PDA

View Full Version : ফেড ইন্টারেস্ট রেট ও কারেন্সি মার্কেটে এর



MohabbatElahi
2016-12-14, 09:36 PM
আজ দীর্ঘ প্রতীক্ষিত সেই মুহূর্ত বা ক্ষণ যার দিকে তাকিয়ে আছে বিশ্বের প্রতিটি কেন্দ্রীয় ব্যাংক ও কারেন্সি ট্রেডিংএর সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ। আজ সেই মূহুর্ত যা ঘটেছিল বিগত ২০১৫ সালের এই ডিসেম্বর মাসে। অর্থাৎ যেদিন ফেড তাদের ব্যাংক সূদের হার ০.২৫ থেকে ০.৫০ বর্ধিত করেছিল। তাই আজ কে ৫ট্রিলিয়ন মার্কেট ট্রেডারদের দৃষ্টি এখন ফেডের Bank interest rate ও FOMC-র দিকে। সূতরাং আজই অবসান ঘটবে দীর্ঘ জল্পনা কল্পনার।
একজন ট্রেডার হিসাবে গুরুত্ব বিবেচনায় আমার কাছে এ উত্তেজনাটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়েও কোন অংশে কম নয়। কারন দীর্ঘ সময় ধরে ফেডের নীতি নির্ধারকদের ২০১৬-তে সূদের হার বৃদ্ধিকরণ বিষয়ক বিভিন্ন বক্তব্য ও তার বাস্তবতা উপলব্ধি করার আজই শেষ দিন। সে হিসাবে যেটুকু উত্তেজনা কাজ করছে তার চেয়ে বেশি আগ্রহে বসে আছি বাস্তবতা দেখতে।
-
[**]
ফেডের ব্যাংক সূদের হার বৃদ্ধির সম্ভাব্যতা.........
২০১৫ সালের ডিসেম্বর মাসে ফেড ব্যাংক সূদের হার ০.২৫ থেকে ০.৫০-এ বর্ধিত করেছিল। যা ২০১৬ অর্থ বছরে তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। এটা মার্কিন অর্থনীতির জন্য অনেক বড় একটি সাফল্য বলতে হবে। কারন বিশ্বের অন্যসব ব্যাংক যেখানে সার্বিক অবস্থা বিবেচনায় ব্যাংক সুদের হার কমিয়ে এনেছে সেখানে ফেডের এ অবস্থান অবশ্যই গুরুত্ব বহন করে। পাশাপাশি তাদের ক্রমাগত সমৃদ্ধি ও সাফল্যের ফলে ২০১৬ অর্থ বছরেও তারা কয়েকবার ব্যাংক সূদের হার বৃদ্ধির সম্ভাব্যতা নিয়ে কথা বলেছেন যা বিগত দিনে বিভিন্ন ইভেন্টসে আমরা দেখতে পেয়েছি।
বর্তামানে Fed interest Rate Monitoring Tools এর সার্বিক জরিপ এবং মূল্যায়ন হচ্ছে Fed ব্যাংক সূদের হার বৃদ্ধি করতে কোন প্রতিবন্ধকতা নেই।কারন বিগতদিনে তারা জিডিপি,বেকারত্ম,স্বাস্থ্যখাত,কনস্ট্রাকশন,গৃহস ্থলী সহ সব খাতেই সাফল্য পেয়েছে এবং স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে।
সূতরাং সার্বিক বিবেচনায় ০.৫০ থেকে ০.৭৫ পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনায় বেশি এবং অনেকটা নিশ্চিত বলা যেতে পারে।
-
[**]
ট্রেডিং মার্কিটে প্রতিক্রিয়া....................
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব মহুর্তে মার্কিন ডলার যখন ৯৯.০০ থেকে পতন হচ্ছিল তখন অনেকেরই ধারানাছিল যে ট্রেডিং মার্কেটে প্রেসিডেন্ট নির্বাচনের বড় ধরনের তেমন কোন প্রভাব পড়বেনা যেটা পরিলক্ষিত হয়েছে। মার্কেট স্বাভাবিক ছন্দেই থাকবে। কিন্তু নির্বাচনী ফলাফল জরিপে ট্রাম্প এগিয়ে যাওয়ার ফলে অপ্রত্যাশিত ভাবে মার্কিন ডালার তার বিগত ১৪ বছরের রেকর্ড ব্রেক করল, যা সম্পূর্ন অকল্পনীয়। তবে এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করেছে তা হচ্ছে ফেডের ব্যাংক রেট বৃদ্ধির যৌক্তিক সম্ভাব্যতা। কারন তারা অক্টোবর ও নভেম্বরে অন্যসব মূদ্রার বিপরীত ক্রমাগত সাফল্যই পেয়েছে। সে হিসাবে এটা তাদের অর্জন।কিন্তু চলতি ইভেন্টসে মার্কেট কতটা প্রভাবিত হতে পারে ? এ প্রশ্নে অনেকেই অনিশ্চয়তায় আছেন।
ফরেক্স নিউজ প্রোভাইডার ওয়েব গুলোতে কেউ নিশ্চিত করতে পারছেনা মার্কেট ভবিষ্যৎ কি হতে পারে........!! কারো মতে ব্যাংক সূদের হার বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি বাড়বে। সে হিসাবে ফেড ০.২৫% পর্যন্ত বাড়াতে পারে। কিন্তু যদি তারা ০.৫০% পর্যন্ত বৃদ্ধি করে বা এখন ০.২৫% ঘোষনা দিয়ে পরবর্তিতে আবারও বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত প্রদান করে তাহলে কি হতে পারে............ ??
*
[***]
চলুন তাহলে বিষয় টি বিশ্লেষন করা যাক। এখানে যে কয়টি পয়েন্ট আমাদের বিবেচনা করতে হবে তা হচ্ছে
-
০১) ০.২৫% বৃদ্ধি অর্থাৎ ০.৭৫%
০২) ০.৫০% বৃদ্ধি অর্থাৎ ১.০%
০৩) ০.২৫% কিন্তু ২০১৭-তে আবারও বৃদ্ধির ঘোষণা।
০৪) ০.২৫% কিন্তু স্বাভাবিক বক্তব্য।
-
*++*
---> ০১নং এর ক্ষেত্রে মূদ্রাস্পীতি এবং বন্ড মার্কেটের স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বোচ্চ ০.২৫% পর্যন্ত বাড়াতে পারে।সূতরাং এ সম্ভাবনাটি সঠিক হলে মার্কেট টেকনিক্যালে চলে যাবে।
---> ০২নং এর ক্ষেত্রে মার্কেট ফান্ডামেন্টালে চলেযেতে পারে এবং এর সম্ভাব্য রেঞ্জ হতে পারে ১০৩.০০ (এটি রিভার্স করতে পারে)
--->০৩নং এর ক্ষেত্রে মার্কেট অন্য দিনের মতই স্বাভাবিক ছন্দে থাকতে পারে, তবে সর্বোচ্চ ১০২ পর্যন্ত।
---> ০৪ নং এর ক্ষেত্রে মার্কেট টেকনিক্যালে চলে যাবে।
সর্বোপরি মার্কেট কন্ডিশন এর বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও সতর্কতা অবলম্বন করা ভাল।
-----------------------------> ঝুঁকি কে না বলুন<------------------------------------
[**]
*/*
[প্রবেশ প্রাইজ]
EUR/USD= Long (1.07 থেকে 1.08)
EUR/USD= Short (1.054 থেকে 1.02)
*/*
USD/JPY = Short (114.30 থেকে 112.00)
USD/CAD= Long (1.38 থেকে 1.39)
USD/CAD= Short 1.3060 থেকে 1.28)
-----------------------------------------++----------------------------------------------
Md Mohabbat E Elahi
Analytical expert: Forex & CFD Market.
Analysis: Fundamental
Currency: USD

vampire
2016-12-21, 04:11 AM
ভাই আপনার পস্টটি পড়ে আমি উপকৃত হলাম।কিন্তু এফোএমসি এর নিউজ এর প্রভাব কি করে বুঝব?কারন ওই নিউজ গুলো তে ত একচুয়াল আর ফরকাস্ট থেকে না তাই নিউজ এর প্রভাব কি করে বুঝব?

MohabbatElahi
2017-01-16, 02:47 AM
ভাই আপনার পস্টটি পড়ে আমি উপকৃত হলাম।কিন্তু এফোএমসি এর নিউজ এর প্রভাব কি করে বুঝব?কারন ওই নিউজ গুলো তে ত একচুয়াল আর ফরকাস্ট থেকে না তাই নিউজ এর প্রভাব কি করে বুঝব?
আপনাকে ফান্ডামেন্টাল বিষয়ে পড়াশুনা করতে হবে। যা আপনি অনলাইনে বিভিন্ন সোর্সের মাধ্যমে শিখতে পারেন। বা কোন প্রফেশনাল ট্রেডারের সহায়তায়....

RUBEL MIAH
2017-04-28, 07:23 PM
দীর্ঘ সময় ধরে ফেডের নীতি নির্ধারকদের ২০১৬-তে সূদের হার বৃদ্ধিকরণ বিষয়ক বিভিন্ন বক্তব্য ও তার বাস্তবতা উপলব্ধি করার আজই শেষ দিন । মার্কেট অন্য দিনের মতই স্বাভাবিক ছন্দে থাকতে পারে, তবে সর্বোচ্চ ১০২ পর্যন্ত । কোন প্রতিবন্ধকতা নেই।কারন বিগতদিনে তারা জিডিপি,বেকারত্ম,স্বাস্থ্যখাত,কনস্ট্রাকশন,গৃহস ্থলী সহ সব খাতেই সাফল্য পেয়েছে এবং স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে ।

Md Masud
2017-05-25, 09:55 PM
মার্কিন অর্থনীতির জন্য অনেক বড় একটি সাফল্য বলতে হবে। কারন বিশ্বের অন্যসব ব্যাংক যেখানে সার্বিক অবস্থা বিবেচনায় ব্যাংক সুদের হার কমিয়ে এনেছে সেখানে ফেডের এ অবস্থান অবশ্যই গুরুত্ব বহন করে । আপনি অনলাইনে বিভিন্ন সোর্সের মাধ্যমে শিখতে পারেন ।

SaifulRahman
2022-01-10, 12:33 PM
শতভাগ নিশ্চিত হতে পারলাম মার্চ মাসে ফেড ইন্টারেস্ট রেট বাড়াতে যাচ্ছে। তবে আগামী ১১ই জানুয়ারী ফেডের চেয়ারম্যান জেরেমি পাওয়েল মার্চ মাসে রেট বাড়ানোর সিডিউল চেঞ্জ করে ফেব্রুয়ারী মাসে নিয়ে আসতে পারে। তাই মার্কিন ডলারের বিপোরিতে অন্যান্য মেজর কারেন্সি ও গোল্ডের বেশ আপ অথবা বেশ উপরের দিকে লাফালাফি করার দিন শেষ।
16433

Rassel Vuiya
2022-01-11, 12:28 PM
বিনিয়োগকারীদের সাথে যারা ট্রেড ওপেন করতে পছন্দ করেন অথবা লং টার্মে পজিশনে ট্রেড ওপেন করতে পছন্দ করেন ৫ থেকে ৬ মাসের জন্য যেমনঃ d1/w1চার্টে ১,০০০/১,৫০০ পিপ্স টার্গেট নিয়ে। তারা এই সাপ্তাহে বা পরের সাপ্তাহে মার্কিন ডলারের বিপোরিতে যতগুলো মেজর কারেন্সি আছে এবং গোল্ড সহ ট্রেড ওপেন করুন। মার্কিন ডলারকে শক্তিশালী হিসেবে বিবেচনায় নিয়ে। কারন আগামী মার্চ মাসে ফেড সুদের হার বাড়াতে যাচ্ছে এবং জুন/জুলাই মাসে আরেক দফা সুদের হার বাড়াবে।
16443