Log in

View Full Version : মুভিং এভারেজ দিয়ে আয় করা যাবে?



sujon30
2016-12-21, 11:52 AM
আমি দেখছি যে ফরেক্স ইন্ডিকেটর এর মধ্যে বাই এবং সেল এ যখন ক্রস করে তখন ভালই ধারনা করা যায় যে মার্কেট বাই এ যাবে না কি সেল এ যাবে।
আপনারা কী তা ভাবেন এবং তা করে কী শিউর হন যে মার্কেট কোন পজিশনে যাবে?
সবাই একটু জানাবেন প্লিজ?:woo:

msisohel
2016-12-21, 01:06 PM
মুভিং এভারেজ দিয়ে মার্কেট প্রবণতা কোন দিকে যাবে সেটা বোঝা যায় ঠিক আছে তবে এ গুলো তো সম্ভাবনা। সে জন্য আর পর্যবেক্ষণ করে নিজের ট্রেড প্যাটার্ন ঠিক করতে হবে।

maziz6989
2016-12-21, 01:36 PM
আমি যতদূর জানি মুভিং এভারেজ হল একটা ইন্ডিকেটর যাকে ব্যবহার করা হয়ে থাকে মার্কেট এনালাইসিস করার জন্য্য। তবে এমন অনেক স্ট্রাটেজি আছে যা মুভিং এভারেজ বেজড। আমি মনে করি লং টার্মের জন্য কোন ইন্ডিকেটর ই বেস্ট না। তাই আমি সাজেস্ট করব ইন্ডিকেটর ছাড়া পারলে ট্রেড করুন।

nazib72
2016-12-21, 04:28 PM
মুভিং এভারেজ মার্কেটের গতিবিধি সম্পর্কে ভালো ধারনা দেয়, মুভিং এভারেজ টা ভালো ভাবে পর্যবেক্ষন করলে ট্রেড এ সুবিধা হয়।তবে শুধু মুভিং এভারেজ দেখে ট্রেড না করে মার্কেট ও নিউজ ভালো ভাবে এনালিসিস করে তারপর ট্রেড দিলে প্রফিট অর্জন করা যাবে।

RUBEL MIAH
2016-12-22, 10:18 PM
মুুভিং এভারেজ দিয়ে আমরা মার্কেটের অবস্থাটা বুঝতে পারি । আমরা যখনই ট্রেড করব তখনই বুঝে শুনে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আরা আপনারাও চেষ্টা করবেন মুভিং এভারেজ দেখে মার্কেট এ্যানালাইসিস করে তারপর টেড করার তাহলেই লাভবান হতে পারবেন ।

Md Masud
2017-03-24, 02:53 PM
মুভিং এভারেজ দিয়ে অামরা দিক নির্দেশনা করতে পারি মার্কেটের । অামরা ভালোভাবে এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা মুভিং এভারেজের নিয়ম মাফিক কাজ করব অবশ্যই মার্কেট সর্ম্পকে বুঝতে পারব । যে ট্রেডার ইন্ডিকেটর ফলো করে কাজ করে সে অবশ্যই লাভবান হতে পারে ।

nbfx
2017-03-24, 09:47 PM
মুভিং এভারেজ হলো ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বেশি পছন্দনীয় একটি শক্তিশালী ইন্ডিকেটর। মুভিং এভারেজ দেখে ট্রেডে সহজভাবে এন্ট্রি নেয়া যায়। মুভিং এভারেজের হলো গড় প্রাইস। যেমন :- ডেইলি চার্ট ওপেন করে ১০০ মুভিং এভারেজ সেট করি, এর অর্থ হলো গত ১০০ দিনের ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্নের গড় প্রাইস। দুটি মুভিং এভারেজের সমন্বয়ে ক্রসিং মুভিং এভারেজ ইন্ডিকেটর বানিয়ে ট্রেড করতে পারেন।আমি ব্যবহার করি ৫০/১৪।

uzzal05
2017-05-31, 10:30 AM
মুভিং এভারেজ দিয়ে তইরি অনেক ট্রেডিং সিস্টেম ও আছে। ফরেক্স অনেক ধরনের মুভিং এভারেজ আছে। বিভিন্ন ইন্ডিকেটর কালারফুল করা। এক একটা ইন্ডীকেটর একেক ভাবে কাজ করে। প্রত্যক ইন্ডিকেটর এর কাজ আলাদা। যেমন আছে সিম্পল মুভিং এভারেজ, এক্সপনেনশিয়াল, স্মুথ ইত্যাদি।

uzzal05
2017-06-10, 12:59 PM
জনপ্রিয় ইন্ডিকেটর গুলোর মধ্যম ফরেক্স এ মুভিং এভারেজ সুপরিচিত। কারন প্রফেশনাল ট্রেডারদের এটা একটা ট্রেন্ড বুঝার হাতিয়ার হিসাবে ব্যবহার করনে। ফরেক্স মার্কেট এ মুভিং এভারেজ ডাইনামিক সাপোর্ট এবং রেজিজট্যান্স হিসাবে ও ব্যবহার হয়।

Mamun13
2018-01-22, 09:49 PM
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের জন্য টেকনিক্যাল এনালাইসিস করা অপরিহার্য৷এই টেকনিক্যাল এনালাইসিসের জন্য মুভিং এভারেজ নামক সর্বাধিক জনপ্রিয় ইনডিকেটরটি অনেকেই ব্যাবহার করে থাকেন৷মুভিং এভারেজের বিভিন্ন অনুপাত সেট করে কয়েকটি e.m.a তৈরি করে ক্রস ওভার ট্রডিং স্ট্র্যাটেজী ব্যাবহার করে অনেক ট্রেডার ট্রেড করে থাকেন৷আমি ব্যাবহার করি না তাই এর সুফলও আমি জানি না৷

samun
2021-10-25, 04:22 PM
মুভিং এভারেজ হল ফরেক্স মার্কেটের একটি ধারণা মাত্র এর দ্বারা ধারণা করে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে একটি ধারণা অর্জন করা যায় মাত্র কিন্তু প্রকৃতপক্ষে মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য খুব ভালো এনালাইসিস করা জানতে হবে তারপরও অনেক সময় ত্রুটি হতেই পারে কারণ ফরেক্স মার্কেটে নির্দিষ্টভাবে কেউই বলতে পারে না মার্কেটের মুভমেন্ট কি হবে