PDA

View Full Version : জেনে রাখুন ১০টি বিষয়



nbfx
2016-12-18, 11:46 PM
1. যারা গেম্বলার তাদের জন্য উপযুক্ত স্থান হল CASINO । আর ফরেক্স হল তাদের জন্য যারা ইনভেস্টমেন্ট এ আগ্রহি এবং তা থেকে ছোট পরিমাণ প্রফিট পেয়েই খুশি হবে। ভাগ্যের উপর নির্ভর না করে ফরেক্স এর বিভিন্ন দিক নিয়ে বাস্তব শিক্ষা গ্রহন ও এনালাইসিস আপনাকে আরও ভালো এবং consistant প্রফিট পেতে সহায়তা করবে।
2. Practice Makes a Man PERFECT । প্রথম দিকেই রিয়েল একাউন্ট এ বড় ডিপোজিট না করে বিভিন্ন ডেমো একাউন্ট এ ট্রেড প্র্যাকটিস করা উচিত। নিজের মূলধন লস করার আগে ভালভাবে এ্যনালাইসিস করা শিখুন এবং ট্রেডিং জিনিস টা কি বুঝুন । বাই সেল জেনেই ট্রেডিং এ নেমে পরবেন না। প্রয়োজনে সেন্ট অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করুন।
3. একটা ভালো ব্রোকার এ ট্রেড করুন। নিজের স্ত্রেটেজির জন্য উপযুক্ত একটি ব্রোকার নির্বাচন করুন।
4. ট্রেন্ড এর সাথে ট্রেড করুন। ট্রেন্ড মানে সেইম ডাইরেকশন এ এখনও মুভমেন্ট হবে । ট্রেন্ড এর সাথে থাকলে Continue প্রফিত পেতে আপনাকে সহায়তা করবে । মনে রাখবেন। আপট্রেন্ড এ কখনো সেল এবং ডাউন ট্রেন্ড এ কখনো বাই দিবেন না।
5. ইমোশন কন্ট্রোল করতে শিখুন । নিজেকে কখনই ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হতে দিবেন না। ইমোশন কে নিয়ন্ত্রন যারা করতে পারবে না তারা প্রফিট কে দেখবে হুর হুর করে নিচে নামতে এবং লস কে দেখবে হুর হুর করে উপরে উঠতে।
6. সবসময় ট্রেড নিয়ে আচ্ছন্ন থাকবেন না। বাহিরে বের হওন। চার্ট এর সামনে বসে থাকতে হবে এমন কোন কথা নেই।
7. ফরেক্স এ গেরান্টি বলে কিছু নাই। কেউ যদি বলে যে তার ফরেক্স SECRET আছে যেমন হলিগ্রেইল সিস্টেম, রোবট, ট্রিক ইত্যাদি তাহলে একটা জিনিস ই আপনাকে করতে হবে এবং তা হল ১০০ মাইল ধুরে ভাগতে হবে এসব থেকে
8. Patience really is A virtue. যেকোনো স্ট্রেটাজির ক্ষেত্রেই একসাথে একসাথে অনেক প্রফিট করতে যাবেন না। মানি মেনেজ মেন্ট এর সাহায্য নিয়ে ধিরে ধিরে আগান। তাহলে ফরেক্স এর যেকোনো ঝড় মুকাবেলা করতে আপনি সক্ষম হবেন।
9. রিভেন্জ ট্রেডিং থেকে বিরত থাকুন অনেক ট্রেডার আছে যারা বড় ধরনের লস করার সাথে সাথে খুব রাগ হয়ে উত্তেজিত হয়ে নিয়মের বাইরে গিয়ে ট্রেড করে আরো বেশি লস করে।
10. অন্য কারো কাছ থেকে ফ্রী সিগনাল নিয়ে ফ্রী সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করা থেকে বিরত থাকুন ।

maziz6989
2016-12-20, 03:59 PM
খুবই সুন্দর একটা বিষয়ের উপর আলোকপাত করেছেন কেননা একজন সাধারণ মানুষের ট্রেডার হয়ে উঠতে গেলে অনেক গুলো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। তাই আমি মনে করি যার যেখানে যা পাওয়া যায় তা পড়ে ফেলা উচিত। বলা যায় না কার কাছে কি পাওয়া যেতে পারে। হয়ত বা কোন অখ্যাত কোন লোক এমন একটা বিষয়ের উপর লিখেছে যা আপনার জীবনটা আমূল পরিবর্তিত করে দিতে পারে।

msisohel
2016-12-22, 08:06 PM
ধন্যবাদ আপনাকে। হা ইমশন নিয়ন্ত্রণ করে ট্রেন্ড ফলো এবং বাজার বিশ্লেষণ সঠিকভাবে করার উপর ব্যাবসায় সফলতা নির্ভর করে।

RUBEL MIAH
2016-12-23, 04:35 PM
আমরা সব সময় ১০ টি বিষয় জেনে তারপর ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ভালো ব্রোকার নির্বাচন করতে হবে ।
(২) দক্ষতা অর্জন করতে হবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) নিউজ দেখতে হবে ।
(৫)লোভ ছেড়ে দিতে হবে ।
(৬) অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
(৭) লিভারেজ কম দিতে হবে ।
(৮) ইমোশনাল ট্রেড ছেড়ে দিতে হবে ।
(৯) নিউজ ট্রেড করা যাবে না ।
(১০) স্ক্যাল্পিং ট্রেড ছেড়ে দিতে হবে ।

Zubaerahmad
2016-12-27, 01:15 PM
নতুনদের জন্য ফরেক্সর বিষয়বস্তু:
১: বৈদেশিক বিনিয়োগ বাজারের মৌলিক বিশ্লেষণ
২: প্রবণতার ধরণ, চার্ট এবং ফর্মেশন রুলস। গাণিতিক বিশ্লেষণ
৩: বিনিময়ের ধরণ, বিনিময় হার
৪: ফরেক্স মার্কেটের মার্জিন ট্রেডিং
৫: লেনদেন করার কৌশল
৬: টেকনিক্যাল বিশ্লেষণের ভূমিকা, ট্রেডিং সিস্টেম
৭: প্রবণতার বিশ্লেষণ
৮: গ্রাফিক্যাল প্যাটার্ন বিশ্লেষণ
৯: ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ
১০: ওয়েভ বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা

riponinsta
2017-03-11, 03:17 PM
আপনি অনেক ভাল কথা বলছেন কেও যদি আপনার এই নিয়ম গুল মেনে ট্রেড করে তার ফরেক্স মার্কেট এ সফল হতে বেশি সময় লাগবে না আমি নিজেও দেখছি আমি যত বার নিয়ম না মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি আমি তত বার বড় লস করছি তাই একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থেকে আর নিয়ম এর বাইরে ট্রেড না করলে আপনি ফরেক্স মার্কেট এ একজন সফল ট্রেডার হতে পারবেন ফরেক্স মার্কেট এ বাংলাদেশ এ অনেক অনেক ডলার আসবে

shohanjacksion
2017-03-12, 10:56 AM
আপনার প্রদেয় তথ্যের দশটি বিষয়ের প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। নতুন ট্রেডারদের এই দশটি বিষয় সম্পর্কে জানা থাকা আবশ্যক বলে আমি মনে করি। ফরেক্স মার্কেটে অনেক লস করা ট্রেডার খুব ভাল সিগন্যাল খুজতে গিয়ে বিভিন্ন ধরনের ফাদে পড়ে থাকেন। এই মার্কেট খুবই বিপজ্জনক, অন্যের স্ট্র্যাটেজি দিয়ে কউ সফলতা পায়না এবং এই মার্কেটে গেরান্টি বলে কিছুই নেই।

Mamun13
2017-03-27, 08:47 PM
1#প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷2#ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷3#লোভে পড়ে বেশি লাভের আশায় ছোট ছোট টাইম ফ্রেমে শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং করবেন না,কারণ আপনি অদক্ষ নতুন ট্রেডার৷4#হাইয়ার টাইম ফ্রেম দেখে দেখে মার্কেট প্রাইসের ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল বুঝে এন্ট্রী করবেন৷5#কোনো প্রকার ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো মনে রাখবেন স্বয়ং আপনি ব্যতিত অন্য কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷6#ট্রেডিং সফলতার জন্য লাগবে ধৈর্য্য,একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷7#বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷8#সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো করতে হবে৷এজন্য লিভারেজ কম নিতে হবে৷9#কখোোনোই বেশি লােভের আশায় অভার ট্রেডিং করা উচিত নয়৷10#লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷এগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে লস দিয়ে দিয়ে অবশেষে মার্কেট থেকে চিরবিদায় নিতে হবে৷

md mehedi hasan
2021-05-04, 06:32 AM
আপনি ঠিকই বলেছেন যারা জুয়ারু তাদের জন্য ফরেক্স না।আমরা অনেক মনে করি ফরেক্স মার্কেটে বাই আর সেল করলেই টাকা ইনকাম করা যায়।মার্কেট যখন উপর দিকে যাবে তখন বাই করবো আর মার্কেট নিচ দিকে গেলে সেল করবো।ফরেক্স করতে কি আর শিখতে হবে।ভাই আপনি ভুল ভাবছেন ফরেক্স মোটেও এমন না।এখানে টিকে থাকতে হলে ট্রন্ড এর সাথে চলতে হবে।মানিমেনেজমেন ট করতে হবে এনালাইসিস করতে হবে।আরো অনেক কিছু জানতে হবে ।

Mas26
2021-05-27, 11:20 AM
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷আপনার প্রদেয় তথ্যের দশটি বিষয়ের প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। নতুন ট্রেডারদের এই দশটি বিষয় সম্পর্কে জানা থাকা আবশ্যক বলে আমি মনে করি। ফরেক্স মার্কেটে অনেক লস করা ট্রেডার খুব ভাল সিগন্যাল খুজতে গিয়ে বিভিন্ন ধরনের ফাদে পড়ে থাকেন। ফরেক্স মার্কেট এ সফল হতে বেশি সময় লাগবে না আমি নিজেও দেখছি আমি যত বার নিয়ম না মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করছি আমি তত বার বড় লস করছি তাই একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থেকে আর নিয়ম এর বাইরে ট্রেড না করলে ,,এই মার্কেট খুবই বিপজ্জনক, ,,অন্যের স্ট্র্যাটেজি দিয়ে কউ সফলতা পায়না এবং এই মার্কেটে গেরান্টি বলে কিছুই নেই।