Log in

View Full Version : অ্যানালাইসিস প্রক্রিয়া কোনটি ভাল?



majidiqbal
2017-01-15, 05:20 PM
অ্যানালাইসিস প্রক্রিয়াঃ ফরেক্সের গতিবিধি মোট ৩ প্রকারে অনুমান করা যায়। অর্থাৎ কোন পেয়ার বাই বা সেল করার সিদ্ধান্ত নিতে ৩ টি পদ্ধতিতে অ্যানালাইসিস করতে হয়।
• ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
• টেকনিক্যাল অ্যানালাইসিস
• সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
ফরেক্সে ফান্ডামেন্টাল, নাকি টেকনিক্যাল, নাকি সেন্টিমেন্টাল কোনটি ভালো?

msisohel
2017-01-23, 09:33 AM
আপনাকে সফল ফরেক্স ট্রেডার হতে হলে ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এনালাইসিস এর সাথে টেকনিক্যাল এনালাইসিস এর গুরুত্ব সমানভাবে দিতে হবে। এটাকে গাড়ির চাকার বাতাসের সাথে তুলনা করা যেতে পারে, দামি গাড়ি যেমন ৫ টাকার বাতাস ছাড়া চলতে পারে না এই ফরেক্স ট্রেডিং ও তেমনি একটু ভুল হ্লেই মাশুল দিতে হবে।