View Full Version : ভেরিফাই করা কি জরুরী?
Mas26
2022-09-29, 07:45 PM
হ্যা ভাই ফরেক্স ব্যাবসায় ভ্যারিফাই বিষয় টা খুবই জরুরি, কারন ভ্যারিফাই ছাড়া আপনি ফরেক্স মাের্কটে ইনেভস্ট করতে পারলে ও ট্রেড করে যে প্রফিট লাভ করবেন তা তুলতে পারবেন না।আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। FBS, Fxoptimax সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই ট্রেড শুরু করা যায়। কিন্তু বড় পেমেন্ট পেতে হলে আপনাকে তখন ভেরিফাই করতে হবে।তাই ফরেক্স মাের্কটে ইনভেস্ট করার অাগে অ্যাকাউন্ট ভ্যারিফাই করে নেয়া উচিৎ।
samun
2023-01-29, 12:38 PM
ফরেক্স মার্কেটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সকলের উদ্দেশ্যেই একটা ভালো মাপের উপার্জন করা।অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন এবং প্রফিট ও করতে পারবেন। কিন্তু আমাদের কাঙ্খিত বস্তু, প্রফিট উইথড্রো বা নগদ টাকা হাতে পাওয়া, এইটা সম্ভব হবে না। কেননা একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি কখনো প্রফিট উইথড্র করতে পারবেন না। তাই ফরেক্স এ ট্রেডিং করএ লাভ করে প্রফিট উত্তলন করতে চাইলে একাউন্ট ভেরিফাই করা জরুরি । তাই ফরেক্স ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক ।
ভেরিফাই ছাড়া আপনি ফরেক্স থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। আমি অনেক ব্রকারে ট্রেড করেছি, সব ব্রকারেই ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় আবার ডিপোজিট করাও যায়। যখন আপনি টাকা উত্তোলন করতে চাইবেন তখন ভেরিফাই ছাড়া পারবেন না। তাই আমার মনে হয় প্রথমে ভেরিফাই করেই ট্রেড করা উচিৎ। তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স মার্কেট এর যাবতীয় বিসয়ে খেয়াল রাখেতে হবে। আমরা যদি একাউন্ট খুলে একাউন্ট বেরিফাই না করে ট্রেড শুরু করি তাহলে আমরা আমাদের সবকিছুই হারিয়ে পেলব। তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে ফরেক্স এর একাউন্ট এ বেরিফাই করা জরুরি।
samun
2023-04-18, 10:49 AM
অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব জরুরি কারন অ্যাকাউন্ট ভেরিফাই না করে ফরেক্স থেকে টাকা তুলা সম্ভব না , এবং অ্যাকাউন্ট যদি ভেরিফাই না করে ট্রেড করে কন লাভ হবে না সুতুরাং অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে তারপর ট্রেড করতে হয়। আমরা যখন সাধারণত কোন লেনদেন এর জন্য কোন একাউন্ট ওপেন করি তখন আমাদের সেই একাউন্ট ভেরিফাই করে নিতে হয় । একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি কখনো প্রফিট উইথড্র করতে পারবেন না।এবং আপনাকে আজ হোক বা দুদিন পরে হক, একাউন্ট ভেরিফাই করতেই হবে।তাই সকলের উচিত প্রাথমিক অবস্থায় একাউন্ট ভেরিফাই করে নেয়া এবং ভেরিফাইয়ের জন্য সমস্ত ডকুমেন্ট রেডি রাখা।
Mas26
2023-04-18, 10:53 AM
আমার মতে ভেরীফাই করা জরুরি। ভেরিফাই হল তথ্যের যাচাই করা।ভেরিফিকেশন দ্বারা ট্রেডারের তথ্যের যাচাই করা হয় ।বাংলা ফরেক্স খোলার সময় তথ্যের যে যাচাই হয় তাকে বাংলা ফরেক্স একাউন্ট ভেরিফিকেশন বলে।ভেরিফিকেশন হচ্ছে ট্রেডিং এর প্রথম ধাপ।ট্রেডাররা ভেরিফিকেশন দ্বারা প্রথম ধাপ অতিক্রম করে। তাই ট্রেডারের জন্য ভেরিফিকেশন গুরুত্ব অপরিসীম।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.