PDA

View Full Version : মুভিং এভারেজ টানেল , সিম্পল ওয়েতে প্রফিট ক



nbfx
2016-12-14, 08:23 PM
অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা বলে থাকেন- ঐসব ট্রেডিং স্ট্রাটেজিকে আমরা ভাল স্ট্রাটেজি বলব যেগুলো খুব সিম্পল হয়। জটিলতায় ভরা যেসব স্ট্রাটেজি আছে সেগুলোকে ভাল স্ট্রাটেজি বলা যাবেনা। কারন এই সব স্ট্রাটেজি সবাই ব্যবহার করতে সমর্থ হয় না। তেমনই এক সিম্পল স্ট্রাটেজি হল মুভিং এভারেজ টানেল স্ট্রাটেজি।
মুভিং এভারেজ টানেলঃ
মুভিং এভারেজ টানেল আসলেই খুব সিম্পল একটা স্ট্রাটেজি শেয়ার করব। সর্বপ্রথম এই স্ট্রাটেজির প্রস্তাবনা করেছিল টিওদোসি নামে একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জাপানী ফরেক্স ট্রেডার। পরবর্তীতে স্ট্রাটেজিটি দারুন সাকসেস রেটের কারনে বেশ ভাল জনপ্রিয়তা পেয়েছে।
টাইমফ্রেমঃ
১ ঘন্টা টাইমফ্রেমে ভাল কাজ করে। চাইলে ৩০ মিনিটের টাইমফ্রেমেও ব্যবহার করা যাবে।
যেসব ইন্ডিকেটর দরকার হবেঃ
18 ema এবং 28 ema
5 wma এবং 12 wma
rsi = 21
যেভাবে সেটিং করবেনঃ
18 ema এবং 28 ema কে ইনপুট প্যারামিটারে গিয়ে লাল রঙ করে দিবেন। এটা আপনাকে একটা ট্রেন্ড এর শুরু ও শেষ বুঝতে সাহায্য করবে।
5 wma কে করবেন নীল রঙ আর 12 wma করবেন হলুদ রঙ। এগুলো আপনাকে শেখাবে কখন ট্রেডে এন্টার করবেন। তাছাড়া ট্রেন্ড কতটা স্ট্রং তা বুঝা যায়।
কখন ট্রেডে এন্টার করবেন?
আপনি তখনই ট্রেডে এন্টার করবেন যখন লাল টানেলটি খুব সরু হয়ে যাবে।
লং পজিশনে যাবেনঃ
১. যখন 5 wma ও 12 wma রেড টানেল ক্রস করে উপরে উঠে যায়।
২. টানেল কোর্স করার সময় বা পড়ে যদি 5 wma গিয়ে12 wma কে ক্রস করে উপরে চলে আসে তাহলে বুঝতে হবে ট্রেন্ডটা খুবই স্ট্রং।
৩. তবে আরএসআই ৫০ এর উপরে থাকবে।
সর্ট পজিশনে যাবেনঃ
১. যখন 5 wma ও 12 wma রেড টানেল ক্রস করে নিচে নেমে যায়।
২. টানেল ক্রস করার সময় বা পড়ে যদি 5 wma গিয়ে12 wma কে ক্রস করে নিচে চলে আসে তাহলে বুঝতে হবে ট্রেন্ডটা খুবই স্ট্রং।
৩. তবে আরএসআই ৫০ এর নিচে থাকবে।
কখন পজিশন ক্লোজ করে দিবেন?
১. লং পজিশন ক্লোজ করবেন
যখন5 wma, 12 wma কে ক্রস আবার নিচে চলে আসবে।
২. লং পজিশন ক্লোজ করবেন
যখন5 wma, 12 wma কে ক্রস আবার উপরে চলে আসবে।

riponinsta
2017-01-02, 03:50 PM
আমার কাছে আপনার এই টেড ইং সিস্টেম তা অনেক ভাল লাগছে আমি অনেক দিন মুভিং এভারেজ ১০ আর ২০ দিয়ে টেড করছি ভাল লাভ ও করছি এই সিস্টেম । আপনার এই সিস্টেম তা আমি চাট এ সেটআপ দিলাম আশা করি এটা আমার ভাল কাজে লাগবে । যদি ভাল লাভ করতে পারি তা হলে আমি আপনাকে জানাবো অবশ্যই ।

RUBEL MIAH
2017-04-28, 02:43 PM
ফরেক্স মার্কেটে ৪ ঘন্টা টাইমফ্রেমে ভাল কাজ করে । চাইলে ৩০ মিনিটের টাইমফ্রেমেও ব্যবহার করা যাবে । মুভিং এভারেজ ১০ আর ২০ দিয়ে টেড করছি ভাল লাভ ও করছি এই সিস্টেম । অতএব বেশী করে এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-06-11, 06:05 AM
ফরেক্স মেটাট্রেডার এ কয়েক ধরনের মুভিং এভারেজ আছে। মুভিং এভারেজ একই সাথে আপনি কয়েকটি ব্যবহার করতে পারেবন। আপনি শুধু পিরিয়ড চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। তবে মার্কেট এ সিম্পল এবং এক্সপনেনেশীয়াল মুভিং এভারেজ বেশি ব্যবহার করা হয়।

Momen
2017-07-24, 12:47 PM
আমি এখনো মুভিং এভারেজ ব্যবহার করে দেখি নাই। তবে আপনি যেভাবে বললেন যদি তাই হয়ে থাকে তাহলে আশা করছি ট্রেড এ প্রফিট করা যাবে অনেক অল্পতেই। আপনার এই স্ট্রেটেজি আমি আমার চার্টে অ্যাড করে দেখবো, যদি ভালো কোন রেজাল্ট পাই তাহলে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Mamun13
2017-08-27, 01:15 AM
আমি কোনো ইনডিকেটর বেইস এনালাইসিস করে ট্রেডে এন্ট্রী করি না৷তাই লাল-নীল রঙ্গের ইনডিকেটর সম্বলিত কোনো চার্ট দেখলেই চোখে অন্ধকার দেখি,মাথা গরম হয়ে যায়,মাথা ঘোরায়৷আমি আমার ট্রেডিং চার্ট একদম পরিষ্কার রেখে প্রাইস একশান স্ট্র্যাটেজী অনুসারে লং টাইম ফ্রেমে শুধুমাত্র সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো দেখেই ট্রেডে এন্ট্রী করি এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড করি,প্রফিটও পাই৷তবে ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করার চেয়ে ট্রেড না করা ভালো৷