PDA

View Full Version : কোন ব্রোকার এর অধীনে ট্রেড করব?



RESHAD
2014-04-12, 03:23 AM
কোন ব্রোকার এর অধীনে ট্রেড করা ভাল হবে? কোনটা বিশ্বস্ত? কোনটা তে ট্রেড করলে কি ধরনের সুবিধা পাব? কোনটার সার্বিক সুবিধা ভাল? কোনটা তে ট্রেড করলে সহজে ভেরিফাইয়েড হয়? এক্সপার্ট ভাইরা জানাবেন প্লিজ।

banglaforex
2014-04-13, 09:20 AM
ইন্ট্রাফরেক্স ব্রোকার সবচেয়ে ভাল। এটা একটি নির্ভরশীল ব্রোকার। এখানে কাজ করা পেমেন্ট এর জন্য ভাল।

shihab
2014-04-14, 11:13 AM
বিভিন্ন ধরনের ব্রোকার বিভিন্ন ধরনের শুবিধা দিয়ে থাকে, কোন কোন ব্রোকার টাকা ইনভেস্ত করলে তারা ২০% বোনাস দিয়ে থাকে ঐ ইনভেস্ত এর উপর আর ইন্সতা ফরেক্স দিয়ে থাকে ৪০ থেকে ৪৫%, আবার কিছু কিছু ব্রোকার আছে যাদের Speared ২ করে বা তার কম কাটে আর ইন্সতা ফরেক্স এ কাটে ৩ পিপ্স spread করে

Amil
2014-05-07, 04:39 PM
ইন্ট্রাফরেক্স ব্রোকার আমার জানা মতে সবচেয়ে ভাল >> আমার জানা মতে ইন্ট্রাফরেক্স ব্রোকার এর-অধীনে-ট্রেড করলে সবচেয়ে ভাল হবে >>এটা খুব জনপ্রিয় একটি মাদ্দম ।। ইন্ট্রাফরেক্স ব্রোকারএ আপনি খুব সহজে ট্রেড করতে পারেন।।

shawon12
2014-05-20, 12:47 AM
এখানে অনেকেই Instaforex এর কথা বললেন যে ওটা খুব ভাল একটা ট্রেডিং সাইট, হ্যা এটা সত্যিই খুব ভাল একটা ট্রেডিং সাইট ।এখানে ট্রেডিং করে আপনি খুব সহজে ও অল্প ব্যায় করে আয় করতে পারবেন ।তাই আমিও বলব আমাদের মত নতুন ট্রেডারদের জন্য এটা খুব ভাল একটা সাইট ।

hafiza
2014-06-05, 05:11 PM
আমাদের কোন ব্রোকার এর অধীনে ট্রেড করা ভাল । কিন্তু আমাদের একটি ভাল ব্রোকার দরকার হবে । আবার অনেকে অনেক রকম শুবিধা দিয়ে থাকে । আমাদের সেই দিকেও খেয়াল রাখতে হবে ।

InstaForex Sushantay
2014-06-11, 07:09 PM
ব্রোকার খোজার ক্ষেত্রে মূল ব্যাপারটাই হলো রেগুলেশন পলিসি দেখে না। একটা রেগুলেটেড ব্রোকার কখনোই আপনার সাথে চিট করবে না। ট্রেডিং একাউন্ট এবং উইথড্র এর বেষ্ট সিকিউরিটি পাওয়া যায় রেগুলেটেড ব্রোকারের কাথ থেকে। ইন্সটা যদিও রেগুলেটেড না, কিন্তু বেশ ভাল। আপনি চাইলে OctaFx কেও ট্রাই করে দেখতে পারেন। এরা বেশ ভালই সাপোর্ট দেয়।

প্রিয় গ্রাহক,
আপনার তথ্যটি ভুল, ইন্সটাফরেক্স ব্রোকার রাশিয়ান ফেডারেল ফাইন্যান্সিয়াল মার্কেটস সার্ভিস দ্বারা রেগুলেটেড। অনুগ্রহ করে এই লিংকটি (https://www.instaforex.com/why_choose_us.php) দেখুন।
আমার পুরোনা পোষ্ট (http://forex-bangla.com/showthread.php?1553-) দেখুন।

Meeralamin
2014-09-18, 03:16 PM
Instaforex is the best broker that I have ever seen. আপনাদের সকলকে বলি আমি ২০১২ সালে প্রথম এই ফরেক্সের সাথে একটি একাউন্ট করেছিলাম না বুঝে কিন্তু কোনদিন ট্রেড কি ট্রেডের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে কোনদিন কোন কিছু জানার চেষ্টা করিনি তার পরও দুই বছর পর্যন্ত আমার একাউন্ট একটিভ ছিল এবং ২০১৪ সালে আমার কাছে এই ব্রোকার এর বাংলাদেশী কর্মকর্তা আমাকে মোবাইল করে এবং বলে আপনার একাউন্টটি ইনঅ্যাকটিভিটির জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে তবে আপনি যদি চান তাহলে আমি আবার আপনার একাউন্ট সচল করে দিব। এই কথা শোনার পর আমার মনে একটা প্রশ্ন জাগল এবং আমি ফরেক্স নিয়ে পড়ালেখা ও জানা শুরু করলাম এবং নিজের ভূল বুঝতে পারলাম যে আমি যদি দুই বছর পূর্বে একাউন্টে যদি ১০ ডলার জমিয়েও ব্যবসা শুরু করতাম তাহলে আজ আমার অবস্থা কি হত। যাই হোক আসলে আমি এই ব্রোকারের সাথে ব্যবসা করার পূর্বে এর সম্পর্কে জেনেছি তার পর ডিপোজিটের সিদ্ধান্ত নেই। ধন্যবাদ।

fh.ratul
2014-10-14, 03:43 PM
কোন ব্রোকার এর অধীনে ট্রেড করা ভাল হবে? কোনটা বিশ্বস্ত? কোনটা তে ট্রেড করলে কি ধরনের সুবিধা পাব? কোনটার সার্বিক সুবিধা ভাল? কোনটা তে ট্রেড করলে সহজে ভেরিফাইয়েড হয়? এক্সপার্ট ভাইরা জানাবেন প্লিজ।

আপনি নিজের পছন্দ মত যে কোন ফরেক্স ব্রোকার খুজে আপনি ট্রেড করতে পারেন । এজন্য পনাকে সাহাজ্য করবে ভাল মানের একটি ফরেক্স ব্রোকার রিভিউ ওয়েবসাইট । আপনি সেখানে দেখতে পারবেন আপনার ব্রোকার এর কেমন সুনাম । আপনি চাইলে জেকন ফরেক্স ব্রকারের রিভিও দেখতে পারেন এই লিঙ্ক থেকে (https://www.fxtrue.com/broker/name/E)। ইন্সস্টা ফরেক্সের রিভিউ দেখতে আপনি এই লিঙ্কে ক্লিক করুন (https://www.fxtrue.com/broker/details/183/InstaForex_review) ।
আপনি চাইলে এই সব ব্রকারএর রিভিও নিজেও দিতে পারেন

mdtuhinfx
2014-12-30, 07:45 PM
আমার কাছে ইনস্তা ফরেক্স ব্রোকার ভাল মনে হচ্ছে। কারন এখানে একাউন্ট খোলার পর একজন বাংলা ভাষা জানে এই রকম এক ব্যক্তি আমার আইডি সম্পর্কে খোজ খবর করে মোবাইলের মাধ্যমে। এবং আমার আইডি ভেরিফাই করতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু আমার সমস্যা আমি বাংলা ভাষায় লিখে ই-মেইল করেছিলাম। তারাও আমার সাথে বাংলা ভাষায় ইমেইলের জবাব দিয়ে আমার সমস্যা সমাধান করে দিয়েছে।

ahmed
2015-01-18, 01:37 PM
যেকোন ব্রোকার সিলেক্ট করার আগে তাদের টার্মস এন্ড কন্ডিশন ভালভাবে পড়ে নিবেন।তাদের অফার এবং সুবিধাগুলি দেখে নিবেন।সবচেয়ে ভাল হয় যেকোন ভাল রিভিউ সাইটে এদের রিভিউটা ভালভাবে পড়ে নিতে পারলে।এতে এদের সম্পরকে ভাল ধারনা পাবেন।সবকিছু যাছাই-বাছাই করে যাদের ভাল রেপুটেশন আছে তাদের অধীনে ট্রেড করা উচিত।

mybff
2015-02-24, 01:08 PM
আমি ইন্সটা ফরেফ এর অধিনে আমার একাউন্ট ওপেন করেসি ।। এখানে আমার ভালই লাগে । আসলে ব্রকার সবগুলাই ভাল। তবে তার মদ্ধে কিছু কিছু আছে ভাল সারভিস দেই ।। তারপরেও ব্রকার হাউস বাছাই করা ফরেক্স এ অনেক গুরুত্তপর্ন বিশয় ।।

Dipok121
2015-05-29, 07:52 PM
ফরেক্স কাজ করতে হলে সব প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আমরা ফরেক্স এ টিকে থাকতে পারবো । ফরেক্স এ কাজ করার জন্য আসনে কোন ব্রোকার নিয়ে কাজ করবেন তা নির্ভর করে আপনার উপর। তবে অামার মত ইন্সটা ফরেক্স ব্যবহার করা ভালো । এ বিষয় গুলো সিলেট করাটা অনেক গুরুত্বর্পূণ যা নির্ভন করবো আপনার উপর। তাই আগে সিলেট করতে জানতে হবে।

fxtdr
2015-06-25, 01:27 AM
আমি এ পর্যন্ত অভিজ্ঞ যতজনের কাছ থেকে সুনেছি তারা সবাই ইন্সটাফরেক্স ব্রোকার এর কথা বলেছে এবং আমি আমার ব্যাক্তি গত ওভিজ্ঞতা থেকেও ইন্সটাফরেক্স ব্রোকার এর কথাই বলব। ভেরিফাই করতেও তেমন কোন সমস্যা হয় না। জাতীয় পরিচয় পত্র এবং ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার ব্যাংক স্টেট্মেন্ট থাকলেই হবে আর বেশি কিছু লাগবে না।

RichMahfuz
2015-06-25, 10:56 AM
ফরেক্স এর জন্য অনেক ধরনের ব্রোকার আছে সেখান থেকে আপনি ভালকরে যাচাই করে যে ব্রোকার আপনাকে বেশি সুবিধা দিবে আপনি সেই ব্রোকারের সাথে ট্রেড করতে পারেন। তবে ফরেক্স শুরু করার জন্য আপনাকে অবশ্যই একজন ভাল ব্রোকার খুজে বের করতে হবে। এজন্ন গুগ্লে সার্চ করে ভাল ব্রোকার পেতে পারেন। আমি অবশ্য ইন্সটা ফরেক্স এ ই ব্যবহার করি ার আমার কাছে ভালই লাগে, আমি বলছি না আপনি এটাই ইউস করেন , তবে আমার কাছে ভাল লাগে।

shuvo01
2015-06-25, 05:07 PM
ফরেক্সের কাজের জন্য বিভিন্ন ধরনের ধরনের বোকার আছ। এদের মধ্যে অনেক বোকার বেশি লাভ দেয়। তাই লাভ করিতে হইলে সঠিক বোকার ব্যবহার করা উচিত। আমি মনে করি যে বোকার বেশি লাব দেয় সেইটাই ব্যবহান করা উচিৎ।

maziz6989
2015-06-29, 11:54 AM
যেকোন ব্রোকারে ট্রেড করার আগে তাদের রিভিউ দেখে নেবেন কেননা যদি ভাল রিভিউ না থাকে তবে সেখানে ডিপোজিট না করাই ভাল। যদি নো ডিপোজিট বোনাস হয় তবে সেটা ভিন্ন কথা কেননা রিয়েল মানি দিয়ে ভাল ট্রেডিং শেখা যায়। তার পর দেখবেন রেগুলেশন। তার পর ডিপোজিট এবং হ্যাপি ট্রেডিং।

shuvo2014
2015-07-07, 12:27 AM
কোন ব্রোকার এর অধীনে ট্রেড করা ভাল হবে? কোনটা বিশ্বস্ত? কোনটা তে ট্রেড করলে কি ধরনের সুবিধা পাব? কোনটার সার্বিক সুবিধা ভাল? কোনটা তে ট্রেড করলে সহজে ভেরিফাইয়েড হয়? এক্সপার্ট ভাইরা জানাবেন প্লিজ।

আমার মতে ইন্সট্রাফরেক্স, কারন আপনি বলেছেন ভেরিফাই এর কথা সবচেয়ে ইন্সট্রাফরেক্সেই দ্রুত ভেরিফাই করা সম্ভব আর এর মাধ্যমে আপনি খুবই সহজে ফরেক্স সম্পর্কে খুব ভালো ধারনা অর্জন করতে পারেন। তাই আমার পরামর্শ ইন্সটাফরেক্সকেই নিজের ব্রকার হিসেবে বেচে নিন।

Taleb Mahmud
2015-08-07, 07:15 PM
ব্রোকার নির্বাচনের সময় একটু সতর্ক থাকতে হয়।যে সব ব্রোকারদের ফরেক্স এর বৈধ কাগজ রয়েছে তাদের সাথে লেনদেন করা উচিত।

samrat
2015-08-13, 07:30 AM
দেখা যাবে যে ব্রোকার অত্যন্ত সৎ এবং ব্রোকার হিসাবে তিনি অনেক ভালো। আমাদের ভালোভাবে শিখাতে পারবে। কোন ট্রুটি রাখবে না। আমাদের দক্ষতা অর্জনের অপেক্ষা করে আমাদের শিখাবে। আসাকরি সেই ব্রোকারের অধীনে আমাদের থাকা উচিত।

FxAhsan
2015-09-09, 10:17 PM
এশিয়ার বেস্ট ব্রোকার হচ্ছে ইনস্টাফরেক্স,এটি একটি রেগুলেটেড ব্রোকার,প্রতি ডিপোজিটেই বোনাস দেয়া হয় ৩০ পারসেন্ট থেকে ২৫৫ পারসেন্ট পর্যন্ত। যা অন্য কোন ব্রোকারে নেই এখন আপনি ডিসিশন নিন কোথায় ট্রেড করবেন।

Marufa
2015-09-12, 09:58 AM
ব্রোকার সিলেক্ট করার পূর্বে কিছু বিষয় মাথায় রাখতে হবে । যেমন - মিনিমাম ডিপোজিট কত , উইথড্রতে ঝামেলা করে কিনা, রেগুলেটেড কিনা, ইত্যাদি বিষয় । সব দিক বিবেচনা করলে বাংলাদেশীদের জন্র ইনস্টাফরেক্স অনেক ভাল সার্ভিস দিচ্ছে ।

Fxaziz
2015-10-16, 12:01 AM
কোন ব্রোকার এ ট্রেড করবেন আপনি এটা আমার ওঁ প্রস্ন । তবে আমি মনে করি ইন্সটা ফরেক্স সব ছেয়ে ভালো। এটা ট্রেড এর দের অনেক সুবিধা দেয় । এটাই কাজ করলে আপনি নিরাপত্তা পেতে পারেন বলে আমি মনে করি । ইন্সটা ফরেক্স এর অনেক সুবিধা আছে। এটার অনেক সুনাম আছে । তবে এ চাডা ওঁ আর ওঁ অনেক ব্রোকার আছে সে গুলুর খুজ খবর নিয়ে কাজ করেত পারেন । আপনার রিভিও সাইট এ গিয়ে আপনি আপনার ব্রোকার এর অবস্তান ওঁ সুনাম দেকতে পাবেন।

Momen
2015-10-17, 08:04 PM
আমি প্রথম থেকেই ইন্সটা ফরেক্স এর সাথে আছি। আমার মনে হয় ইন্সটা ফরেক্স অনেক ভাল একটা ব্রোকার। কারন এরা আমাদের বোনাস দিয়ে ট্রেড করার সুযোগ দিচ্ছে। আপনি ও চাইলে এইখানে একটা একাউন্ট খোলে ট্রেড করতে পারেন।

mlbasumata
2015-10-24, 02:08 PM
আপনি ইন্সটা ফরেক্সে নিশ্চিন্তে কাজ করতে পারেন। এখানে স্প্রেড অন্নান্য ব্রোকারের মতই, ৩ পিপস। নো ডিপোজিট বোনাস, ডিপোজিট বোনাস রয়েছে ট্রেডারদের জন্য। পেমেন্ট নিশ্চিত। ব্রোকার সম্বন্ধে আর খোঁজ না নিলেও চলবে, এশিয়ায় শ্রেষ্ট। আর কি লাগে?

samrat
2015-12-01, 07:45 PM
ভালো কোন ব্রোকার এর অধীনে ট্রেড করব । কারন তা না হলে আমরা লস করতে পারি । আপনাদের আমন কোন ব্রোকার আছে যার অধীনে আমি ট্রেড করতে পারি । জানলে জানান আমার খৃুব প্রয়োজন । কারন আমি নিজে থেবক ট্রেড করে অনেক লস করি ।

HKProduction
2015-12-09, 04:38 PM
ইন্সটাফরেক্স আমাদের জন্য সবচেয়ে ভাল ব্রোকার হাউজ। আমরা এই ব্রোকার হাউজের বোনাস মানি দিয়ে লাইভ ট্রেডিং শিখি এবং আয় করার সুযোগ পাচ্ছি। এর জন্য ইন্সটা আমাদের কাছ থেকে আলাদা কোন স্প্রেড কাটে না। আমি মনে করি এর চেয়ে ভাল সুযোগ আর কি হতে পারে। তাই আমার মতে এটা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রোকার।

MotinFX
2015-12-14, 09:19 AM
আমার কাছে ইনস্টা ফরেক্স ভাল লাগে কারন এখানে স্পীড টা নির্দিস্ট কম বা বেশি কাটেনা। আর ইনস্টা ফরেক্স আমাদের কে বাংলা ফোরামের সুবিদা দিয়াছে যা অন্য ব্রোকার বাংলা ফোরাম সুবিদা দেয়নি।

rafiqfx619
2015-12-14, 09:33 AM
কোন ফরেক্স ব্রোকারে একাউন্ট ওপেন করার আগে কিছু বিষয় জানা দরকার যেমন ব্রোকারটি রেগুলেটেড কিনা, স্প্রেড কেমন, উইড্রতে ঝামেলা করে কিনা, বোনাস দেয় কেমন, তাদের সাথে যোগাযোগ ব্যাবস্থা ইত্যাদি। এসকল কিছু বিবেচনা করলে আমি বলতে পারি আপনি ইন্সটাফরেক্সে একাউন্ট করতে পারেন যা দক্ষিন এশিয়ার সবচেয়ে ভালো ব্রোকার।

MotinFX
2015-12-15, 10:05 AM
ফরেক্স মার্কেটে নতুনদের জন্য সবচেয়ে ভাল ব্রোকার হল ইনস্টা ফরেক্স কারন এই ব্রোকারে দুই ভাবে ট্রেড করা যায় ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা যায় ামমাদের ফরেক্স শিখতে ভাল কাজ করে এবং রিয়াল ডলার দিয়ে ট্রেড করা যায়।

AbiR
2015-12-21, 02:38 AM
Instaforex এর কথা বললেন যে ওটা খুব ভাল একটা ট্রেডিং সাইট, হ্যা এটা সত্যিই খুব ভাল একটা ট্রেডিং সাইট ।এখানে ট্রেডিং করে আপনি খুব সহজে ও অল্প ব্যায় করে আয় করতে পারবেন ।তাই আমিও বলব আমাদের মত নতুন ট্রেডারদের জন্য এটা খুব ভাল একটা সাইট ইন্ট্রাফরেক্স ব্রোকার আমার জানা মতে সবচেয়ে ভাল

MotinFX
2015-12-22, 05:00 PM
আমি মনে করি ফরেক্স এশিয়ার সেরা ব্রোকার হল ইনস্টা ফরেক্স ব্রোকার। আপনি ব্রোকারে ট্রেড করতে পারেন কারন নতুন দের জন্য এটাই ভাল ব্রোকার এই ব্রোকারে কোন ফেক ট্রেড অপার করেনা।

HKProduction
2015-12-22, 05:52 PM
যে ব্রোকার হাউজ ফোরামের মাধ্যমে ফান্ড দিয়ে আমাদেরকে ফরেক্স শিখতে অনুপ্রাণিত করে তার চেয়ে বড় এবং ভাল আর কোন ব্রোকার হাউজ পৃথিবীতে আছে কিনা আমি জানিনা। আমার চোখে ইনস্টা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রোকার হাউজ। আমি এখান থেকেই একজন প্রফেশনাল ট্রেডার হতে চাই।

arvi
2016-03-11, 10:57 AM
আমি ট্রেড করার জন্য উপযুক্ত মনে করি ইন্সটাফরেক্স ব্রোকার হাউস কে । ইন্সতা ফরেক্স অনেক ধরনের সুযোগ সুবিধা দেয়। ইন্সতাফরেক্স এ আমরা বাংলা ফোরাম আলচনা করতে পারি । ইন্সতা ফরেক্স আমাদের সুদ মুক্ত ট্রেড করার সুযোগ দিয়ে থাকে । সুতরাং আমার কাছে ইন্সতা ফরেক্স ব্রোকার হাউস হিসেবে ট্রেড করতে ভালো লাগে ।

Md Akter Hossain
2016-03-11, 03:10 PM
সত্যি কথা বলতে কি আমি কোন ব্রোকারের মার্কেটিং করিনা । অামি যদি বলি আপনি ইন্সটাফরেক্স এ ট্রেড করেন তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে দায়ী করবেন । আপনি ব্রোকারে ট্রেড করার আগে অন লাইনে সেই ব্রেকারের রিভিউটা চেক করে নিতে পারেন ।

yasir arafat
2016-04-05, 01:19 AM
ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে আপনি ব্রোকার রিভিউ নেওয়ার সাইটগুলো দেখতে পারেন।আর ব্রোকার নির্বাচন করার আগে আপনি এদের স্প্রেড,রেগুলেশন এবং পেমেন্ট মেথড দেখে নিন।আর যেহেতু এফোরামে আছেন সেহেতু ইন্সটাফরেক্সকে বেঁচে নিতে পারেন।প্রয়োজনবোধে এদের লাইভ সার্পোটে যোগাযোগ করুন।

dwipFX
2016-05-13, 02:14 PM
আপনাকে ট্রেড করার আগে ব্রোকার সম্পর্কে অনলাইনে যাচাই করতে হয় তাই আমি বলব আপনি ইনস্টা ফরেক্স ব্রোকারে নিশ্চিন্তে ট্রেড করতে পারেন। কারন এই নির্দিস্ট স্প্রীড কাঠে যা অন্য কখনো কম আবার কখনো বেশি তার চেয়ে নির্দিস্ট স্প্রীডে ট্রেড করলে ভাল হবে।

Sahed
2016-05-14, 02:45 PM
বর্তমান ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য হাজার হাজার ফরেক্স ব্রোকার রয়েছে । একেকটি ব্রোকার তাদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য একেক ধরনের সুবিদা প্রদান করে থাকে। আমার মতে আমাদের মত নতুন এবং শিক্ষানোবিস ট্রেডারদের জন্য ইন্সটা ফরেক্স ব্রোকার সবচেয়ে ভাল ।

RUBEL MIAH
2016-05-26, 11:48 PM
আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ইনস্টা ফরেক্স ব্যবহার করব । কারণ এই ইন্সটাফরেক্স ব্রোকার অনেক সফলবান ব্রোকার । আমরা সবাই এই ব্রোকারে ট্রেড করে লাভবান হতে চাই । তাহলেই আমরা নিজেকে স্বাবলম্বী করতে পারব ।

hasanjahid85
2016-11-24, 11:32 PM
ইন্সটাফরেক্স সবছেয়ে ভাল ব্রোকার তাই সবাই
ওখানেই কাজ করে।।

siddiquecec
2017-02-01, 05:06 PM
ফরেক্স broker হিসেবে instaforex best. তবে আমি অজ্ঞিতার আলোকে বলব যদি আপনি ডিপোজিট করে এবং প্রফিট করেন তাহলে ব্যান্সস যেন 1000 $ উপরে না যাওয়াই ভাল।

Nur Alam
2017-06-07, 09:22 PM
ফরেক্সে ট্রেড করে প্রফিট আয়ের জন্ন্য আপনাকে অবশ্যয় ভাল ব্রোকারের আওতাভুক্ত হতে হবে। ভাল ব্রোকার ছাড়া ট্রেড করলে তেমন লাভ হয় না। সুতরাং ফরেক্সে ব্রোকার এর গুরুত্ব অনেক। আমি সাধারনত ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেড করে থাকি। ইন্সটাফরেক্সে ট্রেড করা অনেক স্বুবিধাজনক। আপনি যদি আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে ইন্সটাফরেক্সে ভাল ভাবে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।

mahbubhb
2017-08-19, 09:17 AM
ফরেক্সে ট্রেড করার জন্য সারা পৃথিবীতে অনেক অনেক ব্রোকার আছে যারা কিনা ফরেক্সে ট্রেড করার সুবিধা দিয়ে থাকে। তারমধ্যে ইনস্টা ফরেক্স ব্রোকার অন্যতম এবং এশিয়ার সেরা ব্রোকার। ফরেক্সে ট্রেড করার জন্য ইনস্টা ফরেক্স সুবিধাজনক কেননা তারা সার্বক্ষণিক কাস্টমার সেবা দিয়ে থাকে এবং প্রতি ডিপোজিট এ বোনাস প্রদান করে থাকে। এটি সারাবিশ্বে ব্যাপক বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে।

Parvejdu
2017-09-29, 12:07 PM
ফরেক্স একাউন্ট খোলার আগে দেখে নিতে হবে কোন ব্রোকার হাউস কেমন। ব্রোকার হাউস চেনার উপায় হল - হাউজের চার্জ , প্রেমেন্ট প্রক্রিয়া, তাদের সনদ আছে কিনা দিতে এগুলো দেখতে হবে। বেশি ভাগ ব্রোকার হাউসই ভাল তার মধ্যে পছন্দের হাউটটি ট্রেডারকে চিনে নিতে হবে। কারণ এক এক ব্রোকার হাউস এক এক ধরণের সুবিধা দেয়। তাই আপনার যে সুবিধাটি বেশী প্রয়োজন সেই ব্রোকার হাউসটি বেছে নিবেন।

Parvejdu
2017-09-29, 07:58 PM
ফরেক্স ব্যবসা করতে হলে প্রথমে একাউন্ট করতে হবে ভাল ব্রোকার হাউস দেখে তা না হলে আপনার ডলার হারানোর সম্ভবনা থাকে। ব্রোকার হাউস গুলোর মধ্যে ইন্ট্রাফরেক্স একটি ভাল ব্রোকার হাউস। বাংলাদেশের অধিকাংশ ট্রেডার ইন্ট্রাফরেক্স-এ ট্রেড করে থাকে। ইন্ট্রাফরেক্স-এর টাকা উত্তোলনের প্রক্রিয়া গুলো সহজ। তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের টাকা উত্তোলনের ব্যবস্থা করে থাকে।

Mahidul84
2017-10-18, 08:07 PM
আমার মনে হয় আপনি ইন্সটাফরেক্স ব্রোকারে ট্রেড করলে সবচেয়ে বেশি ভাল হবে। কারণ এই ব্রোকার ট্রেডাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যা অন্য কোন ব্রোকার ঐ সুবিধা সব সময় দিতে পারে না। এমনকি আপনাকে ট্রেডিং পদ্ধতি শিখানোর জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের সুবিধা দিয়েও থাকে তারা। এছাড়া টাকা ইনভেষ্ট করা সিস্টেম এবং উত্তোলন পদ্ধতিও খুব সহজ কোন ধরনের জোট ঝামেলা নেই আর ইন্সটাফরেক্স গ্রাহকদের সুবিধার্থে ২৪ ঘন্টাই অনলাইন সাপোর্ট দেয়।

Syed Moinul
2018-01-28, 07:04 PM
বিভিন্ন ফরেক্স এর পাশাপাশি ইন্সটাফরেক্স এর গ্রাহক বান্ধব বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিখ্যাত। এছাড়া এটির সুবিধা বাংলাদেশের মানুষের জন্যও উপযোগী। তাই একটি ভালো ব্রোকার হিসেবে এটিই হতে পারে প্রথম পছন্দ।

alamsat
2018-02-03, 01:53 PM
আমার মতে ইন্সটাফরেক্স সবচেয়ে ভাল। কারন এদের কাস্টমার সার্ভিসটা অনেক অনেক ভাল। ই চ্যাটের মাধ্যমে আপনি মুহুর্তের মধ্যে সব সমস্যার সমাধান করতে পারবেন

Tofazzal Mia
2020-11-09, 02:45 PM
ফরেক্স broker হিসেবে instaforex best. তবে আমি অজ্ঞিতার আলোকে বলব যদি আপনি ডিপোজিট করে এবং প্রফিট করেন তাহলে ব্যান্সস যেন 1000 $ উপরে না যাওয়াই ভাল।


ফরেক্সে ট্রেড করার জন্য সারা পৃথিবীতে অনেক অনেক ব্রোকার আছে যারা কিনা ফরেক্সে ট্রেড করার সুবিধা দিয়ে থাকে। তারমধ্যে ইনস্টা ফরেক্স ব্রোকার অন্যতম এবং এশিয়ার সেরা ব্রোকার। ফরেক্সে ট্রেড করার জন্য ইনস্টা ফরেক্স সুবিধাজনক কেননা তারা সার্বক্ষণিক কাস্টমার সেবা দিয়ে থাকে এবং প্রতি ডিপোজিট এ বোনাস প্রদান করে থাকে। এটি সারাবিশ্বে ব্যাপক বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে।

কিছুদিন আগে নিটেলার অনেক মানুষের বাশ দিয়ে গেল তখন যাষ্ট আমরা বললাম যে ওরা বাঁশ সবাইকে দিছে তেমন অনেক সমস্যা আছে যার হদিস পেলে আপনি ফরেস্ক রিস্ক ভেবে করবেন না, তাহলে কি দাড়ালো আপনি ছেড়ে দেবেন এ পেশা যা আপনি কখনো পারবেন না তাই আমি বলতে চাচ্ছি নিজের স্বার্থ বজায় রাখার জন্য অন্যের পেমেন্ট মেথড খারাপ বলবেন না, যদি সে তা করে মনের দিক দিয়ে খুশি থাকে তাহলে আমি সমস্যা দেখি না, আর ব্রকার নিয়ে কথা বললে এদেশে কোন ব্রকারটা মারকেট মেকার না একটু বলবেন নয় এতো লিভারেজ দেয় তার মধ্যেও ভাই কথা থাকে আপনি ব্রান্ডের প্রডাক্ট ব্যাবহার করবেন না রাস্তার তা আপনার একান্ত নিজস্ব ব্যাপার।

SUROZ Islam
2020-11-18, 04:03 PM
বর্তমানে ট্রেড করে প্রফিট করার থেকে ব্রোকারের কমিশনের উপর ইনকামের করা চিন্তা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। যার জন্য নিজের মধ্যে কাদা ছোড়াছুরি থেকে শুরু করে না জেনে না বুঝে তর্কাতর্কি বেধেই রয়েছে। মূল কারন, ডিপোজিট এবং উইথড্র সংক্রান্ত এবং নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন। মূলত যারা ফরেক্সে নতুন তারাই জেনে, না জেনে, বুঝে বা না বুঝে বা বেশি লোভে বা তেল মার্কা বক্তব্যে নিজে সাইধা বাশঁ নিতেছে। কেউ জেনেও কিছু বলে আবার বলে না আবার কারও চোরের মায়ের বড় গলা। যাই হোক এটি আমাদের বাঙ্গালি রক্তে রক্তে মিশে গেছে, দুই টাকা পাবার আশায় আপন ভাইকেও বাঁশ দিতে দ্বিধা বোধ করিনা। ভাল মানুষ পাওয়া ভার। তো যাই হোক একটি সাইডের লিংক দিতেছি ওখানে গিয়ে আপনি নিজেই জেনে বুঝে যাবেন আপনি যে ব্রোকারে আছেন তা কতটুকু নিরাপদ বা ওখানে ইনভেষ্ট করলে বা ট্রেড করলে কোন ধরনের ঝুকেতে পরবেন কিনা। তবে, সবাইকে বলি রেগুলেটেড ব্রোকারগুলোনে করার চেষ্টা করুন। কাদা ছোড়া ছুড়ি বাদ দিয়ে একজন অন্যজনের পিছে না লেগে নিজের ব্রোকার নিজেই যাচাই বাছাই করে ট্রেডে মনোযোগী হোন।
12899

EmonFX
2020-12-26, 12:19 PM
কোন ব্রোকার এর অধীনে ট্রেড করা ভাল হবে? কোনটা বিশ্বস্ত? কোনটা তে ট্রেড করলে কি ধরনের সুবিধা পাব? কোনটার সার্বিক সুবিধা ভাল? কোনটা তে ট্রেড করলে সহজে ভেরিফাইয়েড হয়? এক্সপার্ট ভাইরা জানাবেন প্লিজ।

কোন ব্রোকারের অধীনে ট্রেড করবো? এমন প্রশ্নের উত্তরে আমি চোখ বুজে একটা ব্রোকারের নাম বলবো, সেটা হল ইন্সটাফরেক্স। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে আপনি হয়তো অনেক ব্রোকারের নাম শুনে থাকবেন, তবে ইন্সটাফরেক্সের মত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্রোকার হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। সব ধরনের ব্রোকারের দেখা যায় পেমেন্ট নিয়ে কিছু না কিছু জটিলতা আছে, অনেক ব্রোকার কাজ করার পর ঠিকমত পেমেন্ট দেয় না। সেক্ষেত্রে ইন্সটাফরেক্সে একটি বিশ্বস্ত ব্রোকার হাউজ। আজ পর্যন্ত কারো কাছে শুনিনি ইন্সটাফরেক্স পেমেন্ট নিয়ে কোন ধরনের ঝামেলা করেছে।

তাছাড়া বর্তমানে ইন্সটাফরেক্স বিশ্বব্যাপী দক্ষ জনবল তৈরি করার প্রায়শ নিয়ে যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা আর কোনো ব্রোকারের পক্ষে সম্ভব হয়নি। ইন্সটাফরেক্স হল এশিয়ার সর্ববৃহৎ ব্রোকার হাউজ। দিন দিন এর গ্রাহক সংখ্যা এবং পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ ইন্সটাফরেক্সের গুড উইল। আপনি নির্দ্বিধায় কোন ধরনের সমস্যায় ছাড়াই ইন্সটাফরেক্সের অধীনে ফরেক্স ট্রেডিং করতে পারেন। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ইন্সটাফরেক্স বিশ্বের সর্ববৃহৎ ব্রোকার হাউজে পরিণত হবে।

AbdulRazzak
2021-01-25, 08:22 PM
এখানকার অনেকেই বলে থাকেন যে ইন্সটাফরেক্স একটি ভাল ট্রেডিং ওয়েবসাইট, হ্যাঁ, এটি একটি ভাল ট্রেডিং ওয়েবসাইট। এখানে বাণিজ্য করে আপনি সহজে এবং স্বল্প খরচে অর্থোপার্জন করতে পারেন। সুতরাং, এটি আমাদের মতো নতুন ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত একটি ওয়েবসাইট।

Mas26
2021-05-15, 10:47 PM
আসলে আমি ফরেক্স এসেছি খুব অল্প দিন হয়েছে কিন্তু আমি যদি কখনো রিয়েল ট্রেড করতে চাই তাহলে সবচাইতে বিশ্বাসযোগ্য কোন ব্রোকার হাউজ কে আমি বিশ্বাস করতে পারি আসলে বিনা দ্বিধায় যে ব্রোকার হাউজ কে বিশ্বাস করা যায় সেরকম একটা ব্রোকার হাউজের নাম জানতে চাই। এবং ভালো পরামর্শ দিবেন আসলে অনেক কষ্টের টাকা বিনিয়োগ করার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার আশা নিয়ে আিশ অনেক বড় ধরনের কিছু করার জন্য। কিন্তু সেখানে যদি এসে আমরা প্রতারিত হই তাহলে আসলেই অনেক খারাপ লাগবে।