View Full Version : ট্রেন্ড কি ?
ট্রেন্ড হলো মার্কেটের একটি স্বাভাবিক মুভমেন্ট বা গতিবিধি। একটি মার্কেট ট্রেন্ড কখনো সোজাসুজি চলে না। মার্কেট সবসময় তিনটি গতিতে চলে। কখনো উর্ধ্বমুখি বা কখনো নিম্মমুখি এবং মাঝে মাঝে সমান্তরাল।এটাই আসলে মার্কেটের প্রকৃত চিত্র। মার্কেটের এই গতিকে বুঝতে পারলে ট্রেড করা সহজ ।
Mamun13
2017-11-20, 07:52 PM
মার্কেটে আমরা সবসময়ই দেখি প্রাইস উঠানামা করছেই যার নাম হলো 'ট্রেন্ড'৷কখোনোও ধীরে ধীরে আবার কখোনোও দ্রূত আবার কখোনো একেবারেই থেমে থেমে উঠা নামা করছে৷এই উঠানামা বা গতিবিধি ৩ ধরনের হয়ে থাকে-উর্ধগতি,নিম্নগতি ও সমান্তরাল৷'ট্রেন্ড ইজ আওয়ার বেষ্ট ফ্রেন্ড'-এটি ফরেক্স মার্কেটে একটি বহল জনপ্রিয় উক্তি৷প্রত্যেকটি প্রফিটেবল ট্রেডের জন্য এই ট্রেন্ড দেখে বুঝে নিশ্চিত হয়ে এন্ট্রী করা অপরিহার্য৷
Tofazzal Mia
2019-10-29, 05:08 PM
আমরা ভাল করেই জানি যে ফরেক্স এ আমরা দুটি মূদ্রাজোড়া Currency Pair ব্যবহার করি। যেমন EUR/USD, এখানে দুইটি পেয়ারে দুইটি দেশের অর্থনীতি দেশের অবস্থা এগুলার কারণে মুদ্রা শক্তিশালী বা দূর্বল হয়। একটা বাস্তব কথা হল কোন দেশের ফান্ডামেন্টাল নিউজেই কিন্তু সে দেশের মূদ্রাকে দূর্বল বা শক্তিশালী করে থাকে। কোন কোন ফান্ডামেন্টাল নিউজের স্থায়িত্ব ঘন্টা থেকে একদিন কার্যকর থাকে। আর কোন নিউজ মাসের পর মাসও তাতে প্রভাব ফেলতে পারে।কিন্তু ফান্ডামেন্টাল নিউজের কারণে একদিনেই মার্কেট কিন্তু আপ বা ডাউন হয়ে যায়না। অনেক সময় দেখা গেল একটি নিউজের ইমপ্যাক্ট ২-৩ দিন পর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলতেছে। এই যে মার্কেট আপ বা ডাউনে যাচ্ছে এটা কিন্তু টেকনিক্যালিই যায়। মুভমেন্টটা হচ্ছে ফান্ডামেন্টালী কিন্তু সেটা টেকনিক্যাল ওয়েতেই যাবে। তাই যারা এক্সপার্ট এবং সফল ট্রেডার তারা কিন্তু ফান্ডামেন্টাল নিউজের সাথে সাথে টেকনিক্যাল ব্যাপারগুলাও কিন্তু মেনে চলেন। মার্কেটে যখন একটা ট্রেন্ড শুরু হয় তখন সেটা চলতেই থাকে। একসময় ট্রেন্ডটা দূর্বল হয়ে এবার রিভার্সাল মুভ শুরু করে। একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই মার্কেট ট্রেন্ড বুঝতে হবে। কারণ ট্রেন্ড এর বিপরীতে আপনি কখনো টিকে থাকতে পারবেননা। ট্রেন্ডের সাথেই আপনাকে থাকতে হবে।ট্রেন্ড ৩ প্রকার:১. আপট্রেন্ড২. ডাউনট্রেন্ড৩. সাইডওয়ে ট্রেন্ড
ধন্যবাদ ভাই, টেন্ড সম্পকে ধারনা শেয়ার করার জন্য।টেন্ড হচ্ছে মাকৈট চলার গতি।উঠা নামা বা সমন্তরাল ভাবে চলতে থাকে টেন্ড লাইন।আমি নতুন আপনাদের মাঝে,আপনাদের কাছ থেকে মাকেট সম্পকে জানার চেষ্টা করছি।আশা আছে যাবো বহুদুর।ধন্যবাদ
9405
মার্কেটে দামে উর্দ্ধমুখি চলাকে বলে আপট্রেন্ড। মার্কেট নিম্মমুখি চলাটাকে বলে ডাউনট্রেন্ড। আর মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় রেঞ্জ করলে সেটাকে সাইডওয়ে ট্রেন্ড বলে।
১. আপট্রেন্ড: দুটি বা তিনটি সাপোর্ট কে যখন লাইন টেনে নিলে উপরের দিকে নির্দেশনা পাওয়া যায় তখন বুঝতে হবে মার্কেট আপট্রেন্ডে আছে। তিনটি সাপোর্ট একসাথে মিললেই আপট্রেন্ডের নিশ্চয়তা পাওয়া যায়।
২. ডাউনট্রেন্ড: দুটি বা তিনটি রেজিস্টান্সকে কে যখন লাইন টেনে নিলে নিচের দিকে নির্দেশনা পাওয়া যায় তখন বুঝতে হবে মার্কেট ডাউনট্রেন্ডে আছে। তিনটি রেজিস্টান্স লেভেল একসাথে মিললেই ডাউনট্রেন্ডের নিশ্চয়তা পাওয়া যায়।
৩. সাইডওয়ে ট্রেন্ড আসলে কোন ট্রেন্ড না। মার্কেট একটা নির্দিষ্ট পিপের মধ্যে ঘুরাঘুরি করলেই সেটা সাইডওয়ে মার্কেট বলে। এটা স্কাল্পারদের প্রচুর প্রফিট করতে সাহায্য করে।
amreta
2020-01-25, 11:35 AM
তবে, একটি স্বস্তি এলো যখন সুপার মডারেটর একটি থ্রেডের মালিকের লগ থ্রেডটি খোলেন, যার মাধ্যমে এখন কমপক্ষে জার্নাল আপডেটটি কিছুটা স্বীকৃতি পেয়েছে তবে মজার অংশটি থ্রেডের মালিকের লগ থ্রেডে জার্নালটির আপডেট সম্পর্কিত পোস্টটি সত্যের চেয়ে বেশি স্বীকৃতি পাচ্ছে আপডেট পোস্ট, আমি কি এর পিছনে যুক্তি বুঝতে পারছি না? আশা করি, এটি উন্নতি করবে এবং আশা করি জার্নাল মালিকরা প্রতিটি এবং প্রতিটি জার্নাল ওপেনার এবং ন্যূনতম থ্রেডের মালিকের লগ থ্রেডটিতে থ্রেডের মালিকের লগ পোস্টকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তাদের আপডেটটি দেখুন।
Rokibul7
2020-05-09, 12:44 AM
ফরেক্স মাকেটে মূদ্রার মান উঠানামর গতিকে ট্রেন্ড বলে।ট্রেন্ড তিন প্রকার।আমরা সবাই কম বেশি জানি এই ট্রন্ড সম্পকে।ফরেক্স মাকেটে মূদ্রার মান কখন ধির গতি তে বা কখন ও দ্রত উঠানামা করতে দেখা যায়।টেডাররা এই ট্রেন্ড এর মাধ্যমেই লাভ লস করপ থাকে।দক্ষ টেডার রা ট্রেন্ড এর শেষ বা শুরু বুঝতে পারে এনালাইসিস বা প্যাটান এর মাধ্যমে।ফরেক্স মাকেট এ প্রফিট করতে হলে ট্রেন্ড সম্পকে যথেষ্ট দক্ষতা অজন করতে হবপ।ফরেক্স এ একটা কতা আছে আর সেটা হলো ট্রেন্ডই বেষ্ট বন্ধু।
Sakib42
2020-06-27, 11:42 PM
ট্রেন্ড লাইন প্রতিটি কৌশলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই যে বাজারটি উপরে উঠেছে এবং তারপরে এটি পূর্বের নিম্নকে কিছুটা উপরে বা নীচের দিকে স্পর্শ করে যখন দুটি পয়েন্ট সংযুক্ত থাকে তখন তৃতীয় পয়েন্টগুলি এর তাৎপর্য এবং তার অস্তিত্ব যাচাই করে। স্পষ্টতই মার্কেট চার্টের নিদর্শন অনুযায়ী তার বিধি মেনে চলে।
Md.shohag
2020-08-16, 07:22 PM
ট্রেন্ড লাইন প্রতিটি কৌশলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই যে বাজারটি উপরে উঠেছে এবং তারপরে এটি পূর্বের নিম্নকে কিছুটা উপরে বা নীচের দিকে স্পর্শ করে যখন দুটি পয়েন্ট সংযুক্ত থাকে তখন তৃতীয় পয়েন্টগুলি এর তাৎপর্য এবং তার অস্তিত্ব যাচাই করে। স্পষ্টতই মার্কেট চার্টের নিদর্শন অনুযায়ী তার বিধি মেনে চলে।
Rajib_Biswas
2020-08-16, 07:34 PM
ট্রেন্ড লাইন প্রতিটি কৌশলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই যে বাজারটি উপরে উঠেছে এবং তারপরে এটি পূর্বের নিম্নকে কিছুটা উপরে বা নীচের দিকে স্পর্শ করে যখন দুটি পয়েন্ট সংযুক্ত থাকে তখন তৃতীয় পয়েন্টগুলি এর তাৎপর্য এবং তার অস্তিত্ব যাচাই করে। স্পষ্টতই মার্কেট চার্টের নিদর্শন অনুযায়ী তার বিধি মেনে চলে।
সাধারণভাবে ট্রেন্ড বলতে আমরা মার্কেটের গতি প্রকৃতিকে বোঝায়। ফরেক্স মার্কেটে ট্রেড সাধারণত তিন প্রকার। এগুলো হলো আপ ট্রেন্ড ,ডাউনট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড। অর্থাৎ মার্কেট যদি ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে তাহলে তাকে আপট্রেন্ড এবং যদি নিচের দিকে নামতে থাকে তাহলে তাকে ডাউনট্রেন্ড বলে। আর মার্কেট যদি একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করতে থাকে তাহলে তাকে সাইডওয়ে ট্রেন্ড বলে।
SaifulRahman
2021-08-22, 04:42 PM
ট্রেন্ড (Trend )একটি ইংরেজি শব্দ যার অর্থ প্রবণতা । আর ইজ মাই ফ্রেন্ড ( is my friend) = আমার বন্ধু । তাহলে ফরেক্স মার্কেটে ট্রেন্ড-ই আমার বন্ধু !! জি, আপনার অনেক বন্ধু থাকতে-ই পারে । কিন্তু মুদ্রা কেনা বেচার এই বাজারে আপনার পাশে অন্য কাউকে না রাখলেও এই “ট্রেন্ড” বন্ধুটিকে রাখতেই হবে । আর যদি না রাখেন, তাহলে বিসমিল্লা-ই গলদ হয়ে যাবে । মুদ্রা কেনা বেচা করে আপনি খুব সুবিধা করতে পারবেন না এটা বলতে পারি । আমাদের দৈনন্দিন জীবনে যেমন অনেক কিছুর ট্রেন্ড থাকে যেমন-- বেশ কয়েক বছর আগে মেয়েরা স্কিন টাইট পায়জামা পরত । এখন মেয়েদের পায়জামা আর টাইট নাই !! কারন কি ? ওই যে “ট্রেন্ড” । যারা ট্রেন্ড বোঝেন তারা ঠিক-ই ট্রেন্ডি থাকেন সবসময় । ফরেক্স মার্কেটেও ট্রেন্ড থাকে । কখনো আপ (UP) ট্রেন্ড কখনো ডাউন (Down) ট্রেন্ড । আবার কখনও মার্কেট কোন দিকে যাবে বুঝতে পারেনা । আর এটাকে বলে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট । তাই মার্কেট যখন আপ (UP) ট্রেন্ডে থাকবে আর আপনি ভাবেন সেল অর্ডার দিবেন তাহলে ভাবুন আপনার আবস্থা কি হতে পারে !! মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন সে একটি বিশেষ স্টাইলে চলে । অনেকটা সাপের চলন এর মত ! ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে কল্পনা করুন একটি সাপ একটি উঁচু যায়গায় উঠছে । আঁকাবাঁকা-আঁকাবাঁকা হয়েই কিন্তু সে উপরে উঠবে । ফরেক্স মার্কেট ও এমন ভাবেই উপরে উঠে । নামার সময় ও একটি বিশেষ স্টাইলে নামে । যেমন আপনি একটি উঁচু সিড়িতে দাঁড়িয়ে যদি একটি ছোট টেবিল টেনিস বল নিচের দিকে ফেলে দেন তাহলে বলটি কিভাবে নীচের দিকে পড়বে বলুনতো ? হ্যা, প্রথম সিড়িতে বলটি টাচ করার পর বলটি একটু উপরের দিকে লাফিয়ে উঠবে ও পরে আবার নিচের সিড়িতে এসে পড়বে ও আবার আর একটু লাফিয়ে উপরের দিকে উঠবে ও আবার নিচের দিকে যাবে এভাবেই বলটি এক পর্যায়ে একদম নীচে চলে আসবে । ফরেক্স মার্কেট সুচকও এভাবে নামে । সব তো বুঝলাম । কিন্তু বুঝবো কি করে ট্রেন্ড আপ না ডাউন ? চলুন দেখি----
মার্কেট অপট্রেন্ড বুঝবেন তখন, যখন ---- --প্রাইচ হাইয়ার হাই (Higher High) ও হাইয়ার লো ( Higher Low ) বানাবে ।
মার্কেট ডাউন্ট্রেন্ড বুঝবেন তখন, যখন ----- প্রাইচ লোয়ার হাই (Lower High) ও লোয়ার লো (Lower Low) বানাবে ।
বিষয়টি একটু গোলমেলে লাগতে পারে প্রথম প্রথম । তবে বুঝতে চেষ্টা করুন ঠিকই বুঝতে পারবেন আশাকরি ।
15116
EmonFX
2021-09-07, 03:15 PM
ট্রেন্ড হলো মার্কেটের একটি স্বাভাবিক মুভমেন্ট বা গতিবিধি। একটি মার্কেট ট্রেন্ড কখনো সোজাসুজি চলে না। মার্কেট সবসময় তিনটি গতিতে চলে। কখনো উর্ধ্বমুখি বা কখনো নিম্মমুখি এবং মাঝে মাঝে সমান্তরাল।এটাই আসলে মার্কেটের প্রকৃত চিত্র। মার্কেটের এই গতিকে বুঝতে পারলে ট্রেড করা সহজ ।
মার্কেট প্রাইস কখনো সমান্তরাল বা সব সময় একই ডিরেকশনে চলতে পারে না। মার্কেটে লিকুইডিটি গ্রাব এবং সাপ্লাই ডিমান্ড এর জন্য প্রাইসকে মাঝে মাঝে দিক পরিবর্তন করতে হয়। ট্রেন্ড বুঝে বা আইডেন্টিফাই করে ট্রেড করতে পারা ফরেক্স মার্কেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট আসার সম্ভাবনা থাকে। ফরেক্স মার্কেটে সাধারণত তিন ধরনের ট্রেন্ড দেখা যায়। ১. আপ ট্রেন্ড ২. ডাউনট্রেন্ড ৩. ট্রেন্ড লেস। মার্কেট যখন আপট্রেন্ডে থাকে তখন বাই অর্ডার নেওয়ার উপযুক্ত সময় এবং যখন ডাউনট্রেন্ডে থাকে তখন সেল অর্ডার নেওয়ার উপযুক্ত সময় আর যদি মার্কেট স্থিতিশীল থাকে তখন ট্রেড থেকে দূরে থাকাই ভালো। মার্কেট যখন স্থিতিশীল বা ভোলাটাইল অবস্থায় থাকলে ঠিক বোঝা যায়না মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে সেই মুহূর্তে ট্রেড নেয়া অনেকটা রিস্কি। রিস্ক নিয়ে ট্রেড নিয়ে লস করার থেকে প্রফিট বিহীন থাকা অনেক ভালো। কোন ট্রেডার যদি মার্কেট ট্রেন্ড বুঝতে পারে তাহলে তাকে আর কোন কৌশল অবলম্বন না করলেও চলে। ফ্রেন্ড এর উপর ভিত্তি করে ট্রেড নিয়েও অনেক প্রফিট করা সম্ভব। অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত ট্রেন্ড বুঝে ট্রেড করেন তাই ম্যাক্সিমাম ট্রেডে প্রফিট করে থট্রে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.