Log in

View Full Version : কঠিন কথা মেনে চললে সফলতা



nbfx
2016-12-18, 11:36 PM
১। লোন করে ট্রেড করবেন না।

২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।

৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।

৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।

৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।

৬। কম্পিটিশন করবেন না।

৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।

৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।

৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।

১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

maziz6989
2016-12-18, 11:46 PM
ভাই যে বিষয়গুলো আপনি তুলে এনছেন তা কাজে লাগাতে পারলে ভালই হত কিন্তু তা আমরা কয়জন করতে পারি? ম্যক্সিমাম আমরা মার্কেটকে আন্ডারএস্টিমেট করি এবং মনে করি এটাতো কিছুই না। আমরা মনে করি আমার মত ভাল ট্রেডার মনে হয় আর কেউ নাই। তাই যেমন খুশি ট্রেড করে একাউন্ট জিরো করে বসে থাকি আর বার বার বলি যে ভুল করেছি তা আর নয়। কিন্তু ঘুরেফিরে সেই একই ভূল বার বার করি এবং করতেই থাকি।

Competitor
2016-12-19, 03:50 PM
আসলে আমরা সব নিয়ম জানি । কিন্ত জানা ও মানার ক্ষেত্রে রয়ে যায় বিরাট ব্যবধান । আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিনিড হওয়া জরুরী । যেটা ক্ষেত্রেবিশেষে অল্প ট্রেডার ব্যাতিত আর কেউ করতে পারে না । তাই আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে ফরেক্সের নিয়ম কানুন মেনে চলতে হবে ।

Skfarid
2016-12-19, 04:02 PM
ফরেক্সে সফলতা অর্জন করা একটু কঠিন তার পরও কিছু বিষয় গুরুত্ব দিলে আশা করা জায় সফল হতে পারবেন তা হল - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা , ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি ।

RUBEL MIAH
2016-12-22, 09:49 PM
অবশ্যই আমরা যদি কঠিন কথা মেনে চলি তাহলেই আমরা লাভবান হতে পারি । সেই কঠিন কথাটি হল লোভ করব না । আমরা যত বড় ট্রেডারই হই না কেন লোভ করছি তো মরছি । আমরা সব সময় ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব সবারই এ কথা মনে রাখা উচিত যে লোভ থেকে যে নিরাপদ সেই ভালো ।

Md Masud
2017-03-24, 02:48 PM
অামরা যদি কঠিন কথা মেনে চলি তাহলেই ফরেক্স মার্কেটে সফলকাম হতে পারব । অামরা কখনোই লোভ করব না । অার এটাই হল কঠিন সত্য । যে এই কাজ করতে পারবে সেই লাভবান হতে পারবে । অামরা সেই মোতাবেক কাজ করে সফলকাম অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-05-31, 10:55 AM
সঠিকভাবে ফরেক্স এর নিয়মগুলো মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যাবে। কিন্তু আমরা মেনে চলি না। মানি মেনেজমেন্ট ঠিক রাখি না। হাই রিস্ক নিয়ে ট্রেড করি। যাতে আমরা তারাত্রাই একাউন্ট এর ডলার ডাবল করতে পারি। একাউন্ট একদিনে ডাবল করা চিন্তা করা যাবে না।

uzzal05
2017-06-10, 12:53 PM
সব সময় চিন্তা করি যে ওভার ট্রেড করবে না। আমার কেউন্ট এর ১০% রিস্ক নিয়ে ট্রেড করব। কিন্তু দুঃখের বিষয় আমি ইমোশন কন্ট্রোল করতে পারি না। এর চেয়ে বেশি রিস্ক নিয়ে ফেলি যার কারনে লস এর মুখে পরে যাই। লস হওয়া স্বাভাবিক। কিন্তু আমি নিয়মের বাইরে চলে যাই সেজন্য বেশি লস করি।

Mamun13
2018-01-22, 10:16 PM
ভাই যে বিষয়গুলো আপনি তুলে এনছেন তা কাজে লাগাতে পারলে ভালই হত কিন্তু তা আমরা কয়জন করতে পারি? ম্যক্সিমাম আমরা মার্কেটকে আন্ডারএস্টিমেট করি এবং মনে করি এটাতো কিছুই না। আমরা মনে করি আমার মত ভাল ট্রেডার মনে হয় আর কেউ নাই। তাই যেমন খুশি ট্রেড করে একাউন্ট জিরো করে বসে থাকি আর বার বার বলি যে ভুল করেছি তা আর নয়। কিন্তু ঘুরেফিরে সেই একই ভূল বার বার করি এবং করতেই থাকি।

এই পোষ্টে আমি আজিজ ভাইয়ের সাথে 100% একমত৷আমিও এই রকম ভূল বারবার করে থাকি৷উল্লেখিত ভূলগুলো শোধরাতে পারলে সত্যিই বড় মাপের ট্রেডার হওয়া সম্ভব৷আমার তো লোভই বেশী আর ধৈর্য্যের কথা কী বলবো ? নতুন সদস্যগণ সাবধান ! আপনরা আমার মতো লোভী হয়েন না৷

iloveyou
2018-08-18, 04:19 PM
ভাই আসলে ফরেক্স মার্কেটে সফলতার পূর্ব শর্তই হচ্ছে দক্ষতা, প্রচুর পরিমাণে জ্ঞান ও অভিজ্ঞতা থাকা। এখানে ইমোশোনের কোন জায়গা নেই, দিন রাত একাকার করে অনেক সময় অতিবাহিত করে ধৈর্য নিয়ে কাজ করতে হবে।আর এভাবেই যখন আপনি নিজের একটা ভাল পদ্ধতি তৈরি করে ফেলবেন তখন দেখবেন সফলতা আপনার হাতের নাগালে।

SHARIFfx
2018-08-18, 05:50 PM
ফরেক্সে সফল হতে হলে আপনাকে অনেক কঠিন নিয়ম মেনে চলতে হবে। প্রথমে মানিমেনেজমান্ট এর উপর খেয়াল রাখতে হবে, মার্কেট ট্রেড বুজতে হবে। লোভ করা যাবে না অল্প ট্রেড করে প্রফিট বের করে আনতে হবে। মার্কেট ট্রেড এ না আসা পরজন্ত অপেক্ষা করতে হবে আর তাড়াহুড়া করা যাবে না।

alamsat
2018-08-18, 07:53 PM
এমন সুন্দর পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন ট্রেড করি তখন এসব কথা ভুলে যায়। তাইতো প্রতি ট্রেডে আমরা লস করে থাকি। আমরা যদি এসব নিয়ম মানতে যায় তাহলে হয়ত সারাদিনে একটিও ট্রেড করতে পারব না। আর আমরা তো ট্রেড না করা পর্যন্ত শস্তি পাইনা। তাই এত নিয়ম আমাদের মানা হয় না।

expkhaled
2018-08-19, 11:50 AM
১। লোন করে ট্রেড করবেন না।

২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।

৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।

৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।

৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।

৬। কম্পিটিশন করবেন না।

৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।

৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।

৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।

১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।
আপনি যে কথা গুলো বলেছেন এখানে অত্যান্ত সত্য ফরেক্স ট্রেড এর জন্য। আসলে বাস্তবতা অত্যান্ত কঠিন যে যত বেশী বাস্তব বাদী হতে তিনি ততবেশী সফল। আমাদের কথা গুলো মানতে হবে যদি আমরা আমাদের ট্রেডিং লাইফে ভাল ফলাফল পেতে চাই। তবে কখনও পারবো না একথাটি মাথায় না আনাই উত্তম সব সময় চিন্তা করতে আমি পারবো। চেষ্টা করে যেতে হবে এবং নিজের উপর এনালাইসিস করতে হবে কখন কোন সময়ে আপনি ভাল ট্রেড করতে পারেন এবং ভূলের পরিমান কম হয়। ঐ সময় গুলোতে ট্রেড করতে হবে।

edottc
2019-03-25, 07:41 AM
ফরেক্সের নিয়ম আমরা কম বেশি সবাই জানি কিন্তু মানি না ।তাই ফরেক্সে ট্রেড করে অধিকাং মানুষ লাভ করতে পারে না ।ফরেক্সে আপনি ট্রেড করে লাভ করতে চান তাহলে ফরেক্সে দক্ষতা অর্জন করে ট্রেড করার সময় ফরেক্সের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে ।

bdunity
2019-04-17, 03:30 PM
মানব জীবনে উপকারী যত উপদেশ আছে সবই কঠিন বলে মনে হয় । আবার তা মেনে চলতে পারলে সফলতা আসে খুব তাড়া তাড়ি । তাই ফরেক্সে যত কঠিন কথা আর নিয়ম আছে সবগুলো মেনে চললে সফলতার হাতছানি দেখবেন খুব তাড়া-তাড়ি ।

KANIZFATEMA1997
2019-04-18, 12:19 AM
সফলতার মূল চাবিকাঠি পরিশ্রম,সৎ থাকা, অধ্যবয়,তারপরও কিছু কথা মেনে চলা-অভিজ্ঞতা অর্জন করা
ওভার ট্রেডিং না করা
ইমোশন কন্ট্রোল করা
মানিম্যানেজমেন্ট সর্ম্পকে জানা
মার্কেট এনালাইসিস করা
লোন করে ট্রেড করা থেকে বিরত থাকা
কম্পিটিশন না করা
টার্গেট ফেল করার জন্য ফোর্স ট্রেড না করা
মনের বিরুদ্ধে গিয়ে ট্রেড না করা
চিন্তা করে ট্রেড করা
সময় নিয়ে ট্রেড করা
সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিন মেনে চলা
সবগুলো ট্রেডের রের্কড রাখা

RASELRANA562917
2019-04-18, 12:46 AM
ফরেক্সের নিয়ম আমরা যারা আছি মোটামুটি সবাই কম বেশি জানি কিন্তু মানি কয়জন।এই জানা আর মানা যেদিন এক হবে আমরাও সেদিন সফল হতে পারব।ফরেক্সের এ সফলতার মুল বিষয় হল ধৈর্য।আমরা অত ধৈর্যশীল না আমাদের লোভ টা একটু বেশি ফরেক্স না শিখেই ট্রেডিং এ চলে যাই উদ্দেশ্য ভাল আয় করতে হবে।আর এ ভাই আমি যেটা ভাল মত শিখলাম না বুঝলাম না সেখানে ভাল আয় টা কিভাবে করব।আমরা বড় বড় লটে ট্রেড করি,অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করি।যেখানে আমার নিজের ই বিশ্বাস নেই আমি সেখানে নিজের টাকাও ইনভেস্ট করতে ভয় পাইনা।আবার লস হলে রিকভার এর জন্য বড় লটে ট্রেড করি।এগুলো সম্পূর্ণ ভুল।আসলে বাস্তবতা অনেক কঠিন কিন্তু বাস্তববাদীরাই সফল।আপনি যদি একটু চেষ্টা করেন ভালোভাবে আগে ফরেক্স শিখুন।ডেমোতে বেশি বেশি প্র্যাক্টিস করুন।মার্কেট এনালাইসিস করা শিখুন,মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করুন। আপনার সফল হতে বেশি সময় লাগবে না।আপনি সফল হবেন তাড়াতাড়ি।

NasirMollah739
2019-04-18, 06:43 AM
ফরেক্স মার্কেটপ্লেস সম্পর্কে বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধরনের জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। কিন্তু সফলতা অর্জনের জন্য কোন ট্রেডার যদি তার জানা বিষয়গুলোকে পরিপূর্ণভাবে মেনে ট্রেড করে তবে সফলতা অর্জন খুবই সহজ হয়।প্রকৃতপক্ষে, ফরেক্স মার্কেটপ্লেস সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি তা দৈনিক মেনে চলার চর্চা বা অভ্যাস করলে লস কে প্রতিহত করে প্রফিট অর্জনের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

Sid
2020-12-10, 10:15 AM
আসলে আমরা সব নিয়ম জানি । কিন্ত জানা ও মানার ক্ষেত্রে রয়ে যায় বিরাট ব্যবধান । আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিনিড হওয়া জরুরী । যেটা ক্ষেত্রেবিশেষে অল্প ট্রেডার ব্যাতিত আর কেউ করতে পারে না । তাই আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে ফরেক্সের নিয়ম কানুন মেনে চলতে হবে ।

Md.shohag
2020-12-12, 07:24 AM
সঠিকভাবে ফরেক্স এর নিয়মগুলো মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যাবে। কিন্তু আমরা মেনে চলি না। মানি মেনেজমেন্ট ঠিক রাখি না। হাই রিস্ক নিয়ে ট্রেড করি। যাতে আমরা তারাত্রাই একাউন্ট এর ডলার ডাবল করতে পারি। একাউন্ট একদিনে ডাবল করা চিন্তা করা যাবে না।

FRK75
2021-04-18, 09:34 PM
কিন্ত জানা ও মানার ক্ষেত্রে রয়ে যায় বিরাট ব্যবধান । আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিনিড হওয়া জরুরী । যেটা ক্ষেত্রেবিশেষে অল্প ট্রেডার ব্যাতিত আর কেউ করতে পারে না । এর চেয়ে বেশি রিস্ক নিয়ে ফেলি যার কারনে লস এর মুখে পরে যাই। লস হওয়া স্বাভাবিক। কিন্তু আমি নিয়মের বাইরে চলে যাই সেজন্য বেশি লস করি।

EmonFX
2021-04-19, 09:57 AM
১। লোন করে ট্রেড করবেন না।

২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।

৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।

৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।

৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।

৬। কম্পিটিশন করবেন না।

৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।

৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।

৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।

১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

সফলতা পেতে হলে মাড়াতে হবে কঠিন বাঁধা, মানতে হবে কিছু সাধারণ নিয়ম। আসলে আমরা প্রত্যেকেই সফল হতে চাই, হোক সেটা ফরেক্স মার্কেট বা অন্য কোথাও। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সফল হতে চায় না। তবে সফল হতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। অনুরুপ ভাবে ফরেক্সে সফল হতে হলে অবশ্যই প্রচুর পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে। ফরেক্সে সফলতার মূলমন্ত্রই হলো অক্লান্ত পরিশ্রম। শুধু ফরেক্স নয় জীবনের প্রতিটি পদেই সফলতা অর্জণ করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। একজন সফল ট্রেডারের নিম্নরুপ বৈশিষ্ট্য থাকা দরকারঃ-
১। ফরেক্সে সফল হওয়ার জস্য সর্বোপ্রথম ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
২। দ্বিতীয়ত লোভ নিয়ন্ত্রন করা সফলতার অন্যতম পন্থা
৩। উচ্চাভিলাষী না হওয়া- উচ্চাভিলাষী মনোভার নিয়ে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়।
৪। ধৈর্যশীলতা- সঠিক সময়ের জন্য অপেক্ষা করা
৫। সহজে মানিয়ে নেয়ার প্রবনতা- মার্কেটের গতিবিধির সাথে তাল মিলিয়ে চলা ইত্যাদি।
৬। মানসিক দৃঢ়তা- মনের সাথে যুদ্ধ করে টিকে থাকা ইত্যাদি।
৭। লোন করে ফরেক্স মার্কেটে ডিপোজিট করা ঠিক নয়। তাকে করে মানসিক চাপের জায়গা থেকে লস হতে পারে।
৮। বারবার লস করলে কিছু সময়ের জন্য ফরেক্স মার্কেট থেকে বিরতি নেয়া উচিত।
এসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে আপনি সফলতার পথে অরেকদূর এগিয়ে থাকবেন।

Smd
2021-04-19, 11:17 AM
আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিনিড হওয়া জরুরী । যেটা ক্ষেত্রেবিশেষে অল্প ট্রেডার ব্যাতিত আর কেউ করতে পারে না ।কিন্তু আমরা মেনে চলি না। মানি মেনেজমেন্ট ঠিক রাখি না। হাই রিস্ক নিয়ে ট্রেড করি। যাতে আমরা তারাত্রাই একাউন্ট এর ডলার ডাবল করতে পারি।

samun
2021-04-19, 04:28 PM
আমার ফরেক্স মার্কেটে সুখের রিয়েল ট্রেড এ আসতে আসতে আমার দীর্ঘ এক বছরেরও বেশি সময় প্রয়োজন হয়েছে এর প্রধান কারণ হলো আমি আসলে নিজেকে দক্ষ করে ফরেক্স মার্কেটে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু আমি ব্যর্থ হইনি আমার পরিশ্রম এবং ধৈর্য আমাকে সফলতার পথ দেখিয়েছে প্রাথমিক পর্যায়ে আমি প্রচুর পরিমাণে ডেমোক্রেট করেছি এবং আমি কোন প্রকার ইনভেস্ট করিনি নিজে থেকে ভালোভাবে একজন দক্ষ ট্রেডার হওয়ার চেষ্টা করেছি কোন প্রকার লোভের ফাঁদে পা দেয়নি অধিকার থেকে বিরত থেকেছি এবং সকল ইনস্ট্রাকশন মেনে চলার চেষ্টা করেছি এইসকল নীতিমালা যদি সঠিকভাবে পরিপালন করা সম্ভব হয় তবে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব

Smd
2021-08-22, 12:00 PM
আসলে আমরা যখন ট্রেড করি তখন এসব কথা ভুলে যায়। তাইতো প্রতি ট্রেডে আমরা লস করে থাকি। আমরা যদি এসব নিয়ম মানতে যায় তাহলে হয়ত সারাদিনে একটিও ট্রেড করতে পারব না। আর আমরা তো ট্রেড না করা পর্যন্ত শস্তি পাইনা। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিনিড হওয়া জরুরী । যেটা ক্ষেত্রেবিশেষে অল্প ট্রেডার ব্যাতিত আর কেউ করতে পারে না ।

Starship
2021-08-22, 08:32 PM
১। লোন করে ট্রেড করবেন না।

২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।

৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।

৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।

৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।

৬। কম্পিটিশন করবেন না।

৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।

৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।

৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।

১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আমরা অনেক সময় অনেকে সকল নিয়ম জানি কিন্তু সেই নিয়ম মেনে চলতে পারি না যার ফলে আমাদের ব্যর্থতা সংখ্যা বেশি। সফলতা অর্জন করার জন্য উপযুক্ত নিয়ম মেনে চলতে হবে। শুধু জ্ঞান লাভ করলেই হবে না সেই জন্য যথাযথ প্রয়োগ করার যোগ্যতা ও মন মানসিকতা অর্জন করতে হবে। ফরেক্স যেহেতু একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা তাই কখনো ধার করে ট্রেড করতে যাবেন না। অনুমানের উপর ভিত্তি করে কখনো ট্রেড করতে যাবেন না। প্রতিটা ট্রেড মূল্যবান তাই অভিজ্ঞতার ভিত্তিতে ট্রেড করুন।

md mehedi hasan
2021-08-23, 06:10 AM
আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কমবেবি সবাই জানি কিন্তু এই মার্কেটের নিয়ম গুলো মেনে ট্রেড করিনা।আমরা জানি ফরেক্স মার্কেটে লোভ করলে একাউন্ট ধংশ হবে।অভার ট্রেড করলে একাউন্ট জিরো হবে।মানিমেনেজমেন ট না করলে ফরেক্স মার্কেটে থেকে ছিটকে পরে যাবো।আরোও কত কিছু জানি কিন্তু মানিনা।আর এই সব কারনে আমরা বছরের পর বছর ফরেক্স মার্কেটে আছি।কিন্তু সফল হতে পারছি না।এজন্য সফল হতে গেলে আমাদের সকল নিয়ম মানতে হবে

Smd
2021-11-12, 07:24 AM
ফরেক্স জানা ও মানার ক্ষেত্রে রয়ে যায় বিরাট ব্যবধান । আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্সে ট্রেড করে লাভবান হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে সেল্প ম্যানেজমেন্ট ও সেল্প ডিসিপ্লিনিড হওয়া জরুরী । যেটা ক্ষেত্রেবিশেষে অল্প ট্রেডার ব্যাতিত আর কেউ করতে পারে না ।আমার কেউন্ট এর ১০% রিস্ক নিয়ে ট্রেড করব। কিন্তু দুঃখের বিষয় আমি ইমোশন কন্ট্রোল করতে পারি না। এর চেয়ে বেশি রিস্ক নিয়ে ফেলি যার কারনে লস এর মুখে পরে যাই।

Mas26
2024-03-26, 12:09 PM
সঠিকভাবে ফরেক্স এর নিয়মগুলো মেনে চললে ফরেক্স এ সফল হওয়া যাবে। কিন্তু আমরা মেনে চলি না। মানি মেনেজমেন্ট ঠিক রাখি না। হাই রিস্ক নিয়ে ট্রেড করি। যাতে আমরা তারাত্রাই একাউন্ট এর ডলার ডাবল করতে পারি। একাউন্ট একদিনে ডাবল করা চিন্তা করা যাবে না।