View Full Version : ২য় লেভেল ভেরিফাই
uzzal05
2017-05-26, 06:13 AM
আমি ইন্সটা ফরেক্স একাউন্ট প্রথম লেভেল ভেরিফাই করেছি। কিন্তু আমি দ্বিতীয় লেভেল ভেরফাই করতে পারছি না। এখন আমি যদি কিছু প্রফিট করে উত্তোলন করতে চাই তাহলে আমার একাউন্ট কি ব্যান হতে পারে। দয়া মডাররেটর এর দৃষ্ট আকর্ষন করছি অথবা যদি কেউ জানেন যে প্রথম লেভেল ভেরিফাই করে ও ডলার উত্তোলন করা যাবে তাহলে জানাবেন।
Mamun13
2017-05-26, 07:56 AM
না ভাই,2nd লেভেল ভেরিফাই না করে আপনি আপনার প্রফিট উইথড্রো করতে পারবেন না৷সঠিক নিয়ম হলো আপনার একউন্ট টি প্রথমেই 2 লেভেল ভেরিফাই করে নিয়ে তারপরে সেটি ফোরামে সংযুক্ত করা৷আপনি আপনার সংযুক্ত একাউন্ট টি কেন ভেরিফাই করতে পারছেন না তার জন্য অবশ্যই ইন্সটা ফরেক্সের লাইভ চাটে বা তাদের সাপোর্ট টীমে যোগাযোগ করুন৷ তারাই সমাধান বলে দিবে৷
InstaForex Sushantay
2017-06-18, 12:49 PM
আমি ইন্সটা ফরেক্স একাউন্ট প্রথম লেভেল ভেরিফাই করেছি। কিন্তু আমি দ্বিতীয় লেভেল ভেরফাই করতে পারছি না। এখন আমি যদি কিছু প্রফিট করে উত্তোলন করতে চাই তাহলে আমার একাউন্ট কি ব্যান হতে পারে। দয়া মডাররেটর এর দৃষ্ট আকর্ষন করছি অথবা যদি কেউ জানেন যে প্রথম লেভেল ভেরিফাই করে ও ডলার উত্তোলন করা যাবে তাহলে জানাবেন।
সুহৃদ, আপনাকে সহযোগীতার জন্য অনুগ্রহ করে আপনার ট্রেডিং অ্যকাউন্ট নম্বরটি প্রদান করুন। যদি সম্ভব হয় তাহলে আপনার সমস্যাটির কোন স্ক্রিন শর্ট বা কি error মেসেজ পেয়েছেন তা অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ
Momen
2017-07-22, 11:43 AM
আপনার সেকেন্ড লেভেল ভেরিফাই এর পূর্বে কোনো ধরনের ইউথড্র আপনি করতে পারবেন না। কেননা, আপনার একাউন্ট ভেরিফিকেশন কম্পিলিট না করে আপনার পেমেন্ট দেওয়া হবে না। তাই, আগে সেকেন্ড লেভেল ভেরিফাই করুন, তারপর উইথড্র দিন।
mahbubhb
2017-08-21, 11:03 PM
ইনস্টা ফরেক্সে ১ম লেভেল ভেরিফাই করানো সহজ। কিন্তু দিতীয় লেভেল একটু জটিল তবে সমস্যা নাই। ব্যাংক স্ট্যাটমেন্ট এ ব্যাংক কর্মকর্তার সাক্ষর ও ব্যাংক এর সীল দেওয়া থাকলে সহজেই ভেরিফাই হয়ে যায়। তাই কোন চিন্তা না করে অতি দ্রুত ভেরিফাই করিয়ে নিন তাহলে নিশ্চিন্তে ট্রেড করে টাকা উত্তোলন করতে পারবেন। আমার একাউন্ট ভেরিফাই করাতেও সময় লেগেছিল। এখন আর সমস্যা নাই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.