PDA

View Full Version : কত গুলো পেয়ারে ট্রেড করা উচিত?



maziz6989
2016-12-21, 07:10 AM
আমাদের অনেকের মনে এই প্রশ্ন নিয়মিতই আসে- আমার কতগুলো পেয়ারে ট্রেড করা উচিত? আসলে এর উত্তর হল আপনি যতগুলো পেয়ারে চান ট্রেড করতে পারবেন কোন বাধ্যবাদকতা নেই। কিন্তু ফরেক্স বোদ্ধারা বলেন - একজন ট্রেডারের সবগুলো পেয়ার না ঘেটে একটা বা দুইটা পেয়ারের নাড়ি নক্ষত্র সব জানা উচিত, তা্ হলেই আপনার পক্ষে কম রিক্সে ট্রেড করা সম্ভবপর হতে পারে। নতুবা বার বার যা হয় তাই হবে এবং হতেই থাকবে।

RUBEL MIAH
2016-12-22, 10:15 PM
আমাদের সর্বদা একটা পেয়ারে ট্রেড করাই ভালো । কারণ যে ট্রেডার একটা পেয়ার নিয়ে সবর্দা এ্যানালাইসিস করে সে অবশ্যই লাভবান হতে পারে । অতএব আমরা যে পেয়ারে ট্রেড করব একটা পেয়ার বেছে নেব তাহলেই আশা করা যায় এ্যানালাইসিস করে লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করবেন লোভ না করে একটা পেয়ারে ট্রেড করার ।

maziz6989
2017-01-06, 10:40 AM
আমাদের সর্বদা একটা পেয়ারে ট্রেড করাই ভালো । কারণ যে ট্রেডার একটা পেয়ার নিয়ে সবর্দা এ্যানালাইসিস করে সে অবশ্যই লাভবান হতে পারে । অতএব আমরা যে পেয়ারে ট্রেড করব একটা পেয়ার বেছে নেব তাহলেই আশা করা যায় এ্যানালাইসিস করে লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করবেন লোভ না করে একটা পেয়ারে ট্রেড করার ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। তবে যদি আপনি সব সময় একটা পেয়ার নিয়ে ট্রেড করেন তবে সব সময় যে লাভবান হবেন তা বলা যাচ্ছে না- কেননা একটা পেয়ারে সব সময় আপনি ভাল ট্রেডিং প্যাটার্ন নাও পেতে পারেন সেই জন্য দুটো বা তিনটে পেয়ারে ট্রেড করলে ভাল হবে বলে আমার ধারণা। যেমন আপনি ইউরো/ডলার এবং ডলার/ইয়েন ট্রেড করলে কোন রিলেশন এর একটা বিষয়ে ভাল ট্রেড আইডিয়াও পেতে পারে দুটো পেয়ারে একটাতে না হলে অন্যটাতে প্যাটার্ন পেতে পারেন।

shohanjacksion
2017-01-29, 11:41 AM
একটি পেয়ার এ ট্রেড করতে পারলে সবচেয়ে ভাল হয় বলে আমার ধারনা। একটি স্ট্র্যাটেজি ব্যবহার করাই ভাল। একটি পেয়ার এনালাইসিস খুব সহজ ও লাভজনক।অধিক পেয়ার এনালাইসিস ট্রেডারগনই লোভী প্রকৃতির হয়ে থাকে এবং অবশেষে ক্ষতিগ্রস্থ হওয়া ছাড়া কোন উপায় নাই।

Peace
2017-01-30, 09:40 PM
অল্প পরিমান পেয়ারে ট্রেড করা উচিত। বেশি পেয়ারে ট্রেড করলে নিউজের সময় হিমশিম খেতে হয়। কারন বড় ধরনের নিউজ পাবলিশ হলে এটার ইমফেক্ট অনেক গুলি পেয়ারে পড়ে থাকে। আপনারা দেখে থাকবেন হয়তো; বেশিরভাগ পেয়ার কিন্ত usd দিয়ে হয়ে থাকে। দেখা গেলো usd এর নিউজ পাবলিশ হলো তখন আপনার যদি অনেক গুলি পেয়ারে ট্রেড দেওয়া থাকে সেক্ষত্রে আপনি বিপদে পড়ে যাবেন। aud,cad,chf,gbp,usd,eur এগুলি থেকে বেচে নিতে পারেন। কারন কমন পেয়ার গুলিতে স্প্রেড কম কাটে।

maziz6989
2017-02-01, 09:26 AM
অল্প পরিমান পেয়ারে ট্রেড করা উচিত। বেশি পেয়ারে ট্রেড করলে নিউজের সময় হিমশিম খেতে হয়। কারন বড় ধরনের নিউজ পাবলিশ হলে এটার ইমফেক্ট অনেক গুলি পেয়ারে পড়ে থাকে। আপনারা দেখে থাকবেন হয়তো; বেশিরভাগ পেয়ার কিন্ত usd দিয়ে হয়ে থাকে। দেখা গেলো usd এর নিউজ পাবলিশ হলো তখন আপনার যদি অনেক গুলি পেয়ারে ট্রেড দেওয়া থাকে সেক্ষত্রে আপনি বিপদে পড়ে যাবেন। aud,cad,chf,gbp,usd,eur এগুলি থেকে বেচে নিতে পারেন। কারন কমন পেয়ার গুলিতে স্প্রেড কম কাটে।

ডলার এর পেয়ার গুলোকে মেজর পেয়ার বলে আর সচরাচর মেজর পেয়ারে স্প্রেড কম হয় এটা সব ট্রেডারই জানে। তবে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
নিউজের বিষয়টা ভিন্ন।

siddiquecec
2017-02-03, 05:27 PM
একটি পেয়ার নিয়ে কাজ করুন আর যদি আপনি ভাল টেকনিক্যাল analysis করতে পারেন তাহলে একাধিক। আমার মতে major pair গুলি টেকনিক্যাল analysis এ ভাল ফলাফল পাওয়া যায়। আমি 12 পিযার ট্রেড করে চলেছি। এবার আপনার ইচ্ছা।

edottc
2017-02-05, 09:21 PM
ফরেক্স মার্কেটে অামার মতে একটি বা দুইটি পেয়ারে ট্রেড করা ভাল । কম পেয়ারে ট্রেড করলে পেয়ার গুলোর সম্পর্কে ভালভাবে পর্যালোচনা করে ট্রেড করা যায় । ফলে সম্ভাবনা বেশি থাকে । যদি অনেক পেয়ারে ট্রেড করা হয় ।সবগুলোর পেয়ার গুলো এনালাইস করা অনেক কষ্টের ব্যাপার ।

riponinsta
2017-02-07, 08:19 PM
ফরেক্স মার্কেট এ বেশির ভাগ ট্রেডার মেজর পেয়ার নিয়ে ট্রেড করে আমি ও তাই মেজর পেয়ার নিয়ে ট্রেড করি ফরেক্স মার্কেট এ অনেক ট্রেড আর আছে যারা সুধু eur/usd তে ট্রেড করে আবার অনেক ট্রেডার আছে যারা সুধু গোল্ড এ ট্রেড করে আপনি বেছে দেখুন আপনার সাথে যাই আপনি এমন পেয়ার নিয়ে কাজ করুন দেখবেন আপনি অনেক লাভ করবেন আবার সব ট্রেডিং সিস্টেম সব পেয়ার এ কাজ করে না তাই আপনার সিস্টেম এর সাথে যাই এমন পেয়ার নিয়ে কাজ করুন

instasaiful
2017-02-07, 10:30 PM
যতগুলো পেয়ারে ট্রেড করে লাভ করা সম্ভব তত ুেলোতেই ট্রেড দিন কোন সমস্যা নেই। অভিজ্ঞতার আলোকে যে টা বুঝতে পারছি তা হল 2-3 টার বেশি পেয়ারে ট্রেড না দেওয়ােই ভাল। কারণ সব পেয়ারে এক সাথে সমান নরে রাখা সম্ভব হয় না। সো 2-1 টিতেই ট্রেড দেয়া ভাল।

nbfx
2017-02-12, 12:24 PM
সর্বোচ্চ দুটি কারেন্সি পেয়ারে রানিং ট্রেড রাখা ভাল। এর বেশি হলে নিয়ন্ত্রন করা কঠিন। সব সময় সব কারেন্সি পেয়ারে ট্রেডের সুযোগ সৃষ্টি হয় না। তাই অনেকগুলো কারেন্সি পেয়ার মেটাট্রেডার-৪ এ সেটআপ করে রাখা ভাল। অন্য কারেন্সি পেয়ার মনিটরিং করতে থাকবেন। সুযোগ আসলে যাচাই বাছাই করে ট্রেড ওপেন করবেন।

Rana2017
2017-02-13, 12:18 AM
ট্রেড করার জন্য ইউরো-ইউএসডি সবচেয়ে ভালো পেয়ার। কারণ, ইউরো ও ইউএসডি দুটোই শক্তিশালী কারেন্সি। তাই ভলাটালিটিও কম থাকবে। এরপরের পেয়ারটা হচ্ছে জিবিপি-ইউএসডি। কারণ, ব্রিটিশ পাউন্ডও খুব শক্তিশালী কারেন্সি। এরপর হচ্ছে ইউএসডি-জাপানি। জাপানি ইয়েনও মোটামুটি শক্তিশালী কারেন্সি। পেয়ার নির্বাচনের ক্ষেত্রে দুটো কারেন্সি যদি শক্তিশালী হয় তাহলে গুরুত্বপূর্ণ নিউজগুলোর সময় পেয়ারটা খুব বেশি আপ/ডাউন করে না।

maziz6989
2017-02-13, 12:28 PM
যতগুলো পেয়ারে ট্রেড করে লাভ করা সম্ভব তত ুেলোতেই ট্রেড দিন কোন সমস্যা নেই। অভিজ্ঞতার আলোকে যে টা বুঝতে পারছি তা হল 2-3 টার বেশি পেয়ারে ট্রেড না দেওয়ােই ভাল। কারণ সব পেয়ারে এক সাথে সমান নরে রাখা সম্ভব হয় না। সো 2-1 টিতেই ট্রেড দেয়া ভাল।

আপনার সাথে সহমত। আমি নিজেও চেষ্টা করি এক সাথে সর্বোচ্চ ২ টা পেয়ারে ট্রেড করা। বর্তমানেও আমার চার্টে দুইটা পেয়ারের ট্রেড রানিং আছে। আমি চাইলে অন্য যে কোন পেয়ারে ট্রেড করারমত মার্জিন ফ্রি আছে। কিন্তু মনে হচ্ছে ত না করাই উত্তম।