PDA

View Full Version : আপনার স্ট্রাটেজি কি?



maziz6989
2017-02-13, 12:23 PM
অনেকেই এই মার্কেট এ অনেক রকম স্ট্রাটেজি ব্যবহার করে থাকে। কেউ প্রাইস একশ্যান কেউ চার্ট প্যাটার্ন আবার কেউ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনি ট্রেড করার জন্য কোনটা ব্যবহার করেন? আমি সচরাচর চার্ট প্যাটার্ন ব্যবহার করে ট্রেড করে থাকি।
যার যার টা শেয়ার করুন কারণ সহ।

siddiquecec
2017-02-13, 03:12 PM
আমি চার্ট প্যার্টার্ন ও প্রাইজ *একশান Follow করে ট্রেড করে থাকি।
আমার কাছে কোনটাই ভাল মনে হয় না যখন আমার analysis কাজ করে না।
আমি আপনাদের কাছে জানতে চাই আমার সবাই মিলে কমপক্ষে 10 জন ট্রেডার একই সাথে analysis পূর্বক ট্রেড করতে কি পারি না ?.....

RUBEL MIAH
2017-03-10, 10:14 PM
ফরেক্স মার্কেটে আমরা বেশী বেশী এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমার কাছে কোনটাই ভাল মনে হয় না যখন আমার analysis কাজে লাগে না । আমরা অবশ্যই ধৈর্য্যের সহিত এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

kazirasel
2017-03-12, 02:11 AM
ফরেক্স আমি প্রাইস একশানে করি তবে মার্কেট এর টেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করি । তবে আমার এনালাইসিস এ কোন ট্রেড এন্টি না থাকলে আমি ট্রেড করি না । আমি মনে করি সবার উচিত নিজের এনালাইসিসি দেখে ট্রেড করা ।

nbfx
2017-03-23, 06:41 AM
আমার ট্রেডিং কৌশল হলো সাধারন মুভিং এভারেজ ক্রসিং ৫০/১৪। সাথে আরএসআই। কিন্ত কাজ করে অসাধারণ। ট্রেডিং কৌশলের সাথে টাইমফ্রেম খুবই গুরুত্বপূর্ণ। আমি ৪ ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করি।

Mamun13
2017-03-25, 09:07 PM
আমি একদম সহজ ও সাদামাটা প্রাইস একশান স্ট্র্যাটেজী ব্যাবহারেই অভ্যস্ত৷এই সিস্টেমে কোনো প্রকার রংচং মার্কা হিজিবিজি ইনডিকেটরের প্রয়োজন পড়েনা৷ট্রেন্ড,সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল ও ক্যন্ডেেল ফর্মেশান গুলো পরিষ্কার খেয়াল রাখলেই হয়৷আপনার উল্লেখিত কথায় চার্ট প্যাটার্ণ ও ক্যান্ডেলস্টীক প্যাটার্ণ শব্দগুলি এই প্রাইস একশান স্ট্র্যাটেজীর ই অন্তভূর্ক্ত সিস্টেম৷আমি w1 চার্টে ট্রেড করছি এবং আমার বেষ্ট টাইম ফ্রেম হলো mn ও w1 চার্ট৷

uzzal05
2017-06-11, 06:40 AM
প্রত্যক সফল ট্রেডার এর উচিত তাদের স্ট্রেটিজি সবার সাথে শেয়ার করা। কারন শেয়ার করলে ট্রেডারা রা লস এর হাতে থেকে বেচে যাবে। নতুন রা ট্রেডিং স্ট্রেটিজি খুজার পরিবর্তে নউন ইন্ডিকেটর খুজে। কোনটা ভালো কাজ করে শুধু সেটা খুজে।

uzzal05
2017-06-11, 06:58 AM
আমি চার বচ্ছর ধরে শুধু ইন্ডীকেটর এর পেছনে দৌড়াচ্ছি। অবেশষে ইন্ডিকেটর খুজা বাদ দিয়ে আমি খালি চার্ট এ ট্রেড করা শুরু করি। কারন খালি চার্ট এ মার্কেট ক্লিয়ার বুঝা যায়। বিভিন্ন ইন্ডিকেটর ট্রেড নেওয়ার ক্ষ্রেত্রে অনেক ঝামেনলা সৃষ্টি করে।

majidiqbal
2017-06-11, 03:51 PM
আমি সাধারনত লং ট্রাম ট্রেড করতো ভালবাসি। তাই সুইয় ট্রেড স্ট্রেটিজি আমার কাছে ভাল মনে হয়। এই প্রকারে ট্রেডে বার বার এন্ট্র নেওয় যায়। এবং লাভ করার সম্ভনা ও অনেক বেশি থাকে। শুধু মাত্র লক্ষ রাখতে হয় যে কোথায় ট্রেড টি গতি পরিবর্তন করেছে।

majidiqbal
2017-06-12, 11:58 AM
৫ মিনিট টাইমফ্রেমে স্কেল্পিংই আমার ট্রেডিং স্ট্রাটেজি।৫ মিনিট টাইমফ্রেমে স্কেল্পিং পদ্ধতিতে যখন দেখবেন পর পর তিনটি ক্যান্ডেল এর গন্তব্য একদিকে (বাই/সেল) গিয়ে তৃতীয় ক্যান্ডেলটি শেষ হবে এবং চতুর্থ ক্যান্ডেলটি শুরু হয়ে ২-৪পিপস অফোসিট দিকে যাবে তখনইআপনি আপনার ট্রেডটি (তিনটি ক্যান্ডেল যে দিকে ছিল সে দিকে) ওপেন করুন। এবং ১০পিপস টেক প্রফিট ও ১৫পিপস স্টপ লস ব্যবহার করুন। যদিও টেক প্রফিট এর চেয়েস্টপ লস বেশী তাতে কি ৭৫-৮০% সময়ই তো আপনার টেক প্রফিট এ ট্রেড ক্লোজ হচ্ছে।

abdulguffer
2017-06-30, 06:30 PM
ভাই ফরেক্স এ প্রফিট করার বা টিকে থাকার একটাই স্ট্রাটাজি, তা হলো নো লিভারেজ অর্থাৎ 1:1 লিভারেজ এবং রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে 1:3 অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার.। 70% লস ট্রেড থাকলেও প্রফিটে থাকবেন এবং ব্যালান্স বৃদ্ধি পাবে । ইচ্ছে করেও ব্যালান্স জিড়ো করতে পারবেন না । বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন । 100% গ্যারান্টি ।

maziz6989
2017-07-02, 05:07 PM
ভাই ফরেক্স এ প্রফিট করার বা টিকে থাকার একটাই স্ট্রাটাজি, তা হলো নো লিভারেজ অর্থাৎ 1:1 লিভারেজ এবং রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে 1:3 অনুপাতে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার.। 70% লস ট্রেড থাকলেও প্রফিটে থাকবেন এবং ব্যালান্স বৃদ্ধি পাবে । ইচ্ছে করেও ব্যালান্স জিড়ো করতে পারবেন না । বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন । 100% গ্যারান্টি ।

বুঝলাম না আপনার প্রথম কথাটা- নো লিভারেজ! ১:১ নিলে কত ডলার লাগবে ট্রেড করতে আপনার কোন আইডিয়া আছে? রিক্স রিওয়ার্ড ঠিক আছে কিন্তু লিভারেজ এর বিষয়টা একেবারে অসম্ভব মনে হচ্ছে। যাই হোক তারপরও একবার ট্রাই করে দেখতে পারি আপনার স্ট্রাটেজিটা।

Momen
2017-07-22, 09:22 AM
চার্ট প্যাটার্ন এবং পাইস একশন দুটিই ভালো কাজে দেয়। তবে, যখন ট্রেড লসের দিকে যায় অখন আমাদের মনে হয় কেন এমন হলো। আসলে এর পিছনে কারনটা হলো আমরা খুব কম সময়ে ধৈর্যহীন ভাবে এনালাইসিস করে থাকি। আমাদের উচিৎ যথেষ্ট সময় নিয়ে ঠান্ডা মাথায় মার্কেট এনালিসিস করা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা যতো বেশি মার্কেট নিয়ে এনালাইসিস করবো ততো বেশি ধারনা পাবো।

FREEDOM
2020-08-26, 03:50 PM
আমি সাধারনত লং ট্রাম ট্রেড করতো ভালবাসি। তাই সুইয় ট্রেড স্ট্রেটিজি আমার কাছে ভাল মনে হয়। এই প্রকারে ট্রেডে বার বার এন্ট্র নেওয় যায়। এবং লাভ করার সম্ভনা ও অনেক বেশি থাকে। শুধু মাত্র লক্ষ রাখতে হয় যে কোথায় ট্রেড টি গতি পরিবর্তন করেছে।

sagar0835
2020-08-28, 03:54 PM
তথ্যবহুল পোস্ট।
স্ক্যাল্পিং বেস্ট মনে হয়েছে।