PDA

View Full Version : ভিপিএস কম দামে



hasan019
2017-06-17, 06:42 PM
ভাল ভিপিএস কম দামে কথায় পাওয়া যাবে। কেউ আছেন জারা ইউজ করেছেন।

Mamun13
2017-06-17, 07:34 PM
ভালো ভিপিএস দিয়ে কী ধরনের কাজ করবেন ? প্রথমে সেটা জানতে হবে৷ফ্রী ভিপিএস দিয়ে যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তাহলে সেটি ইন্সটা ফরেক্সেই আছে৷আর অন্য কোনো কাজ করতে হলে তার জন্য গুগলে সার্স দিয়ে বের করতে পারবেন৷আর এই প্রসঙ্গটি অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কিত হওয়া উচিৎ৷

InstaForex Sushantay
2017-06-18, 01:30 PM
ভাল ভিপিএস কম দামে কথায় পাওয়া যাবে। কেউ আছেন জারা ইউজ করেছেন।
প্রিয় ফোরাম সদস্য,
ইন্সটাফরেক্স ব্রেকার তার গ্রাহকদের জন্য স্বল্পমুল্যে 'ভিপিএস হোস্টিং' বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহারের সুবিধা প্রদান করে। ইন্সটাফরেক্সের ভিপিএস সেবা সম্পর্কে বিস্তারিত জানাতে নিন্ম লিংকটি ভিজিট করুন
https://www.instaforex.com/bd/forex_vps
ধন্যবাদ

RUBEL MIAH
2017-06-30, 03:49 PM
ভিপিএস দিয়ে যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তাহলে সেটি ইন্সটা ফরেক্সেই আছে৷আর অন্য কোনো কাজ করতে হলে তার জন্য গুগলে সার্স দিয়ে বের করতে পারবেন৷ইন্সটাফরেক্স ব্রেকার তার গ্রাহকদের জন্য স্বল্পমুল্যে 'ভিপিএস হোস্টিং' বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহারের সুবিধা প্রদান করে। ইন্সটাফরেক্সের ভিপিএস সেবা সম্পর্কে বিস্তারিত জানাতে নিন্ম লিংকটি ভিজিট করুন ।

new man
2017-07-08, 02:26 PM
অনেক ট্রেডার আছে যারা ভিপিএস ব্যবহার করে ট্রেড করে । কিন্তু আমি মনে করি আমাদের জন্য ভিপিএস লাগে না । কারন যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ভিপিএস লেন বা দরকার । তবে অনেকে ভিপিএস ব্যবহার করে থাকে ।

01797733223
2018-01-09, 07:43 PM
ভিপিএস মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ভাই আমিতো এটা ব্যবহার করিনা তবে অন্য কেউ করে কিনা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ভাই আমার কাছে ভিপিএসটা ওতটা সুবিধা মনে হয়না, কারন আমি মনে করি যারা মনে করেন সেই মানের ট্রেডার এবং হটাৎ* বাইরে কোথও গিয়ে সেইমানের সমস্যা ফেস করতে হলে, মার্কেট দেখতে হলে, এনালাইসিস করতে হলে তাহলে এরকম সার্ভিস নেওয়া যায় একটা চুক্তির মাধ্যমে। কিন্তু আমার মতামত হল আমার মনে হয়না এখানে আমাদের কোন ভিপিএস এর প্রয়োজন রয়েছে।

samun
2021-07-29, 05:10 PM
আসলে, ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আসলে সেই হিসেবে আমি পড়েছি মার্কেটে অনেক কিছুই বুঝি না তাই অভিজ্ঞ ভাইদের মতামতের উপর ফোরামে পোস্ট করা হয় সেই পোষ্টটি পড়ে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি এজন্য অভিজ্ঞ ভাইদের অসংখ্য ধন্যবাদ তাদের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য

Starship
2021-07-29, 09:29 PM
ভিপিএস সম্পর্কে এমন অনেকেই রয়েছে যাদের এ সম্পর্কে ধারনা নেই। আমাদের ফরেক্স থেকে আয় করার জন্য প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যে বিষয়ে দক্ষতা ও জ্ঞান নাই সে বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। ভিপিএস হলো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তবে আমি ইতিপূর্বে ভিপিএস ইউজ করিনি ।তাই এই সম্পর্কে ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ও দক্ষতা নেই। আশা করি এ বিষয়ে অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে মতামত চাচ্ছি।