PDA

View Full Version : লং ট্রেড করা কি ভাল



siddiquecec
2017-02-03, 06:40 PM
লং ট্রেড করলে লাভের পরিমান বাড়ে নাকি ঝুকি বাড়ে নাকি ঝুকি কম থাকে। আসরে লং ট্রেড করি নাই কখনও তাই বুঝতে পারছি না যদি কেহ ভাল পরামর্শ দিতে পারেন প্লিজ আমাকে হেল্প টু মি এব খুব দ্রুত।...

edottc
2017-02-04, 08:19 AM
আমার জানা মতে আমার স্যার যিনি লং ট্রেড করেন ও তাতে তার ভালই আয় হয় । কিন্তু এর মাঝে অনেক ডলার নেগেটিভ হতে পারে তাতে ভয় না পেয়ে বসে থাকেন মাসে কোনকোন সময় আপনার লাভ হবে । কিন্তু এর মূল শর্ত হচেছ মানিম্যানেজম্যান্ট রককক্ষা করা ।তাহলে লাভ হবেই ।

RUBEL MIAH
2017-02-05, 07:40 AM
অবশ্যই আমরা লং ট্রেড বেশী বেশী করে করব । যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করে লং ট্রেড বেশী বেশী করে করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় বেশী বেশী ধৈর্য্য ধারণ করে মারপর মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-02-05, 09:06 AM
নিঃসন্দেহে লং ট্রেড উত্তম এবং লং ট্রেডই করা উচিৎ৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণই লং ট্রেড করছেন৷লং ট্রেডে রিস্ক অনেক কম থাকে৷তাই পুজি ও প্রফিট উভয়ই নিরাপদ থাকে৷লং ট্রেডের প্র্যাকটিসের মাধ্যমেই একজন সফল ট্রেডার হতে পারবেন৷

amdad123
2017-02-05, 10:00 AM
ফরেক্স ট্রেডিংয়ে সফলতার জন্য লং ট্রেড করে থাকে অনেক ট্রেডার। লং ট্রেডে সফলতার পরিমান অনেক বেশি কারন এ ট্রেডি মার্কেট একটি ট্রেন্ডে থাকে। তাই কোন ট্রেডে যদি ট্রেন্ডের পক্ষে থেকে ট্রেড করা যায় তাহলে অনেক ভাল প্রফিট করা যায়। অন্যদিকে সর্ট ট্রেডে মার্কেটের গতিবিধি ভালমত বঝা যায় না যার ফলে বার বার স্টপ লস হিট করে ও লস হয়। তাই এ দিক থেকে সর্ট টার্ম ট্রেড থেকে লং টার্ম ট্রেড করা অনেক বেশি প্রফিটেবল। অধিকাংশ অভিজ্ঞ ট্রেডারগন বা সফল ট্রেডাররা লং ট্রেড করে থাকে।

siddiquecec
2017-02-05, 10:21 AM
ধন্যবাদ আসলে লং ট্রেড করাই ভাল। কারন এখানে ঝুকিটা একটু হলেও কম আছে যদি ছোট সাইজে ট্রেড করা যায় অবশই লাভ হবেই আমি করি কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন ধৈর্যধারন করতে পারি ঠিকভাবে কারন এখানেই ধৈয্যের পরিচয়।

anwaribrahim
2017-02-27, 01:49 PM
লং ট্রেড করলে কি ঝুকি কম থাকে না বেশী থাকে এই নিয়ে অনেক মতবাদ আছে। আমার মতে আপনি যদি ফরেক্স এ লং ট্রেড করতে চান আপনাকে অবশ্যই টেক প্রপিত ও স্টপ লস দিয়ে রাখতে হবে। যদি আপনি এনালাইসিস করে দেখেন যে আপ্নি ট্রেড টা বাই এ করলেন, আপনি যদি পরে দেখেন যে এটি ১০ ঘন্টা পর সেল এ চলে গেছে তাহলে আপনার লস হয়ে যাবে । আপনাকে অবশ্যই টেক প্রপিট ও স্টপ লস দিয়ে রাখতে হবে লং ট্রেড করার সময়।:woo: