Log in

View Full Version : একজন আদর্শ ট্রেডারের ৫টি ধাপ



nbfx
2016-12-14, 11:29 AM
ধাপ -১ অচেতনে অযোগ্যতা

এটা হল প্রথম ধাপ যখন আপনি সবেমাত্র ফরেক্স সম্পর্কে জানতে শুরু করেছেন। আপনি জানেন যে ফরেক্স অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারন আপনি ফরেক্স সম্পর্কে অনেক কথা শুনেছেন যে ফরেক্স ট্রেড পারলে টাকা আয় করা কোন ব্যাপার নয়। তাই দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা অনেক সহজ, ঠিক আপনার প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা আপনি মনে করেছেন সহজ হবে, সবচেয়ে বড় কথা আর কত কঠিনইবা হবে?
কিন্তু দুর্ভাগ্যবশত আপনি অনেক বেশী ট্রেড করবেন এবং প্রচুর রিস্ক নিবেন, ঠিক যেমন আপনি গাড়ির স্টিয়ারিং হুইলের সামনে প্রথম হাত রেখেছিলেন কিন্তু জানতেন না যে আপনি কি করছেন। যখন আপনি একটা ট্রেড করবেন এবং সেটা আপনার বিপক্ষে যাবে, তখন আপনি সেটা ক্লোজ করে বিপরীত ট্রেড নিবেন এবং সেটাও বিপক্ষে যাবে এবং এরকম হতেই থাকবে।

আপনার শুরুর দিকে কিছু প্রাথমিক সাফল্য থাকতে পারে, কিন্তু সেটা আপনার জন্য আরো খারাপ হবে, কারণ সেটা আপনার ব্রেইনকে বলবে যে ফরেক্স তো আসলেই সহজ এবং তার ফলে আপনি আরো বেশি রিস্ক নিতে শুরু করবেন।

আপনি আপনার প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ আগের তুলনায় দ্বিগুণ করে দিবেন । তাতে মাঝেমাঝে কাজ হবে কিন্তু বেশিরভাগ সময় আপনার একাউন্টের ক্ষতি হবে। আপনি আপনার অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্যমনস্ক থাকবেন।

এই প্রথম ধাপ সাধারণত এক-দু সপ্তাহ স্থায়ী হবে। (ধারাবাহিক ভাবে চলবে)

msisohel
2016-12-14, 03:37 PM
অচেতনে অযোগ্যতা লেখাটি চমৎকার হয়েছে, নতুন ট্রেডারদের উচিৎ একাটি লস/লাভজনক ট্রেড হলে কেন, কিভাবে, কিকি বিষয়ের প্রভাবে ট্রেড টি লস/লাভ হল।

RUBEL MIAH
2016-12-14, 08:38 PM
একজন আদর্শ ট্রেডারের যে ৫ টি গুণ রয়েছে নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) লোভ কম করবে ।
(২) ধৈর্য্য ধারণ করবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করবে ।
(৪) ডেমো ট্রেড বেশী বেশী করে করবে ।
(৫) নিউজ দেখার চেষ্টা করবে ।

Md Masud
2017-05-25, 02:35 PM
আপনার প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ আগের তুলনায় দ্বিগুণ করে দিবেন । তাতে মাঝে মাঝে কাজ হবে কিন্তু বেশিরভাগ সময় আপনার একাউন্টের ক্ষতি হবে। আপনি আপনার অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্য মনস্ক থাকবেন । আপনি মনে করবেন এটা অনেক সহজ, ঠিক আপনার প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা আপনি মনে করেছেন সহজ হবে ।

md mehedi hasan
2021-06-21, 06:57 AM
এজন ট্রেডার ফরেক্স মার্কেটে নিয়মিতভাবে প্রফিট করতে চাইলে তাকে অনেক গুলো ধাপ পেরুতে হয়।আপনার পাচটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অসলেই কি এই পাচ টি ধাপ অতিক্রম করলে দক্ষ ফরেক্স ট্রেডার হওয়া যায়।বা পাচটি ধাপ সহজেই পার করা যায়।আমি বলবো না।ফরেক্স মার্কেট এত সহজ নয়।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অনেক সময় দিতে হবে।