Log in

View Full Version : ক্রড এর গন্তব্য কোথায় ?



maziz6989
2017-01-06, 10:50 AM
গতকাল ক্রড ওয়েল এ একটা ট্রেড ওপেন করেছিলাম ৫৩.০৭ লেভেল থেকে। ৪ ঘন্টার চার্টে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখে মনে হলে এবার মার্কেট ফল করবে কিন্তু মার্কেট তো পড়ে না - খালি উঠে। বুঝতে পারছি না মার্কেট কোথায় যাবে। এদিকে ফিবো দেখলাম ১০০ এবং ৬১ এর মাঝখানে ঘুরছে। ধরে থাকব না ছেড়ে দেব বুঝতে পারছি না।

Montu Zaman
2018-11-05, 04:28 PM
গত সপ্তাহ থেকে আমি ক্রড ওয়েলকে হ্রাস পেতে দেখছি এবং ইরানের চাপের কারণে ক্রড ওয়েল এর দাম এখনও আরো নিচে নামবে, যদিও আমার একটি ছোট পজিশন 20% বৃদ্ধি পর ক্লোজ করে দিয়েছিলাম।
https://i.imgur.com/w9vE966.png

SaifulRahman
2018-11-15, 05:34 PM
ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশগুলো আশা করছিল, এতে তেলের সরবরাহ কমে যাবে। কিন্তু এশিয়ার বাজারে তেলের রেকর্ড পরিমাণ সরবরাহে তেল ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি তেলের চাহিদা রয়েছে এমন অর্থনীতিগুলো দুর্বল হয়ে পড়ার পূর্বাভাসে বৈশ্বিক তেলের দাম অক্টোবরের শুরু থেকে এক-চতুর্থাংশ কমেছে। শিপ-ট্র্যাকিং ডাটা অনুযায়ী, নভেম্বরে এশিয়ার মূল বাজারগুলোয় প্রতিদিন ২ কোটি ২০ লাখ ব্যারেল (বিপিডি) অপরিশোধিত তেল সরবরাহ হচ্ছে, যা ২০১৭ সালের জানুয়ারি থেকে প্রায় ১৫ শতাংশ বেশি এবং চলতি বছরের শুরু থেকে প্রায় ৫ শতাংশ বেশি।

BDFOREX TRADER
2018-11-29, 02:55 PM
https://i.imgur.com/bxTGX9o.png
গতকাল আমার ক্রড ওয়েল এর একটা শর্ট ট্রেড ক্লোজ করে দিই, কারণ প্রাইজ সাপোর্টে ব্রেক করবে না করবে না সেটা নিয়ে দ্বিধায় ছিল, কিন্তু আজ নিউজ এসেছে যে ক্রড ওয়েল (CL) এর দাম আরও বেশি হ্রাস পেতে পারে, তাই আমি আরও কিছু লট সেল করেছি এবং আশা করি দাম আরও কমবে।

Tofazzal Mia
2019-06-27, 11:32 AM
মার্কিন যুক্তরাষ্ট ও চীনের ট্রেড ওয়ার আরো চাঙ্গা হলে ক্রড ওয়েল এর দাম আরো কমে যেতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট জি-২০ সম্মেলনের পর চীনের উপর আরো ৩০০ বিলিয়ন ডলার ট্যারিফ চাপিয়ে দেয় তাহলে চীন সরকার চীনা ইয়ুয়্যানের দাম কমিয়ে ডলারের বিপরীতে 7.3 করে দিতে পারে এবং এর ফলে ক্রড ওয়েল এর দাম প্রায় ৫০% কমে প্রতি ব্যারেল ৩০ ডলার হতে পারে। যদিও তেলের চাহিদা দিন দিন কমে যাচ্ছে।

SaifulRahman
2019-08-07, 04:21 PM
যুক্তরাষ্ট্রের শেল তেল উৎপাদন বাড়ার ফলে আগামী বছর জ্বালানি তেলের দাম ৪৫-৫৫ ডলারের মধ্যে থাকবে। ব্রিটিশ জ্বালানি কম্পানির (বিপি) প্রধান অর্থ কর্মকর্তা ব্রিয়ান গিলভারি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিক চাহিদা কিছুটা শক্তিশালী মনে হচ্ছে। এর পরও তেলের বর্তমান দরই আগামীতে একটু বাড়বে-কমবে। বছরের দ্বিতীয়ভাগে তেলের চাহিদা বাড়বে দৈনিক ১.৪ থেকে ১.৫ মিলিয়ন ব্যারেল। ব্রিয়ান গিলভারি জানান, বছরের প্রথমভাগে ব্রেন্ট অশোধিত তেলের দাম ছিল গড়ে ৫১.৭১ ডলার। বর্তমানে ব্যারেলপ্রতি দাম ৫৩ ডলারের নিচে। ২০১৬ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা ছিল দৈনিক প্রায় ৯৫ মিলিয়ন ব্যারেল। বিপি মনে করে, যুক্তরাষ্ট্রের শেল উৎপাদন বাড়ায় তেলের দাম বাড়ার সুযোগ নেই। ফলে ব্রেন্ট তেলের বর্তমান দামই ২০১৮ সালে অপরিবর্তিত থাকবে।

SUROZ Islam
2019-09-16, 05:58 PM
সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানী তেল রপ্তানিকারক। প্রতিদিন তারা ৭০ লাখ ব্যারেলের বেশি জ্বালানী তেল রপ্তানি করে, আর বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার বা সৌদি আরবের বৃহৎ দুটি তেলক্ষেত্রে হুথি বিদ্রোহীদের হামলায় পর বিশ্বে জ্বালানী তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে এবং জ্বালানী তেলের আন্তর্জাতিক বাজারে শংকা তৈরি হয়েছে। কেননা এতে বিশ্বের বৃহৎ তেল রপ্তানিকারক দেশটির তেলের উৎপাদন নেমে আসবে অর্ধেকে। যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। সৌদি আরবের দুটি তেল ক্ষেত্রে হামলার পর অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আজকের দিনের শুরুতে অপরিশোধিত জ্বালানী তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়টি অনুমোদন করার পর জ্বালানী তেলের দাম আবারো কমে আসে। সৌদি আরবের যে দুটি তেলক্ষেত্রে হামলা হয়েছে সেগুলো পুনরায় উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

Montu Zaman
2019-09-19, 02:53 PM
সৌদি তেল ক্ষেত্রে হামলায় ঘটনায় তেহরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র মোটামুটি নিশ্চিত সৌদি আরবের দুটো প্রধান তেল ক্ষেত্রে ড্রোন হামলার পেছনে সরাসরি ইরানের হাত ছিল। প্রমাণের জন্য তারা বিভিন্ন স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। সৌদি আরবের দুটো প্রধান তেল ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ অন্তত পাঁচ শতাংশ কমে গেছে। সরবরাহে ঘাটতি এবং যুদ্ধ শুরুর আশঙ্কায় তেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। সোমবার অপরিশোধিত তেলের বাজারে দাম একদিনে ১৫ শতাংশ বেড়ে যায়। দাম বৃদ্ধির এত দ্রুত হার গত ৩০ বছরে দেখা যায়নি।

SUROZ Islam
2020-02-12, 05:50 PM
10068
নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। নতুন চ্যালেঞ্জের পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। ভাইরাসের সংক্রমণে চীনে জ্বালানি তেলের চাহিদা কমতে শুরু করেছে। ক্রমশ শ্লথ হয়ে পড়ছে অর্থনীতি। এ পরিস্থিতি অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন ঘটিয়েছে। কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে টানা কমতে কমতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। বিশ্লেষকদের ধারণা, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তারে দ্রুত লাগাম টানা সম্ভব না হলে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

Montu Zaman
2020-03-11, 05:26 PM
10309
কভিড-১৯ আতঙ্কে বছরের শুরু থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের বাজার নিম্নমুখী প্রবণতায় ছিল। সোমবার বাজার পরিস্থিতি বড় ধাক্কা খেয়েছে। একদিনেই রেকর্ড দরপতনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট ক্রুডের ব্যারেল ৩০ ডলারে নেমে এসেছে। নব্বইয়ের দশকের শুরুর পর এদিন জ্বালানি পণ্যটির সর্বোচ্চ দরপতন ঘটেছে। তবে এবারের আঘাত নভেল করোনাভাইরাস নয়। বরং রাশিয়ার সঙ্গে জ্বালানি পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সমঝোতায় পৌঁছাতে না পারা। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং চলমান মূল্যযুদ্ধের জের ধরে স্বল্প সময়ের জন্য আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০ ডলারে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস

SUROZ Islam
2020-03-29, 06:16 PM
10436
মার্চের শুরুতে ওপেক-নন ওপেক দেশগুলোর ভিয়েনা বৈঠকে জ্বালানি তেলের সম্মিলিত উত্তোলন আরো কমিয়ে আনাসংক্রান্ত সৌদি আরবের প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার মধ্য দিয়ে বাজারে নতুন মূল্যযুদ্ধের সূচনা করে মস্কো ও রিয়াদ। আন্তর্জাতিক বাজারেএর জের ধরে তেলের দাম কমিয়ে দেয়া হয়। চাহিদা ও সরবরাহের ভারসাম্য বিঘ্নিত হয়ে জ্বালানি তেলের রেকর্ড দরপতন হয়ে সর্বোচ্চ ৫০ থেকে ৩০ ডলারের নিচে নেমে আসে। তবে রাশিয়ার ডেপুটি জ্বালানিমন্ত্রী পাভেল সরোকিন এ আশাবাদ ব্যক্ত করেছেন যে জ্বালানি তেলের বাজার ভারসাম্য ফিরতে অন্তত এক বছর সময় লাগতে পারে। সেক্ষেত্রে ২০২১ সালের আগে কাক্ষিত মাত্রায় মূল্যবৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। কেননা করোনা ভাইরাস মহামারী দ্রুত লাগাম টানা সম্ভব না হলে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বাড়বে না এবং দাম বাড়ানোও কঠিন হয়ে পড়বে।

Rassel Vuiya
2020-03-31, 12:16 PM
10473
বিগত এক মাসে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দর অর্ধেকের বেশি কমেছে। এই মাসের শুরুতে তেলের দাম নিয়ে সৌদি আরব এবং রাশিয়ার টানাপড়েনে বড়ো দরপতন হয়। এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করায় সারা বিশ্বে জ্বালানি তেলের চাহিদা কমে গেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর ২২ দশমিক ৫৮ ডলারে নেমে আসে। এমন পরিস্থিতিতে সোমবার (৩০ মার্চ) বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ ফোনালাপে তেলের দাম নিয়ে বৈঠক করেন ট্রাম্প এবং পুতিন।

SR12
2020-03-31, 01:37 PM
ক্রুড যখন ৫৬..৬০ এ ছিলো তখন আমি মার্কেটে একটি বাই এন্ট্রি নিয়েছিলাম এবং ঐ পজিশনে মার্কেট থেকে প্রায় ৩০০ পিপস লস করেছিলাম তারপরে আর ক্রুড ওয়েলে ট্রেড করা হয় নি কারন তারপরে মার্কেটে করোনার একটা হিউজ ইমপ্যাক্ট পড়েছে এবং মার্কেটের দরপতন এতটাই হয়েছে যে মার্কেট এখন ২০.০০ এর নিচে নেমে এসেছিলো। মার্কেট আমি এখনো ট্রেড করার জন্য ক্রুড উপযুক্ত পজিশনে আছে বলে মনে করছি না। তবে যদি কোনো আপট্রেন্ড ক্রিয়েট হয় তখনই ট্রেড নেওয়ার চেষ্টা করবো। 10478

DhakaFX
2020-04-15, 05:27 PM
দীর্ঘ আলোচনা ও দরকষাকষির পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে ওপেক-নন ওপেক দেশগুলো। ফলে আলোর মুখ দেখতে যাচ্ছে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাসের কাঙ্ক্ষিত চুক্তি। ওপেক সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় ওপেক-নন ওপেক দেশগুলো সম্মিলিতভাবে জ্বালানি পণ্যটির বৈশ্বিক সরবরাহের ২০ শতাংশ কমিয়ে আনবে। এমনকি যুক্তরাষ্ট্র আগে কখনো ওপেক-নন ওপেক দেশগুলোর চুক্তির শর্ত মেনে না চললেও, এবারের এই শর্ত মেনে চলবে।
http://forex-bangla.com/customavatars/189278221.gif
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতনের লাগাম টানতে এবং চলমান মূল্যযুদ্ধ নিরসনে নজিরবিহীন ঐকমত্যে পৌঁছেছে সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ তিনটি দেশসহ ওপেক-নন ওপেক জোট অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সম্মিলিতভাবে দৈনিক গড়ে ৯৭ লাখ ব্যারেল কমিয়ে আনবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির সরবরাহ ২০ শতাংশ কমে আসবে বলে আশা করছে জোটটি। আগামী ১ মে থেকে চুক্তিটি কার্যকর হবে। কার্যকর থাকতে পারে পরের বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। ওপেকের ইতিহাসে আগে কখনই জ্বালানি পণ্যটির উত্তোলন এতটা কমিয়ে আনা হয়নি।

SUROZ Islam
2020-04-20, 06:24 PM
10669
তেলের দাম মাত্র ১৫ ডলারে - ২১ বছরের সর্বনিম্ন প্রাইস, গত ২১ বছরের মধ্যে এতটা পতন আর দেখেনি তেলের বাজার। চাহিদা কমায় অন্যদিকে সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় যুক্তরাষ্ট্রভিত্ িক জ্বালানি তেলের দামে অনেকটা ধস নেমেছে। আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ শতাংশ কমে গেছে। প্রতি ব্যারেল ১৫ দশমিক ৬৫ ডলারে গিয়ে ঠেকেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল ১৫ দশমিক ৬৫ ডলারে গিয়ে ঠেকেছে।করোনাভাইর স মহামারির কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে জ্বালানি তেলের বাজার। বিশ্ববাজারে হু হু করে কমছে দাম। যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষরণাগারগুলো অতিরিক্ত তেলের চাপ আর নিতে পারছে না। এতে দাম আরও কমে যাচ্ছে।গত এক মাস ধরে কম চাহিদার চাপ ও উৎপাদন কমানো নিয়ে তর্কবিতর্ক চলছে তেলের বাজারে। অবশ্য চলতি বছরের শুরু থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে তেলের ওপর। মার্চের শেষে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা শুরু হয় তেল উতপাদনকারী দেশগুলোর মধ্যে। গত ১৩ এপ্রিল নানা আলোচনা জল্পনার পর ওপেক প্লাস ও তেল উৎপাদক মিত্রদেশগুলো উৎপাদন কমানোর ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায়। দৈনিক ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে একমত হয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের এই জোট, যা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ। তবে অনেক বিশ্লেষক মনে করছেন বর্তমানে পরিস্থিতি যে অবস্থায় গেছে এটি যথেষ্ট নয়। দ্রুত দাম বাড়ার সম্ভাবনা না থাকলেও এবং তেলের দাম সামনে আরো কমার সম্ভাবনা থাকলেও, কলকারখানাগুলো চালু হলেই তেলের দাম যে দ্রুত আবার ৩০ থেকে ৪০ ডলারে ফিরে যাবে, এ নিয়ে অনেকেরই কোন সন্দেহ নেই। তাই দীর্ঘমেয়াদে যারা তেল কিনতে আগ্রহী, প্রস্তুত হচ্ছেন তারা। উল্লেখ্য যে ইন্সটাফরেক্স ব্রোকারে তেল (Oil) ট্রেড করা যায়।

Rassel Vuiya
2020-04-21, 12:46 PM
10675
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে চাহিদা তলানিতে নেমে আসায় ইতিহাসে প্রথমবারের মত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে শূন্যেরও নিচে। সোমবার নজিরবিহীন এই পরিস্থিতির মধ্যে যখন বাজার শেষ হল, তখন ফিউচার মার্কেটে মে মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল মাইনাস ৩৭.৬৩ ডলার। এর মানে হল, তখন ক্রেতাকে প্রতি ব্যারেল তেলের সঙ্গে এই পরিমাণ অর্থও দিতে রাজি ছিলেন উৎপাদকরা। চাহিদা না থাকা ও উৎপাদন অব্যাহত থাকায় মে মাসেই তেল মজুদের আর জায়গা থাকবে না বলে আশঙ্কার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম মঙ্গলবার ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক পর্যায়ে উঠে। বিশ্ব মান সময় ৩টা ৫৬ মিনিটে ৩৯ ডলার পুনরুদ্ধার হয়ে এই তেল ১ দশমিক ৩৭ ডলারে বিক্রি হয়।

Sakib42
2020-04-22, 12:09 AM
10675
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে চাহিদা তলানিতে নেমে আসায় ইতিহাসে প্রথমবারের মত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে শূন্যেরও নিচে। সোমবার নজিরবিহীন এই পরিস্থিতির মধ্যে যখন বাজার শেষ হল, তখন ফিউচার মার্কেটে মে মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল মাইনাস ৩৭.৬৩ ডলার। এর মানে হল, তখন ক্রেতাকে প্রতি ব্যারেল তেলের সঙ্গে এই পরিমাণ অর্থও দিতে রাজি ছিলেন উৎপাদকরা। চাহিদা না থাকা ও উৎপাদন অব্যাহত থাকায় মে মাসেই তেল মজুদের আর জায়গা থাকবে না বলে আশঙ্কার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম মঙ্গলবার ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক পর্যায়ে উঠে। বিশ্ব মান সময় ৩টা ৫৬ মিনিটে ৩৯ ডলার পুনরুদ্ধার হয়ে এই তেল ১ দশমিক ৩৭ ডলারে বিক্রি হয়।

ইতিহাসে অন্যতম হোয়ে থাকবে জ্বালানি তেলের এই দাম কারণ পূর্বে কখনো তেল এর দাম এমন হয় নি যেইটা এই মহামারীর কারণে হয়েছে।দুনিয়া এখন থেমে রয়েছে তাই যখনি করোনা ভাইরাস থেকে মুক্ত পাবো তখনি দুনিয়া সচল হবে এবং সব কিছুর দাম পুনরায় বৃদ্ধি পাবে এবং আমার মনে হয় এই লাফে 60 পার হয়ে যাবে দাম

Tofazzal Mia
2020-05-19, 06:14 PM
11030
ক্রুড ও্রয়েল ট্রেডার হিসাবে আমি কয়েক সপ্তাহ আগে থেকেই দেখেছি যে দামটি দ্রুত ৩০ মার্কিন ডলারে যাবে এবং আমারা এই মুহুর্তটি ধরার সময়ও পাবো না। এই মুহুর্তে আমি মনে করি যে সামান্য সংশোধন সম্ভব। তবে, আমি নিশ্চিত তেল আরও ৪০-এর লেভেলে চলে যাবে। চাহিদা ধীরে ধীরে বাড়ছে এবং ভ্রমণের উপর কড়াকড়ি প্রত্যাহার করা হচ্ছে। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানী যেমন শেল তেল আউটপুট কমাতে নারাজ থাকা সত্ত্বেও ওপেক + তার নতুন চুক্তির সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে । এছাড়া কোভিড -১৯ এর বিরুদ্ধে ভ্যাকসিনের আগমনও মার্কেট চাঙ্গা হবার আশা দিচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে তেলের দাম হ্রাস পাওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছি না। মধ্যমেয়াদে ক্রুড ও্রয়েল অপরিশোধিত দাম অব্যাহত রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। ১০০-৫০০ পিপসের মধ্যে ওঠানামা হতে পারে। আমি ৪০-৫০% শতাংশ বৃদ্ধির সম্ভাবনাটি খুব আশা দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছি।
11031
যাইহোক, চার্টে নির্দেশিত লাল তীর ৬২তেএ, যা আপনি চার্টে দেখতে পাচ্ছেন, সহজেই এই গ্রীষ্ম বা শরতের মধ্যেই খুব শীঘ্রই একটি বাস্তব দৃশ্যে পরিণত হতে পারে, বিশেষত যদি বিমান ভ্রমণ আরও সক্রিয় হয়। জ্বালানির চাহিদা আরও বাড়বে। এছাড়াও, মার্কিন শেয়ার বাজারে তেলের দামের বৃদ্ধি সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ, এসপি 500 এর পরবর্তী মাসগুলিতে ঐতিহাসিক সর্বোচ্চ দাম হবার ভাল সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে, কোনও নেতিবাচক কারণ না থাকলে তেল এর দাম বৃদ্ধি পাবে নিশ্চিত। এই মুহুর্তে, আমাদের ৩০-২৯ এর লেভেলে সংশোধনমূলক পতনের জন্য অপেক্ষা করতে হবে। যাইহোক, এটি মোটেও হবার সম্ভাবনা নেই এবং দামটি আরও 35 এবং এরও বেশি হতে পারে।

JUHAIRJABIR2
2020-05-19, 09:26 PM
ক্রড ডেইলি টাইম ফ্রেম এ রিভার্স হেড এন্ড সোল্ডার করার জন্য এগোচ্ছে মনে হচ্ছে। যদিও রাইট সোলডার এখন ও কমপ্লিট হয়নি। তবে সম্ভাবনা অনেক বেশি।

JUHAIRJABIR2
2020-05-19, 09:31 PM
ক্রড ডেইলি টাইম ফ্রেম এ রিভার্স হেড এন্ড সোল্ডার করার জন্য এগোচ্ছে মনে হচ্ছে। যদিও রাইট সোলডার এখন ও কমপ্লিট হয়নি। তবে সম্ভাবনা অনেক বেশি।

যদি রিভার্স হেড এন্ড সোল্ডার করে এবং ব্রেক আউট করে তাহলে ক্রড এর ভবিষ্যৎ গন্তব্য হবে ৬০। যদি ও সময় এর ব্যাপার আছে।এর মধ্যে অনেক বার সুইং এন্ট্রি ও এক্সিট নেয়া যাবে।

EmonFX
2020-10-01, 04:38 PM
বিশ্বব্যাপী কোভিড-১৯ আতঙ্ক কাটিয়ে তেলের বাজার প্রায় আগের অবস্থানে ফিরে এসেছে। যেখানে এপ্রিল মাসে তেলের মূল্য সর্বনিম্ন -0.04 ডলারে নেমেছিলো সেখান থেকে তেলের মূল্য একটা ভারসাম্যপূর্ন অবস্থায় অবস্থান করছে। বর্তমানে তেলের মূল্য 40 ডলারে অবস্থান করছে। কিছুদিন আগেও কোভিড-১৯ পরবর্তী সর্বোচ্চ 43.47 ডলার স্পর্স করেছিলো। সকল ঝক্কি কাটিয়ে তেলের বাজার বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। কোভিড-১৯ সংকট কাটিয়ে খুব শীঘ্রই আবারো আগের অবস্থানে ফিরবে বলে আশা করা যায়। তাছাড়া মার্কিন নির্বাচনকে সামনে রেখে তেলের উৎপাদন কিছুটা ব্যহত হওয়ার কারনেও এর উপর প্রভাব ফেলছে। নির্বাচন শেষে আবারো আগের অবস্থানে ফিরবে বলে আশা করা যায়।
12430

FXBD
2020-10-21, 06:08 PM
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল টানা চতুর্থ দিনের মতো জ্বালানি তেলের দরপতন ঘটেছে। আবার লিবিয়ার উত্তোলন বৃদ্ধিও জ্বালানি তেলের বাজারে বিরাট প্রভাব ফেলেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসে এদিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩২ সেন্ট বা দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ ডলার ৩০ সেন্টে, যেখানে আগের দিন কমেছিল ৩১ সেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২৬ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০ ডলার ৫৭ সেন্টে, যা আগের দিন কমেছিল ৫ সেন্ট।
12640
গত সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী কভিড-১৯ সংক্রমণ চার কোটি ছাড়িয়ে যায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তের হার বাড়তে থাকায় ইউরোপ ও উত্তর আমেরিকায় আবারো অচলাবস্থা তৈরি হচ্ছে। ফলে জ্বালানি তেলের বাজার আবারো নিম্নমুখী হওয়া শুরু করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। বৈশ্বিক জ্বালানি বাজারবিষয়ক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ভান্দানা ইনসাইটের জ্বালানি বিশ্লেষক ভান্দানা হরি মনে করেন, জ্বালানি তেলের বাজার আবারো ক্রমান্বয়ে বিষণ্নতায় ঢেকে যাচ্ছে। কারণ জ্বালানি পণ্যটির চাহিদার চিত্র এরই মধ্যে বেশ দুর্বল হয়ে পড়েছে।

Montu Zaman
2020-11-10, 04:49 PM
হ্যালো ট্রেডার ভাইয়েরা,
গতকাল থেকে দামটি রেজিস্টেন্স জোনে পৌঁছেছিল তবে 41.50 এর লেভেলটি হিট করতে ব্যর্থ হয়েছিল। অতএব, আমি ধরে নিয়েছি যে এই পেয়ারটি আজ 36 এর অঞ্চলে নেমে যাবে। ক্রড ওয়েল বেশ দীর্ঘ সময় ধরে ফ্ল্যাট ছিল। সুতরাং, কেন এইভাবে আরও বেশি দিন থাকবেন না। সাধারণভাবে, আমি আশা করি ক্রড ওয়েল এর মুভমেন্ট ডাউনসাইডের দিকে চলে যাবে। আমি বিশ্বাস করি না যে দামটি 41.50 এর লেভেলটি ভেঙে স্থির হতে পারে। এই লেভেলে বরং একটি শক্তিশালী রেজিস্টেন্স রয়েছে। তবে এগুলি কেবল আমার অনুমান, m30 চার্ট অনুসারে, বর্তমান ট্রেন্ডটি আপওয়াড রয়েছে। প্রাইস কোর্ট 39.50 লেভেল বা 37.85-37.75 এর ক্ষেত্র থেকে বিপরীত হতে পারে। ফলে দামটি 39 এর ঘরের মধ্যে ভেঙে গেলে আপনি লং পজিশনে ট্রেডখোলা শুরু করতে পারেন। এই ক্ষেত্রে, আপনাকে 38.80 এর নিকটতম সাপোর্ট লেভেলে রং পজিশনটি বিবেচনা করা উচিত। দাম যদি এর নীচে চলে যায়, তবে কেবাই ডিলগুলি আর প্রাসঙ্গিক হবে না এবং আপনার ছোট অবস্থানগুলি খোলার বিষয়টি বিবেচনা করা উচিত। একটি সুন্দর ট্রেডিং দিনের প্রত্যাশায়!
1282712828

FXBD
2020-11-15, 04:48 PM
নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী অপরিশোধিত জ্বালানি তেলের বাজারকে টালমাটাল অবস্থায় ফেলে দিয়েছে। চলতি বছরের শুরু থেকে চাহিদায় রেকর্ড পতন জ্বালানি পণ্যটির দাম কমিয়ে দেয়। তবে বাজার বিশ্লেষকরা আশা করেছিলেন, ২০২০ সালের শেষ নাগাদ কিংবা আগামী বছর করোনা মহামারীর ধাক্কা সামলে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে। তবে তাদের সেই আশা ফিকে হতে শুরু করেছে। শীত মৌসুমের প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় এরই মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। প্রতিদিনই রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ফলে আগামী দিনগুলোয় বিশ্বজুড়ে করোনা মহামারী আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটা হলে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার নতুন করে ধাক্কা খাবে। কমতে পারে জ্বালানি পণ্যটির চাহিদা ও দাম। এ সম্ভাবনা মাথায় রেখে গোল্ডম্যান স্যাকস ও সিটি গ্রুপের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের সম্ভাব্য দামের প্রাক্কলন কমিয়ে এনেছে। পরিস্থিতি বিশ্লেষণ করে এসব প্রতিষ্ঠান বলছে, অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর আশা সুদূরপরাহত।চলতি বছরের জানুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ধাক্কা খেতে শুরু করে। ওই সময় চীন ছাড়িয়ে ইউরোপের দেশগুলোয় ছড়িয়ে পড়ছিল করোনা সংক্রমণ। পরে পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে তছনছ করে করোনার বিশ্বজুড়ে বিস্তার ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করে। সংক্রমণ ঠেকাতে লকডাউনে চলে যায় একের পর এক দেশ। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। থমকে যায় যোগাযোগ ও পরিবহন খাত। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্বের অর্থনীতি।
এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমতে শুরু করে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশ ের (ইআইএ) তথ্য অনুযায়ী, করোনার কারণে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদায় যে হারে পতন দেখা গেছে, তা ইতিহাসে কখনই ঘটেনি। বিশেষত দেশে দেশে যানবাহন বন্ধ থাকা ও কারখানাগুলোর কার্যক্রম সীমিত হয়ে আসায় জ্বালানি পণ্যটির চাহিদা হু হু করে কমতে শুরু করে। চাহিদা পতনের সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমতে শুরু করে। এ ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি পণ্যটির ব্যারেল শূন্য ডলারের নিচে নেমে যায়। অর্থাৎ পরিস্থিতি এমন দাঁড়ায়, বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জ্বালানি তেলের সাথে সাথে এর পরিবহন ব্যয়ও ক্রেতাদের পরিশোধ করেছে। জ্বালানি পণ্যটির ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।
নজিরবিহীন এ পরিস্থিতিতেও আশার কথা শুনিয়েছেন বাজার বিশ্লেষকরা। তাদের ভাষ্য, ২০২০ সালের শেষ নাগাদ কিংবা আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার পরিস্থিতি। বাড়তে পারে দাম। সেই অনুযায়ী পূর্বাভাসও দিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান। তবে বছরের শেষ ভাগে এসে বাস্তবতা বিবেচনায় সেই অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে পূর্বাভাসকারী প্রতিষ্ঠানগুলো। মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস এর আগে বলেছিল, ২০২১ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়াতে পারে ৫৯ ডলার ৪০ সেন্টে। আর প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) গড় দাম ৫৫ ডলার ৯০ সেন্ট প্রাক্কলন করেছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দুই ধরনের জ্বালানি তেলের সম্ভাব্য গড় দামের পূর্বাভাস কমিয়ে এনেছে গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি এখন বলছে, ২০২১ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়াতে পারে ৫৫ ডলারে। আর ডব্লিউটিআইয়ের সম্ভাব্য গড় দাম দাঁড়াতে পারে ৫২ ডলার ৮০ সেন্টে।
একই পথে হেঁটেছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান সিটি গ্রুপও। প্রতিষ্ঠানটি এর আগে বলেছিল, আগামী বছর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম ৫৪ ডলার হতে পারে। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি এর গড় দাম ব্যারেলপ্রতি ৫ ডলার কমিয়ে ৪৯ ডলারে নামিয়ে এনেছে। সিটি গ্রুপের প্রতিবেদনে ব্রেন্ট ক্রুডের গড় দামের প্রাক্কলনও কমানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ২০২১ সালে আন্তংর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির গড় দাম দাঁড়াতে পারে ৫৪ ডলারে। আগের প্রতিবেদনে প্রতিষ্ঠানটি ব্রেন্ট ক্রুডের সম্ভাব্য গড় দাম ব্যারেলপ্রতি ৫৯ ডলার প্রাক্কলন করেছিল।
http://forex-bangla.com/customavatars/623532401.jpg

SUROZ Islam
2020-11-18, 03:57 PM
মঙ্গলবার সকালে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। তেল বাজারে এই ইতিবাচক বৃদ্ধি করোনভাইরাস সংক্রমণের বিরুদ্ধে অন্য একটি ভ্যাকসিনের সফল পরীক্ষার খবরের কারণ হিসাবে ছিল, পাশাপাশি বিশ্বব্যাপী মহামারীর কারণে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তেল উত্পাদন বৃদ্ধির সময় পিছিয়ে দেওয়ার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে ওপেকের সিদ্ধান্তের প্রত্যাশাও ছিলো। সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি সংস্থা করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে একটি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের পরবর্তী পর্যায়ে কাজ শেষ করেছে। পরীক্ষার তৃতীয় পর্যায়ে ড্রাগের কার্যকারিতা 94.5% এর চেয়ে বেশি। এটি আরও বেশি আশা জাগিয়ে তোলে যে কোভিড-১৯ মহামারীটি পূর্বের চিন্তার চেয়ে দ্রুত মোকাবেলা করা হবে।
লন্ডনে ট্রেডিং ফ্লোরে জানুয়ারির ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুড তেলের জন্য ফিউচার চুক্তির দাম 0.84% বা $0.37 ডলার বেড়েছে, যা এটাকে ব্যারেল প্রতি $44.19 পৌঁছাতে সহায়তা করেছে। সোমবারের ব্যবসায়িক দিনটিও ইতিবাচক ছিল: সেশন শেষে চুক্তিগুলি যথেষ্ট পরিমাণে 2.4% বা 1.04 ডলার বেড়েছে। সুতরাং, সমাপ্তির দাম ছিল ব্যারেল প্রতি $ 43.82। নিউইয়র্কের ইলেক্ট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্মে ডিসেম্বরে ডাব্লুটিআই লাইট অপরিশোধিত তেলের জন্য ফিউচার চুক্তির দাম 0.7% বা 0.29 ডলার বেড়েছে, যার ফলে ব্যারেল প্রতি 41.63 ডলারে বৃদ্ধি পেয়েছে।
সোমবারের ট্রেডিং সেশন 3% বা $1.21 বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে, যার ফলে প্রতি ব্যারেলের দাম 41.34 ডলারে দাঁড়িয়েছে। তেল বাজার ওপেকের কাছ থেকে ভাল সমর্থন নিয়েছে। আগামী বছরের শুরুর দিকে নির্ধারিত কালো সোনার উত্পাদন বৃদ্ধির সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার এই সংস্থার মনিটরিং কমিটির মন্ত্রীদের একটি বৈঠক বসেছে। স্মরণ করুন যে দেশগুলির মধ্যে চুক্তি অনুসারে, ২০২১ সালের জানুয়ারিতে তেল উৎপাদনে প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেল পরিকল্পিতভাবে বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তবে মহামারী ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলির আলোকে বলা যায় তেলের বাজারের জন্য এটি মারাত্মক হতে পারে বলে এই বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে। সোমবার ওপেকের কারিগরি কমিটির বৈঠকে মন্ত্রীদের প্রায় তিন থেকে ছয় মাস সময়কালের জন্য উত্পাদনশীল স্তরের বজায় রাখার সুপারিশ করা হয়। ধারণা করা হয় যে এই সময়ের মধ্যে কাঁচামালের বাজার স্থিতিশীল হতে সক্ষম হবে।এখন তেলের দাম বাড়ছে, যা টেকসই বিবেচনা করা যায় না। ভ্যাকসিনের খবর এর কারণে এখন দাম বাড়ছে। কিছু বিশ্লেষক সতর্ক করেছেন যে ওষুধ ছয় মাসের আগে আর ব্যাপকভাবে পাওয়া যাবে না। এই ক্ষেত্রে, সফল পরীক্ষাগুলির প্রায়শই হাইপটি পুনরুদ্ধারের জন্য একটি অস্থায়ী ফ্যাক্টরের মতো দেখায়, যা শীঘ্রই বাজারগুলিতে প্রভাব ফেলবে। এবং তারপরে বিনিয়োগকারীরা আবার মহামারী সংক্রান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করবেন, এটি লক্ষ্য করা উচিত, কিছুতেই উন্নতি হচ্ছে না। বিশ্বে করোনভাইরাস সংক্রমণের নতুন সংক্রমণের সংখ্যা প্রতিদিনই দ্রুত বাড়ছে, এর সাথে আরও কঠোর পদক্ষেপের ব্যবস্থা করা যা আরও অস্থিতিশীল।
ওপেক যদি উত্পাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় তবে এটি কমপক্ষে লিবিয়া থেকে কাঁচামাল সরবরাহের বৃদ্ধির ক্ষতিপূরণ দেবে, যা ইতিমধ্যে বাজারের অংশগ্রহণকারীদের মেজাজকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। স্মরণ করুন যে লিবিয়ার কর্তৃপক্ষ দেশে উত্পাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এটি ইতিমধ্যে প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। তেলের কাঁচামালগুলির চাহিদা কম থাকা আজও সবচেয়ে তীব্র সমস্যা। যতক্ষণ না করোনভাইরাস মহামারী এ জাতীয় উল্লেখযোগ্য চাপ প্রয়োগ না করে ততক্ষণ পর্যন্ত স্থিতিশীল হওয়া অত্যন্ত কঠিন। দ্বিতীয় তরঙ্গ এবং নতুন বিধিনিষেধমূলক ব্যবস্থার কারণে এই পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে।
http://forex-bangla.com/customavatars/323366385.jpg

SUROZ Islam
2020-12-08, 07:02 PM
সৌদি আরব থেকে রফতানি হওয়া অপরিশোধিত জ্বালানি তেলের অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। এ দুই মিত্র দেশের মধ্যে প্রতি বছর বিলিয়ন ডলারের জ্বালানি বাণিজ্য হয়। তবে করোনা মহামারীর মধ্যে সৌদি-মার্কিন জ্বালানি তেল বাণিজ্যে ভাটার টান দেখা গেছে। এ ধারাবাহিকতায় গত অক্টোবরে সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। অক্টোবরে আগের সেই রেকর্ড ভেঙেছে। এ সময় সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আরো কমে দৈনিক গড়ে এক লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে। ৩৫ বছরের মধ্যে কোনো মাসে সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ ব্যারেলের কম অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়নি। চলতি বছরের মার্চ-এপ্রিলে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে রাশিয়ার সঙ্গে সৌদি আরবের মূল্যযুদ্ধ চলছিল। ওই সময় দাম কম থাকায় মার্কিন ক্রেতারা সৌদি জ্বালানি তেল কেনা বাড়িয়ে দিয়েছিলেন। এর জের ধরে এপ্রিলে সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদিন গড়ে ১ লাখ ৩০ হাজার ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে কমালেও চীনে জ্বালানি তেলের রফতানি বাড়িয়েছে সৌদি আরব। চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) সৌদি আরব থেকে চীনের বাজারে প্রতিদিন ১৬-১৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। এর মধ্য দিয়ে চীনে জ্বালানি পণ্যটির আমদানি বাজারে নিজেদের অবস্থান পোক্ত করা নিয়ে রাশিয়ার সঙ্গে তুমুল প্রতিযোগিতায় নেমেছে সৌদি আরব।
http://forex-bangla.com/customavatars/998255251.jpg

EmonFX
2021-01-19, 04:33 PM
জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে উত্থান-পতনে জ্বালানি তেলের বাজার।

13456
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেয়ার আগের দিন উত্থান-পতনের মিশ্র প্রবণতায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের কেনাবেচা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক ব্যারেল অপরিশোধিত ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক ব্রেন্ট তেল বিক্রি হয়েছে ৫৫.০১ ডলারে। আগের দিনের সর্বশেষ দামের চেয়ে এই বাজার দর দশমিক ৪৭ শতাংশ বেশি। তবে, এরপরও বাজারের তথ্য বলছে, এই তেলের দাম গত সপ্তাহের মাঝামাঝি সময়ের তুলনায় প্রতি ব্যারেলে ২ ডলার করে কম।

আবার এদিন এক ব্যারেল আমেরিকান বেঞ্চমার্ক কেনাবেচা হয়েছে ৫২.৩২ ডলারে। অপরিশোধিত এই জ্বালানি তেলের দাম আবার আগের দিনের (সোমবার) তুলনায় দশমিক ১৯ শতাংশ কম।
২০২০ সালে করোনার দাপটের মধ্যেও যখন বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ব্যাপকহারে কমতে থাকলেও ২য় শীর্ষ তেল শোধনকারী দেশ চীনে এর চাহিদা ঠিকই তুঙ্গেই ছিল।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যে দেখা যাচ্ছে, মহামারিকালেও ২০১৯ সালের তুলনায় গত বছর ৩ শতাংশ বেশি জ্বালানি তেল শোধন করেছে। চীনের এই চাহিদাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তবে, দুশ্চিন্তায় ফেলেছে করোনার ২য় ধাপের সংক্রমণ। এরই মধ্যে এটি রোধে চীনের ৩টি প্রদেশের অন্তত ১১টি অঞ্চল লকডাউনে গেছে। সোমবারের (১৮ জানুয়ারি) লকডাউনের হিসাবে দেখা যাচ্ছে ফ্রান্স, ইতালি, গ্রিস তাদের রাতের কারফিউ চলমান রাখছে আর জার্মানি এ ব্যাপারে কতটা কঠোর হবে তা নির্ভর করছে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সে দেশের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার আয়োজিত বৈঠকে গৃহিত সিদ্ধান্তের ওপর।

এদিকে, ডেনমার্কের স্যাক্সো ব্যাংকের পূর্বাভাসের পরিষ্কার কিছু বলা না হলেও সোমবার ব্যাংকটি জানিয়েছে, করোনার এই দ্রুত ছড়িয়ে পড়ার মধ্যে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি সত্যিই বড় চ্যালেঞ্জের বিষয়।

Bossking
2021-01-25, 12:36 PM
বিশ্বব্যাপী জ্বালানী ব্যয় আগের মাসে বৃহত্তর অংশে কমেছে। সম্প্রতি, সৌদি আরব এবং রাশিয়ায় তেলের দাম কপোতিত। করোনার সংক্রমণের (কোভিড -১৯) মহামারীর কারণে এই ফোরটির আগ্রহ পুরোপুরি বিকশিত হয়েছে। কাঁচা পেট্রোলিয়ামের দাম ব্যারেল প্রতি 22.56 ডলারে নেমে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার (৩০ মার্চ) বৈঠক করেছেন। রাশিয়ান সরকার অনুসারে, ট্রাম্প এবং পুতিনের তেলের ব্যয় নিয়ে দীর্ঘ টেলিফোনে আলোচনা হয়েছিল।

EmonFX
2021-03-09, 11:46 AM
ওপেক গ্রুপের অপ্রত্যাশিত সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসাবে শুক্রবার তেলের দামগুলি তাত্পর্যপূর্ণভাব বেড়ে গেছে ৬৯.১৪ মার্কিন ডলার। এছাড়াও, একটি প্রতিবেদনে দেখানো হয়েছে যে মার্কিন অর্থনীতি ফেব্রুয়ারির তুলনায় প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করার পরে বাজারটি আরও বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ দিক নন-ফারম বেতনভিত্তিক প্রতিবেদনটি ইতিবাচক লক্ষণ দেখায় যে আমেরিকানরা মহামারীবহুল আচরণের নিকটে রয়েছে এবং এটি ক্রুড অয়েলের জোরালো চাহিদা বাড়িয়ে তুলবে। তেলের দাম পুনরুদ্ধার মার্কিন যুক্তরাষ্ট্রে তেল ডিলারদের ভালভাবে ফিরে আসতে উত্সাহিত করেছিল। শক্তি পরিষেবা সংস্থা বাকের হিউজেস কো-এর মতে, ছয় মাস সরাসরি বেড়ে যাওয়ার পরে গত সপ্তাহে তেলের অপরিশোধিত তেলের দাম ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
13850

DhakaFX
2021-09-28, 12:56 PM
গোল্ডম্যান স্যাকস এবং ব্যাংক অব আমেরিকা সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছে যে শীতকালে তেলের দাম 100 ডলারে পৌঁছাবে। তারা বলেছিল যে এর মধ্যে চাহিদা বাড়তে হবে, যা সর্বনিম্ন মূল্যকে $ 85 লেভেলে নিয়ে যাবে। মূল্যায়নটি গত শুক্রবার প্রকাশ করা হয়েছিল, যখন গোল্ডম্যান স্যাকস ২০২১-এর শেষ প্রান্তিকে তার পূর্বাভাস প্রকাশ করেছিল। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, তারা বলেছিল যে তেলের দাম হবে প্রতি ব্যারেল প্রায় $০ ডলার, কারণ স্বাভাবিক গ্যাসের ঘাটতি এবং স্বাভাবিকের চেয়ে বেশি শীত। ইউরোপ এবং এশিয়ায়, চতুর্থ-চতুর্থাংশের মূল্য পূর্বাভাস থেকে দাম $ 5 / বিবিএল বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে। বিনিয়োগ ব্যাংক উল্লেখ করেছে যে এই শীতে সীমিত সরবরাহ তেলের বাজারের জন্য একটি স্পষ্ট এবং সম্ভাব্য উল্লেখযোগ্য বুলিশ অনুঘটক তৈরি করবে, যা অন্য একটি সম্ভাব্য কোভিড -১৯ তরঙ্গের কারণে বৈশ্বিক তেলের চাহিদা হ্রাসের ঝুঁকিকে ছাড়িয়ে যাবে। তারপর, পরবর্তী ছয় মাসে তেলের দাম প্রতি ব্যারেল $100 হবে বলে জানিয়েছে ব্যাংক অফ আমেরিকার বৈশ্বিক গবেষণা দল। তবে এটি কেবল তখনই ঘটবে যদি আসন্ন শীত প্রকৃতপক্ষে স্বাভাবিকের চেয়ে শীতল হয়ে যায়। ব্যাংক বিশ্লেষকরা বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা হবে আবহাওয়া। এর আগে, তেলের দাম প্রায় তিন বছরের উচ্চতায় পৌঁছেছিল এবং বিশ্ববাজারে উৎপাদনে বাধা থাকায় জ্বালানির সংস্থাগুলিকে মজুদ থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন করতে বাধ্য করেছিলো।
http://forex-bangla.com/customavatars/846920989.jpg

BDFOREX TRADER
2021-11-08, 12:29 PM
সরবরাহ সংকটের উদ্বেগ ও ক্রমবর্ধমান চাহিদায় একের পর এক রেকর্ড ভাঙছে। ব্রিটিশ বহুজাতিক জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি বিপি জানায়, অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চলতি বছর মহামারীপূর্ব অবস্থায় ফিরেছে। চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১০ কোটি ব্যারেলে। কিন্তু সে অনুপাতে বাড়েনি সরবরাহ। এ কারণে ধারাবাহিকভাবে দাম বাড়ছে। সম্প্রতি এক বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চার লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে একমত হয়েছে জোটের দেশগুলো। এ সিদ্ধান্ত থেকে সরে আসবে না তারা। ওপেক প্লাসের এমন সিদ্ধান্তের পরই দাম বেড়ে যায়। সর্বশেষ কার্যদিবসে আগামী বছরের জানুয়ারিতে সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের চুক্তিমূল্য প্রতি ব্যারেলে ২ ডলার ২০ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮২ ডলার ৭৪ সেন্টে। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) চুক্তিমূল্য ২ ডলার ৪৬ সেন্ট বৃদ্ধি পেয়েছে। প্রতি ব্যারেলে দাম ৮১ ডলার ২৭ সেন্টে উন্নীত হয়েছে।
15886

Tofazzal Mia
2021-11-16, 12:46 PM
সবাই কেমন আছেন!
ক্রুড ওয়েল ফিউচার এর ক্ষেত্রে, আমি আশা করি দাম মার্কেটে কিছুটা নিম্নমুখী হবে, তবে এটা সম্ভব শুধুমাত্র ঊর্ধ্বমুখী সংশোধনের মাধ্যমে। ক্রুড ওয়েল এর দাম ধীরে ধীরে ঘুরে দাড়াতে শুরু করেছে।
আমি অনুমান করি যে প্রাইস কোর্ট 82.00 এর রেজিস্টেন্স লেভেলে ফিরে আসবে এবং তারপরে আরও নীচে চলে যাবে। গত সপ্তাহে ক্রুড ওয়েল এর দাম কমেছে। যাইহোক, এপ্রিল থেকে নেতৃত্বে থাকা বুল ট্রেডাররা এখনও আশা করে যে ক্রুড ওয়েল এর মার্কেট আবারও তার বৃদ্ধি শুরু করবে। অতএব, তারা দামকে উপরে ঠেলে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।
একই সময়ে, দেখা যায় শর্ট পজিশনের পরিমাণও বাড়ছে।
15962
বিটকয়েনের কথা বলতে গেলে, আমি মনে করি পেনডিং অর্ডার থাকা সত্বেও ক্রিপ্টোকারেন্সি বাই করা খুবই ঝুঁকিপূর্ণ।
এটি পরীক্ষা করার জন্য দামকে ৬০ হাজার ডলারের সাপোর্ট লেভেলের দিকে চলে যাচ্ছে। যদিও বিটকয়েন এর দাম কমে যেতে পারে, যা ৫৮হাজার ডলার এর ঘর ছুঁয়েছে। গতকাল, আমি এই লেভেলে দাম টেনে আনতে বিয়ারের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছি। আজ, আমি নিশ্চিত যে এটি সবচেয়ে সম্ভাব্য দৃশ্যকল্প।
এই ক্ষেত্রে, আমি মনে করি যে লাভ করার সর্বোত্তম উপায় হল 60,000 এবং 58,000 লেভেলে লং পজিশন খোলা।
15963

EmonFX
2021-11-20, 08:26 PM
বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম
16002
টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। এতে এক মাসের মধ্যেই জ্বালানি তেলের দাম প্রায় ৯ শতাংশ কমেছে। সেই সঙ্গে ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্নে অবস্থান করছে।
সিএনবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ নভেম্বর) তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে কারণ নতুনভাবে করোনা লকডাউনের উদ্বেগ দেখা দিয়েছে।

জ্বালানি তেলের দাম ইউএস বেঞ্চমার্কে ৪ শতাংশেরও বেশি কমে সর্বনিম্ন ৭৫ দশমিক ৩৭ ডলারে অবস্থান করছে। যা গত ৭ অক্টোবরের আগে দেখা যায়নি।
এর আগে জ্বালানি তেলের দাম দফায় দফায় বেড়ে চলতি বছরের অক্টোবর মাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়।

Smd
2021-11-21, 06:37 PM
16012
ক্রুড ওয়েল বিগত কয়েক সপ্তাহ নিম্নমুখী অবস্থানে রয়েছে। বর্তমানে এটি 76.01 পজিশনে অবস্থান করছে। যেহেতু করোনা রোগীর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ইউরোপের বেশ কিছু দেশে সীমাবদ্বতা আনার জন্য বিল পাস করতে চাচ্ছে। এমতাবস্থায় তেলের বাজার কিছুটা নিম্নমুখী হওয়ায় স্বাভাবিক। তবে আশা করছি সামনের সপ্তাহে মার্কেট রিকোভারি করে উর্দ্বোগতি বজায় থাকবে যা 80 ডলার প্রতি বেরেলে গিয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ।

DhakaFX
2021-11-23, 01:04 PM
টানা কয়েক মাস বৃদ্ধির পর এবার ক্ষান্ত দিয়েছে জ্বালানির মূল্যসূচক। কোভিড সংক্রমণ যেমন চূড়ায় ওঠার পর কমতে শুরু করে, জ্বালানি তেলের দামও যেন তা–ই, প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়ানোর পর কমতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখার সময় ব্রেন্ট ক্রুড (তেলের মানদণ্ড) তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮১ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৮২ ডলার। আর তাতে ১ অক্টোবরের পর ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ, সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার এই দুই ধরনের তেলের দাম ৩ শতাংশ কমেছে। আর ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম টানা চার সপ্তাহ তেলের দাম কমল।
16035
তেলের দাম কমাতে ওপেক ও রাশিয়ার বিরুদ্ধে এককাট্টা হয়েছে যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন উন্নত দেশ। ওপেক এর আগে বলেছিল, আপাতত তেলের উৎপাদন বাড়াচ্ছে না। ফলে শঙ্কা তৈরি হয়েছিল, তেলের দাম আরও বাড়বে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেদের তেলের ভান্ডার থেকে বাজারে তেল ছাড়ার আলোচনা শুরু করেছে। আর তাতেই তেলের দাম কমতে শুরু করেছে। এই মজুতকে বলা হয় কৌশলগত মজুত। সাধারণত প্রাকৃতিক বিপর্যয় ও সরবরাহ–সংকট হলে এই মজুত থেকে তেল ছাড়া হয়। যুক্তরাষ্ট্র, জাপান ও চীন সম্মিলিতভাবে ১০ কোটি থেকে ১২ কোটি ব্যারেল তেল ছাড়তে পারে, সিটি ব্যাংক এনএর বিশ্লেষকেরা এক বার্তায় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে পারে সাড়ে চার কোটি থেকে ছয় কোটি ব্যারেল তেল, চীন ছাড়তে পারে তিন কোটি ব্যারেল, ভারত ৫০ লাখ ব্যারেল আর জাপান ও দক্ষিণ কোরিয়া এক কোটি ব্যারেল তেল ছাড়তে পারে। সিটি ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই তেল বাজারে ছাড়া হলে বাজারে দৈনিক অতিরিক্ত তেল সরবরাহের পরিমাণ দাঁড়াবে ১৫ লাখ থেকে ২০ লাখ ব্যারেল। এতে বাজার তেলে সয়লাব হয়ে যাবে। তখন স্বাভাবিকভাবেই দাম আরও কমে আসার কথা।
আরও কিছু কারণে ধারণা করা হচ্ছে তেলের দাম কমে আসবে। সেটা হলো, ইউরোপে করোনাভাইরাসের চতুর্থ ও পঞ্চম ঢেউয়ের হানা। ইতিমধ্যে অস্ট্রিয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। জার্মানি, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ভীতি জাগানোর মতো। ফরাসি মহামারি বিশেষজ্ঞরা ইতিমধ্যে বলেছেন, পঞ্চম ঢেউ আসন্ন। এতে ইউরোপে আবার চাহিদা কমে যাবে। তখন তেলের দাম আরও নিম্নমুখী হবে, এমনটাই আশা বিশ্লেষকদের। এর সঙ্গে যুক্ত হয়েছে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। ইতিমধ্যে রয়টার্সের এক খবরে বলা হয়েছে, এ বছর বৈশ্বিক কোম্পানিগুলো রেকর্ড পরিমাণ লভ্যাংশ দেবে। বিশ্লেষকেরা বলছেন, এতে জানুয়ারি পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।

Rassel Vuiya
2021-12-19, 03:54 PM
নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের উদ্বেগে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। নতুন করে আরোপিত বিধিনিষেধ জ্বালানি তেলের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্কভিত্তিক এনার্জি ফিউচারস মিজোহুর পরিচালক বব ইয়োগার বলেন, কভিড-১৯ সংক্রান্ত উদ্বেগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটি অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিম্নমুখী করে তুলতে পারে। ফলে চাপের মধ্যে পড়তে পারে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজার। শুক্রবার আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ৫০ সেন্ট বা ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৩ ডলার ৫২ সেন্টে। একই দিন নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৫২ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭০ ডলার ৮৬ সেন্টে। চলতি সপ্তাহে ব্রেন্টের দাম গত সপ্তাহের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কমেছে। ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ।
16232

Tofazzal Mia
2021-12-23, 03:07 PM
ক্রুড ওয়েল এর দাম মাটি পর্যন্ত হারানো না দরপতন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফোরকাষ্ট অনুসারে, কাছের টার্গেট হবে ব্যারেল প্রতি 57.31 ডলার। এই সম্পদের আরও মুভমেন্ট এর সম্ভাব্য দৃশ্যটি চার্টে চিত্রিত করা হয়েছে। একই সময়ে, আমরা রেজিস্টেন্স লেভেলে (আগের সাপোর্ট লেভেলে) একটি ফলস ব্রেকআউটের নির্দেশ করছে এমন একটি বিকল্প পরিস্থিতিকে বাতিল করতে পারছি না, যা বর্তমানে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্ট। আগামী বছরে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। যাইহোক, সৌভাগ্যের উপর নির্ভর করে ঝুঁকি নেওয়া খুব বিপজ্জনক। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, আমি মনে করি লাভ করার সর্বোত্তম উপায় হল ট্রেডিং ইন্সট্রুমেন্টে শর্ট পজিশন খোলা। তেল নিচে টেনে আনার লক্ষ্যে স্বল্পমেয়াদী বিনিয়োগ প্রাসঙ্গিক।
16288

DhakaFX
2022-01-05, 12:59 PM
16403
আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর মধ্য দিয়ে জ্বালানি পণ্যটির দাম আবারো ব্যারেলপ্রতি ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক গত বছরের আগস্ট থেকে প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলনের সিদ্ধান্ত নেয়। গতকাল জোটটির নীতিনির্ধারণী বৈঠকের আগেই সংশ্লিষ্টরা জানান, ফেব্রুয়ারিতেও একই হারে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকতে পারে ওপেক। এমন খবরে দাম কিছুটা বেড়ে যায়। বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের যে সংকট চলছিল, তা থেকে উত্তরণের লক্ষ্যে ওপেক চলতি বছরের শুরুতে তাদের বিদ্যমান উত্তোলন নীতিতে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করেছিলেন বাজার পর্যবেক্ষকরা। উত্তোলন আরো বাড়ানোর আহ্বান জানিয়েছিল বাইডেন প্রশাসনও। কিন্তু বিদ্যমান নীতিতে অটল থাকলে বৈশ্বিক সরবরাহ আগের মতোই সীমিত থাকবে। গতকাল আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য ৭৯ ডলার ২০ সেন্টে স্থির হয়েছে। একই সময়ে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ২৯ সেন্টে।

SaifulRahman
2022-02-07, 02:25 PM
অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ফের সাত বছরের সর্বোচ্চে উঠেছে। শীর্ষ উত্তোলক দেশগুলোয় রাজনৈতিক উত্তেজনার প্রভাবে জ্বালানি পণ্যটির বাজারদর অব্যাহতভাবে বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শীতের প্রকোপও দাম বাড়াতে সহায়তা করছে।তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ দশমিক ৪ শতাংশ বা ২ ডলার ১৬ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ২৭ সেন্টে। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ৭০ সেন্টে পৌঁছে, যা ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩ শতাংশ বা ২ ডলার ৪ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলে মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ১৭ সেন্টে, যা ২০১৪ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
16674

SUROZ Islam
2022-02-13, 02:29 PM
চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আরো তীব্রভাবে বাড়তে পারে বলে জানিয়েছে জ্বালানি তেল উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। মহামারী উত্তর সময়ে অর্থনীতির বৈশ্বিক পুনরুদ্ধারের ফলে চাহিদায় এ উল্লম্ফন দেখা দেবে বলে জানায় ওপেক। এরই মধ্যে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা ও জোগানের অনুপাতে ব্যারেলপ্রতি দাম সাত বছরের সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে। ২০২২ সালের চাহিদা পূর্বাভাসবিষয়ক প্রতিবেদনে ওপেক জানায়, এরই মধ্যে জিডিপির পরিমাণ প্রাক-মহামারী স্তরে পৌঁছেছে। অর্থনীতির বৈশ্বিক পুনরুদ্ধারে চলমান ধারা পর্যবেক্ষণ করে বলা যায়, পূর্বাভাস অনুযায়ী চাহিদার ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে ওপেক আরো উল্লেখ করে, যেহেতু বিশ্বের অধিকাংশ অর্থনীতিই শক্তিশালীরূপে বেড়ে ওঠার প্রত্যাশা করছে, সুতরাং সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় একটি ইতিবাচক দিক দেখতে পাওয়া যায়।
16725

BDFOREX TRADER
2022-03-13, 01:53 PM
মে মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেল প্রতি 2.83% বেড়ে $112.42 হয়েছে। এপ্রিল মাসের ডব্লিউটিআই ফিউচার ব্যারেল প্রতি 3.00% বেড়ে $109.18 হয়েছে। তবে গত পাঁচ দিনে বেঞ্চমার্ক ব্রেন্টের দাম 6.66% কমেছে, এবং ডব্লিউটিআই (WTI) 7.2% হারিয়েছে।
http://forex-bangla.com/customavatars/185391291.jpg

FXBD
2022-03-16, 01:38 PM
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানি তেলের দাম গত ৬ মার্চ তরতর করে বাড়তে শুরু করে ১৩৯ ডলারে উঠে গিয়েছিল। তবে সেই মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে। অর্থাৎ সর্বোচ্চ জায়গায় পৌঁছার পর জ্বালানির দাম প্রায় এক-চতুর্থাংশ কমেছে। তবে সেই মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৯৯ দশমিক ৭৪ ডলারে।
17043

SUROZ Islam
2022-04-06, 03:33 PM
http://forex-bangla.com/customavatars/1488196927.jpg
চার্ট থেকে দেখা যাচ্ছে অপরিশোধিত তেলে ওয়েভ 4 সম্পন্ন করার পথে। আমরা আশা করছি প্রবণতা 93.79 এর নিচে চলে আসলে তা চলমান কারেকশন আকারে ওয়েভ 4 সম্পন্ন করবে এবং ওয়েভ 5 আকারে ঊর্ধ্বমুখখী প্রবণতা শুরু করবে। অপরিশোধিত তেলের ক্ষেত্রে পঞ্চম ওয়েভটি দীর্ঘ হতে পারে, যার ফলে তেলের মূল্য ব্যারেল প্রতি 200 মার্কিন ডলার অতিক্রম করতে পারে। সাপোর্ট লেভেল বর্তমানে 93.79 এর নিচে অবস্থান করছে, যা ঊর্ধ্বমুখী প্রবণতা ভিত্তি হিসাবে কাজ করতে পারে।

EmonFX
2022-04-07, 12:50 PM
নিকট-মেয়াদী সরবরাহ-চাহিদা ভারসাম্যহীনতা সহজ হওয়ার কারণে Crude Oil প্রাইস কিছুটা কমছে। বাজারগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে মনোনিবেশ করছে, যেখানে, EIA-এর সাপ্তাহিক প্রতিবেদন অনুসারে, অপরিশোধিত তেলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং চাহিদা কমতে শুরু করেছে। EIA-এর মতে, "ইউএস*অশোধিত তেল শোধনাগার ইনপুটগুলি 1 এপ্রিল, 2022-এ শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে 15.9 মিলিয়ন ব্যারেল ছিল যা আগের সপ্তাহের গড় থেকে প্রতিদিন 35,000 ব্যারেল বেশি।" চাহিদার দিক থেকে, -2.056 মিলিয়ন ব্যারেল প্রত্যাশিত হ্রাসের বিপরীতে তেলের ইনভেনটরি +2.421 মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন একটি প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে রাশিয়ান কয়লা এবং তেল আমদানি নিষিদ্ধ করতে ব্যর্থ হলেও, আগামীকাল এটি করার আরেকটি প্রচেষ্টা করা হবে বলে মনে হচ্ছে। এটি শক্তির বাজারে আরও দ্বিমুখী অস্থিরতা প্রবর্তন করতে পারে, চার্টে কোনও প্রযুক্তিগত উন্নয়নের বৈধতা নিয়ে সন্দেহের মধ্যে ফেলে। ততক্ষণ পর্যন্ত, তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটার উপর কেন্দ্রীভূত বাজারের সাথে, একটি বিয়ারিশ ব্রেকআউট অপরিশোধিত তেলের দামের সাম্প্রতিক প্রতিসম ত্রিভুজ থেকে গতি সংগ্রহ করতে শুরু করেছে। Crude Oil প্রাইস অন্যান্য সম্পদ শ্রেণীর মত অস্থিরতার সাথে একটি সম্পর্ক রয়েছে, বিশেষ করে যেগুলির প্রকৃত অর্থনৈতিক ব্যবহার রয়েছে - উদাহরণস্বরূপ অন্যান্য শক্তি সম্পদ, নরম এবং শক্ত ধাতু। যেভাবে বন্ড এবং স্টকগুলি বর্ধিত অস্থিরতা পছন্দ করে না – নগদ প্রবাহ, লভ্যাংশ, কুপন পেমেন্ট ইত্যাদি সম্পর্কে আরও বেশি অনিশ্চয়তার ইঙ্গিত দেয় – অশোধিত তেল উচ্চতর অস্থিরতার সময় ক্ষতিগ্রস্থ হয়। গত দুই সপ্তাহে তেলের অস্থিরতার তীব্র পতন তেলের দামের অনুরূপ মন্দার সাথে পূরণ হয়নি, এমনকি যদি তেলের দাম $100/brl-এর নিচে নেমে আসে। বর্তমানে এটি $97.50 এর কাছাকাছি ট্রেডিং করছে।
17386

Mas26
2022-04-17, 06:19 PM
অপরিশোধিত তেল h4 সময় ফ্রেম

শুভ বিকাল, সবাই, বিশেষ করে অ্যাডমিন এবং সহকর্মীরা। h4-এ প্রায় 91.10-এর নিম্ন থেকে স্থিতিশীল হওয়ার পর, এটি ইয়াং পর্বে একটি শক্তিশালী রিবাউন্ড থেকে বেরিয়ে আসে। গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ভেঙ্গে যাওয়ার আগে এবং একটি উল্লেখযোগ্য আয়তন বৃদ্ধি তৈরি করার আগে, ছোট ভাঙা ইয়াং অনুপ্রেরণা পাওয়ার জন্য সমাবেশ করেছিল। 4 ঘন্টা পরে, নীচের রেলটি মাঝখানের রেলের উপর দাঁড়াল এবং তারপরে খুলে গেল। ট্র্যাকটি বরং স্থিতিশীল, এবং সংবাদ শুধুমাত্র এটি যোগ করে, স্বল্পমেয়াদী কাঠামো পরিবর্তন করে। 97.30 অতিক্রম করার পরে, স্বল্প-মেয়াদী আজও উপযুক্ত, এবং নিশ্চিতকারী প্রতিরোধ হল বৃদ্ধির ধারাবাহিকতা। একই সময়ে, এটি h4 ডাউনট্রেন্ড চ্যানেলের প্রবণতা লাইন লঙ্ঘন করেছে, তাই আমি একটি ধাপ পিছিয়ে যাওয়ার এবং বাজারে লং অবস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছি যদি আমি চার ঘন্টার সময় ফ্রেমের সাথে অনুরূপ বিশ্লেষণ পরিচালনা করি তবে পরবর্তী লক্ষ্য হবে দূরত্ব এলাকা থেকে $107 ফি ব্যারেল হতে, যা ক্রেতাদের জন্য একটি চমত্কার সুযোগ প্রতিনিধিত্ব করবে।

অপরিশোধিত তেল h1 সময় ফ্রেম

প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে অশোধিত তেলের বাজার 1 দিন থেকে বন্ধ এবং ছুটির দিন। ঘন্টায় গ্রাফ, তেল আগের ট্রেডিং দিনের উচ্চ এবং বর্তমান মূল্য প্রসারিত করতে পরিচালিত হয়েছে; যদি এটি ভেঙ্গে ফেলতে ব্যর্থ হয়, তাহলে মূল্য 105.60 এর মিডলাইন প্রাইসের এলাকায় ফিরে যেতে সক্ষম হতে পারে। এছাড়াও, যেহেতু তেল অতিরিক্ত কেনা অঞ্চলে রয়েছে, তাই এই জুটির মধ্যে স্টকাস্টিক মূল্য প্রায় 50-এ কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমি এখনও বিশ্বাস করি যে আগামীকাল পর্যন্ত তেল প্রতিরোধের এলাকায় উঠতে সক্ষম হবে, এবং উৎপাদনের খবর সত্ত্বেও, খরচ ধোঁয়ার এলাকায় এবং মধ্যম লাইনে পড়বে, যেখানে এটি প্রায় একই হবে।

Tofazzal Mia
2022-06-15, 02:02 PM
মার্কিন ফেডের হার বৃদ্ধির কারণে তেলের দাম কমে গেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে জ্বালানির চাহিদা নিয়ে উদ্বেগের কারণে বুধবার তেলের দাম কমেছে যা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি মোকাবেলায় কমপক্ষে 75 বেসিস পয়েন্ট হার বাড়াবে বলে আশা করা হচ্ছে।
WTI অপরিশোধিত ফিউচার 0008 GMT দ্বারা 8 সেন্ট বা 0.1 শতাংশ কমে ব্যারেল প্রতি $118.85-এ নেমে এসেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার 26 সেন্ট বা 0.2 শতাংশ কমে $120.91 ব্যারেল হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিনিয়োগকারীদের এবং তেল ব্যবসায়ীদের এই সপ্তাহে ফেডের একটি বড় পদক্ষেপের জন্য প্রস্তুত হতে পরিচালিত করেছে - যা 28 বছরে সবচেয়ে বড় মার্কিন সুদের হার বৃদ্ধি হতে পারে।চাহিদার দিক থেকে, চীনের সর্বশেষ কোভিড প্রাদুর্ভাব, বেইজিং-এ 24-ঘন্টা বারে চিহ্নিত, লকডাউনের একটি নতুন পর্যায়ের আশঙ্কা উত্থাপন করেছে।
http://forex-bangla.com/customavatars/1626003707.jpg

Rakib Hashan
2022-06-16, 12:56 PM
বিশ্বজুড়ে বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা, ২০২৩ সালে বিশ্বজুড়ে তেলের চাহিদা দুই শতাংশের বেশি বাড়বে। এ সময় প্রতিদিন প্রায় ১০ কোটি ২০ লাখ ব্যারেল তেলের প্রয়োজন হবে। কিন্তু এরই মধ্যে দেশে দেশে তেলের দাম বেড়েছে। দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বুধবার (১৫ জুন) আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে। প্যারিসিভিত্তিক জ্বালানি সংস্থাটি মাসিক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সরবরাহ ব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। আইইএ জানায়, অর্থনৈতিক ঝুঁকি ক্রমেই বাড়ছে, এরই মধ্যে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্প্রতি নিম্নমুখী পর্যবেক্ষণ দিয়েছে। এসময় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে তেলের চাহিদা বাড়তে পারে দুই দশমিক দুই শতাংশ। অর্থাৎ চাহিদা করোনা মহামারির আগের পর্যায়ে চলে যেতে পারে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উন্নত অর্থনীতিগুলো ২০২২ সালে সর্বাধিক চাহিদা বৃদ্ধির জন্য দায়ী হবে। এক্ষেত্রে ২০২৩ সালে নেতৃত্ব দিতে পারে চীন। কারণ দেশটি করোনা বিধিনিষেধ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।
চাহিদা পুনরুদ্ধার ও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে এরই মধ্যে তেলের দাম বেড়েছে। মার্চে ব্যারেল প্রতি তেলের দাম রেকর্ড ১৩৯ ডলারে দাঁড়ায়। বুধবার (১৫ জুন) ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়ায় ১২০ ডলার।
http://forex-bangla.com/customavatars/1733583311.jpg

SUROZ Islam
2022-06-23, 10:36 AM
গতকাল আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম প্রায় ৬ ডলার কমেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঊর্ধ্বমুখী জ্বালানি ব্যয় কমিয়ে আনতে চাপ দেয়ায় পণ্যটির এমন নিম্নমুখিতা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্রে জ্বালানির ব্যবহার স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। বিশেষ করে পরিবহন ও শিল্প খাতে জ্বালানির চাহিদা এমন আকাশচুম্বী হয়ে ওঠে। চাহিদার অনুপাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দেশটির শীর্ষ জ্বালানি কোম্পানিগুলোকে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন।
তথ্য বলছে, গতকাল নিউইয়ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৫ ডলার ৯৮ সেন্ট বা ৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল লেনদেন হয়েছে ১০৩ ডলার ৫৪ সেন্টে। অন্যদিকে, আইসিই ফিউচারস ইউরোপে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫ ডলার ৬৭ সেন্ট বা ৪ দশমিক ৯৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০৮ ডলার ৯৮ সেন্টে। যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। গ্যাসোলিনের আকাশছোঁয়া দাম ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটি হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে বাইডেন সম্প্রতি প্রতি গ্যালন গ্যাসোলিনের ওপর আরোপিত ১৮ ডলার ৪০ সেন্ট ফেডারেল ট্যাক্স প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। জ্বালানির ঊর্ধ্বমুখী দামের কারণে সম্প্রতি রেকর্ড মুনাফা লাভ করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল কোম্পানিগুলো। এসব কোম্পানিকে দাম কমিয়ে আনতে অব্যাহত চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে আলোচনার জন্য আজ সাতটি শীর্ষ কোম্পানির সঙ্গে বাইডেনের একটি বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ পদক্ষেপ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় খুব বেশি কার্যকর হবে না বলেও মত দিয়েছেন অনেকে। এদিকে মূল্যস্ফীতির উদ্বেগ সত্ত্বেও জ্বালানি চাহিদা করোনা মহামারীপূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে। কিন্তু সে তুলনায় বাড়ছে না সরবরাহ। বাজার ভয়াবহ সংকোচনের মধ্যে রয়েছে। ফলে দাম কমে যাওয়ার এ প্রবণতা দীর্ঘস্থায়ী হবে না। যেকোনো সময় দাম আবার বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজার পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি সম্প্রতি জানায়, আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করবে। চলতি বছর গড় দাম থাকবে ১১০ ডলারে। বিশ্লেষকরা বলছেন, পরিশোধন খাত যতটুকু সম্ভব সর্বোচ্চ মাত্রায় কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে ডিজেলকে। তবে চাহিদার অনুপাতে সরবরাহ এখনো অপর্যাপ্ত। কারণ বিশ্ব অর্থনীতিগুলোয় করোনা মহামারীউত্তর সময়ে খুব দ্রুত প্রসার ঘটছে। উডম্যাকের হিসাব অনুযায়ী, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা অনুভূত হয়েছে গ্যাসোলিন ও ডিজেল খাতে। এসব পণ্যের সরবরাহে দৈনিক আট লাখ ব্যারেলেরও বেশি ঘাটতি রয়েছে। জ্বালানির আকাশচুম্বী দামের কারণে গৃহস্থালিগুলো দৈনন্দিন ব্যয়ের বাজেট কমাতে বাধ্য হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ ব্যয়ও আকাশচুম্বী।
উডম্যাকের প্রত্যাশা, চলতি বছরের আগামী তিন প্রান্তিকে প্রায় দৈনিক ২৫ লাখ ব্যারেলের নতুন পরিশোধন সক্ষমতা তৈরি হবে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের জিজান পরিশোধন কেন্দ্র। এটির পরিশোধন সক্ষমতা দৈনিক চার লাখ ব্যারেল। নাইজেরিয়ার ড্যানগোট পরিশোধন কেন্দ্র, যার সক্ষমতা দৈনিক সাড়ে ছয় লাখ ব্যারেল। দৈনিক ৬ লাখ ১৫ হাজার ব্যারেলের সক্ষমতা নিয়ে তৈরি হবে কুয়েতের আল জৌর পরিশোধন কেন্দ্র। এছাড়া নতুন বেশ কয়েকটি পরিশোধনকেন্দ্র চালু করবে চীন।
http://forex-bangla.com/customavatars/1392796530.jpg

SaifulRahman
2022-07-14, 02:22 PM
17915
সবাই কেমন আছেন!
আমি তেলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আসল বিষয়টি হ'ল ডিসেন্ডিং চ্যানেলের মধ্যে তেল হ্রাস অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় মাসে এই দরপতন চলছে। মনে হচ্ছে এটা গতকাল ছিল কিন্তু আসলে শেষবার তেলের দাম প্রতি ব্যারেল ১২০ ডলারে দেখা গিয়েছিল মে মাসের শেষের দিকে এবং জুনের শুরুতে। আজ, আমরা দেখতে পাচ্ছি, বাজারে বিভিন্ন সেন্টিমেন্ট এবং দামের লেভেলে তারতম্য রয়েছে। এই মুহুর্তে, ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে দাম স্বাভাবিক বলে মনে হচ্ছে।
একটি শক্তিশালী সাপোর্ট লেভেলে ব্যারেল প্রতি ৯৪ ডলারের চিহ্নের কাছাকাছি পাওয়া যায় (যেমন এটি ৩ মাস আগে ছিল)। এটি দাম কম হওয়া থেকে রক্ষা করে। যাইহোক, আমার কাছে মনে হচ্ছে এই সময় দাম এই স্তরের নীচে ভাঙ্গার সম্ভাবনা বেশি কারণ আজকের মৌলিক পরিস্থিতি তিন মাস আগে যা ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উত্থিত মন্দা এবং একটি শক্তিশালী মার্কিন ডলার মূল্যকে এই সমর্থন স্তরের নীচে ঠেলে দিতে পারে।
স্বল্পমেয়াদে, আমি মনে করি সবুজ চিহ্নিত নিম্ন সমর্থন লাইন এবং লাল চিহ্নিত উপরের রেজিস্ট্যান্স লাইনের মধ্যে অবরোহী ত্রিভুজ প্যাটার্নের মধ্যে তেল লেনদেন হবে। তারপরে আমরা দেখতে পাব কীভাবে এটি যায়। বর্তমানে, তেল এই প্যাটার্নের নিম্ন সীমানার কাছাকাছি লেনদেন করছে, মাত্র কয়েক ডলার উপরে, ৯৭ এর লেভেলে। ত্রিভুজের উপরের রেখাটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং ব্যারেল প্রতি ১০১ ডলারের লেভেলে অবস্থিত। আমি যেমন বলেছি, এই সীমানা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে।
দেখা যাক এরপর কি হয়...

Mas26
2022-07-17, 07:33 PM
শুভ বিকাল এবং আমার বিশ্লেষণে আবার স্বাগতম। এই রবিবার, আমি অপরিশোধিত তেলের দামের গতিবিধি নিয়ে আলোচনা করতে চাই। কারণ অপরিশোধিত তেলের দামের গতিবিধি তার দামের গতিবিধির জন্য বেশ আকর্ষণীয়। ঠিক আছে, বিশ্লেষণের আলোচনায় প্রবেশ করার আগে, আমি এই সপ্তাহে অপরিশোধিত তেলের দামের গতিবিধিও সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করব। পরের সপ্তাহের জন্য দাম বিশ্লেষণ করা সহজ করার জন্য আমি এটি করেছি।

এই সপ্তাহে অপরিশোধিত তেলের দামের গতিবিধি খুব বেশি, আনুমানিক 1500 পিপস 105.00 এর দাম থেকে 90.00 এর মূল্য স্তর পর্যন্ত। দামের ওঠানামার মাত্রা এভাবে বেশি হলে, মূল্যের হেরফের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ এই উচ্চ মূল্যের ওঠানামা কাঙ্ক্ষিত মূল্যে যাওয়ার আগে প্রথমে স্টপ লস স্পর্শ করার একটি দুর্দান্ত সম্ভাবনা থাকবে। ওহ হ্যাঁ, অপরিশোধিত তেলের দামও আবার বেড়ে হয়েছে 97.49-এ। এর পরে, আমরা একটি ট্রেডিং দৃশ্যকল্প তৈরি করতে পরের সপ্তাহের বিশ্লেষণে যাব।

পরের সপ্তাহের বিশ্লেষণের জন্য, আমি বাজারের প্রধান প্রবণতা অনুসরণ করব, যা বিয়ারিশ। সুতরাং, পরের সপ্তাহে পছন্দের বিকল্পটি হল বিক্রয় বিকল্প। আচ্ছা, এই বাজার বন্ধ হওয়ার আগে সম্প্রতি অপরিশোধিত তেলের দাম দেখুন। মনে হচ্ছে মূল্য সংশোধন হিসাবে অপরিশোধিত তেলের দাম বাড়বে। আমি মনে করি অপরিশোধিত তেলের দাম 103.00 এর রেজিস্ট্যান্স এরিয়াতে বাড়বে। আমার ট্রেডিং দৃশ্যে, যখন অপরিশোধিত তেলের দাম 103.00-এর মূল্য স্তরে বৃদ্ধি পায় তখন আমি একটি বিক্রয় বিকল্প করতে চাই। তাই, দাম এই রেজিস্ট্যান্স এরিয়ার কাছে আসার আগে, আমি বিক্রির বিকল্প খুলব না। এদিকে, অন্য একটি ট্রেডিং দৃশ্য হল একটি বিক্রয় বিকল্প খোলা যদি 90.00 সমর্থন মূল্য দ্বারা ভাঙ্গা যায়।

SumonIslam
2022-07-24, 12:25 PM
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল ৯৪ ডলারে দাঁড়িয়েছে। গত ৮ মার্চ সর্বোচ্চ ১১৯ ডলার ৬৫ সেন্টে উঠেছিল তেলের দাম। আন্তর্জাতিক বাজারে জুনের দ্বিতীয় সপ্তাহে তেলের দাম কিছুটা বাড়ে। এরপর আবার কমতে শুরু করে জুলাইয়ের শুরু থেকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফর তেলের দাম নিয়ন্ত্রণে আনতে বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, খাদ্য সরবরাহে জাতিসংঘের উপস্থিতিতে তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের চুক্তিও নতুন আশা দেখাচ্ছে।
17962

Rakib Hashan
2022-08-02, 08:32 AM
জ্বালানি তেলের দাম কমেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ১০২ দশমিক ৭৮ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর প্রতি ব্যারেল এখন ৯৭ দশমিক ১৯ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ৪৩ ডলার বা দেড় শতাংশ কমেছে। জুলাই মাসে চীন ও জাপানে উৎপাদন কম হয়েছে, এমন তথ্য প্রকাশিত হওয়ার পরই তেলের দাম কমল। এদিকে চলতি সপ্তাহে বিশ্বের তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক ও অন্য বড় তেল উৎপাদনকারী দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিনিয়োগকারীরা। বৈঠকে তেলের সরবরাহে সামঞ্জস্য আনা নিয়ে আলোচনা হবে। এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল।
http://forex-bangla.com/customavatars/207657143.png

Tofazzal Mia
2022-08-07, 11:32 AM
18003
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে অনুসারে বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন! ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯৪ দশমিক ০২ ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এটি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে, যা গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর প্রায় সর্বনিম্ন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম নেমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৪৮ ডলারে।
18002
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দুমাস আগেও যেখানে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছিল, এখন এতটা বেশি মাত্রায় কমার পেছনে হয়তো বিনিয়োগকারীদের বিশ্বমন্দার আশঙ্কা কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানির মজুত ভাণ্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়াকেও দরপতনের অন্যতম একটি কারণ বলছেন বিশ্লেষকেরা।

SumonIslam
2022-08-08, 12:32 PM
জ্বালানি তেলের দাম কমে কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। কারণ মন্দার আশঙ্কায় চাহিদায় প্রভাব পড়েছে। বিশেষ করে গত মাসে চীনের ক্রুড আমদানি ধীর অর্থনৈতিক পুনরুদ্ধারকে নির্দেশ করে। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় দেখা যায়, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৯৪ দশমিক ১৮ ডলারে নেমেছে, যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বনিম্ন। তাছাড়া সাপ্তাহিকভিত্তিত ১৩ দশমিক ৭ শতাংশ কমে ২০২০ সালের এপ্রিলের পর সর্বনিম্ন হয়েছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৮৮ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার (৫ আগস্ট) অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৮০ সেন্ট বেড়ে হয় ৯৪ দশমিক ৯২ মার্কিন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বেড়ে হয় ৮৯ দশমিক ০১ ডলার।
বিশ্বে সবচেয় বেশি ক্রুড তেল আমদানি করে চীন। জুলাই মাসে দেশটি প্রতিদিন ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। কিন্তু তা গত বছরের তুলনায় নয় দশমিক পাঁচ শতাংশ কম। উচ্চ ক্রুড মূল্য ও দুর্বল অভ্যন্তরীণ মার্জিনের মধ্যে চীনের শোধনাকারীরা মজুতও কমিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা, উদীয়মান বাজারগুলোতে ঋণ সংকট এবং বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনের ‘জিরো কোভিড’ নীতির কারণে জ্বালানি তেলের ভবিষ্যৎ চাহিদা এখনো খুব একটা আশাব্যঞ্জক নয়।
18009


করোনাভাইরাস মহামারির ভয়ংকর দিনগুলোতে ঐতিহাসিক পতনের পর চলতি বছরের শুরুর দিকে তেলের দাম হঠাৎ করে ব্যারেলপ্রতি ১২০ ডলার হয়ে যায়। এর পেছনে করোনাকালীন ধাক্কা সামলে তেলের চাহিদা বৃদ্ধি এবং ইউক্রেন আক্রমণের জেরে বৃহৎ জ্বালানি সরবরাহকারী রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব ছিল বলে মনে করা হয়।

Montu Zaman
2022-08-14, 05:01 PM
এই বছর, গ্যাস থেকে তেলে স্থানান্তরের মধ্যে অপরিশোধিত তেলের বৈশ্বিক চাহিদা প্রতিদিন ২.১ মিলিয়ন ব্যারেল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) তার মাসিক তেল বাজারের প্রতিবেদনে বলেছে। IEA ঊর্ধ্বমুখীভাবে প্রতিদিন ৩৮০,০০০ ব্যারেল বাড়িয়ে তার মাসিক পূর্বাভাস সংশোধন করেছে। এদিকে, বিশ্ব তেলের চাহিদা এখন প্রতিদিন ৯৯.৭ মিলিয়ন ব্যারেল দেখা যাচ্ছে। জুলাই মাসে বিশ্বব্যাপী তেল সরবরাহ দিন প্রতি ১০০.৫ মিলিয়ন ব্যারেল উচ্চতায় পৌঁছেছে এবং ওপেক+ উৎপাদন বৃদ্ধির চুক্তির সাথে সামঞ্জস্য রেখে দিন প্রতি ৫৩০,০০০ ব্যারেল মোট তেলের উৎপাদন বাড়িয়েছে। নন-ওপেক+ সংস্থাও দিন প্রতি ৮৭০,০০০ ব্যারেল উৎপাদন বৃদ্ধি করেছে। IEA রিপোর্ট প্রকাশের সাথে সাথে, তেলের দাম ১% এরও বেশি বেড়েছে। ব্রেন্ট অপোরিশোধিত তেল ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছেছে: http://forex-bangla.com/customavatars/1659418223.jpg

Mas26
2022-08-16, 09:29 AM
#cl
গত সপ্তাহের পরে #cl-এ আন্দোলনের প্রবণতা একটি বুলিশ আন্দোলনের দিকে বেশি ছিল, তবে, মনে হচ্ছে যে গত শুক্রবার এবং সোমবার থেকে শুরু করে, এটি অনস্বীকার্য যে একটি বিয়ারিশ পদক্ষেপে ফিরে আসার সুযোগ এখনও খুব প্রশস্ত এবং আমি দেখতে পাচ্ছি বর্তমানে যা ঘটছে তার থেকে আরও এগিয়ে যেতে সক্ষম হওয়ার সম্ভাবনা এখনও সম্ভব যদিও মনে হচ্ছে এই #cl-এর পক্ষে সাপ্তাহিক সমর্থন 87.7-এর চেয়েও কম ভাঙ্গতে সক্ষম হওয়া আমি কঠিন বলে মনে করতে শুরু করেছি যা বেশ কয়েকটি প্রচেষ্টায় করা হয়েছিল আগের সপ্তাহে এটি এখনও অনুপ্রবেশ করতে ব্যর্থ হয়েছে এমনকি গতকালও এটি এখনও ব্যর্থ বলে মনে হচ্ছে যেখানে এখন আমরা দেখি দৈনিক মোমবাতি আপাতত আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। এদিকে, অসিলেটরের জন্য, এটি একটি নিম্নমুখী আন্দোলন করার জন্য আবার ফিরে যাওয়ার সুযোগ যা এখনও বেশি প্রভাবশালী, তবে বাজারে প্রবেশ করা এত সহজ নয়, তবে আমাদের নিশ্চিত হওয়ার জন্য আরও ভাল সময় দরকার। h4 টাইমফ্রেমের দিকে ঘুরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের সপ্তাহে আন্দোলনটিও একই জায়গায় অবরুদ্ধ বলে মনে হয়েছিল যেখানে বেশ কয়েকটি প্রচেষ্টায় মনে হয়েছিল যে #cl এখনও আরও বিক্রি চালিয়ে যেতে সমস্যায় পড়েছে। তাই আপাতত ভাল হতে পারে যদি আমরা এই শর্তে কেনাকাটা করার সুযোগ খোঁজার চেষ্টা করি যে আমরা নীল চিহ্নিত এলাকাটি ব্যবহার করি যেমনটি আমি উপরে দেখিয়েছি স্টপ লস রাখার জন্য একটি আদর্শ জায়গা। কারণ sl ছাড়া #cl-এ ট্রেড চালানো বেশ কঠিন এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের বড় ক্ষতি করতে পারে।

Tofazzal Mia
2022-08-16, 05:43 PM
ইরানের তেলের বাজারে ফেরত আসায় ক্রমবর্ধমান সম্ভাবনা এবং কোভিড-১৯ বিধিনিষেধের অধীনে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার এর জেরে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। ব্রেন্ট নর্থ সি ক্রুড 5.1 শতাংশ কমে $93.15 ব্যারেল প্রতি এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 5.3 শতাংশ কমে $87.23 প্রতি ব্যারেল হয়েছে। তেলের দাম, যা ইতিমধ্যেই চীনা ডেটাতে তীব্রভাবে কম ছিল, তা আরও নীচের দিকে ঠেলে দিয়েছে এবং দৈনিক পাঁচ শতাংশেরও বেশি ড্রপ রেকর্ড করছে। 18059

Mas26
2022-08-18, 04:31 PM
সিএল আউটলুক বিশ্লেষণ:

গত সপ্তাহের পরে #cl-এ আন্দোলনের প্রবণতা একটি বুলিশ আন্দোলনের দিকে বেশি ছিল, তবে, মনে হচ্ছে যে গত শুক্রবার এবং সোমবার থেকে শুরু করে, এটি অনস্বীকার্য যে একটি বিয়ারিশ পদক্ষেপে ফিরে আসার সুযোগ এখনও খুব প্রশস্ত এবং আমি দেখতে পাচ্ছি বর্তমানে যা ঘটছে তার থেকে আরও এগিয়ে যেতে সক্ষম হওয়ার সম্ভাবনা এখনও সম্ভব যদিও মনে হচ্ছে এই #cl-এর পক্ষে সাপ্তাহিক সমর্থন 87.7-এর চেয়েও কম ভাঙ্গতে সক্ষম হওয়া আমি কঠিন বলে মনে করতে শুরু করেছি যা বেশ কয়েকটি প্রচেষ্টায় করা হয়েছিল আগের সপ্তাহে এটি এখনও অনুপ্রবেশ করতে ব্যর্থ হয়েছে এমনকি গতকালও এটি এখনও ব্যর্থ বলে মনে হচ্ছে যেখানে এখন আমরা দেখি দৈনিক মোমবাতি আপাতত আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। এদিকে, অসিলেটরের জন্য, এটি একটি নিম্নমুখী আন্দোলন করার জন্য আবার ফিরে যাওয়ার সুযোগ যা এখনও বেশি প্রভাবশালী, তবে বাজারে প্রবেশ করা এত সহজ নয়, তবে আমাদের নিশ্চিত হওয়ার জন্য আরও ভাল সময় দরকার। h4 টাইমফ্রেমের দিকে ঘুরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের সপ্তাহে আন্দোলনটিও একই জায়গায় অবরুদ্ধ বলে মনে হয়েছিল যেখানে বেশ কয়েকটি প্রচেষ্টায় মনে হয়েছিল যে #cl এখনও আরও বিক্রি চালিয়ে যেতে সমস্যায় পড়েছে। তাই আপাতত ভাল হতে পারে যদি আমরা এই শর্তে কেনাকাটা করার সুযোগ খোঁজার চেষ্টা করি যে আমরা নীল চিহ্নিত এলাকাটি ব্যবহার করি যেমনটি আমি উপরে দেখিয়েছি স্টপ লস রাখার জন্য একটি আদর্শ জায়গা। কারণ sl ছাড়া #cl-এ ট্রেড চালানো বেশ কঠিন এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের বড় ক্ষতি করতে পারে।

Mas26
2022-08-22, 03:11 PM
বর্তমান চুক্তিতে ট্রেডিং ইন্সট্রুমেন্ট অয়েলের ঘন্টাভিত্তিক চার্ট দেখার সময়, কেউ ধারণা পায় যে এটি নিম্নগামী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একটি ভিত্তি তৈরি করছে। আমরা শেষ নিম্নগামী আন্দোলনের 50% অংশে একটি সংশোধন করেছি, আরও পিছনে ঘূর্ণায়মান করেছি, ফিবো দ্বারা 61% এলাকাকে সামান্য বিদ্ধ করেছি। এবং ধীরে ধীরে কমতে থাকে। সংশোধনের 61% ফিবো লেভেলের পাংচারে, এটি বেশ সম্ভব যে তাদের মধ্যে কেউ কেউ ব্রেকডাউনের জন্য কেনাকাটা করেছে এবং পুতুল সবাইকে একটি নতুন নিম্নে নিয়ে যাবে। এমনকি এই ধরনের ফাইবো স্ট্রেচের মধ্যেও, আমরা দেখতে পাচ্ছি যে পতনের লক্ষ্য এলাকাটি 138 ফিবো এর এলাকার মধ্যে বেশ, এবং আমার প্রথম টার্গেট স্তরের হ্রাসের উপর পড়ে, যা প্রায় 81.72-এ অবস্থিত, যদি আমরা মনে রাখি, তাহলে দৈনিক চার্টে এই স্তরটি একটি লক্ষণীয় দৃশ্যমান স্তর দ্বারা নির্দেশিত। তদনুসারে, তেলের উদ্ধৃতি হ্রাসের এই চক্রে, নির্দেশিত চিহ্নের ভাঙ্গন পাওয়া বেশ যৌক্তিক এবং একটি তুষারপাতের মতো পতন আরও সম্ভব। আমি 70-এর স্তর সম্পর্কে নিশ্চিত নই, তবে আমি এটি বাতিল করব না, তরঙ্গ তত্ত্ব অনুসারে, পতন 61-এর স্তর পর্যন্ত অব্যাহত রাখা যেতে পারে। আমি এখনও ঊর্ধ্বমুখী আন্দোলনের জন্য অপেক্ষা করছি না, আমি উদ্ধৃতি বৃদ্ধিকে একটি সংশোধন হিসাবে বিবেচনা করুন৷ ঘন্টাভিত্তিক চার্টে, বাজার খোলার পর থেকে তেল এখন বাঁশিতে লেনদেন করছে এবং 50 এবং 200 এর মধ্যে গড় সময়ের মধ্যে রয়েছে এবং 4-ঘন্টার চার্টে যন্ত্রটি 50 এবং 200 এর সময়কালের সাথে গড়ের নিচে ট্রেড করা, যা এখন পর্যন্ত বিক্রেতার শক্তি দেখায়।

SUROZ Islam
2022-08-23, 04:09 PM
বৈশ্বিক মন্দা আসছে, বিনিয়োগকারীদের এমন উদ্বেগে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। গতকাল যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল হয় ৮৬.৭৭ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল হয় ৯২.৫০ ডলার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ঘন ঘন নীতি সুদহার বাড়ানোয় বিশ্ব অর্থনীতি আরো দুর্বল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তেলের চাহিদা কমবে। এর পাশাপাশি ডলার শক্তিশালী হওয়ায় তেলের বাজারে প্রভাব পড়ছে। নোমুরা সিকিউরিটিজের সিনিয়র অর্থনীতিবিদ তাসুফুমি ওকোশি বলেন, ‘বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে, এমন আতঙ্ক বেড়ে যাওয়ায় তেলের দাম কমছে। এ ছাড়া ডলার শক্তিশালী হওয়ায়ও উৎপাদকরা তেলের বিক্রি বাড়াচ্ছেন। কারণ ডলারের দাম বাড়ায় অন্যান্য মুদ্রায় তেলের দাম আরো বাড়বে। ’গতকাল ডলারের দাম বেড়ে পাঁচ সপ্তাহে সর্বোচ্চ হয়েছে। এ বছর চার দফায় নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। সংস্থার নীতিনির্ধারকরা সেপ্টেম্বরের বৈঠকে আবারও সুদহার বাড়ানোর কথা জানাচ্ছেন। এতে আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে।
http://forex-bangla.com/customavatars/2012193650.jpg

SumonIslam
2022-08-25, 04:24 PM
জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বিশ্ববাজারে বৃহস্পতিবার (২৫ আগস্ট) তেলের দাম বেড়েছে। রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের। বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটের দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৩২ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক বুধবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেওয়ার সম্ভাবনার কথা জানান। মূলত এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।
http://forex-bangla.com/customavatars/1389256253.jpg

SaifulRahman
2022-09-07, 04:24 PM
ক্রড ওয়েল এর দাম কমে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেভেলে নেমেছে। বেঞ্চমার্ক অনুসারে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৫ মার্কিন ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ৯১ দশমিক ৪৮ ডলার ছিল। এই সেশনে লেনদেনের একপর্যায়ে তেলের দাম নেমে গিয়েছিল ৯১ দশমিক ৩৫ ডলারে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। এর আগে, গত মঙ্গলবার ব্রেন্টের দাম কমেছিল প্রায় তিন শতাংশ। বুধবার যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৫ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এ সেশনে লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম নেমে গিয়েছিল ৮৫ দশমিক ১৭ ডলারে, যা গত ২৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন। এর আগে, গত সোমবার রাশিয়ার নেতৃত্বাধীন তেল উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাস আগামী অক্টোবর থেকে দৈনিক এক লাখ ব্যারেল তেল কম উৎপাদনের ঘোষণা দেয়। তাদের এ সিদ্ধান্তের পরপরই বিশ্ববাজারে বেড়ে যায় তেলের দাম।
ফোরেক্স কোম্পানি ওএনএডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে ওপেক প্লাসের সিদ্ধান্তকে ম্লান করা এতটা কঠিন ছিল না। যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাশার চেয়েও ভালো কিছু সার্ভিস ডেটা পাওয়া সত্ত্বেও বৈশ্বিক প্রবৃদ্ধি মোটেও ভালো দেখাচ্ছে না। এটি অপরিশোধিত তেলের দামের জন্য সমস্যা। এর পাশাপাশি মার্কিন ডলারের শক্তিবৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, চীনের নিম্নমুখী প্রবৃদ্ধি প্রভৃতি আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি করেছে বলে জানিয়েছেন সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং। তার কথায়, তেলের ফিউচার মার্কেটগুলো বিশ্ব অর্থনীতিতে ‘স্ট্যাগফ্লেশন’-এ মূল্য নির্ধারণ করছে। একটি দেশের অর্থনীতিতে উচ্চ বেকারত্ব হার ও স্থবির চাহিদার পাশপাশি ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি থাকাকে ‘স্ট্যাগফ্লেশন’ বলা হয়।
চীনের কঠোর কোভিড-নীতির কারণে সম্প্রতি চেংদুসহ একাধিক শহর লকডাউন করা হয়েছে। এর ফলে যানবাহন চলাচল সীমিত হয়ে যাওয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা দেশটিতে তেলের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশে দেশে আরও সুদের হার বৃদ্ধির দিকে সতর্ক নজর রেখেছেন বিনিয়োগকারীরা। আগামী বৃহস্পতিবারের বৈঠকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যমানে পৌঁছেছে মার্কিন ডলার। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ডলারের বিপরীতেও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মুদ্রা।
http://forex-bangla.com/customavatars/412658065.jpg

SumonIslam
2022-09-13, 04:33 PM
শীতকালে জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। জ্বালানি সরবরাহে উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনে করোনা মহামারির লকডাউনের কারণে জ্বালানি চাহিদা কমে যাওয়ার উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপে সুদের হার বৃদ্ধির কারণেও উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৫০ সেন্ট অথবা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআিই) দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট অথবা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৩০ ডলার।
http://forex-bangla.com/customavatars/818193158.jpg

SUROZ Islam
2022-09-15, 10:24 AM
সরবরাহ সংকটের শঙ্কা, বিশ্বের অন্যতম আমদানিকারক দেশ চীনের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় সুদহার বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৫০ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দশমিক ৬ শতাংশ বা ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেলের মূল্য ৮৮ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
http://forex-bangla.com/customavatars/897894104.jpg

Montu Zaman
2022-09-25, 03:55 PM
বিশ্ববাজারে ধারাবাহিকভাবে পড়ছে অপরিশোধিত তেলের দর। শুক্রবার প্রায় ৫ শতাংশ কমেছে সব ধরনের অপরিশোধিত তেলের দর, নেমেছে আট মাসের মধ্যে সবচেয়ে নিচে। সেদিন এক সময়ে ব্রেন্ট ক্রুডের(অপরিশোধিত) দাম কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৫০ ডলার। ডব্লিউটিআই ৭৮ দশমিক ৯১ ডলার। গতকাল এই প্রতিবেদন লেখার সময় ডব্লিউটিআইয়ের(অপর শোধিত) দাম আরও কমে দাঁড়ায় ৭৮ দশমিক ৭৪ ডলার এবং ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৮৬ দশমিক ১৫ ডলার। শুধু তেলের দামই নয়, বিশ্ববাজারে গ্যাসোলিনের দাম গত বুধবারের আগপর্যন্ত টানা ৯৮ দিন কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালনপ্রতি গ্যাসোলিনের দাম ৩ দশমিক ৬৯ ডলারে নেমে আসে গত শুক্রবার, ১৪ জুন যা ছিল ৫ দশমিক শূন্য ২ ডলার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভসহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংক মূল্যবৃদ্ধি রুখতে নীতি সুদহার বৃদ্ধি করে চলেছে। সেই সঙ্গে বাড়ছে মন্দার আশঙ্কা। ঠিক এমন সময় ক্রমেই শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। চলতি বছর ডলারের বিনিময় মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই দুইয়ের জেরেই পতন ঘটেছে অশোধিত তেলের দরের। এর আগে দুই বছর আগে বিশ্বজুড়ে লকডাউনের সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে নেমেছিল। কিন্তু তখনো তার সুফল পায়নি মানুষ। কারণ, তখন বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম একরকম বন্ধ ছিল। কিন্তু এখন সবকিছুই স্বাভাবিক। এ সময় মানুষ তেলের পড়তি দামের সুবিধা পাওয়ার কথা, কিন্তু ডলারের উচ্চ বিনিময় মূল্যের কারণে সেটা খুব একটা হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
গত বছরের এই সময় থেকে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। এরপর ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে তেলের দর ১০০ ডলার ছাড়িয়ে যায়। দাম বাড়তে বাড়তে একসময় প্রতি ব্যারেল ১৩০ ডলার ছাড়িয়ে যায়। সেই হিসাবে, তেলের দাম তারপর ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।
আশঙ্কা ছিল, রাশিয়ার তেল বাজারে আসতে না পারলে দাম আরও বেড়ে যাবে। কিন্তু সব আশঙ্কার মুখে ছাই দিয়ে রাশিয়া অপরিশোধিত তেল রপ্তানি অব্যাহত রাখে। এতে তেলের বাজার একরকম স্থিতিশীল।
http://forex-bangla.com/customavatars/412658065.jpg

Rassel Vuiya
2022-10-10, 11:39 AM
আবারও তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়াবে। দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্ররা। সম্প্রতি ওপেক প্লাস এক বৈঠকে এই সিদ্ধান্ত জানায়। এর প্রভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওপেক ও এর মিত্রদের এই সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের পাশাপাশি উদ্বেগ তৈরি করেছে। যদিও রাশিয়া এই জোটের অন্যতম প্রধান সদস্য, কিন্তু বিশ্বের শীর্ষ তেল উৎপাদক হিসেবে ওপেক প্লাসের যেকোনো সিদ্ধান্তের প্রধান নিয়ন্ত্রক সৌদি আরব। এ কারণে উৎপাদন কমানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই বাইডেন প্রশাসনের ক্রোধের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় রিয়াদ।
ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় আশঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবাদের জেরে রাশিয়া থেকে গ্যাস সরবররাহ প্রায় বন্ধ হওয়ার মুখে। এমন অবস্থায় দুশ্চিন্তার শেষ নেই ইউরোপীয়দের। যদিও ওপেক বলেছে, তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী নভেম্বর থেকে। কিন্তু বুধবার (৫ অক্টোবর) সিদ্ধান্ত জানানোর পার থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে।
এমন পরিস্থিতি আটকাতে পশ্চিমা দেশগুলো কয়েক মাস যাবৎ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে সৌদি সরকারকে বিশ্বে অচ্ছুৎ বানিয়ে ফেলার অঙ্গীকার করেছিলেন, সেই তিনি গত ১৫ জুলাই জেদ্দায় গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন এবং তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ জানান।
শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয়রাও চেষ্টা চালিয়ে গেছে যেন সৌদি আরব বাজারে তেলের সরবরাহ বাড়ায়। গত জুলাইয়ের শেষে সৌদি যুবরাজকে প্যারিসের এলিসি প্রাসাদে রাজকীয় সংবর্ধনা দেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। একই অনুরোধ নিয়ে ২৪ সেপ্টেম্বর রিয়াদে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’র জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছিলো। গত সাত বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এটাই ছিল সর্বোচ্চ।
http://forex-bangla.com/customavatars/225235541.jpg

Tofazzal Mia
2022-10-18, 05:53 PM
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) মূল্য প্রতি ব্যারেলে ৫৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৬ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর প্রতি ব্যারেল এখন ৮৫ দশমিক ৯৫ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ৩৪ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ কমেছিল। এখন আবার বাড়ল তেলের দাম। কিছুদিন ধরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাগ্*যুদ্ধ তেলের বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। http://forex-bangla.com/customavatars/736207214.jpg
যুক্তরাজ্যভিত্তি আর্থিক পরিষেবা সংস্থা, সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, তেলের দাম বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে প্রেসিডেন্ট শি চিন পিং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে জোর দিয়েছেন। পাশাপাশি দেশটির তৃতীয় প্রান্তিকে জিডিপির আগের চেয়ে বেশি প্রবৃদ্ধির আভাস মিলেছে। অন্যদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার জানিয়েছে, দেশটি মধ্যমেয়াদি নীতি ঋণের মেয়াদপূর্তি নিয়ে বিদ্যমান নিয়ম অপরিবর্তিত রাখবে। একই সঙ্গে করোনার কারণে বিভিন্ন আর্থিক নীতিতে যে শিথিলতা দেওয়া হয়েছে, তা বজায় রাখবে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ বিদ্যমান সুদের হারও একই থাকবে। একই সঙ্গে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য কয়লা, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ অধিকাংশ জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

Mas26
2022-10-23, 09:08 PM
বর্তমানে, অপরিশোধিত তেলের বাজার 85.16 এ বন্ধ রয়েছে।শুক্রবারে দৈনিক চার্ট অনুসারে, অপরিশোধিত তেল 83.15-এ নেমে যাওয়ার পরে আবার শক্তিশালী হয়েছিল। চীনে করোনাভাইরাসের নতুন তরঙ্গের কারণে বর্তমানে অপরিশোধিত তেল বিক্রির চাপে রয়েছে।কিন্তু ইউক্রেন ও রাশিয়ার পরিস্থিতি খারাপ হচ্ছে।এ কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ছে।যদি অপরিশোধিত তেল 90 এর উপরে ভেঙ্গে যায়, তবে অপরিশোধিত তেল আরও শক্তিশালী হয়ে 93 বা 96-এ যেতে পারে।কিন্তু অপরিশোধিত তেল যদি 83-এর নীচের সমর্থন ভেঙে দেয়, তবে অপরিশোধিত তেল আরও 80 বা 75-এ নেমে যেতে পারে।বর্তমানে, অপরিশোধিত তেল বিক্রির প্রবণতায় রয়েছে।দৈনিক চার্টে এবং সিসিআই সূচক বিক্রির সংকেত দিচ্ছে।বর্তমানে অপরিশোধিত তেল দৈনিক চার্ট অনুযায়ী একটি ভাল প্রবণতা দেখাচ্ছে। কিন্তু যদি আমরা h1 চার্ট অনুযায়ী অপরিশোধিত তেলের দিকে তাকাই, অপরিশোধিত তেল 83.15-এ নেমে যাওয়ার পরে এবং ক্রমাগত মোমবাতি তৈরি করার পরে শক্তিশালী হচ্ছে। পরের সপ্তাহে h1 চার্ট অনুযায়ী অপরিশোধিত তেল আরও শক্তিশালী দেখাতে পারে।যদি h1 চার্ট অনুযায়ী, অপরিশোধিত তেল 88-এর রেজিস্ট্যান্স ভেঙে দেয়, তাহলে অপরিশোধিত তেলের পরবর্তী লক্ষ্য 90 বা 93 হতে পারে। কিন্তু যদি 83-এর নিচের সাপোর্ট ভেঙে যায়, তাহলে অপরিশোধিত তেল আরও 80-এ নেমে যেতে পারে।বর্তমানে cci সূচকটি অপরিশোধিত তেলকে স্বল্পমেয়াদী কেনার সংকেত দিচ্ছে।তবে আমি মনে করি আগামী সপ্তাহে 88 বা 90 এর কাছাকাছি অপরিশোধিত তেল বিক্রি করা ভাল হবে।কারণ এই সময়ে অপরিশোধিত তেল বিক্রির চাপ থাকে এবং ভালো সুযোগ দেখে অপরিশোধিত তেল বিক্রি করাই ভালো হবে।

SaifulRahman
2022-10-25, 01:15 PM
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। সেপ্টেম্বরে করোনা সংক্রমণরোধে কঠোর কর্মসূচী নেওয়ার কারণে চীনে জ্বালানি তেলের চাহিদা কম ছিল। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা শূণ্য দশমিক ৭ শতাংশ কমে ৯২ ডলার ৮৩ সেন্টে এসে দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮৪ ডলারে ১৬ সেন্ট হয়েছে।
এদিকে চীন সেপ্টেম্বরে দৈনিক ৯৭ কোটি ৯ লাখ ব্যারেল অপরিশোধিত ক্রুড তেল আমদানি করে, যা গত বছরের তুলনায় দুই শতাংশ কম। যদিও আগস্টের চেয়ে বেশি। এএনজেড বিশ্লেষকরা জানায়, গত সেপ্টেম্বরে চীনে তেল আমদানিতে চাহিদা কমেছে। এদিকে সরকারে অনুমানের চেয়ে চীনের মোট দেশজ উৎপাদন- জিডিপি বেড়েছে। সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও শক্তিশালী অবস্থানে রয়েছে। শি জিনপিং তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
http://forex-bangla.com/customavatars/600096085.jpg

Mas26
2022-11-19, 08:21 PM
এই সপ্তাহান্তে, আপনি যদি দেখেন যে অপরিশোধিত তেলের (#cl) শক্তির বাজার অবিশ্বাস্য, দাম নাটকীয়ভাবে কমে গেছে, কিন্তু এখানে দাম বেস ফিভারড দৈনিক এলাকা বিক্রি করেছে; আরেকটু নিচে গেলে ব্যবধান বন্ধ হয়ে যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যাচ্ছে যে তেলের আরও বেশি পতনের সম্ভাবনা রয়েছে।
সাধারণভাবে, গত দুই সপ্তাহে বিয়ারিশ আন্দোলনের প্রাধান্য থাকায় বাজারের এখনও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। এমনকি যদি মূল্য নিকটতম সমর্থন এলাকা স্পর্শ করে থাকে, তবে সম্ভবত এটি 80.21 স্তরে পরবর্তী সমর্থন অঞ্চলের দিকে পতন অব্যাহত থাকবে।
তাই মোটকথা, প্রবণতা যেভাবেই হোক পতন অব্যাহত থাকবে; আমার দৃষ্টিতে, বিক্রয় বিকল্পগুলি সঠিক বিবেচনা হতে পারে, এবং যা বাকি আছে তা হল নিকটতম সরবরাহ বা প্রতিরোধের এলাকায় অপেক্ষা করার জন্য সংশোধনের সন্ধান করা, 84.26।
তাই প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিকল্পগুলি সন্ধান করা আরও ভাল, যাতে আপনি বিক্রির ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে নিকটতম প্রতিরোধের স্তরে সংশোধন করার জন্য পদ্ধতির দামের জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এখনই বিক্রয় অবস্থান খুলেছি।
যদি আমরা দৈনিক চার্ট খুলি, আমরা দেখতে পাব যে আগে একটি শক্তিশালী অবরোহী মূল্য চ্যানেল বা একটি অবতরণ ওয়েজ তৈরি হয়েছিল, যা, যদিও এটি একটি দক্ষিণ দিকে ভেঙে গিয়েছিল, তবে দাম আবার নিচে নেমে গেছে এবং আমি একটি উচ্চ সম্ভাবনার সাথে মনে করি যে দাম নেমে আসা চ্যানেলে ফিরে আসবে এবং বাজারের খোলা থেকে ইতিমধ্যেই 75.00 স্তরে নেমে আসবে। সাধারণভাবে, তেলের পরিপ্রেক্ষিতে, আমার কাছে মাঝারি এবং দীর্ঘমেয়াদে শুধুমাত্র একটি পতন আছে, যার মানে হয় বর্তমান স্তর থেকে বা উত্তরে রোলব্যাকের মাধ্যমে, আপনি নিরাপদে বিক্রির জন্য প্রবেশের পয়েন্টগুলি সন্ধান করতে পারেন।
আমি যদি 4 ঘন্টা চার্ট দেখি, বিয়ারিশ পক্ষপাত বজায় থাকে। উদ্ধৃতিগুলি এখনও চাপের মধ্যে রয়েছে, যখন 4-ঘণ্টার মোমবাতি 79.99 স্তরের উপরে বন্ধ হওয়া 82.92 স্তরের উত্তরাঞ্চলে দীর্ঘ সংশোধনের সম্ভাবনা নির্দেশ করে, যা বিয়ারিশ প্রবণতাকে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত করবে না। মাঝারি মেয়াদে, আমি 82.92 লেভেল থেকে রিবাউন্ডে বা ট্রেন্ড রিভার্সালের অর্ধেক পরে, 79.99 লেভেলের সম্ভাব্য ভাঙ্গন এবং 76.25 লেভেলে কাজ করার জন্য ক্রমাগত হ্রাস সহ নিম্নগামী আন্দোলনের ধারাবাহিকতা আশা করি।

Mas26
2022-11-26, 12:29 AM
আমি তেলের বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছিলাম, কিন্তু কিছু কাজ করেনি, যার মানে এর কারণ রয়েছে। আমি একরকম সত্যিই বিশ্ব অর্থনীতি বা রাজনীতি বুঝতে পারি না, যার কারণে যন্ত্রগুলি খুব সংবেদনশীল হয়ে ওঠে। আমি প্রযুক্তিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে হতে পছন্দ করি। আমি এটা দেখছি, আমরা 79-80 ভেদ করতে পারি না। এবং দৈনিক চার্ট সাধারণত একটি শালীন মূল্য রিবাউন্ড দেখাতে শুরু করে। যদি আজকের মোমবাতি ভালুকের দিকে ঠিক করে, তবে আপনার বিক্রির কথা ভাবা উচিত। এবং সবকিছু এত ভাল শুরু হয়েছিল এবং সরঞ্জামগুলি সুন্দরভাবে দেখায়, কিন্তু তেল উচ্চতর হতে ব্যর্থ হয়েছিল।

Cl h4 candle

তেল ক্ষয়ে যায়, কিন্তু নীচু থেকে রিবাউন্ড দেখা যায়, এবং এমনকি খোঁচা দেওয়ার পরেও, ক্রেতারা এখনও একটি বিপরীতমুখী হওয়ার বিষয়ে গুরুতর এবং 80-এর স্তরে দাম ফিরিয়ে দেয়। ভালুক কম ঠেলে দিতে পারে না, এই সর্বনিম্ন আগে নিশ্চিত করা হয়েছিল। আমি মনে করি যে দীর্ঘমেয়াদী চ্যানেলে আমরা অন্তত দৈনিক চ্যানেলের মধ্যে ট্রেডিং চালিয়ে যাব এবং 90-এর প্রতিরোধে ফিরে যাব। আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যে ষাঁড়গুলি উচ্চতর ব্রেক করার চেষ্টা করে পুনরায় প্রবেশ করবে, সম্ভবত তারা সক্ষম হবে প্রতিরোধের মাধ্যমে বিরতি. 80-এর নীচের সমর্থন ইতিমধ্যেই ছিদ্র করা হয়েছে, ভাল্লুকগুলি শুধুমাত্র তাদের স্পাইক দিয়ে এই নিম্নগুলিকে আপডেট করেছে, যার মানে তারা স্টপ সংগ্রহ করেছে। রিবাউন্ডের পরে, আমরা ইতিমধ্যেই উত্তরে ত্বরণ নিয়ে যেতে পারি, অতিরিক্ত ক্রেতারা একটি কারণে বাজার থেকে দূরে সরে গেছে। এবার ক্রেতাদের পালা। এখন উত্তরে একটি নতুন প্রবণতা রয়েছে, আমি আশা করি যে ষাঁড়গুলি 80 এর স্তর পুনরুদ্ধার করতে সক্ষম হবে।