View Full Version : লস করার কারন কি
IFXmehedi
2021-02-18, 06:29 PM
ফরেক্স বিজনেসে লস করার কারন কি হতে পারে।ফরেক্সে আমরা লস করি কেনো।আমি মনে করি বেশী লোভের কারনে ফরেক্স বিজনেসে লস করছি।আমি এক সময় লাভ করলে আবার বসে থাকতাম লাভ করতে তাই আমার অনেক লস হতো।কিন্তু আমি ইমোশনাল হতাম না।আবার চেস্টা করতা কি করে লস কাভার করা যায়।তাই আমি বলবো আমাদের অভিজ্ঞতা জ্ঞ্যান কোশল আর পরিশ্রম করে আয় করবো।লোভে পরে আয় করা যায় না ক্ষতি ছারা লোভ কিছু দিতে পারবে না আমাদের।
আমি মনে করি ফরেক্স মার্কেটে লস করার সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ করা । কারণ একমাত্র লোভের বশবর্তী হয়েই মানুষ অতিরিক্ত অর্থের আশায় কোন কিছু না বুঝেই ট্রিট দেয় এবং লস করে থাকে । এছাড়া ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে ইমোশনাল হওয়া যাবে না । অনেক বেশি আবেগপ্রবণ হলেও নাচের সম্ভাবনা অনেক বেড়ে যায় । এছাড়া দক্ষতার অভাব, জ্ঞানের অভাব এবং সময়ের অভাবের কারণে ও মানুষ ফরেক্স মার্কেটে লস করে থাকে ।
Mas26
2021-02-19, 04:41 PM
ফরেক্স মার্কেটের লস করার অনেকগুলো কারণ আছে যার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমরা না বুঝেশুনে এনালাইসিস না করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি দুই নম্বর ভুল হচ্ছে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি এটাও এক ধরনের ভুল যদি আমরা ছোট ছোট ট্রিট করে তাহলে মার্কেটে টিকে থাকতে পারব এবং লস হলেও আমরা সে রাস্তা পরে পূরণ করতে পারব কিন্তু বড় বড় লরি ট্রেড করার ফলে আমরা লঞ্চের সম্মুখীন হয় এবং সেগুলো অনেক বড় ধরনের হয়ে থাকে যার ফলে আজ থেকে আমরা ফিরে আসতে পারি না এবং পরবর্তীতে আমরা এই লোকটার কথা মাথায় রেখে ট্রেট করি তাহলেও কিন্তু আমরা ফরেক্স মার্কেটে লস করার আশঙ্কা কমে যাবে কিন্তু আমরা ওইটা মাথায় না রেখে পরবর্তীর পূর্ববর্তী মত সেই একই ভুল করে পরে সিক্রেট করে থাকে যতদিন না আমরা এভাবে এনালাইসিস সাইট্রেট করব ততদিন আমাদের এই ধরনের সমস্যা হয়ে থাকবে
sss21
2021-02-19, 10:52 PM
ফরেক্স মার্কেটের লস করার অনেক কারণ আছে যার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমরা না বুঝেই এনালাইসিস না করেই ফরেক্স মার্কেটে ট্রেড করি দুই নম্বর ভুল হচ্ছে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি এটাও এক ধরনের ভুল যদি আমরা ছোট ছোট ট্রিট করে তাহলে মার্কেটে টিকে থাকতে পারব এবং লস হলেও আমরা সে রাস্তা পরে পূরণ করতে পারব কিন্তু বড় বড় লরি ট্রেড করার ফলে আমরা লসের সম্মুখীন হই এবং সেগুলো অনেক বড় ধরনের হয়ে থাকে যার ফলে আজ থেকে আমরা ফিরে আসতে পারি না এবং পরবর্তীতে আমরা এই লোকটার কথা মাথায় রেখে ট্রেড করি তাহলেও কিন্তু আমরা ফরেক্স মার্কেটে লস করার আশঙ্কা কমে যাবে এবং আমরা সফল ট্রেডার হতে পারবো বলে আমি মনে করি।
FRK75
2021-05-21, 10:18 AM
ফরেক্স এ লস করার অনেক কারন আছে। তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) ধৈয্য না ধরে কাজ করা
৪) মার্কেট এনালাইসিস না করে থাকা
৫) মানি ম্যানেকমেন্ট না করা
ফরেক্স করা বেশি লোভ করা এর ফলে অতি তারাতারি ডলার কামানোর জন্য ব্যাস্ত হয়ে অনেক বেশি লোভ করে ফেলে ফলে তারা লস করে ফেলে লোভ ভালো অতি লোভ করা ঠিক না। ফরেক্স মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন্ রকম টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে থাকে,কিন্তু অনেকে ফরেক্স সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করেই ইমোশনাল হয়ে পড়ে,এরপরে ফরেক্স মার্কেটে বড় বড় ট্রেড ওপেন করে বসে থাকে,যার কারনে অনেক লসের শিকার হয়। তাই আমাদের উচিত সঠিক ভাবে ট্রেড করে লাভবান হওয়া।
FRK75
2021-10-26, 11:30 AM
লস হবার আপনার অনেক গুলো কারন রয়েছে তা হল
১ ।এর সম্বন্ধে আপনার ধারণা কম থাকায় ।
২ ।আপনি ট্রেড এনালাইসিস এর সম্পর্কে না জানা ।
৩ ।যারা বেশি লোভ করে ।
৪ ।না জেনে ট্রেড করা ।
samun
2021-12-24, 10:28 PM
ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই আপনাকেক রিস্ক রেসিও মেনে চলতেই হবে । রিস্ক রেসিও না মেনে চললে আপানাকে খুব বাজে ভাবে লস করতে হবে । আপনি যদি নতুন ট্রেডার হোন তাহলে আমি বলবো আপনি আগে ডেমোতে আপনার ট্রেডের পরীক্ষা নেন। এছাড়াও বেশির ভাগ ট্রেডাররা তাদের মেন্টালিটি ঠিক রাখতে পারে না। ইমোশোনাল হয়ে বড় রিস্ক নিয়ে ট্রেড করে ফলে অল্প দিনেই মার্কেট থেকে ঝড়ে পরে। তাই সতর্ক হয়ে আমাদের ট্রেড করতে হবে।
FRK75
2022-06-05, 05:12 PM
যারা বেশি লস করেন তারা হল নতুন রা। তারা লোভে পরে ফরেক্স সম্পকে ভাল করে না জেনে বুঝেই ফরেক্স এ ট্রেড করতে আসেন। লস অন্যতম কারন হল আরও এনালাইসিস করে ট্রেড না করা, অন্যর দেওয়া সিগন্যাল অনুসরণ করে ট্রেড করা। একবার লস হলে সেই লস উঠানোর জন্য বেশি বেশি ট্রেড করা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফরেক্স করতে হলে অবশ্যই পরিশ্রমি হতে হবে।ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে । তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত।
samun
2022-06-16, 12:10 PM
ফরেক্স মার্কেটের লস করার একাধিক কারণ রয়েছে কিন্তু এর মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার কারণে সাধারণত সকল ট্রেডার বেশিরভাগ সময় লস করে থাকে যেমন মার্কেটে এনালাইসিস না করে ট্রেড করা অধিক লাভের আশায় বড় লট নিয়ে ট্রেড করা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করা প্রভৃতি কারণে ফরেক্স মার্কেটে সাধারণত সকল ট্রেডার লস করে থাকে
FRK75
2023-02-11, 10:35 PM
লসের অনেকগুলো কারনের মধ্যে নির্দিষ্ট কোন স্ট্রাটেচি নাথাকা, আন্দাজে ট্রেড করা, মার্জিন লেভেল ফলো না করা, নিউজ টাইমে ট্রেজ করা, মার্কেট এর মুভমেন্ট না জানা, ক্যান্ডেল স্টিক সম্পর্কে কম ধারনা ইত্যাদিই প্রধান তবে এর সাথে আপনার নির্দিষ্ট লক্ষ না থাকাটাও একটি বিশেষ কারন বলে আমি মনে করি। আর পজিশন সম্পর্কে ধারনা না থাকলেও লস এর পরিমান বাড়তে পারে।অনেকদিন ফরেক্স এ থেকেও লস করেন তাহলে আপনি বুঝবেন আপনি ফরেক্স এর নিয়োম অনুয়ায় ট্রেড করছেন না এই জন্যই আপনি লস করছেনা তাই আমি বলবো আপনি ফরেক্স এর ডেমো ট্রেড করেন তারপর আপনি ফরেক্স এ আবারো আপনার ডোমো ট্রেড গুনো অনুসরন করেন। এটি ফরেক্স করার একটি ভালো পথ বলে আপনি মনে করতে পারেন এই ভাবে আপনি ফরেক্স এ ডেমো ট্রেড করতে থাকেন ৬ মাস তরপর আপনি ফরেক্স এ ডেমো ট্রেডিং এ সাফ্যলতা অর্জন করলে তারপর আপনি ফরেক্স এ রিয়েল ট্রেড শুরু করেন।
samun
2023-07-27, 12:26 PM
লস হওয়ার অনেক রকম কারন থাকতে পারে। যখনই আমরা ইমোশনাল হয়ে ট্রেড করি, তখনই আমাদের বেশির ভাগ লস হয়ে থাকে। ট্রেডে কখনোই ইমোশনাল হওয়া চলবে না। একজন ট্রেডার যদি পরিপূর্ন ভাবে মার্কেট এ্যানালাইসিস করে, ইমোশনাল না হয়ে, লোভ না করে, অতিরিক্ত ঝুকি না নিয়ে ট্রেড করে তাহলে লসের সম্ভাবনা খুবই কমে যায়। এছাড়া লস হবার আরও কারন হলো উদ্দেশ্য বিহিন টেড করা।নতুনেরা যে সব কারনে লস খায় সেগুলো হলো এনালাইসিস এর অভাব, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ এর সিগনাল,লস টেড কেটে না দিয়ে দিঘ দিন ওপেন রেখে পূজা দেওয়া, ব্যালেন্স কম হওয়া ইত্যাদি।আরও অনেক কারন আছে যেসব এর কারনে নতুনেরা মূকুলেই ঝরে যায়।তাই নতুনেদের উচিৎ ধয্য নিয়ে বুঝে এবং কম লাভার আসায় কম লটে টেড করা।
FRK75
2024-01-09, 11:14 PM
ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে। তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিত।ফরেক্স এ অনেক কারনে লস করে থাকে তাহল
১) বেশী লটে ট্টেড করা
২) মার্কেট এনালাইসিস না করা
৩) বেশী লোভ করা
৪) ধৈর্য না ধরে ট্টেড করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.