PDA

View Full Version : একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার স্বপ্ন ও স্



md noor hasan
2017-01-27, 02:22 PM
আমি কিছুদিন আগে ফরেক্স সম্পর্কে শুনেছি এবং তারপর থেকেই ফরেক্সে যুক্ত হয়েছি।স্বপ্ন ছিল অনেক সহজেই এখান থেকে আয় করে বেকারত্ব দূর করতে পারব এবং একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবো কিন্তু দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ফরেক্স ব্যাবসা যতটা সহজ মনে করা হয় আসলে ততোটা সহজ নয় এর জন্য দরকার সঠিক এনালাইসিস ও স্ট্রাটেজী যা অর্জনের জন্য জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন।তাই স্বপ্নপূরনের জন্য আমাদের সকলেরই ধৈর্য্য ধারন করা উচিত হয়তোবা একদিন সফল হতে পারবো ইনশাল্লাহ।

Eefatali
2017-01-27, 04:35 PM
ইনশাল্লাহ একদিন সফল হতে পারবো সেটা মনে আশা রাখাটা ভালো।তবে ফরেক্সে প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে সত্যিই কিছু করতে হবে। অনেক ধৈর্য্য অনেক ত্যাগ অনেক পরিশ্রম করে ভালোভাবে অ্যানালাইসিস, স্ট্রাটেজী, ট্রেডিং প্লান ইত্যাদি ব্যাপারে দক্ষ হতে হবে। তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হতেও পারর।

msisohel
2017-01-27, 04:36 PM
হ্যাঁ, ফরেক্স যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয় । ফরেক্সে লাভ করার জন্য অবশ্যই মার্কেটের অবস্থা ভালোভাবে বুঝে, ঠিক মতো এনালাইসিস করা এ গুলোর প্রয়োজন হয় । ধৈর্য ধরতে হয় । তবে আপনি যতটা ফরেক্স কঠিন মনে করছেন ঠিক ততটা কঠিনও নয় ।

asik
2017-01-31, 11:09 PM
একজন সফল ট্রেডার কে না হতে চায় তবে সে জন্য সবারই সে জায়গায় পৌছাতে সময় ও যোগ্যতা লাগে,ফরেক্সে প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে সত্যিই কিছু করতে হবে। অনেক ধৈর্য্য অনেক ত্যাগ অনেক পরিশ্রম করে ভালোভাবে অ্যানালাইসিস, স্ট্রাটেজী, ট্রেডিং প্লান ইত্যাদি ব্যাপারে দক্ষ হতে হবে। তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হতেও পারর।

SkRasheduzzaman1990
2017-02-01, 12:14 AM
আপনার মত ফরেক্স নিয়ে আমিও অনেক বেশি স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মাঝে যথেষ্ট পার্থক্য রয়েছে তবে তাই বলে আমি কখনই নিজের মনোবলকে দুর্বল হতে দেইনি আমি বিশ্বাস করি যে ধৈয্যের সাথে যদি একটু একটু করে আমি সামনের দিকে এগ্রিয়ে যেতে পারি তবে আজ না হয় অবশ্যই একদিন আমি সেই স্বপ্ন পূরন নিশ্চই করতে পারব।