PDA

View Full Version : ফরেক্স এ দামী হল র্ধৈয্য ও পরিশ্রম



sujon30
2016-12-20, 11:07 AM
আমার মতে আমি দেখছি যে ফরেক্স মার্কেট এ সবচাইতে বড় জিনিস হল যে র্ধৈয্য ও পরিশ্রম। কারন এই র্ধৈয্য ও পরিশ্রম করলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যায়।
তাহলে আপনার কি এই পজিশনে আছেন বা একমত?:bravo:

erafiqul
2016-12-20, 02:46 PM
আপনার সাথে আমি একমত। কঠর পরিশ্রমের সাথে সাথে ধৈর্যশীলও হতে হবে ফরেক্স মার্কেটে। একবার লস হয়ে গেলে আমার দারা ফরেক্স হবে না, আমি পারবো না ইত্যাদি অধৈর্যশীল ব্যক্তিদের কাজ। একবার লস হয়ে গেলে ধৈর্য না হারিয়ে কেন আপনার লস হল তা খুজে বের করার চেষ্টা করুন। পরবর্তীতে যেন এ রকম ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

RUBEL MIAH
2016-12-20, 04:34 PM
ফরেক্স ব্যবসা করতে গিয়ে যদি আমরা কমপক্ষে ২ টি গুণ অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা ধৈর্য্য আর পরিশ্রম অবশ্যই এই্ ফরেক্স ব্যবসার জন্য চালিয় যাব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

mdshowkat
2016-12-20, 04:51 PM
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট টিকে থাকতে হলে এবং ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে এই র্ধৈয্য ও পরিশ্রম অবশ্যই প্রয়োজন পরে। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা কিনা পরিশ্রম ও র্ধৈয্য ধরে না কাজ করলে তা থেকে আয় করা যাবে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই র্ধৈয্য ও পরিশ্রম করে কাজ করতে হবে তবেই ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে।

ONLINE IT
2016-12-20, 05:34 PM
আমি আপনার সাথে একমত। আপনি যদি ধৈর্য্য সহকারে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি অল্প পুজি নিয়েও ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন। ফরেক্স মার্কেটে লোভ করলে হবে না। আপনাকে ধৈর্য্য ধরে ট্রেড করতে হবে। আর বেশি বেশি পরিশ্রম করতে হবে। তবেই আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।

nazib72
2016-12-21, 06:17 PM
অভিজ্ঞতা এমন একটা জিনিস যা আপনাকে অনেকটা সাহস ও শক্তি যোগায় যে আপনি সফল হতে পারবেন। ফরেক্স এর অভিজ্ঞতা থাকলে যে কোন লোক ফরেক্স এ কাজ করলে সাফল্য হবে। আর এই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অনেকটা পরিশ্রম ও ধৈয্য ধরে ফরেক্স করতে করতে হবে এবং অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে।

Competitor
2016-12-21, 08:49 PM
ধৈর্য্য ও পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে । আবার পরিশ্রম যদি শুধু পরিশ্রম হয় তবে তা হবে মূল্যহীন । আর ফরেক্সে ট্রেডিং করে সফল হতে হলে পরিশ্রমের সাথে ধৈর্য্যর সুসমন্বয় হতে হবে । কেননা একটা ব্যাতিত অন্যটা অকার্যকর কিংবা কমফলদায়ক ।

shukumar8099
2016-12-22, 05:52 PM
ভাই আপনার কথা আমার অনেক ভাল লাগল ফরেক্স থেকে ভাল কিছু করতে হলে ধয্য আর পরিশ্রম দারা করতে হবে ফরেক্স থেকে ভাল কিছু করতে হলে আমি মনে করি ফরেক্স মাকেট ধয্য ধারন করে পরিশ্রম করতে হবে | আপনি যত ধয্য ধারন করতে পারবেন আপনি তত শিখতে পারবেন আশা করি |

Nodi roy
2016-12-22, 07:27 PM
এই কথা একদম ঠিক যে ফরেক্স এ কাজ করতে গেলে ধৈর্য ও পরিশ্রম এই দুইটা তো থাকা লাগবেই এই দুইটা না থাকলে ফরেক্স এ কাজ করা কনো প্রকার এ সম্ভব না। ভাল করে ট্রেডিং শিখে ফরেক্স এ কাজ করতে পারলে ভাল আয় করা সম্ভব আর ভাল করে ট্রেডিং না শিখে কাজ করলে লস তো নিতেই হবে।

mithunsarkar
2016-12-22, 09:21 PM
ফরেক্স মাকেট ্যডী র্ধৈয্য ও পরিশ্রম করা যায় তবে আপনি ফরেক্স থেকে অনেক কিছু শিখতে পারবেন | ফরেক্স শিখতে হলে র্ধৈয্য ও পরিশ্রম করে ফরেক্স মাকেট ষীখটে হবে ফরেক্স মাকেট থেকে আপনি আয় করতে পারবেন যখন আপনি ফরেক্স থেকে দক্ষতা অজন করতে পারবেন |

Md Masud
2017-03-24, 02:19 PM
অামরা দামী জিনিস কখনোই হারাব না । কারণ দামী জিনিস অর্জন করতে হলে অবশ্যই অামাদের সেই মোতাবেক কাজ করতে হবে । অামরা ধৈর্য্য অার পরিশ্রম দ্বারা এই মার্কেটকে জয়ী করব । অামরা অামাদের পরিশ্রমের বিনিময় এই কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

nbfx
2017-03-24, 09:56 PM
ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। আর পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।

uzzal05
2017-06-17, 05:43 AM
র্ধৈয্য না থাকার কারনে যখন একটা লস করি তারপর অনেকগুলো ট্রেড এক সাথে দিয়ে বসি। পরিনামে আমাদের লস আর ও বেড়ে যায়। আমাদের যত সম্ভব ট্রেড কম করতে হবে। র্ধৈয্য নিয়ে ট্রেড করতে হবে। র্ধৈয্য ছাড়া কিছু করা যাবে না।

01797733223
2017-12-17, 08:56 PM
হ্যাঁ ফরেক্স মার্কেটে সবচেয়ে দামী জিনিস হল আপনার ধৈর্য ও পরিশ্রম । কেননা পরিশ্রম হচ্ছে আপনার সাফল্যের স্তম্ভ বা খুঁটি । কারন এখানে আপনাকে শুরু থেকে অনেক ধৈর্য নিয়ে জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, অভিজ্ঞতা অর্জন সহ মার্কেট এনাল্যাইসিস থেকে মার্কেটের বেকটেস্ট এ সবকিছু মাথায় রেখে দিনের পর দিন নিরলসভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে । সুতরাং এ সবি হল আপনার সবচেয়ে দামী জিনিস ধৈর্য ও পরিশ্রম ।

Buysanow
2017-12-17, 09:02 PM
ফরেক্স মার্কেটে সবথেকে দামি হচ্ছে ধৈর্য আর পরিশ্রম আর পরিশ্রম হচ্ছে সপ্ত পূর্ণ অর্থোপার্জনের মাধ্যম ফরেক্স মার্কেটে তাই এ দুটি মধ্যে সামঞ্জস্য রেখে দুটিকে খুব সুন্দর ভাবে ব্যবহার করা ফরেক্স মার্কেট এর একমাত্র উপায় অর্থোপার্জনের

Buysanow
2017-12-17, 09:03 PM
আমি মনে করি ধৈর্য আর পরিশ্রম দুটি একটি মানুষের মধ্যে থাকলে সেখানে ফরেক্স কেন যে কোন বিষয়কে সফলতা অর্জন করা যায় আর বিশেষ করে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে এ দুটি বিষয় লাগবেই, আপনাকে ধর্য্যসহকারে ট্রেড করতে হবে এবং পরিশ্রম দিতে হবে এই মার্কেটে অনেক কিছু শিখার জন্য

Buysanow
2017-12-17, 09:04 PM
ধৈর্য পরিশ্রম সফলতার চাবিকাঠি এই মার্কেটে আমি মনে করি ফরেক্স মার্কেটে একটি এমন একটি মার্কেট যে পরিশ্রম ছাড়া আপনি শিক্ষার্জন করতে পারবেন না আর পরিশ্রম ছাড়া কোন কিছুই হয়না তাই ফরেক্স মার্কেটে পরিশ্রম দিলে এবং তার ভিতরে ধৈর্য থাকলে আপনি সফল হবেনই, আপনাকে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে

Mamun13
2018-06-11, 06:49 AM
জী ভাই,আমি এই পজিশনে আছি,আমি দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ নিয়মিত একটানা ফরেক্স ট্রেডিং শেখার চেষ্টা করছি এবং পাশাপাশি ট্রেডও করছি৷এজন্য আমাকে একটানা দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে,বিভিন্ন সোর্স থেকে রাতদিন খেটে খেটে শিখতে হচ্ছে-জানতে হচ্ছে এবং সেগুলো নিয়মিত প্রয়োগ করতে হচ্ছে৷তাই কঠোর পরিশ্রম করতে হচ্ছে,অত্যন্ত ধৈর্য ধরে,ত্যাগের সাথে,সাহসের সাথে ফরেক্স ট্রেড শিখতে হচ্ছে৷ফরেক্স ট্রেড হচ্ছে অভিজ্ঞতা এবং দক্ষতার ওপর নির্ভরশীল৷তাই ট্রেডিং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করার প্রয়োজনে আমাদেরকে এখানে অত্যন্ত ধৈর্য্য এবং পরিশ্রম করতেই হবে-এর কোনোও বিকল্প নাই৷যে কোনোও কাজে সফলতার জন্য ধৈর্য্য এবং পরিশ্রম অপরিহার্য৷

rafiuqlislam
2018-06-11, 09:08 AM
ধৈর্য ও পরিশ্রম ছাড়া জগৎে ভাল কিছু আশা করা যায় না।ফরেক্স ট্রেড ও এর ব্যাতিক্রম নয় ।ফরেক্সে দামী /সফলকামী হতে চাইলে ধৈর্য ও পরিশ্রমের বিকল্প কিছু নেই।ফরেক্স ট্রেডে ধৈর্যশীল হয়ে পরিশ্রম করলে যে কেউ দামী হতে পারে।

mdsakil
2018-06-11, 09:34 AM
ফরেক্র সব চেয়ে দামি হল ধৈর্য। সব কাজে ধৈর্য সহকারে না করলে সফলতা আসে না। পরিকল্পনার মাধ্যমে আমাদের এগোতে হবে। তাছাড়া যারা বোনাস দিয়ে ট্রেড করবেন ভেবে রেখেছেন তাদের জন্য রয়েছে অনেক নিয়ম কানুন। অভিজ্ঞতা সব সমায় বন্ধুর মত কাজ করবে। তাই ফরেক্র লেগে থাকলে সফলতা আসবেই। তাই সামান্য লাভ হলে এন্টি ক্লোজ অনেক লস হলেও এন্টি ক্লোজ না করা একটা অধৈর্যের কাজ এমনটা না করা উচিৎ।

rafiuqlislam
2018-06-11, 10:46 AM
ধৈর্য একটি মহৎ গুন আর পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি।ধৈর্য এবং পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে আপনি যদি ফরেক্সে কাজ করতে পারেন তাহলে নিশ্চয়ই সাফল্য পাবেন।কারন ফরেক্সের মুলমন্ত্রই হলো ধৈর্য আর পরিশ্রম।

riponinsta
2018-06-11, 03:28 PM
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ র্ধৈয্য হল অনেক দামী জিনিস কারন আপনাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ করতে চাইলে আপনাকে র্ধৈয্য ধরে টেড খুজতে হবে আর আপনি যখন ট্রেড পেলেন তখন আপনাকে সেই ট্রেড র্ধৈয্য ধরে চালু রাখতে হবে যত ক্ষণ পর্যন্ত আপনার ট্রেড লাভ এ বন্ধ করতে পারছেন যারা ফরেক্স মার্কেট এ বড় টাইম এ ট্রেড করে তারা লাভ এ ট্রেড ১ দিন থেকে ২০ দিন এর বেশি ট্রেড র্ধৈয্য ধরে রাখে এই কারন এ তারা লাভ ও করে অনেক

souravkumarhazra6763
2018-06-11, 05:07 PM
জী হ্যা ফরেক্স এর সবচেয়ে দামি জিনিস হয়ছে ধৈর্য ও পরিশ্রম,এই দুইটি ফরেক্স ট্রেডিং এর সফলতা বয়ে আনে,আপনাকে ফরেক্স এ সফলতা পেতে হলে আমাদের খুব পরিশ্রম করতে হবে এবং সঠিক সময় এ এন্ট্রি নেওয়ার জরনে ধৈর্য রাখতে হবে ব্যস্ত না হয়ে।

sofi
2018-06-12, 12:20 PM
হ্যাঁ ফরেক্স মার্কেটে সবচেয়ে দামী জিনিস হল আপনার ধৈর্য ও পরিশ্রম । কেননা পরিশ্রম হচ্ছে আপনার সাফল্যের স্তম্ভ বা খুঁটি । কারন এখানে আপনাকে শুরু থেকে অনেক ধৈর্য নিয়ে জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, অভিজ্ঞতা অর্জন সহ মার্কেট এনাল্যাইসিস থেকে মার্কেটের বেকটেস্ট এ সবকিছু মাথায় রেখে দিনের পর দিন নিরলসভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে । সুতরাং এ সবি হল আপনার সবচেয়ে দামী জিনিস ধৈর্য ও পরিশ্রম ।

expkhaled
2018-06-12, 02:15 PM
ফরেক্স মার্কেট এর সফলতা অর্জনের মূল বিষয় হলো ধৈর্য্য এবং পরিশ্রম। আসলে পরিশ্রম বলতে শারিরিক পরিশ্রম নয় এটা মানসিক পরিশ্রম। যিনি যত মানসিক পরিশ্রম করতে পারবেন ধৈর্য্য সহকারে তিনি তত মার্কেট থেকে ভাল ফলাফল পাবেন। আসল কথা হলো স্টাডি করা যত বেশী স্টাডি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন তত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর অভিজ্ঞতা হলো মার্কেট এর আসল বিষয়। একমাত্র অভিজ্ঞতা অর্জন করতে পারলেই মার্কেট থেকে লাভবান হওয়া যাবে।

rafiuqlislam
2018-06-12, 02:27 PM
ফরেক্স ট্রেডে সবচেয়ে দামী জিনিস হলো ধৈর্য ও পরিশ্রম।অর্থাৎ ফরেক্স মার্কেটে এসে আপনি ধৈর্য সহকারে পরিশ্রম করলে প্রফিট পাবেন।আপনার জীবন সার্থকহবে।আর যদি ধৈর্যহারা ও অলস হন তাহলে আপনাকে ফকির হতে হবে।

alamsat
2018-06-13, 10:56 PM
ধৈর্য্য না থাকলে সে কোনদিন ফরেক্স এ টিকে থাকতে পারবে না। কারন ফরেক হলো একটি রিস্কি ব্যাবসা লাভ লস মিলিয়ে এটি চলমান। কখন এজটানা লস হবে আবার কখনও একটানা লাভ হবে। তাই লাভের সময় ফরেক্স কোরলাম আর লস হলে ফরেক্স ছেড়ে দিলাম এমনটি কোন ট্রেডার এর চরিত্র হতে পারে না। তাই যে ধ্যৈর্য্য ধরে টিকে থাকবে সে সফল ট্রেডার।

edottc
2019-03-28, 10:42 PM
হ্যাঁ আমি ও তাই মনে করি ।কারন ফরেক্সে সফল হতে হলে পরিশ্রম করতে হবে আর ফরেক্সে ট্রেড করে আপনি লাভ করতে গেলে র্ধৈয্য ধরতে হবে ।র্ধৈয্য এবং পরিশ্রম কোনটা বাদ দিলে ফরেক্সে সফল হওয়া যাবে না ।

DILIPDKS19571952
2019-03-28, 11:58 PM
ফরেক্স একটি অনলাইন ব্যবসা অনলাইনে প্রতিটি ব্যবসা ই ধৈর্য ও ও অধিক শ্রম দিয়ে করতে হয়। ফরেক্স ব্যবসা যতটা সোজা ঠিক ততটাই কঠিন ফরেক্স করতে হলে আপনাকে ফরেক্স নিয়ে অধিক পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি ধৈর্যসহকারে ডেমো ট্রেড করতে হবে এভাবে ধীরে ধীরে আপনি একসময় সফল ট্রেডার হতে পারবেন। তাই ফরেক্স করার জন্য অধিক পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়।

RASELRANA562917
2019-03-29, 03:34 AM
ফরেক্স এ সব থেকে দামি ধৈর্য ও পরিশ্রম আপনার একথার সাথে আমি সম্পূর্ণ একমত।ফরেক্স এমন একটা জায়গা যেখানে আপনি ধৈর্য হারালেন তো হেরে গেলেন।ফরেক্স এ ধৈর্য ধরে থাকলে ঠিকমত সঠিক বুঝে পরিশ্রম করে যান আপনার সফলতা নিশ্চিত।সব সময় মনে রাখতে হবে আপনি এখানে টিকে থাকতে এসেছেন হারিয়ে যেতে নয়।ফরেক্স এ সব সময় যে লাভ হবে এমন নয়। লস হতেই পারে সেই লস কে মেনে নেয়ার মন মানসিকতা তৈরি করতে হবে।যদি লস হচ্ছে ভেবে আপনি রাগ করেন কিংবা লট বাড়িয়ে ট্রেড করেন দেখবেন আপনার একাউন্ট জিরো হতে সময় লাগবে না।আপনার লস হোক আপনি আপনার মেধা এবং পরিশ্রম ব্যয় করুন অবশ্যই ভাল কিছু আসবে।এজন্য যার ধৈর্য কম পরিশ্রম করতে রাজি না তারা ফরেক্স এ আসলেও খুব বেশিদিন থাকতে পারে না।ফরেক্স এ মুল জিনিস ই হল ধৈর্য এবং পরিশ্রম।

bdunity
2019-03-29, 08:34 PM
হ্যা ফরেক্স অবশ্যই দামি হলে ধৈর্য্য ও পরিশ্রম ফরেক্স এ যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে এবং আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।তাহলে আপনি ফরেক্স এর একজন ভালো ট্রেডার হতে পারবেন।এবং আপনাকে ধৈর্য্য ধরে জানতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে ও অনেকদিন ধরে আপনাকে ডেমো প্রাকটিস করতে হবে।

NasirMollah739
2019-03-29, 08:52 PM
ফরেক্স ট্রেডিংয়ে অবশ্যই প্রতিটি ট্রেডার কে ধৈর্যশীল ও পরিশ্রম করতে হয়।কারণ কেউ যদি পরিশ্রম ব্যতীত শুধুমাত্র ধৈর্য দিয়ে ট্রেডিং করে তবে যেভাবে সফলতা সম্ভব নয় একইভাবে কেউ যদি কেবলমাত্র পরিশ্রম করে কিন্তু ধৈর্য না থাকে তবে ও সফলতা সম্ভব নয়। অবশ্যই বিভিন্ন এনালাইসিস দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধৈর্যের সাথে সফলতা পর্যন্ত ট্রেডিং করা উচিত।কারণ কোন ট্রেডার জানেন না, সে সফলতার কোন স্তরে আছেন । এজন্য ধৈর্য ছাড়া যদি ট্রেড বন্ধ করা হয়, তবে ক্ষতি হতে পারে, যেখানে সামান্য সময় ধৈর্য ধরলে বিপুল পরিমাণ প্রফিট এর সম্ভাবনা থাকে।

ARIFULISLAM1996
2019-04-09, 08:10 PM
ফরেক্স থেকে ভাল প্রফিট পেতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী এবং র্ধৈয্যশীল হতে হবে।কথায় আছে,পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না।পরিশ্রমের পাশাপাশি ধৈর্য্যশীল হতে হবে।যেহেতু ফরেক্স এমন একটা ট্রেড যেখানে লাভ-লোকসানের পরিমাণ থাকতেই পারে।তাই লোকসান হলে মন-মানসিকতা ঠিক রেখে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে।আপনি যত পরিশ্রমী হবেন ততো দ্রুত সফলকাম হবেন।এ দূটোই হচ্ছে মানুষের বিশেষ গুন।

AMIRSHIKDER976
2019-04-09, 08:40 PM
সময়ে গুরুত্ব বলে শেষ করা যাবে না। সময়ের কাজ উক্ত সময়ে শেষ করা, এবং এজন্য দরকার অনেক ধৈর্য। ব্যবসা ধৈর্যের সাথে কাজ করতে হয়। তবেই সফল হতে পারবেন। শুধু ধৈর্য থাকলে ও যে আপনি সফল হবেন তাও পুরো পুরি বলা যায় না। এজন্য দরকার অনেক অনেক প্ররিশ্রম। ফরেক্স ট্রেড মার্কেট এ ব্যবসা করার জন্য আপনাকে অনেক সময় ও শ্রম দিতে হবে। তাহলে ফরেক্স মার্কেট এ মুনাফা অর্জন করা সম্ভব।

MdPiashHasan6080892
2019-04-09, 09:43 PM
যে কোন কাজের সফলতার চাবিকাঠি হলো ধৈর্য ও পরিশ্রম। তেমনি ফরেক্স মার্কেটে ধৈর্য ও পরিশ্রম খুবই দামি। আপনি যদি ফরেক্স মার্কেট এ ধৈর্য ধারনের মাধ্যমে কঠোর পরিশ্রম করে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করেন ।প্রতিনিয়ত ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করেন।তাহলে আপনি ফরেক্স মার্কেটে
এ সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া ধৈর্য ও পরিশ্রমের এর ফল কখনো বৃথা যায় না। তাই ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে ফরেক্স মার্কেটে ব্যবসা করে যান সফলতা আসবেই।

Ronesh186
2019-04-10, 06:59 AM
ফরেক্সে ট্রেড করতে হলে ধৈর্য্যের সবচেয়ে বড় পরীক্ষা এখানে দিতে হয়। ধৈর্য্য ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকাটা কঠিন। কারণ এখানকার প্রত্যেকটা পদক্ষেপ অতি গুরুত্বপূর্ণ। আপনি যখনই এক্সসাইটেড হয়ে ট্রেড করবেন তখন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যার্থ হবেন। এতে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থেকে যাবে। এই ক্ষেত্রে ধৈর্য্য ধরে ট্রেড করার বিকল্প নেই। প্রতিটি কাজেই সফলতার চাবিকাঠি হল পরিশ্রম। তবে সেটা অবশ্যই দক্ষতার সাথে হতে হবে। অদক্ষতা নিয়ে পরিশ্রম করা আর অরণ্যে রোদন করা সমান। ফরেক্সের ক্ষেত্রেও ব্যাপারটা একই। যারা বেশি পরিশ্রম করবে তারা অনেক কিছু জানার সুযোগ পাবে এবং দক্ষতাও বৃদ্ধি পাবে।

bdunity
2019-04-10, 12:54 PM
অবশ্যই একটি সুন্দর কথা ,যেটা ফরেক্সের ক্ষেত্রে অত্যান্ত প্রয়োজনীয় । ফরেক্সে যদি আপনি ধৈর্য্য হন তাহলে আপনি বিফল হবেন যে নিশ্চিৎ। সাথে-সাথে আপনাকে পরিশ্রমী হতে হবে । ধৈর্য্য আর পরিশ্রম নিয়ে আগাতে পারলে সফল হবেন শত ভাগ । ইনশা-আল্লাহ

Md_MhorroM
2019-06-27, 01:07 AM
অভিজ্ঞ ট্রেডাররা সবসময়ই বলে থাকেন ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। আর পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।

KaziBayzid162
2019-06-27, 01:17 PM
ফরেক্স এর সফলতার সাথে ব্যবসা করতে চাইলে ধৈর্য ও পরিশ্রমের কোন বিকল্প নেই। কারণ ধৈর্য ও পরিশ্রম ছাড়াই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না,অতীত রেকর্ড ঘাটলে দেখা যাবে। যারা ফরেক্স থেকে সফলতা অর্জন করেছে তারা প্রত্যেকেই ধৈর্য ও পরিশ্রমের দ্বারা সফল হয়েছে।তাই আপনি যদি ফরেক্স থেকে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে ট্রেডিং করতে হবে।কেননা আপনি যখন ধৈর্য হারিয়ে ফেলবেন তখন কোন প্রকার এনালাইসিস ছাড়া ট্রেড করবেন আর ফলস্বরূপ লাভের পরিবর্তে লস করতে থাকবেন। তাই ধৈর্য ধারণ করে নিজের মেধা ও শ্রম কে কাজে লাগিয়ে ট্রেডিং করতে হবে,আর এভাবে যখন আপনি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধৈর্য সহকারে সময় দিয়ে সঠিক ভাবে পরিশ্রম করতে পারবেন তখনই ফরেক্স থেকে সফলতা লাভ করবেন। তাই বলব ফরেক্সে ধৈর্য ও পরিশ্রমের গুরুত্ব অপরিসীম।

TanjirKhandokar1994
2019-06-27, 03:29 PM
আমি মনে করি শুধু ফরেক্স নয় যে কোন কাজেই ধৈর্য্য ও পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে তা না হলে এখানে কোন ভাবেই টিকে থাকা সম্ভব না।আর তা ছাড়া কথায়ই আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আর ফরেক্সে ট্রেডিং করে সফল হতে হলে পরিশ্রমের সাথে ধৈর্য্যর সুসমন্বয় হতে হবে। আর তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে জানা এবং সেই সাথে দক্ষ ও অবিজ্ঞ হয়ে কাজ করা।

MANIK6642
2019-06-27, 07:06 PM
ফরেক্স মার্কেট এ সব থেকে বড় দুটি গুণ হল ধৈর্য এবং পরিশ্রম।ফরেক্স এ এই গুণ দুটির বিকল্প কোন কিছু দিয়ে সফলতা অর্জন করা সম্ভব না।ধৈর্য এবং গুণই ফরেক্সের সফলতার চাবিকাটি।যাদের এই দুটো গুণের কোনটা অনুপস্থিত তারা যেন ফরেক্স না করে।তাদের দিয়ে সফলতা আসবে না।ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার।ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে।তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয়।ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল।কাজেই ফরেক্স করতে অবশ্যই তাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে।

KANIZFATEMA1997
2019-07-05, 11:19 PM
জীবনে বড় হতে হলে আপনাকে অবশ্যই ধৈয্যশীলও পরিশ্রমী হতে হবে।আর সফলের মূল কথা হলো নিজেকে অনেক বেশী পরিশ্রমী হিসেবে গড়ে তোলা।ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে।কারণ কোনকিছু ই সহজলভ্য নয়।সবকিছুই পরিশ্রম দিয়ে পেতে হয়। তাই হতাশ হলে চলবে না।ভেঙ্গে পড়লে হবে না।নিজেকে অনেক বেশী ধৈর্য্য ধরে রাখতে হবে। তাহলেই ভালো কিছু পাওয়া যাবে
আর জীবনে বড় হতে হলে এমনটাই করতে হয় তেমনি ফরেক্স বিজনেস ভালো করতে হলে অনেক বেশী পরিশ্রম ও ধৈর্য্য থাকতে হবে।

Kishoradnan1
2019-07-06, 02:09 AM
হা,যথার্থ বলেছেন।ধৈর্য্য এবং পরিশ্রমী না হলে ফরেক্সে সাস্কসেস হওয়া পসিবল নাহ!

Panna1989
2019-07-06, 08:58 AM
আমরা জানি ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। আর পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।

Mazharul777
2019-07-06, 09:07 AM
আমরা জানি ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। আর পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।

Rion
2019-07-23, 12:19 AM
আমার মতে ফরেক্স ব্যবসায়ের সফলতার জন্য র্ধৈয্য ও পরিশ্রম খুবি গুরুত্বপূর্ণ উপাদান। র্ধৈয্য ও পরিশ্রম ছাড়া কখনো ভাল কিছু করা যায় না।ফরেক্স করতে অভিজ্ঞতার প্রয়োজন তাই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অনেকটা পরিশ্রম ও ধৈয্য ধরে ফরেক্স করতে করতে হবে। ফরেক্স কেন যে কোন কাজ করে যান না কেনো সেখানেই র্ধৈয্য ধারন করে হবে ও প্রচুর পরিশ্রম করতে হ।
তাই আমি মনে করি সঠিক ভাবে ফরেক্স করতে চাইলে র্ধৈয্য ধারন করতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে তা হলেই সফলতা আসবে।

reser
2019-10-01, 11:30 AM
যেকোনো কাজেই ধৈর্য আর পরিশ্রম সফলতার চাবিকাঠি হয়ে থাকে তাছারা ফরেক্স মার্কেটে একটি এমন একটি মার্কেট যেখানে পরিশ্রম ছাড়া আপনি দক্ষতা করতে পারবেন না আর পরিশ্রম ছাড়া কোন কিছুই হয়না তাই ফরেক্স মার্কেটে পরিশ্রম দিলে এবং তার ভিতরে ধৈর্য থাকলে আপনি সফল হবেনই, আপনাকে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে

SHARIFfx
2019-10-01, 12:19 PM
আসলে আমাদের লস হয়ে গেলে আমরা এটি মানতে পারি না। এটাই আমাদের দোষ। তাই আপনার উচিত অনেক প্রপরিশ্রম করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড ওপেন করা। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে প্রফিট এর সম্ভব ৯০% থাকে। তবে আপনার উচিত সব সময়ে টেকনিক্যাল কৌশল অবলম্বন করা। মানিমেনেজমান্ট এর পাশাপাশি টিপি আর স্টোপ লস ব্যবহার করে ট্রেড নেওয়া। আর ডেইলি কেন্ডেল ফলো করা।

Mahmud1984fx
2019-10-01, 07:04 PM
আমি মনে করি ফরেক্সে গুরুত্বপূর্ণ উপাদান যদিও র্ধৈয্যএবং পরিশ্রম কিন্তু তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হলো লোভ না করা । কারণ আমি দেখেছি যারা ঘন ঘন ব্যালেন্স জিরো করে তাদের অধিকাংশই শুধুমাত্র লোভই তার কারণ। যদি কেউ লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে ফরেক্সে ভাল করতে পারে।

Hredy
2019-10-01, 08:59 PM
আমি মনে করি ফরেক্স এ সবথেকে মূল্যবান ইনভেস্ট হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। কারণ এই দুটো ছাড়া আপনি যতই মানি বা অন্য কিছু ইনভেস্ট করেন না কেনো সফলতা পাবেন না। আর ধৈর্য এবং পরিশ্রম থাকলে অল্প অর্থ বিনিয়োগ করেও প্রচুর মুনাফা করা সম্ভব। এজন্য ফরেক্স এ টিকে থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।

SOMARANITHAKUR1995
2019-10-01, 09:15 PM
যেকোনো কাজে সফলতা লাভ করতে হলে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উত্তেজনাটা খুবই খারাপ। এটি সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। এর জন্য আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। তাই প্রাথমিক দিকে ডলার আয়ের প্রতি গুরুত্ব না দিয়ে ধৈর্যসহকারে ফরেক্স সম্পর্কে শিখতে হবে। ফরেক্স ট্রেড করার জন্য কোন কঠোর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না। এখানে পরিশ্রমটা মানসিক। সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা, এক্সাইটেড না হওয়া, লোভ না করা, লস যাতে না হয় সেই দিক থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা ইত্যাদি এগুলো ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি এবং এটাই হল আপনার পরিশ্রম। আপনার পরিশ্রম যদি সঠিক থাকে এবং ধৈর্য থাকে তাহলে আপনি অনেকদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। এখান থেকে অনেক আয় করতে পারবেন।

Rajib_Biswas
2019-10-01, 09:20 PM
ফরেক্স মার্কেট এমন একটি প্ল্যাটফরম যেখানে ধৈর্য্য এবং পরিশ্রমের কোন বিকল্প নেই। এখানে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে। কারণ পরিশ্রমী না হলে কোন কাজেই সফলতা পাওয়া যায় না আর ধৈর্য না থাকলে সফলতা আসে না। ফরেক্স মার্কেটে কোন একটি ট্রেড থেকে প্রফিট করতে হলে কখনো কখনো দুই তিন মাসেরও অধিক সময় অপেক্ষা করতে হয়। তাই যাদের ধৈর্য কম তারা কখনোই দুই তিন মাস অপেক্ষা করতে পারে না ফলে প্রফিট থেকে বঞ্চিত হন এবং লসে পড়েন। আবার ট্রেডিং এর পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হয়। এজন্য বিভিন্ন এনালাইসিস এর প্রয়োজন যা শুধুমাত্র একজন পরিশ্রমী ব্যক্তির পক্ষেই সম্ভব। এজন্যই ফরেক্স মার্কেটে ধৈর্য্য এবং পরিশ্রমের কোন বিকল্প নেই।

saraa
2020-03-14, 12:10 PM
একটি ভাল ব্যবসায়ী হিসাবে সর্বদা একটি সংকেত ভালভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না, কখনও কখনও এমন একটি ভুলও ঘটে যা মারাত্মক (মূলধনের ক্ষতি) করে।
এই ক্ষেত্রে সর্বাধিক অপরাধী বোধ করার দরকার নেই, যখন আমরা আমাদের ভুলগুলির জ্ঞান নিতে পারি, তবে ভবিষ্যতে আমাদের ভুলগুলি পুনরুক্ত করা নাও যেতে পারে।
র্তী পোস্টটি ছিল পূর্বাহ্নে - ক্ষতি) করে।এই ক্ষেত্রে সর্বাধিক অপরাধী বোধ করার দরকার নেই, যখন আমরা আমাদের ভুলগুলির জ্ঞান নিতে পারি, তবে ভবিষ্যতে আমাদের ভুলগুলি পুনরুক্ত করা নাও যেতে পারে।

martin
2020-03-15, 01:19 PM
হ্যাঁ ফরেক্স মার্কেটে সবচেয়ে দামী জিনিস হল আপনার ধৈর্য ও পরিশ্রম । কেননা পরিশ্রম হচ্ছে আপনার সাফল্যের স্তম্ভ বা খুঁটি । কারন এখানে আপনাকে শুরু থেকে অনেক ধৈর্য নিয়ে জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন, অভিজ্ঞতা অর্জন সহ মার্কেট এনাল্যাইসিস থেকে মার্কেটের বেকটেস্ট এ সবকিছু মাথায় রেখে দিনের পর দিন নিরলসভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে । সুতরাং এ সবি হল আপনার সবচেয়ে দামী জিনিস ধৈর্য ও পরিশ্রম ।

Fxhuman
2020-03-15, 01:21 PM
এই কথা একদম ঠিক যে ফরেক্স এ কাজ করতে গেলে ধৈর্য ও পরিশ্রম এই দুইটা তো থাকা লাগবেই এই দুইটা না থাকলে ফরেক্স এ কাজ করা কনো প্রকার এ সম্ভব না। ভাল করে ট্রেডিং শিখে ফরেক্স এ কাজ করতে পারলে ভাল আয় করা সম্ভব আর ভাল করে ট্রেডিং না শিখে কাজ করলে লস তো নিতেই হবে।

black-hill
2020-03-15, 03:36 PM
ধৈর্য ও পরিশ্রম দুটিই অনেক দামী !! শুধু ফরেক্স এই নয়-সব কিছুতেই এই দু-টি অনেক মুল্যবান। আর ফরেক্স যেহেতু একটি অন-লাইন বিজনেস সেহেতু ফরেক্স এ এই দুইটি অবশ্যই মেইনটেইন করতে হবে। ফরেক্সে যেহেতু মার্কেট আপ-ডাউন করে সেহেতু ওইখানে ধৈর্যের পরিক্ষা অবশ্যই দিতে হবে। যখন বার বার লস হবে তখন হাল ছেড়ে দেয়া যাবে না -তখন ধৈর্য আর পরিশ্রম এর মাধ্যমে সাফল্য চিনিয়ে আনতে হবে।

amreta
2020-03-15, 04:18 PM
সফল হতে পারে। আপনি যদি মাঝখানে সবকিছু করতে পারেন তবে আপনার আমার কাছে আসা উচিত i আমার মনে হয় আপনার লেবুগুলির অভিজ্ঞতা উভয়ই আছে এমন জ্ঞান এবং সফল হতে পারে। আপনি যদি মাঝখানে সবকিছু করতে পারেন তবে আপনার আমার কাছে আসা উচিত i আমার মনে হয় আপনার লেবুগুলির অভিজ্ঞতা উভয়ই আছে এমন জ্ঞান এবং

zakia
2020-03-15, 10:42 PM
একদম সঠিক কথা বলেছেন । আমি মনে করি ধৈর্য আর পরিশ্রম ছাড়া কোন কাজেই সফলতা লাভ করা সম্ভব না । ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়ার দুইটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য আর পরিশ্রম । ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিকভাবে জেনে ধৈর্য সহকারে কাজ বা পরিশ্রম করতে পারলে তবেই এই মার্কেট এ একজন সফল ট্রেডার হওয়া সম্ভব ।

Habibur shaikh
2020-03-15, 10:59 PM
কোন কাজে সফলতা অর্জন করতে হলে ধৈর্য ও পরিশ্রম এর বিশেষ গুরুত্ব রয়েছে। ধৈর্য ও পরিশ্রম ছাড়া কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব না। ফরেক্সের ক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রম সহায়ক ভূমিকা পালন করে থাকে... ধন্যবাদ।

sofiz
2020-03-15, 11:26 PM
আমি মনে করি ধৈর্য আর পরিশ্রম দুটি একটি মানুষের মধ্যে থাকলে সেখানে ফরেক্স কেন যে কোন বিষয়কে সফলতা অর্জন করা যায় আর বিশেষ করে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে এ দুটি বিষয় লাগবেই, আপনাকে ধর্য্যসহকারে ট্রেড করতে হবে এবং পরিশ্রম দিতে হবে এই মার্কেটে অনেক কিছু শিখার জন্য

KGF3010
2020-03-15, 11:27 PM
অামরা দামী জিনিস কখনোই হারাব না । কারণ দামী জিনিস অর্জন করতে হলে অবশ্যই অামাদের সেই মোতাবেক কাজ করতে হবে । অামরা ধৈর্য্য অার পরিশ্রম দ্বারা এই মার্কেটকে জয়ী করব । অামরা অামাদের পরিশ্রমের বিনিময় এই কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Runil
2020-03-15, 11:29 PM
ফরেক্স মার্কেট এর সফলতা অর্জনের মূল বিষয় হলো ধৈর্য্য এবং পরিশ্রম। আসলে পরিশ্রম বলতে শারিরিক পরিশ্রম নয় এটা মানসিক পরিশ্রম। যিনি যত মানসিক পরিশ্রম করতে পারবেন ধৈর্য্য সহকারে তিনি তত মার্কেট থেকে ভাল ফলাফল পাবেন। আসল কথা হলো স্টাডি করা যত বেশী স্টাডি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন তত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর অভিজ্ঞতা হলো মার্কেট এর আসল বিষয়। একমাত্র অভিজ্ঞতা অর্জন করতে পারলেই মার্কেট থেকে লাভবান হওয়া যাবে।

KF84
2020-06-11, 07:43 PM
ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার । ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে । তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয় । ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল । কাজেই ফরেক্স করতে অবশ্যই তাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে ।

konok
2020-07-13, 06:22 PM
ধৈর্য একটি মহৎ গুন আর পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। ধৈর্য এবং পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে আপনি যদি ফরেক্সে কাজ করতে পারেন তাহলে নিশ্চয়ই সাফল্য পাবেন। ধৈর্য এবং পরিশ্রম থাকলে অল্প অর্থ বিনিয়োগ করেও প্রচুর মুনাফা করা সম্ভব। এজন্য ফরেক্স এ টিকে থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।

Devdas
2020-07-13, 06:37 PM
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন যে ফরেক্স এ দামী হল ধৈর্য্য ও পরিশ্রম। ধৈর্য্য হল আপনাকে সাফলতা জন্য অপেক্ষা করে রাখে এবং পরিশ্রম হল আপনার কাজের মাশুল দেওয়ার জন্য প্রস্তত থাকে। ফরেক্স মার্কেট এ আসার আগে আপনাকে ধৈর্য্য ধরে পরিশ্রম করে থাকলে আপনি অবশ্যই ফরেক্স থেকে সাফলতা অর্জন করবেন। ধন্যবাদ।

KAZIMAJHARULISLAM
2020-07-13, 06:58 PM
আমিও আপনার কথার সাথে একমত কেননা ফরেক্সে টিকে থাকার প্রধান এবং প্রথম নীতিই হল অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, ধৈর্য ধারণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।কেননা আপনি যতটা ধৈর্যশীল হবেন, ফরেক্স নিয়ে আপনি ততই এনালাইসিস করার সুযোগ ও সময় পাবেন। এবং আপনি আপনার ধৈর্য এবং আপনার পরিশ্রম কে কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। যে সিদ্ধান্তই পৌঁছে দেবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে।

Starship
2020-07-13, 07:16 PM
ধৈর্য ও অনুশীলন এই দুটি গুণ থাকলে পৃথিবীর যে কোন কাজে কার্যসিদ্ধ সম্ভব। ধৈর্য ও অনুশীলন হলো ফরেক্স সাফল্য অর্জনের প্রধান হাতিয়ার। ধৈর্য সহকারে ফরেক্স শেখা ও জানার বিষয় আগ্রহ থাকলে ও ধৈর্য সহকারে ডেমো একাউন্টে অনুশীলন করলে ফরেক্স এর সফলতা সম্ভব। ধৈর্য ধরে ট্রেড করার গুণ অর্জন করতে হবে। ট্রেড করার সকল গুণ অর্জন করলে ফরেক্স উন্নতি করা সম্ভব।

amirkabir
2020-07-13, 08:13 PM
মানবজীবনের সবচেয়ে বড় দুটি গুন হচ্ছে ধৈর্য্য এবং পরিশ্রম।এই দুটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা কখনও জীবনে সফলতার চূড়ায় পৌছতে ব্যর্থ হবে না।মহান আল্লাহপাকও এই গুণাবলীর মানুষদের পছন্দ করেন এবং তাদের সফলতা দেন।তাই কয়েকটি ট্রেড করে লসের সন্মুখিন হলেই আমাদের পিছপা হওয়া উচিত নয়, আমাদের দু:খ কষ্ট নিয়ে এই ব্যবসা পরিত্যাগ করা উচিত নয়।ধৈর্য্য এবং পরিশ্রম দ্বারা আমাদের এই ব্যবসাকে সহজে পরিণত করতে হবে,প্রথমে ধৈর্য্য সহকারে এই ব্যবসা শিখতে হবে এবং পরবর্তিতে আমরা এই ব্যবসায় সফলকাম হতে পারব।

milu
2020-07-14, 12:33 AM
ফরেক্স মার্কেট এর সফলতা অর্জনের মূল বিষয় হলো ধৈর্য্য এবং পরিশ্রম। আসলে পরিশ্রম বলতে শারিরিক পরিশ্রম নয় এটা মানসিক পরিশ্রম। যিনি যত মানসিক পরিশ্রম করতে পারবেন ধৈর্য্য সহকারে তিনি তত মার্কেট থেকে ভাল ফলাফল পাবেন। পরিশ্রমের পাশাপাশি ধৈর্য্যশীল হতে হবে।যেহেতু ফরেক্স এমন একটা ট্রেড যেখানে লাভ-লোকসানের পরিমাণ থাকতেই পারে।তাই লোকসান হলে মন-মানসিকতা ঠিক রেখে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে।আপনি যত পরিশ্রমী হবেন ততো দ্রুত সফলকাম হবেন।এ দূটোই হচ্ছে মানুষের বিশেষ গুন।

muslima
2020-07-14, 01:19 AM
বিভিন্ন এনালাইসিস দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধৈর্যের সাথে সফলতা পর্যন্ত ট্রেডিং করা উচিত।কারণ কোন ট্রেডার জানেন না, সে সফলতার কোন স্তরে আছেন । এজন্য ধৈর্য ছাড়া যদি ট্রেড বন্ধ করা হয়, তবে ক্ষতি হতে পারে, যেখানে সামান্য সময় ধৈর্য ধরলে বিপুল পরিমাণ প্রফিট এর সম্ভাবনা থাকে। প্রাথমিক দিকে ডলার আয়ের প্রতি গুরুত্ব না দিয়ে ধৈর্যসহকারে ফরেক্স সম্পর্কে শিখতে হবে। ফরেক্স ট্রেড করার জন্য কোন কঠোর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না। এখানে পরিশ্রমটা মানসিক।

FREEDOM
2020-07-27, 04:05 PM
ফরেক্স ট্রেডে সবচেয়ে দামী জিনিস হলো ধৈর্য ও পরিশ্রম।অর্থাৎ ফরেক্স মার্কেটে এসে আপনি ধৈর্য সহকারে পরিশ্রম করলে প্রফিট পাবেন।আপনার জীবন সার্থকহবে।আর যদি ধৈর্যহারা ও অলস হন তাহলে আপনাকে ফকির হতে হবে।

Devdas
2020-07-27, 04:08 PM
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। ফরেক্স মার্কেট এ সবথেকে দামী হল ধৈর্য্য ও পরিশ্রম। ফরেক্স এ যারা ধৈর্য্য ধরে পরিশ্রম করে যাচ্ছে তারাই ফরেক্স থেকে একদিন ভাল কিছু পাবে এবং ভাল দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হবেন। এছাড়া তারা অনেকটাই লাভবান হবেন যখনই ফরেক্স এ ট্রেড করবেন। তাই আমার মতে ফরেক্স এ ধৈর্য্য ধরে পরিশ্রম করে ট্রেড করুন আপনি ফরেক্স থেকে সাফলতা পাবেন এবং ভবিষ্যতে ফরেক্স থেকে ভাল কিছু পাবেন।

IFXmehedi
2020-08-25, 02:54 AM
আমার মতে আমি দেখছি যে ফরেক্স মার্কেট এ সবচাইতে বড় জিনিস হল যে র্ধৈয্য ও পরিশ্রম। কারন এই র্ধৈয্য ও পরিশ্রম করলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যায়।
তাহলে আপনার কি এই পজিশনে আছেন বা একমত?:bravo:

আপনি ঠিকই বলেছেন ভাই ফরেক্স মার্কেটে ধৈর্য এবং পরিশ্রমের মূল্য অত্যাধিক । কারণ আপনি যদি ধৈর্য লান এবং পরিশ্রমী হোন তাহলে এই ফরেক্স মার্কেটের সফলতা পেতে খুব বেশি বেগ পেতে হবে না আপনার । ফরেক্স মার্কেটে সফল হতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক মেনে চলতে সেটা হল কঠোর পরিশ্রমের মাধ্যমে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শেখা এবং ফরেক্স ট্রেডিং ভালোভাবে সেখার পরে ধৈর্য ধরে ট্রেডিং করা । আমি মনে করি এগুলো যদি আমরা মেনে চলতে পারে তাহলে ফরেক্স মার্কেটে খুব সহজেই আমরা সফল হতে পারব ।

zakia
2020-08-25, 08:37 AM
ফরেক্স থেকে ভাল প্রফিট পেতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী এবং র্ধৈয্যশীল হতে হবে।কথায় আছে,পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না।পরিশ্রমের পাশাপাশি ধৈর্য্যশীল হতে হবে।যেহেতু ফরেক্স এমন একটা ট্রেড যেখানে লাভ-লোকসানের পরিমাণ থাকতেই পারে।তাই লোকসান হলে মন-মানসিকতা ঠিক রেখে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে।আপনি যত পরিশ্রমী হবেন ততো দ্রুত সফলকাম হবেন।এ দূটোই হচ্ছে মানুষের বিশেষ গুন। তাই আমি মনে করি সঠিক ভাবে ফরেক্স করতে চাইলে র্ধৈয্য ধারন করতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে তা হলেই সফলতা আসবে।

jimislam
2020-08-25, 11:13 AM
ফরেক্স ট্রেডিংয়ে অবশ্যই প্রতিটি ট্রেডার কে ধৈর্যশীল ও পরিশ্রম করতে হয়।কারণ কেউ যদি পরিশ্রম ব্যতীত শুধুমাত্র ধৈর্য দিয়ে ট্রেডিং করে তবে যেভাবে সফলতা সম্ভব নয় একইভাবে কেউ যদি কেবলমাত্র পরিশ্রম করে, মার্কেট আপ-ডাউন করে সেহেতু ওইখানে ধৈর্যের পরিক্ষা অবশ্যই দিতে হবে। যখন বার বার লস হবে তখন হাল ছেড়ে দেয়া যাবে না -তখন ধৈর্য আর পরিশ্রম এর মাধ্যমে সাফল্য চিনিয়ে আনতে হবে।

samun
2020-08-25, 01:36 PM
ফরেক্স ব্যবসায়ের সফলতার জন্য র্ধৈয্য ও পরিশ্রম খুবি গুরুত্বপূর্ণ উপাদান। র্ধৈয্য ও পরিশ্রম ছাড়া কখনো ভাল কিছু করা যায় না।ফরেক্স করতে অভিজ্ঞতার প্রয়োজন তাই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অনেকটা পরিশ্রম ও ধৈয্য ধরে ফরেক্স করতে করতে হবে। ফরেক্স কেন যে কোন কাজ করে যান না কেনো সেখানেই র্ধৈয্য ধারন করে হবে ও প্রচুর পরিশ্রম করতে হয়।তাই আমি মনে করি সঠিক ভাবে ফরেক্স করতে চাইলে র্ধৈয্য ধারন করতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে তা হলেই সফলতা আসবে।

Sid
2020-08-25, 02:06 PM
ফরেক্স ব্যবসা করতে গিয়ে যদি আমরা কমপক্ষে ২ টি গুণ অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা ধৈর্য্য আর পরিশ্রম অবশ্যই এই্ ফরেক্স ব্যবসার জন্য চালিয় যাব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Soh1952
2020-08-25, 03:28 PM
জীবনে বড় হতে হলে আপনাকে অবশ্যই ধৈয্যশীলও পরিশ্রমী হতে হবে।আর সফলের মূল কথা হলো নিজেকে অনেক বেশী পরিশ্রমী হিসেবে গড়ে তোলা।ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে।কারণ কোনকিছু ই সহজলভ্য নয়।সবকিছুই পরিশ্রম দিয়ে পেতে হয়। তাই হতাশ হলে চলবে না।ভেঙ্গে পড়লে হবে না।নিজেকে অনেক বেশী ধৈর্য্য ধরে রাখতে হবে। আর ধৈর্য এবং পরিশ্রম থাকলে অল্প অর্থ বিনিয়োগ করেও প্রচুর মুনাফা করা সম্ভব। এজন্য ফরেক্স এ টিকে থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।

Sakib42
2020-08-26, 01:13 AM
আমার মতে আমি দেখছি যে ফরেক্স মার্কেট এ সবচাইতে বড় জিনিস হল যে র্ধৈয্য ও পরিশ্রম। কারন এই র্ধৈয্য ও পরিশ্রম করলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যায়।
তাহলে আপনার কি এই পজিশনে আছেন বা একমত?:bravo:

জি আমি আপনার সাথে একমত আপনি এমন একটি মন্তব্য করেছেন জেঠির সাথে একমত না হয়ে উপায় নেই শুধু ফরেক্স কেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য ও পরিশ্রম অমূল্য সম্পদ যার মূল্য কেউ কোনদিন নিতে পারেনা অবস্থান থেকে ভালো অবস্থানে যাওয়ার জন্য মূল হাতিয়ার হিসেবে কাজ করে হচ্ছে ধৈর্য ও পরিশ্রম এবং মানুষের সততা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য আপনার ধৈর্য না থাকলে আপনি এখানে লস খাবেন তা একদম নিশ্চিত তাই ধৈর্য ধরতে শিখুন এবং ধৈর্যের মাধ্যমে নিজের কাজ সম্পাদন করুন ধন্যবাদ

mahmudfx84
2020-08-26, 10:25 AM
ফরেক্সে সবচেয়ে দামী বা মূল্যবান জিনিস হলো ধৈর্য্য এবং পরিশ্রম । যে কেউ এই দুটি জিনিসের সমন্বয় করে ট্রেড করতে পারলে ফরেক্সে সফলতা সম্ভব। কারণ ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা, বুঝা, শেখা এবং দক্ষতা- অভিজ্ঞতা অর্জন করতে ব্যাপক পরিশ্রমে প্রয়োজন হয়। পরিশ্রম করে শেখার পরে প্রতিনিয়ত নিয়ম মেনে এ্যানালাইসিস করে ট্রেড করতে হয়। প্রয়োজন হয় যেমন ব্যাপক পরিশ্রমের তেমনি অপরিসীম ধৈর্যের। টিকে থাকতে হলে পরিশ্রমের পাশাপাশি ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ।

Akib
2020-08-26, 03:22 PM
আমার মতে আমি দেখছি যে ফরেক্স মার্কেট এ সবচাইতে বড় জিনিস হল যে র্ধৈয্য ও পরিশ্রম। কারন এই র্ধৈয্য ও পরিশ্রম করলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যায়।
তাহলে আপনার কি এই পজিশনে আছেন বা একমত?:bravo:

ফরেক্স হল একটি আন্তর্জাতিক ব্যবসা। যে ব্যক্তির ধৈর্য আছে, যার কাছে ইন্টারনেট কানেকশন সহ একটি ল্যাপটপ বা ডেক্সটপ আছে তারাই ফরেক্স ব্যবসাটি করতে পারবেন।

gpsohag
2020-08-27, 09:03 PM
আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে, ধৈর্য্য সর্বত্র মঙ্গলজনক কিছু বয়ে আনে যার ফলাফল সার্বক্ষণিক সুমিষ্ট হয়। তাই বলা যায় যে ধৈর্য্য এর কোন বিকল্প নেই।

sss21
2020-08-27, 10:06 PM
ফরেক্স ব্যবসা করতে গিয়ে যদি আমরা কমপক্ষে ২ টি গুণ অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা ধৈর্য্য আর পরিশ্রম অবশ্যই এই্ ফরেক্স ব্যবসার জন্য চালিয় যাব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

IslamMdMerajul
2020-08-27, 10:28 PM
ফরেক্সে দামী হল ধৈর্য আর পরিশ্রম এটা অবশ্যই ঠিক। কারণ ফরেক্সে ধৈর্য ধরে কাজ করতে পারলে ফরেক্স থেকে ভাল প্রফিট ইনকাম করা সম্ভব হয়। আর কিছুটা পরিশ্রম করলে এই পরিশ্রমটা এক সময় আমাদেরকে ভালো সফলতা দেয়।

FRK75
2021-03-24, 11:27 AM
ধৈর্য একটি মহৎ গুন আর পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি।ধৈর্য এবং পরিশ্রমের সমন্বয় ঘটিয়ে আপনি যদি ফরেক্সে কাজ করতে পারেন তাহলে নিশ্চয়ই সাফল্য পাবেন।কারন ফরেক্সের মুলমন্ত্রই হলো ধৈর্য আর পরিশ্রম।রেক্স এমন একটা জায়গা যেখানে আপনি ধৈর্য হারালেন তো হেরে গেলেন।ফরেক্স এ ধৈর্য ধরে থাকলে ঠিকমত সঠিক বুঝে পরিশ্রম করে যান আপনার সফলতা নিশ্চিত।সব সময় মনে রাখতে হবে আপনি এখানে টিকে থাকতে এসেছেন হারিয়ে যেতে নয়।ফরেক্স এ সব সময় যে লাভ হবে এমন নয়।

Smd
2021-05-28, 09:01 PM
পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক।পরিকল্প ার মাধ্যমে আমাদের এগোতে হবে। তাছাড়া যারা বোনাস দিয়ে ট্রেড করবেন ভেবে রেখেছেন তাদের জন্য রয়েছে অনেক নিয়ম কানুন। অভিজ্ঞতা সব সমায় বন্ধুর মত কাজ করবে। তাই ফরেক্র লেগে থাকলে সফলতা আসবেই।

EmonFX
2021-05-28, 10:03 PM
আমার মতে আমি দেখছি যে ফরেক্স মার্কেট এ সবচাইতে বড় জিনিস হল যে র্ধৈয্য ও পরিশ্রম। কারন এই র্ধৈয্য ও পরিশ্রম করলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যায়।
তাহলে আপনার কি এই পজিশনে আছেন বা একমত?:bravo:

আপনি যথার্থই বলেছেন, ফরেক্স ট্রেডিং এর জন্য যেমন দরকার ধৈর্য তেমন দরকার পরিশ্রম। পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। পরিশ্রমের ফল পেতে কখনও কখনও একটু দেরি হতে পারে কিন্তু কখনো এটা বৃথা যাবার নয়। ধৈর্যের সাথে মার্কেটে টিকে থাকতে পারলে আপনার পরিশ্রমের রিওয়ার্ড আজ অথবা কাল অবশ্যই পাবেন। আমরা যদি পৃথিবীর সুপরিচিত ও মহৎ ব্যক্তিদের জীবন পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে তারা ছিল কঠোর পরিশ্রমী। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা পৃথিবীব্যাপী সুপরিচিত হয়েছেন। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা চির অমর হয়ে আছেন। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ধৈর্যের সাথে কঠোর এবং নিরলস পরিশ্রম করে যেতে হবে যাতে করে আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারি।

Devdas
2021-07-08, 11:12 AM
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আর ধৈর্য্য ফল মিষ্টি হয়। এই দুই বাক্য আমরা সবাই জানি। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট আপনি ধৈর্য্য ধরে পরিশ্রম করে ফরেক্স করতে পারলে আপনি অনেক টাকা আয় করতে পারেন। আর এর জন্য আপনাকে কয়েক মাস ও বছর ফরেক্স এর সকল বিষয় জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেই এটি করতে পারেন। তাই ফরেক্স এ ধৈর্য্য ধরে পরিশ্রম করে ফরেক্স করুন আপনি সাফলতা অর্জন করতে তেমন সময় লাগবে না ।

Smd
2021-10-03, 10:34 PM
ধৈর্য এবং গুণই ফরেক্সের সফলতার চাবিকাটি।যাদের এই দুটো গুণের কোনটা অনুপস্থিত তারা যেন ফরেক্স না করে।তাদের দিয়ে সফলতা আসবে না।ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার।ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে।তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয়।ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল। ফরেক্স মার্কেটে একটি এমন একটি মার্কেট যেখানে পরিশ্রম ছাড়া আপনি দক্ষতা করতে পারবেন না আর পরিশ্রম ছাড়া কোন কিছুই হয়না তাই ফরেক্স মার্কেটে পরিশ্রম দিলে এবং তার ভিতরে ধৈর্য থাকলে আপনি সফল হবেনই।

FRK75
2021-12-07, 10:12 PM
সব থেকে বড় দুটি গুণ হল ধৈর্য এবং পরিশ্রম।ফরেক্স এ এই গুণ দুটির বিকল্প কোন কিছু দিয়ে সফলতা অর্জন করা সম্ভব না।ধৈর্য এবং গুণই ফরেক্সের সফলতার চাবিকাটি।যাদের এই দুটো গুণের কোনটা অনুপস্থিত তারা যেন ফরেক্স না করে।তাদের দিয়ে সফলতা আসবে না।ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার।ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে।তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয়।ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল।কাজেই ফরেক্স করতে অবশ্যই তাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে।

Mas26
2022-02-13, 11:45 PM
আসলে এটা খুবই মূল্যবান কথা, আপনি ফরেক্স মার্কেটে যদি ধৈর্যশীল হতে পারেন তাহলে অবশ্যই এখানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা খুবই কঠিন একটা ব্যাপার আসলে তার পাশাপাশি যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। কারণ পরিশ্রম না করলে কোনভাবেই কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব হয় না। আপনি যে কাজে যত বেশি পরিশ্রম করবেন শেই কাজে আপনার অভিজ্ঞতা তত বেশি থাকবে। এবং আপনার সফলতা অর্জনের সুযোগ অনেক বেশি থাকবে।আসলে যেকোনো কাজ আপনি করেন না কেন সেখানে আপনাকে অবশ্যই পরিশ্রমের পরিশ্রম ছাড়া কোন কাজেই আপনার সফলতা অর্জন করা সম্ভব না। তবে অনেক ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীলরাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং যাদের অনেক তাড়াহুড়া করেন তারাই ফরেক্স মার্কেটে লস করেছেন।

samun
2022-04-30, 10:46 PM
ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। এর জন্য আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। তাই প্রাথমিক দিকে ডলার আয়ের প্রতি গুরুত্ব না দিয়ে ধৈর্যসহকারে ফরেক্স সম্পর্কে শিখতে হবে। ফরেক্স ট্রেড করার জন্য কোন কঠোর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না। এখানে পরিশ্রমটা মানসিক। সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা, এক্সাইটেড না হওয়া, লোভ না করা, লস যাতে না হয় সেই দিক থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা ইত্যাদি এগুলো ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি। এ সকল বিষবিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে।

Mas26
2022-12-31, 11:36 AM
আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট টিকে থাকতে হলে এবং ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে এই র্ধৈয্য ও পরিশ্রম অবশ্যই প্রয়োজন পরে। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা কিনা পরিশ্রম ও র্ধৈয্য ধরে না কাজ করলে তা থেকে আয় করা যাবে না। তাই আমরা যখন এই ফরেক্স মার্কেট এ কাজ করব তখন এই র্ধৈয্য ও পরিশ্রম করে কাজ করতে হবে তবেই ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে।অভিজ্ঞতা এমন একটা জিনিস যা আপনাকে অনেকটা সাহস ও শক্তি যোগায় যে আপনি সফল হতে পারবেন। ফরেক্স এর অভিজ্ঞতা থাকলে যে কোন লোক ফরেক্স এ কাজ করলে সাফল্য হবে। আর এই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অনেকটা পরিশ্রম ও ধৈয্য ধরে ফরেক্স করতে করতে হবে এবং অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে।

FRK75
2023-07-16, 11:56 AM
সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। এর জন্য আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে। তাই প্রাথমিক দিকে ডলার আয়ের প্রতি গুরুত্ব না দিয়ে ধৈর্যসহকারে ফরেক্স সম্পর্কে শিখতে হবে। ফরেক্স ট্রেড করার জন্য কোন কঠোর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না। এখানে পরিশ্রমটা মানসিক। সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা, এক্সাইটেড না হওয়া, লোভ না করা, লস যাতে না হয় সেই দিক থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা ইত্যাদি এগুলো ফরেক্স মার্কেট এ সফলতার চাবিকাঠি এবং এটাই হল আপনার পরিশ্রম। আপনার পরিশ্রম যদি সঠিক থাকে এবং ধৈর্য থাকে তাহলে আপনি অনেকদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। এখান থেকে অনেক আয় করতে পারবেন।

FRK75
2024-02-04, 09:55 PM
ফরেক্স মার্কেট এ সব থেকে বড় দুটি গুণ হল ধৈর্য এবং পরিশ্রম।ফরেক্স এ এই গুণ দুটির বিকল্প কোন কিছু দিয়ে সফলতা অর্জন করা সম্ভব না।ধৈর্য এবং গুণই ফরেক্সের সফলতার চাবিকাটি।যাদের এই দুটো গুণের কোনটা অনুপস্থিত তারা যেন ফরেক্স না করে।তাদের দিয়ে সফলতা আসবে না।ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার।ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে।তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয়।ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল।কাজেই ফরেক্স করতে অবশ্যই তাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে।
ফরেক্স এ সবথেকে মূল্যবান ইনভেস্ট হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। কারণ এই দুটো ছাড়া আপনি যতই মানি বা অন্য কিছু ইনভেস্ট করেন না কেনো সফলতা পাবেন না। আর ধৈর্য এবং পরিশ্রম থাকলে অল্প অর্থ বিনিয়োগ করেও প্রচুর মুনাফা করা সম্ভব। এজন্য ফরেক্স এ টিকে থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।