PDA

View Full Version : কিভাবে পেঅনার মাষ্টার কার্ড পাওয়া যায়।



banglaforex
2014-04-13, 09:08 AM
পেঅনার মাষ্টার কার্ডের জন্য বারংবার আবেদন করার পরও পাওয়া যাচ্ছে না। যদি কোন সহজ উপায় থাকে তাহলে জানাবেন কি।

fanboxbd
2014-05-29, 12:51 PM
পেওনিয়ার কার্ড আমাদের জন্য খুবই উপযোগী, আপনাকে পেঈনিয়ার কার্ড পেতে হলে অবশ্যই আপনার একউন্ট এপ্রুভ হতে হবে এবং আপনার ঠিকানা সঠিক ভাবে প্রদান করবনে ,

fanboxbd
2014-06-10, 06:39 PM
আপনার এই লিং এ একাউন্ট করেন

একাউন্ট করার সময় আপনার ডাটা ভালো করে পুরন করুন এবং http://share.payoneer-affiliates.com/a/clk/1KCrQH এবং আর্নিং কোথা থেকে হবে তা সিলেক্ট করুন এ ক্ষেট্র আপনারা রেফারার সিলেক্ট করুন ইনশাআল্লাহ হয়ে যাবে,

আর অবশ্যই ১০০ ডলার লোড করে নিবেন কার্ড হাতে পেলে তাহলে আপনি ২৫ ডলার ফ্রি পাবেন যা দিয়ে আপনি আপনার কার্ড এটিএম এক্টীভ করতে পারবেন

sirazuliuk
2014-10-19, 09:32 PM
আমার জানামতে পেঅনার মাস্টার কার্ড পাওয়া অনেক সহজ । তবে এর জন্য কিছু শর্ত আছে , শর্ত গুলো পেঅনার সাইট থেকে জেনে নিতে হবে ।

qpionee
2014-12-18, 01:49 AM
আমি পাইওনার কাড্র এর জন্য আবেদন করছি। ডকুমেন্টস ও আপলোড দিলাম। কিন্তু তারপর আর কোনো খবর নাই। এখন আমার কী কিছু করার আছে?

Newrakib
2015-01-15, 01:04 AM
পেওনির মাস্টার কার্ড পেতে হলে, আপনাকে পেওনির সাইট এ গিয়া এপ্লাই করতে হবে। এবং পেওনি আপনার কাছ থেকে যে ডকুমেন্ট চাইবে তা সঠিক ভাবে দিবেন। ১৫-২০ দিন এর ভিতর আপনার কার্ড চলে আসবে।

ahmed
2015-01-15, 01:05 PM
পেওনিয়ার মাষ্টার কার্ডের জন্য তাদের নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে অথবা কারো রেফারেল লিংকে গিয়ে আবেদন করুন।সব কিছু ঠিক থাক্লে,২-৩ দিনের মধ্যে আপনি মেইল পাবেন এবং জানতে পারবেন কার্ড এপ্রোভ হয়েছে কিনা।তবে কোন কারন বশত এপ্রোভ না হলে,আপনি তাদের লাইভ সাপোর্টে কথা বলুন,আশা করি সমাধান পাবেন।আমারটা এভাবেই এপ্রোভ করিয়েছি।

rahman
2015-01-18, 02:58 PM
আমি নিজেই কিহু দিন আগে পেওনিয়ার মাষ্টার কার্ডের জন্য আবেদন করেহিলাম এবং প্রথমত ওরা আমাকে আমার প্রয়োজনীয় তথাবলি ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি দিতে বলে এবং তার কিচুদিন পর আমাকে একটি us virtual ব্যাংক নাম্বার দ্যাই। আর তার এক মাসের মদ্দেই আমি আমার কার্ড হাতে পেয়ে যাই । তাহারা আপনি যদি কারও রেফারেল লিঙ্ক হতে সাইন আপ করেন তাহলে আপনি এবং আপনাকে রেফারক্রিত বাক্তিও ২৫ ডলার বোনাস পাবে।

mybff
2015-02-19, 08:19 PM
আমারও একি সমস্যা পেওনার এ একাউন্ট করলাম কিন্তু এখন পরজন্ত কার্ড বা কোন কিছুই পেলাম না । কি করব বুজতে ছিনা ।। আমার কার্ড টা খুব ই জরুরি দরকার ।। কারন আমাকে অতি সত্তর টাকা উত্তলন করতে হবে।। কেও যদি পারেন আমাকে একটু সহাইয়তা হরেন তাহলে উপক্রিত হব।।

tradeking
2015-02-20, 12:24 AM
কিছুদিন আগে আমি পেঅানার এর কার্ড এর জন্য আবেদন করেছিলাম। আমার আবেদন তারা গ্রহন করেছ এবং বলা হয়েছে যে আগামী ১৬ ই মার্চ থেকে ২৩ ই মার্চ এর ভিতর আমার কার্ডটি আমার ঠিকানায় পৌঁছে যাবে। আপনারা যদি কেউ পেঅনার এর কার্ড পেতে চান তাদের ওয়েব সাইটে গিয়ে আবেদন করে এবং যা যা করতে বলা হবে তা করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেখালেই তারা আপনাকে কার্ড পাঠানোর জন্য কনপারমেশন পাঠিয়ে দিবে আপনার ই-মেল এ।

fxtdr
2015-02-21, 04:23 PM
আমিও কয়েকমাস আগে পেওনার এর মাস্টার কার্ড এর জন্য আবেদব করেছিলাম কিন্তু কোন খোজ এখন পায় নি । ভাবছি আবার ট্রাই করব। আপনাদের সবার মতামতের জন্য অনেক ধন্যবাদ । আমার অনেক উপকার এ আসবে এ আশা করছি ।

mybff
2015-02-24, 09:42 PM
পেওনার এর কার্ড পাইতে হলে আপনাকে পেওনারে সাইনআপ করতে হবে ।। এখানে একাউন্ট ওপেন একদম ফ্রি ।। এবং অনেক সহজ ভাবে একাউন্ট ওপেন করা হয় । একাউন্ট ওপেন হলে প্রথমে একটি ইমেল ভেরিফিকেসন করতে হবে জা আপনাকে পেওনার থেকে একটা লিঙ্ক দিবে আপনার ইমেল এ ।। এবং ইমেল ভেরিফিকেসন হলে আপনাকে একটি দুকুমেন্ট আপ্লয়াদ করতে হবে তাহলেই আপনার কাজ সেস ।।

mybff
2015-02-24, 09:47 PM
আমারও একি সমস্যা, অনেকেই বার বার একাউন্ট করেও পেওনারের কার্ড পাচ্ছে না ।। আবার অনেকেই আছে যারা এক্সপ্তহ অথবা ৩ থেকে ৪ দিনের মদ্ধেই তাদের মাস্টের কার্ড পেয়ে যাচ্ছে ।।
আমিও করেছিলাম তবে এখন কোন কিছুই পাইনাই ।। পরে সেখান্থেকে আর কোন মেইল অ আসে নাই ।।

Zakariea
2015-04-04, 04:38 PM
প্রথম বার আমি যখন এপলাই তখন তো পেনিয়ন আমাকে এপরুভাল ই করে নি পরে তাদের সাপট সেন্টারের সাথ কথা বলি। তার পর আইডি কাড ভালোভাবে স্কেন করে আবার পাঠাই তার ঠিক ৪৫ দিনের মাথায় আমার কাড পাই। তবে শোনলাম এখন নাকি ১৫ দিনের মাথায় কাড চলে আসে।

fxtdr
2015-07-10, 01:22 PM
পেওনার মাস্টার কার্ড পেতে হলে আগে অবশই রেজিস্টার করতে হবে এবং আপনার সমস্ত তথ্যাবলী সঠিক ভাবে পুরন করতে হবে । আপনি যদি আপনার ঠিকানা সম্প্ররকিত কোন তথ্য ভুল পূরন করে থাকেন তাহলে আপনার কার্ডটি আপনি আর পাবেন না । আপনি বলুন ঠিকানা ভুল হলে কিভবাএ আপনি আপনার কার্ড পাবেন ।

Aunik
2015-09-28, 09:55 AM
পেওনারের মাস্টার কার্ড পাওয়ার এক্টাই সহজ উপাই , এখানে যে কেও একবারি একাউন্ট করতে পারে সেটা হোক মা না হোক , এবং একাউন্ট এর তথ্য গুলা সঠিক হতে হবে টা না হলে রিযেক্ট করে দিবে ।। এখানে সব কিছু থিক থাকলে আপনাকে অরা একটি লেটার পাথাবে সেখানে একটি কোদ ঠাকে এইকদ আপনার একাউন্ট এ এন্তি করলেই পেওনার আপনাকে মাস্টার কারড পোস্ট অফিসের মাদ্ধমে পাঠিয়ে দিবে ।। যতো দিন না দেই অপেক্ষা করতে হবে ।।

Fxaziz
2015-10-15, 01:21 PM
পেওনার এর জন্য আবেদন করার জন্য আপনাকে লিংক এ গিয়ে আকাউন্ট করতে হবে । তারপর একটা ফরমাল ওয়েব সাইট এ গিয়ে আবেদন করতে হবে।এবং কিছু দিনের মধ্যে আপানাকে একটা মেইল দেওয়া হবে আর এই মেইল এর মাধ্যমে আপনি জানতে পারবনে আপনার অনুরধ গ্রহন করচে কিনা। তবে এর জন্য আপনাকে আপনার সব তথ্য দিতে হবে ।তত্থের মধ্যে আপনার সব গুলু তথ্য তিক ভাবে দিতে হবে ।আর সব কিছু তিক থাকলে আপনাকে মেইল এর মাধ্যমে নিসচিত করা হবে আপনার কার্ড এর ব্যাপারে।

Momen
2015-10-18, 12:57 PM
আচ্ছা সবাই তো মাষ্টার কার্ড পাওয়ার জন্যে চেষ্টা করছেন। কেউ কি বলতে পারেন আমাকে যে মাষ্টার কার্ডে ড্রলার উইথড্র দিতে কি কোন চার্জ কাটে?

mlbasumata
2015-10-24, 06:34 PM
পওনীর মাস্টার কার্ড দিয়ে টাকা উইথড্রো করলে কত করে ফী কাটবে? নিশ্চিন্তে ব্যবহার করা যাবে কি?

Sahed
2016-03-25, 10:24 AM
পেওনার মাস্টার কার্ডের জন্য আপনি পেওনার সাইটে গিয়ে একটি ইমেইলের মাধ্যমে লগইন করে মাস্টার কার্ডের জন্য *আবেদন করতে পারেন । সাধারনত একটি মাস্টার কার্ড আসতে প্রায় একমাস সময় লাগে । আমি এই পর্যন্ত দুইটি পেওনার মাস্টার কার্ডের আবেদন করেছিলাম দুইটিই আমি হাতে পেয়েছি ।

yasir arafat
2016-04-05, 01:14 PM
পেঅনার মাষ্টার কার্ডের জন্য বারংবার আবেদন করার পরও পাওয়া যাচ্ছে না। যদি কোন সহজ উপায় থাকে তাহলে জানাবেন কি।

আমার মতে আপনি আপনার ডাটা কোথাও ভুল করেছেন।যার কারণে হয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয় নি বা আপনার ঠিকানাটা ভুল দিয়েছেন। দ্বিতীয়ত আপনি আপনার নিকটস্থ পোষ্ট অফিসে যোগাযোগ করে দেখতে পারেন অথবা পুনরায় আরেকবার ট্রাই করতে পারেন।

nestbdit
2016-05-07, 07:15 PM
এই লিংকে প্রবেশ করুন Payoneer Card with $25 Bonus (https://share.payoneer.com/nav/mdscwwGCTep7xG-fleE4BlQSCjIDp-3AlInc1GPZHA_GwoVwHX1GGBd4nZ3ReUsF9UwUgdcfclR0ky3v Z0zLBw2)
* নাম ঠিকানা সঠিক ভাবে দিন। (জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের সাথে মিল রেখে)।
* ভেরি ফাই এর জন্য আপনার পরিচয় পত্র বা পাসপোর্টের স্কান কপি চাইতে পারে।
ঠিকানা সঠিক থাকলে ১ মাসের মধ্যে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে।
এর পর ১০০ ডলার লোড করলে আপনি ২৫ ডলার বোনাস পাবেন।
https://share.payoneer.com/nav/mdscwwGCTep7xG-fleE4BlQSCjIDp-3AlInc1GPZHA_GwoVwHX1GGBd4nZ3ReUsF9UwUgdcfclR0ky3v Z0zLBw2

basaki
2016-05-07, 07:21 PM
আপনি।যদি পেওনার মাস্টার কার্ড নিতে চান তবে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি যদি ইমেইল করে আওঅঅনার বায়োডাটা সাবমিট করেন তবে আমি মনে করি এক মাসের মধ্য আপনি আপনার কাংকিত কার্ডটি পেয়ে যেটে পারেন বলে মনে করি। আর সেটা ডিয়ে আপনার কাজ করতে পারবেন।

Sahed Srabon
2016-06-15, 10:15 AM
পেওনার মাস্টার কার্ড পেতে হলে আপনাকে অবশ্যই পেওনার সাইটে গিয়ে আবেদন করতে হবে । পেওনার মাস্টার কার্ড পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যা আপনি পেওনারের ওয়েব সাইটে পাবেন । আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পেওনার মাস্টার কার্ডের ডেলিভারী ঠিকানা যেন ঠিক থাকে । ধন্যবাদ ।

Rahat015
2016-06-19, 03:36 AM
কার্ড পাওয়ার জন্য আপনাকে প্রথমত পেওনিয়ার সাইট এ গিয়ে আবেদন করতে হবে। এরপর এরা আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইবে। আপনাকে ডকুমেন্ট গুলার স্কেন কপি আপলোড দিতে হবে। এরপর আপনাকে একটা একাউন্ট নাম্বার দিবে। এর কইয়েকদিনের মধ্যে আপনি কার্ড পেয়ে যাবেন।

mahbubhb
2017-08-21, 06:51 PM
আমি পেওনার এ রেজিস্ট্রেশন করেছি এবং সফল হয়েছে। এখন আমাকে তারা একটি মেইল পাঠিয়েছে ১০০ ইউ এস ডি রিচার্জ করার জন্য। তাহলে ২৫ ইউ এস ডি ফ্রী পাওয়া যাবে। আমি এই ব্যাপারে তেমন কিছুই জানিনা পেওনার এর সুযোগে সম্পর্কে। পেওনার মাস্টারকার্ডে বাংলাদেশে এটিএম বুথে কিরকম চার্জ কাটে। কেউ একটু ডিটেইলস দিলে ভাল হত।

Grimm
2018-01-16, 11:28 PM
আমার জানামতে পেওনার এ একাউন্ট খুলে ভেরিফাই করলেই তারা মাস্টারকার্ড দিয়ে দেয়। আমিও অনেকদিন আগে পেয়েছিলাম। কিন্তু আমি তা ব্যবহার করি নাই। কারণ তাদের ফি অনেক, তাছাড়া আপনি যদি কোন কার্ড ব্যবহার করতে চান তাহলে আপনি ইন্সটাফরেক্স থেকেও কার্ড নিতে পারবেন। যার ফলে আপনার টাকা লোড করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না যেটা পেওনারে প্রথম লোড এর ক্ষেত্রে হয়ে থাকে।

majidiqbal
2018-01-30, 03:49 PM
ভাই এত ঝামেলা করার কি দরকার কার্ড সেবা পেতে আপনি skril.com ( https://account.skrill.com/signup?rid=41873446) এর সেবা গ্রহণ করতে পারেন। এর মাধ্যেমো আপনি চাইলে পেঅনার মাষ্টার কার্ডের সকল সুবিথা ভোগ করতে পারেন। তাহলে কেন শুধু শুধু সময় নষ্ট। কার্ড গ্রহণ করতে skril.com ( https://account.skrill.com/signup?rid=41873446) রেজিষ্ট্রেশান করে নিতে পারেন।

FXOCM
2018-12-09, 01:32 PM
পেওনিয়ার মাষ্টার কার্ড বাংলাদেশে সাপোট করে । আপনি নিশিন্ত ভাবে ব্যবহার করতে পারেন

FXOCM
2018-12-09, 01:37 PM
প্রিয ট্রেডেরা , আপনি যদি পেওনিয়ার মাষ্টার কার্ড ব্যবহার করা ঝামেলা মনে করেন ,
তাহলে নেটেলার, স্ক্রিল, ব্যবহার করতে পারেন ।
ওকে