PDA

View Full Version : একাউন্ট ভেরিফাই বিষয়ে?



uzzal05
2017-06-15, 03:40 PM
আমি আমার একাউন্ট এ দ্বিতীয় লেভেল ভেরিফাই এর জন্য প্রথমে ইয়েস্টার্ন ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম। কিন্তু আমার স্টেটমেন্ট টি অনেক পুরনো হুওয়ায় ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ একাউন্ট টি ভেরিফাই করেনি। কিন্তু আমি এখন ডাচ বাংলা একাউন্ট এর স্টেটমেন্ট আপ্লোড করতে চাচ্ছি। কারন আমার এটি নতুন স্টেটমেন্ট। এখন ডাচ বাংলা ব্যাঙ্ক স্টেটমেন্ট ২য় লেভেল ভেরিফাই এর জন্য আপলোড করলে আমার একাউন্ট কি হাই লেভেল ভেরিফাই হবে।

maziz6989
2017-06-15, 05:09 PM
হবার কথা। তবে আপনি চেষ্টা করবেন কম পক্ষে দুই পাতা সাভমিট করতে। আর চেষ্টা করবেন যেন ভাল ভাবে লেখা গুলো বুঝা যায়।

Rahat015
2017-06-15, 05:26 PM
করতে পারেন। আশাকরি হবে। কারন রিসেন্ট স্টেমেন্ট জমা দিলে কর্তৃপক্ষ এট জমা নেই। তবে রেগুলার ট্রেঞ্জেকশন হলে ২ মাস এর জমা দিলে গ্রহন করবে।

InstaForex Sushantay
2017-06-18, 12:36 PM
আমি আমার একাউন্ট এ দ্বিতীয় লেভেল ভেরিফাই এর জন্য প্রথমে ইয়েস্টার্ন ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম। কিন্তু আমার স্টেটমেন্ট টি অনেক পুরনো হুওয়ায় ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ একাউন্ট টি ভেরিফাই করেনি। কিন্তু আমি এখন ডাচ বাংলা একাউন্ট এর স্টেটমেন্ট আপ্লোড করতে চাচ্ছি। কারন আমার এটি নতুন স্টেটমেন্ট। এখন ডাচ বাংলা ব্যাঙ্ক স্টেটমেন্ট ২য় লেভেল ভেরিফাই এর জন্য আপলোড করলে আমার একাউন্ট কি হাই লেভেল ভেরিফাই হবে।

প্রিয় ফোরাম ট্রেডার,
আপনার ডাচ বাংলার ব্যাংক​স্টেটমেন্টটি ​এক মাসের​​ ​​পুরানো হওয়া চলবে না এছাড়া আপনার ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ঠিকানার সাথে ডাচ বাংলার ব্যাংক​স্টেটমেন্ট এর নাম ঠিকানা মিল থাকতে হবে। নতুবা আপনার ভেরিফিকেশনটি বাতিল বলে গণ্য হবে। অনুগ্রহ করে নিচের লিংক থেকে ​​​​​​​​​​ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত দেখে নিন- http://bit.ly/2redUEj ধন্যবাদ

Momen
2017-07-22, 11:47 AM
আপনার স্টেটমেন্টটি যদি অরিজিনাল হয় এবং স্টেটমেন্ট এর যদি মেয়াদ থাকে তাহলে অবশ্যই আপনার সেকেন্ড লেভেল ভেরিফিকেশন কম্পিলিট হয়ে যাবে। তবে হ্যা, লক্ষ রাখবেন স্টেটমেন্ট যাবে Valid হয়। এবং অবশ্যই আপনার প্রথম স্টেপ ভেরিফিকেশন এর জন্য আপলোডকৃত ডকোমেন্ট এর সাথে নাম, ঠিকানা মিল রাখতে হবে।

mahbubhb
2017-08-21, 11:13 PM
আমি আমার দিতীয় লেভেল ভেরিফাই ডাচবাংলা ব্যাংক এর স্ট্যাটমেন্ট দিয়ে করিয়েছি। স্ট্যাটমেন্ট নতুন হলে আর অফিসারের সাইন ও সীল দেওয়া থাকলেই হবে। সাবমিট করার ১-২ দিনের মধ্যেই হাই লেভেল ভেরিফাই হয়ে যাবে। আপনার কপিটি চেষ্টা করবেন যেন স্পষ্ট ও ২এমবি সাইজের ভিতরে হয় তাহলে আর কোন সমস্যা হবে না। আর অবশ্যই আপনার একাউন্টের ঠিকানা আর স্ট্যাটমেন্ট এর ঠিকানা এক হতে হবে।

tarikulfx
2019-03-30, 10:45 AM
আপনি হয়তো ইতি মধ্যে জেনে গেছেন ইন্স্টাফরেক ব্রোকার আগের চেয়ে এখন খুবিই সিকিউরিটি জোর দার করছে তাই আপনি ভ্যালিড ডকুমেন্ট দিলেই ইন্স্টা ফরেক্স গ্রহণ করবে তাই আপনাকে ভেরিফাই করতে হইলে বিদ্যুত বিলের গ্রহক কফি যেখানে থাকবে ব্যাংকের সিল ও সিলের উপরে স্বাক্ষর সহ আপলোড করতে হবে তাহইলে এটা গ্রহণ যোগ্য হবে আশা করি দ্বিতীয় লেবেল ভেরিফাই হয়ে যাবে.

kohit
2019-04-04, 06:09 PM
দ্বিতীয় লেভেল হল আড্রাস ভেরিফিকেশন একটি বিষয় মাথায় রাখবেন দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট নেওয়া হয় তা হল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টে নাম এবং ঠিকানার সাথে দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট সাবমিট করবেন তার তার নাম ঠিকানা হুবুহু মিল থাকতে হবে। দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো হল আপনার ট্রেডিং অ্যাকাউন্টে উল্লেখিত ঠিকানা অনুযায়ী, ব্যাংক স্টামেন্ট অথাবা গ্যাস বিলের কপি অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা পাসপোর্ট এর কপি। তবে স্ক্যান করা ডকুমেন্টগুলো অবশ্যই রঙ্গিন হতে হবে।

abilkis7
2019-11-17, 08:50 AM
প্রথম লেভেল হল ক্লাইন্ড সনাক্ত করার জন্য এবং দ্বিতীয় লেভেল হল ঠিকানা সনাক্ত করার জন্য। প্রথম লেভেল দেখে একাউন্টের নামে সাথে ক্লাইন্ডের ডকুমেন্টের নামে মিল রয়েছে কিনা। আর দ্বিতীয় লেভেল এর ক্ষেত্রে দেখে একাউন্ট করার সময় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তা একই কিনা। দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো হল আপনার ট্রেডিং অ্যাকাউন্টে উল্লেখিত ঠিকানা অনুযায়ী, ব্যাংক স্টামেন্ট বা গ্যাস বিলের কপি বা বিদ্যুৎ বিলের কপি বা ফোন বিল এর কপি। তবে স্ক্যান করা ডকুমেন্টগুলো অবশ্যই রঙ্গিন হতে হবে।