PDA

View Full Version : ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি



fmfahim
2014-04-06, 12:08 PM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি আমি কিভাবে এটা সুরু করবো । আমি ফরেক্স এর অনেক নাম অনলাইনে সুনেছি কিন্তু কিভাবে কাজ করেতে হবে সেটা জানি না । যদি আপনাদের মধ্যে কেউ জানান তাহলে হয়তো সুরু করতে পারব । আরকে তা বিষয় ইনেস্টাফরেক্স আর ফরেক্স এর মধ্যে কি কোন পার্থক্য আছে ।

FXnewT
2014-04-06, 12:22 PM
আমি ফরেক্সে নতুন আমিও জানিনা ইনেষ্টাফরেক্স সম্পর্কে , আমিও ইনেস্তাফরেক্স সম্পর্কে জানতে চাই ।

ovimani
2014-04-06, 04:15 PM
ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট হলো এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার এর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট খুলে আপনাকে প্রথমে ২টি ভ্যারিফিকেশন লেভল কমপ্লিট করতে হবে, প্রথম লেভেল এর জন্য পাসপোর্ট এবং দ্বিতীয় লেভেল এর জন্য ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে যার জন্য এক সপ্তাহ সময় লাগতে পারে, অতপর আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারবেন। সর্বনিম্ম ১ ডলার ডিপোজিট করে ট্রেড শুরু করা যায়।

InstaForex Sushantay
2014-04-07, 03:43 PM
প্রিয় ট্রেডারগণ,
ইন্সটাফরেক্স শুধু এশিয়ার এক নন্বর ফরেক্স ব্রোকার নয়, সারা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ও জনপ্রিয় ফরেক্স ব্রোকার। সব ফরেক্স ব্রোকারের থেকে ইন্সটা ফরেক্স ব্রোকারের সুযোগ-সুবিধা বেশি.........
এ ব্রোকারের সুযোগ-সুবিধাগুলো হল।
০১- রেগুলেশন: রাশিয়ান ফেডারেল ফাইন্যান্সিয়াল মার্কেটস সার্ভিস দ্বারা রেগুলেটেড।
০২- লিভারেজ: আপনি ১:১ থেকে ১:১০০০ যেকোন লিভারেজ নির্বাচন করতে পারেন।
০৩- স্প্রেড ছাড়া ফরেক্স ট্রেডিং: অর্থ বাজারে কাজ করার জন্য এখন আপনার আর স্প্রেড প্রয়োজন হবে না!
০৪- নির্দিষ্ট স্প্রেড: খবর প্রকাশের সাথে আমরা স্প্রেড বাড়ে না, তাই ব্যবসায়ীরা সম্পূর্ণরুপে নিশ্চিত হতে পারে যে হঠাৎ স্পাইক কোন অস্থিতিস্থাপক মুনাফা তৈরি করে না।
০৫- ট্রেডিং প্লাটফর্ম: কোম্পানির প্রত্যেক গ্রাহক মোবাইল প্লাটফর্ম, ওয়েব প্লাটফর্ম, মেটাট্রেডার ৪ এবং মেটাট্রেডার ৫ প্লাটফর্ম ডাইনলোড করতে পারবে। এটাও মনে রাখা উচিত যে, এমটি৫ লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট প্রবর্তনের ক্ষেত্রে ইন্সটাফরেক্স বিশ্বের প্রথম কোম্পানি।
০৬- ফরেক্স ট্রেডিং এর উপকরণসমূহ: ১০৭ টি মুদ্রা জোড়ার সাথে কাজ করা, আমেরিকার শেয়ারের উপর ৩৪ টি সিএফডি এবং স্বর্ণ লেনদেনের পাশাপশি কোম্পানিটি ইসিএন ব্রোকার সেবা প্রদান করছে।
০৭- ট্রেডিং সার্ভার: ৮ টি ট্রেডিং সার্ভার এবং ৫০ টি তথ্য কেন্দ্রের মালিক, যা ট্রেডিং লোড বণ্টন করে দেয়, ফলে দ্রুত কাজ হয়।
০৮- সেগরিগেটেড অ্যাকাউন্ট: গ্রাহকদের অ্যাকাউন্টকে সুরক্ষা প্রদান করার জন্য সেগরিগেটেড অ্যাকাউন্ট।
০৯- অ্যাকাউন্টে অর্থ জমাকরণ: গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে অর্থ জমা করার বিভিন্ন পদ্ধতির সুযোগ দিচ্ছি - ইলেক্ট্রনিক পেমেন্ট পদ্ধতি থেকে শুরু করে ওয়্যার ট্রান্সফার।
১০- মূলধনের পরিমাণ: আপনি যেকোন পরিমাণ তহবিল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন - ১ ইউএসডি অথবা ১০০,০০০ ইউএসডি।
১১- ফরেক্সকপি পদ্ধতি: এই পদ্ধতিতে একজন ফরেক্স ব্যবসায়ী অন্য একজন ফরেক্স ব্যবসায়ীর ব্যবসা যথাসময়ে অনুসরণ করে।
১২- পি.এ.এম.এম পদ্ধতি: পিএএমএম অ্যাকাউন্ট হচ্ছে সমষ্টিগত বিনিয়োগ যার ফলে ইন্সটাফরেক্স কোম্পানির প্রত্যেক গ্রাহক অন্য ব্যবসায়ীর কাছ থেকে বিনিয়োগ গ্রহণ করতে পারে অথবা অন্যজনের অ্যাকাউন্টে তহবিল বিনিয়োগ করে অ্যাকাউন্টের অংশীদার হতে পারে।
১৩- ফরেক্স অপশন পদ্ধতি: আপনার ঝুঁকি অপশন মূল্য দ্বারা সীমাবদ্ধ। মুনাফাও বেশি কেননা মুনাফা গণনা করা হয় অপশন মূল্যকে ১.৮ দ্বারা গুন করে।
১৪- সবচেয়ে ভাল সোয়াপ: মুনাফা অর্জনের গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে গ্রাহকদেরকে প্রতিযোগিতামূলক সোয়াপ এর সুবিধা প্রদান করছে। ক্রয় লেনদেনের সোয়াপ এবং বিক্রয় লেনদেনের সোয়াপ সমপরিমাণ।কোম্পানি সোয়াপের জন্য কোন কমিশন গ্রহণ করে না, তাই, গ্রাহক লেনদেন কয়েক ঘন্টা বেশি খোলা রাখলেও অতিরিক্ত অর্থ পরিশোধ করে না- বিশেষকরে, যখন মুদ্রা উপকরণের উপর খোলা পজিশন মধ্য রাতে খোলা থাকে।
১৫- ইন্সটাফরেক্স মাস্টারকার্ড: পৃথিবীর যেকোন ক্যাশ ডিসপেনসারে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট হতে ইন্সটাফরেক্স মাস্টারকার্ডে অর্থ উত্তোলন করতে পারে।
১৬- ট্রেডারদের নিরাপত্তা: ট্রেডারদের সুরক্ষার জন্য ইন্সটাফরেক্স তার সকল গ্রাহকদের পরামর্শ প্রদান করে এবং সম্পদ সুরক্ষার লক্ষ্যে একটি বিশ্লেষন কার্যক্রম পরিচালনা করে।
১৭- ৫% বার্ষিক সুদ: ৫% বার্ষিক সুদ সকল অ্যাকাউন্টকে দেওয়া হয়।
১৮- ইসলামিক অ্যাকাউন্ট: ইসলাম ধর্মে সুদ গ্রহন করা নিষেধ। তাই ঐ সব ব্যবসায়ীদের জন্য যাদের ট্রেডিং পদ্ধতির মধ্যে সুদ বিবেচ্য নয়। এক্ষেত্রে, সুদ-মুক্ত অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্ট বলা হয়।
১৯- ইন্সটাফরেক্স বোনাস: ইন্সটাফরেক্স কোম্পানি এর গ্রাহকদেরকে তাদের অ্যাকাউন্টে ৩০% ওয়েলকাম বোনাস সহ সবসময়ই বিভিন্ন ধরনের বোনাস গ্রহণের সুবিধা দেয়। নো ডিপোজিট বোনাসও...
২০- প্রতিযেগিতা ও পুরুস্কার: ইন্সটাফরেক্স কোম্পানি নিয়মিতভাবে মাসিক এবং সাপ্তাহিক অসংখ্য প্রতিযোগিতা এবং প্রচারাভিজান পরিচালনা করে, বলে শেষ করা যাবে না।
২১- আর্থিক প্রদর্শনীসমূহ: ইন্সটাফরেক্স কোম্পানি সারা বিশ্বের আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করে। বিভিন্ন দেশের রাজধানীতে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীগুলোতে ইন্সটাফরেক্সের প্রতিনিধিদের সাথে আপনার সাক্ষাৎ করার সুযোগ রয়েছে।
২২- ইন্সটাফরেক্স বোনাস পয়েন্ট: ইন্সটাফরেক্স ব্রান্ড স্টোরে ইন্সটাফরেক্স গ্রাহকগণ তাদের ক্রয় খরচের সর্বোচ্চ ৫০% ইন্সটাফরেক্স বোনাস পয়েন্টের মাধ্যমে পরিশোধ করতে পারে।
২৩- ফরেক্স বিশ্লেষণ: পর্যালোচনা, দিনপঞ্জিকা, সংবাদ এবং ফরেক্স টিভির মাধ্যমে ফরেক্স বাজারের তথ্য এবং ভবিষ্যৎ বাজার পরিস্থিতি সম্পর্কে পেশাদারী পূর্বাভাস থাকার কারনে, আপনি সবসময়েই বাজারের সর্বশেষ অবস্থার সাথে যুক্ত থাকবেন।
২৪- ইন্সটাফরেক্স ফিউচার: মৌলিক সম্পদের ঝুঁকি কমানোর লক্ষ্যে ফিউচার লেনদেন তৈরি করা হয়েছে। প্রতিদিন হাজারো ট্রেডাররা পণ্য কিনছে কম দামে এবং বিক্রি করছে বেশি দামে ।
২৫- গ্রাহক সেবার মান: আপনি একটি ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করলেও আপনার সকল প্রশ্নের বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনি লাইভ অ্যাকাউন্টে কাজ করার জন্য যথেষ্ট অভিজ্ঞ হন। তাই বলা চলে গ্রাহকদের সাথে যোগাযোগ করার সময় সবধরনের সহায়তা বা সেবা অত্যান্ত ভদ্রতার সাথে পরিবেশন করে।
২৬- ইন্সটাফরেক্স অফিসসমূহ: সারা বিশ্বব্যাপী এখন ইন্সটাফরেক্স কোম্পানির ২২০ টি অফিস রয়েছে। আপনার প্রত্যাশিত অফিস, হাতের নাগালেই পাবেন।
২৭- এমটি৫.কম পোর্টাল: এমটি৫ হল একটি আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম, যা সকল ব্যবসায়ীদের জন্য প্রদানকৃত বিভিন্ন ধরণের সেবা, বিভিন্ন উপকরণ সুবিধা এবং ফরেক্স অন্যান্য অর্থ বাজারের ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কিত সমসাময়িক তথ্য প্রদানের মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীকে উচ্চতর পেশাদারী স্তরে পৌছে দেওয়া।
২৮- ট্রেডিং অ্যাকাউন্টে ব্যাংক-স্তরের নিরাপত্তা: এসএমএস পাসওয়ার্ড সেবা সক্ষম করার মাধ্যমে প্রত্যেক গ্রাহক তার ট্রেডিং অ্যাকাউন্টকে হ্যাকিং থেকে নিরাপত্তা দিতে পারবে।
২৯- ভিআইপি এফিলিয়েট কার্যক্রম: ইন্সটাফরেক্সের প্রত্যেক অংশীদার ভিআইপি এফিলিয়েট কার্যক্রমে আবেদন করতে পারে এবং গতানুগতিক এফিলিয়েট কার্যক্রমের তুলনায় অধিক সুবিধা গ্রহণ করতে পারে
আপনি ইন্সটাফরেক্স ব্রোকার থেকে একটা লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট (https://www.instaforex.com/bd/open_live_account.php) খুলতে পারবেন। যদি আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ইন্সটাফরেক্স এর কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন।

shihab
2014-04-08, 07:07 PM
আপনি ফোরাম এর ডলার তুলতে পারবেন না, কিন্তু এই ফোরাম এর ডলার ইন্সতার অ্যাকাউন্ট এ পাঁঠিয়ে তারপর ট্রেড করে যে লাভ আপনি করতে পারবেন কেবল সেই লাভের টাকাটাই আপনি তুলতে পারবেন, আর ইন্সতা হল এক্তি ব্রোকার এবং এর মত আরও অনেক ব্রোকার আছে।

bdsajal
2014-04-08, 11:30 PM
আমি ফরেক্স এ নতুন আমি ইনেক্সটাফরেক্স কি জানি না কেও জানলে বলবেন

InstaForex Sushantay
2014-04-10, 05:03 PM
ইন্সটাফরেক্স (https://www.instaforex.com/bd/about_us.php) কোম্পানি হল ইসিএন (http://instaforex.com/ecn-broker.php)ফরেক্স ব্রোকার।
এটি আর্থিক এবং বিনিয়োগ কোম্পানিগুলোর একটি গ্রুপ যা অনলাইন ফরেক্স ট্রেডিং সেবা প্রদান করে।

Mahmudx84
2014-04-13, 09:31 PM
ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।
তবে সাধারনত অধিকাংশ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ওপেনিং এর পরে, আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন।
আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্যতালিকা লোড হবে এবং আপনি আপনার ট্রেড ওপেন/ক্লোজ করতে পারবেন।

Fx-Yeasin
2014-04-15, 02:52 AM
ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট হলো এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার এর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট খুলে আপনাকে প্রথমে ২টি ভ্যারিফিকেশন লেভল কমপ্লিট করতে হবে, প্রথম লেভেল এর জন্য পাসপোর্ট এবং দ্বিতীয় লেভেল এর জন্য ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে যার জন্য এক সপ্তাহ সময় লাগতে পারে, অতপর আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারবেন। সর্বনিম্ম ১ ডলার ডিপোজিট করে ট্রেড শুরু করা যায়।
আমাদের যাদের পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড নাই তাদের জন্য অন্য কোন বেবস্থা নেই কি? যদি থেকে থাকে তাহলে জানাবেন। আর নতুনদের জন্য কোন পরানরশ থাকলে তা ও জানাতে ভুলবেন না কিন্তু?/?

InstaForex Sushantay
2014-04-22, 12:08 PM
আমাদের যাদের পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড নাই তাদের জন্য অন্য কোন বেবস্থা নেই কি? যদি থেকে থাকে তাহলে জানাবেন। আর নতুনদের জন্য কোন পরানরশ থাকলে তা ও জানাতে ভুলবেন না কিন্তু?/?

প্রিয় গ্রাহক,
আপনার যদি পাসপোর্ট বা ভোটার কার্ড না থাকে তাহলে আর্ন্তজাতিক ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। অনুগ্রহ করে ভেরিফিকেশন নিয়মনীতি বিস্তারিত দেখুন। লিংক ০১ (https://www.instaforex.com/bd/verification.php) এবং লিংক ০২ (forex-bangla.com/showthread.php?520-ইন্সটাফরেক্স-এ-অ্যাকাউন্ট-ভেরিফিকেশন-নি&p=3971#post3971)
আপনি যদি ফরেক্স এর নতুন হয়ে থাকেন তাহলে ফরেক্স মার্কেটের একজন যোগ্য অংশগ্রহণকারী অথবা একজন পেশাদার ব্যবসায়ী হওয়ার জন্য হতে আপনার প্রয়োজন হবে ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার , যা ফরেক্স এর জন্য অপরিহার্য।
তিনটি ধাপ অনুসরন করুন।
ধাপ ১. ডেমো অ্যাকাউণ্ট প্রশিক্ষণ নিন।
ধাপ ২. লাইভ অ্যাকাউন্টে লেনদেন করুন।
ধাপ ৩. পেশাগত কাজ করুন (ট্রেডিং) জ্ঞান ও দক্ষতার দিয়ে।

rakhi
2014-04-27, 09:28 AM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি আমি কিভাবে এটা সুরু করবো । আমি ফরেক্স এর অনেক নাম অনলাইনে সুনেছি কিন্তু কিভাবে কাজ করেতে হবে সেটা জানি না । যদি আপনাদের মধ্যে কেউ জানান তাহলে হয়তো সুরু করতে পারব । আরকে তা বিষয় ...................

ful4x
2014-04-27, 10:36 AM
ফরেক্স হল অনলাইন ব্যবসা যেখানে ডলার কেনা বেচা হয় ।যারা নতুন তাদের ফরেক্স শিখতে অনেকদিন লাগবে তবে কেউ কেউ ৬-৭ মাসের মধ্যে শিখে ফেলতে পারে আবার কেউ কেউ ১-২ বছর ও লাগিয়ে দেয় এটা আসলে যে শিখবে তার উপর নিরভর করে ।

mimi
2014-04-27, 10:50 AM
ফরেক্স হল অনলাইন ব্যবসা যেখানে ডলার কেনা বেচা হয় ।যারা নতুন তাদের ফরেক্স শিখতে অনেকদিন লাগবে তবে কেউ কেউ ৬-৭ মাসের মধ্যে শিখে ফেলতে পারে আবার কেউ কেউ ১-২ বছর ও লাগিয়ে দেয় এটা আসলে যে শিখবে তার উপর নিরভর করে ।

Amil
2014-05-05, 04:50 PM
এটা আমি জানি কিন্তু এতটা জানিনা ।।আপনারা কেও ভাল জানলে আমাকে জানান...।।

InstaForex Sushantay
2014-05-06, 09:51 AM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি আমি কিভাবে এটা সুরু করবো । আমি ফরেক্স এর অনেক নাম অনলাইনে সুনেছি কিন্তু কিভাবে কাজ করেতে হবে সেটা জানি না । যদি আপনাদের মধ্যে কেউ জানান তাহলে হয়তো সুরু করতে পারব । আরকে তা বিষয় ...................

​​প্রিয় গ্রাহক (rakhi),
ইন্সটাফরেক্স এ নবাগতরা অ্যাকাউন্ট শুরু করার জন্য এবং নতুনদের ফরেক্স মার্কেট সম্পের্কে জানতে প্রথমে এই লিংকটি (https://www.instaforex.com/bd/for_beginners.php)অনুসরন করুন:
ফরেক্স মার্কেটে একজন যোগ্য অংশগ্রহণকারী অথবা একজন পেশাদার ট্রেডার হওয়ার জন্য ফরেক্স সম্পের্কে প্রচুর জ্ঞান ও দক্ষতা প্রয়োজন এবং অনিবার্য।
তাই আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য ট্রেডিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ভাবে জানতে, দ্বিতীয়ত এই লিংকটি (https://www.instaforex.com/bd/forex_articles.php) দেখুন।
শুরুতে একটা ডেমো অ্যাকাউন্ট খুলুন এবং InstaForex বাংলাদেশ এর একজন গর্বিত সদস্য হন।
ধন্যবাদ

InstaForex Sushantay
2014-05-25, 09:25 AM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি আমি কিভাবে এটা সুরু করবো । আমি ফরেক্স এর অনেক নাম অনলাইনে সুনেছি কিন্তু কিভাবে কাজ করেতে হবে সেটা জানি না ।

প্রিয় গ্রাহক,
আপনি অনুগ্রহ করে লিংকটি (https://www.instaforex.com/bd/open_live_account.php) অনুসরন করুন:
একটি ট্রেডিং একাউন্ট খুলুন এবং InstaForex বাংলাদেশ এর একজন গর্বিত সদস্য হন।
ধন্যবাদ

mishuamld
2014-05-26, 10:09 AM
বিনিয়োগ কোম্পানিগুলোর একটি গ্রুপ যা অনলাইন ফরেক্স ট্রেডিং সেবা প্রদান করে।

imranbd
2014-06-04, 03:30 PM
ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .ফরেক্স মাের্কটে উভয়মুখী ট্রেড করা যায় এই সুযোগ অনেক ব্রোকার ই দিয়ে থাকে তবে অািম মনে করি এক সাথে উভয়মুখী ট্রেড না করাই ভাল কারন যখন একটা ট্রেড বাই এবং একটা ট্রেড সেল করবেন তখন মাের্কট যদি এক দিকেই চলতে থাকে তখন আপনার একটা ট্রেডে ভাল প্রফিট পেলেও অন্যটায় লস হবে এবং এই বিষয় অনেকটা রিস্কি তাই অামি মনে করি সব সময় বুঝে সুজে একমুখী ট্রেড করা উচিৎ। ai forum bonus dibe na .

এখনও কি বোনাস দিয়ে থাকে ইনেস্তাফরেস্ক। আর এই ফোরামে কি বোনাস চালু আছে ।

hafiza
2014-06-04, 04:30 PM
আমার কাছে যা ধারণা বিনিয়োগ করার কোম্পানিগুলোর মধ্যে একটি গ্রুপ যা কিনা অনলাইন এ ফরেক্স ট্রেডিং করার সেবা প্রদান করে থাকে ।

InstaForex Sushantay
2014-06-08, 09:36 AM
এখনও কি বোনাস দিয়ে থাকে ইনেস্তাফরেস্ক। আর এই ফোরামে কি বোনাস চালু আছে ।

প্রিয় গ্রাহক,
বাংলাদেশ ফরেক্স ফোরাম (http://forex-bangla.com/forum.php?referrerid=365) এর বোনাস প্রদান অব্যহত বা চালু আছে। এবং এই বোনাস দিয়ে ইন্সটাফরেক্স ফরেক্স ব্রোকারে ট্রেড করতে পারবেন।

raihanchowdhury
2014-06-09, 12:27 AM
ভাল ব্রোকার হিসেবে ইন্সট্রা ফরেক্সে একাউন্ট খুলে এখানে সংযুক্ত করে ভেরিফিকেশনগুলো সম্পূর্ণ করে আপনি ট্রেড করতে পারেন।

fanboxbd
2014-06-10, 06:48 PM
ইনস্তা ফরেক্স হল ফরেক্স ব্রোকার

zahurul
2014-06-22, 11:05 PM
ইনস্টা ফরেক্স হচ্ছে এশিয়ার মধ্যে একটি নির্ভরযোগ্য ব্রোকার | এখানে আপনি ইনভেস্ট করে ট্রেড করে লাভবান হতে পারবেন , তবে এর জন্য আপনাকে ট্রেড করা জানতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে |

typebd
2014-08-13, 07:08 PM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে হল এক ধরনের ট্রেডার অ্যাকাউন্ট । ইনেস্টাফরেক্স কে আবার একটি ব্রকার হউস ও বলা যেতে পারে। কারন এই ইনেস্টাফরেক্স এর মাধমে আপনি
ট্রেড করতে পারবেন। ইনেস্টাফরেক্স এশিয়া মধে সবচে ভাল ব্রকার ।

Sazzad Hossen
2014-08-27, 02:28 AM
ভাই পার্সপোর্ট না থাকলে ফার্স্ট লেভেল কি ভাবে সম্পন্ন করব । জানা থাকলে দয়া করে জানাবেন।

rahman56
2015-02-20, 12:14 AM
ইন্সটা ফরেক্স ছাড়া আমি আর কোন কোন ওয়েবসাইটে ফরেক্স থেকে টাকা ট্রান্সফার করে ট্রেড করতে পারি?কেউ জানলে দয়া করে আমাকে বলবেন। খুব দরকার।

fxtdr
2015-02-24, 12:31 PM
ইন্সটাফরেক্স হচ্ছে ফরেক্স ব্যাবসা করার জন্য একটি ব্রোকার বা মাধ্যম । আপনি ফরেক্স করতে চাইলে আপনাকে যেকন একটি ব্রকার এর অধিনে কাজ করতে হবে । এজন্য আমনাকে কোন একটা ব্রকার এ একাউন্ত করতে হবে । আপনি সেখানে আপনার ইনভেস্ট করে রিয়াল ট্রেড করতে হবে । তার আগে আপনাকে এ নিয়ে অনেক জ্ঞান চর্চা করতে হবে নাহলে আপনাকে লস করতে হবে এবং আপনার সব ইনভেস্ট নষ্ট হবে ।

amitbd
2015-03-23, 09:59 PM
ফরেক্স করার জন্য আমরা বিভিন্ন ব্রোকার হাউজে কাজ করে থাকি , যে ব্রোকার হাউজ ভাল সেই হাউজে কাজ করে তত বেশি মজা । ফরেক্স করার জন্য বিভিন্ন প্রকার ব্রোকার হাউজ আছে এক একটি এক এক রকম সুবিধা দিয়ে থাকে তাদের ব্রোকার হাউজে , ঠিক তেমনি একটি এশিয়ার মধ্যে সব থেকে ভাল ব্রোকার হাউজ হচ্ছে ইনেস্টাফরেক্স ব্রোকার , এটা সবার কাছে বেশ জনপ্রিয় ।

Sacrifice
2015-03-24, 11:04 AM
আপনার প্রশ্ন পড়ে বুঝতে পারলাম যে আপনি এখনো একেবারে নতুন সদস্য। ফরেক্স হল একটি অনলাইন ভিত্তিক কারেন্সি ব্যবসার নাম। এই ব্যবসা করার জন্য একটি মাধ্যম প্রয়োজন। আর ইন্সটাফরেক্স হল সেই মাধ্যম, যেখানে নিবন্ধিত হয়ে আপনি ফরেক্স ব্যবসা শুরু করতে পারবেন। আপনার প্রতি আমার উপদেশ হল, আপনি এখনো ফরেক্স সম্পর্কে কাঁচা। তাই ভালো কোন ফরেক্স ট্রেডারের শরণাপন্ন হোন, ব্যবসা শিখুন, পাশাপাশি বাংলাদেশ ফরেক্স ফোরামের পোষ্টগুলো পড়ুন। এর পর ডেমোতে প্রেকটিস করে নিজেকে রিয়েল ট্রেডিং এর যোগ্য করতে পারলে রিয়েল ট্রেড আরম্ভ করুন। ধন্যবাদ।

happymasud
2015-08-10, 12:31 PM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে যা থেকে আপনি ট্রেড করতে পারবেন।

Fxaziz
2015-10-19, 10:56 AM
আপনি যদি ফরেক্স একাজ করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজ টা করতে হবে তা হল আপনাকে যে কোন ব্রোকারে একটি আকাউন্ট করতে হবে । কিন্তু আপনি যেহেতু ফরেক্স এ কাজ করবেন তো আপনাকে অবশ্যই ভালো একটা ব্রোকারে আকাউন্ত করতে হবে । আকাউন্ত করা সহজ ব্যাপার। এটার জন্য তেমন কোন কষ্ট করতে হবে না ।তবে আমার মতে ইন্সটা ফরেক্স খুব ভাল ব্রোকার । এটা এশিয়ার ভাল ব্রোকার ।এর মাধ্যমে ফরেক্স মার্কেট কাজ করতে পারেন।

mlbasumata
2015-10-25, 02:48 PM
ইন্সটা ফরেক্স একাউন্টটা কি তা জানার জন্য আগে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে। ফরেক্স ট্রেড করার জন্যই এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার হল ইন্সটা ফরেক্স। আগে ফরেক্স সম্পর্কে পরিস্কার হয়ে নিন, কিভাবে ট্রেড করতে হয় জেনে নিন তারপর ইন্সটা ফরেক্সে একাউন্ট খুলুন।

amiami
2016-01-04, 12:42 AM
ইনস্টাফরেক্স এশিয়া মহাদেশ্র মধ্যে একটি অন্যতম ব্রোকার। এই ইনস্টাফরেক্স এ একাউন্ট করতে হলে আপনাকে দুই ধাপে একাউন্ট করতে হবে। ইনস্টাফরেক্স এ একাউন্ট করার নিয়ম জানতে আপনি instaforex.com এ গিয়ে একাউন্ট করার নিয়ম জানতে পারেন।

Sahed
2016-02-07, 08:35 PM
ভাই আপনি মনে হয় ফরেক্স মার্কেটে একেবারে নতুন । ইন্সটা ফরেক্স কি এবং কেন আশা করি আপনি তার উত্তর উপরে পেয়ে গেছেন । ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে কোন ব্রোকারের মাধ্যমে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে । ইন্সটা ফরেক্স হচ্ছে সেই রকমই একটি ব্রোকার । ইন্সটা ফরেক্স এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান ব্রোকার ।

oviice
2016-02-08, 04:47 PM
ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট হলো এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার এর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট খুলে আপনাকে প্রথমে ২টি ভ্যারিফিকেশন লেভল কমপ্লিট করতে হবে, প্রথম লেভেল এর জন্য পাসপোর্ট এবং দ্বিতীয় লেভেল এর জন্য ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে যার জন্য এক সপ্তাহ সময় লাগতে পারে, অতপর আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারবেন। সর্বনিম্ম ১ ডলার ডিপোজিট করে ট্রেড শুরু করা যায়।

udaydebnath
2016-11-01, 11:39 PM
ভাই গুগলে সার্চ দিয়ে দেখেন সেখানে ফরেক্স বিষয়ে অনেক লেখা রয়েছে। এককথায় ফরেক্স বিষয়ে জ্ঞান দেয়া যাবেনা। এর জন্য আপনাকে অনেক পড়াশুনা করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। এই ফোরামের সকল লেখাগুলো ভাল করে পরলেও ফরেক্স বিষয়ে অনেক জানতে পারবে।

InstaForex Sushantay
2016-11-07, 05:26 PM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি আমি কিভাবে এটা সুরু করবো । আমি ফরেক্স এর অনেক নাম অনলাইনে সুনেছি কিন্তু কিভাবে কাজ করেতে হবে সেটা জানি না । যদি আপনাদের মধ্যে কেউ জানান তাহলে হয়তো সুরু করতে পারব । আরকে তা বিষয় ইনেস্টাফরেক্স আর ফরেক্স এর মধ্যে কি কোন পার্থক্য আছে ।


সুহৃদ,
ইন্সটাফরেক্স কোম্পানি হল ইসিএন ফরেক্স ব্রোকার। (ওয়েবসাইট instaforex.com)। আর্ন্তজাতিক প্রতিষ্ঠান Federal Financial Markets Service (FFMS) দ্বারা রেগুলেটেড বা লাইসেন্স প্রাপ্ত।
ইন্সটাফরেক্স ব্রোকার হল ইন্সটা গ্রুপের একটি অংশ। এটি আর্থিক এবং বিনিয়োগ কোম্পানিগুলোর একটি গ্রুপ যা অনলাইন ফরেক্স ট্রেডিং সেবা প্রদান করে।
লাইভ ট্রেড করার আগে প্রথমে আপনি একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন এবং ৬ মাস অুনশীলন করুন। ডেমো অ্যাকাউন্ট এবং লাইভ অ্যাকাউন্টের মধ্যে একমাত্র পার্থক্য হল ডেমো অ্যাকাউন্টের তহবিল ভার্চুয়াল।
ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ঝুঁকি ছাড়াই মুদ্রা বাজারে লেনদেন করার অভিজ্ঞতা অর্জন করা অথবা নতুন লেনদেন পদ্ধতির কার্যকারিতা যাচাই করা যায়।
কিভাবে ট্রেডিং শুরু করবেন তার কিছু ভিডিও নিচের লিংক অনুসরন করে দেখুন:
https://www.instaforex.com/bd/video_trading_with_instaforex.php
ইন্সটাফরেক্স কোম্পানিতে এ কিভাবে একটি নুতন ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় নিন্ম লিংক থেকে বিস্তারিত দেখুন: https://www.instaforex.com/bd/video_trading_with_instaforex.php

ধন্যবাদ

RUBEL MIAH
2017-04-28, 07:00 PM
ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে যার জন্য এক সপ্তাহ সময় লাগতে পারে, অতপর আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারবেন । পেশাদার ব্যবসায়ী হওয়ার জন্য হতে আপনার প্রয়োজন হবে ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার , যা ফরেক্স এর জন্য অপরিহার্য । অনুগ্রহ করে ভেরিফিকেশন নিয়মনীতি বিস্তারিত দেখুন ।

Nur Alam
2017-06-06, 09:19 PM
ফরেক্সে ফরাম পোস্ট করে আপনি যে ডলার বোনাস পান সেটা আপনি তুলতে পারবেন না। কিন্তু আপনি যদি ইন্সটাফরেক্স এ এই বোনাস ডলার দিয়ে ট্রেড করেন এবং যদি আপনি সফল হন তবে আপনি প্রফিট পেতে পারেন। ফরেক্সে ইন্সটাফরেক্স এর মত অনেক ব্রোকার রয়েছে। তবে ইন্সটাফরেক্স এর পাশাপাশি আমি মনে করি আয়রন ব্রোকার ও অনেক ভাল মানের একটি ব্রোকার।

uzzal05
2017-06-11, 05:15 AM
ইন্সটাফরেক্স ব্রোকার হচ্ছে পৃথিবীর সর্ববৃহত ফরেক্স ব্রকার। এটি এশিয়া মধ্য বড় এবং জনপ্রিয় একটি ব্রোকার। আমি দেখেছি অনেকে ইন্সটাফরেক্স নামে বদনাম করতে। জানি না তারা কিভাবে এখানে দোষ খুজে পেল। আমি চার বচ্ছের ধরে ইন্সটাফরেক্স এ আছি। কোন সমস্যাই পড়ি নাই।

01797733223
2017-11-05, 11:48 AM
সর্বপ্রথমে আপনাকে একটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে । এরপরের ধাপ হলো আপনার অ্যাকাউন্টটি আপনার ভোটার আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে । এবারে আপনি টাকা ডিপোজিট করতে পারেন অথবা ইন্সটাফরেক্স এর নো-ডিপোজিট বোনাস অথবা ফোরাম পোষ্টিং বোনাস গ্রহণ করে ট্রেডিং শুরু করতে পারেন । তবে ট্রেডিং শুরু করার পূর্বে অবশ্যই ডেমো অ্যাকাউন্টে প্রাকটিস করে নিবেন।

Mamun13
2017-11-06, 06:38 PM
ফরেক্স মার্কেট হলো সারা বিশ্বব্যাপী অনলাইন ভিত্তিক মূদ্রা বাজার যেখানে প্রতিদিনই 5 ট্রিলিয়ন usd লেনদেন হয়ে থাকে৷আর ইন্সটাফরেক্স হলো একটি স্বনামধন্য আন্তর্জাতিক রেগুলেটেড ব্রোকার যেখানে ফোরামের সদস্য আমরা সবাই এবং বিশ্বের অনেক ট্রেডারই ট্রেড করছেন৷আপনার মতো যারা একদম নতুন তারা ইন্সটাফরেক্সের মেইন সাইটে গিয়ে আস্তে ধীরে সবকিছু পড়ুন,পড়তে পড়তেই জানতে পারবেন-বুঝতে পারবেন,প্রয়োজনীয় সবকিছুই দেওয়া আছে৷

fardin
2018-10-19, 09:08 AM
আমি ফরেক্স এ নতুন আমি ইনেক্সটাফরেক্স কি জানি না কেও জানলে বলবেন

jakaria991
2018-12-02, 11:56 PM
আসসালামুয়ালাইকুম, ইনেক্সটাফরেক্স একটি ব্রোকার হাউস জা আপনাকে ফরেক্স মারকেটে ট্রেড করার সুযোগ দিবে । এর জন্ন্য প্রথমে ইনেক্সটাফরেক্সে একটি একাউন্ট করতে হবে । অ্যাকাউন্ট খুলে আপনাকে প্রথমে ২টি ভ্যারিফিকেশন লেভল কমপ্লিট করতে হবে, প্রথম লেভেল এর জন্য পাসপোর্ট এবং দ্বিতীয় লেভেল এর জন্য ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে যার জন্য এক সপ্তাহ সময় লাগতে পারে, অতপর আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারবেন। সর্বনিম্ম ১ ডলার ডিপোজিট করে ট্রেড শুরু করতে পারবেন । আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।

shohanjacksion
2019-01-22, 11:48 AM
আপনি ফোরাম এর ডলার তুলতে পারবেন না, কিন্তু এই ফোরাম এর ডলার ইন্সতার অ্যাকাউন্ট এ পাঁঠিয়ে তারপর ট্রেড করে যে লাভ আপনি করতে পারবেন কেবল সেই লাভের টাকাটাই আপনি তুলতে পারবেন, আর ইন্সতা হল এক্তি ব্রোকার এবং এর মত আরও অনেক ব্রোকার আছে।

এটি ফরেক্স মার্কেটের নো ডিপোজিট বোনাসের মতই। প্রফিট যতই হোকনা কেন উত্তোলনযোগ্য। মনে করেন, আপনি ৫০ ডলার ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে ৫ মিলিয়ন প্রফিট করলেন তাতেও সমস্যা নেই। আবার ব্যালেন্স জিরো হয়ে গেলেও কোন সমস্যা নেই। ফোরাম পোষ্টিং এর বড় সুবিদাজনক দিক হলো , পোষ্টিং এর মাধ্যমে আমরা আমাদের অনেক চর্চা করতে পারি এবং এটি একটি ভাল বিনোদন। আমি সোসাইল সাইট হিসেবে ফোরাম সাইটটি ব্যবহার করছি।

kashed
2019-04-14, 12:02 PM
ইন্স্টাফরেক্স একাউন্ট হলো ফরেক্স কোমপানির একটা ওয়েব সাইট তাদের ওয়েব সাইটে ইনভেস্ট করে তাহাদের সঙ্গে ব্যাবসা করতে হয়, যেমন ধরুণ আপনি ব্যাবসা করবেন,আপনার মানি নেই ,ইন্স্টা ফরেক্সের তাহাদের এ ফোরম সাইটে কাজ করলে যে বোনাস পাবেন সে বোনাস ইন্স্ট ফরেক্সে একাউন্ট করলে এ বোনাস গুলো মাসে ৭ বা ১৫ তারিখে ট্রানেসফার হয় ঐ একাউন্টে,

princeeyasin
2019-04-30, 09:33 PM
যখন ফোরামে চ্যাট করা হয় এবং বর্তমান মার্কেট অবস্থা নিয়ে আলোচনা করা হয়, তখন আমাদের স্ক্রিনশটএর সাহায্যে নিতে হয় ট্রেডিং প্ল্যাটফর্মের চার্টে লাইন এবং এরো এর সাহায্যে প্রত্যাশিত ট্রেন্ডের দিকটি দেখাতে পারে।এবং স্ক্রিনশট তৈরির জন্য প্রচুর পেইড এবং ফ্রি সফটওয়্যার রয়েছে। এগুলো সব ব্যবহার করা সহজ।

amreta
2020-03-13, 11:16 AM
আপনি যে অ্যাকাউন্টটি বেশিরভাগ ঘরের অ্যাকাউন্টে ব্যয় করেন তা আমার মনে হয় আপনার একটি প্রোগ্রাম আছে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই চলে যাবেন। তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি একজন সফল নেতা হবেন এবং আমি আপনাকে সাফল্যের মূল চাবিকাঠি এনে দেব।

amreta
2020-03-13, 08:05 PM
আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি একটি খামারে কাজ করেন এবং ফার্ম সম্পর্কে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে তবে আপনি অবশ্যই খামারে ভাল ব্যবসা করতে সক্ষম হবেন এবং আপনার লাভও হবে এবং আমি মনে করি আপনার লাভ করা উচিত। আপনার ভূমিকা অর্জন এবং আপনার নেতা হতে কঠোর পরিশ্রম করতে হবে

SR12
2020-03-31, 08:43 PM
ইন্সটাফরেক্স হলো একটি ব্রোকার যেটা এশিয়ার মধ্যে বেস্ট। আমরা যে ফোরামে কাজ করছি তার অবদান ইনস্টাফরেক্স ব্রোকারেরই। আপনি যদি ইনস্টফরেক্সে একাউন্ট খুলতে চান তবে আপনি ইনস্টফরেক্স লগ ইন অপশনে গেলেই ওখান থেকে রেজিস্টার করতে পারবেন। আর যদি এটা ফোরামের একাউন্টের জন্য করতে চান তাহলে সেখানে একটি অপশন পাবেন শেষ স্টেপে যেখানে এফিলিয়েট প্রোগ্রাম লেখা রয়েছে সেখানে আপনি portalforum লিখলেই হয়ে যাবে।

FREEDOM
2020-04-03, 03:41 PM
প্রথমত ফরেক্স আর ইনস্টাফরেক্স এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ফরেক্স হলো একটি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস আর ইন্সটাফরেক্স হলো একটি ব্রোকার। আপনি ফরেক্সে ট্রেড করতে চাইলে ব্রোকারের সাহায্যেই করতে হবে তাছারা সম্ভব নয় এক্ষেত্রে ইন্সটাফরেক্স ব্রোকার হিসেবে বেস্ট হতে পারে। যেহেতু আপনি নতুন তাই ডেমো ট্রেডিং করুন এবং ফোরামে কাজ করুন এখান থেকে প্রাপ্ত বোনাস দিয়ে রিয়েল ট্রেডিংয়ে অভিজ্ঞতা বাড়ান।

Hridoy6763
2020-04-12, 01:39 PM
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে কোন ব্রোকার এর সাহায্য নিয়ে করতে হবে,ইন্সটা ফরেক্স হলো একটি ব্রোকার,এটি এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার,এই ব্রোকার অনেক সুবিধা দিয়ে থাকে,আপনি এই ব্রোকার এ একাউন্ট খুলে রিয়েল ট্রেড এ অংশ গ্রহম করতে পারবেন,ইন্সটা ফরেক্স হয়ছে একটি ব্রোকার যা দিয়ে এই ফরেক্স বিজিনেস করতে পারবেন।

Hridoy6763
2020-04-29, 09:58 AM
ফরেক্স একটি অনলাইন ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস করার জন্য আপনাকে একটি ব্রোকার এর সহযোগিতা নিতে হবে আর নয় আপনি এই বিজিনেস করতে পারবেন না,ইন্সটা ফরেক্স হয়ছে একটি ব্রোকার,এই ব্রোকার এ আপনি ট্রেডিং একাউন্ট ওপেন করে ফরেক্স বিজিনেস করতে পারবেন,ইন্সটা ফরেক্স ব্রোকার এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার,এই ব্রোকার এ একাউন্ট ওপেন করে আপনি এই বিজিনেস পরিচালনা করতে পারবেন।

samun
2020-09-01, 05:34 AM
আমার মতে, ফরেক্স হল একটি অনলাইন ভিত্তিক কারেন্সি ব্যবসার নাম। ইন্সটাফরেক্স হচ্ছে ফরেক্স ব্যাবসা করার জন্য একটি ব্রোকার বা মাধ্যম। এখন থেকে আয় করা সম্ভব। আরো ভালোভাবে জানতে বাংলাদেশ ফরেক্স ফোরামের পোষ্টগুলো পড়ুন। এর পর ডেমোতে প্রেকটিস করে নিজেকে রিয়েল ট্রেডিং এর যোগ্য করতে পারলে রিয়েল ট্রেড আরম্ভ করুন।

Bossking
2021-01-23, 06:48 PM
ইন্সটাফরেক্স ফরেক্স এক্সচেঞ্জের জন্য একটি ডিলার বা মোড। আপনাকে ফরেক্স করতে হবে এমন ইভেন্টে আপনার যে কোনও বণিকের অধীনে কাজ করা দরকার। এই জন্য, এক ব্যবসায়ীর সাথে আমনার একটি রেকর্ড থাকতে হবে। আপনাকে সেখানে অবদান রাখতে হবে এবং সত্যিকারের বিনিময় করতে হবে। এর আগে আপনাকে এ সম্পর্কে একটি টন তথ্যের মহড়া দেওয়া দরকার অন্যথায় আপনার হারাতে হবে এবং আপনার অনুমানগুলির প্রত্যেকটি বিভ্রান্ত হবে।

samun
2021-07-24, 03:59 PM
এশিয়ার মধ্যে ইন্সটাফরেক্সের নাম্বার ওয়ান একটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এর মাধ্যমে এশিয়ার অধিকাংশ বেকার সমাজ কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে তাই ফরেক্স শুরু করার পূর্বেই অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এবং ধৈর্য এর সমন্বয়ে ফরেক্স মার্কেটে কাজ করা এর যেকোনো একটি বিচিত্র ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয় ফরেক্স মার্কেট গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম

samun
2021-07-25, 11:00 AM
অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন। তবে সাধারনত অধিকাংশ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ওপেনিং এর পরে, আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন। আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আমার ট্রেডিং দক্ষতা ক্ষমতা এখনও খুবই সীমিত ফরেক্স সম্পর্কে এখনো আমার খুব ভালো কোনো জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন হয়নি যার কারনে আমি অনেক কিছুই ফরেক্স সম্পর্কে জানিনা এসকল বিষয়াদি সম্পর্কে জানার জন্য আমি ফোরামের সকল অভিজ্ঞজনদের পোস্ট পড়ে জানার চেষ্টা করি এতে করে আমার ফরেক্স করতে সহজ হয় এবং সুবিধা হয়

samun
2021-07-26, 12:17 PM
আপনার করা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় । নতুন ট্রেডারদের জন্য এসকল বিষয় সম্পর্কে জানাটা অতীব জরুরি। কারণ এসকল বিষয় সম্পর্কে যদি জ্ঞান এবং ধারণা না থাকে তাহলে ফরেক্স থাকতে পারবে না । আমি মূলত আমার জ্ঞান অর্জনের মূল স্থান হল forex-forum এখান থেকে। বিভিন্ন অভিজ্ঞদের আলোচনার মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কিত অনেক জ্ঞান এবং তথ্য পেয়ে থাকি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু আলোচনা উত্থাপন করার জন্য।

samun
2021-08-28, 11:34 AM
ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।

EmonFX
2021-10-08, 08:00 PM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে কি আমি কিভাবে এটা সুরু করবো । আমি ফরেক্স এর অনেক নাম অনলাইনে সুনেছি কিন্তু কিভাবে কাজ করেতে হবে সেটা জানি না । যদি আপনাদের মধ্যে কেউ জানান তাহলে হয়তো সুরু করতে পারব । আরকে তা বিষয় ইনেস্টাফরেক্স আর ফরেক্স এর মধ্যে কি কোন পার্থক্য আছে ।

ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আপনাকে সর্ব প্রথম একটি ব্রোকার এর আন্ডারে লাইভ ট্রেডিং একাউন্ট ওপেন ও ভেরিফাই করে নিতে হবে। একটি ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার এনআইডি/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর যেকোনো একটি দরকার হবে। তাছাড়া একটি ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল যেমন- কারেন্ট বিল/পানি বিল/বিদ্যুৎ বিল/ইন্টারনেট বিল এর যেকোনো একটি হলেই চলবে। এর পাশাপাশি আপনাকে একটি অনলাইন পেমেন্ট মেথড এ একাউন্ট ওপেন ও ভেরিফাই করতে হবে যেটা আপনার সংশ্লিষ্ট ব্রোকার সাপোর্ট করে থাকে। এর পরে আপনি অনলাইন পেমেন্ট মেথড এর মাধ্যমে ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করলেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন।
আপনি আরও একটি বিষয় জানতে চেয়েছেন যে ইন্সটাফরেক্স এবং ফরেক্স এর মধ্যে কোন পার্থক্য আছে কিনা"। মূলত ফরেক্স হলো একটি প্রতিষ্ঠান যার আন্ডারে শত শত ব্রোকার নিবন্ধিত হয়ে থাকে। আর ইন্সটাফরেক্স হল এই ফরেক্স প্রতিষ্ঠানের আন্ডারে একটি নিবন্ধিত ব্রোকার যার আন্ডারে আমরা একাউন্ট ওপেন, ডিপোজিট এবং ট্রেডিং করতে পারি। ইন্সটাফরেক্স হলো অন্যান্য ব্রোকারের মত একটি ব্রোকার হাউজ।

samun
2021-10-27, 12:26 PM
ফরেক্স মার্কেটে টোটাল অনেকগুলো ব্রোকার রয়েছে এর ভেতর ইন্সটাফরেক্স হলো একটি ব্রোকারের নাম যেটি এশিয়ার সবথেকে জনপ্রিয় একটি ব্রোকার এদের আওতায় কাজ করতে হলে সর্বপ্রথম ইনস্টা ফরেক্স একটি একাউন্ট খুলতে হবে একাউন্ট খোলার পর তিনটি ভেরিফিকেশন সিস্টেম আসবে যেখানে আপনাকে আপনার সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটি সনাক্তকরণ জাতীয় পত্র দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে তারপর আপনি মেটাট্রেডার 4 এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবেন

samun
2022-01-06, 10:45 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আলোচনা করে থাকে এ ক্ষেত্রে অভিজ্ঞ ভোটাররা তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো ফোরামের মাধ্যমে উপস্থাপন করে থাকে যা আমাদের মত নতুন ট্রেডারদের জন্য খুবই সহায়ক তাই আমি মনে করি এসকল বিষয় সম্পর্কে আরো সুন্দর ও সহজ ভাবে বুঝিয়ে যদি বলতে পারে তাহলে আরও সুন্দরভাবে ফরেক্সকে আয়ত্ত করা সহজ হবে

Mas26
2022-02-12, 05:15 PM
আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমত আপনার যে কোন একটা ব্রোকার হাউজের একাউন্ট ওপেন করতে হবে। এবং তারপরে আপনি সেখানে ইনভেস্ট করলে ট্রেড করতে পারবেন। আর ইন্সটাফরেক্স এবং ফরেক্স এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে ফরেক্স একটা বিশাল একটা কোম্পানি আর ইন্সটাফরেক্স হচ্ছে একটা ব্রোকার হাউজ তবে ইন্সটাফরেক্স পৃথিবীর মধ্যে এক নাম্বার ব্রোকার হাউজ না হলেও ইন্সটাফরেক্স এশিয়ার মধ্যে এক নম্বর। এবং বিশ্বের মধ্যে সবচাইতে সুবিধাজনক ব্রোকারহাউস এখানে সবচাইতে বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায়। ট্রেড করার জন্য এখানে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে সেটা আপনি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন instaforex সম্পর্কে সার্চ দিলে।

samun
2022-07-13, 12:58 PM
ফরেক্স মার্কেটে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে একটি হলো ফোরামের সাথে এড করা আর একটি হল রিয়েল রেড করা যদি আপনি ইনভেস্ট করতে চান তবে রিয়েল অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করলেই হবে আপনি বিভিন্ন ডলার একাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারেন তাছাড়া যদি আপনি পুরান একাউন্ট এর বোনাস ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে ফোরাম একাউন্টের সাথে এমটি ফোর একাউন্ট যুক্ত করে দিলে প্রতি মাসে আপনার কাজের উপর যে বোনাস পাবেন সেটি এমটি ফোর এ যোগ হয়ে যাবে এবং তার মাধ্যমেও আপনি ট্রেড করতে পারেন

alexcary12
2024-03-15, 09:18 PM
ইনেস্টাফরেক্স এ্যাকাউন্টে আপনি মুদ্রা বিনিময়ে লেনদেন করতে পারেন এবং প্রায় সকল ধরনের ফাইনান্সিয়াল পণ্যে নিবন্ধন করতে পারেন, যেমন স্টক, সীমানা, ওয়ারেন্ট, এবং কমডিটি। তাছাড়াও, শিক্ষা সংক্রান্ত সামগ্রী এবং বিভিন্ন শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। সঠিক নির্বাচনের জন্য প্রোফেশনালের সাথে যোগাযোগ করু Gb Whatsapp Pro Download (https://aeroapp.net/gbwhatsapp-pro-apk/)