Log in

View Full Version : সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ



uzzal05
2017-05-16, 10:22 PM
আমার মতে সপ্তাহে ২৫০ পিপ এর টারগেট নিয়ে ট্রেড করলে খারাপ হয় না। এটা সহজই করা অসম্ভব। এই ভাবে আমাদের মাসে ১০০০ পিপ্স এর টার্গেট নিয়ে ট্রেড করলে আমরা অনেক এগিয়ে যেতে পারব।

Rahat015
2017-05-17, 06:32 AM
সাপ্তাহিক টার্গেট যদি ২০০ থেকে ২৫০ এ রাখা যায় তবে মাসে ৮০০ থেকে ১০০০ পিপস অনায়াসে তুলে নিয়ে আসা যায়। এর ট্রেদিং মানি যদি ভালো থাকে তাহলে মাসে গড়ে ৬০০ ডলার ইনকাম করা কোন ব্যাপার না। ৬০০*৮০ = ৪৮০০০ হাজার টাকা। আমি মনেকরি মাসে ৫০০০০ হাজার টাকা তুলে নিয়ে আসা কোন ব্যাপার না যদি ফরেক্স মার্কেট ঠিকভাবে ধরে রাখা যায়।

Mamun13
2017-05-17, 07:18 AM
ভাই, ২০০/২৫০ পিপস প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে ৮০০/১০০০ পিপস পাওয়া খুবই কঠিন ব্যাপার৷বড় বড় টার্গেট আমরা সবাই করে থাকি এবং বড় টার্গেট করতে আমাদের খুব ভালো লাগে৷তাইনা এবং প্রায়ই আমরা বিভিন্ন বিষয়ে বলে থাকি "এইটা ব্যাপার না/এইটা সহজেই করা যায়"....ইত্যাদি কতো হেয়ালী কথা শুনি৷প্রতি সপ্তাহে যদি আপনি নিয়মিত মাত্র ১০০ পিপসও নিতে পারেন অর্থাৎ প্রতি মাসে ৪০০ পিপস নিতে পারেন তাহলে আপনি তো ট্রেডিং বস্!!!স্যালুট করি৷

01797733223
2017-12-09, 04:25 PM
ঠিকি বলেছেন ভাই, জীবনে একটা টার্গেট নিয়ে কাজ করতে না পারলে কোনদিনও লক্ষে পৌছানো সম্ভব না । আর সেজন্যই আমাদেরকে সপ্তাহে মিনিমাম ২৫০ পিপস সংগ্রহ করা দরকার । কারন এখানে সবকিছুই সম্ভব, কেননা আমরা যদি আমাদের জ্ঞানকে সঠিক প্রসেসে অভিজ্ঞতা সহকারে এখানে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু মাসে ১০০০ পিপস কেন আরও বেশি করা যাবে । সুতরাং এর জন্য আমাদের কনফিডেন্স বাড়াতে হবে । তাহলেই সবকিছু সম্ভব হবে । তাই এখন থেকে আমার সাপ্তাহিক টার্গেট হল ১০০০ পিপস ।

expkhaled
2017-12-09, 04:46 PM
যে যা বলেন ভাই, ১০০পিপস বা ২৫০পিপস সেটা নির্ভর করে একজন ট্রেডারের উপর। কিন্ত আমরা যতটুকু জানি অল্প সময়ে যদি বেশী আয় করতে চান তো ফরেক্স থেকে বের হয়ে যেতে পারেন বা লস হতে পারে বড় ধরনের। যত বেশী বেশী আয় করতে চাইবেন তত বেশী রিস্ক। সুতরাং যতটুকু সম্ভব ততটুকু নিয়ে কাজ করাই হবে বুদ্ধিমানের কাজ আর যতটুকু পিপস আপনি আয় করতে চান না আপনি বুঝে করতে হবে না হলে যত ইনকাম ই করুন না কেন কাজে লাগবে না। দীর্ঘদিন যদি ফরেক্স এ টিকে থাকতে হয় ধীরে ধীরে আগাতে হবে।

alamsat
2018-12-02, 08:43 PM
সপ্তাহে ২৫০ পিপন্স অর্জনের টার্গেট অনেক বেশি হয়ে যাই না। দিনে ২০ পিপন্স নিতে গেলেই কত কষ্ট করতে হয়। রিস্ক নিয়ে ৫ টি ট্রেড করতে ৩টিতে লস করতে হয় আর দুইটিতে লাভ করলেও দিনে লস এর পিপন্স কাটিয়ে ২০ পিপন্স নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাই। তাই আমি মনে করি দিনে সর্বোচ্চ ২০ নিয়ে খুশি থাকাটা অনেক ভাল এর বেশি পিপন্স নিতে হলে অনেক রিস্ক নিয়ে ট্রেড করতে গেলে লসের ভাগ বেশি হতে পারে। তবে অনেক বেশি আয় করার জন্য বড় লটে ২০ পিপন্স নিতে পারলে সেটা কিন্তু অনেক।

Mahidul84
2018-12-03, 06:44 PM
ভাই ফরেক্স থেকে সহজেই মুনাফা উপার্জন করা খুবই কঠিন একটি ব্যাপার। আর এজন্য আমি মনে করি এভাবে সপ্তাহে ২৫০ পিপস টার্গেট না নিয়ে ট্রেড করা ভাল হবে। কারণ এই মার্কেটটি প্রতিনিয়ত তার জায়গা পরিবর্তন করছে এমনকি কখন এটি কোন দিকে যায় সেটা বলা খুবই মুশকিল। এজন্য আমি বলব আগে এই মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করুন তারপর আপনার দক্ষতা দ্বারা চেষ্টা করুন কোন দিন ট্রেড ভাল মুনাফা উপার্জন করা সম্ভব। তবে এই ধরনের টার্গেট আপনার মন মানসিকতাকে অনেক বেশি লোভী করে তোলতে পারে। কেননা কোন সপ্তাহে ১০০ পিপস পর্যন্ত ট্রেড করতে সক্ষম হয়েছে কিন্তু আপনার টার্গেট পুরণ করার জন্য ওভার ট্রেড করে বাকী টার্গেট পূরণ করার উদ্দেশ্য নিয়ে যদি ট্রেড করেন তাহলে হয়তো বা আপনি আপনার এ্যাকাউন্ট জিরো করে ফেলত পারেন। এজন্য আমি মনে করি টার্গেট না নিয়ে ট্রেড করাটাই সবচেয়ে ভাল হবে।

rakib.r
2020-04-08, 04:13 PM
সপ্তাহে যদি ২৫০ পিপ্স নিতে চান তাহলে আপনাকে কয়েক টা মেজর কারেন্সি নিয়ে কাজ করতে হবে। নিউজ ছাড়া খুব সহজে আসলে এই টার্গেট পূরন করা সম্ভব না বলে আমার কাছে মনে হয়। তবে হ্যা যারা ট্রেড করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন মার্কেটের সেন্টিমেন্ট বুঝেন তারা কোন না কোন ভাবে করতে পারবেন কিন্তু যাদের ৩-৪ বছরের ট্রেডিং অভিজ্ঞতা নাই তারা মনে হয় না ২৫০ এর টার্গেট নিয়ে কাজ করলে খুব একটা সুবিধা করতে পারবে। আমার মনে হয় তাদের ১০০ পিপ টার্গেট নিয়ে কাজ করা উচিৎ কিংবা তার ও কিছু কম

souravkumarhazra6763
2020-04-08, 05:50 PM
আমি মাসিক ১০০০ পিপস টার্গেট রাখি ফরেক্স মার্কেট থেকে,সেই হিসেবে সপ্তাহে ২৫০ পিপস আয় করতে হয়,আমি মোটামুটি সেই আ আপনাদের দোয়া তে কর*তে পারি,কিছু কিছু সপ্তাহে হয় না কিন্তু বেশিরভাগ সময় আমি এই টা অর্জন করতে পারি,ফরেক্স এ টার্গেট নিয়ে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।

K.K.BABY
2020-04-09, 10:23 AM
ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে প্রফিট করা খুবই কঠিন কারন ফরেক্স মার্কেট একটি রিস্ক মার্কেট।তাই আপনি প্লানিং করতে পারেন ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করার জন্য কিন্তু প্রফিট করার জন্য যদি আপনি প্লান করেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না।কারন যখনই আপনি প্রফিট করার জন্য প্লান করবেন মানে প্রতি সপ্তাহে ২৫০পিপস যদি আপনি আপনার টার্গেট পূর্ণ না করতে পারেন তাহলে আপনার মাথায় চাপ বেড়ে যাবে অথবা যদি আপনি লস করেন তাহলে আরো বেশি মাথায় চাপ বেড়ে যাবে তখন আপনি বেশি প্রফিট এর আশায় উল্টোপাল্টা ট্রেড এন্ট্রি নিতে থাকবে আর ফলস্বরূপ আপনি লসে থাকবেন এবং আপনার একাউন্ট একটা সময় জিরো হয়ে যেতে পারে।তাই কতো পিপস লাভ করবেন সেই টা না ভেবে কিভাবে ট্রেনিং প্লাম তৈরী করবেন সেই বিষয় টি নিয়ে এনালাইসিস করুন তাহলে প্রফিট আসবেই।

Emarif1992
2020-04-09, 10:48 AM
সাপ্তাহিক ২৫০ পিপস মানে মাসে দাড়ায় ১০০০ পিপস, ভাই আপনি ২৫০ পিপস এর প্লান করতে পারবেন তখনই যখন আপনার ব্যলেন্স থাকতে হবে মিনিম্যাম ২৫০০ ডলার কারণ ফরেক্স মার্কেট হচ্ছে একটি বিশাল ঝুকিপুর্ণ প্লাটফর্ম।এই মার্কেট থেকে টাকা ইনকাম করাটা খুবই কঠিন। তাই আপনি যত ডলারই ইনকাম করার প্লান করেন, সেটা যেন হয় আপনার ব্যলেন্স এর উপর ভিত্তি করে।

FREEDOM
2020-04-09, 11:11 AM
আমার মতে সপ্তাহে ২৫০ পিপ এর টারগেট নিয়ে ট্রেড করলে খারাপ হয় না। এটা সহজই করা অসম্ভব। এই ভাবে আমাদের মাসে ১০০০ পিপ্স এর টার্গেট নিয়ে ট্রেড করলে আমরা অনেক এগিয়ে যেতে পারব।

ফরেক্স মার্কেটে আমি কোনো টার্গেট নিয়ে ট্রেড করি না। আমি সবসময়ই মার্কেট পর্যবেক্ষনে রাখি যখন দেখি একটা ভালো পজিশন পাই এবং এনালাইসিস করে দেখি সেখান থেকে কত পিপস পাওয়া সম্ভব সে অনুযায়ী টিপি ও এসএল সেট করি। এতে করে কোনো সপ্তাহে আমার ৫০০ পিপসও প্রফিট আসে আবার কোনো সপ্তাহে ২০০ থেকে ৩০০ পিপস হয়ে থাকে। আবার এমন সপ্তাহ থাকে যেখানে লসও থাকে সর্বোপরি আমি এভারেজে একটা প্রফিটে থাকি এটাই আমার জন্য যথেষ্ট।

XXXTentacion
2020-04-09, 11:19 AM
আরও বেশি লাভ করতে পারে তবে অন্যান্য ব্যবসায় আগ্রহী হয়। হ্যাঁ অবশ্যই আমরা একটি ফুলটাইম কাজ হিসাবে ফরেক্স করতে পারি, কারণ ব্যবসায়ীরা ট্রেডিং করার পক্ষে আরও ভাল know যদি তিনি ভাবেন যে তিনি সর্বদা একটি লাভ করতে পারেন তাই তিনি এটিকে পুরো সময়ের কাজ হিসাবে ভাবতে পারেন। তবে যদি তার ট্রেডিং যথেষ্ট পরিমাণে ভাল না হয় তবে তাকে এটিকে পুরো সময়ের কাজ হিসাবে বিবেচনা করা উচিত নয়। জি ভাই আগর হূম ফুলটাইম

FRK75
2021-04-03, 12:26 PM
টার্গেট নিয়ে কাজ করতে না পারলে কোনদিনও লক্ষে পৌছানো সম্ভব না । আর সেজন্যই আমাদেরকে সপ্তাহে মিনিমাম ২৫০ পিপস সংগ্রহ করা দরকার । কারন এখানে সবকিছুই সম্ভব, কেননা আমরা যদি আমাদের জ্ঞানকে সঠিক প্রসেসে অভিজ্ঞতা সহকারে এখানে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু মাসে ১০০০ পিপস কেন আরও বেশি করা যাবে । সুতরাং এর জন্য আমাদের কনফিডেন্স বাড়াতে হবে ।তাই কতো পিপস লাভ করবেন সেই টা না ভেবে কিভাবে ট্রেনিং প্লাম তৈরী করবেন সেই বিষয় টি নিয়ে এনালাইসিস করুন তাহলে প্রফিট আসবেই।