PDA

View Full Version : কিছু উপকারী কথা! মানলে সুফল পাবেন, না মানলে &#



zhbony
2014-03-22, 10:22 AM
# লোন করে ট্রেড করবেন না।
# টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
# লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
# Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
# মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
# কম্পিটিশন করবেন না।
# সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
# পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
# মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
# ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

mamun4earn
2014-03-23, 02:28 AM
তবে আমি মনে করি ফরেক্স বিজনেসে যে বেশী লোভ করবে সে অনে অনেক বেশী লস করবে।কারন ফরেক্স এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।আর ট্রেড ওপেন করার আগে চার্ট এনালাইসিস করে যদি বাজার কোন দিকে যাবেন তা বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন বলে আমি মনে করি।

riad2014
2014-03-23, 11:08 AM
আমি মনে করি আপনে ফরেক্স এ ট্রেড করার আগে ফরেক্স বিষয়ে আপনাকে ভাল করে ফরেক্স বিষয়ে জানতে হবে । আপনাকে ফরেক্স এ লোভ করা যাবে না । আপনে যখন ট্রেড করবেন তখন আপনে সময় দিয়ে ট্রেড করবেন । ডেমো অ্যাকাউন্ট খোলে বেশি বেশি প্র্যাকটিস করেবন যাতে আপনে রিয়েল ট্রেড লস এ না পরেন ।

remal2014
2014-03-23, 12:52 PM
হ্যাঁ আমি আপনার কথার সাথে একমত কারণ আপনে ফরেক্স এ যদি বেশি লোভ , আবেগ , কম অভিজ্ঞতা থাকে এবং লোন করে ফরেক্স এ ট্রেড করেন তাহলে আপনে রিস্ক এ থাকবেন । তাই আমি মনে করি আপনাকে আগে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করে পরে ট্রেড করবেন ।

zahurul
2014-06-25, 11:58 PM
# লোন করে ট্রেড করবেন না।
# টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
# লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
# Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
# মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
# কম্পিটিশন করবেন না।
# সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
# পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
# মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
# ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।
আপনার উপকারী কথা গুলো আমার খুব ভালো লাগলো | আপনার এ উপকারী কথার মধ্যে অনেক কিছু শিখার আছে | ভবিস্যতে আপনার এ কথা গুলো মেনে চলার চেষ্টা করব | কিন্তু একটা কথা আমি আমার ট্রেড গুলো রেকর্ড করব কি করে একটু বললে আমার জন্য ভালো হত |

anish113
2014-07-07, 10:54 PM
আপনার পরামর্শ খুব কার্যকারী এবং সময় উপযোগী। আসা করি আপনার পরামর্শ আমার লাইভ ত্রাদিং এ অনেক কাজে আসবে এবং আমি একটি কার্যকারী ত্রাদিং ডিছিপিলিন গড়ে তুলতে সক্ষম হব।

Forex.Hunter
2014-07-23, 11:20 AM
আমি আপনার পরামরশে অনেক উপযোগি হয়েচি।আপনার পোরামরশে আমি আমার ট্রেড করতে অনেক সহজ হবে। আপনার পরামরশে আমি অনেক কিছু বুজতে পারছি । আপনার উপদেশ গুল মেনে ছল্লে আমারা অনেক সফল হইছি।

MDRFX
2014-07-28, 10:22 AM
আমি আপনার থেকে জানতে পারলাম কিছুউ। ধন্যবাদ পোস্ট করার জন্য। অনেক ধন্যবাদ। আপনি আমাদের কে এত উপহার দিছেন খুব ভালো লাগছে।

tumugebt
2014-07-30, 03:55 PM
Forex is the most popular online business in this world.It is the best source of earning money for the students and housewives.For Forex training and mentoring: http://bit.ly/1jZEA32

HiraAbdullah
2014-08-02, 10:15 AM
আপনার পরামর্শ গুলি খুবিই ভাল। তবে আরেকটি বিষয় যোগ করা দরকার তা হল কখনো মুলধনের ২% এর বেশি রিস্ক নেওয়া যাবে না। আমার মনে হই এই বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করলে সবাই লাভ করবে।

kak tarua
2014-08-02, 11:13 AM
ধন্যবাদ । ফরেক্স সম্পর্কে কিছু হলেও জানতে পারলাম ।:ok:

sobuj
2014-08-05, 03:25 PM
আপনার কথাই ঠিক ডেম প্রাকটিস করার সময় রিয়েল আইডির মত করা উচিত তা না হলে ভবিষতে লস হতে পারে।

abdurrahim
2014-08-05, 08:19 PM
আমরা মনে করি পথমত লাভ করাটাই ভাল,কিন্তু না,প্রথমত লস দেওয়াটাই ভাল। কারণ লস না হরে আপনি ছিুই সিখতে পারবেন না এই ফরেক্স জগতে।

Pratim Chakma
2014-08-07, 09:13 AM
ফরেক্স সম্পর্কে উপকারি কথা বলতে গেলে প্রথমেই লোভের প্রসঙ্গ চলে আসে। না বুঝে লোভ করে ট্রেড করবেন তোঁ বিশাল লস খেয়ে যাবেন।তাই বুঝে শুনে কাজ চালিয়ে যাওয়া উচিত ।

nazmul hasan ripon
2014-09-19, 09:46 PM
আমার আপনার টিপস পরে অনেক ভাল লাগছে এই টিপস গুল যদি কেউ মেনে চলে তা হলে অনেক লাভবান হবে। নতুন যারা ফরেক্স মার্কেট এ কাজ করে তাদের এই টিপস গুলো অনেক হেল্প করবে। আমি ও এই টিপস গুলো মেনে চলি যার কারন এ আমি অনেক সফল। আপনারা ও ফরেক্স মার্কেট এর নিয়ম গুলো মেনে চলে ট্রেড করুন আপনি ও অনেক লাভ করতে পারবেন। আপনি অনেক কম রিস্ক নিচে ট্রেড করবেন তা হলে লস অনেক কম হবে।

Sazzad Hossen
2014-09-20, 08:26 PM
তথ্য দেয়ার জন্য ধন্যবাদ । পরামর্শ গুলো সবার উপকারে আসবে । আশা করি এ রকম তথ্য পোস্ট অব্যহত রাখবেন ।

islamshafiul87
2014-09-23, 06:39 PM
যেহেতু ফরেক্স একটি বিশাল বিষয় তাই ফরেক্সে ট্রেড করার পূর্বে অবশ্যই আমাদের অনেক গুলো নিয়ম মেনে ট্রেড করতে হবে। ফরেক্স ট্রেডার কে সফল হতে হলে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলতে হবে এবং লোভ পরিহার করতে হবে।

Msjmoni
2014-10-10, 10:28 PM
আমি আপনার কথার সাথে সম্পুর্ন একমত পোষন করছি এবং ট্রেডার বন্ধদের কাছে অনুরোধ এই সুন্দর বক্তব্যের সাথে একমত হওয়ার জন্য । ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টটি করার জন্য।

FXSam
2014-10-14, 02:58 PM
ঠিক আছে তবুও আমি মনে করি এখানে সব সময় আমাদের কে ভাল মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কারন ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারলেই ফরেক্স থেকে ভাল প্রফিট করা যাবে । মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনই ফরেক্স মার্কেট থেকে লাভ করা সম্ভব নয় ।

রুহুল আমিন
2014-11-07, 09:29 AM
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না ,কারন আপনি যে বিষয় গুলো আলোচনা করেছে তা অত্যান্ত গুরুত্ব আমাদের ফরেক্স ট্রেডার দের জন্য । আমরা যদি আপনার টিপস গুলো অনুসরন করতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে আশা করি ।

rajukst
2014-11-08, 08:12 PM
আমি আপনার পরামরশে অনেক উপযোগি হয়েচি।ধন্যবাদ পোস্ট করার জন্য। অনেক ধন্যবাদ।

Sreepad2014
2014-11-08, 10:12 PM
ফরেক্স এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।আর ট্রেড ওপেন করার আগে চার্ট এনালাইসিস করে যদি বাজার কোন দিকে যাবেন তা বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন

ali.kamal
2014-12-25, 03:40 PM
আপনার এই উপকারি কথাগুলি বা টিপসসমুহ কোন ট্রেডার যদি অক্ষরে অক্ষরে মেনে ফরেক্স বাজারে ট্রেডিং করেন তাহলে তার লস হবে না এবং খুব তাড়াতাড়ি তিনি সফলতা অর্জন করবেন। আমি একজন নতুন ট্রেডার হিসেবে আপনার এই টিপসসমুহ মেনে চলব।

mahadihasan0001
2014-12-25, 04:55 PM
হ্যা বন্ধু আমি আপনার সাথে সম্পুর্ন একমত হয়ে আমাদের সকল ট্রেডার বন্ধুদের বলতে চায় ফরেক্স ট্রেডের সাথে সম্পর্ক যুক্ত এসব সঠিক পরামর্শ গুলো সাদরে গ্রহন করুন কারন আমরা ফরেক্সে ধরা খায় আমাদের নিজেদের ভুলের কারনে আর আইন না মানার কারনে। ধন্যবাদ।

Babu11
2015-01-09, 10:54 AM
হ্যাঁ আমি আপনার এই মন্তব্য সম্পর্কে ১০০% একমত। ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার । ফরেক্স কোন জুয়া খেলার জাইগা না যে আপনি এখানে জেভাবে মনে করবেন সেভাবেই কাজ করবেন এ জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে..................... যেমন
১। ফোরাম পোস্টিং করতে হবে , এতে আপনি ফরেক্স এর উপর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
২। ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করতে হবে , এতে আপনি ফরেক্স মার্কেটের উপর দক্ষতা অর্জন করতে পারবেন।
৩। লোভ ত্যাগ করতে হবে।
৪। ধরজশিল হতে হবে।
৫। আবেগ পরিহার করতে হবে।
৬। মার্কেট সম্পর্কে ভালভাবে বুজে শূনে ট্রেড করুন।
৭। ওভার ট্রেড করবেন না।
৮। লোণ করে ট্রেড করবেন না।
৯। ইচ্ছার বিরুধে ট্রেড করবেন না।
১০। ট্রেড করার পূর্বে চার্ট গুলো ভাল ভাবে দেখুন।

zaman
2015-01-12, 04:47 PM
আপনার বলা কথাগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্তপূর্ণ।ফরেক্স মার্কেটে এসে বেশীরভাবগ ট্রেডারই এই ভুলগুলো করে থাকে।আর এ জন্যই প্রায় ৯০% ফরেক্স ট্রেডারই লুসার।তাই আমি মনে করি যারা উপরিউক্ত বিষয়গুলো মেনে চলবে তারা কখনোই লুসারের দলে পরবে না।কারন ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং ধৈর্যশীল হতে হবে।

sumonmia
2015-01-12, 09:48 PM
যে বেশী লোভ করবে সে অনে অনেক বেশী লস করবে।কারন ফরেক্স এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।

shishir1
2015-01-12, 11:17 PM
হ্যাঁ আমি আপনার কথার সাথে একমত কারণ আপনে ফরেক্স এ যদি বেশি লোভ , আবেগ , কম অভিজ্ঞতা থাকে এবং লোন করে ফরেক্স এ ট্রেড করেন তাহলে আপনে রিস্ক এ থাকবেন । তাই আমি মনে করি আপনাকে আগে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করে পরে ট্রেড করবেন । এই কথা টা সত্য যে মানবে তার ভাল হবে আর যে মানবে না তার ভাল হবে না।

fxmaster
2015-01-13, 12:42 AM
আমি মনে করি ফরেক্স বিজনেসে যে বেশী লোভ
করবে সে অনে অনেক বেশী লস করবে।কারন ফরেক্স
এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ
করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস
থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম
করতে হবে।আর ট্রেড ওপেন করার আগে চার্ট
এনালাইসিস করে যদি বাজার কোন দিকে যাবেন
তা বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভ
করতে পারবেন ব

shuvo2014
2015-01-13, 02:09 AM
# লোন করে ট্রেড করবেন না।
# টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
# লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
# Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
# মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
# কম্পিটিশন করবেন না।
# সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
# পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
# মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
# ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

এরকম কিছু উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এরম কিছুই এতদিন যাবত খুজছিলাম।

fxmaster
2015-01-13, 01:31 PM
ফরেক্স বিজনেসে যে বেশী লোভ
করবে সে অনে অনেক বেশী লস করবে।কারন ফরেক্স
এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ
করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস
থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম
করতে হবে।আর ট্রেড ওপেন করার আগে চার্ট
এনালাইসিস করে যদি বাজার কোন দিকে যাবেন
তা বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভ
করতে পারবেন ।

FHGCXB
2015-02-06, 10:24 PM
আপনার কথাগুলো খুবই ভাল লাগলো। আপনার কথা থেকে ট্রেডারদের বিশেষ করে নতুন ট্রেডারদের অনেক কিছু শেখার আছে। এই পোস্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

sadiur
2015-02-16, 11:29 PM
আমার মত যারা নতুন তাদের জন্য টিপস গুলো খুবই দরকারী । টিপসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।অনেকে লোন করে ট্রেড করে , আমি তাদের সাথে এক মত নয়।ভবিষতে আরো নতুন টিপস শেয়ার করবেন সে আশা নিয়ে অপেক্ষায় থাকলাম।

জাহাঙ্গীর
2015-02-17, 09:42 AM
সুন্দর একটি পোস্ট লিখার জন্য আপনাকে ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং করতে হলে অবশ্যই এগুলো মনে চলতে হবে। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, অবশ্যই লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে। লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে ফরেক্স মার্কেট থেকে আপনি লাভ করতে পারবেন না।

shimulmoni
2015-02-17, 10:25 AM
প্রিয় বন্ধু, আপনার এই অতি মুল্যবান পরামর্শ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি ও আমরা যারা নতুন ট্রেডার যদি আপনার এই পরামর্শ গুলো সম্পুন্ন মেনে চলতে পারি তবে অনেক উপকৃত হব বলে আশা করি। ধন্যবাদ।

nizam
2015-02-17, 11:32 AM
শুরুতে ধন্যবাদ যানাচ্ছি যে আপনার পোস্ট টা ছিল খুবি মূল্যবান । সত্যি এই পোস্ট টি ট্রেড করার বেলায় খুবি হেল্প করবে। আর এটা সত্য যে ফরেক্স এ আমাদের এত বেশি লুভ না করাই ভাল। প্রথমে ১,২ বার ভাল কিছু পাওয়ার পর তারপর লুভে সবকিছু বিলিয়ে দেয়াটা ঠিক হবে না। আর ট্রেড এর বেলায় শুরুতে আনালাইসিস করা টা ই খুব ভাল। এতে পরবর্তী স্টেপ কোন দিকে নেয়া উচিত টা ভাল ভাবে বুজা যায়।

rakib22
2015-05-29, 11:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ডিপোজিট করতে হয় আর ডিপোজিট করতে হলে টাকা লাগে সেই টাকা আপনি কখনো ল করে আনবেন না।অতিরিক্ত লাভ করার জন বড় লট দিয়ে ট্রেড ওপেন করবেন না।আপনি অনেক গুলো ট্রেড এক সাথে ওপেন করবেন না।আর অনেক নিয়ম কানন আছে জা না মেনে ফরেক্স মার্কেটে আসলে আপনার ক্ষতি হতে পারে।

Kanok
2015-05-29, 11:45 PM
ফরেক্স এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।আর ট্রেড ওপেন করার আগে চার্ট এনালাইসিস করে যদি বাজার কোন দিকে যাবেন তা বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন

akashbd
2015-05-29, 11:46 PM
হ্যাঁ। আপনি যদি এই নিয়ম গুলো মেনে ট্রেড করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন। আর আপনি যদি মাথায় চিন্তা নিয়ে ট্রেড করে থাকেন তাহলে আপনি খুব লসে পরতে পারেন। তাই আপনি ভাল ভাবে নিজের মত করে এনালাইসিস মোতাবেক ট্রেড করার চেষ্টা করুন। ধন্যবাদ

Dulal
2015-05-30, 07:33 AM
ফরেক্স করতে হলে কিছু গুরুত্তপুর্ণ কথা জেনে রাখা ভাল। এই কথাগুলো জেনে রাখলে ভবিষ্যতে ট্রেড করার পক্ষে সুবিধা হবে। ফরেক্স ট্রেড কারো উপর নির্ভরশীল হয়ে করা ঠিক না। টাকা আপনার তাই আপনাকেই ঝুকি নিতে হবে লাভ বা লস করার কন্য। কখনো নিজের সব ইনভেস্ট ফরেক্স এ ইনভেস্ট করবেন না।

roni11
2015-06-13, 08:42 PM
ফরেক্স মার্কেটে কেউ ফরেক্স সম্পর্কে ভালো ধারনা না নিয়ে ফরেক্স ট্রেডে অংশ না করা ভালো ভালো করে জানার পর ফরেক্স ট্রেডে অং গ্রহন করাতে হবে লন করে কেউ ফরেক্স না করা ভালো ফরেক্স মার্কেটে আসলেও দেম ট্রেড করে নিজেকে ভালো করে ট্রেড সম্পর্কে ভালো করে জেনে তারপর ট্রেড করা বা ডিপজিট করতে হবে।

RichMahfuz
2015-06-13, 11:10 PM
ফরেক্স এর মুল বিষয় এটাই। আগে ভাল করে শেখেন তার পর ট্রেড করা শুরু করেন। শেখার জন্য ডেমো একাউন্ত । যখন ডেমোতে সফল হবেন তখন রিয়েল একাউন্ট দিয়ে ইনকাম করুন,

Talha
2015-06-20, 12:06 AM
zhbony কে অশংখ্য ধন্যবাদ সবাইকে উপকারি কথগুলো লিখে উপহার হিসেবে দেওয়ার জন্য আমি আশা করি এই বিষয়গুলোর দিকে নজর দিলে ট্রেড করেরে সফল হব।

mithun
2015-06-20, 01:23 AM
মার্কেটের অবস্থান বুঝার জন্য নিজেই মার্কেট এনালাইসিস করুন। ৩ প্রকার এনালাইসিস আছে, এই ৩ প্রকার এনালাসিসি দিয়ে মার্কেটের অবস্থান বের করুন তারপর ট্রেড করুন। ট্রেড করার ক্ষেত্রে ধর্য্য ধরুন, আবেগের দ্বারা তারিত হবেন না। ছোট পরিশরে ট্রেড করা ভালো। লোভ করবেন না। মাঝে মাঝে বুঝার জন্য ট্রেড থেকে বিরতি নেয়া যেতে পারে। লস করলে ভেঙ্গে পরবেন না। সর্বোপরি নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবেন না।

shihab
2015-06-21, 12:01 PM
আমি আপনার ৫ নাম্বার পয়েন্ট টা নিয়ে এক্তু আলাপ করতে চাই, অনেকের মাঝেই প্রশ্ন আস্তে পারে যে কেন মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নেয়া উচিত এর কারন হল আমরা নতুন ত্রেদার জারা আছি তারা শাধারনত এক্তি ফিক্সড Strategy মার্কেট এ বেবহার করি এবং অনেকেই হয়ত জানি না কখন কন সিস্তেম টা অ্যাপ্লাই করতে হবে ( আসলে অভিজ্ঞতা ছাড়া তা শম্ভব অ নয়)। তাই দেখা জায় পর পর ৫ / ৬ তা অরদার এ লস করার পর আমারা আমাদফের ট্রেডিং strategy বদলে ফেলতে চাই যেটা খুবি মারাত্তক এক্তি ভুল। তখন একজন ত্রেদার এর উচিত কয়েকদিন মার্কেট থেকে বিরতি নিয়ে কয়কদিন পর আবার ট্রেড করতে বসা।

TselimRezaa
2015-06-22, 02:10 PM
আপনি বেশ কার্যকরি কিছু উপদেশ দিয়েছেন, এগুলো মেনে চললে ভালো করা সম্ভব। আমি মনে করি মেনে চলা উচিত। বিশেষ করে আমিও মনে করি লোন নিয়ে ট্রেড করা উচিত নয়। ট্রেড ওপেন করার আগে চার্ট এনালাইসিস করে নিতে হবে। ফোর্স ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। কম্পিটিশন করবেন না। এগুলো খুবই উপকারি কথা বলে আমি মনে করি।

shuvo01
2015-06-22, 05:16 PM
ফরেক্সের কাজ করিতে হইলে এর কিছু নিয়ম কানুন মেনে কাজ করিতে হইবে। নিয়ম বর্হিভুত ভাবে কাজ করিলে কখনোই ফরেক্সের কাজ করিয়া সফলতা অর্জন করা সম্ভব পর নহে। নিয়ম নীতি মানিয়া ফরেক্সের কাজ করিতে পারলেই সফলতা অর্জন করা সম্ভব হইবে। তাই এর নিয়ম গুলো ভাল ভাবে মেনে চলা উচিত।

raju0000
2015-06-22, 08:07 PM
আপনি যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে বাঙালি হিসেবে একটা বেপার আমি খেয়াল করলাম যেটা হলো, আবেগ নিয়ন্ত্রণে আমরা বেশ পিছিয়ে রয়েছি, অল্প লস অ গেলেই ট্রেড ক্লাসে করে দেয়া, লাভ হতে থাকেল আরো লাভের আশায় বসে থাকা, অতপর আবার লস এ ফেরত আশা, আমাদের আরো একটা সমসা হলো আমাদের স্টপ লস বেবহারের ক্ষেত্রে অমনোযোগিতা.

RichMahfuz
2015-06-23, 02:38 AM
আসলেই আপনি যে কথা গুলো শেয়ার করেছে ন তা ফরেক্স এ ট্রেড করার জন্য অতিব গুরুত্ব পূর্ণ। আমি কথা দিচ্ছি এখন থেকে এই কথাগুল শত ভাগ পালন করার চেষ্টা করব। এর বাইরে ফরেক্স সম্পর্ক আরও ভাল জানার জন্য বিভিন্ন ও টিউটোরিয়াল দেখছি। এবং সাথে সাথে আবার টেকনিক্যাল ও ফান্ডামেন্তাল এনালাইসিস এবং সাথে মানি ম্যানেজমেন্ট ও শিখছি। যেহেতু ফরেক্স থেকে আয় করব বলে সিদ্ধান্ত নিয়েছি তাই ভাল আয় না করা পর্যন্ত খান্ত হবনা।

mpapayar
2015-06-28, 02:18 PM
আমার মনে হয় উপরের বিসয় গুল মাথাই রাখলে একজন ভাল ট্রেডআর হওয়া সম্ভব । আপনাকে বিসই গুল বলার জন্য ধন্যবাদ ।

roni11
2015-08-10, 12:22 AM
জায়।ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু কিছু কথা আছে যে গুলো মানলে ভাল হয় আর না মানলে খুভ খারাপ হয় যেমন ফরেক্স ফরেক্স মার্কেটে নিয়ম নিতি আছে সেটা অনেকে মানে না যেমন ফরেক্স ট্রেড করার জন্য মানিমেনেজমেন্ট আছে সেগুল অনেকে মানে না না মানলে তার অনেক ক্ষতি হতে পারে।

arpon2015
2015-08-10, 01:54 AM
আমার মনে হয় ট্রেড করার পূর্বে ভালো ভাবে বুঝে তারপর ট্রেড অপেন করতে হবে। কখোনো লোভে পড়া চলবেনা কারন লোভ আপনাকে চরম পর্যায়ে নিয়ে দাড় করাবে। একটা কথা মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে আমরা ইনকাম করতে এসেছি লটারি ড্র পেতে বা জুয়ার দান পেতে নয় । এখানে প্ররিশ্রম করুন আপনি সফল হতে পারবেন অন্যথায় লস করে মার্কেট ছাড়তে হবে।

sunil
2015-08-14, 01:37 PM
ফরেক্স মার্কেটে কিছু উপকারি কথা আছে জা মানলে সুফল পাওয়া জায় আর না মানলে অনেক বড় ক্ষতি হয়ে জায় তাই ফরেক্স মার্কেটে যে উপকারি কথা গুল আছে সেগুল মেনে ট্রেড করা উচিত তাই সবসময় মনে রাখতে হবে যে এই উপকারি কথা গুল মেনে চলার জন্য।

sagor
2015-08-15, 04:15 PM
ফরেক্স মার্কেটে কিছু কিছু উপকারি কথা আছে জেগুল মানতে হয় ট্রেড করার সময় আর সেই গুল যদি না মেনে কেউ ট্রেড করে তাহলে সে ট্রেডেলস করে এবং ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না তাই সে উপকারি কথা মানার চেস্টা করতে হবে।

shihab
2015-08-15, 07:54 PM
আরেক্তি বেপার হল অন্নের ত্রেদ এর লাভ দেখে নিজের মাথা গরম করবেন, এক্তা বিশয় মনে রাখবেন তার অভিজ্ঞতা এবং আপনার অভিজ্ঞতা এক রকম নয়। নতুন হিসেবে আপনার উছিত মার্কেট এ লোভ সাম্লে রেখে এই বেসায় টিকে থাকা।

Vimri
2015-08-15, 08:26 PM
হ্যাঁ ,ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু কথা আছে যে গুলো মেনে চললে ফরেক্স মার্কেট এ উননতি করা যায় আর ট্রেড করার সময় আর সেই গুল যদি না মেনে কেউ ট্রেড করে তাহলে সে এথেকে ভালো ফল পায় না তায় সকলেরই উচিৎ ফরেক্স মার্কেট সম্প[অরকে যত কথা আছে সব গুলো মেনে চলতে

azizulhaque
2015-08-24, 05:09 PM
আপনার টিপস পরে অনেক ভাল লাগছে এই টিপস গুল যদি কেউ মেনে চলে তা হলে অনেক লাভবান হবে। নতুন যারা ফরেক্স মার্কেট এ কাজ করে তাদের এই টিপস গুলো অনেক হেল্প করবে। আমি ও এই টিপস গুলো মেনে চলি যার কারন এ আমি অনেক সফল। আপনারা ও ফরেক্স মার্কেট এর নিয়ম গুলো মেনে চলে ট্রেড করুন আপনি ও অনেক লাভ করতে পারবেন। আপনি অনেক কম রিস্ক নিচে ট্রেড করবেন তা হলে লস অনেক কম হবে।

mamun93
2015-08-29, 01:42 AM
আপনার সাথে দ্বিমত পোষন করার কোন উপায় নেই কারন আপনি যথার্থই বলেছেন উপরে উল্লেখিত বিষয়গুলো ভাল ভাবে অনুসরন করলে ফরেক্স ট্রেডিং থেকে ভাল প্রফিট করা অবশ্যই সম্ভাব তবে আমি আপনার সাথে আরও একটি জিনিস সংযুক্ত করতে চাই আর তা হল আপনাকে ফরেক্স ট্রেডিংয়ের বেলায় অবশ্যই লোভকে এবং অবেগকে পুরোপুরি ভাবে বর্জন করতে হবে।

chor
2015-08-29, 08:59 AM
হ্যাঁ ফরেক্স মার্কেটে এমন কিছু কথা আছে যে কথা গুলো মেনে চললে এখান থেকে সুফল পাওয়া যায় আর না মানলে এখান থেকে কিছু পাওয়া যায় না ফরেক্স ট্রেডিংয়ের বেলায় অবশ্যই লোভকে এবং অবেগকে পুরোপুরি ভাবে বর্জন করতে হবে। তাহলে কখনো লস হবে না আর ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে আর এগুল না করলে ভালো ফল পাওয়া যাবে না

Jobless
2015-08-29, 01:51 PM
হ্যা ট্রেড করার জন্য আমাদের অবশ্যয় কিছু নিয়ম মানতে হবে যার মধ্য একটি হল কন ট্রেড ওপেন করার আগে ভাল করে এনালিসিসি করে দেখে নিবেন।দিনে আপনার সাধ্যের বাইরে বেশি ট্রেড করবেন না। ট্রেড করার সময় বেশি লোভ করবেন না।মার্কেট এর অবস্থা বুজে বাই সেক করবেন।আমদের এই সব নিয়ম গুলা অবশ্যয় মনে রাখতে হবে ট্রেড করার সময়।তাহলে আমারা সাকসেস হব ও ক্ষতির সমূখীন হব না।

Fxaziz
2015-08-29, 02:26 PM
ভাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য খুবই গুরুত্ব পূর্ণ কথা বলেছেন। আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এই সব বিষয় খেয়াল করে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবো। আর যদি আমরা এই সব বিষয় খেয়ালে না রেখে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরে জাব। ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে যানতে হবে এবং ফরেক্স মার্কেট কে এনালাইসিস করতে হবে।

fxover
2015-09-28, 02:11 AM
কিছু উপকারী কথা! মানলে সুফল পাবেন, না মানলে &#
# লোন করে ট্রেড করবেন না।
# টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
# লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
# Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
# মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
# কম্পিটিশন করবেন না।
# সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
# পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
# মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
# ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

আপনার এই পোস্টটি খুবই ভালো লেগেছে । এই বিষয় গুলো মেনে ট্রেড করলেই হবে । আমরা কোন নিয়ন ছাড়াই ট্রেড করি ইচ্ছামত কোণ এনালাইসিস ছাড়া আর তাই তো এত লস করি আমরা । কিন্তু একটু লোভ সামলিয়ে যদি নিয়ম মেনে ট্রেড করি তাহলে কিন্তু আমরা ভালোই লাভ করতে পারব ।

Imran2
2015-09-28, 02:36 AM
আপনার এই টিপস যদি কোন ট্রেডার অক্ষরে অক্ষরে মেনে ফরেক্স বাজারে ট্রেডিং করেন । তাহলে আমি নিশ্চিত সে লস এর সম্মুখ হবে না এবং খুব তাড়াতাড়ি তিনি সফলতা অর্জন করবেন । আমি অবশ্যই আপনার টিপস গুলো মেনে চলব ।

prodip
2015-09-28, 12:40 PM
ফরেক্স মারকেটে সম্পরকে কিছু কিছু উপকারি কথা আছে যে গুল মানলে ফরেক্স মারকেটে অনেক উনতি করা জায় আর না মানলে ফরেক্স মারকেটে ধংশ হয়ে জেতে হয় তাই ফরেক্স মারকেটে সেই সকল উপকারি কথা মেনে ফরেক্স করার চেস্টা করতে হবে যেমন তার মধ্যে একটি মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স করতে হবে ।

Defender
2015-09-28, 01:31 PM
কাজ করার পর সে যদি কাজ না জানে তাকে কি বেতন দেবে মলিক বা যে কাজ করিয়ে নেয় সে ?সকলেই বলবে না দেয় না আয় এটা একটা বেশির ভাগ ট্রেডার লসের একটা বড় কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা এছাড়া মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব ।

AbuRaihan
2015-10-03, 08:17 PM
আপনাকে অনেক ধন্যবাদ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার জন্য । ফরেক্স ব্যবসায় আমাদেরকে অনেক কিছু রুলস মেনে তারপর কাজ করতে হয় । কিন্ত প্রকৃত অর্থে আপনি যদি রুলস না মানেন তবে আপনি ইচ্ছামত ট্রেড করার ফলে অাপনার অনেক বেশি ক্ষতির সম্মুখিন হতে পারেন । তাই ধার করে ট্রেড করবেন না । কারণ অাপনি যদি আপনার ধার করা টাকা দিয়ে ট্রেড করেন এবং সে টাকা লস করেন তবে পরবর্তী সে লস পোষানোর জন্য আবারো ধার করতে হবে এভাবে আপনি একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন ।

M M RABIUL ISLAM
2015-10-26, 10:03 PM
আমি ফরেক্স এ নতুন সদস্য।আমি এখনও রিয়্যাল ট্রেড করি নি।ডেমোতেই প্রাকটিস করছি।রিয়্যাল ট্রেড সম্পকে অনেক কিছুই জানা ছিল না।আপনার এই মূল্যবান পোস্ট এর মাধ্যমে কিছু জানতে পারলাম।আশা করি এই উপদেশ গুলি আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারবো।ধন্যবাদ

monorom
2015-10-27, 12:16 AM
আপনার উপকারী কথা গুলো একদম সঠিক । আমাদের সকলের উচিত ঐ কথা গুলো মেনেচলা । তাই সকল নতুন ট্রেডারদের উচিত অনেক বেশি বেশি ডেমো ট্রেডিং করে নিজেকে ফরেক্স ট্রেডিং এ অনেক দক্ষ করে করে তোলা । আপনি যত বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আপনি তত বেশি ফরেক্স ট্রেডিং এ দক্ষ হয়ে উঠবেন । আপনি ফরেক্স ট্রেডিং এ যত বেশি সময় দিবেন আপনি তত তারা তারি ফরেক্স ট্রেডিং এ দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন ।

Fxaziz
2015-10-27, 12:37 AM
ভাই আপনি ফরেক্স মার্কেট এর ট্রেড করা সম্পর্কে খুব ভালো কিছু তথ্য দিয়েছেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আম্রান যদি এই বিষয় গুলো খেয়াল রাখি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার আগে ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে,ট্রেড করে বেশি আয় করার আসা করা জাবেনা,লোভ করা জাবেনা।

mlbasumata
2015-10-27, 01:38 AM
বিডিপিপসের "ফরেক্স বিগেনার টু প্রফেসনাল" ব্লগে দেওয়া পরামর্শের হুবহু কপি দেখতে পেলাম, তা বলে আপনার দোষের কোন কারণ দেখছি না। আপনি বিষয়টা ফোরামের সদস্যদের দৃষ্টিগোচরে আনলেন এটার কৃতিত্ব তো আপনাকে পেতেই হয়। খুবই সাধারণ অথচ অত্যন্ত জরুরী বিষয়।

RUBEL MIAH
2015-12-18, 11:09 AM
ফরেক্স ট্র্রেডারদের জন্য অবশ্যই কিছু দরকারী কথার প্রয়োজন রয়েছে । কথাগুলো হল :
(১) ওভার ট্রেড করবেন না ।
(২) বেশী রিক্স নিবেন না ।
(৩) ট্র্রেডের সময় মাথা ঠান্ডা রাখতে হবে ।
(৪) ফরেক্স নিউজ এবং স্কুল বেশী বেশী এ্যানালাইসিস করতে হবে ।

Realifat
2015-12-18, 11:43 AM
আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এতো উপকারী পোস্ট করার জন্য। আমিও আপনার মতো কিছু উপকারী কথা লিখলাম -
১. কখনই অভার ট্রেডিং এবং অভার কনফিডেন্স হবেন না।
২.নতুন অবস্থায় অবশ্যই দ্রুতই ইনকামের সিধান্ত না নিয়ে ভালোমত ট্রেড?শিখার চেষ্টা করুন
৩.সর্বদা নিয়ম মেনে ট্রেড করে যেতে হবে।

basaki
2015-12-18, 12:33 PM
ফরেক্স মার্কেটে অনেক অনেক কথা বলে। তবে সব সময় সব কথা মানা না মানা নির্ভর করবে একমাত্র আপনার ইচ্ছের উপর।তবে ফরেক্স মার্কেটে যারা বেশি লোভ করে, অদিক লাভের আসায় অতিরিক্ত ট্রেড করে তাদের বভিষ্যত ভাল হয় না।সতারাং এগুলো না করাই ভালো।

Selim BU
2015-12-18, 07:20 PM
আপনি বেশ কিছু কার্যকরী কথা বলেছেন। অবশ্য কিছু কথা আমি বুঝতে পারিনি। যেমন লোন করে ট্রেড করা বলতে কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝিনি। বাকি কথা গুলো ঠিক ঠাক। অবশ্যই ফোর্স ট্রেড করা উচিত না। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নেয়া অবশ্যই আবশ্যক। আসলে আপনার পরামর্শ গুলো বেশ কার্যকর। মানতে পারলে লাভ আছে।

sumon37
2015-12-18, 07:35 PM
তবে আমি মনে করি ফরেক্স বিজনেসে যে বেশী লোভ করবে সে অনে অনেক বেশী লস করবে।কারন ফরেক্স এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমি আপনার পরামরশে অনেক উপযোগি হয়েচি।আপনার পোরামরশে আমি আমার ট্রেড করতে অনেক সহজ হবে। তাই আমি মনে করি আপনাকে আগে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করে পরে ট্রেড করবেন ।

Harun1650
2015-12-18, 10:58 PM
আমরা ফরেক্স ট্রেডার হিসাবে আমাদের অবশ্যই এই নিয়মগু্লো মেনে চলতে হবে কারন একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড ওপেন করার আগে মিনিমাম অনেক্ষন পেয়ার কে নিয়ে এবং যেই পেয়ার এর ট্রেড ধরবেন সেই পেয়ার এর সবকিছু ভাল্ভাবে জানতে হবে মানি ম্যানেজমেন্ট বুঝে ট্রেড করতে হবে। ধৈর্য্য নিইয়ে ফরেক্স এ থাকতে হবে কৌশল অবলম্বন করতে হবে তাহলে ফরেক্স এ ভাল করা সম্ভব।

owalith
2015-12-19, 01:25 AM
# লোন করে ট্রেড করবেন না।
# টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
# লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
# Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
# মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
# কম্পিটিশন করবেন না।
# সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
# পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
# মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
# ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

হা সব কিছু বুজতে পারছি কিন্তু একটি কথা জানতে ইচ্ছে করছে বিচতারিত ভাবে। কেন লোন বা বোনাস দিয়ে ট্রেড করা যাবে না।

HKProduction
2015-12-21, 06:38 PM
তথ্যগুলি ভাল ও সুফলদায়ক। একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেটকে এভাবেই বিচার বিশ্লেষণ করে এগিয়ে যেতে হয়। আমরা যদি সঠিকভাবে সঠিক পথ ধরে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ফরেক্স খুবই জটিল একটি ব্যবসা । একটু ভুল হলে এর কোন ক্ষমা নেই।

Marufa
2015-12-21, 06:44 PM
আসলে ফরেক্স মার্কেটে উপকারী কথা অনেক আছে কিন্তু উপকারী কথাগুলো মেনে চলা খুব কঠিন । আমরা সবাই জানি কি করতে হবে কিন্তু কেউ সেই কথা মেনে চলতে পারে না । লাইভ ট্রেডিং এ মাথা ঠিক রাখা অনেক কঠিন বিষয় ।

sharifulbaf
2015-12-21, 06:59 PM
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ লোন নিয়ে ট্রেড না করা,এনালাইসিস করে ট্রেড করা,আপনার যদি টার্গেট পরিপুর্ন হয় তাহলে ট্রেড না করা,অভার ট্রেডং পরিহার করা,,ফরেক্স নিউজ দেখে ট্রেড করা,এই নিয়মে ট্রেড করলে অনেক প্রফিট করা যায়।না মানলে লস।

lima1
2015-12-29, 07:10 PM
ফরেক্স মার্কেটে কিছু ভাল উপকারী কথা আছে জেগুল মানলে ফরেক্স মার্কেটে উন্নতি করা জায় আর সেগুল না মানলে ফরেক্স মার্কেটে ধ্বংস হয়ে জেতে পারে তাই ফরেক্স মার্কেটে উপকারী কথা হোল ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় মানিমেনেজমেন্ট মানতে হবে অভার ট্রেড করা যাবে না ,ট্রেডিং প্লান ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা যাবে না ,উদ্দেশ্য বিহিন ভাবে কোন ট্রেড ওপেন করা যাবে না ,আর অনেক উপকারী কথা আছে জেগুল মেনে ফরেক্স মার্কেটে ট্রড করলে সুফল বয়ে আনে ।

anita
2015-12-30, 03:39 PM
ফরেক্স মার্কেটে জেসিকল উপকারী কথা আছে সেগুল মানলে সেই ফরেক্স ট্রেডার সফলতা পেতে পারে আর সে গুল যদি সেই ফরেক্স ট্রেডার না মানে তাহলে সেই ফরেক্স ট্রেডার কখনো ফরেক্স মার্কেটে সফলতা পাওয়া বা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না তাই সেই উপকারী কথা গুল মেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।

Tazul Islam
2016-05-28, 01:24 PM
আপনার উপকারী কথা গুলো আমার খুব ভালো লাগলো | আপনার এ উপকারী কথার মধ্যে অনেক কিছু শিখার আছে | আপনার এ পরামর্শ গুলো সবসময় মেনে চলার চেষ্টা করব |আপনার কথা গুলো অনেক মুল্যবান। আপনাকে ধন্যবাদ।

Moon
2016-05-28, 02:18 PM
আপনার দেওয়া উপদেশগুলো অবশ্যই আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে । কেননা অামি মনে করি যে অামরা যারা নতুন ট্রেডার আছি তাদেরকে অবশ্যেই অভিজ্ঞদের দেওয়া উপদেশের ভিত্তিতে চলতে হবে । আর এর অন্যতম কারণ হল অভিজ্ঞরা তাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা আমাদের অনেক বেশি দুরে এগিয়ে নিতে পারেন । তাই এই উপদেশগুলোর মানা ও বাস্তবায়ন করতে হবে ।

fxinfo
2016-08-28, 06:49 PM
আমি মনে করি প্রতিটি নতুন ফরেক্স ট্রেডারকে এসব বিষয়কে মাথায় রেখে ফরেক্স ট্রেডিং শুরু করা উচিত । আসলে আমরা অনেক বিষয়ই জানি কিন্তু মানার চেষ্টা করি না । মূল কথা হচ্ছে জানার নাম জ্ঞান নয় মানার নাম জ্ঞান । মেনে চলতে না পারলে আমরা কখনওই এর সুফল পাবনা বলে আমি মনে করি ।

oviice
2016-08-28, 06:52 PM
ফরেক্স মারকেটে সম্পরকে কিছু কিছু উপকারি কথা আছে যে গুল মানলে ফরেক্স মারকেটে অনেক উনতি করা জায় আর না মানলে ফরেক্স মারকেটে ধংশ হয়ে জেতে হয় তাই ফরেক্স মারকেটে সেই সকল উপকারি কথা মেনে ফরেক্স করার চেস্টা করতে হবে যেমন তার মধ্যে একটি মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স করতে হবে ।

sheam
2016-08-29, 03:12 PM
# লোন করে ট্রেড করবেন না।
# টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
# লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
# Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
# মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
# কম্পিটিশন করবেন না।
# সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
# পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
# মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
# ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।

ভাই কিছু বাকি আছে বলে আমার মনে হই।যেমন :
# লোভ না করা।
# ইমোশনাল না হওয়া।
# অভার ট্রেড না করা।
# মানি মেনেজমেন্ট মানা।

mithunsarkar
2016-08-29, 03:58 PM
ভাই আপনার মুল্যবান কথা গুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আপনি ফরেক্স নিয়ে যে কথা গুল বলেছেন আমি আপনার কথা গুল মেনে চলার জন্য ছাস্টা কোড়বো |আপনি ফরেক্স নিয়ে জা বলেছেন থিক বলেছেন বলে আমার মনে হয় | আপনার কথা গুক যে মেনে চলবে সে আশা করি ফরেক্স থেকে ভাল ফল পাবে |

Md Masud
2017-03-27, 07:32 PM
ফরেক্স মার্কেটে সত্যিই কিছু কথা রয়েছে মানলে অবশ্যই ফল পাওয়া যাবে । অামরা কথা ভালোভাবে মানার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অামরা এ্যানালাইসিস ছাড়া এ কজাে হাত দেব না । অামরা ভালোভাবে কাজ করার জন্য এ্যানালাইসিস বেশী বেশী করার চেষ্টা করব ।

Md Masud
2017-03-27, 09:42 PM
ফরেক্স মার্কেটে সত্যিই কিছু কথা রয়েছে মানলে অবশ্যই ফল পাওয়া যাবে । অামরা কথা ভালোভাবে মানার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অামরা এ্যানালাইসিস ছাড়া এ কাজে হাত দেব না । অামরা ভালোভাবে কাজ করার জন্য এ্যানালাইসিস বেশী বেশী করার চেষ্টা কর ।

Competitor
2017-06-13, 07:15 PM
অভিজ্ঞ ট্রেডারদের উপদেশ আমাদের মত নতুন ট্রেডারদের জন্য এগিয়ে যাওয়ার পাথেয় । আমি মনে করি যে ফরেক্সে ট্রেডিং করে আমরা যদি লাভবান হতে চায় তবে আমাদের অনেক বেশি পরিমাণে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে । যে যত বেশি দক্ষ সে তত বেশি পরিমানে এগিয়ে যেতে পারবে । আর যদি অভিজ্ঞতা না থাকে তবে তার জন্য অনেক বেশি পরিমাণে ডেমো ট্রেডিং করে তা অর্জণ করতে হবে।

morshed naim
2017-07-14, 12:47 AM
ফরেক্স এমন একটি বিজনেস যে আপনি চাইলে লাভ করতে পারবেন না।আমি মনে করি ফরেক্স বিজনেস থেকে আমাদের লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে।আপনাকে আগে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করে পরে ট্রেড করবেন । এই কথা টা সত্য যে মানবে তার ভাল হবে আর যে মানবে না তার ভাল হবে না।ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং ধৈর্যশীল হতে হবে।

motiar
2017-07-14, 12:45 PM
ফরেকসে প্রফিট করতে হলে লোভ পরিহার করতে হবে । আর সাথে সাথে অপেক্ষা করা শিখতে হবে । কেননা অপেক্ষা করে মারকেট অবজার্ব করে সঠিক সময়ে ট্রেড ওপেন করলে সুফলের আসা থাকে বেশি ।

Mamun13
2018-01-31, 08:02 PM
উল্লেখিত নিয়মগুলো মেনে ফরেক্স ট্রেড করা উচিত৷কিন্তু এই নিয়মগুলো মেনে চলা কী এতো সহজ ব্যাপার৷দ্রূত ধনী হওয়ার লোভে আমাদের মাথা নষ্ট হয়ে যায়৷আমরা তখন ধৈর্য্য হারা হয়ে মানি মেনজেন্ট কে পাত্তা না দিয়ে বড় বড় লটে ট্রেড করতে থাকি৷কিছু লাভ দেখলে ওভারট্রেডিং শুরু করে দেই...৷এই ভূল অভ্যাস অবশ্যই বদলাতে হবে৷

iloveyou
2018-02-11, 08:28 PM
হ্যা ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ ভাল ভাল কথা তুলে ধরেছেন এখানে, আমরা আসলেই অনেকেই এই বিষয় গুলোকে অবহেলা করে থাকি। তাই আমাদের কখনই উচিত হবে না কারো কাছে লোন নিয়ে কিংবা টাকা ধার করে ট্রেড করার জন্য বিনিয়োগ করা। তাই এখানে ইমোশোন, লোভ কিংবা অতিরিক্ত মুনাফা লাভের আশা বেশি বেশি ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো জোর করে কোন কিছু করতে যাওয়াটা এখানে চরম বোকামূ হবে। তাই আগে চার্ট এনালাইসিস করুন, মার্কেট এনালাইসিস করুন তারপর ডিসিসন নেন ট্রেড নিবেন কি না।

Amiforex
2018-02-11, 09:58 PM
ফরেক্সে অনেক বিষয় সম্পর্কে বিশদভাবে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে কিন্তু আমরা জেনেও তা মানিনা এবং প্রচুর পরিমানে ভুল ট্রেড করে আমাদরে কষ্টার্জিত বিনিয়োগকৃত টাকা নষ্ট করে ফেলি। তাই আমার মতে আগে বিভিন্ন উপকারী বিষয় সম্পর্কে জানতে হবে যেমন আমি একজনের কাছে শুনেছিলাম "নিজে যা মনে করছি সেই ভাবে ট্রেড না করে, মার্কেট কোনদিকে চলছে সেই দিকে ট্রেড করাই ভালো" কিন্তু এটা জানার পরও আমি কিন্তু উল্টোটাই করি বার বার। উপকারী অনেক বক্তব্য আছে অভিজ্ঞ ট্রেডারদের তা অনুসরণ করলে অবশ্যই ভালো হবে বলে আমি মনে করি।