PDA

View Full Version : প্রফিট উত্ত্বোলন



Mamun13
2017-02-25, 08:07 PM
বোনাস ডলার দিয়ে ট্রেড করলে তার প্রফিট উত্ত্বোলন করতে হলে কোনো সমস্যা হবে ? কেউ বলছে ইন্সটা ব্রোকার নাকি একাউন্ট ব্যান্ড করে দেয়৷লাভের টাকা উত্ত্বোলন করতে চাইলে ইন্সটাফরেক্স ব্রোকার যদি একাউন্টাই ব্যান্ড করে দেয় তাহলে তা খুবই দুঃখজনক৷এমন করবে কেনো ? কারন কী ?এই ব্যাপারে ইন্সটাফরেক্স বা এই সাইটের মডারেটরগণ কী বলেন ? সত্যটা কী ? প্রফিটের ডলার সহজে উত্ত্বোলনের অজানা নিয়মগুলো আমাদের জানান প্লীজ৷আমাদের সকলের প্রয়োজনে মডারেটরগণ এবং সকল অভিজ্ঞ সদস্যদের কাছে বিশেষ অনুরোধ রইলো৷

LIMAFX
2017-02-26, 10:50 AM
বোনাস ডলার দিয়ে ট্রেড করলে তার প্রফিট উত্ত্বোলন করতে হলে কোনো সমস্যা হবে ? কেউ বলছে ইন্সটা ব্রোকার নকি একাউন্ট ব্যান্ড করে দেয়া ৷লাভের টাকা উত্ত্বোলন করতে চাইলে ইন্সটা ব্রোকার যদি একাউন্টাই ব্যান্ড করে দেয় তাহলে তা খুব দুঃখজনক৷এমন করবে কেনো ? কারন কী ?এই ব্যাপারে ইন্সটা বা এই সাইটের মডারেটরগণ কী বলেন ? সত্যটা কী ? প্রফিটের ডলার সহজে উত্ত্বোলনের অজানা নিয়মগুলো আমাদের জানান প্লীজ৷

সুহৃদ,
ইন্সটাফরেক্সের বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য। আপনি বোনাস দিয়ে শুধুমাত্র লাইভ ট্রেডিং করতে পারবেন, ঐ ট্রেডিং থেকে লাভ হলে সেটা লাভের ১ঃ৩ অনুপাতে প্রফিটও উত্তোলন করতে পারবেন। যেমন আপনার বোনাস থেকে যদি ৫০ ডলার প্রফিট করেন তাহলে ১ঃ৩ অনুপাত অনুসারে ৩৩ ডলার উত্তোলন করতে পারবেন। এছাড়া আপনি ক্লাইন্ট ক্যাবিনেট প্রবেশ করে Trading account>Bonus statistics>Available for withdrawal (with bonus safe) থেকে বোনাস চেক করে নিতে পারেন। ধন্যবাদ

Mamun13
2017-02-27, 10:45 PM
এই ফোরামে আমার একাউন্ট একটাই আছে-1558731 ৷আমার সামান্য কিছু বোনাস ডলার যোগ হতে পারে চলতি মাস শেষে৷আগামী মাসে এই বোনাস ডলার দিয়ে ট্রেড করে যদি প্রফিট হয়,আমার নিজের পকেেটের কোনো ডলার ইনভেষ্ট করতে হবে ?অর্থাৎ নিজের পকেটের ১ ডলারও ইনভেষ্ট না করেই শুধুমাত্র বোনাসের ডলার দিয়ে ট্রেড করে প্রফিট করলেই তা ১ঃ৩ অনুপাতে তুলতে পারবো কি না ?"

LIMAFX
2017-02-28, 09:48 AM
এই ফোরামে আমার একাউন্ট একটাই আছে-1558731 ৷আমার সামান্য কিছু বোনাস ডলার যোগ হতে পারে চলতি মাস শেষে৷আগামী মাসে এই বোনাস ডলার দিয়ে ট্রেড করে যদি প্রফিট হয়,আমার নিজের পকেেটের কোনো ডলার ইনভেষ্ট করতে হবে ?অর্থাৎ নিজের পকেটের ১ ডলারও ইনভেষ্ট না করেই শুধুমাত্র বোনাসের ডলার দিয়ে ট্রেড করে প্রফিট করলেই তা ১ঃ৩ অনুপাতে তুলতে পারবো কি না ?"

প্রিয় ফোরাম সদস্য,
ইন্সটাফরেক্স গ্রাহক চুক্তি অনুসারে আপনি বোনাসের পুরো টাকাই উত্তোলন করতে পারবেন, সেক্ষেত্রে কোন সমস্যা হবে না। কিন্তু মনে রাখবেন এই ফোরাম বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য ব্যবসায় প্রাথমিক মুলধন হিসাবে দেওয়া হয়।
যার ফলে ট্রেডার ব্রোকারকে চেনার পাশাপাশি কিছু বিনিয়োগ পায় অথচ ইন্সটাফরেক্স শত শত প্রতারক ট্রেডার দ্বারা আক্রান্ত, যারা বছরের পর বছর তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়েই ট্রেড করে। আপনি যদি সত্যিকারের ব্যবসায়ী হতে তাহলে তো নুন্যতম এক ডলার হলেও বিনিয়োগ করতে পারেন, এতে আপনার কোন আপত্তি বা অনাগ্রহ থাকার কথা নয়।
সুতরাং এটা পরিস্কার বোঝা যায় যে তারা এই প্রতারণার কৌশল ব্যবহার করে মুনাফা করে। যখন ইন্সটাফরেক্স এর স্বয়ংক্রিয় সিস্টেম ইন্সটার সিষ্টেম দুইটি ফোরাম অ্যাকাউন্টধারী বা এসব প্রতারক ব্যাক্তিদের সনাক্ত করতে পারে। এবং তখন ইন্সটাফরেক্সের গ্রাহক চুক্তির নিয়ম অনুযায়ী,শুধুমাত্র ইন্সটাফরেক্স এর দেওয়া বোনাস বাতিল করা হয় এবং তাদের সেই অ্যকাউন্ট ব্যান করা হয়। আসলে ইন্সটাফরেক্স কোম্পানীর প্রকৃত ট্রেডাররা কখনো তাদের বিনিয়োগ টাকা হারায় না, কিন্তু প্রতারকরা শুধুমাত্র তাদের প্রতারণার থেকে অর্জিত বোনাস এবং লাভ হারান।
আপনি আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

souravkumarhazra6763
2018-06-20, 06:59 PM
আপনি অব্যশই আপনার প্রফিট উওোলন করতে পারবেন কিন্তু টাকা উওোলন এর জন্য আপনার ফোরাম এ যে ট্রেডিং একাউন্টি যুক্ত থাকবে সেই একাউন্ট এর থার্ড লেবেল পর্যন্ত ভেরিফাই থাকতে হবে এবং অল্প প্রফিট করে করে উওোলন করতে হবে,তাহলে সমস্যা হবেনা।

rafiuqlislam
2018-06-20, 07:37 PM
ফরক্সে ট্রেডে আপনার প্রফিট অবশ্যই তুলতে পারবেন।আমি এ পর্যন্ত যতটুকু জেনেছি তাতে আপনার ভিতর যদি কোন প্রকার সমস্যা না থাকে তাহলে প্রফিট উত্তোলন করতে সমস্যা হবার কথা নয়।কিছু সদস্য আছে যারা প্রতারনার মাধ্যমে প্রফিট অর্জন করতে চায় তখন কর্তৃপক্ষ বুঝতে পেরে প্রফিট/একাউন্ড ব্যান্ড করতে পারে।