View Full Version : ব্রোকার কত প্রকার?
maziz6989
2016-12-29, 10:20 PM
গতকাল কোন এক ট্রেডার ভাই বলল যারা স্ক্যল্পিং করেন তাদের জন্য ডিডি ব্রোকার আর যারা পজিশন ট্রেড করে তাদের জন্য এনডিডি উত্তম। কিন্তু ভাইটিকে জিজ্ঞাসা করতে মনে নাই কোনটা আসলে কি? এখানে কোন ট্রেডার ভাইয়ের জানা থাকলে একটু কষ্ট করে উত্তর দিলে উপকার হয়। সবাইকে আগাম ধন্যবাদ্।
:
Mamun13
2017-11-13, 09:21 PM
ব্রোকার মূলত দুই প্রকার-স্ট্রং রেগুলেটেড এবং উইক রেগুলেটেড৷তাদের ভিতরে বিভক্ত করা ব্রোকারের কয়েক প্রকার সিস্টেম আছে,যেমন-ডিলিং ডেস্ক সিস্টেম ,নন ডিলিং ডেস্ক সিস্টেম ,s.t.p সিস্টেম,e.c.n সিস্টেম ,mm সিস্টেম ইত্যাদি৷D.D বা ডিলিং ডেস্ক ব্রোকার হলো যাদের সাথে লাইভ সাপোর্ট,স্প্রেড বেশি,বিভিন্ন শাখা অফিস আছে,ডেমো/রিয়েল অনেক সার্ভার আছে,বিভিন্ন প্রমোশনাল অফার থাকে,রেফারেল সুবিধা থাকে,অনেক ধরনের একাউন্ট থাকে, প্রতিযোগিতা-প্রাইজমানি আছে,ফরেক্স ভিডিও টিওটোরায়াল আছে, এনালাইটিক সেক্শন আছে,মাল্টি ট্রেডিং টার্মিনাল থাকে,এক কথায় তাদের কার্যক্রম বিশাল-ব্যাপক৷আর N.D.D বা নন ডিলিং ডেস্ক ব্রোকারে ঐ রকম ব্যাপক কোনো ডেস্কই নাই অর্থাৎ সেখানে এতো ব্যাপকতা ও সুবিধা থাকেনা,খুবই শর্টকার্ট তাদের কার্যক্রম৷
uzzal05
2017-11-14, 12:39 PM
ফরেক্স মার্কেট এ ব্রোকার এর অভাব নেই। তবে এখানে কিছু ব্রোকার আছে যেমন মার্কেট মেকার ব্রোকার। আবার কিছু আছে ecn ব্রোকার। এই ব্রোকার গুলো আপনাকে সঠিকভাবে ক্যন্ডলস্টিক দেখাবে। আর মার্কেট মেকার ব্রোকার এ আপনি ট্রেড করে শান্তি পাবেন না। কারন এই ব্রোকার এ আপ্নাকে মাঝে মাঝে ফলস ক্যান্ডলস্টিক দেখাতে পারে।
riponinsta
2017-11-18, 01:01 PM
আমি বলব ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে ভাল ব্রোকার এ ট্রেড করতে হবে কারন আপনি খারাপ ব্রোকার এ ট্রেড করে লাভ করতে পারলে টাকা তুলতে সমস্যা হয় তাই জেনে বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে তবে আমার মতে মার্কেট মেকার ব্রোকার এ ট্রেড না করাই ভাল কারন এতে আপনি লস করতে হতে পারে ফরেক্স মার্কেট এ
habibi
2018-05-29, 02:08 PM
গতকাল কোন এক ট্রেডার ভাই বলল যারা স্ক্যল্পিং করেন তাদের জন্য ডিডি ব্রোকার আর যারা পজিশন ট্রেড করে তাদের জন্য এনডিডি উত্তম। কিন্তু ভাইটিকে জিজ্ঞাসা করতে মনে নাই কোনটা আসলে কি? এখানে কোন ট্রেডার ভাইয়ের জানা থাকলে একটু কষ্ট করে উত্তর দিলে উপকার হয়। সবাইকে আগাম ধন্যবাদ্।
:
বোকার সাধারণত দুই ধরনের হয়ে থাকে
১। ডিলিং ডেস্ক ব্রোকার
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার
ডিলিং ডেস্ক ব্রোকারঃ ডিলিং ডেস্ক ব্রোকার তার ক্লাইন্টের প্রতি ট্রেডের বিপরীতে ট্রেড নিয়ে থাকে। এরা মূলত মার্কেট মেকার ব্রোকার হয়ে থাকে।
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকারঃ নো-ডিলিং ডেস্ক ব্রোকার স্প্রেড বা কমিশন নিয়ে থাকে। তারা তাদের গ্রহকদের বিপরীতে কোন ট্রেড নেয় না। নো-ডিলিং ডেস্ক ব্রোকার রিকোট কম হয়।
নো-ডিলিং ডেস্ক ব্রোকার মুলত ২ প্রকার
১। Electronic Communications Network(ECN)
২। Straight Through Processing (STP)
uzzal05
2018-05-30, 06:00 AM
এই পেস্ট থেকে ব্রোকার সম্পর্কে ভালো ধারনা পেলাম। কেননা মার্কেট এ শুধু ট্রেড করলেই হবে না। ব্রোকার এর বিভিন্ন সুবিধা সম্পর্কে আমাদের জানতে হবে। মার্কেট মেকার ব্রোকার গুলোতেই আমরা বেশি ইনভেস্ট করে থাকি। আসলে কোনটি ডিলিং এর কোনটি নো ডিলিং ডেসক ব্রোকার সেটা আমাদের জানা উচিত।
mdsakil
2018-05-30, 08:10 AM
অনেক ভাই এখানে অভিজ্ঞ তারা তাদের জানা অংশ টুকু শেয়ার করল। এক ভাই বলল ব্রোকার মাঝেমাঝে ফলস ক্যান্ডেল দোখায় কত খানি সত্য জানি না। তবে ফলস ক্যান্ডেল দেখিয়ে ব্রোকারের তেমন একটা সুবিধা হয় বলে মনে হয় না কারন কেউ ক্যান্ডেলের বিপরিতে বা সমূখে ট্রেড ধরলে দুই দিক থেকে ব্রোকারের লস হয়। আর আমরা অনেক ট্রেডার আছি যারা অনোক ব্রোকারে ট্রেড করি। আমরা কখনোই এমনটা লক্ষ করি নি বা নজরদারিতে রাখি নি। কিন্তুু বিষয়টা নিয়ে এখন ভাবতে হবে।
Rajib_Biswas
2020-03-31, 09:46 PM
10487
ফরেক্স মার্কেটের যেসকল ব্রোকার রয়েছে তারা মূলত দুই প্রকার। এগুলো হলো :
১/ ডিলিং ডেস্ক ব্রোকার Dealing Desks (DD)। এদেরকে মার্কেট মেকার ব্রোকারও বলা হয়।
২/ নো ডিলিং ডেস্ক ব্রোকার No Dealing Desks (NDD)। নো ডিলিং ডেস্ক ব্রোকার আবার দুই ধরনের। এগুলো হলো:
ক. স্ট্রেইট থ্রু প্রসেসিং (straight through processing, STP)
খ. ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক + স্ট্রেইট থ্রু প্রসেসিং (ECN+STP)
ব্রোকার মূলত দুই প্রকার-স্ট্রং রেগুলেটেড এবং উইক রেগুলেটেড৷তাদের ভিতরে বিভক্ত করা ব্রোকারের কয়েক প্রকার সিস্টেম আছে,যেমন-ডিলিং ডেস্ক সিস্টেম ,নন ডিলিং ডেস্ক সিস্টেম ,s.t.p সিস্টেম,e.c.n সিস্টেম ,mm সিস্টেম ইত্যাদি৷D.D বা ডিলিং ডেস্ক ব্রোকার হলো যাদের সাথে লাইভ সাপোর্ট,স্প্রেড বেশি,বিভিন্ন শাখা অফিস আছে,ডেমো/রিয়েল অনেক সার্ভার আছে,বিভিন্ন প্রমোশনাল অফার থাকে,রেফারেল সুবিধা থাকে,অনেক ধরনের একাউন্ট থাকে, প্রতিযোগিতা-প্রাইজমানি আছে,ফরেক্স ভিডিও টিওটোরায়াল আছে, এনালাইটিক সেক্শন আছে,মাল্টি ট্রেডিং টার্মিনাল থাকে,এক কথায় তাদের কার্যক্রম বিশাল-ব্যাপক৷আর N.D.D বা নন ডিলিং ডেস্ক ব্রোকারে ঐ রকম ব্যাপক কোনো ডেস্কই নাই অর্থাৎ সেখানে এতো ব্যাপকতা ও সুবিধা থাকেনা,খুবই শর্টকার্ট তাদের কার্যক্রম৷
ধন্যবাদ আপনাকে আমিও আসলে ব্রোকার সম্পর্কে অনেক শুনেছি কিন্তু ব্রোকারের ও যে প্রকারভেদ রয়েছে তা এখান থেকেই জানতে পারলাম। আসলে আপনি যেগুলো বললেন আমি সে সম্পর্কে শুনেছি কিন্তু ভালো ধারনা ছিলো না এখন হলো। আমি যতটুকু জানতাম তা হলো রেগুলেটেড ব্রোকার ভালো এবং ইসিএন এ ট্রেড একাউন্ট করলে স্প্রেড কম আরো অনেক সুবিধাও থাকে।
DEARMUM100
2020-03-31, 10:06 PM
ব্রোকার মূলত দুই প্রকার :
১।ডিলিং ডেস্ক বোকার
২।নো-ডিলিং ডেস্ক ব্রোকার
ডিলিং ডেস্ক ব্রোকার-মাকের্ট মেকার ব্রোকারও বলা হয়।
নো-ডিলিং ডেস্ক ব্রোকার -১।Electronic communication network (ECN)
২/Straight through processing (STP)
XXXTentacion
2020-04-03, 01:53 PM
শক্তিশালী নিয়ন্ত্রিত এবং ভিক নিয়ন্ত্রিত। অভ্যন্তরে বিভক্ত কয়েকটি ধরণের ব্রোকার সিস্টেম রয়েছে, যেমন - ডিলিং ডেস্ক সিস্টেম, নন ডিলিং ডেস্ক সিস্টেম, স্টিপ সিস্টেম, ইকন সিস্টেম, মিমি সিস্টেম ইত্যাদি d , ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন শাখা অফিস রয়েছে, ডেমো / রিয়েল অনেকগুলি সার্ভার রয়েছে, বিভিন্ন প্রচারের অফার রয়েছে, রেফারেল সুবিধা রয়েছে, অনেকগুলি
FREEDOM
2020-04-03, 03:30 PM
ফরেক্স মার্কেটে আমরা ব্রোকারের সাহায্যেই ট্রেড করে থাকি। প্রধানত দুই ধরনের ব্রোকার রয়েছে ফরেক্স মার্কেটে এটা আমরা সকলেই কমবেশি জানি তার একটি হলো ডিলিং ডেস্ক ব্রোকার অপরটি হলো নন ডিলিং ডেস্ক ব্রোকার। এখানে ডিলিং ডেস্ক ব্রোকার মুলত মার্কেট মেকার হয়ে থাকে যেখানে ট্রেডাররা ট্রেড নিলে তার বিপরীতে ব্রোকার ট্রেড এ এন্ট্রি নিয়ে থাকে। তবে নো ডিলিং ডেস্কে এরকম এন্ট্রি নেওয়া হয়না। আমার কাছে নো ডিলিং ডেস্কে ইচিএন এ ট্রেড করে সুবিধা বেশি মনে হয়েছে। http://forex-bangla.com/customavatars/690322717.jpg
Mas26
2020-04-03, 03:55 PM
আমি বহুবার মোবাইলের মাধ্যমে ট্রেড করেছি। যখন আমি বাড়ির বাইরে থাকি তখন তো আর কম্পিউটারের মাধ্যমে ট্রেড করার সুযোগ থাকে না। তাই তখন আমি আমার মোবাইল ফোন ব্যবহার করি। আর আমি মোবাইলে কোনরকম ঝামেলা খুজে পাই নাই। তবে হ্যা এটা সত্য কথা যে মোবাইলের থেকে কম্পিউটারে ট্রেড করা অনেক সহজ। কারণ তখন খুব সহজভাবেই সবকিছু করা যায়।
FRK75
2021-04-04, 08:01 AM
ফরেক্স মার্কেট এ ব্রোকার এর অভাব নেই। তবে এখানে কিছু ব্রোকার আছে যেমন মার্কেট মেকার ব্রোকার। আবার কিছু আছে ecn ব্রোকার। এই ব্রোকার গুলো আপনাকে সঠিকভাবে ক্যন্ডলস্টিক দেখাবে। আর মার্কেট মেকার ব্রোকার এ আপনি ট্রেড করে শান্তি পাবেন না। আসলে আপনি যেগুলো বললেন আমি সে সম্পর্কে শুনেছি কিন্তু ভালো ধারনা ছিলো না এখন হলো। আমি যতটুকু জানতাম তা হলো রেগুলেটেড ব্রোকার ভালো এবং ইসিএন এ ট্রেড একাউন্ট করলে স্প্রেড কম আরো অনেক সুবিধাও থাকে।
EmonFX
2021-04-04, 10:46 AM
আমরা ফরেক্স মার্কেটে যে ট্রেড করি তার জন্য একজন মধ্যস্থতাকারী দরকার। আর সেই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানই হলো ফরেক্স ব্রোকার। ফরেক্স ব্রোকার বলতে বুঝায় মধ্যস্থতাকারী। ব্রোকার বায়ার এবং সেলারদের মধ্যে মধ্যস্থতা করে থাকেন। অন্যভাবে বলতে গেলে, আমরা যে প্রতিষ্ঠানের আন্ডারে একাউন্ট খুলেছি এবং ট্রেডিং কার্যক্রম পরিচালনা করে থাকি সেই প্রতিষ্ঠানকে ব্রোকার বলা হয়ে থাকে'। ফরেক্স মার্কেটে দুই ধরনের ব্রোকার থাকেন। যথা-
১। ডিলিং ডেস্ক ব্রোকার
২। নন-ডিলিং ডেস্ক ব্রোকার
যে ব্রোকারগুলো নিজে ট্রেডিং না করে একজন বায়ারের বিপরীতে একজন সেলার খুঁজে দেন বা একজন সেলারের বিপরীতে একজন বায়ার খুঁজে দেন তাদেরকে ডিলিং ব্রোকার বলে। আবার যে ব্রোকারগুলো আপনার প্রতিটি এন্ট্রির একটি বিপরীত এন্ট্রি ওপেন করে থাকেন সেসব ব্রোকারকে নন-ডিলিং ব্রোকার বলে। এরা কোন ট্রেডারদের মধ্যে সমন্বয় ঘটান না, নিজেই ট্রেডারদের বিপরীত পক্ষ হিসেবে কাজ করে থাকেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.