্রস করে উপরে উঠেছে
বাই লিমিট @৮০, মানে প্রাইস ৮০ ক্রস করলে ট্রেড ওপেন হবে
স্টপ লস @৬০
আর এক্সিট ১০০ তে ৫০% ও বাকি ৫০% এ ট্রেইলিং স্টপ এতে বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা থেকে।

যদিও আমরা স্ক্যাল্পিং করতে চাই, কিন্তু এসব ক্ষেত্রে ট্রেইলিং স্টপ ব্যবহার করলে মাঝে মাঝে ০০ লেভেল ব্রেক করলে ভালো পিপস মুভমেন্টের কারণে লাভও ভালো পাওয়া যায়। কোনটি আপনার ক্ষেত্রে বেশি কার্যকরী তা বিবেচনা করে ট্রেড করুন।
সবশেষে সবাই ভাল থাকুন, ভাল ট্রেড করুন, ভাল প্রফিট করুন...আল্লাহ হাফেয...

FX7
2019-12-02, 02:52 AM
স্কাল্পিং করার জন্য দক্ষতা দরকার।মাকেট সম্পকে জানা ও পরিচিত হওয়া দরকার।আমি নতুন তাই এত কিছু বুঝি না।তবে আপনাদের সবার একটা মিল আছে যে আপনারা সবাই একই টাম ফ্রেমে স্কাল্পিং করেন।তবে আপনাদের মুভিং এভারেজ ১৪+৫০ কৌশলটা ডেমোতে প্রাকিস করবো দেখি কিছু বুঝতে পারি কিনা

FREEDOM
2020-04-13, 04:57 PM
আমি অনেক সময়ই ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং করে থাকি তবে বেশিরভাগ সময়ই অসফল বলা চলে। তাই এখন স্ক্যাল্পিং করা অনেকটাই বাদ দিয়ে দিছি। তবে আপনি যেভাবে বললেন সে অনুযায়ী কিছুদিন প্রাকটিস করে যাবো যদি দেখি ভালো ফলাফল আসে তাহলে আবার স্ক্যাল্পিং কন্টিনিউ করার চেষ্টা করে যাবো।

Rokibul7
2020-07-07, 01:42 PM
স্কাল্পিং করার জন্য বেশ দক্ষতার প্রয়জন।নইলে প্রচুর লস করতে হয়।আর ইন্ডকেটর ব্যাবহার করলে শুধু ইন্ডিকেটর এর উপর চোখ থাকে।তাই যে কোন ইন্ডিকেট ব্যাবহারের পূবে সেটা কে ভাল মত বাজিয়ে দেখতে হবে।ইন্ডিকেটর সঠিক সিগনাল দেয় কিন্তু ইন্ডিকেট এনালাইসিস করতে হবে।