View Full Version : সাপ্তাহিক টার্গেট কত?
uzzal05
2017-05-17, 01:22 PM
আমি সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ রাখি। তবে প্রাইচ একশন ট্রেড বা যে কোণ সিস্টেম হোকই না কেন শীউর ভাবে প্রফইট টার্গেট সব সময় পূরন করা যায় না। তবে আমার মতে মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কিছু লাগে না। এতে সপ্তাহে ২৫০ পিপ এর হিসাবে আসে।
Mamun13
2017-11-26, 10:15 PM
সাপ্তাহিক প্রফিটের এই হিসাবটা খুবই ভালো কিন্তু নিয়মিত এই ভাবে ২৫০ পিপস নেওয়া খুবই কঠিন হয়ে যাবে৷তবে দক্ষ ও দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা এটা অবশ্যই সম্ভব হতে পারে৷এজন্য মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে হবে৷আমি লং টার্ম ট্রেডার তাই আমার সাপ্তাহিক কোনো টার্গেট থাকেনা৷
01797733223
2017-11-27, 11:36 AM
টার্গেট নিয়ে কাজ করা এই ব্যবসার জন্য অনেক ভাল একটা লক্ষণ । আমাদের সকলের জীবনে একটা টার্গেট রয়েছে বলেই কিন্তু আমরা কাজ করার উৎসাহ পাই । সেরকম ফরেক্স ব্যবসায় আমাদের সকলের এখানে ঐ একটাই উদ্দেশ্য সেটা হল অর্থ উপার্জন এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তোলা সেই তাড়নায় আমার সাপ্তাহিক টার্গেট হল ২৫০ পিপিস ।
iloveyou
2018-03-26, 08:05 PM
ভাই বেশ ভাল কথা বলেছেন। ভাই ফরেক্স মার্কেটে সাপ্তাহিক টার্গেট বলতে আমি সাধারণত ১ টা ট্রেড প্রফিট করতে চাই, এবং আমার ব্যালেন্সের মানি ম্যানেজ ম্যান্ট হিসেবে আমাকে কমপক্ষে সপ্তাহে ২৫ ডলার ইনকাম করতে হবে এটাই হল আমার মূল টার্গেট প্রতি সপ্তাহে। তবে মাসের কোন একটা সপ্তাহে যদি ভাল পজিশন না পাই তখন একটু চিন্তায় পড়ে যেতে হয়, কেননা এখানে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা বোকামী হবে। কারন সুযোগ আসবে তখন সেটাকে কাজে লাগাতে হবে।
hasem79
2018-03-26, 10:44 PM
এক এক জন ট্রেডারের এক এক রকম টার্গেট থাকে বা থাকা উচিত। দুই জনের এক রকম হবার চান্সই খুব কম। তারপরও যদি মিলে যায় তা খুবই কাকতালিয় ব্যাপার হতে পারে। যাই হোক - আমাদের সাপ্তাহিক টার্গেট থেকে মাসিক টার্গেট রাখা উচিত। এটা বেশি লজিক্যাল বলে আমার ধারণা। যদিও আমার এখন পর্যন্ত কোন টার্গেটই নাই। আগামী মাসে ফোরামের বোনাস পেলে টার্গেট সেট করব।
riponinsta
2018-03-27, 10:11 AM
আমার ফরেক্স মার্কেট এ সপ্তাহে কোন টার্গেট নেই কারন বেশি টার্গেট করে ট্রেড করলে অনেক লস হয় আমি আমার ট্রেডিং সিস্টেম এ যে কয়টা ট্রেড পাই সেই ট্রেড গুল করি ২% রিস্ক নিয়ে এতে করে যে সপ্তাহে বেশি ট্রেড পাই সেই সপ্তাহে বেশি লাভ হয় আর যে সপ্তাহে কম ট্রেড পাই সেই সপ্তাহে কম লাভ হয় আবার এমন ও হয় কোন কোন সপ্তাহে ট্রেড আসে না
alamsat
2018-03-27, 10:56 AM
টার্গেট করে ট্রেড করাটা অনেক ভালো। কিন্তু টার্গেট পূরণ করাটা অনেক কঠিন। কোনো সপ্তাহে হবে কোনো সপ্তাহে হবে না. তাই মাস এ একটা টার্গেট করলে পূরণ করা যাই. আর মাস এ ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কোনো কাজ না করলে ও খুব ভালো ভাবে চলা যাবে. তাই মাস এ ১০০০ পিপ প্রফিট টার্গেট সবাই করতে পারেন.
rakib.r
2020-04-08, 07:50 PM
আমার সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট থাকে। আমি খুব বেশি রিস্ক নেই না। আমি নতুন ট্রেডার একবার একাউন্ট শূন্য করেছি তাই চাই না আবার আমার একাউন্ট টা শূন্য হোক। কোন সপ্তাহে যদি আমার ১০ ডলার না হয় তবেও আমার কোন আফসোস নাই । আমার কোন জোর নাই যে আমাকে সপ্তাহে ১০ ডলার প্রফিট করতেই হবে নয়তো বাসায় ভাত রান্না হবে না
Mas26
2020-04-08, 10:12 PM
আমার সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট থাকে। আমি খুব বেশি রিস্ক নেই না। আমি নতুন ট্রেডার একবার একাউন্ট শূন্য করেছি তাই চাই না আবার আমার একাউন্ট টা শূন্য হোক। কোন সপ্তাহে যদি আমার ১০ ডলার না হয় তবেও আমার কোন আফসোস নাই । আমার কোন জোর নাই যে আমাকে সপ্তাহে ১০ ডলার প্রফিট করতেই হবে নয়তো বাসায় ভাত রান্না হবে না
Sakib42
2020-04-09, 12:24 AM
আমার সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট থাকে। আমি খুব বেশি রিস্ক নেই না। আমি নতুন ট্রেডার একবার একাউন্ট শূন্য করেছি তাই চাই না আবার আমার একাউন্ট টা শূন্য হোক। কোন সপ্তাহে যদি আমার ১০ ডলার না হয় তবেও আমার কোন আফসোস নাই । আমার কোন জোর নাই যে আমাকে সপ্তাহে ১০ ডলার প্রফিট করতেই হবে নয়তো বাসায় ভাত রান্না হবে না
আমার মনে হয় আপনি ঠিক আসা করছেন এবং এর মাধ্যমে রিঙ্ক খুব কম হয় এবং আপনি যদি এই ১০ থেকে ১২ ডলার মাসিক হিসাব করেন তাহোলে মাসের একটা সময় এসে তার পরিমান ভালো অংকে এসে দারায়।তাই এই বেপারে আমি আপনার সাথে একমত।যদি একটু ভেবে ট্রেড দিয়া যায় তাহোলে লাভের পরিমান বেশি ঠাকে।
FREEDOM
2020-04-09, 02:05 AM
আমি সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ রাখি। তবে প্রাইচ একশন ট্রেড বা যে কোণ সিস্টেম হোকই না কেন শীউর ভাবে প্রফইট টার্গেট সব সময় পূরন করা যায় না। তবে আমার মতে মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কিছু লাগে না। এতে সপ্তাহে ২৫০ পিপ এর হিসাবে আসে।
আমি সাপ্তাহিক টার্গেট নিয়ে ট্রেড করি না আমার মাসি ভিত্তিক টার্গেট থাকে ১৫০০ পিপসের কাছাকাছি কারন আমি ছোট ছোট লটে ট্রেড করি কিন্তু আমার রিস্ক রেশিও থাকে ১ঃ৩ যাতে করে আমি মনে করি এটা খুব কষ্টকর নয় অর্জন করা। তবে সবসময় যে টার্গেট পুরন হবে এমনটা আমি কখনোই ভাবি না। মাসশেষে যদি দেখি আমি এভারেজে প্রফিটে আছি তাতেও আমি সন্তুষ্টই থাকি।
XXXTentacion
2020-04-09, 10:29 AM
এক এক জন ট্রেডারের এক এক রকম টার্গেট থাকে বা থাকা উচিত। দুই জনের এক রকম হবার চান্সই খুব কম। তারপরও যদি মিলে যায় তা খুবই কাকতালিয় ব্যাপার হতে পারে। যাই হোক - আমাদের সাপ্তাহিক টার্গেট থেকে মাসিক টার্গেট রাখা উচিত। এটা বেশি লজিক্যাল বলে আমার ধারণা। যদিও আমার এখন পর্যন্ত কোন টার্গেটই নাই। আগামী মাসে ফোরামের বোনাস পেলে টার্গেট সেট করব।
Hridoy6763
2020-04-09, 01:11 PM
মাসে ৪ সপ্তাহ,প্রতেক সপ্তাহের ৭ দিন এ মার্কেট ৫ দিন খোলা থাকে,আমি প্রতেক সপ্তাহে লাভ লস দিয়ে ২০০ পিপস আয় করার চেষ্টা করি,কোন কোন সপ্তাহে ফিল হয় না কিন্তু বেশিরভাগ সময় আমি এটি ফিল করতে পারি,ফরেক্স মার্কেট এ অল্প টার্গেট নিয়ে উর্পাজন করা ভালো আমি এই তা মনে করে থাকি,বেশি টার্গেট এ সমস্যা হয়।
Suriya Sultana Hira
2020-04-09, 07:32 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে আমার সাপ্তাহিক টার্গেট হলো ডিপোজিট ব্যালেন্সের ২৫% । আমি এই ফরেক্স মার্কেট থেকে ডিপোজিটের ২৫ % লাভ আশা করি প্রতি সপ্তাহে । তবে তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য্য ধরে টিকে থাকতে হবে ও ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে ,,,,, ধন্যবাদ ।
mdmoshin1988
2020-04-09, 08:08 PM
আমার ফরেক্স মার্কেট এ সপ্তাহে কোন টার্গেট নেই কারন বেশি টার্গেট করে ট্রেড করলে অনেক লস হয় আমি আমার ট্রেডিং সিস্টেম এ যে কয়টা ট্রেড পাই সেই ট্রেড গুল করি ২% রিস্ক নিয়ে এতে করে যে সপ্তাহে বেশি ট্রেড পাই সেই সপ্তাহে বেশি লাভ হয় আর যে সপ্তাহে কম ট্রেড পাই সেই সপ্তাহে কম লাভ হয় আবার এমন ও হয় কোন কোন সপ্তাহে ট্রেড আসে না। সাপ্তাহিক প্রফিটের এই হিসাবটা খুবই ভালো কিন্তু নিয়মিত এই ভাবে ১৫০ পিপস নেওয়া খুবই কঠিন হয়ে যাবে৷তবে দক্ষ ও দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা এটা অবশ্যই সম্ভব হতে পারে৷এজন্য মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে হবে৷আমি লং টার্ম ট্রেডার তাই আমার সাপ্তাহিক কোনো টার্গেট থাকেনা৷
smbiplob
2020-04-11, 12:30 AM
ভাই যদিও আমি আখন পর্যন্ত ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং করি নাই তবুও আমি আগে থেকেই একটা প্লান করে রেখেছি যে আমি প্রতি সপ্তাহে ট্রেডিং প্রফিট এর হিসেব করব না , আমি হিসেবটা করব মাস শেষে । প্রতি মাসে ফরেক্স মার্কেট থেকে আমার ৩০০ পিপ্স প্রফিত করার ইচ্ছে এবং আমার ট্রেডের জন্য লট সাইজ হবে ১০ সেন্ট । এটা আমার বাক্তিগত প্লান আপনারা আপনাদেরটা জানাবেন ।
HASIBURRAHMAN
2020-04-11, 05:57 AM
আমি সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ রাখি। তবে প্রাইচ একশন ট্রেড বা যে কোণ সিস্টেম হোকই না কেন শীউর ভাবে প্রফইট টার্গেট সব সময় পূরন করা যায় না। তবে আমার মতে মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কিছু লাগে না। এতে সপ্তাহে ২৫০ পিপ এর হিসাবে আসে।
স্বাভাবিকভাবে ফরেক্সে কোন টার্গেট থাকে না। তবে এখানে যেহেতু অনেক আয় করা সম্ভব। আর আমাদের প্রত্যেকের চাহিদাও আলাদা আলাদা। তাই আমাদের কার কত চাহিদা শেমলি মাসিক সাপ্তাহিক দৈনিক টার্গেট নির্ধারণ করা উচিত। এবং সেই টার্গেট লক্ষ্যকে সামনে রেখে ধীর-স্থিরভাবে ধারাবাহিকতা রক্ষা করে কাজ করা উচিত। টার্গেটে পৌঁছানোর জন্য কাজ নয়। নিয়ম অনুযায়ী কাজ করলে টার্গেটে পৌঁছানো সম্ভব।
IFXmehedi
2020-08-27, 12:12 AM
সাপ্তাহিক প্রফিটের এই হিসাবটা খুবই ভালো কিন্তু নিয়মিত এই ভাবে ২৫০ পিপস নেওয়া খুবই কঠিন হয়ে যাবে৷তবে দক্ষ ও দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা এটা অবশ্যই সম্ভব হতে পারে৷এজন্য মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে হবে৷আমি লং টার্ম ট্রেডার তাই আমার সাপ্তাহিক কোনো টার্গেট থাকেনা৷
ভাই আমি কিছুদিন যাবৎ রিয়েল ট্রেডিং শুরু করেছি এবং আমার ট্রেডিং মূলধন এখনো আমার কাঙ্খিত জায়গায় পৌঁছায় নি তাই আমি এখনো আমার সাপ্তাহিক প্রফিটের চিন্তা করিনি । তবে আমি মনে করি আমরা যদি সাপ্তাহিক প্রফিট করার পরিবর্তে মাসিক প্রফিট এর কথা চিন্তা করি সে ক্ষেত্রে অনেক ভালো হয় । কারণ আপনি যখন সাপ্তাহিক প্রফিট এর কথা চিন্তা করবেন তখন আপনাকে অনেক বেশি প্রেসার নিয়ে সেই সাপ্তাহিক টার্গেট পূরণ করতে হবে যেটা মাঝে মাঝে খুবই রিস্কি হয়ে যাবে ।
Starship
2021-03-11, 11:57 PM
এটা আসলে পূর্ব থেকে বলা অনেকটা কঠিন। কেননা মার্কেটের মুভমেন্ট সবসময় একই পরিস্থিতি থাকেনা। সে ক্ষেত্রে ভিন্নতাও হতে পারে তবে কম টার্গেট নিয়ে ট্রেড করা উত্তম এতে করে নিজের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তবে ফরেক্সে আমার মতে টার্গেট নিয়ে ট্রেড করলে একটি বাড়তি চাপ থাকে। সে ক্ষেত্রে আমি চাপ কিভাবে ট্রেড করতে পছন্দ করি না। আমি একজন নতুন ট্রেডার এক্ষেত্রে এখনো নিজের ট্রেডিং প্রশিক্ষণ বা অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমার প্রথম টার্গেট হলো নিজের ব্যালেন্স কি টিকিয়ে রেখে ট্রেড করা।
EmonFX
2021-03-12, 07:42 AM
আমি সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ রাখি। তবে প্রাইচ একশন ট্রেড বা যে কোণ সিস্টেম হোকই না কেন শীউর ভাবে প্রফইট টার্গেট সব সময় পূরন করা যায় না। তবে আমার মতে মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কিছু লাগে না। এতে সপ্তাহে ২৫০ পিপ এর হিসাবে আসে।
আসলে ফরেক্স মার্কেটে একেকজনের টার্গেট একেক রকম থাকবে এটাই স্বাভাবিক। কেননা এখানে প্রত্যেকের অভিজ্ঞতা এবং মূলধন সমান নয়। টার্গেট নির্ধারণের ক্ষেত্রে মূলধন এবং ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা ওতপ্রোতভাবে জড়িত। আপনার অনেক বেশি অভিজ্ঞতা থাকলেও যদি পর্যাপ্ত মূলধন না থাকে তাহলে টার্গেটে পৌঁছানো কঠিন তেমনি মূলধন থাকলেও অভিজ্ঞতা না থাকলে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। তাই মূলধন ও অভিজ্ঞতা থাকলে তখন সাপ্তাহিক টার্গেট নির্ধারণ করা সম্ভব। আসলে পিপস দিয়ে টার্গেট পরিমাপ করা সম্ভব নয়। কেননা একেকজন একেকরকম ভলিয়ম নিয়ে ট্রেড করে থাকেন। তবে আমি বর্তমানে সপ্তাহে ৫০ থেকে ১০০ ডলার প্রফিট করার টার্গেট নিয়ে ট্রেডিং করে যাচ্ছি।
MISNIVA777
2021-03-12, 09:40 PM
আমি এখনও পর্যন্ত ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং করি নাই তবুও আমি আগে থেকেই একটা প্লান করে রেখেছি যে আমি প্রতি সপ্তাহে ট্রেডিং প্রফিট এর হিসেব করব না। আমি হিসাবটা করব মাস শেষে। প্রতি মাসে ফরেক্স মার্কেট থেকে আমার ৪০০ পিপ্স প্রফিট করার ইচ্ছে এবং আমার ট্রেডের জন্য লট সাইজ হবে ১০ সেন্ট। এটা আমার ব্যাক্তিগত প্ল্যান আপনাদের নিকট শেয়ার করলাম। আশা করি আপনাদের প্ল্যান গুলো আমাকে জানাবেন।
KAZIMAJHARULISLAM
2021-03-13, 01:33 PM
ফরেক্স ট্রেডিং থেকে সফলতা অর্জনে উদ্বুদ্ধ হতে অবশ্যই একটি উপযুক্ত টার্গেট প্লানের দরকার রয়েছে। কেননা তখন আপনার ভিতরের শক্তিই আপনাকে তাড়া দিবে,ঐ লক্ষ্য বাস্তবায়নে প্রভাবিত করবে।তবে অবশ্যই সেটি অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই গ্রহণ করতে হবে।সেই হিসাবে একজন নতুন ট্রেডারের প্রথম ৬ মাস উপার্জনের কোন চিন্তার ও দরকার নেই।স্বল্প অভিজ্ঞ ও অভিজ্ঞ যারা আছেন,তারা নিজেদের ট্রেডিং স্টাইলে টার্গেট নির্ধারণ করতে পারেন।তবে সাপ্তাহিক ২০০ পিপস যথেষ্ট বলে মনে করি।এতে করে মাসিক ৮০০ পিপস হবে।যা উপযুক্ত লটের হলে হিউজ একটা উপার্জন হবে।তবে কিছুটা কম হলেও সমস্যা নেই। কেননা আসল উদ্দেশ্য হলো, একাউন্ট নিরাপদে রেখে ট্রেডিং করা।
আমি আগে থেকেই একটা প্লান করে রেখেছি যে আমি প্রতি সপ্তাহে ট্রেডিং প্রফিট এর হিসেব করব না , আমি হিসেবটা করব মাস শেষে । প্রতি মাসে ফরেক্স মার্কেট থেকে আমার ৩০০ পিপ্স প্রফিত করার ইচ্ছে এবং আমার ট্রেডের জন্য লট সাইজ হবে ১০ সেন্ট ।সে ক্ষেত্রে ভিন্নতাও হতে পারে তবে কম টার্গেট নিয়ে ট্রেড করা উত্তম এতে করে নিজের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তবে ফরেক্সে আমার মতে টার্গেট নিয়ে ট্রেড করলে একটি বাড়তি চাপ থাকে। সে ক্ষেত্রে আমি চাপ কিভাবে ট্রেড করতে পছন্দ করি না। আমি একজন নতুন ট্রেডার এক্ষেত্রে এখনো নিজের ট্রেডিং প্রশিক্ষণ বা অনুশীলন চালিয়ে যাচ্ছি।
Devdas
2021-07-08, 09:27 PM
সাপ্তাহিক আমার টার্গেট করে পিপস মাপলেউ মার্কেট তো সব সময় এক থাকে না। আমি যদি সাপ্তাহিক টার্গেট করি এতে দেখা যায় যে টার্গেট এর তুলনায় কম হয় আবার বেশীও হয়ে যায়। তবে আমি প্রতিদিন কম লটে ট্রেড করে কম পিপস টার্গেট করে ট্রেড করি এতে আমার অনেকটা সাফলতা অর্জন করতে পারি। আমি বেশীর ভাগ ১০ থেকে ১৫ দিন এর মত টার্গেট করে ফরেক্স করি এতে আমার কিছুটা টার্গেট এ আসলে আমি ট্রেডটি ক্লোজ করে দিই। এতেই আমার অনেকটা লাভবান হই। বেশী মেয়াদে করলে আবার ট্রেড এ ঝুকি থাকে। তাই আমি কম টার্গেট করে ছোট ছোট করে প্রফিট করি।
FRK75
2021-10-03, 04:28 PM
প্রতেক সপ্তাহের ৭ দিন এ মার্কেট ৫ দিন খোলা থাকে,আমি প্রতেক সপ্তাহে লাভ লস দিয়ে ২০০ পিপস আয় করার চেষ্টা করি,কোন কোন সপ্তাহে ফিল হয় না কিন্তু বেশিরভাগ সময় আমি এটি ফিল করতে পারি,ফরেক্স মার্কেট এ অল্প টার্গেট নিয়ে উর্পাজন করা ভালো আমি এই তা মনে করে থাকি,বেশি টার্গেট এ সমস্যা হয়।
Mas26
2021-10-03, 09:05 PM
টার্গেট করে ট্রেড করাটা অনেক ভালো কিন্তু টার্গেট পূরণ করাটা অনেক কঠিন। সাপ্তাহিক প্রফিটের এই হিসাবটা খুবই ভালো কিন্তু নিয়মিত এই ভাবে ২০০ পিপস নেওয়া খুবই কঠিন হয়ে যাবে৷তবে দক্ষ ও দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা এটা অবশ্যই সম্ভব হতে পারে৷এজন্য মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে হবে৷কোনো সপ্তাহে হবে কোনো সপ্তাহে হবে না তাই মাস এ একটা টার্গেট করলে পূরণ করা যাই।আর মাস এ ২০০ পিপ প্রফিট করতে পারলে আর কোনো কাজ না করলে ও খুব ভালো ভাবে চলা যাবে। তাই মাস এ ২০০পিপ প্রফিট টার্গেট সবাই করতে পারেন।এই বেপারে আমি আপনার সাথে একমত।যদি একটু ভেবে ট্রেড দিয়া যায় তাহোলে লাভের পরিমান বেশি ঠাকে।
samun
2021-11-24, 03:04 PM
মার্কেটে দক্ষ হতে পারেন তাহলে আপনি এখান হতে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট নিয়ে কাজ করে থাকি। দক্ষ ট্রেডাররা জানে কোন সময় এবং কিভাবে ট্রেড করলে এই মার্কেট হতে মুনাফা বেশি পাওয়া যাবে। তাছাড়া তারা যখনই ট্রেড করে তখনই তাদের মনকে নিয়ন্ত্রণ করে ট্রেড করে ফলে অনাকাঙ্খিত কোন লস হতে সহজেই তারা বেরিয়ে আসতে পারে। আমিও বর্তমানে এই মার্কেটে দক্ষ হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমিও ভবিষ্যতে একজন দক্ষ ট্রেডারের মত ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবো।
habibi
2021-11-28, 04:39 PM
ফরেক্স থেকে আপনি সপ্তাহে কত ডলার আশা করা যায় এটি নির্ভর করে ডিপোজিটের উপর। আপনি যদি ১০০ ডলার ডিপোজিট করেন তাহলে আপনি সপ্তাহে ৮-১০ ডলার আয় নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। আর যদি আপনি মাসে ৫০০ ডলার ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মাসে ৫০ থেকে ৭০ ডলার নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। তবে আমি আমার আমার ডিপোজিটের উপর ৩০% থেকে ৪০% প্রফিট হলে তা নিয়ে খুশি। আর ফরেক্স থেকে মাসে ৩০% থেকে ৪০% প্রফিট বের করা এত সহজও না অন্যদিকে আবার কঠিনও না। তবে হা এর মাসে ৩০% থেকে ৪০% প্রফিটের জন্য আপনার ট্রেডিং স্ট্রেটেজিও এই করম হতে হবে। এখানে আপনার রিস্ক রেশিও নির্ধারণ করতে হবে। মোট কথা আপনি যদি ভাল প্রফিট করতে চান তাহলে আপনাকে ট্রেডিং এ মনোযোগ দিতে হবে। আর আমার মতে বাংলাদেশে মোটামুটি সবাই পার্টটাইম হিসাবে ফরেক্স করে। তাই এখান থেকে যদি ৩০%ও প্রফিট বের করা যায় তাহলে খারাপ না।
sss21
2022-01-31, 10:53 AM
আমার মনে হয় আপনি ঠিক আসা করছেন এবং এর মাধ্যমে রিঙ্ক খুব কম হয় এবং আপনি যদি এই ১০ থেকে ১২ ডলার মাসিক হিসাব করেন তাহোলে মাসের একটা সময় এসে তার পরিমান ভালো অংকে এসে দারায়।তাই এই বেপারে আমি আপনার সাথে একমত।যদি একটু ভেবে ট্রেড দিয়া যায় তাহোলে লাভের পরিমান বেশি ঠাকে।
FRK75
2022-04-07, 07:01 PM
টার্গেট নিয়ে কাজ করা এই ব্যবসার জন্য অনেক ভাল একটা লক্ষণ । আমাদের সকলের জীবনে একটা টার্গেট রয়েছে বলেই কিন্তু আমরা কাজ করার উৎসাহ পাই । সেরকম ফরেক্স ব্যবসায় আমাদের সকলের এখানে ঐ একটাই উদ্দেশ্য সেটা হল অর্থ উপার্জন এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তোলা সেই তাড়নায় আমার সাপ্তাহিক টার্গেট হল ২৫০ পিপিস ।আমার সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট থাকে। আমি খুব বেশি রিস্ক নেই না। আমি নতুন ট্রেডার একবার একাউন্ট শূন্য করেছি তাই চাই না আবার আমার একাউন্ট টা শূন্য হোক। কোন সপ্তাহে যদি আমার ১০ ডলার না হয় তবেও আমার কোন আফসোস নাই । আমার কোন জোর নাই যে আমাকে সপ্তাহে ১০ ডলার প্রফিট করতেই হবে নয়তো বাসায় ভাত রান্না হবে না
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.