PDA

View Full Version : শুক্রবার টেৃড



siddiquecec
2017-02-03, 03:23 PM
বন্দুরা আপনারা কেহ কি শুক্রবারে ট্রেড করেন। আমি জানি যে বাংলাদশে সময় সোমবার ভোর 3:00 হতে ফরেক্স মার্কেট ওপেন হয় এবং শুনিবারে ভোর3:00 বন্দ হয়ে যায়্ কিন্তু আমি একজনের কথা শুনলাম ওনি নাকি শুক্রবারে ট্রেড করে না। ওনি অবশ্য ea দিয়ে ট্রেড করে। আপনারা কিভাবে ট্রেড করেন জানাবেন প্লিজ.....?

edottc
2017-02-03, 04:58 PM
সপ্তাহের পাঁচদিন ট্রেড করা যায় সোমবার ভোর পাঁচটা থেকে শুরু করে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ট্রেড করা যায় ।এই *দিন গুলোর মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার এইদুই দিন আগের দিনের তুলনায় ফরেক্স মার্কেট বেশি উঠানামা করে । তাই এই দুইদিন সিগনাল এনালাইস করে ট্রেড করতে পারলে ফরেক্ম এ লাভবান হওয়া যায়

RUBEL MIAH
2017-02-07, 05:41 PM
আমরা শুক্রবার ট্রেড যদি বন্ধ রাখি তাহলে অবশ্যই অামরা লস থেকে দূরে থাকতে পারি । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ফরেক্স ব্যবসা করি তাহলেই অবশ্যই অামরা বেশী লসে পড়ব না । আমরা সব সময় ধৈর্য্য ধারণ করে তারপর ফরেক্স ব্যবসা করলেই সফলকাম হতে পারব । অতএব আমরা শুক্রবার চেষ্টা করব ট্রেড করা থেকে দূরে থাকতে ।

shohanjacksion
2017-02-07, 06:39 PM
ভাই, ফরেক্স ট্রেডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরামর্শ। কিন্তু আমি শুক্রবার দিন ট্রেড করে থাকি। কেননা, শুক্রবার দিন মার্কেট নির্দিষ্ট করে যেকোন একটা পজিশনে বন্ধ হবে। সোমবার দিনের ওপেনিং প্রাইজ থেকে যদি কোন পেয়ার শুক্রবার দিন ২০০ পিপসের বেশি থাকে তখন সে পেয়ার সোমবার দিনের ওপেনিং প্রাইজের দিকে যথা সম্ভব কাছাকাছি যেতে চেষ্টা করবে। আর তাই শুক্রবার দিন ট্রেড করে আমি সফল হই।

riponhosen
2017-02-07, 10:18 PM
আমার কাছে মনে হয় শুক্রবার ট্রেড না করাই ভালো কারন শুক্রবার ফরেক্স মার্কেট এর শেষ দিন। এই কারনে ট্রেড না করা ভালো কারন যদি ওই দিন আপনার কোনো ট্রেডে লস হয় তাহলে আপনাকে পরের সপ্তাহ পরযন্ত অপেক্ষা করতে হবে।আবার পরের সপ্তাহে মার্কেট কোন দিকে যাবে সেটা বলা যাবে না তাই সপ্তাহের প্রথম এবং শেষ দিন ট্রেড না করাই ভালো।

Mamun13
2017-02-07, 10:45 PM
ফরেক্স মার্কেট সোমবার ভোর ৩টা বা ৪ টা হতে শনিবার ৩টা বা ৪টা এই পাচঁ দিনরাত একটানা খোলা থাকে৷অনেকেই শুক্রবারে টেড করেন আবার অনেকেই করেন না৷এটা যার যার ব্যাক্তিগত সুবিধা ও ইচ্ছা৷তবে আমি পাচঁ দিনই মার্কেটে লেগে থাকি ও ফাকে ফাকে সুযোগ বুঝে অল্প অল্প ট্রেডও করি৷

Fxaziz
2017-02-07, 11:28 PM
আমি শুক্র বার বিকাল থেকে আর ফরেক্স মার্কেট এ ট্রেড করি না।আসলে সপ্তাহে ২ দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে।এই ২ দিনে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি না।বাকি ৫ দিন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।আমাদের যখন ইচ্ছা তখন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।আমি মনে করি শুক্র বার রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড না করাই ভালো হবে।এতে আপনি অনেক বেশী বেশী লস থেকে বাছতে পারবেন।

edottc
2017-02-08, 07:00 AM
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যে মার্কেট সপ্তাহে পাঁচ দিন ট্রেড করা যায় । সোমবার ভোর পাঁচটা থেকে শুরু করে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ।যেহেতু শুকবারে টেড্র বন্ধ হয়ে যায় তাই সে দিন অল্প ট্রেড করা ভাল যাতে মার্কেটে লাভ থাকে ।

nbfx
2017-02-12, 03:20 PM
সাধারনত দেখা যায় শুক্রবার দিন মার্কেট একটু বেশিই মুভ করে থাকে। আমার পরামর্শ হলো শুক্রবার দিন যদি কোন হাই ইম্পেক্ট ইকোনোমি নিউজ থাকে তাহলে ঐ নিদিষ্ট কারেন্সি পেয়ারে নিউজের ২ ঘন্টা পূর্বে ট্রেড ক্লোজ করে দিলেই হলো। ট্রেড বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে না থেকে এনালাইসিস করে ট্রেড দেয়া যেতে পারে।

Rana2017
2017-02-12, 10:33 PM
আমার ট্রেডিং লাইফে যতবার একাউন্ট জিরো হয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে শুক্রবার। কারণ, ইউ এস এ এর বেশিরভাগ গুরুত্তপূর্ণ নিউজগুলো এই শুক্রবারেই পাব্লিসড হয় যেমন নন ফার্ম পে-রোল, এফওএমসি মিটিং ইত্যাদি। এজন্য অনেকেই শুক্রবারকে ব্ল্যাক-ফ্রাইডে হিসেবে অভিহিত করে থাকেন। তবে একটু বুঝে-শুনে ট্রেডিং করতে পারলে শুক্রবারের ট্রেডিং এ অনেক ভালো প্রফিট করা যায়।

Md Masud
2017-05-24, 10:54 PM
সোমবার ভোর পাঁচটা থেকে শুরু করে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ট্রেড করা যায় । একটু বুঝে শুনে ট্রেডিং করতে পারলে শুক্রবারের ট্রেডিং এ অনেক ভালো প্রফিট করা যায় । শুক্র বার রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড না করাই ভালো হবে।এতে আপনি অনেক বেশী বেশী লস থেকে বেঁচে পারবেন ।