PDA

View Full Version : রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকুন



vampire
2016-12-25, 08:41 AM
বেশিরভাগ ট্রেডাররা যখন কোন ট্রেডে লস করে তাহলে তাদের মাথা খারাপ করে ।আর ঐ লস কভার করার জন্য বেশি লটে ট্রেড করে থাকে আর তার বিনিময়ে বেশি লস করে ফেলে।তাই রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকুন।

msisohel
2016-12-25, 08:49 AM
লাভের ইছা ভালো। ইচ্ছা না থাকলে উপায় হয় না। তাই লস হলে রিভেঞ্জ ট্রেডে না যেয়ে লসের কারন বিশ্লেষণ করে ট্রেন্ড বুঝে ট্রেড করলে সফলতা আশ্তে পারে।

maziz6989
2016-12-25, 09:34 AM
বেশ ভাল জিনিস তবে যখন লস হয় তখন কারও মাথা ঠিক থাকে না। সবাই চায় যেটা মার্কেট নিয়ে গেছে তা উদ্ধার করতে। না পারলে মাথায় আসলেই কাজ করে না। তাই আমি বলব ট্রেড ডিসিপ্লিন মেনে চলুন, হুটহাট লস ও হবে না রিভেন্জ ও নেওয়া লাগবে না।

eshahid
2016-12-25, 10:20 AM
ট্রেড করতে গিয়ে বড় ধরনের লস করে ফেললেন। ভাবলেন যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। এই ধররনর লসকেই রিভেঞ্জ ট্রেড বলে। এরকম ট্রেড করা যাবে না। এরকম ট্রেড করলে আপনি নিশ্চিত লস এ পড়বেন।

RUBEL MIAH
2016-12-25, 10:42 AM
আমরা কখনোই বেশী লট ব্যবহার করে ট্রেড করব না । কারণ বেশী লট ব্যবহার করে ট্রেড করলেই লসে পড়ে যাবো । আমরা মার্কেট এ্যানালাইসিস ভালোভাবে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আমরা আগে ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব । আর আপনারাও সব সময় ফরেক্স ব্যবসা লোভ ছাড়া করেন অবশ্যই সফলকাম হতে পারবেন ।

uzzal05
2017-06-21, 11:03 PM
লস হলে সেটা ঠান্ডা মাথায় মেনে নিতে হবে। মাথা ঠিক না রেখে ফরেক্স করা থেকে কিছু ক্ষন বিরত থাকা উচিত। ফরেক্স এ লস ট্রেড এর প্রতিশোধ নিতে যেয়ে একাউন্ট বরং আর ও লস বৃদ্ধি পায়। এভাবে এক সময় পুরো একাউণ্ট লস এ চলে যায়।

Mamun13
2018-01-29, 06:41 PM
বেশিরভাগ ট্রেডাররা যখন কোন ট্রেডে লস করে তাহলে তাদের মাথা খারাপ করে ।আর ঐ লস কভার করার জন্য বেশি লটে ট্রেড করে থাকে আর তার বিনিময়ে বেশি লস করে ফেলে।তাই রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকুন।

এই রিভেন্জ ট্রেড হচ্ছে সাংঘাতিক রকমের একটি খারাপ বদ অভ্যাস৷এই অভ্যাস আপনাকে আরোও দ্রূত ফকির করতে বাধ্য করবে৷ফরেক্স মার্কেটে সর্বদাই প্রফিট করার চিন্তা বাদ দিয়ে বরং বেশ কিছুদিন লস দেওয়ার জন্য প্রস্তুত থাকা খুব জরুরী৷তাহলে দীর্ঘদিন টিকতে পারবেন৷

riponinsta
2018-04-04, 12:28 PM
আপনি অনেক ভাল পোস্ট করছেন এমন ট্রেডার আছে একটা ট্রেড লস করার পর রেগে গিয়ে আরও বড় লট এ ট্রেড করে তারকারন সে আরও বেশি লস করে তার কারন এ অ্যাকাউন্ট এর অনেক ক্ষতি হয় তাই ফরেক্স মার্কেট এ রেগে গিয়ে বড় লট ট্রেড করা যাবে না লস হতে থাকলে আরও ছোট ছোট লট এ ট্রেড করতে হবে এতে করে আপনি বড় লস থেকে বেঁচে জাবেন

alamsat
2018-04-04, 03:15 PM
যখন ট্রেডিং এ অনেক লস হয় তখন কার না মাথা খারাপ হয়. তাই তো রিভেন্জ ট্রেড সকল এ করে ফেলে. যার দরুন অনেক লস ও হয়. কিন্তু ওই মুহূর্তে কারো মাথা ঠিক থাকে না. এ জন্য রিভেন্জ হয়ে যাই. কিন্তু ট্রেডিং এ মাথা ঠিক রাখাটা অনেক জরুরি. না হলে মার্কেট থেকে খুব তারা তারি বিদায় নিতে হবে.

expkhaled
2018-04-04, 07:30 PM
ফরেক্স মার্কেট এর সাথে রাগ করে আপনি কখনও সফলতা অর্জন করতে পারবেন না। আর এখানে লস হবেই যদি আপনি ট্রেড করার জ্ঞান না নিয়ে ট্রেড করেন। আর লস হলেও কারও কিছু করার নেই। তাই যদি অাপনার লস হয় আর আপনি যদি বেশী উত্তেজিত হয়ে থাকেন আর আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার ট্রেড থেকে বিরতী নিতে হবে। অন্য কাজে মনোনিবেশ করবেন এবং যখন আপনার নরমাল হবেন তখন নিজেকে বুঝাতে হবে যে লস সাধারণ ব্যপার, ভবিষ্যতে আপনি অবশ্যই লাভবান হবেন।

saraa
2020-03-16, 01:12 PM
আপনার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং ভাল বন্ধু বানাচ্ছেন আমি আপনাকে বলতে চাই যে আপনার অবশ্যই ব্যবসায়ের সূচনা করা উচিত এমনকি আপনার সামান্য জমাও থাকুক না কেন তা আপনি যেভাবে বাণিজ্য করেন তা কীভাবে জমা হয় তা আপনি ট্রেড শুরু করতে পারেন অল্প পরিমাণে কারণ বৈদেশিক মুদ্রার একটি লাভজনক ব্যবসা এটি বোঝার জন্য অনেক সময় প্রয়োজন এবং এর পরে আপনাকে ভাল প্রতিদান দেওয়া উচিত।

Smd
2021-04-09, 11:34 PM
আমরা মার্কেট এ্যানালাইসিস ভালোভাবে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আমরা আগে ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব । আর এখানে লস হবেই যদি আপনি ট্রেড করার জ্ঞান না নিয়ে ট্রেড করেন। আর লস হলেও কারও কিছু করার নেই। তাই যদি অাপনার লস হয় আর আপনি যদি বেশী উত্তেজিত হয়ে থাকেন আর আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন।

EmonFX
2021-04-10, 05:38 AM
বেশিরভাগ ট্রেডাররা যখন কোন ট্রেডে লস করে তাহলে তাদের মাথা খারাপ করে ।আর ঐ লস কভার করার জন্য বেশি লটে ট্রেড করে থাকে আর তার বিনিময়ে বেশি লস করে ফেলে।তাই রিভেঞ্জ ট্রেড থেকে বিরত থাকুন।

ফরেক্সে রিভেঞ্জ ট্রেডিং করার সুযোগ থাকলেও এটি কোন স্মার্ট ট্রেডিং এর অংশ নয়। ফরেক্স মার্কেটে একই সাথে উভয়মুখী ট্রেড বা রিভেঞ্জ ট্রেড নেয়া ঠিক নয়। এটা আপনার ব্যালেন্স এর উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাতে করে হয়তো আপনি দু-একটি ট্রেডে ভালো করতে পারেন কিন্তু এভারেজে অনেক বড় লস করার পসিবিলিটি আছে। দেখা গেল একদিকের ট্রেডে আপনি কিছু প্রফিট নিয়ে ক্লোজ করে দিলেন এবং লসে থাকা ট্রেডটি আগের জায়গায় ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলেন কিন্তু দেখা গেল আগের জায়গায় ফিরে না আসে মার্কেট একই দিকে যেতে থাকলো এবং অনেক বড় লস হলো তখন আপনি বড় বড় এমাউন্টের লস নিয়ে ট্রেডটি ক্লোজ করলেন। সামগ্রিকভাবে লসের পাল্লাই তখন ভারী হয়ে যায়।

তাছাড়া বোনাস একাউন্টের ক্ষেত্রে উভয়মুখী ট্রেড নেয়ার সুযোগ নেই। তাতে করে কর্তৃপক্ষ আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে উভয়মুখি ট্রেড নিতে পারবেন। কিন্তু তাতে করে একই সাথে যেমন প্রফিট করার সম্ভাবনা থাকে তেমনি আবার বড় ধরনের কাজ করার সম্ভাবনাও বেড়ে যায়। তাই আমাদের নিজেদের ব্যালেন্স সুরক্ষার স্বার্থে অবশ্যই রিভেঞ্জ ট্রেড করা থেকে দূরে থাকা উচিত।

Mas26
2021-04-10, 09:48 AM
আমরা সাধারণত ফরেক্স মার্কেটে লাভের আশায় কাজ করি আসলে যখন আমরা লাভ করতে গিয়ে লস করে ফেলি তখনই আমরা রিভেঞ্জ ট্রেড করে ফেলি এজন্যই আমরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হই। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আসলে মাথা ঠান্ডা রেখে যদি আমরা সঠিকভাবে ফরেক্স মার্কেটে কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করা খুবই সহজ হবে। আর অনেক সময় আমাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলি এই ভুলটা কখনোই করা আমাদের পক্ষে উচিত নয়। সুতরাং আমরা যদি এই রিভেন্স ট্রেড করা থেকে বিরত থাকতে পারি তাহলেই আমরা ফরেক্স মার্কেটের সফল হতে পারব ট্রেড করতে গিয়ে বড় ধরনের লস করে ফেললেন। ভাবলেন যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। এই ধররনর লসকেই রিভেঞ্জ ট্রেড বলে। এরকম ট্রেড করা যাবে না। এরকম ট্রেড করলে আপনি নিশ্চিত লস এ পড়বেন।

Starship
2021-04-11, 04:45 AM
প্রকৃত পক্ষে রিভেঞ্জ ট্রেড অত্যন্ত বিপদজনক। আমি ইতিপূর্বে যতবার ব্যালেন্স হারিয়েছি তার পেছনে দায়ী ছিল একমাত্র রিভেঞ্জ ট্রেড নেওয়া। আমরা যখন ট্রেড করে লস করি সেই লস রিকভার করার জন্য পুনরায় ট্রেড ওপেন করি। উক্ত ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন প্রকার অ্যানালিসিস থাকেনা যেটি আমরা অনুমানের উপর বা ঝুঁকির উপর নিয়ে থাকি। তাই সেই ট্রেড থেকে আমাদের লসের আশঙ্কাও অনেকটা বেশি থাকে। তাই আমরা যত দ্রুত সম্ভব রিভেঞ্জ ট্রেড করা থেকে দূরে থাকবো এবং ততই আমাদের একাউন্ট নিরাপদ থাকবে।

FRK75
2021-04-11, 02:02 PM
যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। এই ধররনর লসকেই রিভেঞ্জ ট্রেড বলে। এরকম ট্রেড করা যাবে না। । তাই যদি অাপনার লস হয় আর আপনি যদি বেশী উত্তেজিত হয়ে থাকেন আর আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার ট্রেড থেকে বিরতী নিতে হবে। অন্য কাজে মনোনিবেশ করবেন এবং যখন আপনার নরমাল হবেন তখন নিজেকে বুঝাতে হবে যে লস সাধারণ ব্যপার, ভবিষ্যতে আপনি অবশ্যই লাভবান হবেন।

Smd
2021-08-21, 05:21 PM
ভাবলেন যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। এই ধররনর লসকেই রিভেঞ্জ ট্রেড বলে। একটা ট্রেড লস করার পর রেগে গিয়ে আরও বড় লট এ ট্রেড করে তারকারন সে আরও বেশি লস করে তার কারন এ অ্যাকাউন্ট এর অনেক ক্ষতি হয় তাই ফরেক্স মার্কেট এ রেগে গিয়ে বড় লট ট্রেড করা যাবে না লস হতে থাকলে আরও ছোট ছোট লট এ ট্রেড করতে হবে।

Mas26
2021-08-21, 06:06 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেটে যারা খুব অল্প অভিজ্ঞতাসম্পন্ন তারা প্রত্যেকেই রিভেন্জ ট্রেড নিয়ে থাকে সাধারণত। কারণ তারা লসটাকে আসলে মেনে নিতে পারে না যার ফলে রিভেন্জ ট্রেড নিয়ে থাকে এবং এর ভয়াবহতা সৃষ্টি হয় একাউন্ট জিরো না হওয়া পর্যন্ত আসলে এই রিভেন্জ ট্রেড টা আমিও নিয়ে থাকি এটা থেকে আসলে কোন ভাবে বিরত থাকা সম্ভব হয় না। যার ফলে আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের একাউন্ট বার বার জিরো হয়।এই রিভেন্জ ট্রেড হচ্ছে সাংঘাতিক রকমের একটি খারাপ বদ অভ্যাস৷এই অভ্যাস আপনাকে আরোও দ্রূত ফকির করতে বাধ্য করবে৷ফরেক্স মার্কেটে সর্বদাই প্রফিট করার চিন্তা বাদ দিয়ে বরং বেশ কিছুদিন লস দেওয়ার জন্য প্রস্তুত থাকা খুব জরুরী৷তাহলে দীর্ঘদিন টিকতে পারবেন৷।তাই আমি প্রত্যেককেই বলতে চাই আসলে সবারই উচিত রিভেন্জ ট্রেড দেওয়া থেকে বিরত থাকা মাথা ঠান্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করার লস হওয়ার পরেও মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ।

Smd
2021-11-08, 10:36 PM
যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। এই ধররনর লসকেই রিভেঞ্জ ট্রেড বলে। এমন ট্রেডার আছে একটা ট্রেড লস করার পর রেগে গিয়ে আরও বড় লট এ ট্রেড করে তারকারন সে আরও বেশি লস করে তার কারন এ অ্যাকাউন্ট এর অনেক ক্ষতি হয় তাই ফরেক্স মার্কেট এ রেগে গিয়ে বড় লট ট্রেড করা যাবে না লস হতে থাকলে।

samun
2021-11-09, 09:21 AM
ভাই আপনি অত্যধিক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আসলে সাধারণত একজন ফরেক্স ট্রেডার যখন লঞ্চ করে থাকে তখন সে দ্রুততার সাথে সেটিরি কভার করার জন্য যেই ডিসিশন নিয়ে থাকে সাধারণত ডিসিশন গুলো ভুল হয়ে থাকে ওভারলোটে এন্ট্রি নিয়ে পরবর্তীতে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে যায় তাই আমাদের সকলের উচিত পরবর্তী সময়ে নিজেকে শান্ত করে কোন প্রকার ট্রেড না নিয়ে এনালাইসিস করে পরবর্তীতে এন্ট্রি নেওয়া

Mas26
2024-02-25, 07:55 PM
ট্রেড করতে গিয়ে বড় ধরনের লস করে ফেললেন। ভাবলেন যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। এই ধররনর লসকেই রিভেঞ্জ ট্রেড বলে। এরকম ট্রেড করা যাবে না। এরকম ট্রেড করলে আপনি নিশ্চিত লস এ পড়বেন।