PDA

View Full Version : signal ছাড়াই ট্রেড



siddiquecec
2017-03-03, 03:50 PM
কোন প্রকার *signal ছাড়াই ট্রেড করছি এখন। জানি না কোন দিকে যাচ্ছি কিছু দিন যাবত খুব ট্রেড করছি প্রফিট কম কিন্তু লস হচ্ছে না। তাই চিন্তা করছি আর কারো signal নিবে না নিজে যাই করছি তাই ভাল আপনারা কি বলেন?

RUBEL MIAH
2017-03-03, 07:36 PM
signal ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই কষ্টকর । অামরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারবো । আমরা সব সময় ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Parvejdu
2017-09-28, 11:43 PM
ফরেক্স-এ সিগন্যাল অবশ্যই ব্যবহার করতে হবে। যদি সম্ভব হলে সিজে দেখে ট্রেডিং করািই ভাল। কিন্তু মূলত ফরেক্স সিগন্যাল না ব্যবহার না করে নিজের এ্যানালাইসিস দিয়ে ট্রেডিং করাই ভাল। ফরেক্স-মার্কেট এ্যানালাইসিস এ বেশী বিকল্প নেই।

alamsat
2018-07-05, 10:58 AM
আমর মতে এত সিগনাল এর পিছনে সময় ব্যায় না করে সেই সময়টি নিজে কিছু শেখার পিছনে ব্যায় করলে হয়ত ভাল কিছু শেখা যাবে। আজকাল ইন্টারনেটের যুগে ফরেক্স সম্পর্কে শেখার অনেক সুযোগ আছে। ইন্টারনেটে আপনি যে সম্পর্কে জানতে চান সে সম্পর্কে খুজলে সব কিছু পেয়ে যাবেন মূহুর্তে। তাই আমি মনেকরি সিগনাল হয়ত আপনার সাময়িক লাভ বয়ে আনতে পারে কিন্তু একটি ভুল ট্রেড হয়ে গেলে আপনার সমুদয় লাভের টাকা একটি ট্রেডে খেয়ে ফেলবে তাই নিজেকে ফরেক্স ট্রেডিং এ পাকাপোক্ত করে ফেলুন তাহলে ভাল লাভ করতে পারবেন।

Emarif1992
2019-11-11, 12:55 PM
সিগন্যাল ছারাই ট্রেড করা উত্তম আমার কাছে কারণ অন্যের সিগন্যাল দেখে কাজ করলে তাতে কোন পরিশ্রম হয়, তাই আমি বলবো নিজেই কোন কৌশন তৈরী করেন সেটা আপনার জন্য বেটার বলে আপনি মনে করবেন৷ নিজের ব্যালান্স এর উপর ভিত্তি করে নির্দিষ্ট টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড করাই শ্রেয় অন্যের সিগন্যাল এর অপেক্ষায় না থেকে৷

jasminbd
2019-11-11, 07:28 PM
কোন প্রকার *signal ছাড়াই ট্রেড করছি এখন। জানি না কোন দিকে যাচ্ছি কিছু দিন যাবত খুব ট্রেড করছি প্রফিট কম কিন্তু লস হচ্ছে না। তাই চিন্তা করছি আর কারো signal নিবে না নিজে যাই করছি তাই ভাল আপনারা কি বলেন?

কোন প্রকার সিগন্যাল ছাড়া বা কোন প্রকার আনাল্যসিস ছাড়া ট্রেড নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আপনি কোন আনাল্যসিস না করে বা কোন সিগন্যাল ছাড়া কিভাবে বাই সেল করবেন? আপনি কোন প্রকার আনাল্যসিস ছাড়া বা প্লান ছাড়া মার্কেটে এন্ট্রি নিয়েছেন। ফান্ডামেন্টাল হোক, বা টেকনিক্যাল হোক বা সেন্টিমেন্টাল আনাল্যসিস হোক এর যে কোন একটি মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে, তা না হলে এই ধরনের পরিস্থিতি বারেবারে ঘটবে।
আর আপনি যদি নিজে আনাল্যসিস করতে না পারেন তাহলে আপনি অন্যদের আনাল্যসিসগুলো থেকে সাহায়তা নিতে পারেন। এই ফোরামে ইদানিং অনেকে সিগন্যাল দিয়ে থাকে। এছাড়াও ইন্সটাফরেক্সের অনেক অভিজ্ঞ আনাল্যসিস্ট বিভিন্ন পেয়ারের সিগন্যাল দিয়ে থাকে সেখান থেকেও মার্কেটে এন্ট্রি এবং এক্সিট সম্পর্কে ধারনা পাওয়া যায়।