View Full Version : টেকক্নিকেল এনালাইসিস কি?
owalith
2016-12-29, 11:58 AM
টেকক্নিকেল এনালাইসিস ফরেক্স ট্রেদ করার সমই দরকার হই, কিন্তু এটা থেকে কিভাবে কাজ করে
RUBEL MIAH
2016-12-29, 11:18 PM
আমরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে চাইলে অবশ্যই টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেমী করে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
uzzal05
2017-06-20, 07:32 PM
টেকনিক্যাল এনালাইসিস হলো মার্কেট এ চার্ট দেখে এনালাইসিস করাকে বুঝায়। বেশিরভাগ ট্রেডার এর জনপ্রিয় হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডাররা ভালো প্রফীত করে থাকে। আর যদি ফান্ডামেন্টাল বুঝতে পারেন তাহলে আরও ট্রেড ভালো করা সম্ভব।
Competitor
2017-06-24, 05:58 AM
ফরেক্সে যে সমস্ত এনালাইসিস আছে তাদের মধ্য টেকনিক্যাল এনালাইসিস অন্যতম । ফরেক্সে সফল হতে হলে আমাদের টেকনিক্যাল এনালাইসিস করে তবেই ট্রেড করতে হবে । টেকনিক্যালে িএনালাসিস যেন তেন ভাবে করলেই হবে না । এটা করতে হবে অত্যন্ত গুরুত্বসহকারে যাতে করে আমরা লাভবান হতে পারি । পাশাপাশি অন্য এনালাইসিসগুলোর দিকেও নজর দিতে হবে ।
01797733223
2018-01-02, 05:41 PM
ভাই এখানে টেকনিক্যাল এনালাইসিস হলো মার্কেটের চার্ট প্যাটার্ন দেখে কিংবা চার্টের আকৃতি মিলায় ট্রেড করাকে বুঝায়। ফরেক্স মার্কেটে প্রায় অনেকের কাছেই এর জনপ্রিয়তা অনেক বেশি। এখানে বিশেষ যে সুবিধাটা পাবেন সেটা হল আপনি মনে করেন সাপোর্ট রিজিসটেন্স মিলায় ট্রেড করতে পারবেন, এরপর ধরেন চেনেল ড্রো করে অথবা ফিবন্যাসি রিট্রেসমেন্ট ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস করা যায়, মানে হল টার্মিনালের অভ্যন্তরীন টুলসগুলোর সর্বাধিক ব্যবহার করে যে এনালাইসিস, সেটাই হল এখানে টেকনিক্যাল এনালাইসিস।
Mahidul84
2018-01-03, 07:26 PM
টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে ফরেক্স মার্কেটের টাইম ফ্রেম চার্ট প্যাটার্ন কিংবা চার্টের আকৃতি মিলিয়ে ট্রেড করাকে বুঝায়। ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডারের কাছে এই চার্টের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এখানে যে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার মনের মতো করে সাপোর্ট লেভের উপর নির্ভর করে ট্রেড করতে পারবেন। আর এছাড়াও টার্মিনালের অভ্যন্তরীণ টুলসগুলো ব্যবহার করে সেটাই হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।
Mamun13
2018-05-23, 08:42 AM
আমরা যখন আমাদের ট্রেডিং টার্মিনাল ওপেন করি তখন আমরা কিছু নির্দিষ্ট টাইমফ্রেম অনুসারে নির্দিষ্ট কিছু ট্রেডিং চার্ট দেখতে পাই৷এইসব ট্রেডিং চার্টে বিভিন্ন ধরনের ক্যান্ডেল উঠানামা করে যা নির্দিষ্ট কোনোও পেয়ারের প্রাইসের বহিঃপ্রকাশ ঘটায়৷প্রত্যেক পেয়ারের প্রতিনিয়ত এইধরনের প্রাইসের হ্রাস-বৃদ্ধি দেখে বুঝে আমরা কখনো Buy করি আবার কখনো Sell করি৷প্রশ্ন হলো কখন-কোথায় কোন কোন পেয়ারে আমরা Buy এন্ট্রি করব এবং Sell এন্ট্রি করব ? সাধারণত এজন্যই আমরা আমাদের নির্দিষ্ট ট্রেডিং চার্টগুলোতে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি৷ টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজনে নির্দিষ্ট পেয়ারের ট্রেন্ড এবং সাপোর্ট/রেজিস্ট্যান্স লেভেলগুলো নিশ্চিত হতে হয়৷প্রত্যেকটি প্রফিটেবল ট্রেডের সফলতার 20% নির্ভর করে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর৷
uzzal05
2018-05-23, 08:01 PM
ফরেক্স মার্কেট এ আমি মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস ই অনুসরন করে ট্রেড করে থাকি। কেননা মার্কেট এর চার্ট দেখে আমরা মার্কেট এর ভবিষ্যৎ প্রাইচ নির্ধারন করতে পারি। আবার ফান্ডামেন্টাল নিউজ ও খুব গুরুত্বপূর্ণ। আপনাকে সব ধরনের এনালাইসিস ই কাজে লাগিয়ে ট্রেড করতে হবে।
expkhaled
2018-05-23, 08:13 PM
ফরেক্স মার্কেটের চার্টের উপর ভিত্তি করে যে এনলাইসিস করা হয় তাকে আমরা টেকনিক্যাল এনালাইসিস বলি। এনালাইসিস এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পূর্ন হলো এই টেকনিক্যাল এনালাইসিস। এই এনালাইসিস করার জন্য অনেক প্রকারে টুল থাকে টার্মিনালের সাথে যা দিয়ে মোটামুটি ভাল ভাবেই ট্রেড করা যায়। আবার শুধু চার্ট দেখেও এনালাইসিস করা হয় সেটাও একধরনের টেকনিক্যাল এনালাইসিস। যেকোন এনালাইসিস আমরা করি না পূর্ব অভিজ্ঞতা ছাড়া ভাল ফলাফল পাওয়া যায় না। অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের ডেমো ট্রেড করতে হয়।
souravkumarhazra6763
2018-05-23, 09:50 PM
ফরেক্স মার্কেট এ তিন ধরণের এন্যালাইসিস করা হয়ে থাকে,এর ভিতর জনপ্রিয় এন্যালাইসিস হলো টেকনিকাল এন্যালাইসি,আর টেকনিকাল এন্যালাইসিস হলো ফরেক্স ট্রেডিং এর মূল ভিত, টেকনিকাল এন্যালাইসিস হয়ছে মার্কেট চাট দেখে ধারণা নেওয়া,মার্কেট মুভমেন্ট জানার জরনে ট্রেডারগন টেকনিকাল এন্যালাইসিস করে থাকে,তাই প্রতেক ট্রেডার কে টেকনিকাল এন্যালাইসিস ভাল ভাবে শিখা প্রয়োজন।
Tofazzal Mia
2018-05-24, 02:52 PM
ফরেক্সে মাকেটে কোন কারেন্সী পেয়ারের প্রাইজ বিশ্লেষণ করাই হচ্ছে টেকনিকাল এনালাইসিস। মূলত কোন কারেন্সী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইজ কতটুকু উঠলো এবং কতটুকো নামলো টেকনিকাল এনালাইসিসে সেটা খুবই সুক্ষভাবে হিসাব করা হয়। ট্রেডাররা খুবই গুরুত্ব সহকারে লাইন, বার বা ক্যান্ডেস্টিক চার্ট এর মাধ্যম এটা যাচাই করে থাকে কারণ কোন কারেন্সির এই মুভমেন্ট এর মাধ্যমে তার পরবর্তি পদক্ষেপ অনুমান করা যায়। সাধারণভাবে ফরেক্সে মাকেটে টেকনিকাল এনালাইসিস বিশ্লেষণ করার মাধ্যমে প্রফিট পাওয়া যায় আর ৮০ শতাংশ ট্রেডাররা টেকনিকাল এনালাইসিস বিশ্লেষণ করার মাধ্যমে ট্রেড করে।
https://actualtruth.files.wordpress.com/2015/08/im1.jpg
https://actualtruth.files.wordpress.com/2015/08/im2.jpg
https://actualtruth.files.wordpress.com/2015/08/im3.jpg
https://actualtruth.files.wordpress.com/2015/08/price-fields-of-bar-chart-candlestick-chart.jpg
Ronaldray
2023-05-29, 04:36 PM
প্রযুক্তিগত বিশ্লেষণ হল ঐতিহাসিক মূল্য এবং ভলিউম ডেটা অধ্যয়ন করে আর্থিক বাজার বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত একটি পদ্ধতি। ট্রেডাররা চার্ট, প্যাটার্ন, সূচক এবং ভলিউম বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যত দামের গতিবিধির পূর্বাভাস দিতে এবং ট্রেডিং সুযোগ চিহ্নিত করতে। এটি বাজারের প্রবণতা এবং নিদর্শনগুলির উপর ভিত্তি করে প্রবেশ এবং প্রস্থান পয়েন্ট নির্ধারণ করতে সহায়তা করে। প্রযুক্তিগত বিশ্লেষণ সাধারণত মৌলিক বিশ্লেষণের পাশাপাশি ব্যবহৃত হয় এবং কার্যকরী ট্রেডিংয়ের জন্য ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
FRK75
2024-03-09, 09:51 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে চাইলে অবশ্যই টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেমী করে করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।এনালাইসিস এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পূর্ন হলো এই টেকনিক্যাল এনালাইসিস। এই এনালাইসিস করার জন্য অনেক প্রকারে টুল থাকে টার্মিনালের সাথে যা দিয়ে মোটামুটি ভাল ভাবেই ট্রেড করা যায়। আবার শুধু চার্ট দেখেও এনালাইসিস করা হয় সেটাও একধরনের টেকনিক্যাল এনালাইসিস। যেকোন এনালাইসিস আমরা করি না পূর্ব অভিজ্ঞতা ছাড়া ভাল ফলাফল পাওয়া যায় না। অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের ডেমো ট্রেড করতে হয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.