PDA

View Full Version : বহুলোক বলেছে ফরেক্স থেকে দুর থাকুন



siddiquecec
2017-02-17, 06:40 PM
আমার একটি কাছে বন্ধ আমাকে ফরেক্স থেকে দুরে থাকতে বলেছে। তিনি সিরাজগঞ্জ থাকেন আর সে এটাও বলেছে যে, আমার একটি কাছের লোক কানাডায় বাড়ীভাড়া দিয়ে দেয় craigslist এর মা্ধ্যমে এতে তার মাসিক ইনকাম 3 লক্ষ টাকার উপরে তাই আমাকেও এই পরামর্শ দিয়েছে কিন্তু আমি ফরেক্স ছাড়তে পারছি না। কি করি বলুনতো ভাই?

Rana2017
2017-02-23, 01:03 PM
আসলে আমি মনেকরি যে যেই জিনিসটা ভালো বুঝে তাকে সেটাই করা উচিত সেটা বিজনেসই হোক আর চাকরি হোক বা ফ্রিলেন্সিং হোক বা হোক সেটা ফরেক্স। আপনি যেহেতু ফরেক্স ভালো বুঝেন আর ফরেক্সের প্রতি যেহেতু আপনার একটা টান আছে তাই আপনি ফরেক্স করলেই ভালো করেবন বলে আমার মনে হয়।

Mamun13
2017-02-23, 08:57 PM
বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷

anwaribrahim
2017-02-24, 09:07 AM
বতমানে পৃথিবীর অনেক মানুষ পরেক্স কে পেশা হিশাবে নিয়েছে। আর এটি আন্তরজাতিকভাবে করা হয় বলে এর চাহিদা বহুগুন হয়েছে। পরেক্স ট্ট্রেডি; এ প্রথিবীতে অনেক দেশ এর অরথনিতী নিরভর করে। পরেক্স করলে আমরা অনেক দেশ এর অর্থনীতি সম্পকে জানতে পারি। আমাকে অনেক মানুষ বলেচে পরেক্স থেকে দূরে থাকুন। অনেকে বলেছে এটি ছিটি; , আমার মতে পরেক্স যদি প্রড হবে তাহলে কনো মানুষ এই বিজনেস করত না। আমার মতে জারা পরেক্স বুঝে শুদু মাত্র জারা বুঝে তাদেরি করা ধরকার । না হলে এটি নিয়ে সময় নষ্ট করে কনো লাভ নেই বলে আমি মনে করি।:woo:

RUBEL MIAH
2017-03-03, 02:38 PM
যারা বলে ফরেক্স ব্যবসা থেকে দূরে থাকতে তারা আসলে মার্কেটের উপর তেমন বেশী দক্ষ নয় । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কখনোই বেশী লোভ করব না তাহলেই আমরা টিকে থাকতে পারব । আমরা সব সময় ডেমো ট্রেড বেশী বেশী করে করব ।

H M R Al Amin
2017-03-06, 08:36 PM
পৃথিবীর অন্যতম একটি ব্যবসা হলো ফরেক্স ব্যবসা এখানে প্রতিদিন ৪ট্রিলিয়ন ডলার লেনদেন হয়ে থাকে । আপনার মাথায় যদি ঐ ৪ট্রিলিয়ন ডলারের কথা মনে করেন তাহলে আপনাকে যতই ফরেক্স মার্কেট থেকে দূরে থাকতে বলুক না কেন আপনি সেই বোকামি করবেন না । কারন আপনি যদি ফরেক্স এর একজন দক্ষ ট্রেডার হতে পারেন তাহলে আপনি ঐ ৪ ট্রিলিয়ন ডলারের একজন সদস্য হয়েযাবেন । সুতারং কেউ দূরে থাকতে বল্লেই আপনি দূর হয়ে যাবেন ????

Biplob Hossain
2017-03-07, 12:15 AM
ফরেক্সে যদি কেউ সফল ভাবে ট্রেড করতে পারে তবে ফরেক্স অবশ্যই একটা ভালো কাজের যায়গা হয়।আর কেউ যদি ট্রেড করতে না পারে তরে অবশ্যই কিছুটা লছ হবাই তাই এজন্য অনেক লোকেই বলে থাকে ফরেক্স ট্রেড করা ভালো নয় এর থেকে দুরে থাকুন।

Md Masud
2017-03-30, 07:20 PM
অন্যের কথায় অামরা কখনোই কান দিব না । অামরা নিজেরা মার্কেট এ্যানালাইসিস করে তারপর ফরেব্স মার্কেটে ট্রেড করব । অন্য ট্রেডার কি বলল তা অামাদের শোনার দরকার নেই । কারণ হল অামরা যদি ঠিক রাখি তাহলে অামরা কেন লসে পড়ব । এ কথায় অামরা ফরেক্স মার্কেট থেকে অামরা দূরে থাকব না ।

uzzal05
2017-05-29, 05:33 AM
ফরেক্স ট্রেড অনেকে খারাপ কাজ বলে মনে করেন। ফরেক্স কে অনেকে জুয়া খেলার সাথে তুওলনা করেন। অনেকে ফরেক্স এমেলেম ব্যবসা ও মনে করেন। যে যাই মনে করুক সবাই ফরেক্স করবে না। আর সবাই ফরেক্স করলেও ফরেক্স ট্রেডার সবাই হতে পারবেন না।