PDA

View Full Version : প্রফিট উত্তোলন



uzzal05
2017-05-12, 03:05 PM
আমি আমার একাউন্ট এ কিভাবে বুঝতে পার যে আমি কত ডলার উইথড্র দিতে পারব। কারন আমি যদি প্রফইটের চেয়ে বেশী উত্তোলন করতে চাই তাহলে আমার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তাই যদি কেউ জানেন কোন একাউন্ট এ কোন যেয়ে তা দেখতে হয় তাহলে বিষয়টি শেয়ার করবেন।

aysha
2017-05-13, 10:21 AM
প্রফিট উত্তোলন সবাই করতে চায় । কিন্তু আমি জানি যে প্রফিট উত্তোলন করতে হলে আগে আমাদের একাউন্টা হাই লেভেল ভেরিফাই করতে হবে তার পর ট্রেড করে প্রফিট করলে সেই প্রফিটটা উত্তলন করা যাবে । এমি প্রফিট উত্তোলন করতে চাই বলে আমি আগে একাউন্টটা সুন্দর ভাবে ভেরিফাই করে নিই ।

uzzal05
2017-05-13, 11:19 AM
প্রফিট উত্তোলন সবাই করতে চায় । কিন্তু আমি জানি যে প্রফিট উত্তোলন করতে হলে আগে আমাদের একাউন্টা হাই লেভেল ভেরিফাই করতে হবে তার পর ট্রেড করে প্রফিট করলে সেই প্রফিটটা উত্তলন করা যাবে । এমি প্রফিট উত্তোলন করতে চাই বলে আমি আগে একাউন্টটা সুন্দর ভাবে ভেরিফাই করে নিই ।

আসলে আমি বুঝাতে চাইছি যে, উইথড্র দেওয়ার আগে দেখে নিতে হয় যে আপনি ডলার উত্তোলন করতে৪ পারবেন। আর যা দেখাবে সেটা উঠালে একাউন্ট ব্যান হবে না। কারন এটা আমাদের কোন ইনভেস্টের একাউন্ট না। আমরা শুধু এখানে প্রফিট তুলতে পারবো। একাউন্ট এ ঢুকে এটা চেক করা যায়।

Mamun13
2017-05-13, 10:30 PM
আমাদের 2 লেভেল ভেরিফাইড একাউন্ট অবশ্যই প্রোফাইলে সংযুক্ত থাকতে হবে৷আপনার একাউন্টের ভিতরে দেখবেন উইথড্রোয়াল সেকশনে কতগুলো লিন্ক আছে৷সেখানে দেখবেন উইথড্রোয়াল ফর বোনাস বা উইথড্রোয়াল ফর ডলার লিন্ক আছে৷এগুলো একটা একটা করে দেখবেন৷ওখানে লেখা থাকে আপনি কত ডলার উইথড্রো করতে পারবেন৷এগুলো একদম সহজ বিষয়৷আগে ভালো প্রফিট করার চেষ্টা করুন৷আমার মতে প্রফিট বেশি করা উচিৎ আর উইথড্রো কম করা উচিৎ৷

LIMAFX
2017-05-14, 09:44 AM
আমি আমার একাউন্ট এ কিভাবে বুঝতে পার যে আমি কত ডলার উইথড্র দিতে পারব। কারন আমি যদি প্রফইটের চেয়ে বেশী উত্তোলন করতে চাই তাহলে আমার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তাই যদি কেউ জানেন কোন একাউন্ট এ কোন যেয়ে তা দেখতে হয় তাহলে বিষয়টি শেয়ার করবেন।

প্রিয় ফোরাম সদস্য,
ইন্সটাফরেক্সের বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য ব্যবসায় প্রাথমিক মুলধন। আপনি বোনাস দিয়ে শুধুমাত্র লাইভ ট্রেডিং করতে পারবেন, ঐ ট্রেডিং থেকে লাভ হলে সেই লাভের একটি নির্দিষ্ট পরিমান টাকা উত্তোলন করতে পারবেন।
লাভের টাকা কতটুকো উত্তোলন করতে পারবেন সেটা জানার জন্য অবশ্যই আপনার ইন্সটাফরেক্স আপনি ক্লাইন্ট ক্যাবিনেট প্রবেশ করে Trading account>Bonus statistics>Available for withdrawal থেকে বোনাস চেক করে নিতে পারেন। ধন্যবাদ

Mahidul84
2017-10-19, 07:11 PM
আমি আমার একাউন্ট এ কিভাবে বুঝতে পার যে আমি কত ডলার উইথড্র দিতে পারব। কারন আমি যদি প্রফইটের চেয়ে বেশী উত্তোলন করতে চাই তাহলে আমার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তাই যদি কেউ জানেন কোন একাউন্ট এ কোন যেয়ে তা দেখতে হয় তাহলে বিষয়টি শেয়ার করবেন।

আমার জানা মতে ইন্সটাফরেক্স ব্রোকার সাধারণত নতুন ট্রেডারদেরকে রিয়েল এ্যাকাউন্টে ট্রেড করার অভিজ্ঞতা অর্জনের জন্য এই মূলধন দিয়ে থাকে। আর এজন্য আপনি বোনাসের টাকা দিয়ে শুধু রিয়েল ট্রেড করতে পারবেন কিন্তু উক্ত বোনাসের টাকা আপনি উত্তোলন করতে পারবেন না। যদি আপনি বোনাসের টাকা দিয়ে যদি প্রফিট করতে পারেন তাহলে ঐ প্রফিটের একটি নির্দিষ্ট অংশ আপনি উত্তোলন করতে পারবেন।
আর লাভের টাকা আপনি কতটুকু উত্তোলন করতে পারবেন সেটা দেখার জন্য আপনাকে ইন্সটাফরেক্স এ্যাকাউন্টে অথবা https://www.instaforex.com/ এই লিংকে প্রবেশ করতে হবে। আর সেখান থেকে আপনি Trading account তারপর Bonus statistics এবং সর্বশেষ Available for withdrawal তে গেলে আপনি আপনার উত্তোলনযোগ্য টাকা পরিমাণ দেখতে পারবেন এবং সেই পরিমাণ টাকা আপনি উত্তোলন করতে পারবেন।
ধন্যবাদ

Parvejdu
2017-10-19, 09:55 PM
ফরেক্স-এ যে কোন ধরনের বোনাস উত্তোলন করা যায় না। বোনাস ডলার দিয়ে ট্রেড করে যে প্রফিট হয় তা উত্তোলন করতে পারবেন। ফরেক্স ট্রেডিং করার জন্য বিভিন্ন ব্রোকার হাউস নো ডিপোজিট বোনাস দিয়ে থাকে। তাছাড়াও ফোরামের বোনাস ডলার দিয়ে ফরেক্স ট্রেড করা যায়। কিন্তু বোনাস ডলার তোলা যায় না্ বোনাস ডলার দিয়ে ট্রেডিং করে যে প্রফিট করা হয় তা উত্তোলন করা যায়।

01797733223
2017-10-21, 07:17 AM
এটি আপনার একটি ভ্রান্ত ধারনা । প্রফিট এর বেশি ডলার তোলা সম্ভব নয় । তাই ব্যান হওয়ার সম্ভাবনা নেই । ধরুন আপনি ফোরাম থেকে ১০০ ডলার বোনাস পেয়েছেন । এবং ট্রেড করে মোট ২০ ডলার প্রফিট করেছেন । এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০+২০=১২০ ডলার । আপনি ২০ ডলার সর্ব্বোচ্চ তুলতে পারবেন । কিন্তু যদি আপনি ২০ ডলারের বেশি তোলার চেষ্টা করেন , তাহলে আপনাকে একটি নোটিফিকেশন দেখাবে যে, "আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা নেই" । তাই আপনি চাইলেও বেশি টাকা তুলতে পারবেন না ।
আর আপনার বোনাস কত আছে ব্যালেন্সে এটি দেখার জন্য আপনি ফোরামে >কন্ট্রোল প্যানেল > বোনাস ফর পোষ্ট এ গিয়ে দেখতে পারেন , অথবা আপনি আপনার ট্রেডিং টার্মিনাল এর হিস্টোরিতে গিয়ে দেখতে পারেন , যে কতো টাকা আপনার অ্যাকাউন্টে বোনাস এসেছে ।

alamsat
2018-12-08, 12:15 PM
আমরা ট্রেড করার পর যে লাভ টুকু করতে পারব তাহা তুলতে পারব। তবে বোনাস থেকে প্রাপ্ত লাভের টাকা তোলার আগে আপনার একাউন্টে ডুকে কত ডলার তুলতে পারবেন সেটা একবার দেখে তার থেকে সব উত্তোলন না করে কিছু টা রেখে তারপর বাকীটা তুলতে পারবেন। আর যদি লাভের সব অংশ তুলতে যান তাহলে হয়ত আপনার একাউন্ট ব্যান্ড হতে পারে আবার না ও হতে পারে এটা আপনার ব্রোকারের শর্তবলীর উপর নির্ভর করে। তবে বোনাস একাউন্টে কিছু ইনভেষ্ট করতে পারলে ব্রোকার আপনার একাউন্টটি ব্যান্ড করে না আর যদি শুধু বোনাস ডলার দিয়ে ট্রেড করে বারবার লাভের টাকা তুলে নেন তাহলে আপনার একাউন্ট নিশ্চিত ব্যান্ড হয়ে যাবে।

habibi
2018-12-09, 02:07 PM
ফোরামের প্রফিট উইথড্র করার জন্য ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে Available For Withdraw কত আছে তা দেখে নিবেন। Available For Withdraw যত থাকবে তার থেকে 20-30% উইথড্র দিতে পারেন। কারণ বেশি প্রফিট উইথড্র দিতে গেলে অনেক ঝামেলায় পরতে হয়। আমি ফোরাম অ্যাকাউন্ট থেকে সর্বদাই Available For Withdraw থেকে 20-25% উইথড্র করে থাকি। তাই হয়ত পেমেন্ট নিয়ে এখনো কোন ঝামেলায় পরিনি। তাই আপনারদেরকে পরামর্শ দিব যে ফোরাম বোনাস প্রফিট ২৫% এর বেশি উইথড্র দিবেন না। আসলে অনেকে Available For Withdraw না দেখে উইথড্র দেয় ফলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। এছাড়া ফোরাম রুলস দেখে আমাদের সবাই ভালভাবে জানা থাকা দরকার।