PDA

View Full Version : প্রতিদিন পোস্ট কতগুলো করতে পারব?



uzzal05
2017-05-26, 07:12 AM
আমি জানি ফোরাম পোস্টিং এর নিয়ম অনুযায়ী মাসে ২৫০ ডলার পর্যন্ত বোনাস পাব। কিন্তু এখন আমি যদি একদিনে ১০০ পোস্ট করে ফেলি তাহলে আমার একাউন্ত এর কোন সমস্যা হতে পারে কি। কারন আমি প্রতিদিন বিদ্যুতের ঝামেলার কারনে পোস্ট করতে পারি না।

Mamun13
2017-05-26, 07:48 AM
আমারও ঠিক একই প্রশ্ন ৷এই বিদ্যুতের অনুপস্হিতির কারনে পোষ্ট লিখতেই পারি না৷যখনই পিসির সামনে বসছি একটু বাদেই চট করে বিদ্যুত চলে যাচ্ছে৷তাই খুব কষ্ট করে ফাকে ফাকে ফোরামে বসে পোষ্ট পড়ছি ও লিখছি৷আমি সুযোগ পেলে ১০/১৫ টা পোষ্ট সর্বোচ্চ লিখতে পারি৷তবে ফোরামের নিয়ম অনুসারে প্রতিদিন ৪০ টার বেশি পোষ্ট না লিখাই ভালো৷তাতে একাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে৷

Mahidul84
2017-10-18, 07:02 PM
ফোরামের নিয়ম অনুযায়ী আমার জানা মতে আপনি ফোরামে প্রতিদিন পোষ্ট করতে পারবেন ৩০ থেকে ৩৫টি। তবে এর বেশিও করতে পারবেন কিন্তু অতিরিক্ত পোষ্ট করলে আপনার এ্যাকাউন্ট হয়তো বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য এর বেশি পোষ্ট না করাটাই উত্তম। তবে আপনি যত কম পোষ্ট করবেন তত বেশি আপনার পোষ্টের মান উন্নত হবে কারণ আপনি যে কটা পোষ্ট করবেন অনেক চিন্তা ভাবনা করে করবেন। আর এই জন্যই আপনার পোষ্টের মানও উন্নত হবে পাশাপাশি আপনার পোষ্টের পরিমাণও একটা সীমিত মধ্যে থাকবে।

Md.shohag
2020-08-21, 02:50 PM
আমারও ঠিক একই প্রশ্ন ৷এই বিদ্যুতের অনুপস্হিতির কারনে পোষ্ট লিখতেই পারি না৷যখনই পিসির সামনে বসছি একটু বাদেই চট করে বিদ্যুত চলে যাচ্ছে৷তাই খুব কষ্ট করে ফাকে ফাকে ফোরামে বসে পোষ্ট পড়ছি ও লিখছি৷আমি সুযোগ পেলে ১০/১৫ টা পোষ্ট সর্বোচ্চ লিখতে পারি৷তবে ফোরামের নিয়ম অনুসারে প্রতিদিন ৪০ টার বেশি পোষ্ট না লিখাই ভালো৷তাতে একাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে৷

EmonFX
2021-08-03, 10:15 PM
আমি জানি ফোরাম পোস্টিং এর নিয়ম অনুযায়ী মাসে ২৫০ ডলার পর্যন্ত বোনাস পাব। কিন্তু এখন আমি যদি একদিনে ১০০ পোস্ট করে ফেলি তাহলে আমার একাউন্ত এর কোন সমস্যা হতে পারে কি। কারন আমি প্রতিদিন বিদ্যুতের ঝামেলার কারনে পোস্ট করতে পারি না।

পোস্ট করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি চাইলে দৈনিক মতো খুশি পোস্ট করতে পারেন। তবে ফোরাম অথরিটি বোনাসের জন্য দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট কাউন্ট করে না। আসলে আমি ফোরামের রুলস এন্ড রেগুলেসনে এরকম কোন নির্দেশনা পাইনি যে দৈনিক ঠিক কতটি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক বেশি পোস্ট করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস হান্টার হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। আপনার লেখার কোয়ালিটি ভালো, তথ্যবহুল, যথার্থ সত্য হলে আপনি প্রতি মাসে ২০০০ বলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হলো ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন। তাই আমাদের উচিত বেশি বেশি পোস্ট না করে বরং মানসম্মত ৫/১০ টি পোস্ট করা উচিত।

Starship
2021-08-03, 10:40 PM
বাংলাদেশ ফরেক্স ফোরাম এ একটু সময় দৈনিক পোষ্টের সংখ্যা নির্দিষ্ট ছিল না। অনেকে একে পরিমাণে পোস্ট করেছেন সর্বোচ্চ ৪০ টি পর্যন্ত পোস্ট করতে পেরেছেন। তবে এতে করে কোয়ালিটি সম্পন্ন পোস্ট না হওয়ায় তা ৫ থেকে ১৫ টি নির্দিষ্ট করে দেয়া হয়েছে। মূলত পোস্ট করার বিনিময়ে ব্রোকার আমাদের যে বোনাস দেওয়া হয় সেটি কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট এবং উন্নত মানের পোস্টের জন্য দেয়া হয় এখানে নির্দিষ্ট সংখ্যার উপর ভিত্তি করে বোনাস দেওয়া হয় না। তাই উন্নত মানের পোস্টের দিকে নজর রাখতে হবে সংখ্যায় নয়।

Sakib42
2021-08-03, 11:46 PM
আসলে একদিনে কতটি পোস্ট করতে পারবেন সেই সম্পর্কে কোথাও নির্ধারিত করে বলা আছে নাকি আমার মনে হয় না কিন্তু আমার অভিজ্ঞ অনুযায়ী আমি বলতে পারি যে আপনি একদিন আপনার ইচ্ছামত পোস্ট করতে পারবেন কিন্তু এইখানে কথা আছে আপনি ইচ্ছামত পোস্ট করলেই যে অর্থ বেশি উপার্জন করতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই এবং ভিত্তি নেই বললেই চলে। এর কারণ হলো আপনি যখন বেশি পোস্ট করতে যাবেন তখন আপনার পোষ্টের মান অবশ্যই খারাপ হবে তাতে কোন সন্দেহ নেই কেননা আপনি আপনার পোস্টগুলো সংখ্যায় হিসাবে গণনা করবেন আর ভাববেন যে বেশি সংখ্যক পোস্ট করলে হয়তো আমার বোনাস বেশি আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এমনটি হবে না কেননা ফরেক্স সবসময় আপনার পোষ্টের মান দেখে আপনাকে বরাস প্রদান করে থাকবে। তাই এক দিনে 50 টা পোস্ট করবেন সেই চিন্তা বাদ দিয়ে চেষ্টা করুন এমন পাঁচটি পোস্ট করা যার কারণে আপনি 50 টি পোস্ট করলে যতবার চেয়েছেন তার থেকে বেশি বোনাস পাওয়ার সম্ভাবনা রাখেন তাই বেশি বোনাস পাওয়ার সম্ভাবনা চিন্তা বাদ দিয়ে চেষ্টা করুন নিজের পোস্টের মান কিভাবে সুন্দর করা যায় ভালো করা যায় যাতে আরো 10 জন মানুষ আপনার লেখা পড়ে উপকৃত হয় সেই উদ্দেশ্যে ফরেক্স এ পরানে পোস্ট করুন। যখন মানুষজন আপনার পোস্ট দেখে উপকৃত হবে তখন আপনার বড় বোনাস পাবার সম্ভাবনা বেড়ে যাবে।

samun
2021-12-12, 09:27 AM
সবকিছুরই একটা সঠিক নিয়ম কানুন রয়েছে ভাই যদি আমি একটি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই যে আপনি এক সপ্তাহ না খেয়ে থাকবেন এবং এক সপ্তার খাবার আপনি একবারে খাবেন তাহলে কি সেটা আপনার পক্ষে খাওয়া সম্ভব ঠিক একই ভাবে আপনি ফোরামে এক সপ্তা কাজ করলেন না আপনি সেটি একদিনে করতে চান তাহলে এটিও আপনার আইন কানুনের বহির্ভূত তাই অবশ্যই নিজের নিয়মকে প্রতিপালন করে ফরেক্স মার্কেটে কাজ করে টিকে থাকবেন বলে আমি আশা করি

Mas26
2024-04-26, 08:07 PM
ফোরামের নিয়ম অনুযায়ী আমার জানা মতে আপনি ফোরামে প্রতিদিন পোষ্ট করতে পারবেন ৩০ থেকে ৩৫টি। তবে এর বেশিও করতে পারবেন কিন্তু অতিরিক্ত পোষ্ট করলে আপনার এ্যাকাউন্ট হয়তো বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য এর বেশি পোষ্ট না করাটাই উত্তম। তবে আপনি যত কম পোষ্ট করবেন তত বেশি আপনার পোষ্টের মান উন্নত হবে কারণ আপনি যে কটা পোষ্ট করবেন অনেক চিন্তা ভাবনা করে করবেন। আর এই জন্যই আপনার পোষ্টের মানও উন্নত হবে পাশাপাশি আপনার পোষ্টের পরিমাণও একটা সীমিত মধ্যে থাকবে।