PDA

View Full Version : আপনার কত পিপ প্রফিট হলো?



uzzal05
2017-06-11, 05:41 AM
আমি গত সপ্তাহে প্রায় ২০০ পিপ প্রফিট ছিলাম। আমি প্রায় ১০ ডলার লাভ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি লাভ ধরে রাখতে পারি নি। কারন সপ্তাহের শেষের দিকে ট্রেড এ আমি লস করি। লাভের চেয়ে বেশী লস করে ফেলি। তাই বেশী ট্রেড ওপেন না করা ভালো।

Mamun13
2017-11-19, 09:24 PM
আমি আমার ওপেনিং ট্রেডগুলোর একটাও গত সপ্তাহে ক্লোজ করি নাই৷এসব ট্রেড ক্লোজ করবো আরোও দেরিতে কারন আমি বর্তমানে লং টাইমফ্রেমে ট্রেড করছি৷আমার ওপেনিং ট্রেড অনেক দিন রানিং করে নেই৷এতে আমার অনেক কিছু শেখা হয়,অভিজ্ঞতা হয়৷আমার সাপ্তাহিক প্রফিটের চাইতে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন বেশি৷

Debdas50
2017-12-15, 03:32 PM
আমি বর্তমানে লং টাইমফ্রেমে ট্রেড করছি৷আমার ওপেনিং ট্রেড অনেক দিন রানিং করে নেই৷এতে আমার অনেক কিছু শেখা হয়,অভিজ্ঞতা হয়৷আমার সাপ্তাহিক প্রফিটের চাইতে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন বেশি৷

Yousuf Ahamad
2017-12-18, 09:07 AM
অনেক নতুন ট্রেডার রা লাভ/লসের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোবলেম ফেস কর থাকেন৷ এবং এর পরিমান অনেক বেশি, অনেকে নতুন ট্রেডে গেলে তারা লাভ/লসে মারকেটে প্রাইজ ঠিক ভাবে ধরতে পারেন না৷ কোন অডার দিলে দেখা যায়, যখন লাভ হতে থাকে তখন তাদের টেক প্রফিট গুলো তারা বাডাতে থাকে৷ এটা সাধারণত নতুন ফরেষ্কের থ্রিলের কারনে, এবং অধিক পাওয়ার লোভে হয়ে থাকে৷ এটা একাউন্ট জিরো করার প্রথম ও দ্বিতিয় কারন হতে পারে৷
:yahoo::rules::rules::rules:

Yousuf Ahamad
2017-12-18, 09:14 AM
অনেকে দেখাযায় তারা কোন ওডার দিয়ে মোন শান্ত করতে পারেন না৷ কিন্তু ফরেষ্ক মারকেটে এমন জুয়া চলে না৷ তুমি যদি মন শান্ত না করতে পার তবে তুমি কেন অডার দিছো৷ এটা একাউন্ট জিরো করার অনেক ভারী একটা কারন৷ আবার অনেকে দেখা যায়, তারা অডার দেয়, আর যখন একটু একটু করে লস হয়, তখন তারা তাদের টেক প্রফিট স্টপ লস কমাতে থাকে৷ এটা এক ধরনের সাইকোলজিকাল প্রোবলেম৷
:o:o:happy::o

expkhaled
2018-01-09, 12:40 PM
ফরেক্স মার্কেটে প্রতি সপ্তাহে পিপস নেওয়া যায় না। যদি আপনি আপনার সিস্টেম এর সিগ্ন্যাল অনুসারে ট্রেড নেন তাহলে সবসময় ট্রেড এ এন্ট্রি নেওয়া যায় না। আমি লং টাইমফ্রেমে ট্রেড করি সুতরাং একটি ট্রেড ক্লোজ হতে অনেকদিন লেগে যায়। সুতরাং প্রতি হিসাব রাখতে পারি না। ফরেক্স ট্রেডিং আসলে প্রথম অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করতে হবে তারপর হল পিপস কালেকশন। যারা স্ক্যালপিং করেন তারা প্রতিদিনের হিসাব করেন, প্রতি সপ্তাহের হিসাব করেন। আমি স্ক্যলপিং করি না তাই এই রকম কোন হিসাব রাখা হয় না।

Syed Moinul
2018-01-29, 04:09 PM
কত পিপ হলো তা বলা সহজ নয়। কারন সব সময় হিসাব করে রাখা সম্ভব হয় না। কিন্তু সিগনাল ভালো থাকলে স্ক্যাল্পিং করে অনেক পিপ করা সম্ভব।