PDA

View Full Version : এ্যানালাইসিস



eshahid
2017-01-03, 06:15 PM
ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করার জন্য একটি দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা জানা থাকা প্রয়োজন। কোন দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারনা থাকলেও ফরেক্স মার্কেট দেশটির কারেন্সির মূল্য বেড়ে কতটুকু উপরে উঠবে বা নামবে তা জানা যাবে। তাই আমার প্রশ্ন হল কোন দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারনা নেওয়ার জন্য এমন কি কোন বাংলা সাইট আছে? যা থেকে আমি অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক সম্পর্কে জানতে পারবো। কারো জানা থাকলে আশা করি জানাবেন।

Biswo72
2017-01-03, 09:12 PM
ফরেক্স মার্কেটে ৩ ধরনের অ্যানালিসিস করা যায়। সেগুলো হল:
১। টেকনিক্যাল অ্যানালিসিস ।
২। ফান্ডামেন্টাল অ্যানালিসিস ।
৩। সেন্টিমেন্টাল অ্যানালিস ।
@ টেকনিক্যাল অ্যানালিসিস পূর্বের প্রাইস ডাটা ব্যাবহার করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারন করে।
@ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিভিন্ন ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ডাটা যেগুলো কারেন্সির সাপ্লাই ও ডিমান্ডে প্রভাব ফেলে তা পরিক্ষা করে।
@ফরেক্স মার্কেট আপনি, আমি এবং অরো অসংখ্য ছোট, বড় এরং অনেক বড় ট্রেডার নিয়ে গঠিত। প্রত্যেকেরই মার্কেট সম্পর্কে নিজস্ব মতামত আছে সকলের মতামতের বিশ্লেষন কে সেন্টিমেন্টাল এনালিসিস বলে।
টেকনিক্যাল অ্যানালিসিস পূর্বের প্রাইস ডাটা ব্যাবহার করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারন করে।
ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে যে একটি দেশ অন্য দেশের তুলনায় কেমন করছে।
সেন্টিমেন্টাল অ্যানালিসিস নির্নয় করে যে মার্কেট বুলিশ না বিয়ারিশ।

এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস মার্কেট সেন্টিমেন্টকে আকার দেয় আর টেকনিক্যাল অ্যানালিসিস সেই সেন্টিমেন্টকে দেখতে সাহায্য করে। আর সেন্টিমেন্ট আমাদেরকে বাই অথবা সেল নির্ধারণ করতে সাহায্য করে।

তাহলে বুঝতে পারছেন যে ৩ ধরনের অ্যানালিসিসই আমাদের কোন না কোন ক্ষেএে প্রয়োজন। কিন্তু সবগুলোতে আমাদের পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে লাভ করা, আর যেটা আপনাকে তা দিতে পারবে তাতে পারদর্শী হোন।

ONLINE IT
2017-01-04, 05:06 PM
ফরেক্স মার্কেটে মুলত ৩ ধরনের এ্যানালাইসিস রয়েছে । ১। টেকনিক্যাল এ্যানালাইসিস ২। ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ৩। সেন্টিমেন্টাল এ্যানালাইসিস। প্রত্যেকটি এ্যানালাইসিস এরই আলাদা গুরুত্ব রয়েছে। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে প্রতিটি এ্যানালাইসিস ই করতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন।

RUBEL MIAH
2017-02-05, 07:50 AM
আমরা ফরেক্স মার্কেট থেকে বেশী বেশী আয় করতে পারি যদি আমরা বেশী বেশী এ্যানালাইসিস করি । আমরা অবশ্যই এ্যানালাইসিস করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-02-05, 08:59 AM
না,আমার জানা মতে আলাদা কোনো বাংলা সাইট নাই৷থাকলে আমিও স্টাডি করতাম৷তবে ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য আলাদা স্টাডির জন্য বিবিসি ও সিএনএন এর বিজনেস নিউজগুলো নিয়মিত দেখে দেখে ধারণা নেওয়া যায়৷আর ফরেক্স নিউজ ইমপেক্টের জন্য ফরেক্স ফ্যাক্টরী সাইট সব সময়ই খেয়াল করবেন৷

amdad123
2017-02-05, 10:28 AM
ফরেক্স ট্রেডিং করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিসের গুরুত্ব অপরিসীম। কেনানা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করে মার্কেট প্রচুন উঠানামা করে। ফান্ডামেন্টাল এনালাইসিসের দ্বারা একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলী সম্পর্কে জানা যায়। ফরেক্স ট্রেডিং যেহেতুে একটি আন্তর্জাতিক ব্যবসা তাই এটি ইংরেজি ভাষায় এর যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয়। আমাদের দেশে যে সাইটগুলো আছে তা শুধু মাত্র ফরেক্স বেসিক শিখার জন্য। কিন্তু ফান্ডামেন্টাল নিউজ বাংলায় দেখার মত সাইট নাই আমার জানা মতে।

H M R Al Amin
2017-03-11, 11:34 AM
আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে । আর মার্কেট যত বেশি এনালাইসেস করবেন তত বেশি লাভবান হবেন । এনালাইসেস তিন প্রকার ০১ । ফান্ডামেন্টাল ০২ । টেকনিকাল এনালাইসেস ০৩। সেন্টিমেন্টাল এনাইলোইসেস । এই এনালাসেস গুলা ঠিকমত করতে পারলে আপনি মার্কেটে লস খাবেন না আপনি লাভবান হবেন এবং এনালাইসেস এর বিকল্প নেই ।

H M R Al Amin
2017-03-20, 01:47 PM
ফরেক্স মার্কেটে এনালাইসেস এর আগে আপনাকে ফান্ডমেন্টল এনালাইসেস করতে হবে । দেশের অর্থনৈতিক এবং সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এর বর্যেবেক্ষন করা প্রয়োজন । আপনি তখনি সাকসেস হবেন এই ফরেক্স মার্কেটে যখন আপনি এই বিষয় গুলাকে প্রাধান্য দিবেন । যখন দেশ বিদেশের অর্থনৈতিক পর্যালচনা করবেন তখনি আপনার ফরেক্স সম্পর্কে কিছুটা ধারণা হয়ে যাবে । এবং আপনি মার্কেটে কাজ করে লাভবান হতে পারবেন ।

shohanjacksion
2017-03-22, 03:56 PM
ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করার জন্য একটি দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা জানা থাকা প্রয়োজন। কোন দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারনা থাকলেও ফরেক্স মার্কেট দেশটির কারেন্সির মূল্য বেড়ে কতটুকু উপরে উঠবে বা নামবে তা জানা যাবে। তাই আমার প্রশ্ন হল কোন দেশের অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারনা নেওয়ার জন্য এমন কি কোন বাংলা সাইট আছে? যা থেকে আমি অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক সম্পর্কে জানতে পারবো। কারো জানা থাকলে আশা করি জানাবেন।
ফরেক্স ব্যবসার মূল সম্পদই হলো কোন দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক বা রাজনৈতিক অবস্থা ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য রাজনীতিবিদগনের যাচাই-বাছাই করা।ফরেক্স ব্যবসার মাধ্যমেই আমরা বিভিন্ন দেশ সম্পর্কে সকল তথ্যাদি জানতে ও বুঝতে পারছি। ফরেক্স ব্যবসাই হলো বিশ্বে সকল তথ্য নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জনা ও বুঝা।

nbfx
2017-03-24, 02:23 PM
একজন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে কখনো উদ্দেশ্যবিহীন ট্রেড ওপেন করে না।মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কেট নালাইসিস করতে পারলে মার্কেটের ট্রেন্ড বা গতি বুঝা যায়। মার্কেট সাধারণত তিনটি অবস্থায় থাকে। উর্ধ্বমুখি ,নিন্মমুখি এবং সমান্তরাল বা সাইডওয়ে। সাইডওয়ে মার্কেটে ট্রেডে এন্ট্রি নেয়া ঝুকিপূর্ণ। মার্কেটের গতি বুঝতে পারলে ট্রেডে এন্ট্রি নেয়া সহজ হয়। মার্কেটের গতি বুঝার জন্য তিনভাবে মার্কেট এনালাইসিস করতে পারবেন, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।

BonnaFx
2017-11-21, 05:51 PM
আপনি ফরেক্স মার্কেট থেকে যদি স্থায়ীভাবে লাভ করতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল আন্যালসিস এবং ফান্ডামেন্টাল আন্যালসিস করা ভাল করে জানতে হবে। আজকে ফান্ডামেন্টাল আনাল্যসিস সম্পর্কে কিছু কথা বলব। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হল মূলত একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থার কারনে উক্ত দেশের মুদ্রার উপর যে প্রভাব ফেলে তা নির্ণয় করা। একটি দেশে প্রতি দিন কিছু অর্থনৈতিক ডাটা প্রকাশ পায় তার তার মধ্যে কিছু কিছু অর্থনৈতিক ডাটা সে দেশের মুদ্রার উপর অধিক প্রভাব ফেলে যেমন সুদের হারের পরিবর্তন; বেকারত্ব হার; জিডিপি এর প্রবৃদ্ধি;
খুচরা বিক্রয়; মুদ্রাস্ফীতি সূচক; ভোক্তা খরচ ইত্যাদি।
এখন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র আজ হাই ইমপ্যাক্ট নিউজ যেমন বেকারত্ব হার এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। বেকারত্ব হার এর নিউজ প্রকাশের আগে থেকেই বিশ্লেষকরা বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করতে একটি পূর্বাভাস দেয়। যেমন ধরেন বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছে যে এই প্রান্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র বেকারত্ব হার হবে 5.7%, এটি হল (Forecast)। কিন্তু সরকারী নিউজ প্রকাশিত হওয়ার পর দেখা গেছে যে এই প্রান্তিকে বেকারত্ব হার হল 5.8%, এটি হল (Actual)। আমাদের সূত্র মতে Actual > Forecast = Good for currency। তাই বলে যায় যে নিউজ প্রকাশিত হওয়ার পার USD আরো শক্তিশালী হবে। এর উপর ভিত্তি করে আপনি USD এর সাথে জড়িত এমন পেয়ারগুলোর উপর ট্রেড করে লাভবান হতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।
নিউজ ট্রেড এর সহজ সূত্র হল –
Actual > Forecast = Good for currency
Actual < Forecast = Bad for currency

amdad50
2018-01-26, 11:09 AM
@ টেকনিক্যাল অ্যানালিসিস পূর্বের প্রাইস ডাটা ব্যাবহার করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারন করে।
@ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিভিন্ন ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ডাটা যেগুলো কারেন্সির সাপ্লাই ও ডিমান্ডে প্রভাব ফেলে তা পরিক্ষা করে।
@ফরেক্স মার্কেট আপনি, আমি এবং অরো অসংখ্য ছোট, বড় এরং অনেক বড় ট্রেডার নিয়ে গঠিত। প্রত্যেকেরই মার্কেট সম্পর্কে নিজস্ব মতামত আছে সকলের মতামতের বিশ্লেষন কে সেন্টিমেন্টাল এনালিসিস বলে।
টেকনিক্যাল অ্যানালিসিস পূর্বের প্রাইস ডাটা ব্যাবহার করে বর্তমান ও ভবিষ্যৎ মার্কেট মুভমেন্ট নির্ধারন করে।
ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে যে একটি দেশ অন্য দেশের তুলনায় কেমন করছে।
সেন্টিমেন্টাল অ্যানালিসিস নির্নয় করে যে মার্কেট বুলিশ না বিয়ারিশ।

ফান্ডামেন্টাল অ্যানালিসিস মার্কেট সেন্টিমেন্টকে আকার দেয় আর টেকনিক্যাল অ্যানালিসিস সেই সেন্টিমেন্টকে দেখতে সাহায্য করে। আর সেন্টিমেন্ট আমাদেরকে বাই অথবা সেল নির্ধারণ করতে সাহায্য করে।